নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিদেশে বাংগালী সার্ভিস

২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৫



বাংগালীরা পশ্চিমে যাচ্ছেন; তবে, অনেকে সেখানকার সংস্কৃতি না শিখে, নিজেদের খারাপ অভ্যাসগুলো এখনো পুষে যাচ্ছেন, এটা সেই ধরণের একটি ঘটনা:

নিউইয়র্কের লং-আইল্যান্ডে কাজ করছিলাম; বাহিরে হাঁটার সময়, দোকান থেকে ১ কাপ কফি কেনার ইচ্ছে হলো; গেলাম পাশের ডাংকিন ডোনাটে; দুপুর বেলায় লম্বা লাইন; বেশীর ভাগই বয়স্ক লোকজন, সিনিয়র সিটিজেন এলাকা; সার্ভিসে সবাই বাংলাদেশী, ৪ জন তরুণী, ১ জন একটু বয়স্ক মহিলা, ১ জন মধ্য বয়সী পুরুষ, এবং ইনি ম্যানেজার। ক্যাশে ১ জন অর্ডার নিচ্ছেন, লাইন নড়ছে না; সার্ভিসের এক তরুণী ডোনাট ইত্যাদি সাজাচ্ছে, সাথে সাথে কোন এক মহিলার আধা-পর্ণ জাতীয় পরকিয়ার গল্প পুরো গ্রাফিকসহ বলছে, সবাই সেটাতে মত্ত ; দোকানে হা হা, হি হি চলছে!

অনেকক্ষণ পর, ক্যাশের কাছে আসলাম; সামনের মহিলা, প্রায় ৮০ বছর বয়স হবে, ২টি ডোনাট ও মিডিয়াম কফির অর্ডার দিলেন; দাম দেয়ার সময় কুফন দিলেন ক্যাসিয়ারকে; ৪ ডলার থেকে সামান্য বেশী বিল আসলো, মহিলা ৫ ডলারের বিল দিয়ে বিল দিয়ে খাবার নিয়ে টেবিলে গিয়ে বসলেন। ক্যাসিয়ার বাংলায় আমাকে বললেন,

-কিভাবে সাহায্য করবো আপনাকে?
অকারণ দেরী ও হৈ চৈ'তে মেজাজ ভালো ছিল না; ইংরেজীতে অর্ডার দিলাম,
-দুধসহ ছোট ডি-কাফ, ফ্যাট-ফ্রি মিলক, চিনি লাগবে না।

পয়সা দিতে যাচ্ছি, এন সময় আগের ঐ বয়স্ক মহিলা ফেরত এলেন ক্যাশে, বললেন,
-আমি কুফন দিয়েছিলাম, আমার থেকে বেশী পয়সা নেয়া হয়েছে!

ক্যাশের তরুণী অগ্নিমুর্তি ধারণ করে বললেন, "এই কুপন আমরা নিচ্ছি না"।
মহিলা হতাশ হয়ে ফিরে গেলেন; আমি ক্যাশিয়ারকে বললাম,
-কুপনটা আমাকে দেখাবেন?

-তুমি আবার কে? ক্যাশিয়ার আমাকে ধমক দিলো; ভেতরের গল্প বলা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো, সবাই আমাকে দেখছে; আমি বললাম,
-আমি কেহ নই; তবে, বড় যায়গায় নালিশ করবো; কুপন নিয়ে মিথ্যা বললে বড় সমস্যা হবে।
-যাও, করগে, উঁচু গলায় বললো ক্যাশিয়ার; এরপর মাহিলাকে ডেকে তার পুরো ৫ ডালারের নোট ফেরত দিলো; আমি কফি নিলাম, দোকানে ভয়ংকর নীরবতা।

দুইদিন পর, বাড়ী ফেরার পথে সেই দোকানে গেলাম, লাইন ছিল না; ক্যাশে ছিল ঠিক আগের দিনের মেয়েটি; ভেতরে হইচই করে গল্প চলছিল; আমি অর্ডার টেবিলের দিকে এগিয়ে যেতে মেয়েটা ঘোষনা করলো:
-গন্ডগোলটা এসেছে, গন্ডগোলটা এসেছে।
সে ক্যাশ থেকে সরে দাঁড়ালো, সবাই চুপ; বয়স্ক মহিলাটি ক্যাশে এলেন; আমি অর্ডার দিলাম, বাটারসহ টোস্টেড খোয়াসঁ ও এক বোতল সোডা। পয়সা দেয়ার সময় মহিলা বললেন:
-কফি?
-না, ধন্যবাদ
-ফ্রি।
আমি না করলাম। আমি টোস্টেড খোয়াসঁ'র জন্য অপেক্ষা করছি, ম্যানেজার বললো, "এই লোক বাংগালী"। ক্যাশের মহিলা বললো,
-না, বাংগালী নয়; আমি ফ্রি কফি দিতে চেয়েছিলাম, নেয়নি।

