![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সামুতে যখনই ধর্মের বাণী প্রচারের উদ্দেশ্যে, ধর্মের কোন কিছু ব্যাখ্যা করার জন্য, ধর্মের পক্ষে কথা বলে পোষ্ট দেয়া হয়, উহা কোন ধর্মের বিষয়ে হওয়ার সম্ভাবনা বেশী? অবশ্যই ইসলাম সম্পর্কে। এই ধরণের ধর্মীয় পোষ্টের মন্তব্যে যদি সমালোচনা আসে, ইহা অবশ্যই ইসলাম ধর্মের সমালচনাই হবে।
ব্লগে এই মহুর্তে, মুসলমান ব্লগার ব্যতিত কয়জন অন্য ধর্মাবলম্বী আছেন? অন্য ধর্মাবলম্বী যদি ইসলামের সমালোচনা করেন, আপনারা উনার সমালোচনাকে সমালোচনা হিসেবে নেবেন, নাকি বিরোধীতা হিসেবে নেবেন? আমার মতে, সমাুতে অন্য ধর্মের কেহ যদি ইসলামের সমালোচনা করেন, সামুর ক্যাচাল কুরুক্ষেত্রের লেভেলে চলে যাবে; যাক, ইহা ঘটেনি সামুতে এখনো।
সামুতে যারা ধর্মীয় পোষ্ট লেখেন, যারা সেগুলো পড়েন, তাদের মাঝে কয়জন সঠিকভাবে খৃষ্টান ধর্ম ও ইহুদী ধর্ম সম্পর্কে জানেন? আমার মতে "একজনও নেই"। ইসলাম, খৃষ্টান ও ইহুদী, এই ৩টি ধর্মের মাঝে, শতকরা হারে, কারা সবচেয়ে বেশী নিবেদিত-প্রাণ হিসেবে তাদর ধর্ম পালন করেন?
বাংলাদেশ, আমেরিকা ও ইসরায়েল, এই ৩টি দেশ "ধর্ম নিরপেক্ষ দেশ"; এই ৩ দেশের মাঝে কোন কোন দেশে গত ২০/৩০ বছর ধর্মীয় বইকে (কোরান, বাইবেল, তোরাহ/তালমুদ ) সংবিধান করার জন্য দাবী করা হচ্ছে? জাতির সংবিধানকে সরিয়ে দিয়ে যদি ধর্মগ্রস্হকে সংবিধান হিসেবে চাওয়া হয়, সেই ধর্মীয় গ্রন্হ আলোচনা/সমালোচনার বিষয় হওয়ার সম্ভাবনা আছে, নাকি নেই?
সামুতে ধর্ম সালোচনার নামে ইসলামকে কেন সমালোচনা করা হয়? এই বাক্যটা প্রতিদিনই শুনতে হয়; যারা এই প্রশ্নটা করেন, তারা ইসলাম নিয়েই পোষ্ট দেন, ইসলামের পক্ষেই মন্তব্য করেন; কিন্তু তারা চান যে, ধর্মের সমালোচনার সময় যেন ইসলামের সমালোচনা না হয়, কিংবা কমপক্ষে অন্য ধর্মের সমালোচনাও হউক। কিন্তু ব্লগারেরা যদি অন্য ধর্মের সম্পর্কে না জানেন, তারা কি করে অন্য ধর্মের সমালোচনা করবেন?
