নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২১\'এর বইমেলার ব্লগার লেখকেরা আমাকে কমেন্ট ব্যান করছেন কেন?

২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৩



এবারের বই মেলায় যেসব ব্লগারদের বই বের হচ্ছে, তাঁদের মাঝে ৩ জন আমাকে কমেন্ট ব্যান করে বসে আছেন; এই ধরণের বড় মনের লেখকদের বই আমি কি করে পড়বো? যাকগে, উনাদের ভয়ের কিছু নেই, চোখের সমস্যার কারণে আমি আসলে কোন বই পড়ি না আজকাল।

সামুর ব্লগারেরা নিজের লেখা সম্পর্কে কিছুটা হলেও ফিডব্যাক পেয়ে থাকেন; যদিও "প্রথম হয়েছি চা দেন", "চমৎকার লিখেছেন আপুনী" ধরণের কমেন্টের অভাব নেই, তারপরও কমপক্ষে শতকরা ২০/৩০ ভাগ কমেন্ট লেখককে তাঁর লেখা সম্পর্কে অনেকটা সঠিক ফিডব্যাক দিয়ে থাকে। মেলায়, ব্লগের বাহির থেকে, ৬ পা-বিশিষ্ট গরুর রচনা আসে বন্যার পানির মতো; বইমেলার শতকরা ৯০ ভাগ বই নীচু মানের, এই কথাটা সুন্দর শোনায় না। ব্লগারেরা যদি ব্লগের পাঠকদের ফিডব্যাককে কাজে লাগান, তাঁদের বই ৯০ ভাগের মাঝে কখনো পড়বে না।

২১ নিয়ে আমাদের সেন্টিমেন্ট এখনো আছে; সেই ২১'এর বই মেলাতে নীচুমানের বই যদি ৮০/৯০ ভাগ যায়গা দখল করে, উহা শুনতে ভালো লাগার কথা নয়, এবং যেসব পাঠক সেইসব বই কিনছেন, তাঁরা কি পড়ছেন? এই বজ্য-প্রবাহ হয়তো বন্ধ করা যাবে না সহজে, কিন্তু ইহারা যাতে বই মেলায় প্রবেশ করতে না পারে, উহার ব্যবস্হা তো করতে হবে একদিন।

অনেক প্রকাশক বাংলাদেশের রাস্তার বাজারের মতো ফরমালিনযুক্ত কাঁচা তরকারীর ব্যবসায় নেমেছে, এরা অপক্ক লেখকদের ও দুষ্ট ধনীদের টাকায় বই ছাপিয়ে লাভ করছে, বই বিক্রয় করে টাকা আয়ের ব্যবসায়িক মডেল তাদের মাথায় নেই। তারা হয়তো জানে যে, এসব বই শেষ অবধি অপঠিত থেকেই যাবে।

আমি কখনো বই লিখিনি এবং বই পড়িও না; তাই বই নিয়ে বড় বড় কথা বলতে চাই না; কিন্তু যারা বই বের করছেন, তাঁদের প্রতি আহ্বান থাকবে, আমাকে কমেন্ট ব্যান করবেন না, আমি আপনাদের লেখায় কমেন্ট করলে আপনারা মানসিকভাবে বিভ্রান্ত হয়ে অলেখকে পরিণত হবেন না।

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:০৫

নাহিদ ২০১৯ বলেছেন: সাধারণ মানুষেরা মন্তব্য করে " i eat rice" কিন্তু আপনার মত অসাধারণ মানুষেরা প্রায়শই "rice is eaten by me" এই ভাবে মন্তব্য করতে ভালবাসে।এটা আবার অনেকেই সহজভাবে নিতে পারে না,এই আরকি।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



অনেক ব্লগার নিজের লেখা সম্পর্কে সঠিক ফিডব্যাক চাচ্ছেন না, এঁরা শুধু লিখতে চান।

২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যে সকল লেখকরা তাদের বই পড়তে বাধার সৃষ্টি করে তারা লেখক নামের কলঙ্ক।যেমন তাদের মানসিকতা তেমন তাদের লেখার মান।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগের পরিবেশ লেখকদের জন্য সৌভাগ্য বয়ে আনার কথা।

৩| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:০৯

সত্যপীরবাবা বলেছেন: কয়েকজন "অনুবাদক" লেখকদের জিজ্ঞাসা করলাম লেখা সত্বাধিকারিদের অনুমতি নিয়েছেন কিনা অনুবাদ প্রকাশের বিষয়ে। এই প্রশ্নের আর জবাব দে্য় না। এরাই আবার লেখা চুরির বিষয়ে "ভীষন" সোচ্চার।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, অনেক নোবেল বিজয়ী হয়তো জানেন না যে, তাঁর বই বাংলা ভাষায়ও আছে!

