![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
** * যাঁর পক্ষে সম্ভব হয়, দেখেন তো প্রয়াত ব্লগার সিরাজ সাঁই'এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় কিনা! ***
ব্লগার সিরাজ সাঁই সম্পর্কে আমরা তেমন কিছু জানতাম না; উনার বয়স কত হয়েছিলো, কখন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন, চিকিৎসা করানোর মতো সামর্থ ছিলো কিনা, ঠিক মতো চিকিৎসা পেয়েছিলেন কিনা। উনার চাকুরী কেন ছিলো না, আমাদের কেহ কি উনাকে সাহায্য করতে পারতেন? যতটুকু তথ্য পাওয়া গেছে, বুঝা যাচ্ছে যে, উনি ভালো অবস্হায় ছিলেন না, উনার ছোট বোন কিডনী রোগে ভুগছিলেন; উনার মেয়ে আছে একজন; অবশ্য মেয়ের বয়সটাও জানা যায়নি।
আমরা যদি জানতাম যে, আমাদেরই একজন অভাবে আছেন, এবং কোন কারণে বেকার সমস্যায় আছেন, আমরা কি আসলে কিছু করতাম? ব্লগারদের অবস্হা দেখে সঠিকভাবে বলা কঠিন, তবে কিছু ব্লগার সব সময়ই এগিয়ে আসেন; মনে হয়; জানলে চেষ্টা করা যেতো। দরকারী পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্বেও কেন উনার চাকুরী ছিলো না, ইহার কারণও পরিস্কার হয়নি; জানলে হয়তো, ব্লগারদের মাঝে কেহ চাকুরীর ব্যবস্হা করার জন্য চেষ্টা করতে পারতেন।
এই মহুর্তে বাংলাদেশে কি পরিমাণ মানুষ বেকার, সেটা বের করাও অসম্ভব; তবে, ইহা ৫০ লাখের বেশী হবে অবশ্যই। আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্হা নিয়ে কথা বলার সময়, মানুষ ও সরকার আমাদের সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, দুর্নীতি, ইত্যাদি নিয়ে কথা বলেন; কিন্তু বর্তমান বিশ্বে দেশের আর্থ-সামাজিক অবস্হা বুঝার জন্য অর্থনৈতিকেই মাপকাঠি হিসেবে ধরা হয়; এবং এর মাঝে সবচেয়ে বড় সুচক হচ্ছে, সাপ্তাহিক বেকারত্বের হার, নতুন চাকুরীর সংখ্যা।
সাধারণ মানুষ ও সরকারী লোকেরা দেশের বেকারের হার ও নতুন চাকুরীর হিসেব রাখে না; সরকারের বাহিরে কোন দক্ষ সংস্হা আছে, যারা এই সুচকটি সঠিকভাবে নির্ণয় করে জাতিকে জানাতে পারবে?
ব্লগারেরা শিক্ষিত নাগরিক হিসেবে অনেক কিছুই বুঝতে পারছেন, কিন্তু জাতির মুল সমস্যাগুলো নিয়ে এঁদের কি ধারণা, কি করা সম্ভব, সেসব নিয়ে তেমন বক্তব্য ব্লগে আসে না। পুরো জাতির মুল সমস্যাগুলো ব্লগারেরা বুঝলে জাতি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে; দরকারী বিষয়গুলো নিয়ে আলাপ হওয়ার দরকার।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
কমেন্টে আপনি সব সময় সর্ব সর্বরোগের আদর্শ ঔষধ দেন, আপনাকে বুঝায়ে বলা কঠিন হবে; সোজা ব্যাপার হলো, আমরা যদি আমাদের সমস্যা সম্পর্কে সঠিক তথ্য জানি ও সঠিকভাবে বুঝি, আমাদের মাঝ থেকে কেহ, কিংবা একাধিক ব্যক্তি সেগুলোর সমাধান বের করার চেষ্টা করার সম্ভাবনা আছে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বুঝিয়ে বলাতে বুঝতে পেরেছি।আমিও কিছুটা মৌলবাদীদের মতই ।অলেক দিন মৌলবাদী ছিলাম,কিন্তু যুক্তি দিয়ে বুঝালে বুঝি।
সে বা তারা সমাধান বের করলো কিন্তু প্রয়োগ করবে কিভাবে।ধরা যাক,বেকার সমস্যার একটা থিউরিটিক্যাল সমধান বের করলো,সে বা তারা এটা প্রয়োগ করবে কিভাবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
ইউরোপ, আমেরিকা ও বিশ্ব জুড়ে "ক্যাথোলিক স্কুল" সিষ্টেম চালু করা হয়েছিলো, ক্যাথোলিকদের জন্য চাকুরী সৃষ্টির উদ্দেশ্যে; ইহাতে কয়েক মিলিয়ন মানুষ চাকুরী করেন। বাংলাদেশে, কৃষিতে ও যাতায়তে বিশাল পরিমাণ চাকুরী সৃষ্টি করা সম্ভব।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২২
