নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান-ভিত্তিক সমাজ ব্যবস্হা বিশ্বের অনেক সমস্যার সমাধান করবে

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:২৮



জ্ঞান-ভিত্তিক সমাজ ব্যবস্হার ডেফিনিশন হচ্ছে, সমাজের উন্নয়নে মানুষের সুক্ষ্মজ্ঞান প্রয়োগ করে, নাগরিক জীবনের সমস্যাগুলোকে ক্রমাগত-কার্যকরভাবে সমাধান করে, সমাজের সুখ-শান্তি বৃদ্ধি করা। আজকের বিশ্বে, নাগরিক জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, জাতিগুলোর মাঝে সম্পদ ও সুযোগ নিয়ে প্রতিযোগীতা, এবং বেশীরভাগ সময়ে, অসম ও অপ্রয়োজনীয় প্রতিযোগিতা। জাতিগুলোর মাঝে অকারণ ও অসম প্রতিযোগীতার ফলে জাতিগুলো পরস্পরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছে না, এবং সমবেতভাবে সমগ্র মানব জাতির সমস্যাকে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হতে পারছে না। মানব জাতির বড় সমস্যা এখনো খাদ্য, শিক্ষা, আয়, চিকিৎসা, বাসস্হান, পরিবেশ সংরক্ষণ ও যু্দ্ধ এড়ানো।

কিছু কিছু জাতি, শিক্ষাদীক্ষা ও জ্ঞানবিজ্ঞানে খুবই উন্নত হয়ে গেছে, তাদের জীবনের মান উন্নত; একই সাথে কিছু জাতি ক্রমাগতভাবে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা-সংস্কৃতিতে পেছনে পড়ে সমস্যায় জড়িত হচ্ছে নতুন করে। এই সমস্যার সমাধানের জন্য মানুষের লব্ধজ্ঞানের প্রয়োগ দরকার সারা বিশ্বে।


জ্ঞান-ভিত্তিক সমাজ ব্যবস্হা গড়ে তোলার জন্য এই মহুর্তে বড় বাধা হচ্ছে, রাজনীতিতে পেশাদার মানুষের অভাব ও অর্থনীতিতে ধনিক শ্রেণীর অশুভ কন্ট্রোল। অপেশাদার রাজনীতিবিদদের এজেন্ডা অনেক জাতিকে তাদের মুল সমস্যা থেকে দুরে রেখে ভুল পথে নিয়ে যায়, তারা ভুল এজেন্ডা কার্যকরী করতে সময় ও সম্পদ প্রয়োগ করে জাতির ক্ষতি করে; উদাহরণ হিসেবে ইয়েমেনের কথা বলা যেতে পারে। ইয়েমেনের হুতি রাজনীতিবিদরা মানুষকে ভুল পথে নিয়ে গেছে, তাদের এজেন্ডা হুতিরা সংখ্যাগরিষ্ট, তাদের মতানুসারে দেশ চলবে। আসলে, ছোট এই জাতির সবাই একই ধরণের মানুষ, তারা একই দেশে আছে, একই পরিবেশে বাস করছে, তাদের সবার নাগরিক অধিকার একই রকম হওয়ার কথা। হুতিদের ভুল রাজনৈতিক এজেন্ডা জাতির সম্পদ ও সুযোগকে বিনষ্ট করে দিচ্ছে।

ক্যাপিটেলিষ্ট আমেরিকায়, মাত্র কয়ে'শ পরিবার দেশের ৮০ ভাগ সম্পদ দখল করে রেখেছে; তাদের ভয়ংকর কন্ট্রোলের ফলে রাজনীতি, অর্থনীতিতে সাধারণ মানুষের অধিকার অনেকটা নেই বললেই চলে। করোনায়, আমেরিকান সরকার 'রেসকিউ প্যাকের' নামে ৪ ট্রিলিয়ন ব্যয় করেছে; পুরো টাকাটা চলে গেছে কর্পোরেট আমেরিকার হাতে। আমেরিকার এয়ার লাইনসগুলো বসে বসে ১ বছরে ৬০ বিলিয়ন পেয়েছে, আরো পাবে; কিন্তু মহামারীর আগে, তারা যখন ব্যবসা করছিলো, তখন তারা এতো টাকা আয় করতে পারেনি; তারা এতো টাকা কিভাবে পেয়ে গেলো? কারণ, রাজনীতি তারাই কন্ট্রোল করছে; তাদেরকে টাকা না দিলে, রাজনোোতিবিদেরা ভোটে পরাজিত হবে। বাইডেনকে জয়ী করার জন্য বিলিওনিয়ার ব্লুমবার্গ জর্জিয়া রাজ্যে একাই ১০০ মিলিয়ন ডলার খরচ করেছে। অথচ, ভোটের সময়, তার নিজের কর্পোরেশন থেকে মানুষ চাটাই করা হয়েছে।
( পরে আরো লিখবো )