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
আজকের শিক্ষিতরা অনেকগুলো কঠিন বিষয় এক সাথে শেখেন; ধর্ম কঠিন বিষয় নয়; ইহাকে জানা ও বুঝা এখন বেশী স হজ হয়ে গেছে।
যারা ওয়াজ করে, তারা বিবিধ রূপকথা যোগ করে, ধর্মের গুরুত্ব কমায়ে ফেলে।
২| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১
নেওয়াজ আলি বলেছেন: কথা সঠিক। নিজের ধর্মও গভীরভাবে আমরা জানি না । যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করতে হয় তার জন্য দরকার জ্ঞানের গভীরতা । বাংলাদেশে মুসলিম তারপর হিন্দু। হিন্দু ধর্ম সম্পর্কে আমরা জানি না আবার খ্রীষ্টান এবং ইহুদীদের ধর্ম জানবো।
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
এটাই ঘটছে; সুতরাাং, সামুতে শুধু ইসলামই আলোচিত, সমালোচিত হবে।
৩| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুতে ধর্ম সালোচনার নামে শুধু ইসলামকে কেন সমালোচনা করা হয়?
বর্তমান পৃথিবীতে প্রায় ৬৫০ কোটি মানুষ বসবাস করছে( কমবেশি হতে পারে)।
ধর্মীয় অনুসারির সংখ্যার দিক থেকে খ্রিস্টান ধর্ম এক নাম্বারে হলেও ধর্ম মানা ও
ধর্মচর্চার দিক থেকে এক নম্বরে রয়েছে ইসলাম। বিশ্বে প্রায় প্রতিটি মুসলিম কমবেশি
কুরআন ও হাদীস চর্চা করেন। আর এসব নিয়ে ভাবনা চিন্তা করেন। হযরত মুহাম্মদ (সঃ)
যেহেতু বলেছেন যে তোমরা যদি একটি আয়াতও জানো তাহলে সেটা অপরের কাছে পৌঁছে দাও।
তাই সুযোগ পেলেই মুসলমানরা সেই কাজটাই করে। নাস্তিকরা যেহেতু আমাদের আশেপাশে থাকেন
তাই বিভিন্ন বিষয় নিয়ে মুসলমানদের সাথে নাস্তিকদের তর্ক-বিতর্ক ভাব বিনিময় একটি নিত্যনৈমিত্তিক
সাধারন বিষয়। অন্য ধর্মের অনুসারীরা বিতর্ক এড়িয়ে নাস্তিকদেরকে ছাড় দিয়ে চলার নীতি গ্রহণ করলেও
মুসলমানরা সেটা করে না। এসব কারণেই হয়তো সামুতে ধর্ম সালোচনার নামে শুধু ইসলামকে সমালোচনা
ও ইসলামের প্রতি বিদ্বেষী হয়ে থাকে।
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
সাতকান্ড রামায়ন শেষে সীতা কার বাবা?
সামুতে ইসলামের পক্ষেই পোষ্ট আসে, সেই পোষ্টে ইসলাম নিয়ে আলোচনা সমালোচনা হবে। ইসলামের সমালোচনা করলে কেহ নাস্তিক পরিণত হয় না।
আপনার অবগতির জন্য, ধর্ম চর্চার দিক থেকে ইহুদীরাই বেশী নিবেদিত প্রাণ।
৪| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার এই পোস্টটি আপনার উৎসর্গেই লেখা মনে হচ্ছে!
আমার কি ভুল মনে হচ্ছে? আপনার কী মনে হচ্ছে?
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হচ্ছে, ইহা আমার নিজের উৎসর্গেই লেখা হয়েছে; আপনাকে উৎসর্গ করার মতো গরুর রচনা এখনো আমি লিখছিনা।
৫| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ সাতকান্ড রামায়ন শেষে সীতা কার বাবা?
আপনার লেখার শিরোনাম- সামুতে ধর্ম সালোচনার নামে শুধু ইসলামকে কেন সমালোচনা করা হয়?
আমি বিশদ ব্যাখ্যা দিলাম কেন সামুতে ধর্ম সালোচনার নামে শুধু ইসলামকে কেন সমালোচনা করা হয়। আপনি
তার জবাবে যা লিখলেন তাতে আমি টাসকি খাইলাম। আমার মন্তব্যটি আবার পড়ুন। নাকি ঘুমাতে যাবেন?
