![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমি তখন কলেজের ২য় বর্ষে, চট্টগ্রাম শহরের রাস্তায় একটি হিন্দু বিধবা মেয়ের সাথে দেখা হয়েছিলো, কম বয়সে তার বিয়ে হয়েছিলো, এবং সে অকালে বিধবা হয়েছিলো; তার জীবনের শুরুটা ছিলো কষ্টকর, পরে কি হয়েছে, আমি জানতে পারিনি; আশাকরি, সে সুখী হয়েছিলো।
আমি গ্রামের ছেলে, এইচএসসি পড়েছি চট্টগ্রাম শহরে; সাপ্তাহিক শেষ ক্লাশের পর, বাস ধরে গ্রামে চলে যেতাম প্রতি সপ্তাহে; সেইবার ভোটের আগে (১৯৭০ সাল), মিলিটারী দুরপাল্লার কয়েকটি বাসের ড্রাইবারকে কি কারণে পিটায়েছিলো, ১ দিনের বাস ধর্মঘট, আমি বাড়ী যেতে পারিনি; ছুটিরদিন দুপুরের একটু আগে সিনেমা দেখার জন্য হেঁটে দিনার সিনেমার দিকে যাচ্ছিলাম। আসকার দীঘির পাড়ে, দুর থেকে দেখছি একটি বিধবা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে; আমি পাশ দিয়ে যাবার সময় মহিলার দিকে চোখ পড়লো, বিধবার শাড়ীপরা একটি কিশোরী মেয়ে; আমি আবার তাকিয়ে ভালো করে দেখলাম; চোখে চোখ পড়তেই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো,
-তুমি জামাল খান রোডের দিকে যাচ্ছ?
-হ্যাঁ।
-আমি তোমার সাথে যাবো, একা যেতে ভয় লাগে।
-তুমি কোথায় যাবে? আমি প্রশ্ন করলাম।
-পাথরঘাটা।
-তোমার বাসা পাথরঘাটায়, তুমি অতদুর হেঁটে যাবে?
-আমার কোন বাসা টাসা নেই, মামামামীর সাথে পাথরঘাটার খৃষ্টান পাড়ায় থাকি। তুমি কোথায় যাচ্ছ?
-আমি দিনারে সিনেমা দেখতে যাচ্ছি!
-আমার খুব ইচ্ছা করে সিনেমা দেখতে, মামামামী আমাকে নেয় না।
-একা যেতে পারো না?
-আমার কাছে পয়সা নেই!
-এখন যদি দেখতে চাও, আমি তোমার জন্য টিকিট কাটবো।
-তোমার কাছে অত পয়সা আছে?
-আছে।
সে খুবই খুশী হলো। আমি বললাম,
-তুমি বিধবার শাড়ী কেন পরেছ?
-কারণ আমি বিধবা, আমার স্বামীর মৃত্যু হয়েছে।
-তুমি তো এখনো কিশোরী, কখন তোমার বিয়ে হয়েছিলো?
-১১ বছর বয়সে; তারপর, ১ মাসের মাঝে সে কলেরায় মারা গেছে!
-মামার কাছে কেন, তোমার মা-বাবা নেই?
