নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী নিক নিয়ে একজন ব্লগারের ধারণা!

১২ ই মার্চ, ২০২১ রাত ৮:০১



আজ অবধি, সামুর ৬ জন ব্লগারের সাথে আামার দেখা হয়েছে, এঁদের ১ জন জানেননি যে, আমি চাঁদগাজী। আরেক ব্লগার আমাকে দেখে গেছেন কাজের যায়গায় এসে; কিন্তু নিজের পরিচয় দেননি। সম্প্রতি এক পোষ্টে, আমার ১ মন্তব্যের উত্তরে, আমার নিক সম্পর্কে পোষ্টের লেখক নিজের ধারণা তুলে ধরেছেন; মনে হয়, তিনি আমার মন্তব্য পছন্দ করেননি; মিলায়ে দেখুন তো, এই লেখকের কথাবার্তা আপনার ধারণার সাথে মিলে কিনা? নীচে কোটেশনেের মাঝে দেয়া অংশটুকু সেই ব্লগারের লেখা:

"চাঁদগাজী নিকটা যে, বা যারা চালান তার উদ্দেশ্যে -

ভাই, মানুষ নিক থেকে ব্লগিং করে নিজের পরিচয় গোপন রাখতে। নিক থেকে ব্লগিং করে নিজের বয়স, পরিচয়, অবস্থান, পেশা - এগুলো নিয়ে কথা বলতে থাকা একধরনের প্রতারণা।

আপনি, বা আপনারা, যে বা যারা মিলে এই চাঁদগাজী নিকটা চালান, আমি আপনাদের কাছে জানতে চাই, কেন আপনারা বারবার চাঁদগাজী একজন বুড়ো মানুষ, চাঁদগাজী অ্যামেরিকায় থাকে, চাঁদগাজী ইঞ্জিনিয়ার ছিল, চাঁদগাজী মুক্তিযোদ্ধা - এই সমস্ত কল্পকথা তৈরি করছেন, এবং ধোঁকা দিচ্ছেন ব্লগের বাকি সবাইকে? এটা একটা অপরাধ। আপনার, আপনাদের বোঝা উচিৎ।

আপনাদের বোঝা উচিৎ, যখন, আপনি একটা ফেইক আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করে দাবী করবেন সে বয়স্ক মুক্তিযোদ্ধা, তখন তার অনেক অসৌজন্যতামূলক আচরণের বিরোধিতা চাইলেও করা যায় না। তখন সেটা বয়স্ক মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হিসেবে দেখা হবে।

এই মন্তব্য যারা পড়বেন, এই ব্লগের ব্লগাররা, তাদের অনুরোধ, চাঁদগাজী নিকের নামে যে সমস্ত মিথ, কল্পকথা তৈরি করা হয়েছে, নিকটিকে সেগুলোর নিরিখে ডিল করবেন না। আমার দুঃখ লাগে এটা দেখলে যে, ব্লগের অনেক বয়স্ক ব্লগাররাও বিশ্বাস করেছেন, ধোঁকা খেয়েছেন, এবং মেনে নিয়েছেন সরল মনে যে - এই নিকটা একটা বয়স্ক মুক্তিযোদ্ধার। এটা একটা ধোঁকাবাজি, জালিয়াতি।

একজন বয়স্ক লোক দিনে ১৮ - ২০ ঘণ্টা অ্যাকটিভ ব্লগিং করে, এটা একটা বিশ্বাসযোগ্য কথা? তার পরিবারের লোকজন কি তাকে দেখে না? এই ধরনের উত্তেজক মন্তব্য করে প্রায়ই গালি খায়, সেটা তাদের চোখে পড়ে না? আমি আমার বাবার সোশ্যাল মিডিয়ায় ঝগড়াঝাটির উপক্রম হলে প্রায়ই ইন্টারভিন করি, এবং বাবাকে থামাই। চাঁদগাজী নিকের পরিচালক যদি আসলেই বৃদ্ধ হয়ে থাকে, তার পরিবারের কেউ খেয়াল করে না যে সে দিনে এতো লম্বা সময় পিসি / ল্যাপটপের সামনে বসে কি করে?

আমার ব্যক্তিগত ধারনা এক বা একাধিক চ্যাংড়া ছেলেপেলে মিলে এই নিকটা চালায়। তারা ঢাকা নিবাসী। "


মন্তব্য ৬৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২১ রাত ৮:১০

রোকনুজ্জামান খান বলেছেন: মনে হবে একদিন, তরুন ছিল রঙ্গিন।

১২ ই মার্চ, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



মিল খুঁজে পেয়েছেন?

