নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সংঘর্ষ জেরুসালেমে, গাজায় ৬৬ জন প্যালেষ্টাইনী কি কারণে প্রাণ হারালো?

১১ ই মে, ২০২১ বিকাল ৫:২৪



২/৩ দিন আগে, কিছু উগ্রপন্হী ইসরায়েলী নাগরিক জেরুসালেমের ছোট একটি রাস্তায় উত্তেজনার সৃষ্টি করেছিলো; তাতে জেরুসালেমের কিছু ফিলিস্তিনী জড়িয়ে পড়ে; পরে পুলিশ আসে, সেটা গত কয়েকদিনে খারাপ আকার ধারণ করেছে, এখন জেরুসালেমে চার'শ জনের বেশী ফিলিস্তিনী আহত; শীঘ্রই উহা বন্ধ না হলে, জেরুসালেমে কিছু ফিলিস্তিনী প্রাণ হারাবে।

এদিকে জেরুসালেমের ঘটনাকে কেন্দ্র করে গাজাতে ৬৬ জন ফিলিস্তিনীর প্রাণ গেছে ইসরায়েলী বিমান আক্রমনে। এই ৬৬ জনের মাঝে হয়তো কেহই ইসরায়েলের বিপক্ষে সংঘর্ষে অংশ নেয়নি; কিন্তু তাদেরকে প্রান দিতে হলো; এটা হচ্ছে ফিলিস্তিনীদের পাগলামীর মুল্য।

জেরুসালেমের ঘটনার শুরুটা বিবিসি দেখায়েছে: এক রাস্তার একপাশে ফিলিস্তিনীরা ইফতার করছে, এই পাশে ফিলিস্তিনীরা বাস করে; রাস্তার অন্য পাশের ঘরগুলো ইহুদীদের; রাস্তাটা ৫/৭ গজ প্রশস্ত। রাস্তার উল্টোপাশে বেশ কিছু পরিমাণ ধর্মীয় উগ্র ইসরায়েলী জমায়েত হয়েছে, সেখানে একজন দুষ্ট এমপি আসার কথা; এমপি সেখানে বক্তৃতা দেবে, বক্তৃতা শেষে একটা মিছিল হওয়ার কথা।

যেই মিছিলটা হওয়ার কথা উহা ফিলিস্তিনীদের মনোকষ্টের মিছিল, ১৯৬৭ সালে ইসরায়েলী বাহিনীর পুর্ব জেরুসালেম দখলের স্মরণে, ইহুদীদের বিজয়ের মিছিল, ফিলিস্তিনীদের পরাজয়ের কষ্টকে উসকিয়ে দেয়ার মিছিল। এমপি আসার আগেই, ইফটার পার্টির লোকদের সাথে সমবেত ইহিদীদের কথা কাটাকাটি হয়ে, চেয়ার মারামারি শুরু হয়; ইহুদীদের ঘর থেকে পিস্তলের গুলি ছোঁড়া হয়।

আমি ইফতার পার্টিটা দেখেছি, বিবিসি পুরোটা লাইফ দেখায়েছে; ফিলিস্তিনীদের পক্ষে ভুল সিদ্ধান্ত ছিলো, এই দিনে, এই যায়গায়, খোলা রাস্তার উপর ইফতার পার্টি করা ছিলো ভুল। পিএলও এই ধরণের মিছিলের ব্যাপারটা জানে; তাদের দরকার ছিলো, এই দিনে যেন ফিলিস্তিনীরা হতাশ হয়ে ভুল কাজ না করে, সেজন্য ব্যবস্হা নেয়া।

ইসরায়েলের বেশীর ভাগ মানুষ ও সরকার ও এই ধরণের মিছিল ফিলিস্তিন এলাকায় চাহে না; কিন্তু কিছু ইসরায়েলী আছে, যারা এই ধরণের কাজ করে বেড়ায়; সাধারণত পুলিশ এদের থামায়; কিন্তু ইসরায়েলী পুলিশ ইসরায়েলী নাগরিকদের রক্ষায় সব সময় ফিলিস্তিনীদের বিপক্ষে অবস্হান নেয়, এটা সবার জানা আছে।