৪| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




নাহিদ ২০১৯ এর মন্তব্যের সাথে সহমত।
আবার বলে বসবেন না যেন, " চমৎকার হয়েছে আপুনী " ধরনের মন্তব্য করেছি !

২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


মন্তব্য নিয়ে আমি কিছুটা সমস্যায় আছি, সত্য; তবে, আমি লেখাগুলো পড়ে দেখি।

৫| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:০১

নেওয়াজ আলি বলেছেন: যারা সহ্য করতে পারে না তারাও লেখক। তারাও বগ্লার। তারাও বইতে নীতি কথা লিখে ।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



এঁদের মনটাই ছোট বলে মনে হচ্ছে, উহা থেকে বড় কথা কিভাবে বের হবে কে জানে? লেখদের বিশাল ব্যক্তিত্ব, পরিপক্ক ধারণা, সঠিক নিরীক্ষণ ক্ষমতা, লেখার শৈলী, উদার মনোভাব থাকতে হয়।

৬| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:০৯

রেজওয়ান ইসলাম বলেছেন: লেখক হওয়া এক বিরাট যন্ত্রনা।সমাজের ইর্ষা-কাতর লোকেরা সহ্য করতে পারে না।ভাল খারাপ যাই লেখুক না কেন ঘরে বাইরে সর্বদা তাদের কটু কথা মোকাবেলা করে চলতে হয়।সমাজে দুষ্ট লোকের তো অভাব নেই।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



আমাকে ইর্ষা-কাতর কমেন্টকারী বলে মনে হয়? বলতে ভয় পাবেন না, আমি আপনার ক্ষতি করার মতো ক্ষমতা রাখিনা।

৭| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:২২

স্প্যানকড বলেছেন: আপনিও ব্লক খান, ব্যান খান তাজ্জব ! মানুষ বড় আজিব জানোয়ার এদের বহু কিছু খেতে হয়। একটু হজম করে নেন আর কি। মন খারাপ করবেন না প্লিজ !

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



মেজাজ ঠিক আছে, অন্য ব্লগারেরা যাতে নিজকে বুঝতে পারেন, সেজন্য পোষ্ট দেয়া; যারা আমাকে কমেন্ট ব্যান করেছেন, তাঁদের লেখার মতো মনন হয়নি এখনো।

৮| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:২৩

রেজওয়ান ইসলাম বলেছেন: লেখক বলেছেন:
আমাকে ইর্ষা-কাতর কমেন্টকারী বলে মনে হয়? বলতে ভয় পাবেন না, আমি আপনার ক্ষতি করার মতো ক্ষমতা রাখিনা।
কখনোই আপনার সমন্ধে নেতিবাচক ধারনা পোষন করি না।আপনাকে বলা হয় নাই।আপনার পর্যবেক্ষণ অতি সঠিক: ৯০% গারবেজ বই বের হয়।তবে সমাজের বেশির ভাগ লোকই মেনে নিতে পারে না যে তারই মত সাধারন লোক একজন লেখক হয়ে গিয়েছে।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ

৯| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:২৫

পাজী-পোলা বলেছেন: কিছু লোক আছে যারা লেখা বুঝুক না বুঝুক হুদাই কমেন্ট করে আসে তাদের ব্যান করে রাখাই ভালো। তবে আপনার এই কথা গুলো ঠিক
"অনেক প্রকাশক বাংলাদেশের রাস্তার বাজারের মতো ফরমালিনযুক্ত কাঁচা তরকারীর ব্যবসায় নেমেছে, এরা অপক্ক লেখকদের ও দুষ্ট ধনীদের টাকায় বই ছাপিয়ে লাভ করছে, বই বিক্রয় করে টাকা আয়ের ব্যবসায়িক মডেল তাদের মাথায় নেই। তারা হয়তো জানে যে, এসব বই শেষ অবধি অপঠিত থেকেই যাবে।"

তারা জানে এসব বই অপঠিত-ই থাকে, কিন্তু ঐ যে ব্যবসা। আজকাল শিল্প/আর্ট বলে কিছু নেই, অর্থের চাহিদায় শিল্পকে বেশ্যা বানিয়ে ব্যবসা করছে।


