![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
নিউইয়র্ক শহরের বাসিন্দারা সবাই মোটামুটি ১ম ডোজ হলেও পেয়ে গেছে; শহরটি করোনায় বিশ্বের যেকোন শহর থেকে বেশী ভুগেছে: এ'যাবত, কমপক্ষে ২১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, ৫৫ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। ট্রাম্প ও রাজ্যের গভর্ণরের ভুলের জন্য শহরটি বেশী ভুগেছে; এ'ছাড়া অন্য বড় ফ্যাক্টর ছিলো, ক্যাপিটেলিষ্ট অর্থনীতির কারণে হাসপাতাল, ক্লিনিক, হেলথইন্স্যুরেন্স সরকারের কন্ট্রোলের বাহিরে ছিলো।
শহরটাতে সংক্রমণের হার ছিলো খুবই বেশী; ইহার মুলে ছিলো শহরের সাবওয়ে সিষ্টেম ও শহরের ৫টি বড় এয়ারপোর্ট। এ'ছাড়া শহরের ধনী ও স্পেনিশদের বড় অংশ ট্রাম্পের অনুসারী কিংবা চারিত্রিক দিক থেকে ট্রাম্পের মতো। ইলেকশানের আগে, ভয়ংকর সংক্রমণের সময় অনেকের মাস্ক ছিলো না; এখন টিকা দেয়ার পর, দেখা যাচ্ছে, বেশী মানুষ মাস্ক পরছে।
র্নিউইককে বিশ্বের ফাইন্যান্সিয়াল রাজধানী বলা হয়; শহরটিতে ৯০ লাখ মানুষ বাস করেন; ইহাতে এত বেশী নতুন এমিগ্রেন্ট বাস করেন যে, ইহাকে আমেরিকান শহর বলাই কঠিন। ইহার আরেক বৈশিষ্ঠ্য হলো আফ্রিকান আমেরিকান ও ইহুদীদের আধিক্য, এবং বর্তমানে চীনাদের ক্রমবর্ধমান সংখ্যা বৃদ্ধি। আমেরিকায় বসবাসরত বাংগালীদের বড় অংশও এই শহরে বাস করেন। বাংগালীরা ক্রমেই এই শহর থেকে চলে যাচ্ছেন।
এই শহরের ফাইন্যান্সিয়াল কেন্দ্র হলো ম্যানহাটন, এখানে আমেরিকার ষ্টক-এক্সচেন্জের মার্কেটগুলো ও ব্রোকারেজগুলো অবস্হিত; এবং সেই কারণে, এখানে সব ধরণের ফাইন্যান্সিয়াল কর্পোরেশন গুলো ও ইনভেষ্টমেন্ট ব্যাংকগুলোর বড় বড় শাখা আছে। ইহা ফাইন্যান্সিয়াল শহর হওয়াতে শহরের প্রচুর মানুষ রেষ্টুরেন্ট ও বারে ভিড় করে থাকে; ইহাও সংক্রমণে সাহায্য করেছে।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
করোনায় আল্লাহের হাত নেই।
২| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: মানুষ নিজে সুস্থ থাকবে এই নিশ্চয়তা কেউ দিতে পারে না।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
মানুষের সুস্হতা নিয়ে যতটুকু নিশ্চয়তা দেয়া সম্ভব, মানুষই তাহা দিচ্ছে; ইহাতে ৩য় কোন পক্ষ নেই।
৩| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন প্রয়োজন সারা পৃথীবির মানুষকে যত দ্রুত সম্ভব টিকার আওতায় নিয়ে আসা,মাস্ক পরতে অনুপ্রাণিত করা।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