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগে অন্য ধর্মী নেই বললেই চলে; থাকলেও, তাঁদের নিজ ধর্ম নিয়ে তাঁরা পোষ্ট দেন না; ফলে, পোষ্ট আসে ইসলামের উপর, সমালোচনা হয় ইসলামের উপরই; ইসলামের সমালোচনাকারীদের আপনি কি নাস্তক বলতে চাচ্ছেন?
৬| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: জনাবে আলা,আপনি কেন ধর্মের সমালোচনা করতে পারবেন না ? কারন - সকল ধর্মেরই মৌলিক বিষয়গুলি অপরিবর্তনীয় এবং সমালোচনার উর্ধে ।আর যে কেউ চাইলে ধর্ম মানতে পারে বা না পারে তবে ধর্মের সমালোচনা করার সুযোগ খুবই কম।
তার পরেও ,আপনি -আমি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্যাডেট কলেজগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাব যে উভয়ের মাঝে ব্যাপোক ভিন্নতা রয়েছে তা সে পাঠ্যক্রমে কিংবা পালনীয় বিষয়ে। আর ক্যাডেট কলেজগুলোতে এমন অনেক বিষয় মেনে চলা বাধ্যতামুলক যা বাইরের যে কারো কাছে তা বাড়াবাড়ি মনে হতে পারে। তবে শেষ পর্যন্ত তা শিক্ষার্থীদের জন্য যেমন ভাল বয়ে আনে ঠিক তেমনি ধর্মের কিছু জিনিষ আপাতভাবে কঠিন মনে হলেও তা আখেরে মানুষের কল্যাণই বয়ে আনে।
ধর্মের সমালোচনা নয় মানার মাঝেই মানুষের কল্যাণ নিহিত তা সে যে যেই ধর্মের অনুসারীই হোক না কেন।
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
মানুষই ধর্ম লিখেছেন, প্রচার করে আসছেন, মানুষই ধর্মের সমালোচনা করে থাকেন।
৭| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩০
রানার ব্লগ বলেছেন: যেহেতু দেশটা বাংলাদেশ, যেখানে মুসলমানদের সংখ্যা বেশি তাই সমালোচনা আলচনা সব ওই ইসলাম নিয়েই হবে, দেশ ভারোত হলে সনাতন ধর্ম নিয়্র হতো ইজরায়েল হলে তাওরাত নিয়ে হতো। আসলে যে দেশে যে ধর্মের চর্চা বেশি সেই ধর্মের ব্যাবচ্ছেদ বেশি হয়।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
সহজ লজিক; ইহা কেন ধর্মীয় লেখকদের মাথায় আসে না?
৮| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮
অন্তু নীল বলেছেন: সংখ্যাগরিষ্ঠের ধর্মই ইসলাম তাই। ধর্ম অবশ্যই একটি আলোচনার বিষয়। তাহলেই সে বিষয় সম্পর্কে আরো জানা হবে।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
সামুতে ইসলাম সমালোচনার কারণ গুলোর মাঝে এটা একটা বড় কারণ। কিন্তু আমামদের হযরতদের কাছে ইহা কোনভাবে পরিস্কার হয় না।
৯| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
রানার ব্লগ বলেছেন: এতো সহজেই যদি লজিক বুঝে এরা কাজ করে, এদের কেউ মানবে? এদের পেট কি করে চলবে? মানুষকে অন্ধকারে রেখেই এদের জীবন জীবিকা চলে।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
সভ্যতা বদলাচ্ছে, সভ্যতা অন্ধকারের অবসান ঘটাচ্ছে।
১০| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: ইসলাম প্রকৃত মানব ধর্ম রূপেই আবির্ভাব। এর মাঝে অনেক আজগুবি বিষয় প্রবেশ করায় সমালোচনার সুযোগ তৈরি হয়েছে। আর ইসলামের মৌলিক বিষয়গুলো অবশ্যই অপরিবর্তনীয়।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
ইসলামের মৌলিক বিষয়গুলো ব্লগের কেহ বদলাচ্ছে না; যেসব ব্লগারেরা ইসলামের উপর লেখেন, তাঁরা নিজের ভুলগুলোও ইসলামের সাথে যোগ করে দেন; ফলে, ব্লগে ইসলামের সমালোচনা বন্ধ হবে না।
১১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলামই একমাত্র ধর্ম যার সমালোচনা করলে হত্যা করার নির্দেশ আছে।অন্যান্য ধর্মে আছে কিনা জানা নেই।ইসলাম যতটা জানি অন্য ধর্ম সম্পর্কে অতটা জানি না।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
ইসলাম এসেছিলো জল্লাদ বেদুইন এলাকায়, উহাকে প্রচার করা হয়েছে জল্লাদ এলাকায়।
১২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩
সাহাদাত উদরাজী বলেছেন: অন্য ধর্ম নিয়ে এই দেশের মানুষ তেমন জানেই না!
