নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষের লব্ধজ্ঞান, সংস্কৃতি ও ট্রেডিশনের বেষ্ট-প্রেকটিসগুলো ধর্মে স্হান পেয়েছিলো

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৪



নবী মুসা(আ: ) জ্ঞানী অবস্হায় জন্ম নেননি, তিনি শিক্ষিত মানুষ ছিলেন, পেশা ও সমাজ থেকেই জ্ঞান আহরণ করেছেন; তিনি ততকালীন সমাজের মানুষের লব্ধজ্ঞান, সংস্কৃতি ও ট্রেডিশনের বেষ্ট-প্রেকটিসগুলোকে মানুষের জীবন-বিধান হিসেবে লিখে, সেগুলোকে চালু করার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা ছিলো, ততকালীন রাজতন্ত্রের সময় মানুষ উনার বিধান মেনে চলার মতো স্বাধীন ছিলেন না, মানুষকে ফেরাউনদের বিধান মেনে চলতে হতো; কারণ, ফেরাউনরা ছিলো রাজা, সব ক্ষমতার অধিকারী। তখন মুসার(আ: ) জন্য দরকার ছিলো, ফেরাউনদের চেয়ে আরো ক্ষমতাশালী একজন, যেইজন মুসার(আ: ) বিধানকে চালু করতে পারবেন; মুসা নবী (আ; ) ফেরাউনদের চেয়ে শক্তশালী একজনকে নিয়ে এলেন, সেটাই হলো 'গড', যিনি ফেরাউনদেরও সৃষ্টি করেছেন; সুতরাং, ফেরাউনদের জীবন বিধান থেকে 'গডের' জীবন বিধানই প্রণিধানযোগ্য, মুসা(আ: ) এই লজিক চালু করেন।

সব ফেরাউন একই সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো না, বিভিন্ন ফেরাউন বিভিন্ন সৃষ্টিকর্তার নামে উপসনালয় তৈরি করেছিলো; তারা নিজদিগকে সৃষ্টিকর্তার বংশধর হিসেবে দাবী করতো; ইহা হয়তো মানুষের জন্য সমস্যা ছিলো, কিন্তু রাজার বিধান অমান্য করার উপায় ছিলো না। ততকালীন ইতিহাস থেকে যতটুকু বুঝা যায়, নবী মুসার(আ: ) জীবন বিধান ইহুদীদের মাঝেই সীমাবদ্ধ ছিলো, মুল মিশরীয়রা ইহাকে গ্রহন করেনি।

মিশরের অভিজ্ঞতা ও নবী মুসার জীবন বিধান ইহুদীরা সঠিকভাবে অনুসরণ করেছিলো, তাদের রাজারা অনুসরণ করেছিলো; ফলে, আরব এলাকায় ওরা বেষ্ট-প্রেকটিসের মানুষ ছিলো, তারা অন্য হাজার হাজার গোত্র থেকে ভালো করেছিলো সেই আদি সময়েও। মুসা(আ: ) তোরাহ গ্রন্হ ব্যতিত আরো অন্য বই'এর প্রচলন করেন, সেটা হলো তালমুদ, ইহা আইনের বই, বেসরকারী "সংবিধান"। তালমুদের সুবিধা হলো, ইহা সময়ের সাথে, সভ্যতার সাথে তাল মিলিয়ে বেষ্ট-প্রেকটিসগুলো মেনে চলার বিধান মানে। তারপরও, ইহা সাধারণ জনতার জন্য কঠিন ছিলো সব সময়, সেই কারণেই জীবন বিধানকে আরো আরো সময়োপযোগী করার জন্য খৃষ্টান ধর্মের জন্ম হয়।

সময়ের সাথে, খৃষ্টান ধর্ম ইউরোপে জনপ্রিয়তা অর্জন করে; একই সময়ে, ইহুদী ধর্ম যাতে কন্ট্রোলের বাহিরে চলে না যায়, উহার প্রচার বন্ধ করে দেয়া হয়; ফলে, নতুন করে মানুষ ইহুদী ধর্ম গ্রহনের পথ বন্ধ হয়ে যায়।

