![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পাখী নামের এক কিশোরী আমার ক্লাশমেট ছিলো, সে পাখীর মতই আদরের ছিলো, এটি পাখীর জীবনের একটি ঘটনা।
পাখীর সাথে আমি প্রথম শ্রেণী থেকে পড়েছি; গ্রামের সাধারণ ঘরের অসাধারণ প্রানবন্ত, হাসিখুশী মেয়ে; পড়ালেখার চেয়ে আড্ডা ও খেলাধুলা বেশী ভালোবাসতো; একটু ইমোশানেল, যা মনে আসে, সেটা করবেই। দ্বিতীয় শ্রেণীতে সে ছেলেদের সাথে ফুলবল খেলতে চেস্টা করলো, শিক্ষকেরা বাধা দিলেন। তৃতীয় শ্রেণীতে, পাখী মেয়েদের গ্রুপে সাতারে প্রথম হয়, আমি ছেলেদের গ্রুপে প্রথম; পানি থেকে উঠে, সে আমাকে বললো,
-আমি তোর থেকে দ্রুত সাতার কেটেছি!
-ভালো; তুই মাপলি কি করে?
-মাপামাপির দরকার হবে না, আমি তোর সাথে প্রতিযোগীয় যাবো, প্রমাণ করবো।
পাখী প্রতিদিন আমাকে এই প্রতিযোগীতার কথা মনে করায়ে দিতো; চতুর্থ শ্রেণীতে আমাদের ক্লাশমেটদের উপস্হিতিতে আমরা দু'জন পুকুরে নামলাম; পুকুরটা বেশ বড় ছিলো; পুকুরের মাঝ অবধি পাখী আমাকে চাপেই রাখলো; তারপর সে কিছুটা ক্লান্ত হয়ে উঠলো; আমি ঠিক করলাম, সে জয়ী হোক; আনুমানিক ২ গজ সামনে থেকে পাখী জয়ী হলো; ক্লাশের ছেলেরা হতাশ হলো; কিন্তু ক্লাশের সব মেয়ে ও পাখী সীমাতীত আনন্দিত হয়েছিল।
অষ্টম শ্রেণী অবধি, আমি ছেলেদের মাঝে প্রথম হয়েছি, আর পাখী মেয়েদের মাঝে; আমরা অনেক পুকুরে একত্রে সাতার কেটেছি, প্রতিযোগীতায় যাইনি। নবম শ্রেণীতে উঠার পর, সমস্যা দেখা দিলো: স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় নবম ও দশম শ্রেণীর মেয়েদের জন্য সাতার নেই; সাতার না থাকায় পাখীর মন খারাপ হলো; বার্ষিক ক্রীড়ার আগেরদিন, সব মেয়েরা পাখীর হয়ে, অংকের স্যারের কাছে প্রস্তাব করলো যে, পাখীকে ছেলেদের সাথে সাতারের সুযোগ দেয়া হোক; স্যার খেলাধুলার দায়িত্বে ছিলেন; স্যার মেয়েদের প্রস্তাব মেনে নিলেন। ক্লাশে মেয়েদের লীডার ছিল বীণা; সে আমার দিকে তাকিয়ে বললো,
-এক রাত আছে তোর হাতে, যা' প্রেকটিস করগে!
-পাখী উড়েও আমাকে ধরতে পারবে না!
পাখী বললো, "চতুর্থ শ্রেণীর কথা ভুলে গেছিস?"
