নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনাকে আর ভয় পাচ্ছি না, লক্ষন খারাপ না\'তো?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০২



গত বছর জুলাই মাস থেকে করোনাকে আর ভয় পাচ্ছি না, ইহা ভালো কি খারাপ, ব্লগার নুরু সাহেব থেকে জানার দরকার আছে, মনে হয়। আমরা ৭ জন বাংগালী মোটামুটি আড্ডা টাড্ডা দিই মাঝে মাঝে, এর মাঝে ৬ জনের করোনা হয়ে ভালো হয়ে গেছে, বাকী আছি আমি; অবশ্য, তাদের বয়স মোটামুটি ৫৫ বছরের নীচে। গত জুলাই থেকে, আমি সব যায়গায় যাচ্ছি, বাজার করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, করোনা যে আছে, অনেকটা কেমন যেন ভুলে গেছি।

গত বছর ফেব্রুয়ারী মাসে করোনার খবর পাবার পর, সামুতে লেখার আগেই আমার সাথীদের হুশিয়ার করেছি; পরে সামু থেকে যা জেনেছি, তাদের সবাইকে সব জানিয়েছি; কিন্তু লাভ হয়নি, সবার করোনা হয়ে গেছে; মনে হয়, আমি যা বলেছি, তাদের এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেছে।

৪ জন বাংগালী সমাজসেবক গত বছর মে'মাস থেকে জুনের ভেতর, বয়স্ক হিসেবে আমার খোঁজখবর নিয়েছেন; কষ্টের কথা হলো, এঁদের মাঝে ৩ জন করোনার কাছে পরাজিত হয়েছেন। আমার খোঁজ খবর নেয়ার সময়, আমি উনাদের বলছিলাম যে, এখন মানুষ থেকে দুরে থাকতে; সবাই ভুল করে আমাকে একই কথা বলেছিলেন, করোনাকে মানুষ অকারণ বেশী ভয় করছেন; এখন আমাও ভয় কেটে যাওয়াতে নিজের কাছেই যেন কেমন কেমন লাগছে; এদিকে দেখছি নুরু সাহেব 'জার্নি বাই লন্চ' করে, ইলিশ খাচ্ছেন।

আমাদের কাছাকাছি, কালো এলাকায় "ওয়াক-ইন" টিকা দিচ্ছে; এক বাংগালী বয়স্ক মানুষ ২ দিন গিয়ে ফেরত এসেছেন; উনার বয়স ৬৫ বছর হয়নি, ৬৪ বছর ৮ মাস, ৪ মাসের হেরফেরে টিকা পাচ্ছেন না; ট্যাক্সি ভাড়াগুলোও বৃথা গেছে; উনার ইংরেজী সমস্যা আছে। গত সপ্তাহে আমি উনাকে নিয়ে গেলাম, আমি ভেবেছিলাম, বুঝায়ে বললে চলবে, উনার ডায়াবেটিস আছে। সকাল খুব ভোরে গেছি, কাউয়া ডাকার আগেই; দেখি লাইন নেই; দরজায় একজন সিকিউরিটির লোক কাগজ দেখে লোক ঢুকানোর কাজ করছে, সে না করে দিলো; আমি বললাম,
-আমি কোন সুপারভাইজারকে একটু বুঝায়ে বলি লোকটার ডায়েবেটিস আছে, আরো ২ দিন এসে ফেরত গেছে।

সে আমাকে ভেতরে যেতে দেবে না। আমি অনুরোধ করলাম, সুপারভাইজারকে ডেকে দিতে; সে আমাকে বলে,
-এখন সুপারভাইজার ব্যস্ত, ৪টার পর এসো।
-তুমি দরজায় দাঁড়ায়ে আছো, তুমি কি করে দেখছ যে, সুপারভাইজার ব্যস্ত?
-আমার যা বলার আছে, বলেছি, এখন যাও।

দরজায় বড় করে লাথি মারলাম; সে চীৎকার করে আরো সিকিউরিটি ডাকলো; ২ জন এসে উপস্হিত; আমার ও ওদের চীৎকারে সুপারভাইজার টাইপের একজন বেরিয়ে আসলো। সুপারভাইজার আমাকে লক্ষ্য করে বললো,
-তুমি এই ভোরে এখানে চীৎকার দিচ্ছ কেন?