তালমুদ ইহুদীদের ধর্মীয় সংবিধান হলেও, তারা নিজদেশ ইসরায়েলে ও তারা যেসব দেশে বাস করে, সেইসব দেশের সংবিধানকে পুরোপুরি মেনে নিজেদের ধর্মীয় সংবিধান মেনে চলে; ইহুদীরা কোন দেশের সংবিধানকে অবমাননা করে না, তারা ভালো নাগরিক, তারা এখনো স্হানীয় বেষ্ট-প্রেকটিসে বিশ্বাসী।

মন্তব্য ৬৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: আধুনিক সভ্যতায় ইহুদিদের অবদান অনেক এবং এটা একদম সঠিক যে,ইহুদিরা দেশের প্রচলিত আইন-কানুনের সাথে সাথে ধর্মীয় রীতি-নীতিও অন্যদের থেকে ভাল ভাবে মেনে চলে এবং তারা একটি ষড়যন্ত্রকারী জাতি।

তবে আপনি একটা জিনিষ লিখেননি বা এড়িয়ে গেছেন তা হলো ইহুদীরা ঐতিহ্যগতভাবেই ক্ষমতালিপ্সু,বেঈমান জাতি ।আর এজন্যই ইউরোপের কোথাও তাদের জায়গা হয়নি বা কোন ইউরোপিয়ান রাষ্ট্রেই তাদের জায়গা দেয়নি। আর বর্তমান দুনিয়ার বেশীরভাগ সমস্যার জন্য একক ভাবে ইহুদিরা দায়ী।

আর তাদের সম্পর্কে মহান আল্লাহতায়ালা আল কোরআনে বলেন,- "আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না"। ( সুরা মায়েদা ,আয়াত - ৮২ )।

১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:




আপনি ইহুদী দেখেছেন, তাদের সাথে কাজ করেছেন?
আমেরিকায় ইহুদীরা বাংগালীদের কাজ দেয়, আপনাকে ওরা কাজ না দেয়ার কথা; ওরা গরুর রচনা পড়ার লোকজন নন।

২| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

নজসু বলেছেন:



শ্রদ্ধেয়, ফেরাউনেরা যুগে যুগে।
কোনো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করেনা এখন সেই ফেরাউনরা আছে।
আয়নার সামনে দাঁড়ালে এরা প্রতিবিম্ব হয়ে আমাদের সামনে ধরা দেয়।
শ্রদ্ধা জানবেন। ভালো থাকবেন।

১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



সৃষ্টিকর্তা যাদের সাথে কথা বলেছেন, তারা কোন রাজাধিরাজকেও মানবে না, তাদের সামনে বাকীরা সামান্য মানুষ মাত্র।

৩| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার নিজের ধারণা, সবাই নিজের ধর্মকেই সেরা মনে করে। করাই্ উচিত।
তবে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।
অন্য ধর্মকে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়।

ব্লগে ধর্ম নিয়ে কোন পোস্ট দেয়াই সঠিক কাজ নয়।

অন্য সব পোস্ট দিন।

যার যার ধর্ম তার তার কাছে সেরা ও নিরাপদ হয়েই থাকুক।

১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি ধর্ম নিয়ে পোষ্ট দিই না; ইহুদীরা কেন ভালো করছে, ওরা কেন ধর্মীয় সংবিধান চাহে না, সেটা বুঝানোর জন্য ইহুদী ধর্মের সারাংশটুকু তুলে ধরেছি। ওরা সমকালীন বেষ্ট-প্রেকটিসগুলোকে ধর্মে স্হান দেয়, যার ফলে, সমাজ ও রাষ্ট্রের সাথে তাদের জীবন সাংঘর্ষিক নয়।