জেরুসালেমের আহত ফিলিস্তিনীদের পক্ষে গাজা থেকে ২০০/৩০০ রকেট ছাড়া হয়েছে ইসরায়েলের ভেতরে ও জেরুসালেমকে লক্ষ্য করে; এতে ৬ জন ইসরায়েলী প্রাণ হারায়েছে ও ১৩ জন আহত হয়েছে; ইসরায়েলী বিমান বাহিনী গাজা আক্রমণ করেছে, ৬৬ জনের প্রাণ গেছে; কমপক্ষে ১২০ জন পংগু হয়ে যাবে; এই হলো ফিলিস্তিনী মাথা।





মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০২

আমি সাজিদ বলেছেন: প্যালেস্টাইনীরা নাকি ইসরায়েলের লোকেদের কাছে শুরু থেকে জমি বিক্রি করেছিল একসময়?

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ ও আমেরিকা থেকে আসা ইহুদীরা আরবদের থেকে জমি কিনেছিলো, যার বড় অংশ ছিলো বৃটিশের খাস জমি।

২| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৭

নেওয়াজ আলি বলেছেন: বেশী বুদ্ধিমান ভাতেও মরে শীতেও মরে আর ফিলিস্তিনী গুলিতে মরে

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনীরা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে না; তারা অকারণে প্রাণ দিচ্ছে! জেরুসালেমে সংঘর্ষ হচ্ছে, হামাস রকেট ছাড়ছে গাজা থেকে। গাজা সীতাকুন্ড থানা থেকে ছোট, সেখানে ১৯ লাখ মানুষ বাস করে, সেখান থেকে রকেট ছাড়া কি উচিত?

৩| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৯

আমি সাজিদ বলেছেন: আমার প্যালেস্টাইন কলিগ গত কয়েকদিন থেকে এংরি মুডে আছে

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি ভুলে গেছি, আপনি কোন দেশে আছেন? প্যালেষ্টাইনীদের কাছে মানুষের জীবনের মুল্য নেই।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



ইহুদীরা ১ একর কিনে, বসুন্ধরার মতো ১০ একর দখল করে নিয়েছে।

৪| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৭

শাহ আজিজ বলেছেন: হামাস মাঝে মধ্যেই ছোট রকেট ছুড়ে মারে গাজার ঘন অধ্যুষিত এলাকা থেকে । ইসরায়েল বড় সড় গুলকে ডোম অফ আয়রন দিয়ে আকাশেই ফাটিয়ে দেয় । বাকি গুলোর জন্য থাকে বিমান থেকে রকেট মেরে গাজার উৎস স্থল ধুংস করা। এই হামাস একটি শয়তান গোষ্ঠী যাদের কারনে অসংখ্য নিরিহ ফিলিস্তিনি প্রান দেয় ।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



হামাসের কারণে হাজার হাজার ফিলিস্তিনীদের প্রাণ গেছে, কয়েক'শ বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়েছে, স্বাধীনতা সুদুর পরাহত।

৫| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ওখানে কি গাঁজার চাষ হয়?

সহবস্থানের মনোভাব না থাকলে ওখানে কোন দিনই শান্তি স্থাপিত হবে না।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনীরা কিছু মৌলিক বিষয় বুঝে না:
(১) ফিলিস্তিনীদের ভুলে প্যালেষ্টাইন রাষ্ট্র হয়নি
(২) যুদ্ধ করে ইসরায়েল দখল করতে গিয়ে ১২ টি মুসলিম দেশ পরাজিত হয়েছে
(৩) ফিলিস্তিনের যায়গা ইসরায়েলের দখলে
(৪) ইহুদীরা শিক্ষিত ও ধনী; ফিলিস্তিনীরা ইহুদীদের কাজ করে খায়।
(৫) বিশ্ব ইসরায়েলীদের পক্ষে, আরবদের বিপক্ষে
(৬) ইসরায়েলী মিলিটারী শক্তিশালী

৬| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৫

শূন্য সারমর্ম বলেছেন: ইসরাইলের কিছু লোক কস্ট উসকে দেয়ার মিছিল দেয় এটা ঠিক কাজ নয় মোটেও।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



