![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মনে হয়, সঠিক ষ্টেইটমেন্টটা হবে, 'অনেক অভিজ্ঞ ও পুরাতন ব্লগার আজকাল ব্লগিং করছেন না তেমন'। সব বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন? উনারা গেলেন কোথায়, সব ব্লগই তো মোটামুটি খালি! ড: এম আলী কি আগের মতো ঘন ঘন পোষ্ট দেন? অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক কি অন্য কোন ব্লগে লেখেন? আসলে, এরা আজকাল তেমন লেখেন না, ফেইসবুকে দেখা যায়, কোথায় বেড়াতে গেছেন, একগাদা খাবার খাচ্ছেন, সুন্দর সুন্দর কাপড় পড়ে, কিসব অনুষ্ঠানে আড্ডা দিচ্ছেন। সেদিন ডাক্তারের অফিসে একটা ম্যাগাজিন পড়ছিলাম, 'অন্য বাংলাদেশ', উহাতে ব্লগার অমি রহমান পিয়ালের একটি লেখা ছিলো; কি কারণে কেহ উহা ছাপায়েছে, বলা কঠিন, একেবারেই গার্বেজ।
যাঁরা গত ৬/৭ বছর ব্লগে আছেন, তারা জানেন যে, ব্লগে ব্লগার কমে গেছেন; বেশীরভাগ পুরাতন ব্লগার আজকাল লিখছেন না; অনেক ব্লগার নতুন এসেও (২/১ বছর আগে শুরু করেছেন, এমন ব্লগারেরা ) কিছু সময় পর চুপ হয়ে গেছেন। এই অবস্হার পেছনে কিছু টেকনিক্যাল কারণ আছে; তবে, টেকনিক্যাল কারণগুলোই আসল কারণ নয়; আমার ধারণা, অনেকের বেলায়, ব্লগিং'এর উৎসাহ সারাজীবন থাকার কথা নয়, লেখা খুবই কষ্টকর ব্যাপার; বেশীরভাগ ব্লগার একটা সময়ের পর, লিখতে আগের মতো আর উৎসাহ পান না, ইহা ব্লগারকে শ্লো করে দেয়; একবার শ্লো হয়ে গেলে উৎসাহ অন্য দিকে চলে যায়; সেই 'অন্য দিকটা হচ্ছে ফেইসবুক ও অন্য সোস্যাল মিডিয়া'; অনেক ব্লগারের নিজস্ব ওয়েব-সাইট আছে আজকাল।
ব্লগগুলো লেখক তৈরিতে বিশাল ভুমিকা রেখেছে; একা সামু থেকে অনেকই বই বের করেছেন; সবাই যে, বই লেখাতে সাফল্যের মুখ দেখেছেন, তা'নয়; তবে, ব্লগারদের লেখা বইগুলো বইমেলার '৯০ ভাগ অপক্ক বই'এর মাঝে পড়েনি। যাঁরা বই লিখেছেন, এঁদের বড় অংশ শ্লো হয়ে গেছেন। কলেজের একটা মেয়ে, মৌরি হক দৌলা, এবার বই বের করেছেন, উনাকে ব্লগে দেখা যায় না।
কোন পুরাতন ব্লগার ফিরে এলে পোষ্টে বলতে থাকেন, বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন! কোথায় এরা চলে যেতে পারেন, যাবার মতো যায়গা কই? আসলে, কোথায়ও যদি গিয়ে থাকতেন, সবাই জেনে যেতেন।
যদিও ব্লগিং'এর শুরুতে অনেকেই লেখেন,"ছোটকাল থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিলো"; কিন্তু এই ঝোঁক কতকাল থাকবে, সেটা কেহ বলতে পারবেন না। ব্লগিংটা বুঝতে কিছু সময় লাগে, কমেন্ট করা ও কমেন্টের ভালো উত্তর দেয়া শিখতেও সময় লাগে; ১২/১৩ পৃষ্টার কমেন্ট কিংবা পোষ্ট থেকে বড় উত্তর কিন্তু ব্লগিং'এ খুব একটা দক্ষতার পরিচয় দেয়না। ব্লগারেরা এক সময় পড়তে গিয়েও ক্লান্ত হয়ে যান, একই বিষয়ের উপর কাম মানের লেখা এক সময় আর পড়া হয় না।