২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



পকেট কাটার মতো হাজার ব্যবসা আছে বাংলাদেশে, প্রকাশনাকে সেই তালিকায় নেয়াটা একটু সুক্ষ্ম অরপাধে।

১০| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৪

সাজিদ উল হক আবির বলেছেন: চাঁদগাজী নিকের পেছনে যে আছে, সে আই ইট রাইসরে প্যাসিভ ভয়েসে লিখেনা। তাইলে তো মন্তব্যটা প্রাসঙ্গিকই থাকে। চাঁদগাজী নিকরে যারা হিংসা করে, তাদের দাবী, সে যে জায়গায় 'আই ইট রাইস' মন্তব্য করার কথা, সেখানে গিয়া লেখে - 'গরু ঘাস খায়, তুমি ঘাস খাও না ক্যা রে?'

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


সুতির খালের বাতাসে কখনো অক্সিজেন ছিলো বলে আমার মনে হয়নি।

১১| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০০

সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগার সত্যপীরবাবা, আপনার মন্তব্যটা যদি নিছক দোষারোপ করা ছাড়া সৎপ্রণোদিত হয়, তবে এ প্রসঙ্গে কথা বলতে আগ্রহী। কারন, আপনার উত্থিত প্রশ্নটি যৌক্তিক, এবং এ বছর আমারও একটি অনুবাদ বইয়ের পুনঃমুদ্রিত কপি বের হয়েছে। খুব খুশী হবো যদি আমার কোন পোস্টে আপনি একই মন্তব্যটি করেন, বা আপনি নিজে একটি আলাদা পোস্ট দেন এ প্রশ্নটাকেই ফোকাসে রেখে, অল্পকিছু লাইনে হলেও।

১২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০০

সোহানী বলেছেন: এইটা নিয়ে চিন্তার কিছু নাই চাঁদগাজী ভাই। যাদের হজমে সমস্যা আছে তারা তা করবে। তা করুক, তাদেরকে নিয়ে মাথা ব্যাথা করি না।

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



বাকীরা যেন কমেন্টের গুরুত্ব বুঝেন, সেটা বলতে চাচ্ছি।

১৩| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১১

সাজিদ উল হক আবির বলেছেন: আই নেভার কেয়ারড, ডিয়ারেস্ট "চাঁদগাজী" নিক! : )

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনার ধারণা, ভাবনা ও সিদ্ধান্ত সব সময় সঠিক ছিলো।

১৪| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:২০

আমি সাজিদ বলেছেন: কে ব্লক করেছে? জানতে পারি?

২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



থাক, এঁরা লেখক মানুষ।

১৫| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১১:১১

মেঘশুভ্রনীল বলেছেন: গঠনমূলক সমালোচনা লিখা ও লেখকের মান বৃদ্ধির জন্য সহায়ক। প্রথম শ্রেণীর আন্তর্জাতিক সাময়িকীগুলোতে একাধিক রিভিউওয়ার ডাবল ব্লাইন্ড রিভিউ করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে পুরোপুরি সন্তুষ্ট করতে না পারলে কয়েক বছর খাটুনির পরও লেখা প্রত্যাখাত হয়। তবে লেখা জাতে উঠে আসে, আরেকটু নিচের দিকের জার্নালে ছাপানো যায়।আর আমাদের এখানে টাকা দিয়ে বই ছাপানোর সংস্কৃতি গড়ে উঠেছে।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



বইমেলার সুনাম নষ্ট হয়ে গেছে

১৬| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: যারা কমেন্ট ব্লগ করে আসলে ব্লগ তাদের জন্য।
আমার ভাবতে ভালো লাগে ব্লগাররা হবেন উদার মনের। যে কারো মন্তব্য সহ্য করার শক্তি থাকতে হবে।

আমাকে শাহ আজিজ নামের একজন কমেন্ট ব্যান করেছেন। আজিব!!

