নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মহামারীতে মানুষের প্রাণ ভারত, ফাইজার, মডর্নার হাতে ছেড়ে দেয়া ঠিক নয়

০৭ ই মে, ২০২১ সকাল ৭:৪০



টিকা ম্যানুফেকচারিং'এ ভারতের অসফলতা ও বড় বড় দেশের সাথে ফাইজার ও মডের্নার কনট্রাক্ট বিশ্বের দরিদ্র দেশগুলোর মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে; জীবন রক্ষাকারী টিকা লাইসেন্সের মাধ্যমে উৎপাদন করতে গেলে অকারণে দীর্ঘ সময় লেগে যাবে, ৩য় বিশ্বের অনেক মানুষের প্রাণ যাবে; টিকা আবিস্কারের পর, টিকাকে এভাবে আটকিয়ে রাখা অন্যায়; এই কথাগুলো ৩য় বিশ্বের দেশগুলো থেকে আসার কথা ছিলো, কিন্তু তা ঘটেনি, তার আগেই এই কথাগুলো বলেছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।

টিকা উৎপাদনের জন্য ফ্রি পতাটেন্ট দিতে হবে; ইউরোপিয়ান ইউনিয়ন এই প্রস্তাবকে সমর্থন করবে; যেসব দেশ টিকা ম্যানুফেকচারিং করতে সমর্থ এবং যাদের কাছে সেই ধরণের টেকনোলোজী ও দক্ষতা আছে, তাদেরকে ফ্রি প্যাটেট দিতে হবে। ই,ইউ আজকে আমেরিকার সাথে আলোচনা করার প্রস্তুত।

আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রস্তাব শুনে ফাইজারের সিইও ভুতের মতো বকবক করছিলো; সে কিসব ইন্টেলেকচুয়েল প্রপার্টি মোপার্টি কথা বলে ইহাকে ঠেকেতে চাচ্ছিল; কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন জানায়েছে যে, ফাইজার ও বিওনটেক যেই পরিমাণ ফান্ড পেয়েছে, তারা নিজেরা টিকা তৈরি করলে এত কম সময়ে এ্ত বেশী ডলার পেতো না।

এখনো মডের্না থেকে কোন মতামত পাওয়া যায়নি; তবে, আমেরিকা সন্মতি দিলে মডের্নার কোন বক্তব্য থাকার কথা নয়; কারণ, আমেরিকান সরকার মডের্নাকে প্রয়োজনের বেশী ফান্ডিং করেছে। মডের্নার টিকা উৎপাদন ফাইজারের টিকা উৎপাদন থেকে সহজ হবে; সেই ক্ষেত্রে ইউরোপ ও কানাডার সেসব কোম্পানীর ম্যানুফেকচারিং ফেসেলিটি আছে, তারা শীঘ্রই উৎপাদনের জন্য প্যাটেন্ট পাবে।




মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ সকাল ৯:৩৮

নূর আলম হিরণ বলেছেন: জো বাইডেনকে ধন্যবাদ।

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:



২/১ দিনের মাঝে সব পরিস্কার হবে; এরই মাঝে ৭ মাস অকারণে ব্যয় হয়েছে, কয়েক লাখ মানুষের প্রাণ গেছে; ভারতের অবস্হাও এত খারাপ হতো না।

২| ০৭ ই মে, ২০২১ সকাল ১১:০৪

ঢাবিয়ান বলেছেন: এই ব্যপারে দোষারোপ করা উচিত বিশ্ব স্বাস্থ সংস্থাকে। এটা তাদের দ্বায়িত্ব ছিল টীকা সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। ডঃ ইউনুস WHO | World Health Organization এর উদ্দেশ্যে বেশ কয়েকবার বলেছিলেন কথাগুলো। কারন তারা বলেছিল যে টিকা আবিষ্কার হলে সারা বিশ্বের মানুষ সেটা পাবে, কিন্ত আবিষ্কারের পর দেখা গেল যে WHO মুখে কুলুপ এটে ফার্মাসিউটিকাল কোম্পানিগুলোকে ব্যবসা করতে দিয়েছে। বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই আশাব্যঞ্জক এবং মানবিক একটি সিদ্ধান্ত।

তবে কিছু দুঃসংবাদও আছে। সিঙ্গাপুরে অতি সম্প্রতি একটি সরকারী হাস্পাতালে এক ফিলিপিনো নার্স এর মাধ্যমে পুরো হাসপাতালে ডকাতার নার্স সহ প্রচুর মানুষ কোভিড আক্রান্ত হয়েছে।হাস্পাতালের সবাই ভ্যক্সিনেটেড ( ফাইজার) ছিল। জানা গেছে এটা ইন্ডিয়ান ভ্যরি্যেন্ট। কঠোর কোয়ারেন্টাইন সিস্টেম পার করেও এই ভ্যরি্যেন্ট সিঙ্গাপুরে ঢুকে গেছে। এখন সর্বোচ্চ সতর্কতা অব্লম্বন করা হচ্ছে।

