নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেব তো নেই, উনাকে জানার, বুঝার উপায় কি?

০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০



শেখ সাহেব নেই, যারা উনার আশপাশে ছিলেন, তাদের অনেকেই নেই; উনার সাথীদের মাঝে যারা আজো আছেন, তাদের মাঝে সুক্ষ্ম ব্যক্তিত্বসম্পন্ন কোন মানুষ নেই, যিনি শেখ সাহেবের বিশ্বাস, ভাবনা নিয়ে কথা বলতে পারবেন। সম্প্রতি অনেকেই উনার উপর বই লিখছেন; কিন্তু ওসব বই কি শেখ হাসিনাকে খুশী করার জন্য, নাকি শেখ সাহেবের ভাবনাচিন্তা, বিশ্বাস জাতির কাছে উপস্হাপনের প্রচেষ্টা, বলা কঠিন হবে। বিখ্যাত মানুষ জীবিত না থাকলেও, তাদের উপর কথা হয়; মানুষ আজও সক্রেটিসের উপর বই লেখেন, আজো বারট্রান্ড রাসেলের উপর বই লেখেন; তবে, এরা বাংগালী লেখক নন।

শেখ সাহেবের অনেকগুলো ভাষণ রেকর্ড-করা আছে, সেগুলো থেকে উনাকে কিছুটা বুঝা যায়; তবে, ততকালীন সময় ও রাজনৈতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ভাষণ ইত্যাদি সঠিকভাবে এনালাইসিস করা কঠিন; কারণ, ভাষণের বিবিধ উদ্দেশ্য থাকতে পারে।

শেখ সাহেবের ৭ই মার্চের ভাষণের শ্রোতা শুধু বাংগালীরা ছিলেন না; উনি পাকিস্তানের সামরিক সরকারকেও শ্রোতা হিসেবে ধরে নিয়ে কথা বলছিলেন। সেদিন তিনি যে শুধু বাংগালীদের কাছে সমকালীন পরিস্হিতি নিয়ে কথা বলেছেন তা নয়, তিনি পাকীদেরও ম্যাসেজ দিয়েছেন যে, উনি ও বাংগালীরা কি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। তিনি জানতেন যে, মানুষ পরবর্তী পদক্ষেপ জানতে চান; উনার মতে, উনি মানুষকে আগত দিনগুলো সম্পর্কে কিছুটা আভাস দিয়েছেন, সাথে সাথে পাকীদেরও চয়েস দিয়েছেন।

উনার ৭ই মার্চের ভাষণের পরই, বাংগালীরা অসহযোগ আন্দোলন শুরু করেন; এতে পুর্ব পাকিস্তানের বেসামরিক সরকার মোটামুটি অকেজো হয়ে যায়; পাকিস্তান সরকার ততকালীন বাংলার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে; এর পরবর্তী ইতিহাস হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। মুক্তিযুদ্ধ সম্পর্কে শেখ সাহেবের কোন প্ল্যান ছিলো বলে মনে হয় না।

শেখ সাহেবের রাজনৈতিক জীবনের সারমর্ম হচ্ছ: ৬ দফা ও বাকশাল; উনাকে ও উনার রাজনৈতিক বিশ্বাস, আদর্শ বুঝতে হলে এই ২টিকে বুঝতে হবে। কে কতটুক বুঝতেছেন, সেটা তারা জানেন; আমার ধারণা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব শেখ সাহেবের এই ২টি বড় রাজনৈতিক ভাবনাকে অনুসরণ করে না, কোনভাবে মুল্যায়ন করে না।


মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৬

আলাপচারী প্রহর বলেছেন: অনেকদিন পর চৌকস লিখেছেন।
বাকশাল তাঁর অতীত জীবনাচরণ ও বিশ্সাসের বিপরীত।
তাঁকে ক্ষমতার মোহে পেয়েছিল।
এক নেতা এক দেশ, বন্গবন্ধুর বাংলাদেশ।

.. এক রাইতে গুষ্ঠি শেষ।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:




এক রাতে বংশ শেষ, বিচার কিন্তু থেমে যায়নি; ফলাফল, বংশের ১ জনেই ৪০ বছর কাটিয়ে দিলো, ক্ষতি হলো জাতির, যাঁরা স্বাধীনতা এনেছিলেন, তাঁরা সঠিকভাবে তেমন কিছু পাননি।

২| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আলাপচারী প্রহর বলেছেন: .. এক রাইতে গুষ্ঠি শেষ। আলাপচারী প্রহর এর অর্থ কি?

