নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জন্মের পর, শিশু নিজকে কোথায় আবিস্কার করলো?

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১



ঢাকা কিংবা বোম্বেতে জন্ম নিলে, শতকরা ৪ ভাগ সম্ভাবনা আছে, শিশুটি বস্তিতে জন্ম নিতে পারে; বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, জাপান, ইসরায়েল কিংবা সুইডেনে জন্ম নিলে শিশু কিছুতেই নিজকে বস্তিতে খুঁজে পাবার সম্ভাবনা নেই; আমেরিকায় জন্ম নিলে, শতকরা ৩/৪ ভাগ সম্ভাবনা আছে শিশুটি গেটোতে জন্ম নিতে পারে, গাজায় জন্ম নিলে সে ১০০ ভাগ রিফিউজি ক্যাম্পে আছে।

শিশুর জন্মগত অবস্হান কোনভাবে শিশুর উপর নির্ভের করে না; উহা নির্ভার করে মায়ের অবস্হানের উপর, কিংবা রাষ্ট্রের অবস্হানের উপর। সুইডেন, ইসরায়েল, জাপানে জন্ম নেয়ার আগে রাষ্ট্র শিশুর তত্বাবধান করার শুরু করে; ফলে, শিশুর জন্ম বস্তিতে হওয়ার সম্ভাবনা নেই; আমেরিকা জানে, বাচ্চা কোথায় যাবে; তবে, কোনভাবে কোন ব্যবস্হা নেয় না; বাংলাদেশ, ইয়েমেন, কিংবা ভারত সরকার শিশু জন্ম নেয়ার পরেই জানে, কিংবা অনেকদিন অবধি জানে না।

বস্তিতে জন্ম নেয়া কেহ সামুতে ব্লগিং করার সুযোগ পেয়েছিলেন বলে আমার মনে হয় না; তারপরও, একমাত্র নুরু সাহেবকে আমি প্রশ্ন করতে পারবো, উনি কি বস্তিতে সোনার চামচ মুখে জন্মছিলেন কিনা; নাকি বাংলার ভেনিসে কোন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিেলন?

অনেক বাংগালীর জন্ম বস্তিতে হলেও, মৃত্যুর পর উনারা বস্তির মতো ভয়ংকর যায়গায় আর যাবেন না, তাঁরা সোজাসুজি বেহেশতে কিংবা দোযখে চলে যাবেন; কিন্তু আমাদের জন্য যারা সব সময় বন্ধুত্বের হাত বাড়ায়ে দিয়েছেন, সেসব জাপানী ও কানাডিয়ান, সুইডিস সবাই দোযখে চলে যাবেন; ওরা পৃথিবীতে বেশী সুখে ছিলো, তাই তাদের এই অবস্হা!

শিশুর জন্ম যাতে বস্তিতে না হয়, সেটার ব্যবস্হা কি রাষ্ট্র করতে সক্ষম, রাস্ট্রের হাতে কি অত সম্পদ আছে? সোভিয়েত ইউনয়ন কিভাবে সেটা করতে সক্ষম হয়েছিলো? ইসরায়েল, সুইডেন, জাপান কিভাবে কি করেছে যে, শিশু বস্তিতে জন্মায় না; ইহা কি বাংগালী মগজে ঢুকবে?



মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: কইলে কত্য কথা কয়ন যায়, দেশে বসে আমরা এত কথা বলতে পারি না।
আমি মনে করি এই পথ শিশুদের জন্য এরশাদ সরকার ছাড়া আর কোন সরকার সামান্য কাজটুকুও করে নাই, দিনের পর দিন এরা বেড়েছে সরকারের নিবুদ্ধিতার জন্যই।

এখনো ঢাকার ফুটপাতে এমন শিশু যুবক দেখে আমার মনে হয় এই সমস্যা আর কোন দিন শেষ হবে না, অনেকটা ব্রাজিল, বলিবিয়া, পেরুর মত হয়ে উঠছে স্বদেশ।

শুধু শাসনের ভুলে! আহা।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যেটুকু সময় পেয়েছিলেন, এসব সমস্যা সমাধানের জন্য যথেষ্ট ছিলো। ইসরায়েল, সুইডেন, জাপানের সরকারগুলো কিভাবে চলে, তিনি তা বুঝতে পারেননি।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৯

শাহ আজিজ বলেছেন: নুরু ভাই গোয়াল ঘরে পয়দা হয়েছিলেন , হুম , অ্যাঞ্জেল ঘেরা অবস্থায় , হ

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলার যীশু?

