নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজাবাসী ইসরায়েল ও হামাসের কাছে সমানভাবে বন্দী।

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৪



গাজা বাংলাদেশের যে কোন উপজেলার সমান কিংবা একটু ছোট হবে; বাংলাদেশের উপজেলাগুলোতে গড়ে ৫/৬ লাখ মানুষ করে, গাজায় বাস করে ১৮ লাখ; বাংলাদেশের উপজেলার মানুষেরা সারাদেশে যেতে পারে, গাজার লোকেরা কোথায়ও যেতে পারে না, ৩ দিকে কাঁটাতারের ঘেরাও ও ইসরায়েলের সিকিউরিটি, এটা হলো ১ম স্তরের বন্দীত্ব।

গাজার মানুষ ২ স্তরে বন্দী হচ্ছে হামাসের হাতে; হামাস তাদের ভোট পায়, ভয়েই হামাসকে ভোট দিতে হয়। প্যালেষ্টাইনীদের ভুল ধারণা, হামাস তাদেরকে রক্ষা করছে; আসলে, তাদের সকল কষ্টের মুল হচ্ছে হামাস, পিএলও ও ইরান। ইরানী রাজনীতি বিশ্বের কাছে গ্রহযোগ্য নয়, ইরানীদের কারণে প্যালেষ্টাইনীরা বিশ্বের কিছুটা সহানুভুতি হারাচ্ছে।

গাজায় বেকারত্বের হার শতকরা ৫০ ভাগের বেশী; গাজায় যারা ভালো আছে, তারা হয় হামাস পরিবারে লোকজন, কিংবা হামাসদের অনুগ্রহ প্রাপ্তরা। হামাস ভুল রাজনীতি করছে, ভুল কাজ করছে, হামাসের অন্যায় ও ভুলের জন্য খড়গ নামে সাধারণ মানুষের উপর। এবার গন্ডগোল শুরু হয়েছিলো জেরুসালেমে, এবং ইহুদীদের উসকানীর ফলে। জেরুসালেমে ফিলিস্তিনী মুসলামন ও ইহুদীদের মারামারিতে কেহ প্রাণ হারায়নি তখনো, যখন হামাস ২০০ রকেট ছাড়ে।

হামাস রকেট ছুঁড়লে তখন কি ঘটে? তখনই ফিলিস্তিনীদের প্রাণ যায় ইসরায়েলী বোমায়। ২০১৪ সালে, হামাস ৩ টি ইসরায়েলী কিশোরকে হত্যা করে, বিনিময়ে ২৩০০ ফিলিস্তিকেে প্রান দিতে হয়েছিলো, ৫০ বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়েছিলো; এবার যেখানে যেরুসালেমে কেহ মারা যায়নি, হামাসের রকেটর কারণে গাজার ২০০ মানুষকে প্রান দিতে হয়েছে; এর মাঝে আছে ৫৮ জন শিশু; সমানে আরো ভয়ংকর কিছু ঘটবে।

গাজার মানুষ কি চায় যে, হামাস লক্ষ্যহীনভাবে ইসরায়েলের সাধারণ মানুষের উপর রকেট আক্রমণ চালাক? গাজার মানুষ হামাসকে রকেট ছোঁড়া থেকে বিরত করতে পারবে? হামাস গাজার মানুষের কথা শুনে? গাজার মানুষ কাজ করে ইসরায়েল গিয়ে, ওদের চাকুরী আছে এখন? গাজার মানুষ হামাসের বিপক্ষে প্রতিবাদ করতে পারবে?

ইসরায়েলের ৪০ ভাগ মানুষ চায় যে, প্যালেষ্টাইদের ভুমি ফেরত দেয়া হোক; আজকে, হামাসের রকেটের কারণে ইসরায়েলের মানুষ সরকারের বিপক্ষে প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না; কিন্তু এভাবে গাজায় বোমা ফেলাটা সব ইসরায়েলী পছন্দ করছে না, তারা শীঘ্রই প্রতিবাদ করবে; কিন্তু গাজার মানুষ হামাসকে কোনভাবে থামাতে পারবে না, রকেট ছোঁড়া বন্ধ করতে বলার সাহস কোন গাজাবাসীর নেই।


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইরান কি সত্যি সত্যি দায়ী, নাকি ইরানকে বাই এনিমি দায়ী করা হচ্ছে?


১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



ইরানের অনেক মানুষ বেকার ও মানুষের বেতন কম; ইরানের টাকায় হিজরুল্লাহ,হামাস ও ২০টা শিয়া মিলিশিয়া বাহিনী বেতন পাচ্ছে সিরিয়া, ইরাক, ইয়েমেন, দুবাই, সৌদীতে। ইরানের ৭০ ভাগ মানুষ প্রাকৃতিকভাবে নিজদের সুপেরিয়র ভাবে।

ইরানী ইহুদীরা কোথায় এখন?

২| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইসরাইল রাষ্ট্র এখন এক বাস্তবতা। এই রাষ্ট্রকে মেনে নিয়েই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
শান্তিপূর্ণ সহঅবস্থান খুবই প্রয়োজন। এটা করতে না পারলে কখনোই শান্তি আসবে না।

আমি চাই একটি স্বাধীন দেশ হিসাবে প্যালেস্টাইন আত্নপ্রকাশ করুক।
শান্তিপূর্ণ দেশ হিসাবে ইসরাইল টিকে থাকুক।

যুদ্ধ নয়, শান্তিই হোক কাম্য।

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



১৯৯৩ সালে "অসলো চুক্তিতে" সই করে ছিলেন ইয়াসির আরাফাত; সেই চুক্তিটা পিএলও মেনে নিয়ে আজকেই প্যালেষ্টাইনকে (পশ্চিম তীর) স্বাধীন করতে পারে।

৩| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১১

শূন্য সারমর্ম বলেছেন: হামাসের অাদ্যাপান্ত্য মিডিয়ায় আসা জরুরী।মিডিয়া তো দরকারী কিছুকে পাত্তাই দেয় না।

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



কোন মিডিয়ার কথা বলছেন? ইউরোপিয়ান মিডিয়া শুনুন।

৪| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২১

রাকু হাসান বলেছেন:
নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্য এই ইস্যুটা গরম করছেন।নেতানিয়াহুর নিজ দেশে জনমত আগের
যে কোন সময়ের চেয়ে খারাপ।ভোটে ভাল করতে পারেনি।এই খেলায় নেতানিয়াহু জিতে গেলে
আবার সরকারে আসবেন। আসছে জুনের মধ্যে দেখা যাবে কে সরকার গঠন করছে।নেতানিয়াহুর
বিপক্ষের শক্তিগুলো চাচ্ছে তার দল ছাড়াই সরকার গঠন করতে।তারা আলোচনায় বসতেও রাজি
হয়নি।তখনই এই ইস্যু সামনে আসছে।উভয় পক্ষের ৫০/৫০ চান্সে আছে সরকার গঠনে।

আপনার পোস্ট ধরে যদি ভাবা হয়, তাহলে তিনটা এঙ্গেলে আলোচনা করা যায়।একটি আপনি করলেন
আরেকটি আমি মন্তব্যের ঘরে করার চেষ্টা করলাম।

আরেকটি অংশ হতে পারে।ফিলিস্তিনিদের অন্যায় ভাবে হত্যা, জমি দখল,উচ্ছেদ ইত্যানি।এই অংশটি
মনে করে হামাস তাদের অস্তিত্বের রক্ষাকবচ। তাদের লড়াই করা ছাড়া কোন উপায় নেই।ইসরায়েলের যোগ্য প্রতিপক্ষ । হামাস ও ফিজবুল্লাহ্ হচ্ছে ইসরায়েলের সামনে বড় আগাছা। তাদের শেষ করতে পা পারলে ইরানের ব্যাপারে
কার্যকর কিছু করা কঠিন।ইরানও চাচ্ছে ইসরায়েল কে ব্যস্ত রাখতে।মাঠের লড়াইয়ে ইরানের সময় প্রয়োজন।
এমনি মাহমুদ আব্বাসের সরকারও হামাসকে ঢাল হিসাবে
ব্যবহার করে।
সংঘাত আরও বাড়লেও উভয় পক্ষ সমাধানে আসুক সেই কামনা।গতকালের নিরাপত্তা পরিষদের
বৈঠকে ইসরায়েল বলে দিয়েছে, জাতিসংঘ কি করবে নাকি করবে না। সেটির দিকে তাকিয়ে নেই তারা।
ইসরায়েল কি করবে, কি সিদ্ধান্ত নিবে তা নিয়ে ফেলছে।মাঠ গরম হবার সম্ভাবনাই বেশি।
তবে দ্রুত নেতানিয়াহুর বিপক্ষের শক্তিগুলো সরকার গঠন করে ফেললে, পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি বিশ্বকে পাক-ভারতীয় রাজনীতির নিয়মে ফেলার চেষ্টা করছেন।

৫| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৬

শূন্য সারমর্ম বলেছেন: ব্লগ ছাড়া আপনার সাথে যোগাযোগর অন্য মাধ্যম আছে?

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:




আমার শরীর ভালো নয়, পরে আপনাকে জানাবো।

৬| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

শূন্য সারমর্ম বলেছেন: আচ্ছা ঠিক আছে। কি হইছে শরীরের? চোখের সমস্যা ছিল আপনার যতটুকু জানতাম।

১৭ ই মে, ২০২১ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:




কিছু হেরিডিটি সমস্যা, আমার পালস রেট কম, ৪২; ইহা কিছু সমস্যার সৃষ্টি করছে।

৭| ১৭ ই মে, ২০২১ রাত ৮:০২

শেরজা তপন বলেছেন: আপনার পোষ্টে ঘুরে ফিরে অনেক কিছুই জানা যায়। ধন্যবাদ আপনাকে

১৭ ই মে, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



১৯৬০ সালের দিকে বেশীরভাগ বাংগালী জানতেন না প্যালেষ্টাইন কোথায়!