আমি ব্যাপারটা বললাম, এবং বললাম যে, সিকিউরিটি আমাকে ভেতরে গিয়ে তোমার সাথে কথা বলতে দিচ্ছে না, এবং তোমাকে ডেকেও দিচ্ছে না, তাই চীৎকার দিচ্ছি। সে বললো,

-চীৎকার দেয়ার কারণে তোমাকে টিক দেয়া হবে না।
-আমার টিকার দরকার নেই; তুমি ১০/২০টা টিকা নিয়ে বসে থাক; তারপরও করোনা তোমাকে খুঁজে বের করবে।

আরো মাইল দশেক দুরে গিয়ে, ঐ লোকটার টিকার ব্যবস্হা করলাম; লোকটা আমাকে বলেন,
-ভাই, আপনি তো মারামারি লেগে যাচ্ছিলেন।
-ইহার দরকার ছিলো।

মন্তব্য ৬৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৬

আমি সাজিদ বলেছেন: আপনি দেখি গন্ডগোল মন্ডগোলের ওস্তাদ। ভালো করেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



সরার চাচ্ছে টিকা দিতে মানুষকে, কিছু বেকুবের কারণে মানুষ টিকা পাচ্ছে না, ওরা টিকার উপর বসে আছে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

এলিয়ানা সিম্পসন বলেছেন: Yeah.

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পর আপনি ব্লগে এলেন; আপনার ইন্টার্নি চলছে?

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: ভাইয়া তোমার প্রিয় সাবজেক্ট পেলেই হলো না? :P

তবে ভালো লাজ করেছো তার টিকার ব্যবস্থা করেছো

এইবার সুপারভাইজারের করোনার ব্যবস্থা করো ... :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:




হাজার হাজার ফার্মেসী টিকার উপর বসে আছে; তাদের রিসোর্স নেই টিকা দেয়ার; এদিকে মানুষ এপেন্টমেন্ট পাচ্ছে না।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেকে এই কান দিয়ে ডুকিয়ে ঐ কান দিয়ে বের করে দিচ্ছে ।আপনিতো কানেই টপকাচ্ছেন না।এটা কি ভাল?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:



মানুষজনের সাথেচলতে চলতে করোনার কথা কিছুটা ভুলে গেছি; তবে, নুরু সাহেবের মতো পিকনিকে যাচ্ছি না; নুরু সাহেব মনে হয়, ওভারডোজ ভেকসিন নিয়ে বসে আছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: আমি কিছু গন্ডোগল করতে চাই। দয়া করে আপনি আমার সাথে থাকবেন।
যে মানুষ দূর দেশে গণ্ডগোল করে, সেই মানুষ দেশে কি করতে পারে তা আমি কিছুটা অনুভব করছি।
আপনাকে আমার দরকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি দেশে আসলে, আপনাকে নিয়ে বের হতে হবে; ঢাকাকে ঠিক করা দরকার।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার নুরু সাহেব চাঁদপুর ভ্রমনে ব্যস্ত,
কিন্ত আপনি বাংলা ষ্টাইল আমেরিকায় প্রয়োগ করেছেন
তাই ফলাফল শুন্য !

.........................................................................................
ঢাকায় সকলে শান্তিতে টিকা নিচ্ছে, এবং সবাই পরিবেশ সুন্দর বলে
প্রশংসা করছে, সুতরাং আমেরিকা থেকে আমরা বেশী ভালো আছি ।




২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনারা কয়েকজন আমেরিকা থেকে অবশ্যই ভালো আছেন; যেগুলো আরবে গিয়ে দাস হয়েছে, সেগুলো ডলার পাঠাচ্ছে, আপনারা মিটিং'এর নাম দিয়ে বিরানী খেয়ে ৫৫৫ টানছেন। আপনাদের কাজ করতে হয় না, অন্যেরা জোয়াল টানছে, আপনারা কাজ না করে সব দখল করে বসে আছেন; শুধু যায়গা মতো পানি ঢালছেন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩০

অনল চৌধুরী বলেছেন: আমরা করোনার চেয়েও শক্তিশালী-এই সত্য কথা বলার কারনে অনেকে হাসাহাসি করেছিলো। কিন্ত সন্ত্রাসী এ্যামেরিকায় প্রতিদিন করোনায় ২/৩ হাজার আর বাংলাদেশে ১০-১৫ জন মরা থেকে কি প্রমাণ হয়না , কথাটা আসলে কতোটা সত্য ছিলো??????

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনার প্রোফাইলে এখনো "দার্শনিক" শব্দটা আছে?

বাংলাদেশ মানুষ মরেছে, ভিয়েতনামে মরেনি; ভিয়েতনামে মরেনি, জার্মানীতে মরেছে; ইহার ব্যাখ্যা আপনার মগজে আছে?