৩| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সেদিন এক লোকের স্ত্রীর বাচ্চা হবে। অথচ লোকের হাতে টাকা নেই। সরকারী হাসপাতালেও ১৫ হাজার টাকার উপরে লাগে। সেই লোক কোথা থেকে এক দাই নিয়ে এলেন।
যাই হোক, বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ আছেন। তবে বাচ্চার মার সীমাহীন কষ্ট হয়েছে।

এই দেশে গত এক যুগে দরিদ্র লোক আরো দরিদ্র হয়েছে। ধনী লোক আরো ধনী হয়েছে। এই হচ্ছে শেখ হাসিনার ফসল।
আশার কথা চারপাশে ফ্ল্যাট, গাড়ি, বাইক আর জমি খুব বেচা কেনা হচ্ছে। করোনার জন্য দেশ ভ্রমনটা আপাতত বন্ধ আছে।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া শেখকে হত্যা করে জাতিটাকে এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার তুঘলকি খেলাধুলার স্হান বানিয়ে গেলো।

৪| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিরাট চিন্তায় পড়ে গেলাম।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলের মানুষ ছাড়া অন্য কোন সম্পদ নেই, সুইডেন ঠান্ডা হয়ে থাকে, জাপানে প্রতিদিনই ভুমিকম্প হয়; আর বাংলা নাকি চির-সবুজ!

৫| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অর্থের সুষম বন্টন করতে গেলে শেখ হাসিনা দুই দিনও ক্ষমতায় থাকতে পারবেনা।দলের বেশির ভাগ কর্মী লুটপাটের অর্থনীতির পক্ষে।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনি বেশী বেশী বুঝেন, আপনি যাতে আরেকটু কম বুঝেন, সেই রকম কিছু করা যায়?

৬| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সিঙ্গাপুরে ও মানুষ আছে কেবলমাত্র।

তবে তাদের সেই মানুষ এখন সম্পদ।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



সিংগাপুর, তাইওয়ান, সুইডেন, ইসরায়েল মানুষের উপর বেশী বিনিয়োগ করেছে; মানুষের উপর সবচেয়ে কোন বিনিয়োগ হয়েছে বাংলাদেশ, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান ও আফ্রিকায়।

৭| ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০০

আখেনাটেন বলেছেন: শিশুরা যাতে বস্তিতে না জন্মায় এর জন্য একজন নেতার যে ধরনের ভিশন, প্রশাসনিক দক্ষতা, দেশপ্রেম, ও সর্বোপরি সততা থাকা দরকার তার কি কোনটা আমাদের রাষ্ট্রনায়কদের ছিল কখনো? আপনার কি মনে হয়?

২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



না ছিলো না; শেখ সাহবে, তাজউদ্দিন সাহেবও এসব ব্যাপারে কিছু বলেননি। নেতারা হয়তো বুঝবে না, ব্লগারেরা বুঝলেও কম কথা নয়।

৮| ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: না ছিলো না; শেখ সাহবে, তাজউদ্দিন সাহেবও এসব ব্যাপারে কিছু বলেননি। নেতারা হয়তো বুঝবে না, ব্লগারেরা বুঝলেও কম কথা নয়। --- তাহলেই এগুলোই মূল কারণ। একজন রাষ্ট্রনায়ক অথোরিটারিয়ান হতে পারেন। এতে তাদের ঐ চারটি গুণে তা বাধা হচ্ছে না।

