নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনার সময় ভারতের উপর নির্ভর করা বেকুবীর সামিল

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৫১



ভারতের মানুষ বিশ্ব ব্যাপী কাজ করে, ইহা করোনার সময়ের জন্য রিস্কি ব্যাপার; তাদের করোনা পরিস্হিতি ও অন্য দেশেগুলোতে টিকা সরবরাহ বন্ধ করাটা বিশ্বে বড় ধরণের সমস্যার সৃষ্টি করেছে। COVAX, Gavi টিকা উৎপাদনের জন্য ভারতের উপর বেশী নির্ভরশীল হয়ে ভুল করেছে, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশের টিকা প্রোগ্রাম থেমে গেছে সাময়িকভাবে; অনেক জাতি ভারতের কারণে ভুগছে।

ভারতের সিরাম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টিকা ম্যানুফেকচারিং কর্পোরেশন; সিরামের চীফ, আদর পুনেওয়ালা COVAX ও Gavi'কে জানিয়েছে, ভারতের বর্তমান পরিস্হিতির কারণে সিরাম বেশ কিছু সময় টিকা সরবরাহ করতে পারবে না, সরকার হস্তক্ষেপ করেছে! বুঝা যাচ্ছে, মোদীর সরকার আগে যেই হারে টিকা দিয়েছিলো উহা সঠিক নয়; ডাটা অনুসারে উহা মোটেই সঠিক নয়, এখন অবধি ভারতের ২% মানুষ ২ডোজ টিকা পেয়েছে মাত্র। মোদীর সরকার সিরামের টিকা স্হানীয় ব্যবহারের জন্য আটকে দিয়েছে।

সস্তার কারণে, COVAX, Gavi ও WHO সিরাম ইনষ্টিটিউট ব্যতিত, ভারতের আরো ৬টি ম্যানুফেকচারিং কোম্পানীকে ( Bharat Biotech, Serum Institute, Zydus Cadila, Panacea Biotec, Indian Immunologicals, Mynvax, Biological E ), ভারতের নিজস্ব টিকা, রাশিয়ান টিকা ও Novavax কোম্পানীর টিকা উৎপাদনের ভার দিয়েছে; এদের টিকার একাংশ ভারতে ও বাকী অংশ Gavi ও WHO'এর মাধ্যমে বিশ্বের ৭০টি দেশে দেয়ার ক্থা; বাংলাদেশও ভুক্তভোগীদের লিষ্টে আছে।

এদিকে ১৩ দিনেও ভারতের করোনা পরিস্হিতির তেমন উন্নতি হয়নি; ডাটা অনুসারে, ভারতের দৈনিক অক্সিজেন প্রস্তুতি ক্ষমতা এখনো দৈনিক দরকারী পরিমাণের চেয়ে বেশী; কিন্তু সরকার ইহার সমন্ময় করতে পারেনি, গতকালও কয়েকটি হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে এবং সরকারী ও বেসরকারী সব হাসপাতাল নতুন রোগী নেয়া বন্ধ রেখেছে। বিশ্ব শংকিত, ভারতীয় ভাইরাস শীঘ্রই অনেক দেশে ধরা পড়বে।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রতিটি মানুষের জন্য ভ্যাকসিন জরুরি।
কিন্তু বাস্তবতা হচ্ছে, বেশীর ভাগ মানুষই তা পাচ্ছে না।

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ও আফ্রিকার সব দেশের টিকা কেনার চেয়ে অনেক বেশি সম্পদ আছে, এগুলোর সরকারেরা ভিক্ষা করতে নেমেছে।

সস্তা দেশের মানুষের কথাও সস্তা; COVAX ও Gavi গরীব দেশগুলোকে বিপদে ফেলেছে।

২| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




চীন ভারত সমগ্র বিশ্বের সাথে কি করছে তারা নিজেরা ভালো জানে। আমরা ভুক্তভোগী।

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



চীন ইচ্ছাপুর্ক করোনা ছড়ায়ে দিয়েছে বিশ্বে, ওরা ভেবে বের করেছিলো যে, আমেরিকা, ইউরোপ, জাপান ও অনেক দেশ এতে ধ্বংস হয়ে যাবে; ইহা কাজ করেছে।

৩| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

কামাল১৮ বলেছেন: এই বিপদ থেকে উদ্ধারের পথ কি?