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৩

অনল চৌধুরী বলেছেন: অছে কিনা দেখে নেন।
কেনো মরেনি,সেই ব্যাখা আমি দিয়েছি। এবার আপনি দেন।
এ্যামেরিকান-বৃটিশ-ফরাসী পাপিষ্ঠরা দেশে দেশে মানুষ মেরেছে, তাই এখন গরু ছাগল মশা মাছির মতো মরছে।
বাংলাদেশী আর ভিয়েতনামীরা মারেনি , তাই সেখানে মরেনি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



ফ্রান্সের সাধারণ মানুষ বিপ্লব করায়, আজকের প্রজাতন্ত্রে বাস করছেন; না'হয় নেংটি পরে, নবাবদের ঘোড়ার জন্য ঘাস কাটতেন।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি দেশে আসলে, আপনাকে নিয়ে বের হতে হবে; ঢাকাকে ঠিক করা দরকার।

ঢাকার সব লোক দুষ্ট। সব। নিষ্ঠুর। অমানবিক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



ঢাকাতে পুরো জাতির আবর্জনা এসে জমা হয়েছে।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনার ৬ বন্ধু জানে আপনি ব্লগে লেখেন?
আপনার ঠিকানা দেন, আমি যেয়ে দেখে আসবো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


না, জানেন না।

আমি ব্রুকলীনে আছি, অবস্হা ভালোর দিকে যাক, দেখা হবে। আপনি কোথায় থাকেন?

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৫

অনল চৌধুরী বলেছেন: আপনি সন্ত্রাসী ইং-ফরাসী এ্যামেরিকান ছাড়া কিছু চেনেন না। আপনার জানা উচিত, হাজার বছর আগে বাংলায় রাজা গোপাল ছিলো। জনগণ ( সংস্কৃত ভাষায় প্রকৃতি অর্থ সাধারণ মানুষ ) যাকে রাজা নির্বাচন করেছিলেন ।
ফরাসীরা বাংলায় না আসলে না খেয়ে মরতো ।মহারাজা গোপাল
আর গোসল করা শিখেছে বাংলাদেশে এসে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:




আোনেক রাজা ছিলো, অনেক রাণী ছিলেন; ওরা পেলে আপনাকে ঘোড়ার ঘাস কাটাতেন; এখন সামুতে দার্শনিক লিখার সুযোগ পেয়েছেন ইউরোপের কারণে।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৩

কাছের-মানুষ বলেছেন: আমি মোরডানা টিকার জন্য এপোয়েন্টমেন্ট নিলাম, এই উইকেন্ডে নিব! নিতে চাইছিলাম না, একটু অপেক্ষা করতে চাইছিলাম! গতকাল ইউনিভার্সিটি মেইল দিছে দেখলাম আমাকে, ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে! যাইহোক দেখা যাক কি হয়!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



মনে হয় নেয়াটা সঠিক হবে; রোগটা মোটামুটি জঘন্য ধরণের।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৪০

ডাব্বা বলেছেন: নিয়মের বাইরে যেতে কীভাবে ম্যানেজ করলেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



পরবর্তী "ওয়াক-ইন" এ গিয়ে একজনকে অনুরোধ করেছি, এটুকুই।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১২

এলিয়ানা সিম্পসন বলেছেন: Next year.

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



অনেক অনেক শুভেচ্ছা

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

এম. হাবীব বলেছেন: গন্ডগোল মন্ডোগোলের ছেয়ে অনুনয়ে কাজ বেশি হয়। আবার সবসময় সবার মাথায় সফটনেস কাজ করেনা, ঐ সিকিউরিটি লোকটা বদ হওয়ার কারনে আপনি ফার্স ওয়াক ইনে সফল হতে পারেননি। আপনার মাধ্যমে লোকটি বেশ উপকৃত হয়েছে উনি দুই বার ফেল হওয়ায় নিশ্চয় একটু মানসিক অসস্তিতে ছিলেন; আপনাকে ধন্যবাদ। আর আমাদের দেশের সাথে ওখানকার করোনা পরিস্থিতি একই না হওয়ায় কিছুটা সাবধানতা অবলম্বন করাই ভাল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, চেষ্টা করছি যাতে করোনার সাথে সাক্ষাৎ না হয়।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: করোনা নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিটা আমি জানি না।
কিভাবে জানতে পারি? যেমন সরকারী হিসাবে -
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৮,
নতুন আক্রান্ত ৩৯৯,
সুস্থ ৮২৮,
নমুনা পরীক্ষা ১২৭৪৮
মোট মৃত ৮৩৭৪,
আক্রান্ত ৫৪৪১১৬,
সুস্থ ৪৯২৮৮৭

ইহা আমার কাছে সঠিক মনে হচ্ছে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:


সরকারের যেসব লোকেরা করোনার ডাটা দিচ্ছে, তাদের মাঝে ১ জন লোককে দায়িত্বশীল হিসেবে কেহ বিশ্বাস করবে?