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
শতকরা ৮০ ভাগের বেশী মুসলান ইহুদী ধর্কে ঘৃনা করে ও উহার বদনাম করে; কিন্তু এই ধর্ম ও ইহুদীদের সম্পর্কে তারা খুবই কম জানে।
১৩| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
যারা ধর্ম নিয়ে লিখেন, তারা ধর্ম নিয়ে পোষ্ট না লিখলেই পারেন। আর লিখলে আমি সমালোচনা করবোই।
আমার স্পষ্ট কথা সমালোচনা সহ্য করতে না পারলে লিখো না।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৮
চাঁদগাজী বলেছেন:
যারা অন্য কিছু সম্পর্কে তেমন জানেন না, তারা ধর্ম সম্পর্কে এটা সেটা বলতে পারেন; তাই লেগে যান।
১৪| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৭
সিগনেচার নসিব বলেছেন: ইদানিং কিছু ফতোয়াবাজদের আর্বিভাব ঘটেছে। যুক্তি তর্কের আলোকে সমাধানে আসার এ্যাবিলিটি এদের অধিকাংশেরই নেই। তবে প্রচুরর কারেন্ট আছে। এতই কারেন্ট যে বুঝে কম, লাফায় বেশি। এই শ্রেনির পাবলিকের জন্যই এত দুর্গতি। যুগ যুগ ধরে আমাদের বাপ-চাচারা ধর্ম পালন করে আসতেছে, কোনোদিন শুনি নাই এত ক্যাচাল হইতে। টেকনোলজির এই যুগে আসল ধর্ম হল সমাজধর্ম আর টাকার শো-অফ! এখানে এসে আস্তিক-নাস্তিক সবাই একজোট।
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৩
চাঁদগাজী বলেছেন:
প্রত্যেকে নিজের ধর্মীয় কাজ নিজে পালন করলে হতো, ওরা এটাকে বাকীদের ঘাঁড়ে চাপায়ে দিয়ে বিশ্বকে পেছনে নিয়ে যেতে চায়।
১৫| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ২:০৫
অনল চৌধুরী বলেছেন:
লেখক বলেছেন:ইসলাম এসেছিলো জল্লাদ বেদুইন এলাকায়, উহাকে প্রচার করা হয়েছে জল্লাদ এলাকায়। - ইসলাম সম্পর্কে কতটুকু জানেন?
কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত না জেনে কথা বলা যে মূর্খতা, সেটা জানেন?
হিন্দু-খৃষ্টান-বৌদ্ধরা যে পৃথিবীর শতবকোটি মানুষ হত্যা করেছে, এবং এখনো প্রতিদিন করছে, সেটা অস্বীকার করেন কেনো?