-না, আমার জন্ম্বের আগেই নাকি আমার বাবা আমাদের ফেলে ভারতে চলে গেছে; আমার স্বামীর মৃত্যুর খবর শোনার পর আমার মা জ্ঞান হারায়, জ্ঞান আর ফেরেনি।
-তোমার জীবনটা কষ্টের; যাক, ভালো সময় আসবে একদিন।
সে ৪র্থ শ্রেণী অবধি স্কুলে গিয়েছিলো; এখন বড় মামামামীর সাথে থাকে; সারাদিন পাতারবিড়ি বানায়; সেটাই তার মামার ব্যবসা। তার ছোট মামার পরিবার থাকে চকবাজারে; গত ২ দিন সেখানে ছিলো, আজ ফিরে যাচ্ছে। সিনেমা দেখার পর, পাশের দোকানে বসে চা খেয়ে তার আরো অনেক কাহিনী শুনলাম; সে কষ্টে আছে, কিন্তু হতাশ নয়। আমি বললাম,
-তুমি বিধবার শাড়ী পরো না; কোন ছেলে যদি তোমাকে পছন্দ করে, তুমি বিয়ে করো; স্বামীকে নিয়ে বিড়ি বানালে তুমি ভালোভাবে চলতে পারবে। আজকে আমি তোমাকে সামান্য টাকা দেবো, একটা শাড়ী কিনে নিও, বাইরে বের হলে, বিধবার শাড়ী কখনো পরো না।
আমি নোয়াখালীর বাস ষ্টপে যাওয়ার পথে, তাকে কতোয়ালীর মোড়ে নামিয়ে দিলাম; কয়েক ঘন্টার পরিচয়, জীবনে আর দেখা হয়নি; এখনো সেই কিশোরীকে মনে পড়ে।
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
এখন নেই? আলমাসের ভিতরে, অন্য হলের নাম ছিলো দিনার।
নিউমার্কেট থেকে ষ্টেডিয়ামের দিকে গেলে, ষ্টেডিয়ামের পরপরই, মনে হয়; ৫১ বছর পর, উহার অবস্হান তেমন মনে নেই। তবে, চিটাংগ কলেজ থেকে আসকার দীঘির পাড় দিয়ে হেঁটে যেতাম।
২| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭
জুল ভার্ন বলেছেন: বাস্তব অভিজ্ঞতার গল্পায়ন সুন্দর হয়েছে।
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
গল্প বলেনে হচ্ছে?
৩| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: আহারে--- বড় দুঃখী মেয়ে।
পিতামাতা জন্ম দেয়। অভাবের কারনে লেখাপড়া শেখাতে পারে না। খাওয়াতে পারে না। বরস্ক লোকের সাথে বিয়ে দেয়। বয়স্ক লোক মরে যায়। বাকি জীবন মেয়েটার কাটে মানুষের বাসায় কাজ করে।
এরকম ঘটনা এই বাংলা লাখ লাখ।
তবে আপনার কাহিনী কিছুটা ভিন্ন। আপনি মেয়েটাকে নিয়ে সিনেমা দেখেছেন। যা সচরাচর কেউ করবে না।
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
ছোটকাল থেকেই আমি মানুষের সাথে প্রাকৃতিকভাবেই মিশতে পারতাম।
৪| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: জাস্ট কৌতূহল থেকে একটা প্রশ্নঃ সিনেমার নাম কি ছিলো?
আপনি বিধবার সাজ পড়তে মানা করে ভালো করেছেন।
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
The Fall of the Roman Empire
৫| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো জীবন গল্প
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের জীবনটা কষ্টের জীবন
৬| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিশেষ করে মেয়েদের
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
সেই কথা বলবেন না, বাংগালী ছেলেদের ব্যক্তিত্ব এত কম, নারীদের জীবনটা বিষিয়ে তোলে।
৭| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬
জুল ভার্ন বলেছেন: হ্যা, গল্পের মতই মনে হচ্ছে!