০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



যারা বাংলাদেশে মিলিটারীর ভুমিকা বুঝতে পারেন না, তারা যদি বার্মার মিলিটারীকে বুঝার চেষ্টা করেন, মিলটারীকে বুঝা সহজ হতো।

৩| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই ধরনের ন্যাক্কারজনক কথার জন্য আলাপচারী প্রহরের বিচার হওয়া উচিত। ফালতু বাজে লোকের মতো কথাবার্তা। সেই রাতে কোন পরিবারটির ১৮ জনকে হত্যা করা হয়েছে আলাপাচরী জানে? ছোট অবুঝ শেখ রাসেল সে রাতে হত্যা হয়েছে।

০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


হত্যার রাজনীতি বাংলাদেশের কি ভয়ংকর ক্ষতি করেছে, সেটা অকল্পনীয় ব্যাপার।

৪| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১০

শুভ্র হিমেল পরশ বলেছেন: @আলাপচারী প্রহর,
.. এক রাইতে গুষ্ঠি শেষ। বলতে কি বুঝাতে চাচ্ছেন?

একমাত্র পাকিদের প্রেতাত্বারাই বিচারবহির্ভূত হত্যাকান্ডে উল্লাসিত হতে পারে।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা নিজের জাতিকে বড় হতে দেয়নি।

৫| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: শেখ সাহেবকে বুঝতে হলে, জানতে হলে- বই পড়তে হবে। তবে এলেবেলো ঐ বেশী। বেছে বেছে ভালো বই পড়তে হবে।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪১

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহেবকে নিয়ে বই কে লিখছে, পরিচিত কেহ?

৬| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫২

অক্পটে বলেছেন: সুন্দর সঠিক আলোচনা করেছেন আজকে। আজকের যত বন্দনা শেখ সাহেবকে নিয়ে এর ষোলআনাই শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং এটা এখন জাতীয় ভন্ডামীতে পরিনত হয়েছে। শেখ মুজিবের চাওয়াকে বুকে ধারণ করার সময় কারো হাতে নেই, তাঁর নাম ভাঙ্গিয়ে লুটেরায় ভরে গেছে দেশ। আর এতে ফল হয়েছে প্রধানমন্ত্রীকে খুশি করা যাচ্ছে। আর বর্তমান আওয়ামীলীগের এটাই হল চেহারা। লুঠপাটের ঢেউ এতটাই প্রবল যে সুপার ধনীতে আমরাই চেম্পিয়ন হচ্ছি বিশ্বের দরবারে।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৪

চাঁদগাজী বলেছেন:



শতকরা হারে, বিশ্বের সবচেয়ে বেশী মিলিওনিয়ার হচ্ছে বাংলাদেশে।

৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ সাহেবকে নিয়ে বই কে লিখছে, পরিচিত কেহ?

আমার পরিচিত বহু লোক শেখ মুজিব, শেখ রাছেল, শেখ হাসিনাদেরকে নিয়ে বই লিখেছেন। এগুলো অতি অখাদ্য। তেল মালিশ টাইপ বই।

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:




সেটাই সমস্যা, শেখ সাহেবকে নিয়ে বই লিখার ক্ষমতা ছিলো মওলানা ভাসানী ও শেরে বাংলার।

৮| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭

এমেরিকা বলেছেন: এমন কোন ব্যক্তি আছেন যে বঙ্গবন্ধুর দোষগুলো মুখ ফুটে বলতে পারবেন? কুষ্টিয়ার এস পি বলেছেন, এদেশে থাকতে হলে বন্ধবন্ধুকে নিয়ে বা ভাস্কর্য নিয়ে কোন কথা না বলে চুপ করে থাকতে হবে - নইলে হাত ভেঙে দেবার হুমকি পর্যন্ত দিয়েছেন।

তাহলে কার সাধ্য হবে উনার দোষ গুণ নিয়ে আলোচনা করার?

