নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতের অবস্হা দেখে মানুষ চিন্তিত, বিভ্রান্ত, হতাশ; মানুষকে সাহস দেয়ার দরকার

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৫



*** কমেন্ট ব্যানে আছি, আপনাদের পোষ্টে কমেন্ট করতে পারছি না

ভারতের বর্তমান ক্রাইসিসের সময় আমাদের জাতিকে সাহস দিতে পারেন আমাদের প্রাইম মিনিষ্টার ও প্রেসিডেন্ট; ড: কামালও সাহেবও চেষ্টা করে দেখতে পারেন।

ভারতের অবস্হা দেখে বাংলাদেশের মানুষ চিন্তিত, কিছুটা ভীতও বলা চলে; আমাদের সরকার কি করছে, আমাদের অবস্হান কি, কি ঘটতে পারে, ইত্যাদি নিয়ে বিবিধ লেভেলের জ্ঞানী, অজ্ঞানী আলোচনা মানুষক বিভ্রান্ত করছে, মানুষ হতাশ হচ্ছে। এই অবস্হায়, মানুষকে আমাদের সরকারের সঠিক অবস্হান, পরিবর্তিত প্রস্তুতি ও সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে সঠিক তথ্য দেয়ার দরকার। সেটা করা উচিত প্রাইম মিনিষ্টার ও প্রেসিডেন্ট, ২ জনেরই।

বর্তমান পরিস্হিতিতে প্রতিদিন সন্ধ্যায় প্রাইম মিনিষ্টারের উচিত ২০/৩০ মিনিটের নিউজ ব্রিফিং করা; মানুষকে সরকারের প্রস্তুতি, দেশের অর্থনৈতিক ও খাদ্য পরিস্হিতি, উৎপাদন ও ডিষ্ট্রিবিউশন সম্পর্কে সঠিক তথ্য দেয়ার দরকার।

মানুষ টিকা, হাসপাতালের সীট, অক্সিজেন সরবরাহ ও করোনা টেষ্ট সম্পর্কে পুরোপুরি বিভ্রান্ত; এগুলো নিয়ে সঠিক তথ্য মানুষকে দেয়ার দরকার, যাতে মানুষ সঠিক পরিস্হিতিকে বুঝে দরকারী পদক্ষেপ নেয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে পারে।

বর্তামন অবস্হায় সরকারের উচিত সবগুলো হাসপাতালের ম্যানেজমেন্ট বিশেষ কমিটির হাতে নিয়ে আসা; সীটের ব্যাপারে খুবই সৎ হওয়া, পুরো চিকিৎসা ও টেষ্ট ফ্রি করে দেয়া।

ভারতের দিল্লী, বোম্বে ও অন্যান্য বড় শহরে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের মানুষেরা কাজ করেন; এই অবস্হায় ওদের একাংশ দেশে ফিরবে; বর্ডারে ওদের থামায়ে বিজেপি ক্যাম্পে ১০/১২ দিন আইসলোশানে রাখা; এজন্য কমপক্ষে বর্ডারে ৩/৪ লাখ ভলনটিয়ার নিয়োগ করার দরকার; সরকার ভলনটিয়ার চাইলে মানুষ এগিয়ে আসবে।



মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

সাাজ্জাাদ বলেছেন: আপনি যা কিছু বলেছেন সব-ই ঠিক আছে। এসব করতে হলে সব ডিপার্টমেন্টের মধ্যে একটা সমন্বয় দরকার। এই সমন্বয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সঠিক ভাবে চালাতে পারলেই কিছুটা সাফল্য আসবে। কিন্তু আমাদের সরকার তো শুধুমাত্র লকডাউনের ডিশিসান দিতেই তালগোল পাকিয়ে ফেলছে।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:




সেক্রেটারিয়েটে যাবার সুযোগ পেলে দেখতে পেতেন,বেশীর লোকজন নিজের পরিবারের কাজ নিয়ে ব্যস্ত, জাতিকে সময় দেয় না এরা।
এসব লকডাউনের দরকার ছিলো, কিন্তু এগুলোকে সঠিভাবে প্ল্যানিং করা হয়নি; হয়তো, সেই ধরণের লোকজন নেই সরকারে; সরকারী চাকুরী পেলে মানুষের মগজটা ছোট হয়ে যায়।

২| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২০

আমি সাজিদ বলেছেন: আপনার জন্য আমার কবিতা -

আমি একলা মানুষ। বসে আছি স্টেশনে এই বেঞ্চিতে৷
জনসমুদ্রে মাথা গুনছি আর গন্তব্য ঠিক করছি,
কোথায় যাবো জানা নেই।
উদ্দেশ্যহীন আর গন্তব্যহীন
আমি একলা মানুষ। বসে আছি এই বেঞ্চিতে।

কোলাহল থেকে একজন আমার পাশে এসে বসে
মাথায় কিম্ভূতকিমাকার টুপি, পেঙ্গুইন পাখির মতো কোট পড়নে।
তার গায়ে সাইনবোর্ড। স্পষ্ট বাংলায় লেখা আছে -
হান্নান ভাইয়ের ভ্রাম্যমান টিকেট কাউন্টার
বাংলাদেশ টু বেহেশত, গেটলক সার্ভিস
হান্নান ভাই বেহেশতের টিকেট বিক্রি করছেন।
আমি কি একটি টিকেট চেয়ে নিবো?
কারন আমি তো উদ্দেশ্যহীন আর গন্তব্যহীন
একলা মানুষ। এই মুহুর্তে টিকেট কেটে বেহেশতে যেতে আমার আপত্তি নেই।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



দেশের ৫ কোটী পরিবার বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছে; ৮০ ভাগই সরকারের সাথে কোনভাবে যুক্ত নয়; মানুষের এই অসহায় অবস্হাটা সরকার অনুধাবন করছে না।

৩| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২০

স্প্যানকড বলেছেন: ভলান্টিয়ার এর ভীড়ে দালাল না ঢুকে পড়ে ! করোনা বি এন পি, জামাত, হেফাজত হলে সরকার আরও কড়া এবং সঠিক পদক্ষেপ নিয়ে ফেলত। যে জাতি এত বদ অভ্যাসে জর্জরিত সে কি শুনবে কারো কথা! ভালো থাকবেন।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



অনেক সমস্যা জড়ো হয়ে গেছে; শেখ হাসিনা অবশ্যই বিএনপি-জামাত-শিবিরকে করোনা থেকে বেশী ভয় পায়, উনার কারণও আছে।

কিন্তু সেগুলোকে এখন জাতি চাচ্ছেনা, জাতি উনার সঠিক পদক্ষেপ চায়, সেটা উনি বুঝেন না।

৪| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭

অধীতি বলেছেন: হাসপাতালই উধাও হয়ে যাচ্ছে, তার ওপর অফিস বন্ধ থাকায় ঘুষ না পেয়ে আমলাগন শোকাহত।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:




করোনার উপর প্রাইম মিনিষ্টারের বা প্রেসিডেন্টের সঠিক, শক্ত কোন কমিটি হয়তো নেই, যারা দির্ঘমেয়াদী প্ল্যান করবে। আপনার পরিচিত পরিবারে সদি সেক্রেটারী বা উচ্চ-পদস্হ সরকারী চাকুরে থাকে, তাদের পর্যবেক্ষণ করুন; দেখবেন যে, ওরা ভালো কিছু করছে না।

৫| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫

মিরোরডডল বলেছেন:




কিছুটা ভীত না, খুবই আতংকিত ।
হওয়াটাই স্বাভাবিক, বর্ডারের এপার ওপার ।
পৃথিবীর আর কোথাও এতো খারাপ অবস্থা হয়নি ।
ভারতের অবস্থা দেখে আমাদের দেশের সরকার ও সাধারণ মানুষ যদি এতটুকুও লেসন নিয়ে থাকে,
তাহলে কারেন্ট সিচুয়েশন হ্যান্ডেলের পাশাপাশি ইমিডিয়েট ব্যাকআপ প্ল্যানে যাওয়া দরকার ।



২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



ভারতের বর্তমান অবস্হার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশকে নতুন করে প্রস্তুতি নেয়ার দরকার, ব্যাক-আপ প্ল্যান থাকার দরকার।