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই মুল্যবান কথা সমৃদ্ধ পোষ্ট ।
জ্ঞান-ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম খুবই জরুরী ।
প্রকুত জ্ঞানই দিতে পারে সকল সমস্যার সমাধান
মানুষ অনুসরন করতে পারে সঠিক পথ আর
সেগুলির বাস্তবায়নও হতে পারে মসৃন ,
দেশ ও জাতি হতে পারে সমৃদ্ধ সবদিক
দিয়ে । এমনতর লেখা চালিয়ে যান।



০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



জাপান, কানাডা, ইউরোপের কিছু দেশ সেইদিকে মোড় নিচ্ছে; ওদের শিক্ষা, গবেষণা সেইদিকে যাচ্ছে।আমেরিকার গরুর ফার্মে ২ জন মানুষ ১২০০ গরু পালন করছে; আফ্রিকায় ও বাংলাদেশের অনেক পরিবার ১টা গাভী পালনে হিমশিম খাচ্ছে; জ্ঞানভিত্তিক সমাজ গঠন না করলে এসব সমস্যা সমাধান করতে পারবে না।

২| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



সমস্যা হলো জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে অনেকের
বাক স্বাধিনতা কমে যেতে পারে, কারণ অনেকের মিথ্যা
কথন সত্য জ্ঞানের মান দন্ডে ধরা খেয়ে যাবে। মানুষ
বুজে যাবে কে কিসের তরে কাদের পরে কথা বলছে।
কি তাদের মুল লক্ষ্য আর তারাই বা কে, কি তাদের
আসল পরিচয়। তবে প্রকৃত জ্ঞান ভিত্তিক সমাজ
কায়েম হলে মিথ্যা গুজব ও প্রোপাগন্ডা ছড়ানো
অনেকাংশে কমে যাবে , সমাজে বিবেদ বিভ্রান্তি
অনেক কমে যাবে , মানুষ পাবে একটি সুশৃংখল
এক্যবদ্ধ সমাজ ব্যবস্থা। দেশে সৎ, যোগ্য ও
কল্যানমুখী দক্ষ লোকের সংখ্যা বৃদ্ধি পাবে ।
ফলে দেশে কায়েম হবে সুশাসন । দেশ
এগিয়ে যাবে কাঙ্খিত উন্নয়নের দিকে ।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



বিশ্বব্যাপী রাজনীতিবিদরা কমপেশাদা ও অসৎ; ও তাদের নিজস্ব ভাবনা বর্তমানের কমপ্লেক্স সমস্যা সমাধানের বদলে সমস্যা বাড়িয়ে দিচ্ছে; আফ্রিকা, এশিয়া ও দ: আমেরিকার রাজনীিতিবিদরা মাঔষের সমস্যা সমাধানে ব্যর্থ; ফলে, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্হা গঠই মানুষের জন্য সঠিক পথ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৩০

ডঃ এম এ আলী বলেছেন:

অতি খাটি একটি কথা বলেছেন ।
সততা নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্হা গঠই মানুষের জন্য সঠিক পথ।
এটা যত শিঘ্র ঘটবে ততই মঙ্গল ।
ততই সমাজ ও দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পানে ।
মানুষের মাঝে আসবে মানবীয় মুল্যবোধ ।
বুঝবে জীবনের মুল্য ।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি আমাদের এলাকায় ইহা প্রবর্তনের সম্ভাবনা ও উপায় নিয়ে লিখুন।

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: আমার কি ব্লগ ছেড়ে চলে যাওয়া উচিত?
তাহলে হয়তো কিছু মানুষের ভালো লাগবে।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আপনি ভালো করছেন; মানুষের জীবন নিয়ে আপনার অভিজ্ঞতার কথা লিখুন।

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
চেষ্টা করবো। আপনি ভালো থাকবেন।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:



ঢাকার মানুষের জীবন সংগ্রামের সাথে আপনি পরিচিত; সেটা ব্লগারদের জানতে দেন।

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:১৫

রাজীব নুর বলেছেন: হ্যা।
আগামীকাল ঢাকার মানুষদের নিয়ে লিখব।

০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনার পছন্দ মতো বিষয়ে লিখুন। ধর্মের ব্যাপারে কয়েকজন ব্লগার আল্লাহ থেকে পেটেন্ট নিয়েছে, মনে হয়। ধর্ম নিয়ে আমি লিখি না; ফলে, এসব লোকদের নিয়ে আমাকে মাথা ঘামাতে হয় না।

৭| ০৫ ই মার্চ, ২০২১ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জ্ঞান-ভিত্তিক সমাজ ব্যবস্হা গড়ে তোলার জন্য এই মহুর্তে বড় বাধা হচ্ছে,
রাজনীতিতে পেশাদার মানুষের অভাব ও অর্থনীতিতে ধনিক শ্রেণীর অশুভ কন্ট্রোল।

..................................................................................................................
সিঙ্গাপুর যখন স্বাধীন হয় তখন কি ছিলো ???
না রাজনীতি না অর্থনীতি, না খনিজ সম্পদ, না ছিলো মানব সম্পদ !
এক সময় জ্ঞান বিজ্ঞান আর বিদ্যায় আমরা মালয়শিয়ার চেয়ে অনেক অগ্রগামী ছিলাম
আর এখন আমাদের লজ্জা !!! ২য় হোম তৈরী হয় মালয়শিয়ায় ।

০৫ ই মার্চ, ২০২১ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



সিংগাপুর মানুষকে কাজ দিয়েছে, মালয়েশিয়া কিছুদিন পাগলামী করে কাটানোর পর, কোরিয়া ও জাপানকে অনুসরণ করেছে।

৮| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আগামী দিনের বাংলাদেশ হবে ধর্ম ভিত্তিক।
সেখানে জ্ঞানের কোন ব্যাপার থাকবে না।

০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের ১৯৭১ সালের জেনারেশনের পর, ২টি নষ্ট জেনারেশন হয়েছে; ইহা হয়তো বদলে নতুন ভালো জেনারেশন বেরিয়ে আসবে।

৯| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের নারীরা আগামীতে আরেক জন বেগম রোকেয়ার জন্য স্বপ্ন দেখবে।

০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



মেয়েরা সামান্য পড়ালেখা করছে, ছেলেরা পড়ালেখা করে না; ব্লগে কয়েকজন শিক্ষক আছেন, তাদের পোষ্ট দেখলে বুঝতে পারবেন।

১০| ০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:২২

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশে বাস করি। এই সমাজ কেমন তা ভালোই জানা। সবাই খালি টাকা গুনে, টাকা চিনে, টাকাকেই সবচেয়ে দামী মনে করে। জ্ঞান-বুদ্ধি, বিজ্ঞান-প্রযুক্তি, দর্শন-মেধা এসবের কোন মূল্যই দেয়না। কোন আকাইম্মার জগতে আছি?

০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



বুদ্ধিমান কইছু বাংগালী আছেন, এরা মুহিত, ক্রিকেট কামাল, সাইফুর রহমান, শাহজাহান, আমান উল্লাহ আমান, আব্বাস, বেগম জিয়াদের চাপে পড়ে তলানীতে চলে গেছেন।

১১| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: আপনার লেখা কি প্রথম পাতায় আসছে না?

আপনার লেখা প্রথম পাতায় না আশা দুঃখজনক।
কত সস্তা লেখা প্রথম পাতায়। অথচ একজন ভালো ব্লগারের লেখা কেন প্রথম পাতায় আসবে না?
''ব্লগ এডমিন'' কে অনুরোধ করবো- আপনার লেখা প্রথম পাতায় দেওয়ার জন্য।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:




আপনি কিছু অনুরোধ করার চেষ্টা করিয়েন না, আপনাকেও শেষে আটকাবে; সামু এভাবেই চালাতে চাচ্ছেন উনারা এভাবেই চলুক।

১২| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি কিছু অনুরোধ করার চেষ্টা করিয়েন না, আপনাকেও শেষে আটকাবে; সামু এভাবেই চালাতে চাচ্ছেন উনারা এভাবেই চলুক।

কি একটা অবস্থা। মন খুলে যে অনুরোধ করবো সেটাতে কেমন একটা শংসয়!!!
দেখা যাবে এডমিন বলবে, ''এরকম অনুরোধ'' করাতে আমরা উৎসাহ দেই না।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা বদলাবে না, এরা আরবদের ছোট ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.