খায়রুল আহসান বলেছেন: দেশে বেকারের সংখ্যা বেড়ে চলেছে, এটাই অনুমান এবং অনুভব করা যায়। দেশে নতুন কোন শিল্পায়ন হচ্ছে না, করোনার কারণে বিদ্যমান শিল্প ও ব্যবসায়ের ব্যাপ্তি সংকুচিত হচ্ছে। যথাযথ পরিসংখ্যান সংগ্রহ করে অর্থনীতিবিদগণ সমাধানের পথ দেখাতে পারে, এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হতে পারে। বেকারত্ব বৃদ্ধি পেলে এর অনিবার্য পরিণাম হিসেবে সামাজিক অপরাধের প্রবণতাও জ্যামিতিক হারে বৃদ্ধি পায়।
প্রয়াত ব্লগারের কন্যার লেখাপড়া এবং ভবিষ্যতের জন্য তার পরিবার কোন সাহায্য নিতে চাইলে ব্লগারদের মধ্য থেকে কেউ একজন একটু উদ্যোগ নিতে পারেন। আশাকরি, ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনি সঠিক পদক্ষেপের কথা সামনে এনেছেন; প্রয়াত ব্লগার, সিরাজ সাঁই'এর মেয়ের খোঁজ নেয়া ও তার লেখাপড়াতে সাহায্য দরকার হলে, আমাদের করা উচিত। দেখা যাক, কেহ উনার পরিবারের সাথে যোগাযোগ করে, পরিবার সম্পর্কে জানাতে পারেন কিনা।
সরকার প্ল্যান করে চাকুরীর সৃষ্টি করছে না; ফলে, জাতির অবস্হা কখনো ভালো দিকে যাবে না।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭
রক বেনন বলেছেন: আমরা আসলে নিজেদের নিয়েই অনেক বেশি ব্যস্ত। এতটাই যে, আমাদের আশেপাশের কে কি অবস্থায় আছে তা জানি না, জানার চেস্টা করি না বা আসলে প্রয়োজন বোধই করি না।
আমার মনে হয় আমাদের মূল সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থা, মানসিকতা ও কুপমুন্ডকতায়। ভুল ও হতে পারে তবে আমার দৃষ্টিতে এইগুলোই মনে হয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
জাতির মাঝে ঐক্য নেই, পরস্পর প্রতি সহানুভুতি নেই; ফলে, মানুষ যতটুকু পারছেন, নিজের দ্বীপে নিজেই টিকে থাকার জন্য চেষ্টা করছেন, কিংবা কষ্টের মাঝে জীবন পার করছেন।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২
কাছের-মানুষ বলেছেন: ভালভাবে খোজ নিলে জানা যাবে ব্লগার সীরাজ সাই এর মত অনেক ব্লগার হয়ত এখনো অভাবে আছে! কেউ হয়ত সামনে আসতে চাচ্ছে না, মুখ ফুটে বলতে চায় না! এখন তাদের খোজ কিভাবে নেওয়া যায় এটা ভেবে দেখা দরকার!
এই ধরণের ঘটনা সামনে এলে ব্লগাররা এগিয়ে আসবে আমার বিশ্বাস! সাহায্য সহযোগীতে সাময়িক সমাধান, এটা দরকার আছে তবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে হবে!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগাররা কোনভাবে অসুবিধায় থাকলে, এডমিনকে জানালে, বাকীদের পক্ষে জানা সহজ হবে; তখন সম্ভবমতো সাহায্য করার চেষ্টা করবো আমরা সবাই মিলে।
সঠিক, এগুলোর জন্য সব সময় দীর্ঘমেয়াদী প্ল্যানের দরকার।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪
রবিন.হুড বলেছেন: ব্লগারদের মাঝে আন্তঃসম্পর্ক বাড়ানো উচিৎ। তাহলে জানা যাবে কে কোথায় কেমন আছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
সম্পর্ক যেটুকু আছে, এতে চলবে; নিশ্চয় বোন বিয়ে দিতে হবে না, কিংবা চীনা রেষ্টুরেন্টে বসে মুরগীর পা চিবাতে হবে না মাঝে মাঝে।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: না তার বিষয়ে আমি কিছুই জানি না।
যদি কেউ তার ঠিকানা দেয়। তাহলে আমি তার বাসায় গিয়ে সব খোঁজ খবর নিয়ে আসতে পারতাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, ব্লগারদের থেকে বের করা যায় কিনা।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১০
নেওয়াজ আলি বলেছেন: উনার অতীত বলে এখন আর লাভ কী যেহেতু উনি নাই। এখন উনার পরিবার কীভাবে চলবে কোনো সাহায্য দরকার হলে নিবে কিনা এবং করবেন কিনা করলে কিভাবে করবেন আলাপ করেন । সাথে থাকবো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, দেখা যাক, পুরানো ব্লগারদের থেকে বা ফেসবুক থেকে উনার স্ত্রী কোথায় আছে, তা বের করা যায় কিনা!