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



ভারতীয় ভেরিয়েন্ট অনেক দেশেই চলে গেছে, এখন দেখার বিষয়, কোন দেশে কত তাড়াতাড়ি ছড়ায়।

WHO'তে বড় বড় পরিচালকেরা ক্যাপিটেলিজমের খুঁটি। ড: ইউনুস বলে থাকলে ভালো কথা; সাধারণ মানুষ এগুলো নিয়ে কথা বলেছেন; কিন্তু ৩য় বিশ্বের কোন সরকার এই ধরণের প্রস্তাব করেনি।

৩| ০৭ ই মে, ২০২১ সকাল ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন: প্যাটেন্ট দিয়ে দিতে হবে সবার জন্য এটা নিয়ে দ্বিতীয় বার ভাবে কেন।

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



প্যাটেন্ট হলো ইন্টেলিজেন্ট প্রোপার্টি সংরক্ষণের আইন; টিকার জন্য স্পেশাল পদক্ষেপ দরকার।

৪| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:২০

আমি সাজিদ বলেছেন: বাইডেন চমৎকার কাজ করেছেন। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর চলে গেল, আর আমাদের দেশে আসে নি! অবাক করার মতো বিষয়।

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:





ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর গিয়ে থাকলে, আমাদের দেশেও এসেছে, ধরা পড়তে সময় লাগবে। আাদের দেশে কোন সংস্হা এই কাজে নিযুক্ত?

৫| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আমি টিকা দেওয়ার কোনো অপশন পাচ্ছি না। খোলা বাজারে টিকা কিনতেও পাওয়া যায় না।

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে ম্যানুফেকচারিং করতে পারবে কিনা, বলা মুশকিল; কারণ, টিকার বেলায় অনেক কোয়ালিটি কন্টোল ও অনেক দক্ষতার দরকার হয়।

৬| ০৭ ই মে, ২০২১ দুপুর ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ মানুষের জন্য।

০৭ ই মে, ২০২১ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



এখনো ইহা বাইডেনের প্রস্তাব মাত্র, ফাইজার বেঁকে বসেছে; ২/১ দিনের মাঝে বুঝা যাবে।

৭| ০৭ ই মে, ২০২১ বিকাল ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: বাইডেনকে ধন্যবাদ।চীন যে বলছে তাদের একটা টিকাই করোনার সুরক্ষায় যথেষ্ট । তা কতটুটু বিশ্বাসযোগ্য । বাইডেন সত্যিই এক মানবিক সিদ্ধান্ত নিয়েছে

০৭ ই মে, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:




দেখেন, আপনি নিজেই প্রশ্ন তুলছেন চীনাদের বেলায়; চীনাদের বেলায়, বিশ্বের সবারই একই অবস্হা। চীনাদের সাগরেদ হচ্ছে ৩য় বিশ্বের সরকারগুলো ও তাদের প্রশাসনগুলো ও বার্মার মিলিটারী।

৮| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

কলাবাগান১ বলেছেন: @ঢাবিয়ান,
টিকা নেওয়া সিংগাপুরের ডাক্তার/নার্স রা কতজন আইসিইউ পর্যন্ত্য যেতে হচ্ছে বা মারা গেছেন??

৯| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০২

কলাবাগান১ বলেছেন: আমার মতে চীন কে ফাইন করা হোক আর সেটা দিয়ে প্যাটেন্ট স্বত্ত কিনা হোক...।

প্যাটেন্ট এর অধিকার না থাকলে, পরের বার যখন আবার কোন প্যানডেমিক হবে, কোন কোম্পানী ই এগিয়ে আসবে না টিকা বানাতে।

তবে একাডেমিক গবেষনাগার টিকার ফর্মুলা অপেন করে দিতে পারে, যাতে অন্যরা নিজ নিজ দেশ নিজেদের মত করে টিকা উৎপাদন করতে পারে।

০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



অন্যদেশ টিকা গবেষণাকে কাজে লাগায়ে উৎপাদনে যেতে অনেক সময় ও দক্ষতার ব্যাপার, প্রতিদিন বিপুল রিমাণ মানুষের মৃত্যু হচ্ছে, ইহা গ্রহন যোগ্য নয়।

০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



যেভাবে আমেরিকা, বিবিধ ফান্ড ও কোভেক্স ফান্ডিং করেছে, কোম্পানীগুলো স্বাভাবিক সময়ের চেয়ে বেশী পরিমাণ অর্থ পেয়েছে; ফলে, তাদের ইন্টারেষ্ট রক্ষা হচ্ছে।

