নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতির নিজস্ব টিকা উদ্ভাবন টিমের দরকার টরকার আছে নাকি?

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৬



করোনার টিকা আবিস্কার হওয়ার পর, ৫ মাসে বাংলাদেশে হয়তো ৫০ লাখের কাছাকাছি মানুষ টিকা পেছেন; আরো ১২/১৩ কোটীকে টিকা দিতে হবে। সরকার হয়তো ২০ কোটী ডলার ব্যয় করেছে টিকার জন্য; পুরোটা কিনলে, আরো ৫০০ কোটী ডলার ব্যয় হবে; যদি একাধিকবার করোনা টিকা দিতে হয়, জাতির অবস্হা কি হবে? নাকি ভিক্ষার জন্য লাইনে থাকতে চায় জাতি!

বাংলাদেশের কোন একটা বাইওটেকের ( গোবাল না কি একটা নাম ) একজন সায়েন্টিষ্ট যেটুকু অগ্রসর হয়েছিলেন, সেটাকে হাতে রেখে, ঐ লোক ও আরো ২০/২৫ জন বাইওটেক, ফার্মা, মেডিসিন ও ফিজিওলোজিষ্টের সমন্ময়ে একটা টিকা টিম গঠন করে, mRNA ও আগের টেকনোলোজীতে টিকা ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যাওয়া দরকার। সরকার করলে ভালো, না'হয় সাধারণ মানুষের সাহায্যে একটা ফান্ড গঠন করে, ইহাকে ফাইন্যান্স করা সম্ভব; এমন কি ব্লগারেরা চাইলে এই ধরণের একটা টিমকে ভরণপোষণ করতে পারেন

করোনা ভাইরাস কি প্রাকৃতিকভাবে ছড়ায়েছে, নাকি কোন ধরণের ষড়যন্ত্র, ইহা এখনো কেহ বলছে না; মনে হয়, তলে তলে সবাই তদন্ত চালাচ্ছে। ইহা যদি ষড়যন্ত্র করে ছড়ানো হয়, তা'হলে আগামীতে এই ধরণের বা আরো কঠিন ভাইরাস আসতে থাকবে।

এবারের ভেকসিন কত সময় অবধি (১ বছরের কাছাকাছি? ) কার্যকর থাকবে, তা এখনো পরিস্কার নয়; এখন বাংলাদেশে যেই হারে টিকা দিয়েছে, আগামী ১২ মাসের মাঝে ৩ কোটীতে পৌঁছতে পারবে না; তা 'হলে, আজকে যারা টিকা পেয়েছে, ১ বছরের মাঝে তাদেরকে টিকা দেয়ার সময় হয়ে যাবে, যখনো ৮/৯ কোটী প্রথম ডোজও পাবে না। নিজেদের টিকা না থাকলে, বারবার ইহা কেনা কঠিন হয়ে যাবে।

আপনারা কি ভাবছেন, টিকা কি একদিন বানাতে হবে, নাকি এভাবে কিনে ও দান দক্ষিণা নিয়ে চলতে হবে? সরকারকে কেহ টিকা নিয়ে কাজ করতে বলছেনা কেন! নাকি বলে লাভ নেই? সরকার যদি কিছু না করে, ব্লগারদের কিছু একটা করার দরকার।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৫

রানার ব্লগ বলেছেন: রাশিয়া প্রস্তাব দিয়েছে, তারা টেকনোলজি দিয়ে বাংলাদেশ কে টিকা উৎপাদনে সহায়তা করবে। জানা নাই বাংলাদেশের সরকার কি ভাবছে।

যা পরিস্থিতি তাতে টিকা কিনে আর পোষাবে না, নিজেকেই উৎপাদন করতে হবে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



সরকারের লেগে যাওয়া উচিত ছিলো; কাজ শুরু করলে মানুষ উৎসাহিত হতো।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৪

নূর আলম হিরণ বলেছেন: নিজের জনগনের উপর নিজেদের দক্ষতার উপর সরকারেরই আস্থা নেই। তারা জানে তারা তাদের নাগরিকদের জন্য কেমন সিস্টেম বানিয়েছে! এসব সিস্টেম থেকে ভালো আউটপুট আসবে না, অযথা সময় নষ্ট হবে।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



শুরু থেকেই বাংলাদেশ সরকার ভিক্ষায় অভ্যস্ত ছিলো

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




হ্যা "গ্লোব বায়োটেক" করোনার ভ্যাকসিন বানিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পর্যন্ত গিয়েছিলো জানি। অনেক সময় পেরিয়ে গেছে। তাদের এগুনোর কোনও খবর নেই। সম্ভবত আর্থিক টানাপোড়েনে তারা পেছিয়ে পড়েছে।
সরকার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আর্থিক অনুদান দিতে পারছে এখানে নয় কেন ? এটাই কি করোনা টিকা নিয়ে বিশেষ মহলের অর্থনৈতিক রাজনীতি ????
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাই-ই।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা শিক্ষা, অর্থনীতি, টেকনোলোজী বুঝেন বলে মনে হয় না; জাতি সভ্যতার এই সময়ে কোথায় আছে, কোথায় যাবে, সেটার ম্যাপ উনার কাছে নেই।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৪

