নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকেরা নিজেদের দায়িত্ব পালন করছেন না ঠিক মতো!

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২



এইচএসসি পরিক্ষার্থীদের মা-বাবারা টাকা জমিয়ে রেখেছিলো, এডুকেশন মিনিষ্ট্রির লোকজন প্রশ্ন বের করে দেয়ার জন্য প্রস্তুত ছিলো, যারা প্রশ্নের উত্তর লিখে দেয়, তারা বইয়ের গুরুত্বপুর্ণ অংশ রিভিশন দিচ্ছিলো; ছেলেমেয়েরা প্রস্তুত ছিলো উত্তরপত্র দেখে পরীক্ষা দেয়ার জন্য, কিন্তু সরকারের পন্ডিতদের বহুমুখী প্ল্যানের সামনে সবাই কুপোকাত: কোন টাকা হস্তান্তর হয়নি, কারো কলম থেকে একফোঁটা শহীদের রক্ত ঝরেনি, প্রশ্ন বিক্রয় করে কেহ এপার্টমরেন্ট, গাড়ী কিনেনি, প্রশ্নফাঁস হয়নি, জাতি ঘুরে দাঁড়ায়েছে; অনেক যুগের পর জাতির মুখের কালিমা মুছলো; শিক্ষামন্ত্রীর মুখ উ্জ্বল, জাতি হাঁফ ছেড়ে বাঁচলো; করোনাই অবশেষে জাতিকে বুদ্ধিমান করে তুলেছে,পরীক্ষা না নিয়ে প্রশ্নফাঁসকে পরাজিত করেছে জাতি।

এত বড় সরকার, এত বড় প্রশাসন, লাখের বেশী শিক্ষক, এইচএসসি পরীক্ষাটা নিতে পারলো না; ১৩ লাখ ছেলেমেয়ের পরীক্ষা নেয়াটা এত কঠিন কাজ যে, উহা বাদ দিতে হলো; এই জাতি কিভাবে নিজ পায়ে দাঁড়াবে? ১ লাখের বেশী শিক্ষক বসে বসে বেতন নিলো, সামান্য জুতা আবিস্কার করতে পারলো না!

পৃথিবীর প্রায় সবাই পরীক্ষা নিয়েছে; হয়তো, ইয়েমেন কিংবা আফ্রিকার ঝামুন্ডা পরীক্ষা নেয়নি। পরীক্ষা নিলে করোনায় কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিলো না। বাংলাদেশ প্রথম ৩/৪ মাসে করোনাকে বুঝতে পারার পর, পরীক্ষা নিতে পারতো; সারাদেশে ২ কোটীর বেশী ছাত্রছাত্রী বসার মতো টুল, বেন্চ, চেয়ার, টেবিল ও ক্লাশরুম খালি ছিলো। আগে যেখানে এক রুমে ৫০ জন বসতো, সেখানে ৫ জন বসালেও যায়গার অভাব হতো না।

স্কুল, কলেজ, উনিভার্সিটিতে না গিয়ে, পরীক্ষার্থীরা নিজ বাড়ীতে বসেও পরীক্ষা দিতে পারতো; ১৩ লাখ ছেলেমেয়ের জন্য ১৩লাখ পরীক্ষক নিযুক্ত করলে, পরীক্ষা নেয়া খুবই সহজ হয়ে যেতো; রবী ঠাকুরও জীবিত নেই, জুতা আবিস্কার করার লোকজনও নেই।

জাতির কেহ প্রতিবাদ করেনি; ঢাকা, চট্টগ্রাম, জাহাংগীর নগর, রাজশাহীসহ মিলে ৩৯ টি পাবলিক ইউনিভার্সিটির ১০ হাজার পিএইচডিরা একটা টু শব্দও করেনি। আমাদের ব্লগার নুরু সাহবেও ছুটিতে; ফলে, সামু থেকে কেহ বাদ, প্রতিবাদ করেনি। সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে, কেহ প্রশ্নফাঁসের অভিযোগ করতে পারবে না।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

