নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আদুভাই ৮ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে প্রমোশান পেতে পারে

১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০



অনেক ব্লগারকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না; তারপরও, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আশাকরি, উত্তর দেয়ার জন্য আপনাকে প্রশ্নফাঁস করতে হবে না; প্রশ্নটা হলো, "ইয়েমেন ও নেপালের মাঝে, কোন দেশটি স্বল্পন্নোত দেশ থেকে কিছুটা আগে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার সম্ভাবনা বেশী?" উত্তর যদি নেপাল হয়, সেটাই শুদ্ধ হবে; আর যদি ইয়েমেন হয়, সেটা ভুল হবে কিনা বলা মুশকিল হবে; কারণ, আমাদের সিলেটের পীর হযরত শাহ জালাল'এর(রহ: ) জন্মস্হান কিন্তু ইয়েমেন; এবং ইয়েমেনে এক ধরণের গাছ আছে, উহার নাম "খট", ইয়েমেনীরা ইহার পাতা চিবিয়ে মুখে রাখে, ইহাতে জ্ঞান বাড়ে।

নেপাল কোন সালের দিকে উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে, সেটা অনুমান করে, উহার উপর লেখালেখি করার জন্য জাতিসংঘ অনেক লোকজনকে বড় ধরণের বেতন দিয়ে থাকে; আপনি ব্লগার হয়েও, সেটা মোটামুটি অনুমান করতে পারবেন, যদিও আপনাকে কেহ ১ ডলারও দেবে না। জাতি সংঘের লোকজন "সুপারিশ" করছেন যে, ২০২৬ সালের দিকে বাংলাদেশের গায়ে উন্নয়নশীল দেশের সীল মারা সম্ভব হবে। বাংগালী জাতির মতো "একটিভ" জাতিও আদু ভাইয়ে পরিণত হয়েছে, ৫৬ বছর অষ্টম শ্রেণীতে আছে।

ঠিক আছে, আদুভাইকে ঠেলেটুলে ৯ম শ্রেনীতে পাঠানো হলো, তারপর? তারপর বিয়ে! উহা কি ৯ম শ্রেণীতেই আজীবন থাকবে, নাকি ১০ শ্রেণীতেও যাবে একদিন, নাকি উল্টো আবারও ৮ম শ্রেণীর দিকে রওয়ানা হবে? সিরিয়া বা লিবিয়ার মতো হলে, অষ্টম শ্রেণীতে ফেরত যাওয়াই সহজ হবে।

বাংলাদেশের মানুষের যেই সংস্কৃতি, মানুষের পরিবারের প্রতি যে দায়িত্বশীলতার লক্ষন, জাতি যতটুুকু সসম (সমজাতীয়), যেই পরিমাণ সম্পদ আছে, যেভাবে যুদ্ধ করে স্বাধীন হয়েছেন, এদের ৫৬ বছর একই যায়গায় থেকে আদু ভাই হওয়ার কথা ছিলো না; আমাদের মাথায় কিছু আদুভাই উঠে বসেছে, যারা পুরো জাতিকে আদুভাই বানায়ে ছেড়েছে।

জাতি সংঘের কাজ হলো পর্যবেক্ষণ করে, একটা সুপারিশ করা; জাতি সংঘ বাংলাদেশকে বদলাতে পারবে না; দেশের বর্তমান যেই অবস্হা, ৬ বছরে কি পরিবর্তন হবে, বলা কঠিন। আগামী ৬ বছর বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার মান ভালোর দিকে যাবার কথা; কিন্তু বাংলাদেশের বেলায় সেটা সাানুপাতিকভাবে ঘটার সম্ভাবনা আজকে কিন্ত দেখা যাচ্ছে না; দেশকে উন্নয়নশীল দেশের পর্যায়ে নিতে হলে প্ল্যান দরকার, রোডম্যাপ দরকার, আমি উহা দেখছি না, আপনারা কেহ কিছু দেখলে, জানাবেন।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনার বিষয়।

১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার অর্থনীতিতে দেশের সামান্য পরিমাণ মানুষ সব দখল করে রেখেছে, বাকীরা ঘানি টানছে, ইহাতে দেশ উন্নত হওয়ার কোন কারণ নেই।

২| ১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আদু ভাইদের ৯ম-১০ম শ্রেণীতে পাঠিয়ে লাভ নাই।

উনারা যথাস্থানেই থাকবেন।

১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



৫৬ বছর যেখানে আছে, আরো ৫৬ বছর সেখানেই থাকবে।

৩| ১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অষ্টম শ্রেনীতে ফিরে আসার সম্ভাবনা বেশি,আবার তালেবান আইএস এর প্রভাব যে হারে বাড়ছে লেখাপড়া ছেড়েও দিতে পারে।