সব দেশে এই ধরণের কিছু দুষ্ট মানুষ আছে; ইসরায়েলী পুলিশ ফিলিস্তিনী এলাকায় এসব মিছিল ইত্যাদি থামিয়ে দেয়; কিন্তু যুদ্ধ জয়ের মিছিল বন্ধ করা সহজ নয়; সেটা ফিলিস্তিনীদের বুঝতে হবে।

৭| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরে
যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই
সহিংসতার ঘটনা।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



সেটা আলাদা ঘটনা, সেটা মুলত আইনী বিষয়; ১৫০ বছর আগে,জর্ডানের বাদশাহের হস্তক্ষেপে কিছু ইহুদীকে এক এলাকা থেকে চলে যেতে হয়েছিলো; কোর্ট এখন সেসব বাড়ী নিয়ে রায় দিচ্ছে! যারা বাড়ী হারাচ্ছে, তারা যদিএসব বাড়ী দখল না করে, কোর্ট তাদের ক্সতিপুরণের ব্যবস্হা করবে; আইনী ব্যবস্হার বিপক্ষে গিয়ে কিছু করা সম্ভব হবে না।

৮| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২২

স্প্যানকড বলেছেন: এই সমস্যা শেষ হচ্ছে না অথচ ছোট থাইকা বড় হইয়া চুল বাল পেকে যাওয়ার দশা। শান্তির কোন লক্ষণ নাই। শুধু হানাহানি। ভালো লাগে না। এই শতকে মানুষ কেন এমন ! ইহুদি কি মানুষ না অথবা ফিলিস্তিন ?

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



এই সমস্যার সমাধান ফিলিস্তিনীরা সময় মতো করেনি, তারা প্রতিশোধে মত্ত ছিলো; এখন বিশ্ব ইহা নিয়ে মাথা ঘামাচ্ছে না। নাতানিয়াহু চরমপন্হি; ফলে, সহসা কিছু হবে না।

৯| ১২ ই মে, ২০২১ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী মুসলমান সমাজের কাছে রক্ত মাংসের মানুষদের চেয়ে ইট পাথরের দালানের মূল‍্য বেশি।

১২ ই মে, ২০২১ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



মুসলমানেরা আজকের দিনে ২০০০ বছর আগেকার বেদুইনদের সংসকৃতি ও শিক্ষাকে পুঁজি করে চলছে।

১০| ১২ ই মে, ২০২১ রাত ১০:৫৬

বঙ্গদুলাল বলেছেন: ইসরায়েল প্রশাসন মসজিদে গিয়ে গন্ডগোলে জড়ালো কেন?আল আকসা কোন অংশে?ইসরায়েল না ফিলিস্তিন?মসজিদে অবুঝ, সর্বহারা মুসলিমরা চিল্লালে ওদের সমস্যা হওয়ার কথা নয় তেমন;যেহেতু ওরা প্রতিবাদ মতিবাদের কেয়ার করছে না।এটি খুব দরকার ছিল ইসরায়েল কর্তৃপক্ষের?

১২ ই মে, ২০২১ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:



জেরুসালেমে গন্ডগোল বাঁধলে, ফিলিস্তিনীরা সজিদ প্রাংগনে একত্রিত হয়; যেহেতু আরবেরা শক্তিতে পারার কথা নয়, তাদেরকে সব ব্যাপারে ইসরায়েল অথারিটির (জেরুসালেমে ) কাছে যাওয়া উচিত।

১১| ১২ ই মে, ২০২১ রাত ১০:৫৯

কল্পদ্রুম বলেছেন: ইফতার পার্টির আগেই ঐ এলাকায় বাড়ি নিয়ে ঝামেলা চলছিলো দেখলাম। ১৫০ বছর আগের জমি ফিরিয়ে দেওয়ার জন্য কি সত্যিকারের মালিকদের পাওয়া যাচ্ছে?