২৪ শে মার্চ, ২০২১ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:



লেখক হওয়া কঠিন ব্যাপার।

১৭| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩২

শাহিন-৯৯ বলেছেন:


সামুর লেখদের উচিত প্রথম আলোর সাহিত্য পাতায় লেখা পাঠানো অন্তত একজন রিভিউ করবেন এহা ছাপানো যোগ্য কিনা। যদি ধারাবাহিক কিছু গল্প সেখানে সুযোগ পায় আমার বিশ্বাস তার লেখার মান নিয়ে খুব বেশি সমালোচনা হবে না।

আপনি সব লেখকদের কাছে জানতে চান, কার কার লেখা এবার প্রকাশক নিজের অর্থায়নে প্রকাশিত করে রিস্কি নিচ্ছে। লেখক যখন নিজের টাকা দিয়ে বই প্রকাশ করে তখন সেই বইয়ের মান কতটুকু নিম্নমানের হয় তা গত বইমেলায় কিছু বই কিনে বুঝতে পেরেছি।

আমি দুই ধরনের বই কিনি তথ্য যাচাই বাচাই করে (যতটুকু আমার পক্ষে সম্ভব) প্রকাশক কতৃক প্রকাশিত আর লেখক কতৃক প্রকাশিত (টাকার অর্থে) সবসময় প্রকাশক কর্তৃক প্রকাশিত বই ভাল হয়। দুই একটি ভিন্ন হতে পারে।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



প্রকাশকেরা জেনেশুনে বিনিয়োগ করেন। কিছু প্রকাশক লেখকের পকেট কাটে

১৮| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লেখক হওয়া কঠিন ব্যাপার।

আসলে বহু লোক লেখক হতে চায় না। তবু লিখে। বই বের করে। এর পেছনে অন্য কারন আছে।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



এরা হয়তো লোক-দেখানো ধরণের মানুষ।

১৯| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৩:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২১'এর বই মেলাতে নীচুমানের বই যদি ৮০/৯০ ভাগ যায়গা দখল করে,
উহা শুনতে ভালো লাগার কথা নয়,

................................................................................................
বই মেলায় খুব ভালো মানের বই আসবে তা কখোনই আশা করিনা ।
তবে ব্লগাররা লিখতে লিখতে ভালো মানের লেখক হবে তাই ভাবতে চাই ।
অযাচিত মন্তব্য তাই অনেকে চান না, এতে সমস্যা কি জানিনা
তবে পাঠক বিচার করবে লেখার মান কেমন ।
সুতরাং লেখককে কাঠগড়ায় দাড়াঁতে হবেই ।

২৪ শে মার্চ, ২০২১ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের সৌভাগ্য যে, শতশত ব্লগার উনাদের লেখা পড়ে ফিডব্যাক দিচ্ছেন; বাহিরে কে কার লেখা পড়েন আজকাল!

২০| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩৯

সামিয়া বলেছেন: ভালো বলেছেন

২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



এই যদি লেখকের ব্যক্তিত্ব হয়, উনার গন্তব্য কোথায়?

২১| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার নেমেসিসদের মধ্যে কয়েকজন বেশি আবেগপ্রবণ মনে হচ্ছে - তাই তারা প্রতিরোধে প্রতিশোধ নিচ্ছেন আপনাকে ব্লক করে। =p~

২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



আমাকে যাঁরা কমেন্ট ব্যান করেছেন, তাঁরা এখন থেকে নিজ বাগানে নিজেই আগাছা লাগাতে পারবেন যত্ন করে।

২২| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: অনেক ভালো পাণ্ডুলিপি প্রকাশক নেন না (তাদের চোখ থাকে টাকাঅলার দিকে)। তখন লেখক নিজের অর্থায়নে তা বের করতে বাধ্য হন। আর যেহেতু এতে প্রকাশকের অর্থায়ন নেই, তাই এর প্রচারও তারা করে না। ফলে বইগুলো পোকায় কাটে।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



অনেক শিক্ষিতই বেশী অসৎ হয়ে গেছে।

২৩| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কমেন্ট ব্লক করি না কাউকে,
মন্তব্য করার অধিকার সবার আছে।

২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি কবি মানুষ, মানুষকে বুঝেন।

২৪| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি একটু মাস্টারি
বেশী করেন তাই আপনাকে
ব্যান মোবারক জানিয়েছে!!
নিজের খেয়ে বনের মোষ কেন
চড়াতে যান !!

২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



আমার নিজের মোস নেই, চিটাগং'এ মানুষ থাকার পরিমাণ যায়গাও নেই

২৫| ২৬ শে মার্চ, ২০২১ রাত ২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার নিজের মোস নেই, চিটাগং'এ মানুষ থাকার পরিমাণ যায়গাও নেই

তা হলে কি চিটাগাং মানুষ বিবর্জিত যায়গা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.