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৩

সামিয়া বলেছেন: আপনার লেখা পড়লে ঐখানের একটা বাস্তব চিত্র পাওয়া যায়, অন্য প্রবাসীরা তো এমন ভাবে সেখানকার মানুষের বর্ননা করেন যেন‌ তাদের স্বর্গের দেবতাদের সাথে বসবাস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:




অনেক বাংগালী এখানে থেকেও বাংলাদেশী পরিবেশে থাকেন, এরা আমেরিকার ভেতরে নিজেদের একটা মিনি দেশ গড়ে তোলেন আচরণে।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০

ফয়সাল রকি বলেছেন: মুরব্বী, ছবি পাল্টাইলেন যে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



পোষ্টে এই ছবিটাও আমি ব্যবহার করি, কোন কিছুর মান নীচের দিকে গেলে, অবক্ষয় বুঝানোর ছবি এইটি।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪

মেহেদি_হাসান. বলেছেন: দেশে আসেন আপনাকে নিয়ে গ্যাঞ্জাম করমু :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



আমার ইচ্ছা আছে, বাংলাদেশের ২০ ভাগ মানুষ অন্য ৮০ ভাগের জীবনটাকে অতিষ্ট করে তুলেছে।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লক্ষণ খারাপই বলতে হবে;
কারণযখন মনে ভয় থাকেনা,
তখন মানুষ দূর্ণীতিপরায়ণ হয়।
কিছুরই তোয়াক্কা করেনা। সুতরাং
দাগ থেকে যদি ভালো কিছুৃ হয় তা হলেতো
দাগ ই ভালো
!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, গোয়ালন্দ যাবো না, ইলিশ খাবো না।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সাবাস বাঙালি

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



মাঝেমাঝে লাগতে হয়, কিছু মানুষ নিজের চাকুরীর দায়িত্বের কথা ভুলে যায়।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭

মৃন্ময়ী শবনম বলেছেন: দশ হাজার দুইশত কোটি টাকা লোপাট মাত্র! টাকা পয়সার মতো করোনা পাচার করা কি সম্ভব? যদি সম্ভব হয়ে থাকে তাহলে বাংলাদেশ থেকে করোনা পাচার হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:




২০০ কোটী তো কিছুই না, কালো টাকার মালিকেরা কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে।

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন:
ঠিক আছে, গোয়ালন্দ যাবো না, ইলিশ খাবো না।

বুড়া বয়সের ভীমরতি !!
গোয়ালন্দে ইলিশ খেতে যাবেন না অন্য কিছু তা আপনিই
ভালো জানেন !! তবে এখন তেমন জৌলুস নাই গোয়ালন্দে !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



দেশে করোনা কমছে?

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৮

অনল চৌধুরী বলেছেন: ২ আর ১৪ নং মন্তব্যকারীকে পরিচিত মনে হচ্ছে??
বহুদিন অনুপস্থিত ছিলো !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, উনি মেডিক্যালের ছাত্রী, ব্যস্ত থাকেন।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৩

অনল চৌধুরী বলেছেন: গোপালের আমল থাকলে আমাকে দার্শনিক-রাজা বানাতো ।
ইউরোপয়ীরা নিজের দেশে খাবার না পেয়ে এর সন্ধানে বাংলা, ভারত, মিসর- আফ্রিকায় গিয়েছিলো।
কলকাতার ইংরেজভক্তদের মতো ইংরেজ হুজুরগিরি ছাড়েন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি ইংরেজভক্ত নই; ইউরোপ যদি নতুন সমাজ ব্যবস্হার দিকে না যেতো, বিশ্বের অন্য এলাকার লোকেরা নতুন সভ্যতা আনতে পারতো না।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪

অনল চৌধুরী বলেছেন: হাজার বছর আগেই এই অঞ্চলে জনগণের রাজা নির্বাচনের প্রথা ছিলো।
ইউরোপের গূণকীর্তণ না করে অঅরো পড়াশোনা করেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