ধর্ম সম্পর্কে জানতে হলে পড়েন,হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-সবাই বহিরাগত আক্রমণকারী
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ২:২১
চাঁদগাজী বলেছেন:
সকল ধর্মই অকারণে মানউষ হত্যা করেছে। সব ধর্মই আজকে অপ্রয়োজনীয়।
১৬| ১৩ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন:
সকল ধর্মই অকারণে মানউষ হত্যা করেছে। সব ধর্মই আজকে অপ্রয়োজনীয়।
একুশ শতকে এসে ধর্ম নিয়ে আর বেশী ভাবার দরকার দেখি না।
১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:১০
চাঁদগাজী বলেছেন:
ধর্ম ব্যকতিগত ভাবনা, রাষ্ট্রের জন্য দরকার সায়েন্টিফিক ভাবনা।
১৭| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:০২
অগ্নিবেশ বলেছেন: ধর্ম সম্পর্কে মানুষ যত জানবে তত ধর্ম বিমুখ হবে, ধর্মের ম্ত্যু ঘন্টা বেজে গেছে। তাই মরার আগে একটা মরন কামড় দিচ্ছে।
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
ধর্ম এই মহুর্তে কোথায়ও যাচ্ছে না; উহা ইউরোপে, আমেরিকায়, জাপানে যেই রূপ নিচ্ছে, ইসলামও সেই পথে যাবে।
১৮| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম। "ইসলাম" শব্দের অর্থ "আত্মসমর্পণ",
বা একক স্রষ্টার নিকট নিজেকে সমর্পণ। খ্রিষ্টীয় সপ্তম শতকে আরবের
ধর্মীয় ও রাজনৈতিক নেতা এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ ( সা.)
এই ধর্ম প্রচার করেন। কুরআন ইসলামের মূল ধর্মগ্রন্থ। কুরআন আল্লাহর
বাণী এবং সেসব বাণী তাঁর কর্তৃক মুহাম্মদের ( সা. ) নিকট প্রেরিত বলে
মুসলমানরা বিশ্বাস করেন। মুসলমানদের বিশ্বাস মুহাম্মদ(সা.) শেষ নবী।
হাদিসে প্রাপ্ত তাঁর নির্দেশিত কাজ ও শিক্ষার ভিত্তিতে কুরআনকে ব্যাখ্যা
করা হয়। ইহুদি ও খ্রিস্ট ধর্মের ন্যায় ইসলাম ধর্মও আব্রাহামীয়।
এখন নিয়ম অনুযায়ী যার যার ধর্ম পালন কর । অবিশ্বাসীদের প্রতি
কুরআনে বলা আছে ”লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন”(সুরা কাফিরুন আয়াত ৬ )
অর্থাত ”তোমার ধর্ম তোমার কাছে আর আমারটা আমার”। তাই ইসলাম ধর্ম
নিয়ে সমালোচনার কি আছে । কেও নীজ ধর্ম সঠিকভাবে পালন না করলে
তার ফল সে পরকালে পাবে। ধর্ম সঠিকভাবে পালন না করলে পাপ বাপকেও
ছাড়েনা , এর ফল ইহকালেও কিছু পাওয়া যায়। মামুনুল কির্তি ও তার কিছু
পরিনামের কথা এখন টক অফ দি কান্ট্রি ।
১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
ধর্ম শিক্ষার নামে পেশাহীন শিক্ষা, দেশের সংবিধান বদলিয়ে প্রাচীন কালের নি্যম কানুন চালুর জন্য দল বেঁধে দাবী, আধুনিক অর্থনীতির বদলে, জাকাত,খয়রাত, জিজিয়া ইত্যাদি আমাদেরকে পেছনে টানছে; এগুলো নিয়ে কথা বললে সমালোচনা সুত্রপাত হয়।
১৯| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০৯
অগ্নিবেশ বলেছেন: ডঃ এম এ আলী বলিলেন ”লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন”(সুরা কাফিরুন আয়াত ৬ )
অর্থাত ”তোমার ধর্ম তোমার কাছে আর আমারটা আমার”। তাইলে কাবার মুর্তি ভাঙ্গিল কে??