১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা গরীবের বাচ্চাদের পড়ালেখার ভার দিয়েছেন মোল্লাদের হাতে্, ইহাতে জাতির রিজার্ভ বাড়ছে সহজেই।

৪| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:০০

কানিজ রিনা বলেছেন: আপনারা মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করে কি দেখতে পেয়েছেন বা পাচ্ছেন।, বাংলাদেশে এখনো ৯০ পার্সেন্ট মুসলমান বাস করে। যেমন ভারতে ৯০ পারসেন্ট হিন্দু বাস করে সেখানেও উগ্র হিন্দুরা আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানুষের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই বেড়েছে শিক্ষারহার যতটা বেড়েছে তার থেকে বেশি উশৃংখলতা বেড়েছে ঠিক নয় কি?

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাদের চাকুরী খেয়ে বসেছিলেন তাজউদ্দিন সাহেব ও শেখ সাহেব;ফলে, তাঁরা কিছু করার দায়িত্ব ও সুযোগ পাননি। আর পেলেও কাজ করা কঠিন হতো, ৮০ ভাগ মুক্তিযোদ্ধা ছিলেন কমশিক্ষিত কিংবা নিরক্ষর; তবে, এদেরকে ট্রানিং দিলে, সিএসপি কিংবা বিসিএস থেকে ভালো একটা দায়িত্বশীল গ্রুপ পাওয়া যেতো।

এখন মুক্তিযোদ্ধারা বয়স্ক ও অপ্রয়োজনীয় মানুষ।

৫| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




নেপাল আমার অপছন্দের একটি দেশ। তবে অবশ্যই উত্তর হবে নেপাল। সৌদি আরবে মক্কাহ হজ্ব ও ওমরাহতে ভিড়ের মাঝে যারা চুরি কাজে লিপ্ত থাকে তারা হচ্ছে কালো আফ্রিকান, পাকিস্তানি, ইয়েমেনি, মিশরী। ইয়েমেনের লোক অত্যন্ত মিথ্যুক প্রকৃতির লোক আল্লাহ রসুলের নামে কসম করে মিথ্যা কথা বলে।

বাংলাদেশে পথে পথে মহল্লার অলি গলিতে যেমন ঔষধের ফার্মেসি সয়লাব। ঠিক তেমনি মিশর ও ইয়েমেনে তাবিজ তন্ত্র মন্ত্র বিক্রির ঘর অলি গলিতে সয়লাব। পৃথিবীতে দৃশ্যমান শয়তান যদি থেকে থাকে তাহলে মিশরী আর ইয়েমেনি ১ম কাতারে আসবে।

আরেক ভদ্রলোক লিখেছেন শিক্ষকরা রিক্সাওয়ালার চাইতে কম আয় করেন ! সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষকের চাকরি শুরুতেই প্রাথমিক বেতন ১৮,৫০০ টাকা দিয়ে শুরু হয়। তারপর আছে ছাত্রছাত্রী পড়ানো, স্কুল ড্রেসের জন্য কাপড়ের দোকানের সাথে চুক্তি। গাইড বই বিক্রির নামে কমিশন। এছাড়া সরকারি ফান্ড নিয়ে বলতে চাচ্ছিনা। ঝামেলা বাড়বে।


১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার ছোট কাল থেকে আজ অবধি, কোন প্রাইমারী স্কুলের শিক্ষককে দেখেছেন যে, গ্রামের মানুষকে বুঝিয়ে, তাদের বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যেতে?

আরবদের মাথায় ভালো ভাবনা কম।

৬| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




খুব অল্প শিক্ষায় যে চাকরি পাওয়া যায় তার নাম শিক্ষকতা। মাত্র এইচএসসি ক্লাস পাশ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সম্ভব। একমাত্র বাংলা সিনেমা আর উপন্যাসে শিক্ষকদের এতো উদার দেখা যায়।

না - আমার জীবনে আমি কোনো শিক্ষককে দেখিনি কোনো ছাত্র বা ছাত্রের অভিভাবককে বুঝিয়ে স্কুলে নিয়ে গেছেন। এটি সরকারি স্কুলের ক্ষেত্রে অসম্ভব বিষয়।

আর বেসরকারি স্কুলের ক্ষেত্রে ইন্সুরেন্সের লোক যেমন হাভাতে হয়ে পেছনে লেগে যায় আমার তিন বছরের নাতনীকে স্কুলে ভর্তির জন্য নার্সারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ কেরানীর অত্যাচারে আমরা সকলে অতিষ্ট হয়ে পরেছি। আর তিন বছরের বাচ্চা অনলাইন স্কুল কি বুঝবে?