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবু তো উনি মারাা যাবার পর ব্লগে একটা পোস্ট এসেছে।
আমি মারা গেলে কোন পোস্টই আসবে না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি পোষ্ট দেবো, সবাই আপনাকে বেহেশতে ভালো যায়গা দেয়ার জন্য দোয়া করে দেবেন; আপনি আমাকে আগের থেকেই তারিখটা জানাবেন।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১১
মিরোরডডল বলেছেন:
চোখে কি ভুল দেখলাম
মনে হল একটা পোষ্ট এসেই চলে গেলো !
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
উহা লিখার শুরু করেছিলাম, ড্রাফট করার সময় পোষ্ট হয়ে গিয়েছিলো।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
মিরোরডডল বলেছেন:
পোষ্ট প্রসঙ্গে বলি , ব্লগ যেহেতু পাবলিক ডোমেইন তাই অনেকেই ব্যক্তিগত বিষয় বলতে বা জানাতে আগ্রহী নাও হতে পারে , বিশেষ করে সাহায্যের জন্য । যদি কোন অপশন থাকে, ব্লগ এডমিন যোগাযোগ করে বর্তমান অবস্থা জানতে পারেন । যদি কোন সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই সবাই এগিয়ে আসবে । এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই ব্লগারের পরিবারের ইচ্ছার ওপর । ব্লগটা একটা কমিউনিটি, এখানে সবাই সবার পাশে থাকবো, সবাই মিলে ভালো থাকবো, এটাইতো লক্ষ হওয়া উচিৎ ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
আশাকরি অনেকেই সাহায্য করবেন; দেখি, পরিবারটিকে খুঁজে পাই কিনা; ওদের খুঁজে পেলে আমি এডমিনকে যোগ করবো।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
একটি ভাল উদ্যোগ । পরিবারটির সন্ধান পেলে ইনসাল্লাহ চেষ্টা করব
সাধ্যমত সহযোগীতা করতে যদি তাঁরা আমাদের সহযোগীতা নিতে
সন্মত হন। প্রয়াত গুণী ব্লগার সিরাজ সাঁই এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, দেখা যাক, পরিবারটিকে খুঁজের বের করা যায় কিনা।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ডঃ এম এ আলী বলেছেন: একটি ভাল উদ্যোগ । পরিবারটির সন্ধান পেলে ইনসাল্লাহ চেষ্টা করব সাধ্যমত সহযোগীতা করতে যদি তাঁরা আমাদের সহযোগীতা নিতে সন্মত হন। প্রয়াত গুণী ব্লগার সিরাজ সাঁই এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। - সহমত পোষন করছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০২
চাঁদগাজী বলেছেন:
আপনার পক্ষে কি সম্ভব হবে পরিবারটিকে খুঁজে বের করা?
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩
সামিয়া বলেছেন: দুঃখজনক, খুব খারাপ লাগলো জেনে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৩
চাঁদগাজী বলেছেন:
কোন সুত্র থেকে, পরিবারটির খোঁজ করা সম্ভব?
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আসলেই অসুস্থ ।
এ কারণে কথাটা মনে এসেছে।
তাই আপনাকে বললাম।
আমার সাথে কোন ব্লগার এর ব্যক্তিগত যোগাযোগ নেই ।
তাই আমি মারা গেলেও কেউ জানতে পারবে না।
আগামী সপ্তাহে আবার ও ডাক্তারের কাছে যেতে হবে চেকআপ করাতে।
আর হ্যাঁ , জান্নাতে যাওয়া নিয়ে আমি আপাতত ভাবছি না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনার কি ধরণের অসুস্হতা? আপনার বয়স কি ৫০'এর নীচে?
