নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সৈনিকদের জন্য সবচেয়ে বড় ট্রেনিং, নিজের প্রাণ রক্ষা

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০১



কোন সৈনিক যুদ্ধ চাহে না; আজকের সভ্যতায় যুদ্ধা লাগায় রাজনীতিবিদরা, আগে লাগাতো রাজ, উজির ও সেনাপতিরা; যুদ্ধে, নিজের দেশ রক্ষায় সৈনিকদের প্রাণ যায়, অন্যের দেশ আক্রমণ করলে সৈনিকদের প্রাণ যায়; যুদ্ধের রেজাল্ট যাই হোক না কেন, প্রাণ যাবে সৈনিকের; তাই, সৈনিককে নিজের প্রাণ রক্ষার জন্য সবই করতে হবে। সৈনিকেরা অন্য পক্ষের সৈন্যদের বাগে পেলেই কি হত্যা করে? আসলে, তা ঠিক নয়, সৈন্যেরা অন্য পক্ষের সৈন্যদের অকারণে হত্যা করে না, তারা তাদের পরাজিত করার চেষ্টা করে, বন্দী করার চেষ্টা করে। কখন তারা হত্যায় মেতে উঠে? যখন তারা মগজ হারায়।

পিলখানায় একদিনে ৫৭ জন অফিসার প্রাণ হারায়েছিলেন; সামান্য পরিমাণ অফিসার রক্ষা পেয়েছিলেন। ঘটনার দিনের আগের রাতেই কিছু কিছু ঘটনা ঘটেছিলো, সেগুলোকে বিবেচনায় নিলে, ২৫ ফেব্রুয়ারীর মিটিং অবশ্য স্হগিত করার দরকার ছিলো। অফিসার হিসেবে, নিজের সৈনিকদের বুঝতে হবে: তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের মাঝে কোন পরিবর্তন দেখলে, সেটাকে সাথে সাথে এনালাইসিস করে কারণ ও সম্ভাব্য পরিস্হিতির জন্য ব্যবস্হা নেয়ার দরকার হয়।

ততকালীন বিডিআর'এর মিটিং'এ কেহ অস্ত্র সাথে নেয়ার নিয়ম ছিলো না; কিন্তু অফিসারদের অফিসে অস্ত্র রাখার ব্যাপারে কোন নিয়ম ছিলো না; আগের রাতের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার জন্য পিলখানার ভেতরের ক্লাব (?) ঘরে নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার দরকার ছিলো।

মিটিং ভেংগে যাবার পরপরই অফিসারদের উচিত ছিলো নিকটবর্তী গেইট দিয়ে পিলখানা থেকে বের হয়ে যাওয়া। গেইটের প্রহরীরা যদি বের হতে বাধা দিতো, তাদের ১/২ জনকে ওভার-পাওয়ার করা কোন সমস্যা হওয়ার কথা ছিলো না।

মিটিং শুরু হওয়ার আগেই, সৈনিকদের অস্ত্রাগার অফিসারদের কন্ট্রোলে রাখার দরকার ছিলো। অফিসারদের ফোন পাবার সাথে সাথে সেনাপ্রধানের উচিত ছিলো হেলিকপ্টারে করে পিলখানার ভেতরে অবতরণ করা, কিংবা দেয়ালের বাহিরে অবতরণ করা; দরকার হলে, হেলিকপ্টার থেকে, অফিসারদের অবস্হানের নিকটবর্তী গেইট, কিংবা দেয়াল ভেংগে দেয়ার।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

অক্পটে বলেছেন: আপনি শেষ প্যারায় যা বলেছেন। এমনই হবার কথা ছিল। তবে মনে রাখা দরকার পরিকল্পনার মধ্যে ওসব অবতরণ-ফরণ ছিলনা। পরিকল্পলনার বাইরে কিছুই ঘটেনি। ওই ঘটনা না ঘটালে আমরা আজকের আজিজ পেতামনা।
ওই ঘটনার পর থেকে অধ্যাবদি সেনাবাহিনীর মধ্যে অব্যাহতভাবে গুম খুন ও চাকুরীচ্যুতি চলছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