কিছুটা সময় ব্লগিং'এর পর, ব্লগার'এর প্রোফাইল গড়ে উঠে, ব্লগার ড: এম আলী কি নিয়ে লেখেন, ব্লগার বিদ্রোহী ভৃগুর কবিতায় কি থাকবে, ব্লগার মাহিরাহি কোন বিষয়ের উপর লিখবেন, সেটা অনেকটা বুঝা যায়; পাঠকেরা এক সময় লেখা সম্পর্কে অনেকটা আঁচ করতে পারেন। কিছু কিছু ব্লগার একটা বৃত্তের মাঝে থেকে যান; একই বিষয়ে সব সময় লেখা এবং উহাকে পপুলার করা একেবারে সহজ নয়, ব্লগার নিজেই এক সময় ক্লান্ত হয়ে যেতে পারেন।
সব বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন, কথাটা বলাও খুব একটা বুদ্ধিমানের কথা নয়; ইহা বর্তমান ব্লগারদের অবিখ্যাতদের দলে ফেলে দেয়; সর্বোপরি, অভিজ্ঞ ব্লগারেরা কোথায় যাননি, উনারা হয়তো ব্লগিং'এ আগের মতো উৎসাহিত নন, সক্রিয় নন।
২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
সরকারের ২/১ জন লোক টেকনোলোজিক্যালী ব্লগিংকে থামানোর জন্য কাজ করছে।
২| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনারা যে ব্লগিং-এ আগের মতো উৎসাহিত বা সক্রিয় নন সে ব্যাপারে আমি একমত।
আমি দু'একজন ব্লগারের সাথে এ নিয়ে কথা বলেছিলাম যারা আগে নিয়মিত লিখতেন। তাঁদের একজনের হাত ধরে আমার ব্লগিং-এ হাতে খড়ি। তাঁরা কেন আর লিখেন না জিজ্ঞাসা করায় বলেছিলেন যে- সংসারের আর অফিসের চাপে আর আগের মতো লিখতে পা্রেন না।
বয়সের সাথে উৎসাহের ঘাটতি পড়ে যায় কি? রিটায়ার্ড করলে এটা হয়তো বুঝবো।
২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন ব্লগিং করার পর, অনেক ব্লগার বুঝতে পারেন যে, উনি খুব একটা ভালো করছেন না, সময়ের সাথে তাল মিলছেনা; তখন অনেকেই শ্লো হয়ে যান।
৩| ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
স্প্যানকড বলেছেন: যে চাপের উপরে আর দৌড় এর উপর থাকতে হয় সেটা আপনি নিউইয়র্কে বসে টের পান বুঝি ? এই চাপেই অনেকে হাপিশ হয়ে গেছে। ভালো থাকবেন।
২০ শে মার্চ, ২০২১ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের জীবনযাত্রা আসলে ব্লগিং'এর অনুকুলে নয়; এখনো ব্লগিং টিকে আছে, কারণ বাংগালীরা কথা বলতে পছন্দ করেন বলে।
৪| ২০ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৬
ঢাবিয়ান বলেছেন: বিখ্যাত ব্লগাররা মুক্তিযুদ্ধকে বেচা বিক্রি করে খুবই উচ্চস্থানে চলে গেছে। এখন তাদের কাজ হচ্ছে কেবল খাওয়া দাওয়া , আনন্দ উল্লাশ করে বেড়ানো।
২০ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
কমপক্ষে অমি রহমান পিয়াল সেটা থেকে কিছু সুবিধা পেয়েছে; একবার আমি উনাকে প্রশ্ন করেছিলাম, "মুক্তিযু্দ্ধ সম্পর্কে কিছু জানেন?"