আজকে আমরা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার উদাহরণ দেই। এদের সেইরকম গুণসম্পন্ন নেতা ছিল বলেই তারা আজ এ পর্যায়ে। পার্ক, লি, মাহাথির সকলেই অথোরিটারিয়ান হিসেবেই ইতিহাসে লিপিবদ্ধ। কিন্তু ঐ চারটি গুন তাদেরকে ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছে। এগুলো নিয়ে দেশি অথোরিটারিয়ানদেও ভাবা দরকার। কোথায় উনাদের ও ইনাদের পার্থক্য।

২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



গত ওএই শতাব্দীতে গনতন্ত্রের কারণে অনেক দেশে সবচেয়ে গুণী রাজনীতিবিদরা দেশ চালানোর সুযোগ পাচ্ছেন; আবার কিছু কিছু দেশে সবচেয়ে কমগুণীরা সুযোগ করে নিচ্ছে। প্রত্যেক জাতির সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, মানুষের জ্ঞানবুদ্ধি তাদের চলার পথ রচনা করছে।

৯| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০০

আখেনাটেন বলেছেন: প্রত্যেক জাতির সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, মানুষের জ্ঞানবুদ্ধি তাদের চলার পথ রচনা করছে। --- আপনার এই কথাটা বিশ্লেষণ করা যাক। আমাদের সংস্কৃতি কোনোভাবেই কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়ে কম ঐতিহ্যমন্ডিত নয়। আমাদের 'শিক্ষা' '৫০'র, ৬০'র দশকের কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থার চেয়ে কম উন্নত ছিল না। বরং বলা চলে তাদের চেয়ে বেশিই ভালো ছিল। সেসময় বহু মালয়েশিয় ছাত্র এ দেশের কৃষি, মেডিকেল কলেজে পড়েছে। আমাদের অর্থনীতি '৬৫ তে সিঙ্গাপুর স্বাধীন হলে বা মালয়েশিয়া কিংবা কোরিয়ার অর্থনীতির চেয়ে খারাপ ছিল না। মাথাপিছু আয়ে সামান্যই পার্থক্য ছিল।ঊদাহরণস্বরুপ, ১৯৭৫ এ বাংলাদেশে ২৭৮ ডলার, দক্ষিণ কোরিয়া ৬১৭ ডলার। আজ যেটা আকাশ-পাতাল। আর জ্ঞানবুদ্ধি বলছেন, সেক্ষেত্রে বুঝি বাঙ্গালীরা ভারত উপমহাদেশেই শীর্ষে অবস্থান করছিল। ঐ সকল দেশ তখন কেবল নিজের গুছিয়ে নিচ্ছে। এরপরও কেন বাংলাদেশের বস্তিতে শিশু জন্ম নিচ্ছে, সেটা প্রথম মন্তব্যে বলেছি?

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের জন্ম হয়েছিলো জনতার বিরাট আশা ও ঐক্যের মধ্য দিয়ে; কিন্তু শুরুতেই সরকারের লোকদের যোগ্যতা প্রয়োজনের তুলনায় নীচু ছিলো। তারা হয়তো শিখে নিতে পারতো; কিন্তু মিলিটারী সবকিছুকে তছনছ করে দিয়েছিলো; মিলিটারীর কারণে মেধাহীন অসৎ এরশাদ, বেকুব বেগম জিয়া ও দক্ষতাহীন, কৌশলী শেখ হাসিনার হাতে দেশ চলে যায়; ইহা থেকে বের হওয়ার চেষ্টা করছে না জাতি বিএনপি-হেফাজত--জামাত-শিবিরের উপস্হিতির কারণে

১০| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: এই করোনার মধ্য মা সন্তান জন্ম দিয়ে টাকা দিতে না পারায় বাচ্চাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় এই হলো বাংলাদেশ

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা দেশকে নিয়ে ব্যবসা করছে।

১১| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

আমি সাজিদ বলেছেন: সরকারি হাসপাতালে ১৫ হাজার টাকা লাগে না প্রসূতি মায়ের। রাজিব নূর ভাই জেনে শুনে ইচ্ছে করেই মিথ্যে কথা বলেন।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



সনতান হওয়ার আগে, হাসপাতালের কোন ডাক্তার ও এডমিনিষ্ট্রেটর হাসপাতালে ভর্তির ব্যবস্হা করে রাখে, তখন সমস্যার সমাধান হয়ে যায়; ইহা কি অসম্ভব?