৪| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:২৭

নতুন বলেছেন: মানুষ নিজেই কিন্তু সমকালীন বেষ্ট-প্রেকটিসগুলোকে নিজের ভালোর জন্য ব্যবহার করছে। নুরু ভাই বজ্রপাত থেকে বাচার উপায় নিয়ে পত্রিকায় লিখেছেন। দোয়াার কথা উল্লেখ করেন নাই। আজ ইসলামে শিশু নিযাতন নিষেধ ব্লগ এসেছে।

প্রযুক্তিগত উন্নয়ন কেউই কিন্তু হাজার বছরের আগের বিষয়ে পড়ে থাকছে না।

ধর্মের বিষয়গুলি বেশির ভাগই দলগত ভাগে অনুসরন করে। বাবাদাদার ধর্ম তাই সরাসরি ছাড়তে পারেনা কিন্তু অনেকেই ধর্মের নিয়ম মানেনা।

যারা সচেতন তারা ভন্ডামী না করে বলে যে তার ধর্মে বিশ্বাস নেই। তারা প্রশ্ন করে তারা নতুন জিনিস দেখে পুরানো নিয়ম পাল্টাতে চেস্টা করে।

আর বাকিরা বায়ু বা বর্জ ত্যাগের পরে ঐ স্থান না ধুয়েই ধর্মীয় নিয়মে হাত পা ধুয়ে পবিত্র হয়ে থাকে।

আমার এক আত্নীয় প্রশ্ন করছিলো ধর্মগ্রন্হে এতো কিছু বলা আছে কিন্তু কোথাও ডাইনোসরের কথা বলা নাই কেন? আমি বললাম চিন্তা করো কেনো নাই?

মানুষ সাভাবিক ভাবেই সমকালীন বেষ্ট-প্রেকটিসগুলোকে মেনে নিতে থাকবে। আস্তে আস্তে পরিবর্তন আসবে।

আমাদের দেশের মোল্ল্যাদের দেশে আমেরিকার আমিশদের কথা মনে পড়ে।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষ গড়ে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত নয়, আমাদের মানুষ নিজ জাতির জন্য কাজে অভ্যস্ত নয়; ফলে, তারা বেষ্ট-প্রেকটিস ইত্যাদি নিয়ে চিন্তা করে না।

৫| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অবিশ্বাসীদের সাথে ধর্ম বিষয় নিয়ে
তর্ক করা বোকামী সময়ের অপচয়!

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



জ্ঞানের অভাব ও বিশ্বাস এক নয়; আপনি যদি পৃথিবীতে বসে, চাঁদকে ২ ভাগ করার কথা বিশ্বাস করেন, উহা ধর্মীয় বিশ্বাস নয়, উহা জ্ঞানের অভাব।

৬| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:২৭

নতুন বলেছেন: জ্ঞানের অভাব ও বিশ্বাস এক নয়; আপনি যদি পৃথিবীতে বসে, চাঁদকে ২ ভাগ করার কথা বিশ্বাস করেন, উহা ধর্মীয় বিশ্বাস নয়, উহা জ্ঞানের অভাব।

জটিল একটা কথা বলছেন ভাই :) B-))

১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা যা এনালাইসিস করতে অক্ষম, বুঝতে অক্ষম, উহাকে "বিশ্বাস" বলে চালিয়ে দেন, সমস্যা

৭| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

হযরত মুসা (আ) জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। কিন্তু, আল্লাহ তাঁকে দেখা দেননি।

মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা) পড়ালেখা জানতেন না। আল্লাহকে দেখতে না চাইলেও, আল্লাহ তাঁকে দেখা দিয়েছেন।

পার্থক্যটা বুঝেছেন?