উনার উত্তর ছিলো, "আমি শয়নে, স্বপনে, জীবনে, মরনে মুক্তিযুদ্ধে আছি; আমি মুক্তিযুদ্ধ খাই, পান করি"।
উনার জম্ম কিন্তু ১৯৭১ সালের পর।
৫| ২০ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৪
নেওয়াজ আলি বলেছেন: অমি রহমান পিয়াল ফেসবুকে খুবই সক্রিয় । উনার লেখা উনার মতবাদী লোকজন শেয়ার করে মাঝে মাঝে দেখি
২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগের বিখ্যাত আবোল তাবোল লেখকদের একজন; ব্লগিং'এর শুরুতে কিছু লোকজন লিখতেন যে, তিনি (ব্লগার নিজে )একজন মুক্তিযো্দ্ধা; অমনি অমি পিয়াল ও আরো কয়েকজন ব্লগারটাকে জেরা শুরু করতো, ব্লগারটাকে নাজেহাল করতো; ভয়ংকর খারাপ মানসিকতার লোক।
৬| ২০ শে মার্চ, ২০২১ রাত ১০:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কত আর ব্লগে লিখবে।প্রমোশন নিয়ে হয়তো অন্য কোথাও চলে গেছে,বৃহৎ কোন পরিসরে।
২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
দু:খের বিষয়, যাঁরা অভিজ্ঞ ব্লগার ছিলেন, কেহই চাকুরী বাকুরীতে খুব একটা ভালো করেননি।
৭| ২০ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৮
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
সব বিখ্যাত বিখ্যাত ব্লগারগুলো চলে গেছেন? কোথায় গেলেন?
তারা সবাই শীতনিদ্রায় গেছেন। এই করোনা কালে সবাই গেছেন বনে..............
আসলে "বিখ্যাত" মানে কি ? আপনার কি ধারনা আছে, যাদের বিখ্যাত বলে বলছেন, তারা কি কারনে বিখ্যাত ?
২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৩
চাঁদগাজী বলেছেন:
বিখ্যাত বলা ঠিক হবে না; তবে, অনেকেই ভালো অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
৮| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: অমি রহমান পিয়াল। উনার সাথে সেদিন ফেসবুকে কথা হয়েছে। উনার সামুতে আবার আসার ইচ্ছা আছে। উনার আই ডি হয়তো খুঁজে পাচ্ছেন না। বা এরকম কিছু হবে।
আরিফ জেবতিক ফেসবুকে আসেন। যেদিন তার টিভিতে টক শো থাকে। স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন।
২১ শে মার্চ, ২০২১ রাত ১:০২
চাঁদগাজী বলেছেন:
অমি এলে ভালোই হবে।
৯| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: ব্লগে লিখতে, পড়তে অথবা মন্তব্য করতে আমি এখনও ক্লান্ত হই নি। বরং আমাকে সুযোগ দেওয়া হলে আমি প্রতিদিন দশটা লেখা পোষ্ট করতে চাই। ক্লান্তি উৎসাহ আমার কমেনি। কেন কমেনি?
২১ শে মার্চ, ২০২১ রাত ১:০৪
চাঁদগাজী বলেছেন:
যাঁরা ক্লান্ত হয়ে গেছেন, তাঁরা শ্লো হয়েগেছেন।
১০| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: মৌরি হোক দোলা ফেসবুকে একটিভ আছেন।
সব কিছুতেই, সবক্ষত্রেই দিন শেষে যোগ্যরাই টিকে থাকে। যারা টিকে থাকবেন- তারাই সত্যিকারের ব্লগার।
অমি রহমান পিয়াল শুধু মাত্র সামুতে থাকলেই ভালো করতেন। উনি সম্পর্কের ক্ষাতিরে 'আমার ব্লগ' গিয়ে ভুল করেছেন। আজ কোথায় 'আমার ব্লগ'? 'আমার ব্লগ' ব্লগ জগতের সম্মান হানি করেছে। অবশ্য আমার ব্লগ অন্য চিন্তা ভাবনা থেকে উঠে এসছিলো। তাদের চিন্তা ভাবনা টা স্বচ্ছ ছিলো না।
২১ শে মার্চ, ২০২১ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
"আমার ব্লগ" করা হয়েছিলো "দোয়েল"এর মাংস খেতে, শেখ হাসিনাকে বেকুব বানাতে।
১১| ২১ শে মার্চ, ২০২১ রাত ১:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: Alien abduction !
