নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতে বিদেশী সাহায্য আসছে, বিশ্বের অবস্হা বুঝার চেষ্টা করুন।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৮



**** কমেন্ট ব্যানে আছি, আপনাদর পোষ্টে কমেন্ট করতে পারছি না

ভারতে বিদেশী সাহায্য আসার শুরু করেছে; সবার আগে সাহায্য এসেছে ইসরায়েল থেকে; লিষ্টে কি কি আছে আমি জানিনা; একটা বিষয় পরিস্কার যে, কোন ভলনটিয়ার ডাক্তার বা নার্স পাঠাতে পারেনি ইসরায়েল। ইসরালের জনসংখ্যা হচ্ছে ৮৭ লাখ, এদিকে একা দিল্লী শহরে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৮৭ লাখের কাছাকাছি হয়ে যাবে আগামী মাসের মাঝামাঝি সময়ে; দিল্লীর জনসংখ্যা সাড়ে ৩ কোটী। আমেরিকা, ফ্রান্স ও বৃটেন সাহায্য পাঠিয়েছে, আরো পাঠাবার কথা বলছে; বৃটেনের সাহায্যের প্যাকেটে আছে ১০০টি ভেন্টিলেটর; বুঝতে পারছেন, বিশ্বের অবস্হা কি? ব্রুকলীনের মাইমনডিস সাধারণ হাসপাতালে ভেন্টিলেটরের সংখ্যা ২৫৩টি ।

ফ্রান্স বহনযোগ্য অক্সিজেন জেনারেটর পাঠায়েছে কয়েকটা; এগুলো মিলিটারীতে ব্যহারের জন্য তৈরি, হাসপাতালে প্লাগ-ইন করে ব্যবহার করার মতো। এদিকে ভারত হচ্ছে বিশ্বের বড় অক্সিজেন রপ্তানীকারক একটি দেশ।

চীন ভারতের অনুমতির জন্য অপেক্ষা করছে, অনুমতি পেলে সাহায্য পাঠাবে। ঢাকা চুপচাপ, কিছু বলছে না, আমরা সবাই জানি ঢাকা কেন চুপচাপ আছে; ইহা কষ্টকর পরিস্হিতি, এই অবস্হার মাঝে থাকা ঠিক নয়। আমেরিকা নিজেদের অর্ডার থেকে এষ্ট্রোজেনিকার টিকা পাঠাবে; বৃটেন পাঠাচ্ছে ৩০ হাজার ডোজ!

ভারত সাহায্য পাচ্ছে, কিন্তু ব্রাজিল কোন রকম সাহায্য পাচ্ছে না; ইহার কারণ কি? একটা কারণ হতে পারে, ব্রাজিলের প্রেসিডেন্টের ব্যক্তিগত ইমেজ, লোকটা মাস্ক পরেনি, এবং করোনায় ভুগেছিলো; ব্রাজিলের দরিদ্র মানুষগুলো বিশ্বের দয়া থেকে বন্ছিত হয়েছে!

আফ্রিকার কোন দেশ আমেরিকার সাহায্য পাচ্ছেনা, এবং বিশ্ব এই ব্যাপারে চুপ। ভারতের ক্রাইসিস পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্হ্য সংস্হা আমরিকা, কানাডা ও ইউরোপের কাছে টিকা চেয়েছে। কানাডার কাছে দরকারের বাহিরে কোন টিকা আছে কিনা বলা মুশকিল।

মহামারীতে বিশ্বের অবস্হা কিছুটা আঁচ করা যাচ্ছে; বাংলাদেশ বিপদে পড়লে সাহায্য পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ; আশাকরি, আমাদের সরকারের লোকের ভারতের বর্তামান অবস্হা ও ভারতের জন্য বিশ্বের সাহায্য লিষ্ট দেখতে পাচ্ছে।


মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৯

নেওয়াজ আলি বলেছেন: গত পরশু সৌদি আরব সাহায্য পাঠিয়েছে বিশাল পরিমাণে। আরব আমিরাতও পাঠিয়েছে মনে হয় ।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, খেজুর পাঠায়েছে?

২| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খেজুর পাঠায়নি সৌদি; তরল অক্সিজেন পাঠিয়েছে।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:



যাক, কিছুটা হলেও কাজে লাগবে।
ভারতে অক্সিজেনের অভাব নেই; সরকার কো-অরডিনেট করতে পারেনি।

৩| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের অতি জরুরি ভাবে অক্সিজেনের জন্য অন্যান্য দেশের সাথে যোগাযোগ করা অবশ্য কর্তব্য। বিশ্বের বৃহত্তম অক্সিজেন রপ্তানিকারক ভারতের যদি এই হাল হয় বাংলাদেশের কি অবস্থা হবে এটা চিন্তাও করা যাচ্ছে না। আশার কথা এই যে আবুল খয়ের স্টিল মিল তাদের উৎপাদন সীমিত করে তাদের অক্সিজেন প্ল্যান্ট থেকে সম্পুর্ন বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:




আবুল খায়ের ষ্টীল মিলটা কোথায়? ইহা কি খাদ্য আমদানীকারক আবুল খায়ের?

৪| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: চিকিৎসা সামগ্রী বা সরঞ্জামের অভাবের চাইতেও বাংলাদেশের প্রকট সমস্যা হচ্ছে ক্রাইসিস ব্যবস্থাপনায় অদক্ষতা। প্রয়োজনে ঔষধ, টিকা, অক্সিজেন ইত্যাদি বন্ধুদেশগুলোর সহায়তায় পাওয়া গেলেও, দক্ষ ব্যবস্থাপনার অভাবে সেগুলোর কার্যকরি ব্যবহার করা না গেলে তেমন কোন ইতিবাচক ফল পাওয়া যাবে না। লকডাউন ঘোষণা নিয়ে প্রথমে দোটানা এবং পরে তা কার্যকরি করতে অপরিকল্পিত কিছু পদক্ষেপের ফলে লকডাউনের সুফল সেভাবে পাওয়া যায়নি। এ চরম দুর্যোগে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিকে কতটা হতাশ করেছে, তার একটা যথার্থ মূল্যায়ন প্রশাসনের সর্বোচ্চ স্তরে হওয়া দরকার বলে মনে করি। সম্মুখ চিন্তায় সক্ষম, গতিশীল, ইন্সপায়ারিং নেতৃত্বের অধিকারী একজন মানুষের হাতে এ মন্ত্রণালয়ের দায়িত্বভার ন্যস্ত হলে অবস্থার দ্রুত পরিবর্তন হবে বলে আশা করি। আঠার কোটি মানুষের দেশে সেরকম মানুষ কি একজনও নেই?

করোনার ঘোষিত পরিসংখ্যানে চিকিৎসক, গবেষকসহ সাধারণ মানুষও যেন আস্থা রাখতে পারে, সে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় রাখা সমীচীন।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



ভারতের অবস্হা দেখার পর, বাংলাদেশ সরকার কোরনার জন্য নতুন ম্যানেজমেন্ট করছে কিনা, মানুষকে জানায়নি সরকার। আগের লোকজন কোনকিছুই সঠিভাবে করতে পারেনি।

৫| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: "আশার কথা এই যে আবুল খয়ের স্টিল মিল তাদের উৎপাদন সীমিত করে তাদের অক্সিজেন প্ল্যান্ট থেকে সম্পুর্ন বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে" - রানার ব্লগ এর উপরোক্ত মন্তব্যে এ কথাটি জেনে আশান্বিত হ'লাম।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



এইটি কোন কোম্পানী ঠিক জানি না; খাদ্য আমদানীতে একই নামে ১ ডাকাত কোম্পানী আছে।

৬| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:



তাই না কি? ভারত বিশ্বের সর্ববৃহত অক্সিজেন রপ্তানিকারক দেশ? ভালোই তো। এটা ভারতের জন্য গর্বের। কিন্তু তাদের ব্যবস্থাপনা বলতে সম্ভবতঃ তেমন কিছু নেই। সবকিছুই হয়তো অপরিকল্পিত এবং এলোমেলো। না হলে এত লোক করোনায় আক্রান্ত হচ্ছে কেন? প্রায় প্রতি দিনই তো নতুন নতুন রেকর্ড দেখছি সেখানে।

আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি তৈরিতে বর্তমান বিশ্বে চ্যাম্পিয়ন কোন দেশ?