১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



এটাই শিক্ষিত ও অশিক্ষিতের মাঝে বড় ধরণের পার্থক্য

৮| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৫

জাহিদ হাসান বলেছেন: খুব চিন্তাপূর্ণ পোস্ট । ভালো লাগল।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষাদীক্ষা আাদেরকে যদি সাহায্য না করে, তা;হলে উহা সঠিক শিক্ষা নয়।

৯| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

লেখক বলেছেন:
এটাই শিক্ষিত ও অশিক্ষিতের মাঝে বড় ধরণের পার্থক্য



সৃষ্টিকর্তার দেখা পেতে 'চাওয়া/পাওয়া'-এর কোন স্থান নেই। খোদা যাকে ইচ্ছে তাঁকে দেখা দেন, সেই লোক শিক্ষিত হোক কি অশিক্ষিত।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের সবকিছু লজিক মেনে চলে, ধর্ম, অধর্ম, সবকিছুর লজিক্যাল প্যাটার্ণ আছে।

১০| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:০৭

জাহিদ হাসান বলেছেন: @সত্যপথিক শাইয়্যান

চাঁদগাজী যে কি বলেছেন তা আপনি বিন্দুবিসর্গ কিছুই বুঝতে পারেননি। আমি বুঝেছি।
ব্যঙ্গাত্নক কথা বুঝার ক্ষমতা যদি না থাকে তাহলে কিছুই করার নেই।

১১| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বর্তমান সমাজ ব্যবস্থার জন্য কোন ধর্মই ঠিক না।আধুনিক চিন্তা চেতনাই বর্তমান সমাজ ব্যবস্থার জন্য সঠিক।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



এখনকার বেষ্ট-প্রেকটিসগুলো যেসব ধর্ম গ্রহন করছে, সেগুলো সাথে সভ্যতার সংঘর্ষ হচ্ছে না।

১২| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন:
জ্ঞানের অভাব ও বিশ্বাস এক নয়; আপনি যদি পৃথিবীতে বসে, চাঁদকে ২ ভাগ করার কথা বিশ্বাস করেন, উহা ধর্মীয় বিশ্বাস নয়, উহা জ্ঞানের অভাব।

আপনি হাদিস কোরআন মানেন না,
আল্লাহক ব্যাপার, তবে অনের ধর্মীয়
বিশ্বাসকে কটাক্ষ করার কোন অধিকার
আপনার নাই। আপনি থাকুন নাস্তিক হয়ে
তাতে আস্তিকদের কোন কিছুই যায় আসে না।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:




আমি কাউকে কটাক্ষ করছি না; আপনি ভুল বিষয়কে ধর্ম বলে বিশ্বাস করলে, ধর্মের মাঝে আপনি "ভুল সৃষ্টি" করছেন।

১৩| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:১৩

স্প্যানকড বলেছেন: ইহুদি সেই জাতি যারা ফেরাউন এর দাসত্ব থেকে মুক্ত হয়ে পল্টি মারছে। সোজা কথায় পল্টিবাজ ! আবার এরা ই একমাত্র জাতি যারা দুনিয়ায় বইসা বেহেশতী খাবার ভোগ করছে। আপনে ইহুদি দের যেভাবে দেখছেন ইতিহাস অন্য কথা কয়। একজন ফিলিস্তিনি কে জিজ্ঞেস করুন জবাব পাবেন ভালো। আর এত ইহুদি প্রিয় হবার কারণ কি সামনে কোন দলে যোগ দিচ্ছেন? আপনার দেশের বেশির ভাগ পলিসি ওরাই ঠিক করে। তাই কি একটু তেল মারলেন? অবশ্য আপনার লেখা যদি ওরা পড়ে তবে বিপ্লব ঘটতে পারে। ভালো থাকবেন মুরুব্বি।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ইহুদীদের ২য় দেশের সমান।

আমি ফিলিস্তিনী, ইহুদী ও অন্য আরবদের নিয়মি্তভাবে জেনে আসছি, চাকুরীতে পেয়েছি। ফিলিস্তিনীরা স্বাধীন দেশ পায়নি নিজেদের ভুলের কারণে।

