নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুসলিম দেশগুলোতে ২টি ভিন্নমুখী রাজনৈতিক ভাবনা ও শক্তি

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯



মুসলিম দেশগুলোতে ভিন্নমুখী ২টি রাজনৈতিক ভাবনা ও জীবনধারা পরস্পরের বিপক্ষে কাজ করে যাচ্ছে; কিছু মানুষ হযরত ওমর(রা: ) ও হযরত আলী(রা: )'এর খেলাফতে আছেন; বাকীরা প্রজাতন্ত্রে বাস করেন। একটি প্রাচীন সভ্যতা, অন্যটি আধুনিক সভ্যতা; এরা সমান্তরাল ও একমুখী শক্তি নয়, এরা পরস্পর বিরোধী শক্তি।

খেলাফত সহজ জীবন, ইহা বৃটিশ ভারতে জমিদারী হালের জীবন ভাবনা থেকেও সহজ, সাথে আছে স্প্রিচুয়েল জগত; এরা ইসলামী জীবন যাপন করেন: শরীয়া আইন, হাদিস, ফতোয়া অনুসণ করেন; সংস্কৃতিও অনেকটা প্রাচীন আরবদের মতো; অর্থনীতি খিলফতের সময়ের: জাকাত, ছদকা, খয়রাত, জিজিয়ার পৃথিবী; শিক্ষা ব্যবস্হা মাদ্রাসা, এতিমখানা, ওয়াজ, খুতবা; চাকুরীর উৎস মুলত: ধর্মীয় দিক থেকে, ইমামতি, ধর্ম প্রশিক্ষণ। এরা দেশের সংবিধান পড়েনি, কিংবা বুঝে না, কিন্তু বোখারী শরীফ পড়েন।

সৌদী আরব, কুয়েত, জর্ডান ও ইরান ব্যতিত, বাকী সব দেশগুলো আধুনিক প্রজাতন্ত্র; এদের সংবিধান আছে; এরা মোটামুটি ৩য় বিশ্বের দেশ; সবগুলোই গলাকাটা ক্যাপিটেলিজম অনুসরণ করে; মিশর ও পাকিস্তানে সামরিক সরকার; বাকী দেশগুলোতে নামে মাত্র গণতন্ত্র আছে। এই দেশগুলোর নিজস্ব মৌলিক কোন সিষ্টেম নেই, এরা পশ্চিমের দেশগুলোকে অনুকরণ করার চেষ্টা করে। সবগুলো দেশের শিক্ষা ব্যবস্হা দুর্বল, এরা উচ্চশিক্ষার জন্য পশ্চিমের উপর নির্ভরশীল।

খেলাফতীরা তুরস্কে ক্ষমতা দখল করেছে, তুরস্ক ক্রমেই ইউরোপ থেকে বেরিয়ে এশিয়াতে ফেরত আসছে। ইহা ইরানের মতো অবস্হানে চলে যেতে পারে; তখন ইউরোপ ইহার সাথে সম্পর্ক চিন্ন করে দেবে। তুরস্কে প্রজাতন্ত্রীরা ক্ষমতা হারালেও, তারা পুনরায় আবারো ক্ষমতায় ফেরত যেতে পারে। মিশরে খেলাফতীরা শক্তিশালী হয়ে উঠেছিলো; কিন্তু সামরিক বাহিনী তাদেরকে দমন করেছে; তবে, এই শক্তি বিনষ্ট হয়নি, এরা আছে, এবং থাকবে। মুসলিম দেশগুলোতে খেলাফতীরা সামরিক শাসকদের পক্ষে থাকে, মিশরে উল্টো কিছু ঘটেছে সর্বশেষ বার; সময়ের সাথে তারা মিলিটারীর পক্ষে চলে যাবে।

বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া এখন ক্রমেই সমস্যার দিকে এগুচ্ছে; এই দেশগুলোতে প্রজাতন্ত্রীরা ক্রমেই নিজদের অসফলতার কারণে দুর্বল হচ্ছে; এসব দেশে খেলাফতীরা কখনো শক্তিশালী ছিলো না; কিন্তু প্রজাতন্ত্রীরা নিজেরাই নিজেদের ভুলের জন্য একদিন খেসারত দিবে, তারা খেলাফতীদের সাথে পেরে উঠবে না, হয়তো।


মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যথার্থ পর্যবেক্ষণ

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:




এই ২টি জীবনধারা সব মুসলিম দেশগুলোতে ভয়ংকর বিশৃংখলার সৃষ্টি করেছে; অন্যদের তুলনায়, এসব দেশের অগ্রগতি নেই বললেই চলে।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: বাংলাদেশের মানুষেরা অলরেডি ধর্ম থেকে বের হয়ে গেছে। নামে মাত্র ধর্ম পালন করে।

অল্পকিছু কাঠমোল্যা আছে যারা আসলে ভালো মানুষ এবং তাদের ধর্মের অনুসারীরা বুঝায় যে খেলাফত ভালো।

বাকি আছে মামুনুলের রুহানী সন্তানেরা ভন্ড এবং এরা সংখ্যায় বেশি হলেও দেশের সমাজ, সংস্কৃতি পাল্টাতে পারবেনা।

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে সামন্তবাদীদের সংখ্যা বেশী নয়, কিন্তু এরা মুলধারাকে পেছনে টেনে ধরার জন্য যথেষ্ঠ, এরা সরকার ও প্রশাসনে আছে; এরা সংখ্যায় কম হয়েও সরকারকে বাধ্য করছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্হা চালু রাখতে, দেশের সংবিধানের বিপক্ষে বক্তব্য রেখে জাতিকে বিভ্রান্ত করতে।

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



এদের গুরুত্ব কম হলে, বড় রাজনৈতিক দলগুলো এদেরকে নিজের পক্ষে রাখার চেষ্টা কেন করছে?

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এসব শাসন ব্যবস্থয় ত্রুটি আছে এটা অস্বীকার করার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাসে আপনার দৃষ্টিতে সর্বোত্তম শাসন ব্যবস্থা কোনটা এবং তার শাসক কে?

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



সর্বোত্তম শাসন ব্যবস্হা ছিলো সোভিয়েত ইউনিয়নে; এখন ইসরায়েলে। সবচেয়ে ভালো রাষ্ট্র পরিচালক এন্জেলা মার্কেল।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: সবচেয়ে ভালো রাষ্ট্র পরিচালক এন্জেলা মার্কেল।

উত্তম প্রস্তাব ।

উত্তম শাসন ব্যাবস্থা নরওয়ে , সুইডেন , সুইস , ডেনমার্ক , জার্মানি ইত্যাদি । আমার পর্যবেক্ষণে ।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, এই মহুর্তে কানাডা, নরওয়ে , সুইডেন , সুইস , ডেনমার্ক , জার্মানি, নিউজিল্যান্ড ইত্যাদি উল্লেখযোগ্য; কিন্তু ইসরায়েল খুবই সায়েন্টিফিক্যালী চালিত। সোভিয়েত ইউনিয়ন ছিলো সর্বকালের ভালো শাসন ব্যবস্হার উদাহরণ।

৫| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইরানে নির্বাচন হয়,শাসনতন্ত্র কেমন জানি না। মিশরে খিলাফত পন্থীদের কাছথেকেই সামরিক শাসক ক্ষমতা নিয়েছেন তাই অন্য চিত্র।
সোভিয়েত ইউনিয়ন আর চীনের বিপ্লবের মাঝে একটা মৌলিক পার্থক্য আছে।সোভিয়েত শ্রমিক শ্রেনীর নেতৃত্বে সৈনিকদের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতা দখল করে আর চীনে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে কৃষকদের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতা দখল করে।
খেলাফত প্রতিষ্টা হলে যদি পশ্চিমাদের স্বার্থ রক্ষা হয় তাহলে মুসলমানরা দুট খেলাফত দেখবে।কিন্তু আমার মনে হয়না এমনটা হবে।মানুষের চিন্তা চেতনা এখন অনেক উন্নত।বিশ্ব এখন অনেক ছোট।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "খেলাফত প্রতিষ্টা হলে যদি পশ্চিমাদের স্বার্থ রক্ষা হয় তাহলে মুসলমানরা দুট খেলাফত দেখবে। "

-বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আয় হচ্ছে না দেখে কানাডা, আমেরিকা ও ইউরোপ বাজেট স্হগিত করে রেখেছে; ছাত্র ইউনিয়ন করতেন নাকি, মগজ একটু কম কম মনে হয়!