-ভুলিনি! আমি হাসলাম।
আমি এবারও পাখীকে ছেড়ে দিতে পারতাম; কিন্ত সিনিয়রদের সাতারে যেজন প্রথম হয়, সেই ইন্টার-স্কুল সাতারে যায়; ইন্টার স্কুলে পাখী অন্য স্কুলের ছেলেদের সাথে প্রতিযোগীতায় টিকবে না, আমাকেই থাকতে হবে।
সাতারের সময়, পাখী আমার পাশেই অবস্হান নিলো; পুকুর ছিলো খুবই বড়; পুকুরের মাঝ অবধি আমি সবার সাথে তাল মিলায়ে সাতার কাটলাম; এরপরে আমি গতি বাড়ালাম; একটু পরে, আমার পা লাগলো আলতোভাবে পাখীর গায়ে; মনে হয়, পাখী তার লাইন থেকে সরে এসেছিল। পাখী দ্বিতীয় হলো; পানি থেকে উঠেই পাখী আমাকে বললো,
-তুই ছোট লোক হয়ে গেছিস, সামান্য সাতারে প্রথম হওয়ার জন্য আমাকে লাথি মেরেছিস।
আমি কিছু বলার সুযোগও পেলাম না, সে রেগে মেগে চলে গেলো; আমাদের ক্লাশের মেয়েরা তো আছে, এমন কি দশম শ্রেণীর সিনিয়র মেয়েরাও আমাকে ছোটলোক বলে গালি দিলো; বীণা গিয়ে স্যারের কাছে নালিশ করলো। যাক, স্যার কানে নেননি। সন্ধ্যায় পুরস্কার বিতরণী হলো; পাখীকে ২য় পুরস্কার হিসেবে দেয়া হলো খুবই দামী গ্লাসসেট। আমরা মিস্টি ও চা খেয়ে করিডোরে আড্ডা দিচ্ছি, একটু পরে বার্ষিক নাটক শুরু হবে; এমন সময় আমাদের ক্লাশের সব মেয়ে ও পাখী আমার কাছে এলো; আমি ভাবছি, পাখী বকা দিবে; সে কিছু বললো না, আমার সামনে গ্লাস সেটটিকে পাশের ঝোপের মাঝে ফেলে দিলো। মেয়েদের লীডার বীণা আমাকে লক্ষ্য করে বললো,
-তুই আসলে ছোট লোক, তুই পাখীকে লাথি মেরেছিস!
আমি ব্যাখ্যা করতে গেলাম, পাখী কিছু না শুনে চলে গেলো। পরদিন ক্লাশে টিফিনের সময় বীণা কথাটি তুললো আবার, আমাকে বললো,
-তুই পাখীকে পেছনে ফেলতে লাথি মেরেছিস, এখন মাফ চেয়ে নেয়, ছোটলোক।
-ঠিক আছে, মাফ চাইলাম; কিন্তু আমি পাখীকে লাথি মারিনি; সে লাইন থেকে সরে আমার কাছে চলে এসেছিল, মনে হয়। সর্বোপরি, সে আমার সাথে পারার কথা নয়!
পাখী বললো, তুই শর্ট পরে সাতার কেটেছিস, আমাকে সেলোায়ার কামিজ পরে নামতে হয়েছে, ঠিক আছে?
-তুই ল্যাংটা হয়ে নামলেও আমার সাথে পারবি না!
ক্লাশের সবাই হৈচৈ করে উঠলো; কথাটা তাদের পছন্দ হয়েছে; আমি আরেকটু তেল ঢালার কথা ভাবছি; এমন সময় পাখী শক্ত বই দিয়ে আমার নাকের উপর একটা ঘা বসায়ে দিলো! আমার মাথা ঘুরায়ে গেলো, আধা মিনিট সবাই চুপ; ছেলেরা করিডোরে চলে গেলো; মেয়েরাও হতবাক। পাখী বললো,
-তুই ব্যথা পেয়েছিস?
-না।
সে বাইরে গিয়ে গ্লাসে করে পানি নিয়ে আসলো; রুমাল দিয়ে মুখ মুছে দিলো; বললো,
-মন খারাপ করেছিস?
-না।
-রাগ করিস না; তুই তো আমাকে সব সময় বুঝিস!