১৪| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:২২

জাহিদ হাসান বলেছেন: স্প্যানকড, আপনি যা মন্তব্য করেছেন তা স্পষ্টত একটি ধর্ম ও সম্প্রদায়ের প্রতি ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ করছে। আমাদের এটা করা উচিত না। কোন জাতি, ধর্ম, বর্ণের প্রতি এমন বিদ্বেষমূলক মন্তব্য কোন সভ্য মানুষ করতে পারে না।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



মুসলানেরা নিজের থেকেই অন্যদের প্রতি বিদ্বেষ প্রকাশ করে, নিজেদের ক্ষতি করে আসছে।

১৫| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৩

স্প্যানকড বলেছেন: @ লেলিন ফেরাউন জাহিদ হাসান। আপনে আরও পড়াশোনা করেন। পরে আইসেন। সভ্য কি বুঝেন আপনে? সব খানে নাক হান্দান পারলে গোটা দেহ। ইতিহাসে যা আছে তাই বলছি মিথ্যা কিছু। আপনার উত্তর দেয়াটাই সময় এর অপচয়। মাকাল ফল একটা।

১৬| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ফারাও আর ফেরাউন কী একই শব্দের ভিন্নরূপ?

১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, ২টা একই অর্থে ব্যবহৃত হয়।

১৭| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১:৫১

মৃন্ময়ী শবনম বলেছেন: #স্প্যানকড ধরে নিলাম ইহুদি বিশ্বের খারাপ জাতি। ধরে নিলাম। টিভিতে দেখা ফিলিস্তিনের যুদ্ধাহত ফিলিস্তিনি আর প্রবাসে থাকা ফিলিস্তিনি সম্পর্কে কতোটুকু জানেন?

১৬ ই মার্চ, ২০২১ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনীরা আজকেও ইসরায়েলের সাথে বসে আপোস করলে ২/৫ বছরের মাঝে দেশ স্বাধীন করতে পারবে।

১৮| ১৬ ই মার্চ, ২০২১ রাত ২:০৬

মৃন্ময়ী শবনম বলেছেন: সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিস্তিনি সহ আরবী মহিলা শপিং মলে গিয়ে চুরি করে তাদের বড় বোরকার ভেতরে লুকিয়ে নেয়। চোরের চোর জাতি। সিঙ্গাপুর মান্দারিন শপিং মলে ট্রলির পকেট সাইডে আমার পার্স, এক বোরকাওয়ালী হাপিস করে দিলো নিমিশে। ভাগ্য ভালো পার্সে অল্প ডলার ছিলো, আর এটিএম কার্ড। পার্সে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলে আমিতো শেষ ছিলাম। চোরের চোর কোথাকার।

এখন যে কোনো ভিড়ে বোরকা আর লম্পট পুরুষ দেখলে আমি দুরে সরে থাকি।

১৬ ই মার্চ, ২০২১ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি বাংলাদেশে কলেজে পড়ার সময় কোন মেয়ে বোরখা পরতেন না; কারণ, তারা সমাজের সাথে মিলে চলার মতো শক্তিশালী ছিলেন।

১৯| ১৬ ই মার্চ, ২০২১ ভোর ৫:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সকল ধর্মেই মানুষের লব্ধ জ্ঞান, সংস্কৃতি ও ট্রেডিশনের বেস্ট প্র্যাকটিসগুলোর প্রভাব আরো বৃদ্ধি পাবে - সময়ের ব্যাপার মাত্র।

১৬ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও আফ্রিকার মুসলানরা "বেষ্ট-প্রেকটিস"এর মতো আজব শব্দ আজো সুনেনি, মনে হয়।

২০| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৮

নতুন বলেছেন: স্প্যানকড বলেছেন: ইহুদি সেই জাতি যারা ফেরাউন এর দাসত্ব থেকে মুক্ত হয়ে পল্টি মারছে। সোজা কথায় পল্টিবাজ ! আবার এরা ই একমাত্র জাতি যারা দুনিয়ায় বইসা বেহেশতী খাবার ভোগ করছে। আপনে ইহুদি দের যেভাবে দেখছেন ইতিহাস অন্য কথা কয়। একজন ফিলিস্তিনি কে জিজ্ঞেস করুন জবাব পাবেন ভালো। আর এত ইহুদি প্রিয় হবার কারণ কি সামনে কোন দলে যোগ দিচ্ছেন? আপনার দেশের বেশির ভাগ পলিসি ওরাই ঠিক করে। তাই কি একটু তেল মারলেন? অবশ্য আপনার লেখা যদি ওরা পড়ে তবে বিপ্লব ঘটতে পারে। ভালো থাকবেন মুরুব্বি।

