নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনা বিপুল পরিমাণ হত-দরিদ্র মানুষ সৃষ্টি করে চলছে বিশ্বে

০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫৩



যেসব মানুষের আজকের খাবার নেই, আজকে চিকিৎসকের কাছে যাবার বা ঔষধ কেনার টাকা নেই, আজকে চাকুরী নেই, আজকে ঘরভাড়া দেয়ার টাকা নেই, এরা হলেন হত-দরিদ্র মানুষ; গত ১ বছরে, করোনার ফলে, বিশ্বে ১৫ কোটী মানুষ নতুন করে হত-দরিদ্রদের লেভেলে চলে গেছেন; ২০২১'এর শেষে, এদের সংখ্যা হবে ২৩/২৪ কোটী। বিশ্ব ব্যাপী, আয় কমে গেছে শতকরা ৪৫ ভাগ পরিবারের; আয় বেড়েছে শতকরা ১২ ভাগ পরিবারের।

উহানে করোনার উদ্ভব নিয়ে চীনের বক্তব্য পরিস্কার নয়; চীন প্রথমে বলেছিলো যে, ইহার উদ্ভব প্রকৃতি থেকে, কিন্তু সন্দেহ প্রকাশ করেছে যে, ইহা অন্য কোন দেশ থেকে চীনে এসেছিলো; পশ্চিম বলছে, উহা চীনের ল্যাব থেকে বের হয়েছে। যেভাবে ইহার শুরু হোক না কেন, চীন জেনেশুনে ইহাকে বিশ্বে ছড়ায়ে দিয়েছে। চীন বুঝার আগে যেই পরিমাণ ছড়ায়েছিলো, চীন যদি ইউরোপ ও আমেরিকাকে সময় মতো তথ্য দিয়ে এসব দেশের সাথে কাজ করতো, ইহাকে গত বছর জানুয়ারী বা ফেব্রুয়ারীতে থামানো যেতো; চীন প্ল্যান করে ইহা সম্পর্কে বিশ্বকে জানায়নি।

চীন সরকার যেভাবে দেশকে কন্ট্রোল করে, আমেরিকা ও ইউরোপের পক্ষে বর্তমান অবস্হায় সেইরূপ কোন কিছু কল্পনা করাও কঠিন। এখন আমেরিকায় শতকরা ২৫ ভাগ মানুষ ও জার্মানীতে শতকরা ১৫ ভাগ মানুষ টিকা নেবে না; চীনে টিকা দেয়ার সময় নেবে কি নেবে না, সেই রকম প্রশ্ন কাউকে করা হয় না; লিষ্টে নাম আসছে, লাইনে দাঁড়াতে হবে, টিকা নিয়ে চলে যাবে।

চীনে কারো চাকুরী যায়নি, গত মে' মাস থেকে পুরো চীন কাজ করছে; করোনার ফলে আজকে আমেরিকায় ২৫ মিলিয়ন বেকার, ভারতে চাকুরী হারায়েছে ১৯ মিলিয়ন মানুষ; ভারতের অস্হায়ী চাকুরীর শতকরা ৫০ ভাগ মানুষের আয়ের পথ এখনো বন্ধ। আফ্রিকার চাকুরীর খবর বিশ্ব কখনো জানে না, তাদের চাকুরী ছিলো না; ফলে,খুব একটা হারায়নি। বাংলাদেশের অবস্হা আপনারা দেখছেন।

১০২১'এর শেষের দিকে আমেরিকান অর্থনীতি ফিরে আসার শুরু করবে; কিন্তু চাকুরীর পরিমাণ আগের অবস্হায় ফিরে যাবে না; করোনার আগে বেকারত্বের হার ছিলো শতকরা ৩.৫ জন, এখন শতকরা ৯ জন।


মন্তব্য ৫০ টি রেটিং +০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫৮

রানার ব্লগ বলেছেন: করনার কারনে মানুষের আয় যেমন কমেছে ঠিক তেমনি কর্মদক্ষতাও কমে যাচ্ছে। অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