২| ১২ ই মার্চ, ২০২১ রাত ৮:৫০

আমি সাজিদ বলেছেন: Atleast truth!

১২ ই মার্চ, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


বিশাল ধারণার মানুষ

৩| ১২ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৬

রেজওয়ান ইসলাম বলেছেন: চ্যাংড়া পোলাপানের পক্ষে এই নিক চালানো সম্ভব না।পোলাপানের ভেতর নিজেকে জ্ঞানী প্রমাণের একটা আপ্রান চেষ্টা থাকে।জ্ঞান থাকলে আপনাই প্রকাশ পাবে,জাহিরের প্রয়োজন হবে না।

১৩ ই মার্চ, ২০২১ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:



সেই ব্লগার আমার বয়স কমায়ে দিয়েছেন।

৪| ১২ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৬

কালো যাদুকর বলেছেন: হা হা মনে হচ্ছে দারুন আড্ডা জমবে এই টপিকে ৷ বসলাম দেখি কি বলে সবাই ৷

তবে ভেতরের সত্য যাই হোক, নিক থাকাটা খারাপ না।
নিকের অনেক পজিটিভ দিক আছে ৷

স্বাধীন মতামত দেয়া যায়।
পেশা, সামাজিক অবস্থান ইত্যাদি খুব সহজেই দুরে সরিয়ে সবার সাথে সহজে আলাপে যাওয়া যায়।

১২ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ফেনীর দক্ষিণে ( ব্লগার নেওয়াজ আলীর বাড়ীর কাছে ) একটি গ্রামের নাম "চাঁনগাজী/চাঁদগাজী"; ইহা ছিলো 'যেডফোর্সের' শেষ পজিশনগুলোর একটি; সেই গ্রামের সন্মানে এই নিকটি।

৫| ১২ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৫

কালো যাদুকর বলেছেন: আপনি কি তবে সেই স্মৃতি ধরে রাখার জন্যই এটি ব্যবহার করেন নিক হিসাবে?

১২ ই মার্চ, ২০২১ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ।
সামু আমার কয়েকটি নিক খেয়ে ফেলেছে, "পংবাড়ী", "হরিনা", "ইপিআর", এগুলো মুক্তিযু্দ্ধের সন্মানে খোলা হয়েছিলো

৬| ১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের কতো রকমের উদ্ভট চিন্তা ভাবনা থাকে ভাবলে অবাক লাগে।

১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত মানুষদের ধারণা আবোল তাবোল মতো হলে, সমাজের জন্য বিপদ

৭| ১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার সাথে আজ পর্যন্ত কোনো ব্লগারেরই দেখা হয়নি ।
দেখা হওয়ার কোন সম্ভাবনাও নাই ।
তবে মাঝে মাঝে ব্লগার রাজীব নূর এর সাথে ম্যাসেঞ্জারে চ্যাটিং হয়।
আজকে ও অনেকক্ষণ হয়েছে।

১২ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:




প্রবাসে এক ব্লগার আমাকে দেখে গেছেন, পরিচয় দেননি।

৮| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:১২

নেওয়াজ আলি বলেছেন: আমি আপনাকে কখনো সন্দেহ করেনি । এবং একবার আপনি যে চাঁনগাজীর বর্ণনা দিয়েছেন তা সত্য ছিলো। চাঁনগাজী একটা ইউনিয়নের নাম। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তরে ভারতের সীমান্ত এলাকা। দেখতে সুন্দর এবং লোকজন আগে অশিক্ষিত, নিরহ ও কৃষক ছিলো। এইটাও সত্য জেড়ফোর্স সেখানে তুমুল যুদ্ধ করেছে। আমার নানুর বাড়ীর লোক শহীদ হয়েছে। এই জন্য আমি চাঁদগাজীকে শ্রদ্ধা করি এবং বলেছি যুদ্ধের ইতিহাস বগ্লে লিখার জন্য। শুভপুর, চাঁনগাজী এবং বিলোনীয়ার যুদ্ধে আমার মোট ১১/১২ জন লোক শহীদ হয়েছে । একবার তাদের নামের স্মৃতিসৌধের ছবিও দিয়েছি আপনার পোষ্টে।

১২ ই মার্চ, ২০২১ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:




রেজুিয়ার ব্রীজ চেনেন?