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


অনেই বলছেন, সেগুলো বুঝার মতো ক্ষমতা আপনার নেই।

৯| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫২

স্প্যানকড বলেছেন: নিজের মেয়ে যদি না বুঝেন তাইলে আমগো কি করার আছে সেইটা বলেন? দেহি আপনার কথায় জাতির কিছু হয় কি না ! ভালো থাকবেন।

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



মেয়েটাকে তো উনি রাজনীতি করার মতো উপযুক্ত মনে করেননি, রাজনীতি থেকে সরায়ে দিয়েছিলেন; উনার মরা দল নিজেদের চামড়া রক্ষা করতে মেয়েকে মাথায় তুলে নিয়েছে।

১০| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:১৫

স্প্যানকড বলেছেন: এহন মাথায় নিয়া নাচ। নাচ থামলেই মাইর !

০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আমাদের গ্রামের তৃণমুল আওয়ামী সাপোর্টারদের কারো চাকুরী নেই; তাদেরকে মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি, থানা আওয়ামী লীগের হয়ে নাচতে হচ্ছে জীবিকার জন্য; এরা সময় মতো শেখ হাসিনা বিপক্ষে চলে যাবে।

১১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: যদি কেহ ''শেখ মুজিবের ভুল গুলো'' এই নামে বই লিখে সেটা কি কেহ প্রকাশ করতে পারবে?

০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



না, সেটা প্রকাশ করলে ছাত্রলীগ মানুষটিকে উৎখাত করবে।

১২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ বড় ভয়ঙ্কর।

০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহেব উহাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগে স্হান পেয়েছিলেন।

১৩| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৭

বঙ্গদুলাল বলেছেন: শেখ মুজিবের পথ ধরো,বাংলাদেশ স্বাধীন করো.
মুজিব ভাইয়ের পথ ধরো,বাংলাদেশ স্বাধীন করো...
ভাষণের পূর্বে জনতা এমন স্লোগান দিচ্ছিলেন কেন! ন্যাচারালিই?
আপনি বলেছেন বঙ্গবন্ধুর এই ব্যাপারে কোনো প্ল্যান ছিলো না।
আবুল মনসুর আহমেদ(আমলা ছিলেন মনে হয়),আহমদ ছফা রম্য লেখক /রাজনৈতিক লেখক হিসেবে কেমন আপনার চোখে?

০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


আবুল মনসুর আহমেদ'এর কোন লেখা আমি পড়িনি; আহমদ ছফা দেশের অবস্হা ও সমাজের অবস্হা নিয়ে অনেক রম্য, ব্যংগ কথা বলেছেন; কিন্তু বিশ্বকে উনি বুঝতেন না; ফলে, বাংলাদেশ ঠিক কোন অবস্হায় ছিলো উনার সময়, এবং কোন দিকে গেলে সঠিক হতে পারতো, সেটা উনার লেখায় নেই।

মানুষ ও শেখের মাঝে অনেক মিল ছিলো; কিন্তু শেখের ভুল ধারণা ছিলো যে, তিনি চাপ দিয়ে ইয়াহিয়াকে নেগোসিয়েশনে বাধ্য করতে পারবেন।

১৪| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


৭ ই মার্চের ভাষণ আসলেই রক্ত গরম করা ভাষণ!

আপনি কি ৭ই মার্চের সেই দিন রেসকোর্সের ময়দানে ছিলেন।

আফসোস আমার তখন থাকার কোন সুযোগ ছিল না।

১০ ই মার্চ, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



না, আমি ওখানে ছিলাম না; তখন দেশের অবস্হা খারাপ ছিলো, আমি চট্রগ্রাম শহর ছেড়ে গ্রামে চলে আসার কথা ভাবছিলাম।

১৫| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তফাজ্জল হোসেন মানিক মিয়ারও মনে হয় যোগ্যতা ছিল শেখ সাহেবকে নিয়ে লেখার।
আমরা পড়তে পারতাম।
আমার যোগ্যতা আছে পাঠক হবার।

১০ ই মার্চ, ২০২১ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



তফাজ্জল হোসেন মানিক মিয়া খুবই খারাপ লোক ছিলেন, উনি ভয়ংকর সুবিধাবাদী মানুষ ছিলেন।

১৬| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:০১

ডঃ এম এ আলী বলেছেন:




এই লিংকের আর্টিকেলটি একটু পাঠ করে দেখতে পারেন , লেখক বেশ কিছু তথ্য তুলে ধরেছেন।
উনাকে জানার বুঝার অল্প কিছু উপায় দেখা যায় আছে তাতে, যদিউ এটা একটি অতি ক্ষুদ্র চিত্র বটে।
পক্ষ বিপক্ষ সকলেরই তাঁকে নিয়ে লেখা পাঠ করা উচিত , কেননা তাঁর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে
ছিল , আছে ও থাকবে ।
বঙ্গবন্ধুর অসমাপ্ত দ্বিতীয় বিপ্লব