সহজ কথায় শিক্ষকরা বাংলাদেশে ক্রাইম করছে। এরা ক্লাসে না পড়িয়ে প্রাইভেট পড়াচ্ছে।

১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশের শিক্ষকেরা জাতিকে যতটুকু সাহায্য করেছে, তার চেয়ে বেশী ক্ষতি করেছে।

৭| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পোস্ট করেছেন ১৩ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০

সর্বশেষ এডিট করেছেন- ১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:৫২

ব্যাপার কি মশাই!!!!! এডিটের ঝড় তুলেছেন দেখি!!!!!

১৪ ই মার্চ, ২০২১ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



লেখার পর মাঝে মাঝে পড়ে দেখি, কি লিখেছি।

৮| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: পাতা চিবিয়ে মুখে রাখে, জ্ঞান বাড়ে- এই যুগে এসেও এরকম গাজাখুরি কথা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না।

নেপালের মেয়েরা বাংলাদেশে ডাক্তারি পড়তে আসে। এদের একজনের সাথে আমার খুব ভাব হয়েছিলো।

১৪ ই মার্চ, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



ঐ পাতাটা মাদক।
দুপুরের পর ইয়েমেনের প্রায় সবাই পাতাটা মুখে দেয়; দেশের ৭০ ভাগ মানুষ বিকেল বেলা হালকা মাতাল থাকে; সেই কারণে দেশের ৫০ ভাগ লোকের মানসিক সমস্যা আছে।

৯| ১৪ ই মার্চ, ২০২১ রাত ২:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নেপালিদের অনেক বিশ্বস্ত জাতি। মধ্যপ্রাচ্যে প্রচুর নেপালি কাজ করে যারা যথেষ্ট পরিশ্রমী। আর গুর্খা রেজিমেন্টের সুনাম তো বিশ্বব্যাপী। শতকরা ৮০% হিন্দু অধ্যুষিত নেপালিরা ভারতের মতো কট্টর হিন্দুত্ববাদের প্রভাবে পড়েনি। একটি জাতির উন্নতির জন্য যে গুণাবলীর প্রয়োজন তার কয়েকটি নেপালিদের আছে, সুতরাং আমি নেপালিদের পক্ষেই বাজি ধরবো।

ইয়েমেনীরা খুব দুর্ভাগা জাতি, তাদের পার্শ্বে সৌদি থাকা সত্বেও তারা প্রচন্ড অবহেলিত ও নিষ্পেষিত। তাদের সততার অভাব রয়েছে অনেক। এই অঞ্চলে এতোজন নবী রসূলের আবির্ভাবের পরও কেন ইয়েমেনের জনগণের নৈতিকতার উন্নতি হলো না সেটাই বিশ্বয়কর। নাকি ওই এলাকার জনগণ খুব একটা ভালো নয় বলেই সেখানে অনেক বেশি পয়গম্বর পাঠানো হয়েছে বার বার।

১৪ ই মার্চ, ২০২১ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:




সৌদী ও ইয়েমেনীরা মোটামুটি একই জাতি, লাখ গোত্র; ওদের মুল সংস্কৃতি হলো বেদুইন সংস্কৃতি, জংলী।

১০| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:




এটা সকলেরই জানা যে একটি দেশ বিভিন্ন স্তর পার হয়েই উন্নত দেশের কাতারে উপনিত হয় ।
হার্‌ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ও বিখ্যাত আমিরিকান অর্থনীতিবিদ Walt Whitman Rostow
( ১৯৬৬-৬৯ পর্যন্ত প্রেসিডেন্ট এল. বি. জনসনের নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন) ১৮৬০ সনে
তাঁর Stages of Development Theoryতে ৫টি স্তরে উন্নয়নের মডেল দেখিয়েছেন ।
নীচের চিত্রে তাঁর মডেলটি দেখা যেতে পারে ।

স্বাধিনতাত্তোর কালে আমরা বলতে গেলে Traditional Society তেই ছিলাম । বিবিধ ধরনের যৌক্তিক কারণে
Traditional Society হতে Precondition for Take-off যেতে যুগের পর যুগ লেগে যায় , এটা সকলের জন্যই
প্রযোয্য , আমাদের একটু বেশী সময় লেগেছে অর্থনৈতিক অবস্থার চেয়ে বেশী রাজনৈতিক ও অদক্ষতার কারণে ।
যাহোক স্বাধিনতা লাভের ৫০ বছর পরে অনেকটা Precondiion for Take-off স্তরে উপনিত হয়েছে বলে
দাবি করা হচ্ছে । এখন আরো বছর পাঁচেক বিভিন্ন শর্তের ( Pre condition ) বেড়াজাল পার হয়ে ২০২৬ সনের
দিকে বাংলাদেশ Take-off stage এ উপনিত হতে পারবে বলে বলা হচ্ছে ।
Take -off stage Maaturity stage এ উপনিত হতে গড়ে ২০ বছরের মত সময় লেগেছে অনেক দেশেরই
নীচের সারনী হতে দেখা যেতে পারে ।