৯| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:১৪

আমি সাজিদ বলেছেন: দ্বিধায় পড়ে গেলাম।

১২ ই মার্চ, ২০২১ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:




ভয়নংকর কিছু হারাননি।

১০| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৩০

হাসান মাহবুব বলেছেন: সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ।

১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:




প্রোফাইলে কিছু একটা লিখতে হয়, লিখেছি; তবে, আমি ইহা বিশ্বাস করি

১১| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৪

আমি সাজিদ বলেছেন: আপনি কি চাঁদগাজী সাহেব নাকি আপনারা অনেকজন মিলে চাঁদগাজী?

১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



কিছু কিছু বাংগালীর ধারণা ও পরমাশক্তি কিন্তি সীমাহীন

১২| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: চিনি ওই ব্রীজ। ফেনী হতে ছাগলনাইয়ায় যাওয়ার পথে মুহুরী নদীর উপর।

১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



পুরান ঢাকা ট্রাংকরোডে? ওখানে ১ জন ক্যাপ্টেন শহীদ হয়েছিলেন, ক্যাপ্টেন শামসুর রহমান; কুমীরার কাছে বাড়ী ছিলো উনার।

১৩| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:১৬

কালো যাদুকর বলেছেন: সামুর ব্লগারদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করা যেতে পারে। যেখানে নিক এবং বাকি সবাই অংশগ্রহন করবেন। তখন বাকি সবাই কি ভীষন দ্বিধাতে ভুগবেন - সেটা ভেবে বেশ হাসি পাচ্ছে।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:




করোনার পর, কোথায়ও একত্রিত হতে পারলে ভালো হতো।

১৪| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:২৭

কালো যাদুকর বলেছেন: আজ ভ্যাকসিন দিতে (প্রথম টা) যাচ্ছি। করোনা থেকে আমিও মুক্তি চাই

১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



সুসংবাদ।

করোনা বিশ্বের অর্থনীতিকে বদলায়ে দিয়েছে, লাখ লাখ পরিবারকে শোকসন্তপ্ত করেছে। জাতি হিসেবে আমরা ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

ভালো দিক হচ্ছে যে, বাংগালীরা নিজের সরকারের অদক্ষতাকে কাছের থেকে দেখতে পেয়েছেন।

১৫| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



এই সামু ব্লগে কারো নাম কিংবা নিক দেখে কোন লেখা সাধারণত পাঠ করিনা । লেখার শিরোনাম ও
তার কন্টেন্ট-এর ধরন দেখে লেখাটি পাঠ করি , মন্তব্য লিখার পর কিংবা লাইকের ঘরে চিহ্ন রাখার পরে
লেখাটির লেখক কে তা দেখি , তবে লেখাটি প্রথম পাঠের সময় অলক্ষে লেখকের নামটি অনেক
সময় দেখা হয়ে যায় । যাহোক, চাঁদগাজী নিকে কোন সাধারণ নবীন বা প্রবীণ লেখক এত অল্প কথায় কোন
বিষয়ের পুর্ণাঙ্গ একটি বিবরণ লিখতে পারবেন বলে ধারনা হয়না । এই নিকের অনেক লেখায় সমসাময়িক
বিষয়ের গুড় ও সঠিক বিবরন উঠে আসে । তবে এই নিকের অনেক মন্তব্য বা প্রতিমন্তব্য মুল মন্তব্যের জবাবের
ধারে কাছে দিয়েও যায়না , গতানুগতিক একই ধরনের ঝাল , মিঠা, কড়া জবাব পরিলক্ষিত হয় , এরকম
ক্ষেত্রে ধরে নেই সকলেরই বাক স্বাধিনতা বলতে একটি অধিকার আছে । আমি সকলের বাকস্বাধিনতায় বিশ্বাস
করি ততক্ষন পর্যন্ত যতক্ষন তা পরিমিত বোধের ভিতরে থাকে । কোন অশোভন কথার বিষয়ে যুক্তি দিয়ে
পরিশীলিত প্রতিবাদ করাকেও পছন্দ করি ।
যাহোক, চাঁদগাজী নিক নিয়ে কথা প্রসঙ্গে মনে পড়ে চাঁদ গাজী ভূঞা নামে মোগল আমলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন
তাঁর নামানুসারে ছাগলনাইয়া উপজেলা সদরের অদূরে চাঁদগাজী বাজার প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদগাজী বাজারের কাছে
মাটিয়া গোধা গ্রামে অতীত ইতিহাসের সাক্ষী হিসাবে অবস্থান করছে চাঁদগাজী ভূঞা মসজিদ
( সুত্র Click This Link উপজেলার-ঐতিহ্য )
মুক্তিবাহিনীর বিলোনিয়া (ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়ার কিছু অংশ) এলাকায় পরিচালিত
অপারেশন ছাগলনাইয়া মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি স্থাপন করতে বড় ভূমিকা রাখে। এ অপারেশনে
জেড ফোর্স গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ।(সুত্র: "বিলোনিয়ার প্রথম যুদ্ধ"।প্রথম আলো।সংগ্রহের তারিখ ২০২০-০১-২২)।
সুনির্দিষ্ট এলাকাটির নাম যে চাঁদগাজী গ্রাম তা পোষ্ট লেখকের একটি মন্তব্যে দেয়া তথ্য হতে জানা গেল ।