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
ওকে
৮| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪
জুন বলেছেন: পুরনো ঐতিহাসিক ম্যুভির প্রতি আকর্ষণ থাকায় "ফল অভ দ্যা রোমান এম্পায়ার", নেপোলিয়ন এর বোনকে নিয়ে তৈরি "ইম্পেরিয়াল ভেনাস" ছাড়াও হলিউডের প্রচুর ব্লক বাস্টার সিনেমা দেখা হয়েছে। কিন্ত এই কিশোরী মেয়েটি কি মার্কাস অরেলিয়াসের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে আরেক মোগল সম্রাট শাহজাহানের ছেলেদের মতই ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষকে উপজীব্য করে বানানো ম্যুভির গল্পটি বুঝেছিল চাদগাজী? নাকি নতুন কিছু দেখার আনন্দেই হয়তো বিভোর ছিল কিশোরী মেয়েটি। আপনার এ ধরনের গল্পের আমি এক মুগ্ধ পাঠক।
+
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
সে বুঝার কথা ছিলো না, আমি ৩ বার দেখার পর মোটামুটি বুঝতে পেরেছিলাম কিছুটা; সে ইংরেজী সিনেমা দেখেছিলো, সেটাই ছিলো বিরাট ব্যাপার।
আমাদের সময়, দুপুরে ছাত্ররা ১ টাকায় সিযনেমা দেখতে পারতো।
৯| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন? চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা।
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
না, আমি জানি না; শেখ হাসিনা করোনা নিয়ে কিছুই ঠিক মতো করতে পারেননি।
১০| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন জীবনের গল্প।
এই জাতীয় মেয়ে এখানো দেখা যায়। তবে অন্যভাবে। কিশোরী মেয়ের বিয়ে হবার পর স্বামী প্রবাসে যায় রোজগার করতে।
কালে ভদ্রে স্বামী আসে দেশে। মালয়েশিয়াতে আমি অনেক যুবককে দেখেছি যারা অনেকেই বিয়ে ৩/৪ দিন পরপরই মালয়েশিয়াতে চলে এসেছে রোজগার করতে।
আপনার উপস্থাপনা চমৎকার।
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
১৯৮০ সাল থেকে আজ অবধি ৪ কোটীর মতো বাংগালী প্রবাস জীবনে ছিলেন; এদের মাঝে ৩ ভাগের ২ ভাগ ছিলো বিবাহিত, এদের স্ত্রীগুলোর জীবন বলতে কিছু ছিলো না
১১| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মেয়েটি মনে হয় হলে ঘুমিয়েই কাটিয়ে ছিল।এই সিনেমা তার ভাল লাগার কথা না।আপনার উচিত ছিল আবার বনবাসে রূপবান টাইপের কোন সিনেমা দেখা।
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি মনে হয়, ব্রেকহীন গাড়ীর মতো, শুধু চলতেই থাকেন
১২| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের কপাল ভালো না মন্দ বুঝতে পারছিনা।
এর আগেও্ একবার বিধবা এক কিশোরীর গল্প
শুনিয়ে ছিলেন। সম্ভবত এটা তার গল্প বলার একটা
কৌশল !! পাঠক সহজেই কিরোরী বিধবার প্রতি
সমবেদনা অনুভব করে। ইমোশনালী ব্লাকমেইলিং!!
০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে মেইলিং করাও কঠিন ব্যাপার, ব্ল্যাক-মেইলিং করবো কিভাবে?
১৩| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ষাট সত্তরের দশকে আমার নিজের জানা, আমার নিজের দেখা অসংখ্য বাঙালী পুরুষ বাংলাদেশে তাদের স্ত্রী সন্তান রেখে ভারতে, আসামে, বার্মা কোনো কাজে গিয়ে আর ফিরে আসেনি! (আমি বিস্তারিত হয়তো লিখবো একদিন)
সত্তরের দশকে যারা বিড়ি সিগারেট বানাতে পারতো তাদের অনেকের জীবন পাল্টে গেছে। আশা করছি মেয়েটির জীবন ভালো হয়েছে।
০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
চিটাগং'এর হাজার মানুষ আকিয়াব গিয়ে আর ফিরে আসেনি, স্ত্রী আজীবন অপেক্ষা করেছিলেন।
১৪| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৯:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