০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



চীনারা আয় করার জন্য বাঁচে, ওদেরকে কেহ মানবতা শিখাতে পারবে না।

১০| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

স্বর্ণবন্ধন বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার টিকা নিয়ে বৈশ্বিক রাজনীতি তাড়াতাড়ি শেষ হোক এটাই আমাদের সবার প্রত্যাশা। তবে তারচেয়েও আশংকার বিষয় এই ভাইরাসের মিউটেশন করার ক্ষমতা। একে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে না আনলে মিউটেশনের সম্ভাবনা বাড়বে। তখন এই টিকা গুলো কতোখানি সুরক্ষা দিবে সেটাও চিন্তার বিষয়। এরমধ্যেই ভারতীয় ভ্যারিয়েন্ট যে ক্লিনিকাল বৈশিষ্ট্য দেখাচ্ছে আগের থেকে কিছুটা হলেও আলাদা।

০৭ ই মে, ২০২১ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে ভ্যারিয়েন্ট বাড়ছে, যেটা দুর্বল, সেটা নিয়ে কেহ কথা বলছে না, ক্ষতিকরটা নিয়ে সবাই ব্যস্ত।

টিকা আবিস্কার হওয়ার পর, ৭ মাস চলে গেছে, কয়েক লক্ষ মানুষের অকারণ মৃত্যু হয়েছে; গরীব দেশগুলোর সরকারেরা প্যাটেন্ট ছেড়ে দেয়ার জন্য আহবান জানায়নি, দাবী করেনি; ৩য় বিশ্বের সরকারগুলো অদক্ষ ও অযোগ্য।

১১| ০৮ ই মে, ২০২১ রাত ১:২৮

কামাল১৮ বলেছেন: বাংলাদেশ সরকারের লক্ষ ছিল কিছু বড়লোকের স্বার্থ দেখা,সেটা এখনো বর্তমান।জনগন উপকৃত হোক এটা দেখা তাদের লক্ষ ছিল না।

০৮ ই মে, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:




ব্যুরোক্রেটরা, ব্যবসায়ীরা মিলে দেশটাকে দখল করে, বাজারে পরিণত করেছে।

১২| ১৯ শে মে, ২০২১ রাত ৩:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ৪/৫ জন শনাক্ত হয়েছে ।
...........................................................................................
টিকার বিশ্ব ব্যবসার চাপে বাংলাদেশ বিপর্যস্ত , কোথা থেকে টিকা আসবে এখনও চুড়ান্ত নয় ।
আর ৪টি উৎপাদন মুখী প্রতিষ্ঠান অপেক্ষা করছে কবে মিলবে অনুমোদন, তাহলে উৎপাদন
ও বানিজ্য চলবে ।

.....................................................................................................................
আমরা অপেক্ষা করছি কবে ফাইজার, মর্ডানা বা স্পুটনিক বাংলাদেশে আসবে,
টিকা নেবার জন্য অপেক্ষা করছি । শুনলাম এখানে ও বিশ্ব ব্যবসার চাপে সরকার অসহায় ।

১৯ শে মে, ২০২১ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:




সরকার অসহায়, কারণ সরকার চালাচ্ছে বানরেরা।

১৩| ১৯ শে মে, ২০২১ ভোর ৫:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: টিকার প্যাটেন্ট দেয়ার আগে উৎপাদনকারীদের যোগ্যতা ও মাননিয়ন্ত্রনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। নিম্নমানের ভেকসিন করোনার ভাইরাসকে ভেকসিন রেজিস্টেন্স হওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং মিউটেশনের মাধ্যমে ভারতীয় ভেরিয়েন্ট টাইপের বা আরো শক্তিশালী ভেরিয়েন্টে রূপান্তরের সম্ভাবনাও সৃষ্টি করতে পারে।

১৯ শে মে, ২০২১ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



লো-কোয়ালিটির টিকা বানালে, উল্টো বিপদ হবে।
বাইডেন বলেছিলো, পেটেন্ট থাকবে না, যারা উৎপাদন করতে সক্ষম, তাদেরকে উৎপাদন করতে দেয়া হবে; এখন টো চুপ!

১৪| ১৯ শে মে, ২০২১ ভোর ৬:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চীন ও ভারত দুটোকেই ফাইন করা হোক দায়িত্বজ্ঞানহীনতার জন্য। গতবছর উহানে করোনা সংক্রমণ শুরু হলে চীন নিজের দেশের সংক্রমণ দক্ষভাবেই নিয়ন্ত্রণ করে। কিন্তু চরম স্বার্থপরের মতো তাদের দেশ থেকে প্রবাসী চীনাদের বাইরে যাওয়া বন্ধ করে নি, ফলে যে সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। এই বৎসর সেই একই পথে হেঁটেছে ভারত। তাদের প্রবাসীদের বাইরে যাওয়া ঠেকানোর কোনো পদক্ষেপ নেয় নি। বরং কিছু দেশ এদের ঠেকানোর জন্য ফ্লাইট বন্ধ, সীমান্ত বন্ধ, এমনকি জেল-জরিমানার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

১৯ শে মে, ২০২১ ভোর ৬:২২

চাঁদগাজী বলেছেন:



এই ২ দেশের মানুষের মানবিক জ্ঞান নেই, এরা নিজের জন্য বাঁচে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.