ইহা করোনার ১ম দিন থেকেই বলা হচ্ছে, কিন্তু অনেক ভালো জাতিও ইহা মানেনি।
৪| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১২
কলাবাগান১ বলেছেন: গতকাল সিডিসি বলেছে যে ডাবল ডোজ টিকা নেওয়ার পরও প্রায় ৫,৫০০ জন করোনায় সংক্রমিত হয়েছেন, তার মাঝে ৩৯৫ জনের হাসপাতালে ভর্তি হতে হয়েছে (৭%) এবং ৭৪ জন মারা গিয়েছেন।
আমার মতে: যেহেতু সকল ভ্যাকসিন ই তৈরী হয়েছে ভাইরাস এর এস প্রোটিন কে 'নিস্ক্রিয়' করার জন্য আর ভাইরাস এস প্রোটিন কে ইউজ করেই কোষে প্রবেশ করে। একবার যখন সে কোষে প্রবেশ করেই যায় (ভ্যাকসিন কে এড়িয়ে- এস প্রোটিন এর ভ্যারিয়েন্ট ভাইরাস), তখন ভ্যাকসিন দেওয়া থাকলেও তেমন কোন প্রতিরোধ হবে না, ইফেক্ট টা ভ্যাকসিন না দেওয়া লোকদের মতই হবে, তবে ভাইরাস এর পরিমান কম হতে পারে।
তবে আশার কথা যে ই সংখ্যা টোটালের এর তুলনায় খুবই কম আর যারা মারা গিয়েছেন তারা বেশীর ভাগই অন্যান্য অসুখে ভুগছিলেন
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
এই টিকাটি mRNA টেকনোলোজীর ১ম এ্যাপিকেশন, এবং ইহা বিশালভাবে কাজ করছে; তবে, সুক্ষ্ম সমস্যাগুলো ক্রমেই ধরা পড়বে।
"৩৯৫ জনের হাসপাতালে ভর্তি হতে হয়েছে (৭%) এবং ৭৪ জনের মৃত্যু', হারটা ভয়ের ব্যাপার।
৫| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: আমি টিকা কিভাবে দিবো?
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
অনলাইনে কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয়,ষেটা দেখােন; পরিচিত কাউকে জিজ্ঞাসা করেন; কোন কম্প্যুটার সার্ভিস থেকে পয়সা দিয়ে রাজিষ্ট্রশন করেন।
৬| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৩
পুলক ঢালী বলেছেন: কলাবাগান ভাইয়ের হিসাব স্বচ্ছ নয়।
৫৫০০ এর ৭% হচ্ছে ৩৮৫ জন।
একচুয়ালী মোট কতজনকে টীকা দেওয়ার পর ৫৫০০ জন আক্রান্ত হয়েছেন সেটা জানা গেলে সেই জনসংখ্যার মধ্যে ৭৪ জন মৃত্যু বরন করলে কত % হয় সেটা মনে হয় আসল হিসাব।
ফাইজার, মর্ডানা তাদের ভ্যাক্সিন ৯৫% কার্যকরী এরকম দাবী করছে।
উল্লেখিত হিসাব বের করতে পারলে দাবীর যথোপযুক্ততা নির্নীত হতো।
১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, বাইওলোজিষ্ট সাহেব অংক কাঁচা! টিকা কোম্পানীগুলো বলেছিলো যে, টিকা নেয়ার পর করোনা হলে, করোনা থেকে মৃত্যু হবেনা; এখন দেখা যাচ্ছে যে, মৃত্যু হচ্ছে।
৭| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫০
জুল ভার্ন বলেছেন: আমার প্রথম ডোজ নেয়া হয়েছে। এখনতো শুনছি ডাবল ডোজ নয়, তিনটা টিকা/ইনজেকশন নিতে হবে!