রাজীব বলেছেন: এখনো অনেকে মনে করে বাংলাদেশের টাকার অভাব। আসলে আমাদের টাকার কোন অভাব নেই। অভাব সঠিক পরিকল্পনার ও দক্ষ ব্যবস্হাপনার।
দেশী টিকা ক্লিনিকাল ট্রায়ালের সুযোগ এখনো পায়নি। আমরা দেশী জিনিসের চেয়ে বিদেশি জিনিস বেশী পছন্দ করি। মে কারনে দেশে টেস্টিং কীট তৈরীর করা যায়নি।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



ভিক্ষুকের কাছে লাখ টাকা থাকার পরও সে ভিক্ষা করতে চায়।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৪

রাজীব বলেছেন: এখনো অনেকে মনে করে বাংলাদেশের টাকার অভাব। আসলে আমাদের টাকার কোন অভাব নেই। অভাব সঠিক পরিকল্পনার ও দক্ষ ব্যবস্হাপনার।
দেশী টিকা ক্লিনিকাল ট্রায়ালের সুযোগ এখনো পায়নি। আমরা দেশী জিনিসের চেয়ে বিদেশি জিনিস বেশী পছন্দ করি। মে কারনে দেশে টেস্টিং কীট তৈরীর করা যায়নি।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কিংবা সরকারের কেহ জাতির ভবিষ্যত দেখতে পায় না।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কানাডার সরকারই জাতির ভবিষ্যত দেখতে পেল না।প্রধান শহরেই লক্ষ লক্ষ লোকের টিকা দাওয়া বাকি।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:




আমি মনে করেছিলাম, কানাডা আমেরিকা থেকেও সানে বেশী দেখে। আমেরিকা কিছু লোকজনকে পোষে শুধু ভবিষ্যত বুঝার জন্য; এই রকম একটা প্রতিষ্ঠান হচ্ছে, "ব্রুকিংস ইনষ্টিটিউশাqন"; ইহা কয়েকটি বিষয় দেখে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: মনে হয় করোনা নিয়ে শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ চিন্তা নাই।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



থাকলে উনি মানুষকে বলতেন।

৮| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন: দেশে টিকার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা, তা স্পষ্ট নয়। টিকা গ্রহনকারী অনেকের অবস্থাই গুরুতর।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



দেখা যাচ্ছে, টিকা গ্রহনকারীরা অসুস্হ হলে, মৃত্যুর হার বেশী।

৯| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

আল ইফরান বলেছেন: কেন জানি মনে হয় আমাদের ন্যাচারাল সিলেকশন থিওরির পথেই হাটতে হবে। গতদিন একটা লেখা পড়ছিলাম অতীতের ইনফেকশাস ডিজিজের গতি-প্রকৃতি নিয়ে। সেখানে একটা প্রিজাম্পশন দিয়েছে যে আমাদের আরো একটা ওয়েভ ফেইস করা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাইরাস কতটুকু শক্তিশালী/দুর্বল হয়ে যায়। থার্ড ওয়েভের আরেকটা মিউটেশন কমপ্লিট না হলে মাইক্রোস্কপিক অর্গানিজম স্ট্যাবল ফর্ম নেয় না তাদের ভাষ্যমতে।
আপাতত টিকার দৌড়ে আমাদের কোথাও কোন অবস্থান নেই। আমাদের বয়সীদের জন্য টিকা নেই এই মুহুর্তে এবং যতদুর সম্ভব সাবধানতা অবলম্বন করে চলার চেস্টা করাটাই সবচাইতে বড় প্রতিরোধ।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



সরকার যা করছে, সেটার পেছনে কোন প্ল্যান নেই, অবস্হা বুঝে ব্যবস্হা নিচ্ছে; ইহা বুদ্ধিমানের কাজ নয়। সরকারের উচিত দেশের ভালো ডাক্তার, ভালো শিক্ষক ও প্রশাসনের ভালো কিছু লোকজন নিয়ে প্ল্যানিক ও ইমপ্লিমেনটেশানের কমিটি করা।

১০| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই লাইনে ভাবার কোনো দেরকার নাই। যেই লাইন থেইকা ইনকাম বেশী হবে সেইটাই সহী লাইন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



জাতর জন্য ইহা বিশাল আয়ের পথ ছিলো।

১১| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: জাতির টিকা তৈরি করার ক্ষমতা না থাকলেও শেখ হাসিনা কে নিরাপত্তার দেওয়ার ব্যবস্থা আছে।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



এটাকে জাতি বলাও মুশকিল হবে একদিন; বেশীরভাগ মানুষ হবুচন্দ্র

১২| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: জাতর জন্য ইহা বিশাল আয়ের পথ ছিলো।
জাতীর কথা কে ভাবে?
সব আনা সাপনা মানি মানি

১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



দেশের শতকরা ৫০ ভাগের বেশী মানুষ জাতির কথা ভাবেন।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এটা অনেকটা চাষ বাষের মতো।
নিজের জমিতে চাষ করেউৎপাদন করতে পারলে আর কেনার জন্য চিন্তা করতে হয় না।
আমরা বিলাসী চিন্তায় অভ্যস্ত।
বাড়িতে প্রচুর খালি জায়গা থাকা সত্ত্বেও জাত যাবে বলে সামান্য চাষ আবাদ করি না।

তবে ইদানিং ছাদ কৃষি বেশ জনপ্রিয় হচ্ছে বলে শুনেছি।

১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা জাতির অবস্হা বুঝার জন্য কিছু মানুষকে চাকুরী দি্তে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.