নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা সহজে করোনামুক্ত হতে পারবে না

০২ রা মে, ২০২১ সকাল ১০:১১



আমেরিকার শতকরা ২৫ জন টিকা নেবে না; এদেরকে বাধ্য করার মতো কোন আইন আমেরিকায় নেই। যারা টিকা নেবে না, তাদের শতকরা ৪৮/৫১ ভাগ রিপাবলিকান, বাকীগুলোর মাঝে বড় অংশ হচ্ছে বিবিধ ধর্মীয় গোষ্ঠী ও অতি-স্বাস্হ্য সচেতনরা। এ'ছাড়া এখনো শতকরা ৫ জন কোনরূপ সিদ্ধান্ত নিতে পারেনি।

করোনার শুরু হয়েছে চীনে, ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশী হয়েছে আমেরিকা; চীনে ঠিক কতজন মারা গেছে, সঠিকভাবে জানা যাবে না; কিন্তু ১জনেরও চাকুরী যায়নি, আমেরিকার ৫০ মিলিয়নের চাকুরী চলে গিয়েছিলো, এখনো ২৫ মিলিয়নের চাকুরী নেই; যাদের চাকুরী আছে, এবং যারা বাড়ীতে বসে কাজ করছে, তাদের প্রডাক্টিভিটি কি পরিমাণ, সেটা নিয়ে আলোচনা এখনো হচ্ছে না, অবস্হা স্বাভাবিক হলে, সেটার খবর বের হবে।

সরকার ইতিমধ্যে ৪ ট্রিলিয়ন ডলার খরচ করে ফেলেছে; ট্রাম্প খরচ করেছে ২.৫ ট্রিলিয়ন, বাইডেন ১.৫ ট্রিলিয়ন; এই টাকাগুলোর বড় অংশ চলে চলে গেছে ধনীদের পেটে, ইহাই ক্যাপিটেলিজমের বড় গুণ। বাংলাদেশেও দেখলাম, গার্মেন্টেস মালিকেরা ঈদ বোনাস দিতে চাচ্ছে, যদি সরকার "প্রনোদনা দেয়"।

আমেরিকার মোটা জনসংখ্যার শতকরা ৩৩ জন ২ ডোজ পেয়ে গেছে, জুলাই মাসের মাস শেষ হওয়ার আগেই সব আগ্রহী ২ ডোজ পেয়ে যাবে। কিন্তু সমস্যা শুরু হবে, যারা টিকা নেয়নি তাদের নিয়ে; যদি শতকরা ২৫ ভাগ বা তার বেশী মানুষ টিকাহীন থেকে যায়, করোনা থেকে যাবে, অর্থনীতি কোনভাবেই আগের মতো অবস্হায় ফিরে যেতে পারবে না।

হোটেল ব্যবসা, পর্যটন ও বিমানের প্যাসেন্জার আরো ২/১ বছর শ্লো থাকবে; আরেকটা সমস্যা দীর্ঘদিন থেকে যেতে পারে, সেটা হলো মল ও রেষ্টুরেন্টে বসে খাওয়া; পর্যটন, হোটেল ও বিমানে কমপক্ষে ১০ মিলিয়ন মানুষ কাজ করেন। মলগুলোর কি অবস্হা হবে বলা কঠিন, অনেক মানুষ অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছে। মলের ব্যবসা কিন্তু ছোট ছোট রিটেইলার্সদের হাতেও ফিরে আসবে না।

মনে হচ্ছে, আমেরিকা জুলাই/আগষ্ট মাসে পুরো অর্থনীতি ফিরে পাচ্ছেনা; অবশ্য বাইডেন ২ ট্রিলিয়ন ডলার দেশের ইনফ্রাষ্ট্রাকচারে ব্যয় করবে, ইহা আমেরিকার অর্থনীতিতে প্রান সন্চার করার কথা।



মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২১ সকাল ১০:৪৯

রোকসানা লেইস বলেছেন: এ জন্যই বলছে করোনা নির্মূল হবে না।
যারা জেনে শুনে বিষ পান করতে চায় তাদের বাঁধা দেয়ার কোন উপায় নাই

০২ রা মে, ২০২১ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



বিশেষ করে, আমেরিকায় কোনভাবে বাধ্য করা যাবে না।

২| ০২ রা মে, ২০২১ সকাল ১১:০১

নেওয়াজ আলি বলেছেন: দেশে মনে হয় ২৫ ভাগের বেশী টিকা নিবে না । এরা বিভিন্ন টাইপের লোক । দেশে মোট মৃত্যু ১১৪৩৪ বিশ্বে মরণে ৩৭তম

০২ রা মে, ২০২১ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ৫০ ভাগকে টিকা দেয়ার আগে, টিকার সাইকেল ঘুরে চলে আসবে (যদি টিকা ১ বছরের জন্য কার্যকরী হয়); দেশে ঢাকা ও চট্টগ্রাম শহরের সবাইকে টিকা দিলেই চলবে।