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
এলিয়েনরা বাংগালীদের ভয় পাবার কথা
১২| ২১ শে মার্চ, ২০২১ ভোর ৫:০৫
অনল চৌধুরী বলেছেন: টারজান ০৭৭, শের শায়েরী গেলেন কোথায়?
সাড়ে চুয়াত্তর থাকলেও আগের মতো লেখেন না ।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
এঁরা কি লেখেন, নিজেরা বুঝেন কিনা সন্দেহ।
১৩| ২১ শে মার্চ, ২০২১ সকাল ৯:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক তথাকথিত বিখ্যাত ব্লগাররা মুক্তিযুদ্ধকে বিক্রি করে উচ্চমার্গে চলেগেছেন; তারা এখন ধরাছোঁয়ার বাহিরে। যাহারা ভিন্ন মতের উহার ভয়ডরে শীতনিদ্রায় আছে। আর আপনারা অর্থাৎ যাহারা বিদেশে আছেন তারা একটু আধটু লিখছেন। আমার মত নগন্যরা জীবিকা অর্জন করতেই গলদঘর্ম তাহলে বলেন কি ব্লগ সমৃদ্ধ হবে?
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
সরকারকে না জড়ায়ে রাজনীতি, অর্থনীতি নিয়ে লেখা সম্ভব।
১৪| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: একসময় ব্লগারদের লেখালেখির যে উতসাহ উদ্দীপণা ছিলো-সেটা মূলত গুণীজ্ঞানী পাঠকদের জন্যই(সব ব্লগারই লেখক কাম পাঠক)। এখন মুষ্টিমেয় কয়েকজন লেখার ধারাবাহিকতা বজায় রাখলেও পাঠক নাই বললেই চলে। ১০ বছর আগে যেখানে একটা পোস্টে সহাস্রাধিক হিট হতো এবং কয়েকশত মন্তব্য আসতো, এখন সেখানে টেনেহিচড়েও দুইশত হিট আর ২০ টা মন্তব্য আসেনা। পাঠিক এখন চটুল লেখা পছন্দ করে যা ব্লগে তেমন পাওয়া যায়না।
অমি রহমান পিয়াল কোনো দিনই ভালো ব্লগার বলতে যা বুঝায় তা ছিলেননা।
ব্লগের ভালোমন্দ একটা দিক মনে করিয়ে দেওয়া পোস্টের জন্য ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
অমি পিয়াল ও অনেকেই অকারণ রাজনৈতিক তর্কে জড়িয়ে যেতেন, কিছু সঠিক রাজনীতি বুঝতেন না।
১৫| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪১
এমেরিকা বলেছেন: অমি রহমান পিয়াল পর্ন স্টার থেকে সরাসরি চেতনাবাজ বনে যাওয়ায় তার ফালাফালি মানুষ গ্রহন করেনি। যে কি সাইট খুলেছিল নিষিদ্ধ চটি গল্পের মাধ্যমে মানুষের মধ্যে নিষিদ্ধ ফ্যান্টাসির আনন্দ জাগিয়ে তুলতে, সে যদি একই হাতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়ায়, তাহলে মানুষ কিনবে কেন?