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৯
কবিতা ক্থ্য বলেছেন: যুব কল্যান মন্ত্রনালয় - নামে সরকারের ১টা বিভাগ আছে (খাতা কলমে)
তারা এই ব্যপারে পদক্ষেপ ণিতে পারতেন (বিশাল বাজেটের প্রকল্প পাশ করিয়ে নিজেদের পকেট ভরা ছারা উনারা আর কিছুই করেননা)
সমাজ কল্যান মন্ত্রনালয় - কোন দিন কোনো সামাজিক কর্মকান্ডে তারা অংশগ্রহন করেছেন বলে শুনিনি। বেতন দিয়া ঘুষখোর লালোন পালোন করি আমরা। বেকারদের নিয়া ভাবার টাইম কই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২১
চাঁদগাজী বলেছেন:
পুরো সরকার ও প্রশাসন দেশকে কলোনীর মত লাভজনক ব্যবসায় পরিণত করেছে।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৯
কবিতা ক্থ্য বলেছেন: সরকার সমন্বীত উন্নয়নে কাজ করছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমি প্রশাসনে কিছু সময় কাজ করেছি; বর্তমানে আমার জানা কিছু মানুষ খুবই উণচু পদে আছে, আমি দেখেছি, এরা পশ্চিমের বাচচাদের মতোও সৃজনশীল নয়, এবং মানুষ হিসেবে কোন দয়ামায়া নেই এদের মাঝে।
আপনি এই ব্লগে কিছু শিক্ষককে দেখেছেন হয়তো; এরা ভয়ংকর অদক্ষ ব্লগার।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:০৭
কবিতা ক্থ্য বলেছেন: ৯০% থেকে ৯৫% সরকারী চাকুরিজিবী ঘুষ দিয়া চাকুরি নেয়।
এদের দক্ষতার তুলোনা দেওয়ার মতো কোনো কিছু আমি বিশ্ব ব্রম্মান্ডে পেলাম না।
এদের নৈতিকতার তুলোনা মীরজাফরের চাইতেও নিচু।
আর টাকার জন্য এরা সব করতে পারে।
সবচাইতে বড় বিষয়- নিজেদের তারা - গড মনে করে। (টপ টু বটম - সবার ক্ষেত্রে ই এটা প্রযোজ্য)
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:১১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের বেশীরভাগ মানুষ নিজকে সন্মান করে না; পিএইচডি করার পরও এদের আত্মসন্মান বাড়ে না।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪২
সোহানী বলেছেন: একজন সহব্লগারের প্রতি আপনার মমতা দেখে খুব ভালো লাগছে। ব্লগে যদি এরকম কোন টিম করা যেত তারা সময় অসময়ে এগিয়ে আসতো তাহলে খুব ভালো হতো। তবে আমি সবসময়ই সাথে আছি, জানাবেন।
তবে আপনার মতো আমারো অনেক প্রশ্ন। একজন মেধাবী, সার্টিফিকেটধারী, অনেক গুনে গুনাম্বিত কেন অর্থ কষ্টে ভুগবেন? তারতো কিছু করার ক্ষমতা থাকার কথা। (যদিও আমি জানি না তার আসল পরিস্থিতি)।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে অনেক্সক শিক্ষিত মানুষও হতাশায় ভুগে পুরোপুরি অকেজো হয়ে যান; আমার পরিচিত একজন পিএইচডি বাড়ীতে বসে আছেন প্রায় ৩০ বছর, কিছুই করেননি। দেখি, সিরাজ সাহবের পরিবারটাকে খুঁজে পাই কিনা!
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৪
সামিয়া বলেছেন: আপনি কি তার খোঁজ চাচ্ছেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, আমি সিরাজ সাঁই'এর পরিবারের অবস্হান জানতে চাচ্ছি; উনার মেয়েটার সাহায্যের দরকার কিনা বুঝতে চাই। আপনি কোনভাবে খোঁজ নিতে পারবেন?
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১
ডার্ক ম্যান বলেছেন: অভাবে আমরা অনেকেই থাকি । কেউ প্রকাশ করে , কেউ করে না
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
অনেক ব্লগার অসুবিধায় আছেন; কিন্তু এরা বাকী ব্লগারদের উপর ভরসা রাখতে পারছেন না।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪
সামিয়া বলেছেন: আপনার আগ্রহ দেখে উনাকে বের করার চেষ্টা করলাম, একটা এফ বি একাউণ্ট পেয়েছি তার, সব ধরণের তথ্য সেখানে হাইড করা, নাম টা ও ছদ্ম, ইন ফো বলতে কিছু নাই, লাস্ট চেকিং বারিধারা, এ্যালবামে মেহেদি নামে একটা বাচ্চা ছেলের কিছু ছবি আছে কমেন্টের রিপ্লেতে লিখেছে ওটা তার ছেলে তাও ষোল সালের আপডেট, এইটুকু দিয়ে উনার খোঁজ বের করা সম্ভব নয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
আমাদের এক ব্লগার উনার খোঁজ দিয়েছেন; কিন্তু সমস্যা আছে, আমাদের কিছু করার নেই।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগারদের মাঝে দুই এক জন পুরো জাতির সমস্যা বুঝলেন এবং তিনি বাকি সবাইকে জানালেন,বাকি সবাই বুঝলেন কিন্তু কেউ কিছু করলো না,তাতে জাতির কি উপকার হবে যদি একটু বুঝিয়ে বলেন।