২১ শে মে, ২০২১ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
কৈশোরটা অদ্ভুত সময়।
২| ২১ শে মে, ২০২১ রাত ৯:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ। পড়ে ভাল লাগল।
২১ শে মে, ২০২১ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
সেসব দিনগুলো এখনো মনের মাঝে জীবিত।
৩| ২১ শে মে, ২০২১ রাত ১০:০৪
শায়মা বলেছেন: সবার কৈশোরই সুন্দর আসলে ভাইয়া। আজকের মোবাইল নেট প্রজন্মও একদিন এমনই বলবে।
২১ শে মে, ২০২১ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
সঠিক, ইহাই জীবনের সুন্দর সময়।
৪| ২১ শে মে, ২০২১ রাত ১০:১৩
রানার ব্লগ বলেছেন: ছোট বেলার গল্প গুলো এমনি
২১ শে মে, ২০২১ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
সুন্দর দিনগুলো তাড়াতাড়ি চলে যায়।
৫| ২১ শে মে, ২০২১ রাত ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: নিমিশে পড়ে ফেললাম, ঝরঝরে হয়েছে।
পাখিরা আসলে বুঝে না, পাখিদের বুঝে নিতে হয়।
২১ শে মে, ২০২১ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
সেই সময়টা জীবনের মিষ্টি সময়।
৬| ২১ শে মে, ২০২১ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: এখন শহরে এবং গ্রামের স্কুলে সাঁতার প্রতিযোগিতা হয় না।
পাখী আসলেই সহজ সরল মেয়ে।
আপনি এত ভালো সাঁতার শিখলেন কি করে?
২২ শে মে, ২০২১ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
আমাদের সানের পুকুরে আমি সাতার কাটতাম সব সময়; গ্রামে পুকুরের অভাব ছিলো না।
৭| ২১ শে মে, ২০২১ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: পাখি এখন কোথায়? যোগাযোগ আছে?
২২ শে মে, ২০২১ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ২০১৮ সালেও পাখীর সাথে দেখা করেছিলাম; পাশের গ্রামেই বিষয় হয়েছিলো, ভালো আছে।
৮| ২১ শে মে, ২০২১ রাত ১১:৩৯
শেরজা তপন বলেছেন: বাহ একটি অতি উত্তম ব্যাতিক্রমী রোমান্টিক উপখ্যান!
-এত কাঠখোট্টা কি বয়স বাড়ার সাথে হয়েছেন?
অফ টপিক * গত দু'বছর ধরে চারপাশে গুঞ্জন শুনছি- আমার ব্যাবহার নাকি বেশ খারাপ! আগে এমনটা কেউ কখনো বলেনি। প্রশ্নটা সেজন্যই
২২ শে মে, ২০২১ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
আমার খুব একটা পরিবর্তন হয়নি; আমি বয়স্ক লোকদের সাথে চলি না। আমার বয়স ৭১, কিন্তু যাদের সাথে আমার আড্ডা, তারা সবাই এখনো ৬০ বছরের নীচে।
৯| ২১ শে মে, ২০২১ রাত ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাখী বুঝলেও মাথা মোটা গাজীসাব
কিছুই বোঝে নি? অবশ্য এখনো বোঝেনা !!
বুঝলে গাজীসাব আর পাখীর ক্যামেস্ট্রি
অন্যরকম হতো!!
২২ শে মে, ২০২১ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি গ্রামের মানুষ, গ্রামের পাখীরা ঝাঁকে চলে।
১০| ২২ শে মে, ২০২১ রাত ১২:৫৫
সাহাদাত উদরাজী বলেছেন: সবার জীবনেই প্রেম আসে!
২২ শে মে, ২০২১ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
কৈশোরে মানুষের অনুভবতাগুলো পরিস্কার থাকে
১১| ২২ শে মে, ২০২১ রাত ২:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে ২০১৮ সালেও পাখীর সাথে দেখা করেছিলাম; পাশের গ্রামেই বিষয় হয়েছিলো, ভালো আছে।
সে কি আপনাকে এখনও তুই করে বলে।
২২ শে মে, ২০২১ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, কিছু বদলায়নি।
১২| ২২ শে মে, ২০২১ রাত ৩:৫৬
কামাল১৮ বলেছেন: সুন্দর স্মৃতিচারন।সেই দিনগুলো আর কোনদিন আসবে না।ফরিদা পারভিনের গানটা মনে পড়ে গেলো।তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম
২২ শে মে, ২০২১ ভোর ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
গান টান শুনেন?