ভাইজান ফিলিস্তিনি সমস্যা রাজনিতিক সমস্যা এটা ইসলাম/ইহুদী ধর্মের সমস্যা না এইটা বুঝতে পারলে এই রকমের জেনারালাইজড কথা বলতেন না। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে আগে মিশুন জানুন তখন বুঝতে পারবেন কতটা ভুলের মাঝে আছেন।

বিশ্বে যারা অন্ধবিশ্বাস আর গোড়ামী নিয়ে পড়ে থাকে তারা পিছিয়ে যায়, বিজ্ঞানের পথে যারা হাতে তারাই এগিয়ে যায়।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা ফিলিস্তিনকে ভালোবাসে, কিন্তু বেশীরভাগ মানুষ সেই দেশ ও ইহার ইতিহাস সম্পর্কে ১ পয়সার জ্ঞানও রাখেন না।

২১| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: আমরা যারা মুসলমান আমাদের প্রধান সমস্যা যখন যুক্তিতে পারি না সরাসরি ধর্মে কা মাঠে নামিয়ে দেই। অবশ্য এই সমস্যা আমি হিন্দুদের মধ্যেও চরম আকারে দেখেছি।

ইহুদীরা ভালো জাতি না মন্দ জাতি এটা জানি না তবে এটা জানি এরা বুদ্ধিমান ও জ্ঞ্যানী জাতি।

দক্ষিন এশিয়ার সকল ধর্মের লোক জন হিংস্র ও ধান্দাবাজ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবাই। এরা মুনাফাখোর, লোভি, হিংস্র, ধান্দাবাজ ও সন্ত্রাসী।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



ইহুদীরা যদি ভালো জাতি না হতো, পুরো বিশ্বে ওরা কিভাবে ভালো করছে?

২২| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- ধর্মীয় জ্ঞান দিয়ে বিশ্বসংসার চলবে না। এই সত্য ধার্মিকগন যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


যারা সাামাজিক ও রাষ্ট্রীয় সমস্যায় ধর্মের প্রয়োগ চায়, তাঁরা বুদ্ধিমান মানুষ নন।

২৩| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৭

স্প্যানকড বলেছেন: @ মৃন্ময়ী শবনম ইহুদি জাতি সেইরম জাতি হইছে ! খুশী....

২৪| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৬

স্প্যানকড বলেছেন: @ নতুন আমি কই কইছি এটা ধর্মীয় সমস্যা? আপনে শুদ্ধ মানব ! এত জ্ঞ্যান রাখেন বইলা চোর, ডাকাত নেতা হইয়া আপনাগো বাঁশ দেয় আর আপনারা জ্ঞ্যানী হইয়া বাঁশ লন আর হাত ঘষে কন জ্বী ভাই। আমার ভুল নিয়া, না ভাইবা নিজেরটা দেহেন। নিজের মগজ চার্জ করুন।

২৫| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন:

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:



কুসংস্কারের কারণে, বাংগালীরা এই পাখীটাকে ভয় পায়।

২৬| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪

জাহিদ হাসান বলেছেন: স্প্যানকড, পড়াশোনা করেছি বলেই আমি আপনার মত নই।

২৭| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৬

স্প্যানকড বলেছেন: আরও করেন আরও অনেক। ওয়েস্ট অফ টাইম !