বয়স্ক মানুষ। যাদের করোনা হয়েছে,তারা দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগতে পারেন।

গতকাল ম্যানিলায় সরকার খাবার বিতরণ করেছে, শহরের শতকরা ২৫ জন খাবার সংগ্রহের চেষ্টা করেছিলো, ইহা ভয়ংকর ব্যাপার।

২| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১১

শোভন শামস বলেছেন: অসহায় ও অসুস্থ মানুষ বাড়ছে, সাথে কিছু ধনবান ও বাড়ছে।

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:




আমেিকায় সুপার ধনীদের(৫% মানুষ ) আয় গড়ে ১০০ ভাগের মতো বেড়েছে; প্রতি শহরে রাস্তায় মানুষকে খাবার দিটে হচ্ছে, যারা জীবনে কোনদিন সাহায্য চায়নি, আজকে গাড়ীর লাইন দিয়ে রিলিফ নিচ্ছে।

৩| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১২

ডার্ক ম্যান বলেছেন: করোনা অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে কেড়ে নিয়েছে। বাংলাদেশে ধনীদের কোন সমস্যা না হলেও সাধারণ মানুষ অনেক সংকটে আছে।

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে আমার পরিচিত ১ জনের মৃত্যু হয়েছে করোনায়, পরিবারের শেষ ৫ লাখ উনার জন্য ব্যয় হয়েছে, গত মাসের ঘর ভাড়ার টাকা ছিলো না।

৪| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি আছেন উন্নত দেশ আমেরিকায়
আপনার কোন চিন্তা ভাবনা নাই !!
মৌজ করিবো থাকিবো সুখে
কি আনন্দ লাগিছে বুকে !!

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:




১৯৩৩ সালের পর, আমেরিকার রাস্তায় খাবার বিতরণ করা হচ্ছে এবার।

৫| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:২০

আমি সাজিদ বলেছেন: এখন একনেকে ( বাংলাদেশে যেখানে উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়) খেলার মাঠের প্রকল্পের জন্য টাকা ছাড় দরকার নাকি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রনোদনার টাকা বাড়ানো দরকার? নাকি এক বছর ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন ছাত্রছাত্রীদের জন্য কোভিড পরবর্তী মহাপরিকল্পনা করতে টাকা দরকার?

হাজার কোটি টাকা দিয়ে খেলার মাঠের প্রকল্প অনুমোদন হয়েছে কয়েকদিন আগে।


বাংলাদেশে কাজ পেতে মেধা আর যোগ্যতা লাগে। শ্রম লাগে। শুধু ওইসব পজিশনে যারা এসেছেন এবং বেহেশতের টিকেট বিক্রি করছেন তাদের ক্যাটাগরিতে যোগ্যতা লাগে না৷ আপনি আপনার জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন?

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার রাজনীতিতে জনপ্রতিনিধি নিজকে নিজে নির্বাচিত করে।

অর্থমন্ত্রী কি অর্থ ভালো জানেন, নাকি ক্রিকেট ভালো বুঝেন?

৬| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: ১৯৩৩ সালের পর, আমেরিকার রাস্তায় খাবার বিতরণ করা হচ্ছে এবার।

আশা করি সে লাইনে আপনি থাকবেন না !

