নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় টিকার উপর নির্ভরশীল পুরো আফ্রিকা, সাপ্লাই বন্ধ

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭



*** কমেন্ট ব্যানে আছি, কিছুদিন আপনাদের পোষ্টে কমেন্ট করা হবে না ***

ভারত জুন মাসের মাঝে ২৫০ মিলিয়ন "স্পেশাল প্রাইওরিটি"র মানুষকে টিকা দেয়ার প্ল্যান করেছিলো, সেটা ঘটেবে না, মনে হয়; যদি সেই প্ল্যান কার্যকরী করতে পারে, শতকরা ২০ জন টিকা পেয়ে যাবে। রাশিয়ান টিকাসহ ভারত ৩টি টিকার অনুমোদন দিয়েছে ও ৬টি ম্যানুফেকচারিং সাইটে টিকা উৎপাদন করার কথা।

ভারত নিজদের জন্য উৎপাদনের পাশাপাশি GAVI'র প্রোগ্রামে বিশ্বের আরো ৭০টি দেশের জন্য টিকা উৎপাদন করছে; উৎপাদন শুরু হয়েছে; কিন্তু ভারতের অভ্যন্তরে টিকাদান বেশ শ্লো হওয়ায়, ভাইরাস এখন কন্ট্রোলের বাহিরে; মনে হয়, তারা এখন নতুন পদক্ষেপ নিয়ে টিকা দেয়ার গতি বাড়াবে; তাই, তারা আফ্রিকা ও অন্য দেশের টিকা সরবরাহ বন্ধ করে, নিজেদের ইনভেনটরী বাড়াচ্ছে; ইহা কিন্তু আফ্রিকা ও অনেক গরীব দেশের প্রতি অন্যায়, সব দেশেই মানুষ প্রাণ হারাচ্ছেন!

বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর মতো দরিদ্র না হয়েও ভারতের উপর নির্ভর করছিলো অকারণে; এখন ভুতের মতো বকছে। আফ্রিকার দেশগুলোকে গরীব করেছে তাদের সরকারগুলো; সরকারের লোকেরা ইউরোপের লোকজন থেকেও ধনী; ইউরোপের ধনী এলাকাগুলোতে আফ্রিকার ধনীদের বাড়ী আছে।

বিশ্বের গরীব দেশগুলো যাতে ধনী দেশগুলোর সাথেই টিকা পায়, সেটার ভার নিয়েছে GAVI, ( Global Alliance for Vaccines and Immunizations ); ইহা পাবলিক-প্রাইভেটদের সন্মিলিত প্রচেষ্টা। এই ধরণের বিশাল সংস্হাগুলো সমস্যা হলো, যারা এসব সংস্হায় বড় বড় অনুদান দেয়, তারাই এসব সংস্হার পরিচালক থেকে শুরু করে বড় বড় পোষ্টগুলোতে নিজেদের লোকজন দেয়, এসব মানুষজনের সমস্যা আছে; এরা কমিশন মমিশন সব ধরণের অন্যায়ের সাথে জড়িত; ফলে, ভারত মারত এসব বড় বড় উৎপাদনের দায়িত্ব পেয়ে থাকে।

আফ্রিকার কিছু কিছু দেশ: চাদ, বুরুন্ডী, ইরিত্রিয়া, তানজানিয়া, ইত্যাদি এখনো কোন ধরণের টিকাকে অনুমোদনও দেয়নি, সময় নেই, ব্যস্ত!



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

সোহানী বলেছেন: আমরা বরাবরেই বেকুব শ্রেনীর তা বলার অপেক্ষা রাখে না। ধরা খাবার পরও আমাদের কোনভাবে শিক্ষা হয় না্।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



প্রশাসনের লোকেরা ধুর্ত; শেখ হাসিনা হয়তো নিজের থেকে এসব ব্যাপার সঠিভাবে বুঝেন না, ব্যুরোক্রেটরা সেই সুযোগ নেয়। আমাদেরকে আফ্রিকার লেভেলে নিয়ে গেছে প্রশাসন।

২| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



দেশের নাম বদলায়ে, বেক্সিদেশ কিংবা বসুন্ধারা স্হান রাখার সময় হয়ে গেছে! বেক্সিমকো, বসুন্ধরা, আলম ব্রাদার্সরা দেশের মালিক হয়ে গেছে।

এই মন্ত্রিকে ওরা কেনেনি?