১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
অনেক লোকজন ইহা থেকে বিশালভাবে লাভবান হওয়ার সুযোগ নিচ্ছে।
৮| ১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৩৩
অনল চৌধুরী বলেছেন: কোনো টিকা-ফিকাতে কাজ হবে না।
সব পাপিষ্ঠ-শয়তান-খনে -ডাকাত সন্ত্রাসী এ্যামেরিকান ধ্বংস হবে।
১৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের ১ম শহর নিউইয়র্ক, যেখানে টিকা মোটামুটি কমপক্ষে ১ম ডোজ দেয়া হয়েছে। ওরা ঠিকই সমাধান বের করবে।
৯| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৯
অনল চৌধুরী বলেছেন: দিল্লী বহুদূর।
রামেসিসও ভেবেছিলো , সে নীলনদ পার হতে পারবে।
কিন্ত তার পুরো বাহিনী পানিতে ডুবে মরেছিলো।
দেখবো, এবারো পাপিষ্ঠরা জয়ী হয় না দেবতারা।
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
রেমেসিস নীল নদে কি গোসল করতে ছিলো?
১০| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:২৫
অনল চৌধুরী বলেছেন: কি করতে গেছে ভালো করে দেখেন।
ইহুদীরা তো আপনার বস।Moses parted the Red Sea
১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
রেড-সি আর নীল নদী কি একই জিনিষ?
১১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫৩
অনল চৌধুরী বলেছেন: না।
একটা নদী আরেকটা সমুদ্র।
২০ শে এপ্রিল, ২০২১ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
অনল চৌধুরী বলেছেন: দিল্লী বহুদূর।
রামেসিসও ভেবেছিলো , সে নীলনদ পার হতে পারবে।
কিন্ত তার পুরো বাহিনী পানিতে ডুবে মরেছিলো।
-নবী মুসা (আ: ) পার হয়েছেন রেড-সি, ফারাও রেমেসিস নবীকে আক্রমণ করতে গিয়ে নীলনদে ডুবে মরলো?
১২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৪
অনল চৌধুরী বলেছেন: পার হয়েছিলো সাগর কিন্ত সবাই ভুল করে বলে নীলনদ ।
টা নিয়ে একটা গানও হয়েছে!!!!!
আমিও বলেছি। সেজন্য ভুল ঠিক হবে না।
He malik e jahan
২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১১
চাঁদগাজী বলেছেন:
আপনার মুখে ও মোল্লাদের মুখে আমি নীলনদ পার হওয়ার কথা শুনেছি।
১৩| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৮
আমি সাজিদ বলেছেন: কেন চীনারা এখানে আসছেন? বাংগালীরা কেন চলে যাচ্ছেন শহর ছেড়ে?
২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
চীনের ক্ষমতাসীনরা বিপুল পরিমাণে ডাকাতী করছে প্রাইভেটাইজেশানের নামে, এদের অনেকে ভয়ে এখানে চলে আসছে। বাংগালীরা চলে যাচ্ছে, নিউইয়র্কে খরচ অনেক বেশী, বাড়ীর দাম ও ভাড়া অনেক বেশী।
১৪| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৮
কাছের-মানুষ বলেছেন: খবরটা ভাল নিউইয়র্ক শহরের জন্য! আমি দুই ডোজই সম্পূর্ন্য করেছি । দ্বিতিয় ডোজে ভুগতে হয়েছিল, অবশ্য ডাক্তার বলে দিয়েছিল এর দ্বিতীয় ডোজে ভুগাবে।
করোনার ভ্যাকসিনের সমস্যা হল এটার মেয়াদ মনে হয় সর্বোচ্চ এক বছরের, অনেকটা ফ্লু ভ্যাকসিনের মত, বছরের মত মেয়াদ থাকে! প্রতি বছর যদি নিতে হয় এই ভ্যাক্সিন তাহলে বর্তমানের গতিতে দিলে এটা খুব একটা এফেকটিভ হবে না, বেশী মানুষের কাছে পৌছাবে না!
২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের সাইকেলে পড়লে, করোনা থেকে যাবে অনেক দেশে।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪১
বিদ্রোহী সিপাহী বলেছেন: বিশ্বের আর কোন শহরের অবস্থা যেন আল্লাহ এমন না করেন।