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:




আমাকে লাইনে যেতে হবে না, তবে, আমার মতো কোটী কাহনেক মানুষকে লাইনে যেতে হচ্ছে।

৭| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৩০

আমি সাজিদ বলেছেন: আমাদের পরিকল্পনা মন্ত্রী একসময়ের জাঁদরেল আমলা। উনি যদি সবাইকে বুঝান আরেকটু এই ক্রাইসিসের সময় কোন প্রকল্পগুলো দরকারী কোনগুলো পরে করলেও চলবে তাহলে বেশ ভালো হয়৷ উনার অন্যকে বেহেশতের টিকেট দেওয়ার দরকার নেই। আল্লাহ মাফ করুক।

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:





উনাকে ক্রিকেট বোর্ডের একজন গর্দভ ডেকেছিলো ও রিজাইন করতে বাধ্য করেছিলো; এবার উনাকে রিজাইন করানোর কেহ নেই।

৮| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৭

আমি সাজিদ বলেছেন: সাত নম্বর কমেন্টের উত্তরে যা বলেছেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে।

আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী দুইজন আলাদা আলাদা ব্যক্তি ।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার দেয়া তথ্যতে আস্হা রাখতে পারেন।

বাংলাদেশে অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রলায়কে চালায়; পরিকল্পনা মন্ত্রনালয় কোনদিনও বাজটের পুরো টাকা খরচ করতে পারেনি বাংলাদেশে; তাদের পরিকল্পনা নেই, জনবল নেই।

৯| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বংলাদেশে মধ্য বিত্তের সংখ্যা কমবে।

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ ভয়ংকর অবস্হায় আছে, দেশের সব ক্যাপিটেল কয়েকটি পরিবার ঋণ হিসেবে নিয়ে গেছে, ওরা ব্যাংক ও ওরাই ব্যবসায়ী, দ'টোরই মালিক, সরকার ওদের সেবক।

১০| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৯

সময় নিকটে বলেছেন: লকডাউন নিয়ে কিছু বলেন

০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



লকডাউন কাজ করেছে উহানে, আমেরিকায় আংশিকভাবে কাজ করেছে, ইটালীতে কাজ করেছে। বাংলাদেশে বিনা-প্ল্যানে লক-ডাউন করায় উহা কাজ করেনি, বরং ক্ষতি করেছে।

১১| ০৫ ই মে, ২০২১ রাত ৮:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

একুশ শতকের বিশ্বে চীন নেতৃত্ব দিতে পারতো মনে হয়।
কিন্তু তাদের কাজ কারবার বুঝা কঠিন।
তারা কেবল বাণিজ্য বুঝে।

০৫ ই মে, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



চীনারা বিশ্বের শ্রমিক হিসেবে থাকবে।

একজন ইউরোপিয়ান ও একজন চাইনীজ যদি আপনার সামনে পড়ে, ইউরোপিয়ানের চোখে আপনার চোখ পড়লে, সে আপনাকে সালাম করবে, চীনা চোখ নামিয়ে পাশ দিয়ে চলে যাবে।

১২| ০৫ ই মে, ২০২১ রাত ৮:৫৯

নেওয়াজ আলি বলেছেন: বিভিন্ন কারণে নিজের কথাও বলা যাচ্ছে না। এক বছর গ্রামে পড়ে আছি টুকটাক কৃষি কাজ করছি ।অনেকে হাহাকার করতেছে কিন্তু প্রকাশ হচ্ছে না।

০৫ ই মে, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



করোনার সময়ে বিশেষ এগ্রিকালচারেল কমিটি করে, জমির মালিক, চাষী, সরকারী অফিসার ও বেকার লোকদের নিয়ে চাষ করার দরকার ছিলো; জাতিকে জানানোর দরকার ছিলো কি পরিমাণ খাবার মওজুদ আছে; কিছুই করা হয়নি; উনার বাবার আমলে দুর্ভিক্ষ হয়েছিলো।

১৩| ০৫ ই মে, ২০২১ রাত ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন: মহামারী আগে জান নিতো, এখন গরীব বানায়।

০৫ ই মে, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



আগে ঔষধ ছিলো না, ক্যাপিটেলিজমও এত গলা কাটতো না।

১৪| ০৬ ই মে, ২০২১ রাত ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন: ভবিষ্যৎ মহামারী এলে মানুষ ভয় না পেয়ে হাসবে। কিন্তু অর্থনৈতিক কোনো তত্ব আসবে কিনা সন্দেহ।