১০ ই মার্চ, ২০২১ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:




শেখ সম্পর্কে লিখুন।

১৭| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:১০

ডঃ এম এ আলী বলেছেন:


উপরে দেয়া লিংকটি কাজ করছেনা ।
এটা কপি করে আপনার ব্রাউজারে
পেষ্ট করে দেখতে পারেন
https://campuslive24.com/old-site/168538/ বঙ্গবন্ধুর-অসমাপ্ত-দ্বিতীয়-বিপ্লব

১০ ই মার্চ, ২০২১ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, এই লিংকটি কাজ করেছে, পড়েছি; লেখা বেশী ভালো লাগেনি, ততকালীন কিছু পরিস্হিতির কথা লেখক বলেছেন, যেগুলো বিরাজ করছিলো; কিন্তু মুল কিছু "ভুল" ধারণাকে ভিত্তি করে লেখা: (১) দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়ে গিয়েছিলো (২) মানুষ শেখ সাহেবের কাছে চাকুরী, প্রমোশান, বাড়ী, গাড়ী চাচ্ছিল; ফলে, অকারণ অসন্তোষ বাড়ছিলো।

আমার ধারণা, শেখ সাহেবের সামনে একটি নতুন দেশ ও হাজার সুযোগ ছিলো, উনার সৃজনশীলতা ছিলো না।

১৮| ১১ ই মার্চ, ২০২১ রাত ৮:০১

আলাপচারী প্রহর বলেছেন: অতি ভক্তি চোরের লক্ষণ।

আমার বয়স রাসেলের সমান। সে দিন ভীষণ জ্বর ছিলো আমার। ৩দিন ধরে ঘরের ঢাউস রেডিও-টাই আমার জ্বরের সাথী। বারে বারে তাচ্ছিল্য ভরা একটা ঘোষণা শুনেছি। অল্প অল্প বুঝেছি।
আমার পরিবার শহীদ পরিবার। মুক্তিযোদ্ধা পরিবার। এক ভাই সৈনিক ছিলেন। তাঁর লাশও পাইনি।
আরেক ভাই মেজর হায়দারের অধীনে যুদ্ধ করেছেন। যৌবনে ভাসানী ন্যাপ করতেন বলে মনি গ্রুপ দ্বারা যুদ্ধ মাঠেই সাইজ হয়েছিলেন।
আপনাদের পেয়ারা হাজী সেলিমের অত্যাচারের শিকারও আমরা। অথচ আমরা আওয়ামী পরিবার ছিলাম। হাজী সেলিমের বাবা চাঁন মিয়া রেজিষ্টার্ড রাজাকার।
ঠাকুর মাহমুদ প্রমুখরা মায়া কান্না কাঁদছেন। খবর নিয়ে দেখেন এদের পরিবার যুদ্ধে ক্ষতিগ্রস্থ হয় নি। শেখ হাসিনার পরিবারে যেমন কেউ যুদ্ধে ক্ষতিগ্রস্থ হয় নি।

১২ ই মার্চ, ২০২১ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতা চেয়েছিলেন সাধারণ মানুষ, তাঁরাই প্রাণ দিয়েছিলেন।

১৯| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় আপনাকে কবে দেখবো?

১২ ই মার্চ, ২০২১ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:



আমার ষ্টেটাস "সেইফ", আমি লিখতে চাচ্ছি না খুব একটা।

২০| ১২ ই মার্চ, ২০২১ রাত ২:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরবর্তী ইতিহাস হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা।
মুক্তিযুদ্ধ সম্পর্কে শেখ সাহেবের কোন প্ল্যান ছিলো বলে মনে হয় না।

..............................................................................................................
সরাসরি কোন ইঙ্গিত ছিল না, তবে বলা হয়ে থাকে গোপন মিশন কাজ করছিলো ।
৭ই মার্চের সেই দিন রেসকোর্সের ময়দানে থাকার সৌভাগ্য হয়েছিলো,
যদি ও তখন অনেক কিছু বুঝতামনা ।
তাই বলে গোপন ইঙ্গিতে এমন হত্যা সমর্থন করা যায় না ।

১২ ই মার্চ, ২০২১ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহবের গোপন মিশনে ছিলো ছাত্রলীগের লোকেরা যারা মধুর ক্যান্টিনে পড়ালেখা করতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.