নতুন বলেছেন: নেতাদের কাছে জনগনের শিক্ষা কখনোই গুরুত্বপূর্ণ কাজ ছিলোনা।

সপিং মল, রাস্তায় করোনা নেই। শুধুই করনার ভয়ে শিক্ষা বন্ধ বাংলাদেশে। :(

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


লিলিপুটিয়ানরা জাতিকে পুরোপুরি পিগমী বানায়েছে

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরিক্ষা না নেয়াতে কি কোনো ১৯ - ২০ পার্থক্য হয়েছে মনে করেন। যাহা ৫২ তাহাই ৫৩ হতে কি কোনো বাকি আছে? পরিক্ষা নিলেও তাই হতো। করোনায় কোনো ক্ষতিগ্রস্ত হলে সরকারকে ফেসবুক ইউটিউবে সবাই বাণী/গালী দিতেন।

আমাদের দেশের মতো এতো এতো লেখক (কবি সাহিত্যক ফেসবুকার ব্লগার ইউটিউবার) কি পৃথিবীর আর কোনো দেশে আছেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



সরকারের কিছু বেসিক দায়িত্ব আছে, সেগুলো কারো গালি, কারো প্রশংসার বিষয় নয়; পরীক্ষা নেয়া কোন জাতি বন্ধ করেনি।

আমাদের জাতি লেখার হাত নেই বললেই চলে, বেশীরভাগ লেখা খুবই দুর্বল, অপধারণার বাহক, অনেক বই গার্বেজ; কিন্তু কেহ কেহ ক্রমেই লিখতে শিখছেন, কেহ কেহ লেখক হিসেবে টিকে থাকবেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৮

সাসুম বলেছেন: আমি পরীক্ষা না নেয়ার পক্ষে এবং ওটোপাস এর পক্ষে।

এই জাতি এম্নে মগা এম্নেই কানা। পাশ আর ফেল এর মাঝে কোন তফাত নাইক্কা

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:




আপনি নিজের সময় প্রশ্নফাঁস করতে পেরেছিলেন?

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

এম ডি মুসা বলেছেন: আপনার পোস্ট হেডলাইন দেখা হাঁসতে শুরু করলুম

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



এইচএসসি'র ১৩ লাখ দুষ্টকে থামায়েছে সরকার; এখন দরকার আমগামী কয়েক বছর পরীক্ষা বন্ধ করে রাখা; দেখা যাক, এরা প্রশ্নফাঁস করে উত্তর কোথায় লেখে? ছাত্ররা কি ফেসবুকে পরীক্ষা দিতে পারবে?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: শোনলাম যতগুলো ছেলে মেয়ে এবার এইচএসসি পাস করেছে ততগুলো সিট নাকি নাই সব বিশ্ববিদ্যালয় মিলে!
তাহলে কী হবে এবার...???

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



আসলে সীট আছে হয়তো ৫০ হাজারের; বাকী সীটগুলো ভুয়া।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রায় এক বছর ধরেই স্কুল-কলেজ সব বন্ধ পরীক্ষা তো হয়নি কোথাও।
প্রশ্নপত্র এবার ফাঁস হওয়ার কোনো সুযোগ ছিল না কোথাও।


০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



সরকার বাচ্চাদের পরীক্ষা নিতে পারেনি, ওরা ওখানে কি কাজ করে?

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৫

করুণাধারা বলেছেন: যতদূর জানি শিক্ষকদের কাছে নির্দেশনা এসেছিল অটোপাস নিয়ে কেউ যেন উচ্চবাচ্য না করেন, তাই এ নিয়ে জাতির কেহ কোন প্রতিবাদ করেনি। সামুতে কেউ কেউ প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরে চুপ করে যান। আমিও লিখেছিলাম, view this link

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ এখন ধনী ও তথাকথিত এলুিটদের কবলে, ওরা ওদের ছেলেমেয়েদের পরীক্ষা ( লেভেল, লুভেল ) ঠিক রেখেছে; সরকার তার বেসিক দায়িত্বটুকু করার মতো দক্ষ নয়; পরীক্ষা অনেকভাবে নেয়া যেতো, এমন কি বাড়ীতে বসেও পরীক্ষা দেয়া যেতো; সরকারের লিলিপুটিয়ানরা কাজ করতে চাহে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়েছি। শিক্ষকদের মেরুদন্ড নেই।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পরীক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে।জাতী সবদিকে পিছিয়ে আর লেখাপড়ায় ভাল হয়ে যাবে এটা হতেই পারে না।বই যেখানে মান সম্মত না ,শিক্ষকের পড়াবার যোগ্যতা যেখানে নিম্নমীনের,সেখানে পরীক্ষা দেয়া আর না দেয়ার মাঝে পার্থক্য কোথায়।
ব্লগে অনেক শিক্ষক আছেন,তারা কি বলে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