৮| ১৭ ই মে, ২০২১ রাত ১০:৪৫

শেরজা তপন বলেছেন: এখনো অনেকে জানেনা বলে আমার বিশ্বাস

১৮ ই মে, ২০২১ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



হামাস, পিএলও ও ইরান সাধারণ মানুষকে ভুল পথে রেখেছে; আরবের সাধারণ মানুষ প্রতিশোধ পরায়ণ, তাদের জন্য দরকার ছিলো বুদ্ধিমান নেতৃত্ব, যারা আমেরিকা ও ইউরোপের সাথে মানিয়ে চলতে পারে।

৯| ১৭ ই মে, ২০২১ রাত ১১:৩০

কাওসার চৌধুরী বলেছেন:




গাজা নিয়ে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট।

১৮ ই মে, ২০২১ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:





১৯৯৩ সালের অসলো চুক্তি নিয়ে হামাস ও পিএলও কথাই বলে না।

১০| ১৮ ই মে, ২০২১ রাত ১২:৩১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নির্মম সত্যি টা বলেছেন

১৮ ই মে, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলের মানুষ ভালো জীবন যাপন করছে, আর ৮০ ভাগ ফিলিস্তিনী দরিদ্র জীবন যাপন করছে, এদিকে হামাস রকেট ছাড়ছে, যেই রকেট কোথায় পড়বে কেহ জানে না। এগুলোর কোন দরকার নেই, দরকার মানুষের সিকিউরিটি, চাকুরী, স্বাভাবিক জীবন।

১১| ১৮ ই মে, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: ইসরায়েল জানে ফিলিস্তিন দুর্বল। আর দরিদ্র দেশের কিছু লোকজন ওদের জন্য হায় হায় করবে। তাতে তাদের কিছুই যায় আসে না।
ইসরায়েল বিশ্বের কারো কথা শুনবে না।

১৮ ই মে, ২০২১ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:




ইসরায়েলকে বিশ্বের বেশীরভাগ দেশ সাপোর্ট করছে, সেজন্য ইসরায়েল আছে; বিশ্বের মানুষ ফিলিস্তিনীদের কষ্টও দেখেছে; কিন্তু হামাস, পিএলও ও ইরানের প্রতি কারো শ্রদ্ধা না থাকাতে ফিলিস্তিন নিয়ে কেহ মাথা ঘামাচ্ছে না।

১২| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইজরাইল এখন বাস্তবতা। অন্যদিকে ইজরাইল যদি ফিলিস্থিনকে স্বাধীন করে দিয়ে ওদের কর্মসংস্থান করে দেয় আমার মনে হয় কেহ আর হামাসের কথা শুনবেনা এবং হামাসকে ভোটও দেবেনা।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



হাাস কি জিনিষ, সামান্য আওয়ামী লীগের সাথে তুলনা করে দেখতে পারেন; বিএনপি কয়েকবার চেষ্টা করেছিলো রোহিংগা শিবিরে ত্রাণ দিতে, আওয়ামী লীগ উহা দিতে দেয়নি।

১৩| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: হামাসের ধর্মীয় প্রতিহিংসার কারনে ফিলিস্থানের নারী ও শিশু আজ হুমকির মুখে। হামাসের দেশ স্বাধীনতার ইচ্ছা থাকে তা হলে সামনা সমনা যুদ্ধ কেনো করে না ? কেনো নারী ও শিশু কে ঢাল হিসেবে ব্যাবহার করছে? এত্ত বছর হয়ে গেলো মাঝে মধ্যে দুই তিনটা ঠুসঠাস ফুটিয়ে ফিকিস্থিনের নারী ও শিশুদের মৃত্যুর মুখে ঠেকে দিয়ে এরা বিশ্ববাসির কাছ থেকে সিম্প্যাথী চায় স্বাধীনতা না।

হামাস মুসলিম ব্রাদারহুডের প্যালেস্টাইন শাখা। বেশ কিছু মুসলিম দেশ এই ব্রাদারহুড কে নিষদ্ধ ঘোষণা করেছে। ১৯৮৮ সালের হামাসের অঙ্গিকার নামার কিছু ধারা এমন, ১। আর্টিকাল দুইয়ে পরিষ্কার ভাবে উল্লেখ আছে হাসাম মুসলিম ব্রাদারহুডের শাখা।
০২। আর্টিকেল সাতে উল্লেখ আছে যে এক জন ইহুদি বেচে থাকা অবস্থায় হামাস তার যুদ্ধ চালিয়ে যাবে।

ফিলিস্থান যদি হামাসের মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে তাদের স্বধিনতা সুদূরপরাহত।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:৩৮

চাঁদগাজী বলেছেন:



১৯৯৩ সালে করা "অসলো চুক্তি" মেনে নেয়নি হামাস,ইহাকে কার্যকরী করতে দেয়নি; এখনো পিএলও নিজেই ইহাকে কার্যকরী করার কথা দুরের কথা মুখেও আনে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.