১৩ ই মার্চ, ২০২১ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগার হিসেবে আপানার বড় অবদান আছে; আমার মতে, আপনি যা লেখেন, তা আপনি সঠিকভাবে জানেন।

আমি মৌলিক কোন বিষয়ে লিখি না, ব্লগারদের আলোচনায় কিছু উঠে এলে, কিংবা সমসাময়িক বিষয়ের উপর আমার নিজের মতামত জানানোর জন্য কয়েক লাইনের পোষ্ট লিখি। আমার মন্তব্য নিয়ে অনেক ব্লগার সব সময় অভিযোগ করে এসেছেন, আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি।

চাঁদগাজীতে "যেড ফোর্সের" ডিফেন্স ছিলো মুক্তিযু্দ্ধের সময়; সেখানকার প্রাইমারী স্কুলটার কথা আমার মনে আছে, বিখ্যাত মসজিদটা দেখা হয়নি।

১৬| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আমার সহজ কথা-
সামুতে আপনাকে বহু ব্লগার হিংসা করে। তাই উলটা পালটা বলে। যেন আপনি রাগ করে সামু ছেড়ে চলে যান। তারা আপনাকে বারবার আক্রমন করেছেন। কিন্তু ফেল মেরেছেন। কারন ব্লগিং এ কেউ আপনার সাথে পারে না। তাই তারা আপনাকে সামু থেকে সরিয়ে দিতে চায়।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



কিছু কিছু ব্লগার পুরো লেখাটাই ভুল ধারণার উপর লেখেন, সেটা নিয়ে কথা বললে মন খারাপ করেন।

১৭| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি ওদের ফালতু কথায় থেমে যাবেন না। আপনি থেমে গেলেই ওদের জিত হবে। দুষ্টলোকদের জিততে দিবেন না।
আপনি বিজ্ঞ লোক। আপনার যে পরিমান মেধা আছে, আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার ক্ষমতা রাখেন।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি একজন খুবই সাধারণ ব্লগার, বাংলাদেশের শিক্ষিত মানুষদের কাছাকাছি থাকার চেষ্টা করছি।

১৮| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: আজ সূতীর খালের হাওয়া, সাজিদ উল হোক আবীর আমাকে এক মন্তব্যে বলেছেন, আহলান সাহলান রাজীব ভাই। এসে ভালো করসেন। আরও একটা মন্তব্য করি। কেন আপনারে আমি অন্যান্য আরও নিকের পেছনে থাকার ব্যাপারে সন্দেহ করি, তার ব্যাখ্যাটা দিই। নইলে চাঁদগাজী নিকের মতই অযৌক্তিক চিল্লাচিল্লি করছি বলে মনে হবে।

আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখা যায় আপনি ইমদাদুল হক মিলন, স্বকৃত নোমানের মতো বিবিধ সেলিব্রেটি সাহিত্য - সংস্কৃতির ব্যক্তিত্বদের সঙ্গে একসময় পত্রিকায় একসাথে কাজ করতেন। আড্ডা দিতেন। এই সব।

আপনি ব্লগে যেমন সকাল বিকাল স্ববিরোধী কথাবার্তা বলে নিজেরে একজন জাতে মাতাল তালে ঠিক বোকা হিসেবে রিপ্রেজেন্ট করেন, আপনি যদি আসলেই তা হইতেন - তাহলে এই সমস্ত লোকের ধারকাছ দিয়ে ঘেঁষতে পারতেন?

চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন আপনি ফুলটাইম প্রফেশনাল ব্লগার। একসঙ্গে কয়েকটা নিক চালান - এটা আমার ধারনা। আপনারে কে পে করে, সেটা নিয়েও আমার আন্দাজ আছে। কিন্তু এ বিষয়ে আরও কথা বলতে গেলে বাক স্বাধীনতার ধ্বজাধারীরা আমার বাক স্বাধীনতা ধরে টান দিতে পারে বিধায় এখানেই ফুলস্টপ দিলাম।

আপনার কি কিছু বলার আছে, প্রকাশ্যে, এ প্রসঙ্গে?

১৩ ই মার্চ, ২০২১ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আমি বেশ কিছু শিক্ষককে অনুসরণ করেছি সব সময়; এঁরা অন্য চাকুরী করলে ভালো হতো; শিক্ষকতার জন্য বিশাল বড় মন ও ধারণা থাকতে হয়।

১৯| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৩:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগে আমি বেশ কিছু শিক্ষককে অনুসরণ করেছি সব সময়; এঁরা অন্য চাকুরী করলে ভালো হতো; শিক্ষকতার জন্য বিশাল বড় মন ও ধারণা থাকতে হয়।

উনাকে তো আমি বুদ্ধিমান ভাবতাম। এখন দেখছি উনি অন্য সবার মতন'ই।

১৩ ই মার্চ, ২০২১ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



পরীক্ষায় ফেল করেছেন উনি।

২০| ১৩ ই মার্চ, ২০২১ ভোর ৬:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @রাজীব নূর: আপনার অনেকগুলি নিকের অভিযোগ সত্য কিনা জানিনা। তবে আপনি যে প্রচন্ড স্ববিরোধী কথাবার্তা বলেন তাতে কোনো সন্দেহ নেই, এটা খুবই পীড়াদায়ক। যেহেতু আপনি একজন সেলিব্রিটি ব্লগার - আপনি আপনার অবস্থান পরিষ্কার করা উচিত বলেই মনে করি।

২১| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ৭:১৪

সোনালি কাবিন বলেছেন: ধর্মান্ধদের চিন্তাভাবনা মাঝে মাঝে এপিক পর্যায়ে চলে যায়।

১৩ ই মার্চ, ২০২১ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:



অনেক বাংগালীর ভাবনা ও ধারণাশক্তি খুবই সীমিত

২২| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৪

নেওয়াজ আলি বলেছেন: ইয়েস পুরাতন রোড় ঢাকা চিটাং এর এটাকে ট্রাংক রোড় বলতো। রেজুমিয়ার ব্রিজ ছাগলনাইয়ার একটু সামনে। শুভপুর ব্রিজ দিয়ে যাতে পাকিস্তানি আর্মি পালাতে না পারে তাই জেড়ফোর্স ব্রিজ ভেঙ্গে ফেলে বল্লভপুরে পাকিস্তানি ঘাটিতে আক্রমণ করে সেখানেও বেশ কিছু লোক শহীদ হয় এটা অভিনেতা আনিসের বাড়ির সামনে, আপনি কী বলতে পারেন। সেখানে এখন স্মৃতিসৌধ করা হয়েছে।

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আমি সেইদিকে আর কখনো যাইনি; রেজুমিয়ার ব্রিজে ক্যা: শামসুর রহমানের ( যেড ফোর্স ) ডিফেন্স ছিলো; উনার কিছু ভুলের জন্য উহা পাকীরা সহজে দখল করেছিলো; উনি সেখানে শহীদ হয়েছিলেন।

আি ভুলে গেছি, রেজুমিয়ার ব্রিজ কি ছাগল নাইয়া বাজার বরাবর থেকে দক্ষিণে, নাকি উত্তরে?

২৩| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: জেলাসি ভালো জিনিস এতে আত্মু উপলব্ধি বাড়ে। একমাত্র জেলাস লোকেরাই জীবনে উন্নতি করতে পারে।

কিন্তু জেলাসি যদি মানষিক ব্যাধি হয়ে যায় তাইলে সোজা পাগলাগারদ!!! ইহা মানব জীবনের জন্য ভয়াবহ ক্ষতিকর !!!