ব্লগের শিক্ষকদের লেখা ও মনোভাব দেখে বুঝা যায় যে, এরা দক্ষতা যথেষ্ঠ নয়

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৩

আড়ালি বলেছেন: আপনার তো ব্লগারদের সম্পর্কে খুব উচ্চ ধারনা , আপনার আজকের পোষ্টে ব্লগারদের ( দুইজন বাদে) কমেন্ট দেখেই ভাবছি সেই ব্লগারদের চিন্তা চেতনা যদি এমন হয় তাহলে সাধারন মানুষদের চিন্তা , চেতনা আরো তো কত নীচে!

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ৫ লাখের বেশী ব্লগার নাম লিখায়েছিলেন; অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেছেন; এখনো ব্লগারেরা সবার চেয়ে বেশী সঠিক তথ্য পাচ্ছেন; সবাই কখনো সমানভাবে ভাবতে পারবেন না।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৫

করুণাধারা বলেছেন: আজকাল মুদী দোকানীও তার সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ায়, কারণ প্রশ্নফাঁস জেনারেশনের অন্ধকার ভবিষ্যত সম্পর্কে সবাই জানেন। যারা এখনো বাংলা মাধ্যমে পড়ে তাদের অনেকেরই অনলাইনে পরীক্ষা দেবার সংগতি নেই। পাশের দেশ ভারতে হলে গিয়ে ছাত্ররা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পরবর্তী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে। তাদের দেশে কোভিড এবং ছাত্রসংখ্যা, দুটোই আমাদের চেয়ে বেশি ছিল।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



ভারত এখন প্রশাসন ও শিক্ষায় অনেক উপরে; টেকনোলোজীতে ওরা আমেরিকা ও ইউরোপকে অনুসরণ করছে; ওদের ব্যুরোক্রেটরা অনেক দক্ষ। বাংলাদেশের অবস্হা বৃটিশ কলোনিয়েল যুগের মতো হয়ে গেছে।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

কাছের-মানুষ বলেছেন: এই ব্যাপারে কেউ প্রতিবাদ করছে না এটা ঠিক না! আমি দেখলাম ফেইসবুকে তুমুল রক্তক্ষয়ি আন্দোলন হচ্ছে!

যাইহোক এত ছাত্রছাত্রী কোথায় ভর্তি হবে এটা দেখার বিষয়! পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত সীট নেই। পরীক্ষাটা হওয়া উচিৎ ছিল, পরীক্ষা নেয়াটা কোন রকেট সায়েন্স এর ভিতর পরে না!

মিয়ানমার সাময়িক অভ্যুত্থান হয়েছে, রোহিঙ্গারা এতে খুশি হয়েছে দেখলাম। এ ব্যাপারে আপনার মন্তব্য কি?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



রোহিংগারা ইডিয়ট, সেজন্য খুশী; সুচি একদিন না'হয় অন্যদিন রোহিংগাদের নিতে বাধ্য হতো; বার্মার মিলিটারী চীনের অধীনে চলে, ওরা কাউকে ভয় পায় না।

পরীক্ষা নিতে পারেনি, সরকার ও প্রশাসন মনে করেছে যে, ইহা অসম্ভব কাজ; এগুলো লিলিপুটিয়ান।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৬

রাকু হাসান বলেছেন:



https://youtu.be/a6v_levbUN4 আল-জাজিরা মাথা নষ্ট ইনভেস্টিগেশন করল।
আপনার মতামত পেলে খুশি হতাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:




আল জাজিরা কেন এসব ইনভেষ্টিগেশন করছে, এগুলোর জন্য কারা টাকা খরচ করছে?