৩| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেশ যে তিমিরে ছিল, এখনো সেই তিমিরেই আছে।
আমাদের ভাগ্যের পরিবর্তনা হবেনা
আলোর কণা কবে দেখবো, অজানা।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:




দেশে চাকুরী সৃষ্টির যেই পরিমাণ ক্যাপিটেল ছিলো, সেগুলো বেক্সিমকো, শিকদার ব্রাদার্স, খুলনা পাওয়ার, বসুন্ধরা, ২ লাখ ঋণ-খেলাপী ও প্রশাসনের লোকেরা দখল করে নিয়ে গেছে; এখন বেকারত্ব ও নীচু বেতনই জাতিকে দরিদ্র করে রেখেছে।

৪| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৮

শেহজাদী১৯ বলেছেন: দেশের প্রতিটি মানুষের টিকা নিশ্চিতি করণ জরুরী।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনি বানান, তখন নিশ্চিত করা যাবে। তাবিজ দিলে কেমন হয়?

৫| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: এখন নিউজে পেপারে দেখলাম প্রথম টিকা দেওয়া বন্ধ করা হবে। চীন এবং রাশিয়াকে টিকার জন্য চিঠি।

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



এখন চিঠি লেখার সময় নেই, কিনার সময়।

৬| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৩০

কবিতা ক্থ্য বলেছেন: গাজী ভাই,
সবার আগে নিজের ঘর, আর ভারত তাই করছে।
জান বাচানো যখন ফরজ- নৈতিকতা - সেখানে মুল্যহীন।

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



ভারতের টেকনোলোজী, দক্ষতা ও ম্যানুফেকচারিং ক্ষমতা আছে বলেই কাজটা পেয়েছে; তবে, বেশী কাজ নিয়েছে ও নিজেদের অবস্হা যে, এই রকম হতে পারে, তা গণনার মাঝে আনেনি; আনার দরকার ছিলো; কারণ, তারা কঠিন দায়িত্ব নিচ্ছিল।

৭| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৩

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশের উচিত অক্সফোর্ডের সাথে দেনদরবার করা যাতে এস্ট্রোজেনকার টিকা প্রডাকশনের অনুমতি আমাদের কোন ফার্মাসিউটিকাল পায়।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে 'এমআরএনএ' টেকনোলোজীর টিকা ম্যানুফেকচারিং করার মতো ক্ষমতা নেই, মনে হয়; সরকার কি করছে উহা মানুষকে জানাতে চাহে না কেন, ইহা বুঝা মুশকিল।

৮| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টিকার কথা ছাড়ুন !
ভারত পেয়াজের মতো এবার অক্সিজেন রফতানিও বন্ধ করলো।
গত ৪ দিন ধরে বাংলাদেশের বাজারে ভারত থেকে
কোনও অক্সিজেন আসছে না। ফলে অক্সিজেনসংকটে বাংলাদেশ।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



এগুলো সমাধান যোগ্য, শেখ হাসিনা টিভি'তে আসার জন্য চাপ দেয়ার দরকার।

৯| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৮

অক্পটে বলেছেন: ভারত ব্যবসায়িক দিকটা আগে দেখেছে, নিজের জনগণকে ভগবানের উপর ছেড়ে দিয়ে।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



ভগবান ভাইরাসের ভয়ে চীন গিয়ে বসে আছে।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ২:৪৪

রাজীব নুর বলেছেন: আজ মাকে নিয়ে গিয়ে দ্বিতীয় ডোজ দিয়ে আসলাম।

০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আগাামী ২/১ বছর মাস্ক ব্যতিত ঘরের বাহিরে যাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.