২৮| ১৬ ই মার্চ, ২০২১ রাত ৮:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কাছে মুছা নবী, ঈষা নবী রূপকথার নায়ক হওয়ার কথা সেখানে এভাবে পোস্ট দেওয়া অবাক ব্যাপার বৈকী।

বাহিরে ভাল ব্যবহার আর ভিতরে অন্যরূপ এটাই ইহুদীদের চিরকালীন আসল চেহারা(অল্প কিছু ভাল যে নেই তা নয়।)

১৬ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি ইহুদীদের সাথে চলেছেন, কাজ করেছেন? নাকি বেকুবদের কাছেশুনেছেন?

নবী মুসা(আ: ) শিক্ষিত ছিলেন, নিজে বই লিখে গেছেন; ঈশা নবী শিক্ষিত ছিলেন, মানুষকে রোমানদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য আহ্বান জানায়েছেন।

২৯| ১৯ শে মার্চ, ২০২১ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:ইহুদীরা যদি ভালো জাতি না হতো, পুরো বিশ্বে ওরা কিভাবে ভালো করছে? - এতোদিন সবাই জানতো আপনি সিআইএ-র লোক। এখন জানলো আপনি মোসাদেরও গুপ্তচর।
সেটা না হলে আরব ভূমিতে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠাকারী ইসরাইলের এতো বন্দনা করতেন না।
এই ইসরাইল যখন ইচ্ছা লেবানন, ইরাক,ইরান, লিবিয়াতে নিয়মিত হামলা করছে।
ঈসা কবে রোমানদের কাছ থেকে মুক্তি চেয়েছেন? তিনি তো বায়তুল মুকাদ্দসকে ব্যাবহার করে ইহুদীদের জুয়া খেলা আর অন্যান্য ধান্ধাবাজির বিরোধিতা করতে গিয়ে তাদের শত্রু হন। তারাই যিশুকে ক্রুসবিদ্ধ করা জন্য জেরুসালেমের রোমান শাসক পিলাতের কাছে বারবার দাবী করে। যদিও পিলাত বলেছেন, তিনি যিশুর কোনো দোষ দেখতে পাচ্ছেন না !!!!
গুরুত্বপূর্ণ বিষয়ে ভালোভাবে পড়াশোনা করে তারপর লেখেন।
মুসা আর ফারাও দ্বিতীয় রামেসিস এর দ্বন্দ সম্পর্কে জানার জন্য দেখেন The Ten Commandments (১৯৫৬)1956The Ten Commandments 1956

And from my research, I think , Moses was a man with knowledge of Astronomy. So he used the time of tide and flow and drowned the Fharao army in the Nile.

১৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



মুসা নবী নীলনদী পার হননি।

ইসরায়েল টিকে থাকার জন্য যুদ্ধ করে আসছে স্বাধীনতার ভোর বেলা থেকে; আরবেরা যুদ্ধ শুরু করেছিল স্বাধীনতার ভোরে। যীশু তকালীন রাবাই ও রোমানদের বিপক্ষে মানুষকে সংগঠিত করছিলেন।

মুসা নবী ২য় রেমেসিসের সময়ের লোক নন।

৩০| ১৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:৫৭

অনল চৌধুরী বলেছেন: ফারাওয়ের আমলে বসবাসের আজুহাতে ইসরাইলীরা আরব ভূমি দখল করেছে।
যুক্তি হারিয়ে মিথ্যাচার শুরু করেছেন কেনো?
মুসা নবী ২য় রেমেসিসের সময়ের লোক নন - তাহলে কি তিনি হোসনি মোবারকের সময়ের লোক? পড়াশোনার মান এই পর্যায়ে গেলে নিজেও ভুল জানবেন আর সবাইকেই ভুল শেখাবেন। ভালো করে পড়ে দেখেন ব্রিটানিকা কি লিখেছে। Moses and Pharaoh Ramses II