যৌবনজ্বালা থেকে যৌবনযাত্রার চলচলের পথ মানুষ ঠিকই খেয়াল করেছে।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
অমি মাদকাসক্ত ছিলো এক সময়, এখন ভালো হয়েছে কিনা বলা মুশকিল।
১৬| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৪
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি নিজেই বিখ্যাত ব্লগার ????
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
না, কোনদিন বিখ্যাত ছিলাম না; আমি চলমান বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি; ব্লগে যাঁরা আলোচনা করতে চান, তাঁদের কেহ কেহ আমার পোষ্টে আছেন।
১৭| ২১ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৩
ফয়সাল রকি বলেছেন: কেমন আছেন মুরুব্বী?
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, মোটামুটি; আশাকরি, আপনি ভালো আছেন।
১৮| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৫
নজসু বলেছেন:
সময়ের প্রয়োজনে সব কিছু বদলে যায়।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতির সমস্যা, সম্ভাবনা, সম্পদ, সুযোগ নিয়ে তরুণরা আলোচনা করেন না, বা করার ক্ষমতা রাখেন না।
১৯| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬
মৃন্ময়ী শবনম বলেছেন: রাফা নামক এক নিক আমার পোস্টে অমি পিয়ালকে চেনাতে এসেছিলো। অমি পিয়ালকে আমার চিনতে হবে কেনো? পিয়াল কে? ব্লগের এডমিন? আর এডমিন হলেই বা কি আসে যায়? ব্লগিং করতে হলে কি অমি পিয়ালকে চিনে ব্লগিং করতে হবে?
ব্লগের সমস্যা কোথায় আমি জানি। অবশ্য তাতে কোনো লাভ নেই কারণ ব্লগ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিবেন না। তাই ব্লগের সমস্যা থাকুন বা না থাকুক এটি ব্লগের কর্তৃপক্ষ ভাববেন। আমার ভাবনা জরুরী না।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
রাফা ইসলামিক চিন্তাবিদ
২০| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: আমাদের দরকার ভালো ব্লগার। একটিভ ব্লগার।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
গড় বাংগালী তরুণদের সাধারণ জ্ঞান কম, ব্লগিং এদের সাহায্য করতে পারে,
২১| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৮
ওমেরা বলেছেন: বিখ্যাত - অবিখ্যাত বুঝি না, এই মূহুর্তে ব্লগের জন্য দরকার কিছু এ্যাকটিভ ব্লগার ।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
দেশের বর্তমান সংস্কৃতি, পড়ালেখার মান, রাজনৈতিক পরিবেশ, একটিভ ব্লগারদের সংখ্যা বাড়ার অনুকুলে নেই।
২২| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওঁরা ফেসবুকে ব্লগের চেয়ে ভাল রেসপন্স পান। তাছাড়া সময়ের পরিবর্তনে, মনেরও পরিবর্তন আসে...