১২| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উপরতলা নীচতলা বলে কথা !
এ নাহলে সমাজে বাস করা যায় ???

.............................................................................
আমাদের অহংকার,অজ্ঞতা, হিংসা পরিবারের মাঝে বিভেদ
তৈরী করে , আর রাষ্ট্র নিজ স্বার্থে , ভূল রাজনীতি বস্তির সংখ্যা
বৃদ্ধি করে ।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা, ওবায়দুল কাদের, অর্থমন্ত্রীর দিকে তাকালেই বুঝা যায়, ইহারা কি করতে সমর্থ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৪

রানার ব্লগ বলেছেন: না আমাদের কোন প্রস্তুতি নাই ছিলো না ভবিষ্যতে হবে কি না জানা নাই।

আমরা এখনো আদিম যুগে আছি।

শিশু আল্লাহর দান তার তত্বাবধানও আল্লহ করবে বলে পান খেতে খতে কান চুলকাই।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



যারা মানুষের জন্য কাজ করার কথা, তারা নিজ পরিবারের জন্য ডাকাতিতে ব্যস্ত

১৪| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: এই দেশে জন্মগ্রহন করাটাই পাপ।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহেবের পরিবারে কিংবা বেক্সিমকোর ঘরে জন্ম দেয়া উচিত।

১৫| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৭

শূন্য সারমর্ম বলেছেন: বস্তিতে জন্ম নেয়া কেউ ইতিহাসের জন্ম দিয়ে বস্তি চিরতরে দূর করতে পারে দেশ থেকে।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:



এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকায় তা ঘটেনি ২০০ বছরে।

১৬| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৬

সিগনেচার নসিব বলেছেন: আমরা নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে কোন্দল করতে করতে রাষ্ট্র ও সমাজের জন্য আসল হুমকিগুলোর কথা ভুলে যাই। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু সিস্টেম বানায় রাখছি বৈষম্যমূলক !

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের সমাজে আগাছা বেড়ে গেছে অনেক।

১৭| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:১২

লাতিনো বলেছেন: গ্রামীণ ও প্রান্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করলে একদিকে গ্রামের অর্থনীতি বিকশিত হয়, অন্যদিকে শহরমূখী চাপ কমে যাবার ফলে বস্তির প্রয়োজন কমে যায়। কিন্তু জিয়া ও এরশাদ ছাড়া আর কারো মাথায় এই সহজ ব্যাপারটা ঢোকেনি।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



সেটা জিয়া, এরশাদ ব্যতিত আপনার মাথায় ও গোলাম আজমের মাথায়ও ছিলো।

১৮| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৫

লাতিনো বলেছেন: হ্যাঁ, আমি বেদুঈন মানসিকতার তো, তাই মাঝে মাঝে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ি। আপনার মত তালপাখার বাতাস খাইনা।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:




বুঝা যা্চ্ছে, আবর্জনা বাড়ছে।

১৯| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: বাংলার যে কোন বস্তিতে সন্তান জন্ম নিলে টিকা দেয়ার পর টিকা কার্ড দেখে জন্ম নিবন্ধন হয় ব্যক্তি উদ্যোগে। আবার কারও কারও বেলায় স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় জন্ম নিবন্ধনের কথা মনে হয়।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:



বস্তির ছেলেরা বস্তিতে থাকছে,বস্তি বড় হচ্ছে ক্রমেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.