যে সকল ইতিহাসবিদ বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে কাজ করেছেন তারা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে
নারী-পুরুষের পার্থক্যকে বিবেচনায় আনেন নি । তিনগুণ বয়সী বরের সাথে অপ্রাপ্তবয়স্ক কনের বিবাহ ছিল
খুবই কমন ব্যপার ।পরিবারে তাদের অবস্থান থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা ছাড়া নারীদের অন্য কোনো আইনগত
অথবা সামাজিক মর্যাদা ছিল না। সমাজবিশ্বাস করত যে, বিধবারা অমঙ্গলসূচক ,তাদের জন্য অনুষ্ঠানাদিতে
উপস্থিত থাকা নিষিদ্ধ ছিল। ঘাটে পয়সা থাকলেও সিনেমা তথা কোন বিনোদনমুলক অনুষ্টানে যোগ দিতে
পারতনা । বাংলা সাহিত্যে ‘স্বর্ণযুগ’ বলে বিবেচিত ষোল শতকে সাহিত্যের বিষয় হিসেবে নারীরা কিছুটা
আলোচিত হয় বটে।রামায়ণ ও কৃষ্ণের কাহিনী এবং রূপকাকারে মানবিক প্রেমসহ ভক্তিমূলক গানের কথা
উল্লেখ করা যায় । তারপর হতে গল্প, কবিতা, সাহিত্যে নারীদের কথা উঠে এসেছে বেশ জোড়ে সোরে ।
তারপরেও একালে নারীদের সম্পর্কে যা জানা যায় তা প্রত্যাশার চেয়ে অনেক কম। আপনার এ লেখাটিতে
কিশোরী বিধবার একটি করুন চিত্র উঠে এসেছে । লেখাটিতে বাল্যবিবাহের মতো পুরাতন প্রথাকে অনুসরণ
করার একটি চিত্রই উঠে এসেছে । বাল্য বিবিাহ চিরতরে বন্ধ হোক এ কামনাই রইল ।
০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
বাংলার মানুষ সব সময়েই কম বুদ্ধিমান ছিলেন, কষ্টটা গেছে নারীদের উপর দিয়ে।
১৫| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১০:০৮
কল্পদ্রুম বলেছেন: মেয়েটির যে অবস্থার কথা লিখেছেন সে হয়তো সারা জীবনে একবারই সিনেমা হলে গিয়ে ইংরেজি সিনেমা দেখেছে।ঐ দিনের ঘটনা তারও ভোলার কথা নয়।
০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন:
কে জানে, সে জীবনে দাঁড়াতে পেরেছিলো কিনা!
১৬| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:০১
মনিরা সুলতানা বলেছেন: সত্যি এমন সব টুকরো স্মৃতি রোমন্থন বেশ লাগে।
০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
এগুলোর সমষ্টিই বাংগালীর জীবন।
১৭| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: The Fall of the Roman Empire ইউটিউবে মুভিটা আছে। আজ দেখব।
০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
ইউটিউবে কি পুরো মুভি আছে?
১৮| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:০৬
নেওয়াজ আলি বলেছেন: দিনার, আলমাস, উপহার এইসব সিনেমা হল এখন শুধূ স্মৃতি, গল্পের মেয়েটার মত। হিন্দু মেয়েরা বিয়ের পর বাবার সম্পতি হতে বঞ্চিত হয় যা খুব অন্যায় ।
০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
দিনার ও আলমাসকে মিস করছি। বাংলার হিন্দু মেয়েগুলো বেশী অসুখী।
১৯| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:২৮
আমি সাজিদ বলেছেন: ঠাকুরভাইয়ের ১৩ নম্বর কমেন্ট নিয়ে বলতে চাই, এমন ঘটনা আমি নিজের কানে শুনেছি। সত্য৷সরাসরি শোনা একজনের জীবনের গল্প বলি- কক্সবাজার থেকে সেই জীবনগল্পের কথক নাকি রেঙ্গুনে যাওয়া আসা করতো কাজ নিয়ে। একবার কি হলো, ওখানে গিয়ে কোন একটা ঝামেলায় পড়ে আট বছর বার্মার জেলে থাকতে হলো সে লোকটিকে। এরপর দেশে সে ফিরলো। স্ত্রী কন্যার খোঁজ করলো। সে আশির দশকের শুরুর কথা। সদ্য স্বাধীন বাংলাদেশ থেকে অনেকেই তখন নাকি পাকিস্তানে চলে যাওয়ার একটা হাওয়ায় গা ভাসিয়েছিল৷ সে লোকের স্ত্রী ও কন্যাও পাকিস্তান চলে গেল৷ তাদের আর দেখা হয়নি।
০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
এটা আরো দু:খজনক; লোকটার স্ত্রী কাউকে বিয়ে করে চলে গেলো, নাকি দারিদ্রতার কারণে এমনিতেই চলে গেলো?