০৬ ই মে, ২০২১ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষের হাসার মত কিছু ঘটেনি, সামনেও ঘটবে না; শুধুমাত্র দ: কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও স্কেনডেনেবিয়া মানুষের জন্য কেয়ার করেছে; চীন জোর করে থামাতে পেরেছে, বাকী সবাই পরাজিত হয়েছে; জার্মানীও ঠিক মতো হ্যান্ডলিং করতে পারেনি। ফলে, মানুষের জন্য হাসার কিছু থাকবে না।

না, নতুন কোন অর্থনৈতিক তত্ব এখন নেই; চীন ও সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র থেকে সরে যাবের পর, মানুষ অসহায় হয়ে গেছে।

১৫| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন: সাধারন মানুষের অসহায়ত্ব কখনো যাবে না?

০৬ ই মে, ২০২১ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



সেটাই ঘটছে, শীঘ্রই ভালো কিছু ঘটবে না; আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, প্যালেষ্টাইন, বার্মায় মানুষ কিছুই পাচ্ছে না; অথচ সম্পদের অভাব নেই।

১৬| ০৬ ই মে, ২০২১ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: চীন যদি এই ভাইরাস ছড়িয়ে থাকে, একদিন তা জানাজানি হবেই। তখন চীনের খবর আছে।
এমনিতেই আমাদের দেশটা গরীব। এখন গরীবের সংখ্যা আরো বেড়েছে।
আমার মায়ের কাছে অনেক গরীব মানুষ প্রতিদিনই আসছে। যারা আগে আসতো না, এখন তারাও আসছে।

০৬ ই মে, ২০২১ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



বনাগলাদেশের ২ লাখ পরিবার ব্যতিত, বাকী সবাই অভাবে আছেন; শেখ হাসিনার বুদ্ধিজ্ঞান এত কম, ভাবতেও অবাক লাগে।

১৭| ০৬ ই মে, ২০২১ রাত ১:২৫

কামাল১৮ বলেছেন: চীন মার্কিন মতপার্থক্য যত কমবে বিশ্ববাসীর জন্য ততই মঙ্গল।নয়তো অনেক দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে জনগনের ভোগান্তি বাড়বে।

০৬ ই মে, ২০২১ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:



কি নিয়ে তাদের মতপার্থক্য?

১৮| ০৬ ই মে, ২০২১ রাত ১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন: পৃথিবীর সবাই কখনো ভালো ধাকবে না। মঙ্গলে গিয়ে ট্রাই করা যেতে পারে।

০৬ ই মে, ২০২১ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



মংগল বসবাসযোগ্য নয়; মানুষ এখানেই সুখী হতে পারতো, সবাই শিক্ষাটুকু পেলেই হতো।

১৯| ০৬ ই মে, ২০২১ ভোর ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার পরিচিত এক জন বললেন, আগামীতে চায়না হবে মহাশক্তিধর অর্থনীতির দেশ।
তাই সবাইকে নাকি মান্দারিন ভাষা শিখতে হবে।
তার ছেলে এখানে জহর বাহরুতে স্কুলে পড়ে।
তাকে মালয় ভাষার সাথে চায়নিজ বিষয়ও দেয়া হয়েছে।

তবে আমার মনে হয় না চায়নিজ ভাষা ইংরেজির মতো এতো বেশী গ্রহণযোগ্যতা পাবে।
চায়নিজ ভাষা আসলেই চ্যাং ব্যাং টাইপ ভাষা।

০৬ ই মে, ২০২১ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



চাইনীজরা আধা-মানব, ওরা নিজের স্ত্রী, বাচ্ছা ব্যতিত, অন্য কাউকে মনে রাখতে পারে না।