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


২য় রেমেসিস যদি পানির নীচে ডুবতো, সেটার বর্ণনা থাকতো পিরামিডে; এই রকম কিছু নেই।

৩১| ২০ শে মার্চ, ২০২১ রাত ২:১২

অনল চৌধুরী বলেছেন: প্রথমে বলেছেন , মুসা নবী ২য় রেমেসিসের সময়ের লোক নন। এখন বলছেন, ২য় রেমেসিস যদি পানির নীচে ডুবতো, সেটার বর্ণনা থাকতো পিরামিডে- পিরামিড কি ইতিহাস লেখার জায়গা?
আগে নিজের ভুলটা স্বীকার করেন। নীলনদে রামেমিস না, তার পুরো সৈন্যদল ডুবে মরেছিলো যেভাবে রাশিয়া আক্রমণ করতে গিয়ে ধ্বংস হয়েছিলো নেপোলিয়নের প্রায় ৭ লাখ সৈন্য।
হয় নিজে পড়াশোনা করেন , না হলে ইতিহাস ও অন্যান্য বিষয়ে আমার কাছে পাঠগ্রহণ করেন।
তাতে ভুল লেখা বন্ধ হবে।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমি প্রায় বলি আপনি ম্যাপ বুঝেন না।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি তো লজিক বুঝেন না, প্রতিটি ফেরাউনের জীবন কাহিনী তার সমধিস্হলে লেখা ছিলো; ২য় রেমেসিস যে, পানিতে ডুবে মরেছে, উহার উল্লেখ নেই।

ফেরাউন 'নীল নদে' ডুবেনি।

৩২| ২১ শে মার্চ, ২০২১ রাত ৩:১১

অনল চৌধুরী বলেছেন: ফেরাউন 'নীল নদে' ডুডেছে- একথা কোথায় লিখেছি ????
আরো কয়েকটা চশা পরে দেখান ।
আমি প্রায় বলি আপনি ম্যাপ বুঝেন না- একথা এর আগে কবে কখন বলেছেন?
করোনয় আক্রান্ত হয়েছেন মনে হচ্ছে !!!!

২১ শে মার্চ, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


২৯ নং মন্তব্যটা দেখেন, উহা আপনি করেছেন, উহাতে নীচের লািনটি আপনার লেখা, এখানে লিখেছেন ফেরাউন নীল নদে ডুবেছে:

"And from my research, I think , Moses was a man with knowledge of Astronomy. So he used the time of tide and flow and drowned the Fharao army in the Nile. "

৩৩| ২১ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৯

অনল চৌধুরী বলেছেন: Fharao army মানে ফেরাউন !!! এর মানে ফারাওয়ের সৈন্যদল।
Pharaoh's Army- লিখলে শুদ্ধ হতো, কিন্ত না লেখার মানেই ফারাওয়ের ডুবে মরা না।
এখন দেখছি আপনাকে ইংরেজীও শেখাতে হবে !!!!
আমি প্রায় বলি আপনি ম্যাপ বুঝেন না- একথা এর আগে কবে কখন বলেছেন ?

২১ শে মার্চ, ২০২১ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


যেই ফেরাউন নবী মুসা(আ: ) ও উনার লোকদের তাড়া করেছিলো, সে ডুবে মরেছিলো, নাকি মরেনি?

৩৪| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:০১

অনল চৌধুরী বলেছেন: সন্ত্রাসী এ্যামেরিকার সিরিয়ার তেল লুট নিয়ে লেখায় এ্যামেরিকার পক্ষে ওকালতি করতে ভুলে গেছেন ?

২১ শে মার্চ, ২০২১ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা নিজদের তেল তুলছে এখন।

৩৫| ২১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৯

অনল চৌধুরী বলেছেন: ইরাক-লিবিয়া আর সিরিয়ায় গিয়ে নিজেদের তেল তুলছে !!!!!
খবরটা পড়েন।

৩৬| ২২ শে মার্চ, ২০২১ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: যেই ফেরাউন নবী মুসা(আ: ) ও উনার লোকদের তাড়া করেছিলো, সে ডুবে মরেছিলো, নাকি মরেনি? - সে নীলনদে ডুবে মরেনি।
পরে অসুখে মরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.