২০| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: এই যে মুভিটা
দুই ঘন্টা বাহান্ন মিনিট।
০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
২১| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:২৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: ওম!! কি সুন্দর ছোট গল্প। গাজীকে কইষ্যা প্লাস
০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার জীবনে কি কি ঘটেছে?
২২| ০৩ রা এপ্রিল, ২০২১ ভোর ৫:০৭
অনল চৌধুরী বলেছেন: ৫০-এর দশক থেকেই ঢাকায় হলিউড, ইটালীর ভালো ভালো ছবি আসতো।
অপরিচিত একটা মেয়ে আপনি বলা মাত্র অন্ধকার প্রেক্ষাগৃহে চলে গেলো !!!
০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭
চাঁদগাজী বলেছেন:
যেকোন ব্যাপারে নারীদের অনুধাবন ক্ষমতা বেশী, সেই মেয়ে ছুটির দিনে আসকার দীঘির নির্জন এলাকাটি আমার সাথে পার হওয়া সঠিক মনে করেছে, সে আমাকে নিশ্চয় কোন কারণে বিশ্বাস করেছে।
আমি এবং আপনি যদি কোথায় একসাথে যাই, আমার ধারণা, মানুষ আমাকে আপনার থেকে সহজভাবে নেবেন।
২৩| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:৪০
অক্পটে বলেছেন: জীবনের গল্প। প্রত্যেকেরই জীবনের নানান গল্প থাকে। আপনার বোধকরি আছে গল্পের সম্ভার। আপনার এধরণের লেখাগুলো আমাকে ভীষণ মুগ্ধ করে। আপনার কিছু লেখা আমার খারাপও লাগে। আমার সমস্যা হল খারাপ টারাপ লাগলে আমি আর চুপ করে থাকতে পারিনা। কথা আমাকে বলে ফেলতে হয়।
০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২
চাঁদগাজী বলেছেন:
কোন কিছু ভালো না লাগলে, সেটা সব সময় জানাতে হয়।
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৯
সিগনেচার নসিব বলেছেন: ছোট ছোট কত গল্প থাকে আমাদের জীবনে ! স্মৃতিচারণ ভালো লেগেছে।
০৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৩
চাঁদগাজী বলেছেন:
জীবনের এসব ঘটনাগুলো জীবনটাকে একটা আকার দেয়।
২৫| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪২
বিবেকহীন জ্ঞানি বলেছেন: প্রাণবন্ত গল্প।আপনি চিটাগাং এ পড়াশোনা করেছেন শুনে ভালো লাগলো।আমিও চট্টগ্রামে থাকি তবে নোয়াখালী থেকে বিলং করছি।
০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
১৯৭০ সালের দিকে চট্টগ্রামে মানুষের চাপ ছিলো না, মোটামুটি ভালো শহর ছিলো।
২৬| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১০
মিরোরডডল বলেছেন:
এখনো সেই কিশোরীকে মনে পড়ে।
মনে পড়াটাই স্বাভাবিক । খেলাঘর নিজেও তখন কিশোর ।
তার লাইফেও নিশ্চয়ই এ ঘটনাটা ছিল খুবই স্পেশাল ।
একজন কিশোরীকে পাশে নিয়ে সিনেমা দেখা । তার সম্পর্কে জানা, তাকে কিছু সময় দেয়া ।
মেয়েটির নাম কি ছিলো?
গল্পটা পড়ে সমরেশ মজুমদারের সাতকাহনের দীপাবলিকে মনে পড়ছে ।
ঠিক এরকম বয়সে বিয়ে আর তারপরই বিধবা হওয়া । ট্র্যাজেডি !
১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
নাম ছিলো কল্পনা ঠাকুর।
বিধনাদের বেলায় হিন্দুরা ভয়ংকর।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮
ডার্ক ম্যান বলেছেন: দিনার সিনেমা হল কোথায় ছিল