হাজার বছর আগে কি পরিমাণ লেখক ইটিহাস লিখে রেখেছেন? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শতকরা কতজন জানে ও বুঝে? ইহা মাত্র ৫০ বছর আগের ঘটনা। আপনি বকবকে ওস্তাদ

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

অনল চৌধুরী বলেছেন: Concept of Democracy by Rig Veda

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



হিন্দু গণতন্ত্রেরর বড় উডাহরণ, ৩৬টি বর্ণের হিন্দু

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫২

অনল চৌধুরী বলেছেন: গণতন্ত্র আর বর্ণবাদ দুই আলাদা জিনিস।
এ্যামেরিকায় কালোদের নিগ্রো পশু বলে। সেখানেও কি গণতন্ত্র নাই?
আমার বকবক বোঝা আপনার মগজের ধারণ ক্ষমতার উর্দ্ধে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:




আমি হয়তো অনেক বিজ্ঞান বুঝি না; কিন্তু আপনার বেকুবী বুঝতে পারি।

২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১

রক বেনন বলেছেন: অনেক দেশে নাকি করোনার নতুন স্ট্রেইন দেখা দিয়েছে। কি জানি কি হয়।

সাবধানে থাকবেন। আপনার জন্যে অনেক অনেক শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ১ বছর পালিয়ে আছি করোনা থেকে; টিকা নেন, সাবধানে থাকুন।

৩০| ০১ লা মার্চ, ২০২১ ভোর ৪:০৮

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকায় থেকে কতোবার বর্ণবাদী হামলায় পড়েছেন আর গালিগালাজ শুনেছেন -সেটা নিয়ে একটা লেখা দেন।
এমনই এ্যামেরিকা প্রীতি যে এসব মধুর লাগে!!!!
তাই কালোরা প্রতিবাদ করলেও বাংলাদেশীরা প্রভুদের এসব পরম ভক্তির সাথে সহ্য করে। নিউ ইয়র্কে এশীয় বংশোদ্ভূতদের ওপর হামলা বাড়ছেই

নিউইয়র্কে হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা

০১ লা মার্চ, ২০২১ ভোর ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় আমাকে ১ বার খারাপ কথা বলেছে একটা স্পেনিশ ছেলে, যে নিজেই সমস্যার মাঝে ছিলো, মনে হয়।

আপনি 'দার্শনিকগিরি' ভুলে গিয়ে একজন সাধারণ বাংগালী হন, আপনার মাথাটা পরিস্কার হোক।

৩১| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন: সাধারণ লোকজন সারাজীবন চেষ্টা করলেও অসাধারণ হতে পারেন না।
অসাধারণ হয়ে জন্ম নিতে হয়। নাহলে প্রতিদিনই একেকটা সক্রেটিস, প্লেটো ,এ্যারিষ্টোটল ,ইবনে সিনা, আল বেরুনী ,গ্যালিলিও, ডারউইন ,মার্কস, ফ্রয়েড, এডিসন আর নজরুল জন্ম নিতো।
আপনি এ্যামেরিকা গিয়েও আদর্শ বাঙ্গালী মানসিকতা ছাড়তে পারেননি।

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:




আমি বাংগালী সমাজে বড় হয়েছি, সক্রেটিস যখন জন্ম নিয়েছিলেন, তখন তিনি সেখানে পড়ালেখা শিখেছেন, ওদের ভাষা ছিলো, বিজ্ঞান ছিলো; বাংগালীরা তখন নেংটি পরে মাছ ধরতো, বনজংগল থেকে খাবার সংগ্রহ করতো; আমি ও আপনি তাদের অনুজ।

৩২| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৩০

অনল চৌধুরী বলেছেন: বাংলার মহাস্থানগড় উয়ারী-বটেশ্বর আর পাহাড়পুরের সভ্যতা অনেক প্রাচীন। তখনো বাংলায় আরব তুর্কি পাঠানরা আসেনি। সন্ত্রাসী বৃটেন ফ্রান্সে তখন সভ্যতা সৃষ্টি হয়নি। এ্যামেরিকা ক্যানাড অষ্টেলিয়া নিউজিল্যান্ডের তখন জন্মও হয় নি।কিন্ত আপনার একচক্ষু মানসিকতা এসব বুঝবে না।https://bn.wikipedia.org/wiki/মহাস্থানগড়
উয়ারী-বটেশ্বর
পাহাড়পুর বৌদ্ধ বিহার

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি নামের থেকে দার্শনিক শব্দটা বাদ দেন; তখন নিজকে সহজে বুঝতে পারবেন; তখন পরিস্কার হবে, কেন ৩০ ভাগ মানুষ নাম লিখতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.