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
বিষয়ের উপর ধারণা না থাকলে, ব্লগে লেখা মোটামুটি মুশকিল; ফেইবুকে কে কি লিখছেন, উহা নিয়ে কেহ তেমন ভাবেন না।
২৩| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই ব্লগ এখন ওয়াজ মাহফিলের ময়দানে পরিণত হয়েছে ।
এখানে এসেইবা কি হবে।
তারচেয়ে ফেসবুক অথবা ইউটিউবে ওয়াজ শুনতে থাকী।
সেটাই ভালো।
বহুত ফায়দা হাসিল হবে।
২১ শে মার্চ, ২০২১ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগের পোষ্ট থেকে, দেশের শিক্ষিত তরুণদের বুঝা সহজ; আমি দেশের শিক্ষকদের ব্যাপারে অনেক ধারণা পেয়েছি ব্লগ থেকে।
২৪| ২১ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই ঠিক বলছেন।
২১ শে মার্চ, ২০২১ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি কোথায় চলে গেলেন? চারিপাশে যা দেখছেন, সেগুলোকে নিয়ে আলোচনা করুন।
২৫| ২১ শে মার্চ, ২০২১ রাত ১১:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগের সকল লেখকই বিখ্যাত তাঁদের নীজ নীজ ক্ষেত্রে ।
এটা সত্য যে যাদের লেখা পাঠে আকর্ষন ছিল তাঁদের
অনেককেই ইদানিং দেখা যাচ্ছেনা ।
যারা ব্লগে একটিভ ছিলেন তাঁদেরকে কিভাবে
আরো একটু বেশি নিয়মিত করা যায় তা নিয়ে
সকলেরই ভাবনার অবকাশ আছে ।
শারিরিক আসুস্থতার কারণে আমি অবশ্য
ব্লগে আগের মত বিচরণ করতে পারছিনা ।
চোখের সমস্যা বেশী কাতর করে ফেলছে ।
ব্লগে যেন আরো বেশী একটিভ হতে পারি
সে জন্য সকলের কাছে দোয়া পার্থী ।
২২ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার সুস্হতা কামনা করছি; আমার চোখের সমস্যাও কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে। বিবিধ ফ্যাক্টর কাজ করছে, অনেকেই আগের মতো নিয়মিত হতে পারছেন না।
২৬| ২১ শে মার্চ, ২০২১ রাত ১১:২২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কেউ ব্লগে চমৎকার লিখে ব্লগ মাতিয়ে রাখেন আবার কেউ তার কমেন্টস দিয়ে ব্লগকে করে তুলেন জীবন্ত। এই দু ধরণের ব্লগাররাই একে ওপরের পরিপূরক। উভয় ধরণের ব্লগারেরই সরব উপস্থিতিতে জীবন্ত হয়ে উঠুক সামু। এই বিষয়ে আরেকটি সমসাময়িক পোস্ট দেখলাম সাজিদ উল হক আবিরের - কিন্তু এমন একটি গঠনমূলক পোস্টটিতে মন্তব্যের দুর্ভিক্ষ বিস্ময়ের উদ্রেক করে।
সূতির খালের হাওয়া ১৭
২২ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগার সাজিদ উল হক আবিরের লেখা ও আচরণের মাঝে আমি মিল খুঁজে পাইনি।
২৭| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিজ্ঞ ব্লগারেরা কোথায় যাননি,
উনারা হয়তো ব্লগিং'এ আগের মতো উৎসাহিত নন, সক্রিয় নন।
......................................................................................
ব্লগিং পেশা নয় নেশা , আর জীবনটা বাস্তবতার চাকায় ভর করে চলে
তাই ব্লগাররা কোন একসময় ক্লান্ত হয়ে পড়ে, তার মাঝে ২/৪ জন আছে
যাদের ইমিউন শক্তি অধিক বা তাদের পেশার কাজে বেশী সময় দিতে
হয়না তারা অবশ্যই ব্লগিং বেশী করতে পারবে ।
এছাড়াও ব্লগিং অনেকে ছেড়ে যায়, মাঝে মাঝে নোংরা কলহর জন্য
.............................................................................................