৩| ০২ রা মে, ২০২১ সকাল ১১:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: করোনামুক্ত হবে না সহজে। প্রতিবছর টিকা নিতে হবে - অন্যান্য ফ্লু ভেকসিনের মতোই।

০২ রা মে, ২০২১ সকাল ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


করোনা থেকে গেলে, আগামী সাইকেলে আমেরিকা ২ মাসের মাসের মাঝেই টিকা দিয়ে দিতে পারবে। আমেরিকা কিছু একটা করতে বাধ্য হবে; না;হয় দেশ তলিয়ে যাবে।

৪| ০২ রা মে, ২০২১ সকাল ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু আমেরিকা নয় !
সারা বিশ্ব থেকেই সহজে
করোনামুক্ত হতে পারবে না।
প্রতিবছর করোনার টিকা নিতে
হবে দাবী চিকিৎসকদের।

০২ রা মে, ২০২১ সকাল ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকা ও এশিয়ার অনেক দেশের স্বাস্হ্য ব্যবস্হা ভয়ংকর, সরকারগুলোও ভয়ংকর, ওখানে করোনা থেকে যাবার সম্ভাবনা; আমেরিকা, কানাডা, জাপান ও ইউরোপের সরকারদের সার্মর্থ আছে করোনাকে বিনাশ করার, এখন এদের মানুষই করোনা পালন করার পক্ষে, মনে হচ্ছে!

৫| ০২ রা মে, ২০২১ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: এই বাংলাদেশেই গোঁড়া ধর্মীয় মানুষেরা টিকা নেবেনা । আমি একাধিক মানুষকে পেয়েছি । বাংলাদেশের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করে তা সম্ভব হবে কিন্তু আমেরিকার ক্ষেত্রে তা হবে না ।

০২ রা মে, ২০২১ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় কোনভাবে জোর খাটানো যাবে না।

বাংলাদেশে ৫০ ভাগ মানুষকে টিকা দেয়ার আগেই টিকার সাইকেল ( পুনরায় টিকা দেয়ার সময় ) ঘুরে আসার সম্ভাবনা আছে।

৬| ০২ রা মে, ২০২১ দুপুর ১২:০৬

নতুন বলেছেন: যারা টিকা নেবে না তাদের জন্য পিসিআর টেস্ট নেওয়া বাধ্যতামুলক করুক।

সরকারী অফিসে যেতে হলে ভ্যাকসিন নিয়েছে তার কার্ড থাকতে হবে। নতুবা প্রতি ২ সপ্তায় পিসিআর টেস্ট নেতে হবে। সবাই লাইন ধরে ভ্যাকসিন নেবে।

০২ রা মে, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



কিছু একটা করতে হবে; না'হয় উৎপাদন ব্যবস্হা তলিয়ে যাবে

৭| ০২ রা মে, ২০২১ বিকাল ৫:২৯

নতুন বলেছেন: আরব আমিরাতে এই নিয়ম চালু করছে সরকার।

সবাইকে অনুরোধ করছে ভ্যাকসিন নিতে। কিন্তু বাধ্য করছেনা।

আবার আস্তে আস্তে বিভিন্ন স্থানে সেবা নিতে হলে ভ্যাকসিন বা পিসিআর টেস্ট করতে হবে নিয়ম করছে।

তাই মানুষ বুঝতে পারছে যে তাদের ভ্যাকসিন নেওয়াই ভালো।

০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



আমিরাতে আরবেরা বড় পরিসরের বাড়ীতে থাকে; আমেরিকার ১০ ভাগ মানুষ গেটোতে থাকে; গেটোর বেশীরভাগ পরিবার গাদাগাদি করে থাকে; আমেরিকার জন্য টিকা হলো অর্থনৈতিক নিশ্চয়তার প্রতীক।

৮| ০২ রা মে, ২০২১ রাত ৯:৪৭

কামাল১৮ বলেছেন: প্রথম দফা ফাইজারের টিকা নিয়েছি,দ্বিতীয় দফা তিন মাস পর আমদানী সাপেক্ষে।টিকা না নেয়ার পক্ষে কাউকে দেখা যায় না।

০২ রা মে, ২০২১ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



কোন দেশে?

৯| ০৩ রা মে, ২০২১ রাত ১:০৩

কামাল১৮ বলেছেন: কানাডায়

০৩ রা মে, ২০২১ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভালো।

আমার বয়স ৭১ বছর, আপনার?

১০| ০৪ ঠা মে, ২০২১ সকাল ১০:০৩

কামাল১৮ বলেছেন: আমার বয়স ৭৫ +

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমি মনে করেছিলাম যে, আমি সবচেয়ে বয়স্ক ব্লগার।

আপনার কমেন্টগুলো অনেকটা মুখস্হের মতো; আপনার অভিজ্ঞতা আছে, বিষয়ের সাথে মিল রাখার চেষ্টা করবেন।

১১| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: সেদিন একজন বললেন, আমেরিকার অবস্থা উন্নতির দিকে। উনি আমেরিকাতে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.