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি তৈরিতে বর্তমান বিশ্বে চ্যাম্পিয়ন কোন দেশ? এই প্রশ্নের উত্তর হবে, আফগানিস্তান, পাকিস্তান ও ইরান।

৭| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭

পদ্মপুকুর বলেছেন: আমাদের অব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের খামখেয়ালীপনার কারণে আমাদেরও ভারতের মত অবস্থায় পড়ার সম্ভাবনা রয়েছে।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



বিশৃংখলার দিক থেকে আমদের নীচে আছে শুধুমাত্র ইয়েমেন।

৮| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: সামনে হয়ত কেউ কাউকে সাহায্যও বিশেষ করতে পারবে বলে মনে হয় না।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:




ভারত, ব্রাজিলের অবস্হা দেখে মনে হচ্ছে, দরকারী পরিমাণ সাহায্য দেয়ার ক্ষমতা তেমন কারো নেই। আমেরিকা, জার্মানী, সুইডেন, কানাডা, সবাই চাপে আছে; জাপানের সামগ্রিক অর্থনীতি ভালো নয়।

৯| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের অবস্থা চমরে উঠলে আমরা নিজেরাই সেটা চরমতমতে নিয়ে যাবো। কেউ ঠেকাতে পারবে না।
ভারত-ব্রাজিল বিষয়টা পরিষ্কার, সারা দুনিয়াই তেলা মাথায় তেল দেয়।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে ভারতের রাজনৈতিক ও টেকনোলোজিক্যাল পজিশন ভালো, তা্তে এই অবস্হা।

১০| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের দেশেও আসছে
চিন্তার কিছু নাই। করোনা
মোকাবিলায় সহযোগিতা
জোরদারের আশ্বাস রাশিয়ার।
রাশিয়া ও চীনের ভ্যাকসিন আমাদের
দেশেই উৎপাদন হবে। সো নো চিন্তা
ডু ফুর্তি !!

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ কাজ করবে আরবে, বউ থাকবে দেশে, ফেনসিডিল দিবে ভারত, চীনা বানাবে সেতু ও রাস্তা, টিকা দিবে চীনা; এটাই সোনার বাংলা, জয় বাংগালীর জয়।

১১| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এটাই সোনার বাংলা, জয় বাংগালীর জয়।

বাঙ্গালীর জয় হলে
আপনার কেন রাগ হয়?

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



ভিক্ষা করতে করতে ও লতার মত ঝুলতে ঝুলতে ৫০ বছর কেটে গেলো।

১২| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: ইন্ডিয়া আন্তর্জাতিক অংগনে একটা বিরাট ফ্যাক্টর। হোক সেটা ম্যান পাওয়ার কিম্বা ইন্ডিয়ান ব্রান্ড টেকনোক্রাট সাপ্লাইয়ে- যার জন্য ইন্ডিয়াকে এগিয়ে নেয় গোটা বিশ্ব।

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:



সেটা সঠিক, ইন্ডিয়ার বন্ধুদেশ আছে।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১২

বিবেকহীন জ্ঞানি বলেছেন: "মানুষ কাজ করবে আরবে, বউ থাকবে দেশে, ফেনসিডিল দিবে ভারত, চীনা বানাবে সেতু ও রাস্তা, টিকা দিবে চীনা; এটাই সোনার বাংলা, জয় বাংগালীর জয়"
আর আপনার মত লোকেরা আমেরিকা বসে মুক্তিযোদ্ধা আর অধিক পণ্ডিতের তকমা লাগিয়ে দেশের মানুষকে ক্রিটিসাইজ করবেন আর গালাগাল দেবেন।

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনার জ্ঞানের সমস্যা, বিবেকের সমস্যা আছে; আপনি দেশের জন্য হার্ড কারেন্সী আয় করেছিলেন কোনদিন, নাকি দেশের থেকে নিয়েছেন আজীবন?

১৪| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

রানার ব্লগ বলেছেন: আবুল খায়ের গ্রুপের অনেক গুলা ব্যাবসা আছে !!

ঢাকার গুলশানে এদের অফিস।

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



ওদের ডাকাতী ইষ্ট ইন্ডিয়া কোম্পানী থেকে বড় আকারের।

১৫| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৪

রানার ব্লগ বলেছেন: আবুল খয়ের গ্রুপ

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



এদেরকে বাংলা থেকে উৎখাত করতে না পারলে, বাংগালীরা আজীবনে আরব ও অন্য দাস হয়ে থাকবে।

১৬| ০৫ ই মে, ২০২১ রাত ১:৫৪

রাজীব নুর বলেছেন: ভারতের মতো অবস্থা আমাদের হলে আমরা কি করবো?

০৫ ই মে, ২০২১ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের সাধারণ গরীব মানুষেরা ভালো, ওরা অন্যদের কিছুটা সাহায্য করবেন, এটাই আশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.