প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে কিনা, ভারতের ক্রাইসিসের আলোকে বাংলাদেশের কি করা দরকার, প্রাইম মিনিষ্টার কি ভাবছেন, প্রেসিডেন্ট কি করছেন, এগুলো প্রতিদিন মানুষকে জানানোর দরকার, যাতে মানুষ তাল মিলাতে পারেন।

৬| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

অক্পটে বলেছেন: সত্যিই বলেছেন, ভারতকে দেখে বাংলাদেশেরও শিক্ষা নেয়া দরকার। এখন বোধহয় সরকারের যে কোন রকমের ভুলের জন্যই বড় ধরনের কোন মাশুল গুনতে হতে পারে।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি চিন্তিত, আমি চিন্তিত, মানুষ চিন্তিত; শেখ হাসিনা ও প্রেসিডেন্টও চিন্তিত হওয়ার কথা; উনারা চিন্তিত কিনা, কতটুকু চিন্তিত, চিন্তিত হয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন, উহা মানুষের জানা খুবই দরকারী।

৭| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০

স্থিতধী বলেছেন: মানুষের এই অসহায় অবস্হাটা সরকার অনুধাবন করছে না।

মানুষের অবস্থা অনুধাবন করার ঠ্যাকা আর সরকারের নাই। সরকার নিজেকে সব কিছুর উর্ধে নিয়ে গেছেন । সরকারের আর বাংলাদেশের মানুষ দরকার নাই। বাংলাদেশের মানুষরা নিজ নিজ চেষ্টায় টিকে থাকে; আর সরকার এই আছে এই নাই মুডে থাকে।

২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



প্রশ্রাশন, কিছু ব্যবসায়ী ও দলের কিছু নেতা নিয়ে সরকারের পৃথিবী, মানুষের সম্পৃক্ততা নেই। এইজন্য প্রতিটি পরিবার নিজে টিকার চেষ্টা করছে, জাতীয় ঐক্য নেই; প্রশাসনের লোকেরা কাজে গিয়ে নিজ পরিবারের স্বার্থ দেখে; ইহা ভয়ংকর পরিস্হিতি।

৮| ২৭ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

ঢাবিয়ান বলেছেন: ভারত আসলে করোনা প্রতিরোধে কোন ব্যবস্থাই নেয় নাই। মোদীর অবস্থা ট্রাম্পের মত অনেকটা। নিউইয়র্কে যা হয়েছিল, ভারতে এখন তাই হচ্ছে। বাংলাদেশ ছোট দেশ। যথেষ্ঠ সময় পেয়েছে সরকার। তারপরেও যদি সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আর কি বলার থাকতে পারে!!

২৭ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ছোট দেশ, মানুষ বেশী, ইহা করোনা সংক্রমণের জন্য খুবই উপযুক্ত পরিবেশ।

সরকার সঠিক পদক্ষেপ না নেয়াতে মানুষ বিশৃংখল হয়ে গেছে, জাতি ভুগছে; ভারতও আমাদের মতো, তবে ওখানে মানুষের ঘনত্ব/বর্গ কীলোমিটারে আমাদের চেয়ে ৪গুণ কম। ভারতের অবস্হা দেখে মানুষ ভীত ও হতাশ; এখন শেখ হাসিনা ও প্রেসিডেন্ট প্রতিদিন মানুষকে সরকারী অবস্হান জানিয়ে দরকারী পদক্ষেপের কথা বলা দরকার।

৯| ২৭ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি বৃহৎ দেশ।
এখানে মানুষ বেশী । সম্পদ কম।
এতো বেশী মানুষের জন্য দেশে কোন কাজ নেই।
উৎপাদন নেই।
নাগরিকরা বেশীর ভাগই সৎ নয়।
নেতারা ভালো নয়।


আমাদের সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষের ঘনত্ব ১২০০জন/বর্গ কি: মিটার; ইহা আত্মঘাতি সংখ্যা; ভারতে ৩০০ জনের মতো।

তবে, বাংলাদেশে যেই সম্পদ ও সুযোগ ছিলো, সবাই কাজকর্ম করে ভালো থাকতে পারতো; কিন্তু বেক্সিমকো, বসুন্ধরা, খুলনা পাওয়ার, আলম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স, সামিট পাওয়ার ইত্যাদি ১০/১৫টা পরিবার ৮/৯ কোটী মানুষ্বের সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে।