৬| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: প্রাচীন গ্রীক দার্শনিক ও পন্ডিতরা প্রকৃতির মূল উপাদান হিসেবে মাটি, পানি, বায়ু ও অগ্নিকে বিবেচনা করতো। এই ধারণাটা আরবদের ও ছিলো। হয়তো তারা গ্রীকদের থেকেই জেনেছিলো।

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


গ্রীকের বেশিরভাগ লোকজন উহা জানতেন, আরবদের মাঝে লাখে ১ জন জানতেন। চীনের সব ছাত্র কালকুলাস জানে, বাংলাদেশের হাজারে ২০/৩০ জন জানে।

৭| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫১

লাতিনো বলেছেন: বিশ্বের কোন দেশেই এখন খেলাফত নেই। সৌদি ও জর্ডানে আছে রাজতন্ত্র। কুয়েতে গণতান্ত্রিক রাজতন্ত্র। ইরানে পিওর গণতন্ত্র। মিশর ও পাকিস্তানে গণতন্ত্র তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত।

আপনি মুসলিম দেশগুলোর পলিটিক্যাল স্ট্রাকচার না জেনেই তাদের সম্পর্কে একটা পোস্ট ফেঁদে বসেছেন। খেলাফত কি আপনি জানেন? জানলে বলুন তো রাশিদুন খেলাফলের মূল নীতি গুলো কি ছিল?

১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:




আপনি বাংলাদেশের ধর্ম-নিরপেক্ষতার সাপোর্টার?

খেলাফত হলো, সামন্তবাদী রাজত্ব ও সামন্তবাদী প্রশাসন।
রাশিদুন খেলাফলের মূল নীতি গুলো ছিলো, রাজ্য জয় করো, রাজ্য থেকে কর আদায় করো, ভালো খাও দাও।

৮| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০

লাতিনো বলেছেন: এই লেভেলের জ্ঞান নিয়ে আপনি এসেছে খেলাফত মাড়াতে? আপনার জ্ঞানে যাদের বিশ্বাস আছে, তাদের কাছে গিয়ে গুলপট্টি মারুন। এইজন্যেই আপনার মুরিদদের এই অবস্থা। জানেনা কিছু, ফলাতে আসে।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি জ্ঞানী মানুষ, বাংলাদেশে খেলাফতে বাস করছেন; সুপার খেলাফত ইয়েমেন ও আফগানিস্তান আপনাকে মিস করছে।

৯| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

নতুন বলেছেন:
এদের গুরুত্ব কম হলে, বড় রাজনৈতিক দলগুলো এদেরকে নিজের পক্ষে রাখার চেষ্টা কেন করছে?


এটা আসলেই ভাবার মতন কথা।

দেশে অন্ধভক্ত আছে কারন অনেকেই অজ্ঞ অথবা ভন্ড। তাই তাদের জন্য রাজনিতিক দলের একটা ভন্ড স্ট্রাটেজি তো রাখবেই।

১৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালে জামাত-শিবির পাকিস্তান মিলিটারীর হয়ে যেই হত্যাকান্ড চালায়েছিলো, সেটার কারণে তারা বিএনপি'র জন্য দরকারী মানুষ আজো।

১০| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভবিষ্যতের মানুষ হবে আরো বেশী ভাগ্যবান।
তারা টিভি /ইউটিউবে সরাসরি হজরত ইসা আ্ঃ এর পৃথিবীতে আগমন করা দেখবে।
ইমাম মেহেদীর আগমন দেখতে পাবে।
তাদের মতো ভাগ্যবান হয়তো আমরাও নই।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভবিষ্যতের মানুষ্বের জন্য চাীন একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.