২০| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৫
রানার ব্লগ বলেছেন: আগ্নিবেশ@ গরু মেরে জুতা দান বোঝেন??
২১| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি যখন ধর্ম সম্পর্কে জানতে চেষ্টা করবেন এবং অন্যান্য বিষয়ের সাথে তুলনামূলক আলোচনা করবেন তখন আপনার মেমোরিকে নিউট্রলাইজড (neutralized) করে নিবেন। নচেৎ আপনার চিন্তুধারা, আলোচনা পক্ষপাতিত্বের অভিযোগ আনা হবে।
কিন্তু বর্তমানে ধর্মকে দুইভাবে সমালোচনা করা হয়, এক: ধর্মীয় অনুগত্যের ভিত্তিতে, দুই: ধর্মীয় বিরোধিতার ভিত্তিতে। ফলে ধর্ম সম্পর্কে মানুষের মস্তিষ্কের সঠিক রিফাইন হচ্চেনা
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
প্রত্যেক মানুষ তার নিজের অবস্হান থেকে সমাললোচনা করেন; আমার অবস্হান হলো, ইহা আধুনিক সভ্যতার জন্য অপ্রয়োজনীয় সমস্যা
২২| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২
নতুন বলেছেন: ব্লগে ইসলামের প্রচারের কাজে ব্লগ লিখে তার জবাবে তার অসাড়তা নিয়ে আলোচনা হয়।
আমি ব্লগে যীষূ খৃস্টের ক্রুসের ঘটনা, কুমারী মাতা নিয়ে ব্লগ লিখেছি, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
হিন্দু, বৌদ্ধ ধর্ম নিয়ে ব্লগে আলোচনা হলে সেটা নিয়েও আলোচনা হবে।
বর্তমানে ধর্মকে কিভাবে মামুনুলরা ব্যবহার করছে সেটা অনেকে এখনো বুঝতে পারছেনা। সেই সব অন্ধভক্তের জন্যই ধর্মের সমালোচনার দরকার আছে।
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
মামুনুল হক ধর্ম তৈরি করেনি, ধর্মই মামুনুল হক তৈরি করেছে; মামুনুলের ব্যক্তিত্বে ধর্মীয় শিক্ষার প্রভাব আছে।
২৩| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪
লাতিনো বলেছেন: লাল ছাগল একটা মন্তব্য করেছে, জ্ঞানী ছাগল তার উত্তরে সারি গান গেয়েছে, তাতে আবার এক মুমিন বান্দার সম্মান হানি হয়েছে।
বাবা তোমার ব্লগে সব ছাগলের খেলা!
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগ বাংগালী শিক্ষিতদের মিলনমেলা, ইহা পুরোজাতি সম্পর্কে পরিস্কার ধারণা দিচ্ছে।
২৪| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫
জুল ভার্ন বলেছেন: সামুর বেশীরভাগ ইসলামি স্কলারদের বিদ্যার দৌড় মামুনুল হকের বিবি গোনায় সীমাবদ্ধ।
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
মামুনুল হক নিজেই ইসলামী স্কলার।
২৫| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: ধার্মিকদের জন্য একটা ব্লগ দরকার। সেখানে শুধু ধার্মিকগন লিখবে। তাহলে ক্যাচাল কম হবে।
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
ধার্মিকদের জন্য ব্লগ আছে, বাঁশের কেল্লা; উহাতে জাতি ও মানবতার বিপক্ষে লেখে।
২৬| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৮
লাতিনো বলেছেন: বাঁশের কেল্লা যদি ধার্মিকদের ব্লগ হয় - আমি এখনই সামু ত্যাগ করব। লিঙ্ক দেন
১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
লিংক আমার কাছে নেই; বাঁশের কেল্লা জামাত-শিবিরের সাইট।
২৭| ১৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৩
অনল চৌধুরী বলেছেন: সামুতে যারা ধর্মীয় পোষ্ট লেখেন, যারা সেগুলো পড়েন, তাদের মাঝে কয়জন সঠিকভাবে খৃষ্টান ধর্ম ও ইহুদী ধর্ম সম্পর্কে জানেন? আমার মতে "একজনও নেই"।-ভুল জানেন। এখানে অনেকেই বিভিন্ন ধর্ম সম্পর্কে অবগত।
আমি নিজে ১২ বছর বয়সের মধ্যে তাওরাত, যাবুর,বাইবেল, রামায়ণ এবয়ং মহাভারত পড়ে শেষ করেছিলাম। প্রধান চারটা ধর্ম গ্রন্থের সাদৃশ্য দেখে অবাক হয়েছিলাম। পরে আরো অনেকবার পড়েছি এবং এখনো পড়ছি।
১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ভাসা ভাসা হয়তো অনেক কিছু জানেন, ভালো। ইহুদী দেখেছেন নিজ চোখে?