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ইহা থেকে বাঁচানোর জন্য আমেরিকা, কানাডা, জাপান, সুইডেন ও জার্মানী বিশ্বকে সাহায্য করতে হবে; এসব ভারত, মারত, চীন মীন দিয়ে কিছু হবে না; চীনারা ইচ্ছাপুর্বক ইহা ছড়িয়ে দিয়েছে; তবে, আমেরিকার অবস্হা এখনো ভালো নয়, শতকরা ২৫ ভাগ ইডিয়ট টিকা নিবে না।

৪| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: চায়েপে থোড়া শাকের কম করদি , আচ্ছা লাগতা হ্যায় কি নেহি ?


ম্যায় তো ভ্যাক্সিনকো চায়ে শোচা থা



হাম গলদ কাম নেই করতে হ্যায়

০৪ ঠা মে, ২০২১ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



COVAX, Gavi, WHO ইত্যাদিতে অনেক দেশের ইডিয়টরা পরিচিতির কারণে বড় চাকুরী পেয়ে থাকে; সস্তায় কিনতে গিয়ে বাংলাদেশ যেই বেকুবী করেছে, এসব বিশ্ব সংস্হা একই কান্ড করেছে; সারা বিশ্বেই ইডিয়টরা পরিচিতির মাধ্যমে উঁচু পদে চলে যায়।

৫| ০৪ ঠা মে, ২০২১ রাত ৯:০৩

নেওয়াজ আলি বলেছেন: পররাষ্ট্র বলেছেন ঈদের আগে চীন হতে টিকা আসবে এবং যুক্তরাষ্ট্রে চিঠি দেওয়া হয়ছে

০৪ ঠা মে, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, ভিক্ষা আরদ্ভ হয়ে গেছে, যুক্তরাষ্ট্র তেমন বেশী টিকা ধরে রাখেনি।

৬| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: ভারত খুব শ্রীঘই এই বিপদ কাটিয়ে উঠবে। এটাই আমি চাই। কেন জানি ভারতের জন্য আমার টান সব সময় বেশী।

০৪ ঠা মে, ২০২১ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



তা'উঠবে; তবে, ভারতের এই অবস্হা হওয়ার কথা ছিলো না; ইডিয়ট মৌলবাদীদের ইডিওটিক মগজের কারণে ইহা ঘটেছে। প্রথমে কাঁচামালের কথা বলে নিজের সাফাই গাইতে চেয়েছিলো, সেটা টিকেনি; মৌলবাদীরা আধুনিক বিশ্বের জন্য অচল।

৭| ০৫ ই মে, ২০২১ রাত ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: সবচেয়ে খারাপ পজিশনে আছি আমরা। অবস্থানগত দিক দিয়ে এবং নীতিগত দিক দিয়েও।

০৫ ই মে, ২০২১ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:




আমাদের যেই পরিমাণ রিজার্ভ আছে, সেই পরিমাণ মানুষ আছে, আমাদের অবস্হা খারাপ হওয়ার কথা নয়; আমরা আছি করোনায়, বেক্সিমকো জাতির সাথে ব্যবসা করছে, বসুন্ধরা ভুমি লুট করছে, আলাম ব্রাদার্স মানুষ মারছে; হাসপাতালে গেলে ডাক্তার নার্সদের সাথে দেখা না হয়ে দালালদের সাথে দেখা হয়; এগুলো আমাদেরকে আফ্রিকার লেভেলে নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.