সেনাবাহিনী ১৯৭৫ সালের ক্যু ও পরবর্তীতে দেশ দখল করে রেখেছিলো; এতে যা ঘটেছে, সেটা সহজে শেষ হবে না।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

স্প্যানকড বলেছেন: জিয়ার ভুত সবার কাঁদে সওয়ার ! কোনদিন জিয়া হাজির হয় এইডাই ডর। জিন্দা জিয়ার চেয়ে মরা জিয়া বেশী ক্ষতিকর! ভালো থাকবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:



জিয়ার রূপকাহিনীর অবসান ঘটানোর কথা ছিলো শেখ হাসিনার, উনি যদো অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়ে প্রমাণ করতে পারতেন যে, জিয়ার দেশ দখল জাতির জন্য খারাপ ছিলো, তখন বক্তব্য দেয়ার দরকার হতো না।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



I am at the same opinion with you in this regard.

Thank you so very much.

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



যারা সৈনিক জীবন সম্পর্কে সামান্য জানেন, তারা এসব বুঝার কথা

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
This type of infrastructure must be out of capital city.

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহরে সেনাবাহিনীর মুল ক্যান্টনমেন্ট, পিলখানা, কলকারখানা থাকা বেঠিক কাজকারবার।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

নেওয়াজ আলি বলেছেন: এই বর্বর ঘটনাকে দেশের রাজনৈতিক দলগুলি রাজনীতির বং লাগিয়ে দিয়েছে। এত বছর পরেও সঠিক তথ্য ও বিচার কোনটি জাতি ফৈলো না

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



জাতির শিক্ষিত অংশ যদি নিজের জ্ঞান দিয়ে বুঝেন, সেটা জাতিকে সাহায্য করার কথা।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অতটা দূরদর্শিতা আমাদের অফিসারদের থাকলে সেনাবাহীনিতে এতো ঘটনা ঘটে না।
ঘটনা ঘটে যাবার পর যত সুন্দর বিশ্লেষণ করা যায় ঘটনার আগে কিছুটা কঠিন,ঘটনা ঘটা কালিন সময়ে আরো কঠিন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


সব রিস্কি প্রফেশানে কিছু নিয়ম আছে।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২২

শায়মা বলেছেন: কি কষ্টকর একটা দিনের কথা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:




কেহ বাহির থেকে বুঝতে পারেনি, কি ভয়ংকর ঘটনা ঘটছিলো পিলখানায়।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৯

নতুন বলেছেন: এই কারনেই তো SWAT মোয়াট এনালাইসিস মাইসিস করে সব কিছুর কর্মপন্হা ঠিক করে।

আর ঐ দিনের ঘটনা অবশ্যই পরিকল্পিত, এতো গুলি অফিসার হঠাত করে হুজুগে মেরে ফেলতে পারেনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



ঘটনা-প্রবাহ , সময়ের বিস্তৃতি, ঘটনায় যুক্তদের নিয়ে ভাবলে, অফিসারদের এত বেশী ক্ষতি হওয়ার কারণ, তাদের সঠিক পদক্ষেপের অভাব।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা কি আমাদের দেশে আর ঘটবে কখন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


কাছাকাছি কিছু ঘটবে।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
সেনাবাহিনীকে তাৎক্ষনিক নির্দেশ দেয়া হয়েছিল সর্বাত্তক ব্যাবস্থা নেয়ার জন্য।
কিন্তু মাথামোটা বাহিনী কি করবে বুঝে উঠতে পারেনি।
আমি সেই সময়টা খুব কাছেই ছিলাম, নিজস্ব অবজারভেষনে কিছু লেখা।
৩ পর্বে লিখেছিলাম। পর্যাপ্ত রেফারেন্স দিয়েছিলাম
পড়ুন -

কি ঘটেছিল সেদিন দরবার হলে.?

বিডিআর বিদ্রোহ। উদ্ধার পর্ব, যে কারনে সেনা অভিযান সম্ভব হয়নি।

জেনারেল সাকিলের ময়নাতদন্ত রিপোর্ট, কিছু সত্য বেরিয়ে আসা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:




যারা জীবিত ছিলো, সেটা তারা বলেছে হয়তো কি ঘটেছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.