২৮| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭
লাতিনো বলেছেন: তাওরাত যাবুর পড়তে হলে স্বচক্ষে ইহুদী দর্শন করতে হবে কেন জনাবে আলা?
১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
যবুর সম্পর্কে আপনার ১পয়সারও ধারণা নেই প্রেকটিক্যালী; সেজন্য মানুষ দেখার দরকার।
২৯| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
অনল চৌধুরী বলেছেন: ইহুদী দেখেছেন নিজ চোখে?- আপনি সারাদিন ইহুদী পাড়ায় বসে ইহুদী পূজা করেন। আর দেশে দেশে তাদের গণহত্যা, লুটপাট, যুদ্ধ বাধানোর জন্য ডলার দেন।
আমার কোনো দরকার নাই পাপিষ্ঠ ইহুদীদের দেখা । তবে নোয়াম চমস্কির মতো ভালো ইহুদীর সাথে দেখা করে সাক্ষাৎকার নিতে চাই।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি একটু আজগুবি ধরণের মানুষ
৩০| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৫
অনল চৌধুরী বলেছেন: আমি সৎ নীতিবান, দেশপ্রেমিক, সত্যবাদী এবং সর্বোপরি স্পষ্টবাদী।
কোনো ন্যাকামি করে কথা বলা পছন্দ করিনা। যা সত্য মনে করি সেটা সবার সামনে বলি।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কথা ও লেখার মাঝে মিল কম।
৩১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩২
অনল চৌধুরী বলেছেন: আমার কথা, লেখা ও কাজের মধ্যে এখনো ৯৮% মিল আছে।
১০০% থাকলে প্রেরিত পুরুষ হয়ে যেতাম।
ভালোভাবে পড়েন আর দেখেন, আপনি কিভাবে নিজেকে একজন নীতিবান ইহুদীর চেয়েও সন্ত্রাসী এ্যামেরিকার বড় কর্মচারীতে পরিণত হয়েছেন।Noam Chomsky: The United States, Not Iran, Poses Greatest Threat to World Peace
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ২টি: জনতা ও সরকার।
৩২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৩
অনল চৌধুরী বলেছেন: আপনি ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করছেন।
এ্যামেরিকা দক্ষিণ এশিয়া না।
সেখানে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে।
১৭ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০১
চাঁদগাজী বলেছেন:
জনগণ তা করে থাকে; কিন্তু বিশাল বিশাল অস্ত্র ব্যবসায়ী ও পেন্টাগণ বসে থাকে না।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমরা নিজের ধর্ম সর্ম্পকেই খুব বেশী জানি না।
যাও জানি তা জানি কেবল মামুনুল আর তাহেরীদের ওয়াজ শুনে।
ওয়াজে তারা অন্য ধর্মকে কেবল গালি দেন।
সেখানে জানার কোন সুযোগ নেই।