১২ ই মে, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



কোর্টের রায় অনুসারে, অনেকগুলো আরব পরিবারকে উৎখাত করা হচ্ছিল; সেখানে কোর্ট ইসরায়েলের আইন মানতে বাধ্য ছিলো; কিন্ত, যারা বাড়ী ছাড়তে বাধ্য হতো, তাদের ক্ষতিপুরণের শর্ত ছিলো; এগুলো মানবতা-বিরোধী আইন।

যেহেতু আরবেরা শক্তি পারার কথা নয়, তাদের জন্য কোর্টের রায় মেনে, পরবর্তী পদক্ষেপে যাবার দরকার ছিলো।

১২| ১২ ই মে, ২০২১ রাত ১১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব কলহ শেষ হবার নয়। অন্তত আমাদের জীবন কালে এই কলহের শেষ দেখে যেতে পারবো না।


১৩ ই মে, ২০২১ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


ফিলিস্তিন সমস্যা সমাধানের উপায় হলো, হামাস ও পিএলও'র বিপক্ষে ফিলিস্তিনীদের সংগ্রাম করতে হবে।

১৩| ১৩ ই মে, ২০২১ রাত ১:০৪

শূন্য সারমর্ম বলেছেন: ফিলিস্তিনী ৫৩:৬ ইসরায়েল

১৩ ই মে, ২০২১ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:



আমি ইউরো-নিউজ থেকে পেলাম ৬৬, ৬

১৪| ১৩ ই মে, ২০২১ ভোর ৪:০৯

শূন্য সারমর্ম বলেছেন: যেখানেই এটার ইতিহাস চোখে পড়ে সবখানেই দেখি ফিলিস্তিনীর পক্ষে পাল্লা একটু ভারী থাকে। শুধু আপনার পোস্টে দেখি ইসরাইলের পাল্লা ভারী।কারনটা কি?

ইতিহাস আপনি কিভাবে এন্যালাইসিস করেন?

১৩ ই মে, ২০২১ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



পাল্লা ভারী টার্মসটা আমার কাছে পরিস্কার নয়; রের বাংলাদেশের ১৮ কোটীর মাঝে ১৮ জন প্যালেস্টাইন ও ইসরায়েল রাষ্ট্র, ঘটানা-প্রবাহ ও ইতিহাস জানে কিনা? আমার মনে হয়, কোন বাংগালী ইহা সঠিকভাবে বুঝে না।

১৫| ১৩ ই মে, ২০২১ ভোর ৫:০২

অনল চৌধুরী বলেছেন: আপনার কারণে মরেছে।
কারণ আপনি সন্ত্রাসী এ্যামেরিকাকে প্রতিমাসে কর দেন ।আর তারা আরবদের মারার জন্য সেই টাকা দেয় ছোটো সন্ত্রাসী ইসরাইলকে।

১৩ ই মে, ২০২১ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



এসব ভুল ধারণা আপনাকে দার্শনিকে পরিণত করেছে।

১৬| ১৩ ই মে, ২০২১ ভোর ৫:১৫

কামাল১৮ বলেছেন: কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে,প্যালেস্টানেরও হবে।

১৩ ই মে, ২০২১ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনীিরা ইহুদীদের সাথে মিলে হামাস ও পিএলও'কে বের করে দিতে পারলে, সমাধান হয়ে যেতো।

১৭| ১৩ ই মে, ২০২১ সকাল ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন: সঠিকভাবে বুঝতে হলে কিভাবে বুঝতে হবে?

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল দেশ সৃষ্টির আগে, প্যালেষ্টাইন নামে যেই প্রদেশটা ছিলো; উহা ১৯১৭ সাল অবধি অটোম্যানদের প্রদেশ ছিলো প্রায় ৮০০ বছর; বৃটিশ ইহাকে কলোনী করে ১৯১৭ সালে ও ১০২১ সালে ঘোষণা করেছে যে, এখানে ২টি দেশ হবে: ১টি ইহুদীদের অন্যটি আরবদের; ইহুদীরা ইহা মেনে নেয়, আরবেরা মানেনি। ১৯৪৮ সালের ১৪ই মে, ২টি দেশের দলিলে, ২ পক্ষ সাইন করার কথা, আরবেরা করেনি; ফেল, ওখানে দেশ হয়েছে ১টি; ১২টি আরব দেশ ইসরায়েলকে দখল করার জন্য ১৫ই মে আক্রমণ করে ও যুদ্ধে পরাজিত হয়; ইসরায়েলীরা আরবদের জন্য নির্ধারিত এলাকাও দখল করে নেয় কয়েকটি যুদ্ধে। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