আমাদের ভাতৃত্ববোধ ও সম্মানিত করা যদি একটু উচুঁ পর্যায়ে হতো তাহলে
কিছু প্রত্যাশা করা যেত ।
২২ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
সবচয়ে নিরীহ ও প্রাণহীন শান্তি বিরাজ করার কথা শুধু বেহেশতে, ব্লগে আবেগ জড়িত আছে, প্রাণ আছে।
২৮| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৮
মেরুভাল্লুক বলেছেন: ৫ ৭ বছর আগেও মোবাইলের এত রমরমা বাজার ছিল না, নেট জীবন ছিল কম্পিউটার ভিত্তিক, এখন জীবন হয়ে গেছে মোবাইল ভিত্তিক। ব্লগ যদি মোবাইল ইউজার ফ্রেন্ডলি না করা যায় তাহলে ব্লগে ব্লগার আসবে না। দিন যায় দিন আসে পুরাতনের যুগ শেষ হয় নূতনের যুগ আসে। যার পাচ সাত বছর আগে ব্লগিং করতেন তারা এখন অতীত। নূতন ব্লগার আসার পথ করে দিতে হবে। যেটা মোবাইল ফ্রেন্ডলি ইন্টারফেস না আসলে সম্ভব না। মোবাইলে সবকিছু এপ বেইসড। এপের বাইরে একটা ওয়েবসাইট ও দেখা হয় না। কিন্তু কম্পিউটারে বসলে প্রচুর ঘাটাঘাটি করা সম্ভব হয়।
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
সঠিক
২৯| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৩
মেরুভাল্লুক বলেছেন: ফেসবুকে এক্টিভিটি বাড়ার কারন ফেসবুকে কিছু লিখতে গেলে কোন কিছু চিন্তা করতে হয় না। দুই লাইন লিখলেও হয়ে যায় এবং মোবাইলেই লিখা যায়। সময়ের খুব অভাব। কার ঠেকা পড়েছে যে দুই তিন ঘন্টা ব্যায় করে একটা ব্লগ পোস্ট করবে, যাতে ভিউ হবে বড়জোর দুই তিনশ। ফেসবুকে লিখলে এক স্ট্যাটাসই হাজার লাখ ছাড়িয়ে যায়। তবে ফেসবুক আমার কাছে আপন মনে হয় না। যেখানে সামু অনেকটা পরিবারের মত মনে হয়।
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুকের পাঠকগুলোর মন্তব্যের কোন মুল্য আছে কিনা, বলা কঠিন।
৩০| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: লেখার শুরুতেই যে 'সঠিক স্টেইটমেন্ট' এর কথাটি বলেছেন, সেটাই সঠিক স্টেইটমেন্ট। আর শেষের কথাটাও সঠিক, কাউকে কাউকে 'বিখ্যাত' বলে বাকিদেরকে অবিখ্যাতদের পর্যায়ভুক্ত করাটা সমীচীন নহে।
"লেখা খুবই কষ্টকর ব্যাপার" - তা বটে, এবং লেখা পড়ে সঠিক মন্তব্য করাটাও কিছুটা হলেও কষ্টকর এবং কালক্ষেপণকারী ব্যাপার। এই দ্বিবিধ ত্যাগস্বীকারে প্রস্তুত না থাকলে ভাল ব্লগিং করা যায় না।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, পোষ্টে যা বলতে চেয়েছিলাম, মনে হচ্ছে, বলতে পেরেছ.
ব্লগিং আমাদের শিক্ষিত সমাজ সম্পর্কে বেশ কিছুটা ধারণা দিচ্ছে, আমাদের অনেক শিক্ষিত মানুষের ধারণাগুলো ভুলে পরিপুর্ণ, মনে হচ্ছে।
৩১| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১
মিরোরডডল বলেছেন:
জীবন এক বহতা নদী । আর ব্লগিং হচ্ছে এর একটা অংশ মাত্র । তাই এখানে কেউ আসবে, কেউ চলে যাবে, কেউ থেকে যাবে, কেউ নতুন রূপে ফিরে আসবে, আবার নতুনরা পুরনোদের জায়গা নিবে , এভাবেই চলবে ।
খেলাঘর কেমন আছে ?
প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে গেলাম ।
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে
কেনো সে দেখা দিলো
২৪ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, গানটা শুনবো।
বিখ্যাতরা চলে গেছেন, এটি ভুল ধারণা; ব্লগারের সংখ্যা কমছে, এটা সঠিক। গত ১০ বছরে বাংগালীদের শিক্ষার মান দ্রুততার সাথে কমেছে, ব্লগে উহার প্রতিফলন ঘটছে।
৩২| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
২৪ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৯
অক্পটে বলেছেন: ভিপিএন না যেন কি দিয়ে লিখতে হয়, মানে ব্লগিং এর মধ্যে কোন রোখোয়াট থাকতে পারে হয়ত।