বাংলাদেশও আশা করছে ২০৪১ সনের দিকে উন্নত দেশের স্তরে উপনিত হতে ।
তবে পিছনের দিকে হাটাও অসম্ভব কিছু নয় , দেশকে পিছনের দিকে ঠেলে নেয়ার জন্য
নিয়ামকের অভাব নাই , অনেকেই জোড়ে বলে থাকেন বর্তমানকে ছুড়ে ফেলে দিয়ে
পুনরায় পিছন থেকে শুরু করতে হবে , সে রকম অনেক ইতিহাসও আছে ।
তবে কারো হতাশ হ ওয়ার কোন কারণ নেই । Alexander Gerschenkron নামে
রাশিয়ান বংশোদ্বত হারভার্ড বিশ্ববিদ্যালয়ে আরেক প্রফেসর তাঁর "backwardness"
Model এর মাধ্যমে দেখিয়েছেন পিছনে অনগ্রসরতার মাধ্যমে কিভাবে উন্নতির
সোপানে উপনীত হওয়া যায় ।

পোষ্টের রাখা প্রশ্নের বিষয়ে বলা যায় যে ইয়েমেনের তুলনায় নেপালেরই আগে Developing দেশের তরে
উপনীত হ ওয়ার সম্ভাবনা বেশী । মানব সম্পদ উন্নয়ন ইনডেক্স রেংক( নেপাল ১৪২, ইয়েমেন১৭৯) , নমিলাল
GDP per capita (২০২০ সনে নেপালে $ ১০৮৪ ডলার , ইয়েমেনের $৫৭২ ডলার ) আর sustainable
development এ নেপাল অনেক এগিয়ে আছে ( করোনার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটা স্লথ হয়ে গেলেও
গত তিন বছর যাবত নেপালে গড় প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশের উপর অপর দিকে ইয়েমেনে সেটা ছিল গড়ে
২ শতাংশ এবং এটা ক্রমেই নিন্মমুখী ।

ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা দুর হয়ে স্থিতিশীলা আসলেও তারা নেপালের আগে Developing country
স্তরে উপনীত হওয়ার সম।ভাবনা কম বলেই মনে হয় ।

১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:২১

চাঁদগাজী বলেছেন:



আমি নেপাল ও ইয়েমেনের উদাহরণ দিয়েছি, যাতে ব্লগারদের ভাবতে বেগ পেতে না হয়;ঈয়েেনের অবস্হা বুঝতে কোন ইনডেক্সের দরকার নেই।

ফিনল্যান্ড যখন এসব ধাপের মধ্য দিয়ে গেছে, প্রতিধাপেই তাদের জীবনযাত্রার মান বাংলাদেশের সম-ধাপের চেয়ে সব সময় চেয়ে উন্নত ছিলো।

১১| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:০৪

ডঃ এম এ আলী বলেছেন:


এটি উপরের মন্তব্যের একটি ভ্রম সংশোধন
Take -off stage হতে Maturity stage এ উপনিত হতে গড়ে ২০ বছরের মত সময় লেগেছে অনেক দেশে

১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ উন্নয়নশীল ধাপে অনেক অনেকদিন থাকবে, সেই অবস্হার শুরু হবে শেখ হাসিনার প্রস্হানের পরপরই।

১২| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:২২

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা ভুল পথে আছেন। উনি জাতিকে ভুলবাল স্বপ্ন দেখাচ্ছেন।

১৪ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



জিয়া জাতিকে নিয়ে গেছিল ভুল পথে, শেখ হাসিনা জাতিকে সেই পথে রেখেই বাবার পথের গল্প করছেন।

১৩| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নেপাল ভাল করবে আগে।

আর বাংলাদেশের বেলায় সন্দেহ রাখবেনা। উন্নয়শীল থেকে একদিন উন্নত দেশে উত্তরণ ঘটবে।

১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:




একটা জাতি যত দীর্ঘ সময় পেছনে পড়ে থাকবে, ততটুকু সময় কোটী কোটী মানুষের জীবনটা কষ্টকর হবে; এখন বাংলাদেশের চাকরাণী ও বুয়াদের জীবনটা কি কারো জন্য স্বপ্ন?

১৪| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঐ পাতাটা মাদক।
দুপুরের পর ইয়েমেনের প্রায় সবাই পাতাটা মুখে দেয়; দেশের ৭০ ভাগ মানুষ বিকেল বেলা হালকা মাতাল থাকে; সেই কারণে দেশের ৫০ ভাগ লোকের মানসিক সমস্যা আছে।

ও এই কথা।
আমাদের দেশেরও সবার মানসিক সমস্যা আছে পাতা মুখে না দিয়েই।

১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



আমরা যেসব কারণে পেছনে পড়ে আছি, মানসিক সমস্যা তার মাঝে একটি বড় ফ্যাক্টর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.