১৮| ১৩ ই মে, ২০২১ সকাল ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন: Palestinians Arabs, who made up 69% of the population, rejected the Partition Plan (UNGA Res. 181, Nov. 29/47) for entirely justified reasons based on international law. While Jews made up just 31% of the population (90% were of foreign origin, thousands were illegal immigrants) and privately owned only between 6% and 7% of the land, the Partition Plan (recommendatory only, no legal foundation, contrary to the British Class A Mandate and the 1941 Atlantic Charter, never adopted by the UNSC) outrageously recommended they receive 56% of Palestine (including its most fertile areas) in which Palestinians made up 45% of the population. (10% of Palestine’s Jewish population consisted of native Palestinian/Arab Jews who were vehemently anti-Zionist.

এজন্যই কি আরবরা মেনে নেয়নি?

১৩ ই মে, ২০২১ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:





আরবেরা অশিক্ষিত ছিলো, সেজন্য ১টি রাষ্ট্র চেয়েছিলো; কিন্তু কলোনীর মালিক ছিলি ব্রিটিশ, আবরা নয়।

১৯| ১৩ ই মে, ২০২১ রাত ৮:১৮

অনল চৌধুরী বলেছেন: সন্ত্রাসী এ্যামেরিকা আরবদের মারার জন্য ছোটো সন্ত্রাসী ইসরাইলকে টাকা দেয় একথা ভুল !!!!!
ইহুদীরা মিসরে ছিলো, ওখানে থেকে ফিলিস্তিনে পালিয়ে এসই সব সমস্যার সৃষ্টি করেছে।
এদেরও ফারাও সৈন্যদের সাথে সমুদ্রে ডুবে মরা উচিত ছিলো।

১৩ ই মে, ২০২১ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:




আপনার সমস্যা ব্যাপক।

২০| ১৪ ই মে, ২০২১ রাত ১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:

১৪ ই মে, ২০২১ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা নেবেন।

২১| ১৪ ই মে, ২০২১ সকাল ১০:১৫

ইয়াসিনএলাহী বলেছেন: বর্তমান বিশ্বে ফিলিস্তিন একটি জলন্ত সংকটের নাম। বিশ্বের তাবৎ বড় বড় সমস্যাগুলোর সমাধান হলেও ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হচ্ছে কারণ বিশ্ব মোড়লেরা চায়না এ সমস্যার সমাধান হোক। এ আলোচনা অনেক দীর্ঘ থেকে দীর্ঘায়িত করা যায়। আমরা খালি চোখে অনেক কিছু দেখিনা যা পর্দার অন্তরালে ঘটে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়- আমরা দেখি ইসরায়েলিরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের মারছে, ঘর ছাড়া করছে। ফিলিস্তিনিরা তাদের সঙ্গে ফেরে উঠছেনা। পশ্চিমারা এ বিষয়ে কোনো টু শব্দটিও করছেনা। কারণ পশ্চিমারা জানে ইহুদিদের কে ফিলিস্তিনে এনে তারা সমগ্র বিশ্বকে একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে। ইহুদিরা এখানে থাকতে হলে হত্যা করেই থাকতে হবে। তাই তারা যে কোনো কিছুর বিনিময়েই তাদের এ হত্যাকান্ডকে জায়েজ করার জন্য এগিয়ে আসে। মূলতঃ ইহুদিদেরকে তারা ইউরোপে ফিরিয়ে নিতে চায়না। কারণ তারা জানে ইয়োরোপে ফিরিয়ে নিলে সমগ্র ইউরোপ ইহুদিদের কারণে সমস্যায় পড়ে যাবে। আরবরাও এ সত্য সম্পর্কে অবগত রয়েছে। তাই তারা পশ্চিমাদের সময়ে সূর মিলিয়ে চললছে। আর ইহুদিরা জানে, তারা যতদিন মারতে পারবে ততদিনই তাদের অস্তিস্ত্ব রয়েছে। মারা বন্ধ হলে তারা আর এখানে থাকতে পারবেনা। ইহুদিরা জানে তাদের বিপদ সম্পর্কে।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল কোথায়,সেটা ঠিকমতো জানেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.