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



অনেক বাংগালী কোন কিছু পড়ে, দেখে, শুনেও সঠিক ধারণা করতে ব্যর্থ হয়ে থাকেন।

২৪| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭

অক্পটে বলেছেন: কিজানি! আমারতো কখনো এমন মনে হয়নি। "চাঁদগাজির" ব্লগ পড়ে আমার ভালোই লাগে। অনেক সময় রাগের মাথায় শক্ত মন্তব্য করা হয়ে যায়। পরে দেখি ধুর কেন এমন মন্তব্য করলাম! সেও আমাকে মাঝে মধ্যে রাজারকার বলে X( ওটা তার রাগ হতে পারে। সবার মন্তব্যের জবাব দেয়া তার ভাল দিক।

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:




কিছুদিন ব্লগিং করার পর, প্রতিটি ব্লগার সম্পর্কে একটা ধারণা গড়ে উঠে ক্রমেই।

২৫| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: অমি পিয়াল থেকে শুরু করে বহুত অগা মগা যখা চাঁদগাজীকে হারাতে পারেনি। পারবেও না।

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:




সেদিন এক বাংগালী ডাক্তারের ওয়েটিং রুমে একটা বাংগা ম্যাগাজিন (নাম: অন্য বাংলাদেশ) উল্টাযয়ে দেখছিলাম, দেখি উহাতে অমি রহমান পিয়ালের একটা লেখা, উনার ছবিও আছে; বরাবরের মতো গার্বেজ।

২৬| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চাঁদগাজী নিক কয়েকজন চালায় - এই অসামান্য সায়েন্স ফিকশন কে লিখেছেন?

১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



ব্লগার সাজিদ উল হক আবির সাহেব।

২৭| ১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫

সোনালি কাবিন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চাঁদগাজী নিক কয়েকজন চালায় - এই অসামান্য সায়েন্স ফিকশন কে লিখেছেন?

Click This Link

২৮| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০

ডার্ক ম্যান বলেছেন: আপনি দেশে আসলে জানাবেন । আপনাকে দেখার অনেক সাধ

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমারও খুবই ইচ্ছা ব্লগারদের সাথে কিছু সময় ব্যয় করার; দেখা হবে।

২৯| ১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগে লিখে যদি টাকা পাওয়া যেত তাহলে আমি প্রতিদিন কমপক্ষে 10 টি পোস্ট দিতাম।

কেউ কেউ বলেন, পোস্ট দিলে নাকি টাকা পাওয়া যায়।

অথচ বিষয়টি আমি আজও জানতে পারলাম না।

আফসোস।

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



কোন বাংলা ব্লগ কোন লেকখককে সন্মানী দিয়েছে বলে আমার জানা নেই।

৩০| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৯

দেশী পোলা বলেছেন: হুমম, বিশাল গবেষনা, পিএইচডি দেয়া হউক

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



উনি পিএইচডি করেছেন, পুরান ঢাকার দারুল উলুম থেকে; বিষয়: ঢাকার চিকন খালের পানিতে অক্সিজেনের পরিমাণ নির্ণয়।

৩১| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৩

জাহিদ হাসান বলেছেন: সাজিদ উল হক আবির ও স্প্যানকড এরা দু’জন পুরাই এনায়েত আলির ছাগল। এদের কথা নিয়ে ভাবার কিছু নেই।
এদের এড়িয়ে চলুন।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি ভাবছি, শতকরা কি পরিমাণ বাংগালীর এই অবস্হা?

৩২| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৮

জাহিদ হাসান বলেছেন: অধিকাংশ দেশীয় লোকেরই এখন এই অবস্থা।
অজ্ঞতার চাঁদ উঠে গেছে তাদের আকাশে।

১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


গত ১ দশকে যারা যারা পড়ালেখা শেষ করেছে, এদের অনেকে কিছুই শেখেনি।

৩৩| ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৪

সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন:



উনি পিএইচডি করেছেন, পুরান ঢাকার দারুল উলুম থেকে; বিষয়: ঢাকার চিকন খালের পানিতে অক্সিজেনের পরিমাণ নির্ণয়।


:P :P

৩৪| ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি ঢাকায় আছেন? নাকি আমেরিকা। মানুষ কত কিছু ভাবে... তবে ব্লগে আপনি অনেক সময় দেন অনেক কমেন্ট করেন। আপনার জন্য শুভকামনা ।

১৬ ই মার্চ, ২০২১ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



আমি এখন দেশের বাহিরে; ব্লগে আসছি প্রায়ই; আপনি যাওয়া আসারমাঝে আছেন দেখছি; টিকা নিয়েছেন? আপনার জন্য শুভেচ্ছা রলো।

৩৫| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২৮ নং মন্তব্যে সহমত।
সামুর প্রতি অনুরোধ থাকবে, আপনি দেশে এলে আপনাকে কেন্দ্র করে যেন ব্লগ আড্ডার আয়োজন করা হয়।
আপনার সুস্থতা কামনা করছি।

১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো আছেন, আশাকরি।

ফেনীতে দেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.