১০| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন: ভারতে ছোট বড় অনেক ধনী এগিয়ে এসেছে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে । আমাদের দেশে আছে লুচ্ছামি নিয়ে । বসুন্ধার এম ডি এক কলেজ পড়ুয়া মেয়েকে এক লাখ টাকার বাসা বাড়ায় রাখতো রক্ষিতা নিয়ে মেয়েটা আজ আত্মাহত্যা করে মরে গিয়েছে। মেয়েটাকে বিয়ে করবে বলে এমডি।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



বসুন্ধরার মালিকের ২ ছেলে আগে ১ ইন্জিনিয়ারকে হত্যা করেছিলো; তত্বাবধায়ক সরকারের সময় লন্ডলে পালিয়েছিলো; বসুন্ধরা বাংলাদেশ সরকারের "খাস জমি" পুরোটা ও মানুষের জমি কয়েক হাজার একর দখল করে নিয়েছে।

১১| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

সভ্য বলেছেন: বেক্সিমকো, বসুন্ধরা, খুলনা পাওয়ার, আলম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স, সামিট পাওয়ার এদের কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়ার বিষয়ে যদি একটা পোষ্ট দেন তবে সবাই বিবেচনা করতে পারি.কেনো তারা ৯ কোটি মানুষের সম্পদ একা ভোগ করবে, কে দিয়েছে তাদের সেই অধিকার??? জবাব চাই?

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



এরা সবাই ডাকাতী করে নিয়ে গেছে জাতির ক্যাপিটেল; এদের ডাকাতীর কারণে শিল্প ব্যাংক, জাতীয় ব্যাংক ও অনেক প্রাইভেট ব্যাংক দেশের মানুষের জন্য চাকুরীর ক্যাপিটেল যোগাড় দিতে পারেনি।

এদের সম্পত্তি ও ২ লাখ ঋণ খেলাপীর সম্পত্তির মালিক হচ্ছে জাতি। আমাদের মানুষ মিডল ইষ্টে দাস হয়েছে এদের কারণে।

১২| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:০৬

সোহানী বলেছেন: কোন লাভ নাই এই সব বলে। সরকার মহলে কি বুদ্ধিমান মানুষের অভাব পরেছে???

২৮ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:



সরকারে বুদ্ধিমান মানুষ আছে বলে আমার মনে হয় না।

১৩| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকার কোন একক মুর্তি নয় যে,
তার শ্রবন শক্তি নেই বা দন্ড দেবার ক্ষমতা নেই ।

................................................................................
সমষ্ঠি আর সমর্থক সমস্বয়ে দানবীয় (মানবীয় এখনও হতে পারে নাই ) রুপ,
তাই ভুল কার্যক্রমের মাঝ দিয়ে আমাদের পথ চলা
সঠিক দিগন্তর পথে অবশ্যই অভিজ্ঞ ও মানবীয় নাবিক আবশ্যক ।

২৮ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:০২

চাঁদগাজী বলেছেন:



পিএম ও প্রেসিডেন্টকে মাথা খাটাতে হয়।

১৪| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশের সার্বিক পরিস্থিতি যদি প্রধানমন্ত্রী জনগকে জানাতেন তাহলে জনগন হয়তো কিছুটা আশ্বস্ত হতে পারতো।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



ভাবতে কষ্ট হয়, শেখ হাসিনা কেন এই দরকারী বিষয়টা কেন বুঝেন না! উনার ভাবনায় সমস্যা আছে!

১৫| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: আশা করছি, আপনার সাজেশনগুলো কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা তা আমলে নেবে।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা এসব বুঝলে ঘারাপ হতো না।

১৬| ০৫ ই মে, ২০২১ রাত ২:১৩

রাজীব নুর বলেছেন: কয়েকটা ভিডিও দেখলাম ভারতের করোনার চিত্র। ভয়াবহ।

০৫ ই মে, ২০২১ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



সরকার গত ১০ দিনে তেমন কোন জরুরী ব্যবস্হা নেয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.