২০| ০৬ ই মে, ২০২১ সকাল ৭:১২

কামাল১৮ বলেছেন: দক্ষিন চীন সাগর,তাইওয়ান,হংকং,উইঘুর মুসলিম,আরো কিছু ছোট খাট সমস্যা আছে।এই সমস্যাগুলো নিয়ে প্রায় উত্তেজনা সৃষ্টি হয়।

০৬ ই মে, ২০২১ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



চীন সাগরে আমেরিকার কি ব্যবসা?
বিশ্বের কেহ চাহে না যে, চীনারা তাইওয়ান দখল করুক।

২১| ০৬ ই মে, ২০২১ দুপুর ১:৪৯

নতুন নকিব বলেছেন:



০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৬০

লেখক বলেছেন:




আমেিকায় সুপার ধনীদের(৫% মানুষ ) আয় গড়ে ১০০ ভাগের মতো বেড়েছে; প্রতি শহরে রাস্তায় মানুষকে খাবার দিটে হচ্ছে, যারা জীবনে কোনদিন সাহায্য চায়নি, আজকে গাড়ীর লাইন দিয়ে রিলিফ নিচ্ছে।


-করোনাকালে আপনি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন এ যাবত?

০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, পেয়েছি।

২২| ০৬ ই মে, ২০২১ দুপুর ২:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সারা পৃথিবী ব্যাপী এই সমস্যা।

০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:




ঠিক সারা পৃথিবী ব্যাপী নয়, চীন,তাইওয়ান, ভিয়েতনাম, দ: কোরিয়ায় এই সমস্যা নেই।

২৩| ০৬ ই মে, ২০২১ দুপুর ২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৯৩৩ সালের পর আমেরিকার রাস্তায় খাবার বিতরণ করা হচ্ছে যা চরম ভয়াবহতাই ফুটে উঠে।

০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাআগের যায়গায় ফিরেযেতে ১০ বছর লাগবে।

২৪| ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিশ্ব করোনার কারণে আরোও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে। কারণ এখন পর্যন্ত করোনা থেকে মুক্তির কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। জানিনা বিশ্বমানব সভ্যতার নিয়তি কি?

চীনের বিরুদ্ধে বিশ্ব সেরা দেশের সরকারগণ কোনো পদক্ষেপ নিবেন কিনা তাও জানিনা। চীন এমন একটি ভয়ঙ্কর কাজ করে এভাবে পার পেয়ে যাবে? কারণ কি?

০৬ ই মে, ২০২১ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:




কোন কারণে চীনের করোনা ছড়ানো নিয়ে আমেরিকা ও ইউরোপ চুপ করে আছে।

আগষ্টমাসের শেষের দিকে আমেরিকায় সংক্রমণ কমে আসবে; কিন্তু শতকরা ২৫ ভাগ টিকা নেবে না; ফলে করোনাথেকে যাবে আমেরিকায়।

২৫| ০৬ ই মে, ২০২১ বিকাল ৪:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সমগ্র বিশ্বের অর্থনৈতিক যে ক্ষতি ও লোকসান তার জন্য চীনের সাথে আমেরিকা ইউরোপের কথা বলা উচিত। ভারতে যে মৃত্যুহার দেখানো হচ্ছে তার সত্যমিথ্যা জানিনা! যদি সত্য হয়ে থাকে তাহলে ভারত চীনের অভ্যন্তরীণ কলহ বাড়বে যার জন্য ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ও বার্মা।

বার্মার সাথে বাংলাদেশের সুসম্পর্ক হলে অনেক কিছুর সমাধান হয়ে যেতো। কিন্তু তা কখনো সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

২৬| ০৬ ই মে, ২০২১ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



চীন বার্মাকে গিলে ফেলেছে; ফলে, বাংলাদেশের সাথে বার্মার সম্পর্ক হবে না।

ভারত চীনের সাথে আপোষরফা করতে বাধ্য হবে; কারণ, ভারত কোনভাবে চীনের সাথে প্রতিযোগীতা করে টিকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.