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: শিরোনাম পড়ে খুব হাসলাম।
আমাদের দেশে বহু বছর ধরেই দক্ষ, যোগ্য ও পরিশ্রমী লোকের অভাব। যারা বড় বড় পদে বসে আছেন, তাদের ক্লাস ফাইভের বাচ্চাদের পড়ানোর মতো যোগ্যতা নেই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


কলেজের ১ লাখ শিক্ষক বসে বসে বেতন নিলো, পরীক্ষাটা নিলো না।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কলেজের ১ লাখ শিক্ষক বসে বসে বেতন নিলো, পরীক্ষাটা নিলো না।

কিন্তু বেতন ঠিকই নিয়েছে ছাত্রদের কাছ থেকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষেরাই কচুপাতা

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই অসাধারণ পদক্ষেপের জন্য বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে ইউনেস্কোর সর্বোচ্চ পুরস্কার পেয়ে যেতে পারে। এমনকি আপনার প্রিয় ইয়েমেন, আফ্রিকার ঝামুন্ডা বা ব্যানানা রিপাবলিক অফ হানুলুলুও বাংলাদেশকে শিক্ষাব্যবস্থার রোল মডেল হিসাবে অনুসরণ করছে। আপনার এতো হিংসা হচ্ছে কেন ? =p~

গোটা দেশটাই চলছে চরম স্ববিরোধিতার মধ্যে। সরকারের একাংশ বলছে করোনা নিয়ন্ত্রণে আছে - অথচ নিয়ন্ত্রণে থাকলে জনগণ বাইরে দিব্যি ঘুরে ফিরে বেড়াতে পারছে কিভাবে ? আবার বাইরে ঘুরে ফিরে বেড়াতে পারলে পরীক্ষা নিতে অসুবিধার কি ছিল ?
আবার সরকার ও তার কিছু তোষামোদকারী বলে বেড়ায় ডিজিটাল বাংলাদেশের দোরগোড়ায় পৌঁছে গেছে দেশ। যদি সত্যি হয় তবে দেশব্যাপী অনলাইনে পরীক্ষা নিতে সমস্যা ছিল কোথায় ?

নাকি অনলাইনে করোনার বাংলাদেশী ভার্সনের সংক্রমণের সম্ভাবনা ছিল বলে বোদ্ধারা অটোপাসের সিদ্ধান্ত নিলেন ? =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



১ লাখের বেশী কলেজ শিক্ষক, ২ কোটী ছাত্র বসার সীট, একটা ২০ লাখ মানুষের প্রশাসন; সবাই মিলে পরীক্ষাটা নিতে পারেনি; এগুলো কি মানুষ, নাকি লিলিপুটিয়ান?

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৩

রানার ব্লগ বলেছেন: তবে উত্তর পত্র ফাস হয়েছে

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মাষ্টার-পাশদেরও একদিন উটের রাখাল হতে হবে, মনে হচ্ছে।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার এই লেখাটি যেমন রসালো তেমনি হর্তাকর্তাদের জন্য চুলকানীও বটে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



আসলে, শিক্ষকেরা, সরকার ও প্রশাসন তাদের দায়িত্ব পালন করছে না।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আল জাজিরা তো পুরো দেশ কাপায়ে দিয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:




এখন প্রাইম মিনিষ্টারকে ভাবতে হবে, মানুষ কার উপর আস্হা রাখছে।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৭

রক বেনন বলেছেন: অনেক কাগজ কলমের কালি বেঁচে গেলো, অনেক ছাত্র ছাত্রী হাফ ছেড়ে বাঁচল, শিক্ষক শিক্ষিকারা পরিবারকে অনেক সময় দিতে পারলো, আমাদের কতিপয় বুদ্ধিজীবীদের নির্বুদ্ধিতা আবারো প্রকাশিত হলো, ফেসবুক টিকটকের অনেক আয় হলো, খালি লাভ হলো না মিষ্টির ব্যাপারীদের!! ঘরে ঘরে এখন I am GPA 5!!! তালিয়া তালিয়া!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:




সরকার কোন কাজই করতে চাচ্ছে না, প্রশাসনের মাথায় কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.