১৩| ২২ শে মে, ২০২১ ভোর ৪:০৪
নেওয়াজ আলি বলেছেন: জীবনের যত উত্থান পতন হোক কিশোর কাল ভুলা যায় না এই লেখা তার প্রমাণ । সত্যিই ওই সমষটা সোনালি সময়।
২২ শে মে, ২০২১ ভোর ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
সোনালী দিনগুলো।
১৪| ২২ শে মে, ২০২১ সকাল ৭:৪৯
কামাল১৮ বলেছেন: কিছু কিছু গান শুনি সকল গান না।
২২ শে মে, ২০২১ বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন:
ওকে, বাংলাদেশের বয়স্করা মোল্লাদের কারণে গান শুনে না
১৫| ২২ শে মে, ২০২১ সকাল ৮:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি এখন কোথায় আছেন?
২২ শে মে, ২০২১ বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন:
আমাদের পাশের কাছেই এক গ্রামে বিয়ে করেছিলো, ভালো আছে।
১৬| ২২ শে মে, ২০২১ সকাল ৮:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মন্তব্যটি অর্থহীন হয়ে গেল।
কেন না আমার মন্তব্যটির উত্তর আগেই কয়েকবার দেয়া আছে আমি খেয়াল করিনি।
আফসোস।
২২ শে মে, ২০২১ বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
অসুবিধা নেই, আমিও অন্যদের মন্তব্য পড়ি না।
১৭| ২২ শে মে, ২০২১ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: আপনি আপনার জীবনী লিখে ফেলুন। এখনই লেখার সময়। প্রতিদিন দুই পাতা করে লিখলে দুই বছরের মধ্যে জীবনী শেষ হয়ে যাবে। এবং বই আকারে প্রকাশ করা যাবে।
২২ শে মে, ২০২১ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমি ব্লগের পোষ্ট ব্যতিত কিছু লিখি না; আমার শরীর ভালো হয়ে গেলে আমি ব্লগেও কম আসবো।
১৮| ২২ শে মে, ২০২১ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উপমাটা দারুন হয়েছে-ল্যাংটা হলেও আমার সাথে পারবিনা !!!!
২২ শে মে, ২০২১ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
আমি সব সময় ঐ রকমই হাসিখুশী কথা বলতাম।
১৯| ২২ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৭
রানার ব্লগ বলেছেন: প্রেম একবার এসেছিলো নিরবে!!
২২ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের মাঝে প্রেম ছিলো না, ছিলো আদরের সম্পর্ক, অনেক ভালো অনুভবতা
২০| ২৩ শে মে, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসলে, আমি ব্লগের পোষ্ট ব্যতিত কিছু লিখি না; আমার শরীর ভালো হয়ে গেলে আমি ব্লগেও কম আসবো।
ব্লগে অবশ্যই আসবেন।
২৩ শে মে, ২০২১ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
না, আমি ব্লগ ছাড়বো না, আমি সামুতে আসার ২/৩ দিন পর থেকে আাকে শিবির জাতীয় পদার্থরা আক্রমণ করে আসছিলো, ওদের কারণেই আমার ব্লগিং ছাড়া হবে না কোনদিন; শরীর ভালো হলে আমাকে এটাসেটা করতে হবে, আমি দীর্ঘ সময় অসুস্হ হয়ে ঘরে বসে আছি।
২১| ২৩ শে মে, ২০২১ সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: সোনালী দিনের স্মৃতি, চমৎকার লাগলো!
"তুই তো আমাকে সবসময় বুঝিস" - পাখিদের কথা ভাষা যারা বোঝে, তাদের পাখা না থাকলেও তারা উড়তে পারে।
২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
উড়েছি, আকাশ ছিলো নীল, বাতাসে ছিলো গান, প্রকৃতি ছিলো উদার।
২২| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:১৩
কল্পদ্রুম বলেছেন: ভালো স্মৃতিচারণ। নবম শ্রেণীর ঘটনার সময়কাল কত হবে? '৬৬/'৬৭ সাল?
২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, ঐ সময়
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২১ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: ওলে......

হা হা হা ভাইয়া সামু ইতিহাসে সকল রোমনা্টিক টিন এইজ লাভ গল্পস ফেইল আজকে!!!!!!!!!!!