ট্রেনে উঠে প্যাকেট খুলে দেখি, টোস্টেড খোয়াসঁ'র যায়গায় ব্যাগল; আমি ব্যাগল পছন্দ করিনা, একবার খেলে সহজে ক্ষুধা লগে না; তবুও খেলাম।
পরেরদিন, কাজে যেতে থামলাম দোকানে, তরুণী ক্যাশিয়ার আমাকে দেখেই জোরেই ঘোযনা করলো,
-মাসী, গন্ডগোলটা এসে গেছে।
-গতকাল আমাকে টোস্টেড খোয়াসঁ'র যায়গায় ব্যাগল দেয়া হয়েছিল, বয়স্ক মহিলাকে বললাম।
-তাই নাকি? ঠিক আছে, ভবিষ্যতে যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবো; আজ কি দেবো?
-আমি আমার টোস্টেড খোয়াসঁ চাই।
মহিলা গ্রিলের ছেলেটাকে অর্ডার দিয়ে আমার কাছে পয়সা চেলো। আমি বললাম:
-পয়সা তো গতকাল দিলাম।
-আপনাকে তো ব্যাগল দেয়া হয়েছিলো।
-ওটা আমার অর্ডার ছিলো না।

দোকানের সবাই চুপ, ম্যানেজার সামনে এলো, বললো:
-ব্যাগল তো আপনি ফেরত আনেননি।
-আপনি চান, আমি ট্রেন থেকে এসে ব্যাগল দিয়ে যাবো? এসব গন্ডগোল ছেড়ে দেন।

মহিলা আমাকে খোয়াসঁ'র প্যাকেট দিলো; আমি বেরিয়ে যাচ্ছি, শুনলাম, ম্যানেজার মহিলাকে বলছে,
-বিনা পয়সায় দেয়া ঠিক হয়নি তোমার; লোকটা মাথায় উঠবে।

শুক্রবারে কাজের থেকে আগে বাড়ী ফিরছি, কফির জন্য থামলাম, লোকজন তেমন নেই; ক্যাসিয়ার মেয়েটি ঘোষনা করলো,
-গন্ডগোল, গন্ডগোল, গন্ডগোল এসেছে।
সবাই কাজ কর্ম বন্ধ করে আমাকে দেখছিল; গ্রিলের ছেলেটা বললো, "তুমি যে গন্ডগোল, গন্ডোগল বলছ, লোটা এক সময় বুঝতে পারবে"
"আজ এই লোকের অর্ডার আমি নিচ্ছি", বলে ম্যানেজার ক্যাশে এসে দাঁড়ালো।
আমি অর্ডার দিলাম, "মিডিয়াম ডি-কাফ, ফ্যাট-ফ্রি মিলক, চিনি লাগবে না"

লোকটা নিজেই কফি বানাতে গেলো, ডি-কাফের পটে সামান্য তলানী পড়ে ছিল, সেটুকু ঢাললো, বাকীটুকু দিলো রেগুলার থেকে; আমি জানালা দিয়ে বাহিরের দিকে তাকানোর ভান করে দেখছিলাম; পুরো ক্রু ম্যানেজারের দিকে তাকিয়ে আছে; আমি কফি নিয়ে পয়সা দিয়ে, এক চুমুক খেয়ে বললাম:
-আমি ডি-কাফের অর্ডার দিয়েছিলাম?
ম্যানেজার বললো, "এটা ডি-কাফ"।

বয়স্ক মহিলা এগিয়ে এলেন, "একটু অপেক্ষা করুন, নতুন ডি-কাফ তৈরি করে দিচ্ছি"; উনি নিজেই কফি বসালেন, মিনিট চারেকের মাঝ কফি হয়ে গেছে; মহিলাটি আরেকটি অর্ডার নিচ্ছে; ম্যানেজার আমার জন্য কফি বানালো; দেখা যাচ্ছে সে রাগান্বিত; সে ফ্যট-ফ্রি দুধের যায়গায় রেগুলার দুধ দিলো দেখলাম। আমি কফিটা হাতে নিয়ে এক চুমুক খেয়ে মহিলাকে বললাম:
-আমি ফ্যাট ফ্রি দুধ চেয়েছিলাম।
মহিলা ম্যানেজারের দিকে তাকালো; দোকানের এক পাশে ম্যানেজারের টেবিল, সে সেখানে গিয়ে বসে পড়লো। মহিলা নতুন করে কফি বানিয়ে দিলো; বললেন,
-ফ্রি খোয়াসঁ দেবো আপনাকে।
-না, ধন্যবাদ।
আমি দোকান থেকে বের হচ্ছি, আগেরদিনের তরুণীটি ঘোষণা করলো,
-গন্ডগোলটা গেলো, আর যেন না আসে।


মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: :D =p~ :-P

ভাল গল্প জমাইছেন হে হে হে

২৩ শে মে, ২০২১ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



এসব কান্ড চোখে পড়েছিলো?

২| ২৩ শে মে, ২০২১ রাত ৮:২১

কামাল১৮ বলেছেন: আগে একবার পড়েছি মনে হয়। একেই বলে শক্তের ভক্ত।

২৩ শে মে, ২০২১ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে নতুন লোকজন আসছে কিনা, উনারা পড়েন কিনা, দেখছি।
ব্লাগরদের এক ভাই এসেছেন, জটিলভাই, ব্লগিং'এর সোয়াব টোয়াব নিয়ে ফতো্যা দিচ্ছেন; আগের নিকে সুবিধা হচ্ছিলো না, আগের ফেলকরা এক মালটি নিক দিয়ে চেষ্টা করছেন।

৩| ২৩ শে মে, ২০২১ রাত ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মনে রাখার মত উপাধী গন্ডগোল। পড়ে মজা পেলাম।

২৩ শে মে, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:




আমি আনন্দ পছন্দ করি, মাঝে মাঝে গন্ডগোল করি; ব্লগের আনন্দটা শিবির মিবিরেরা মাটি করে দিচ্ছে।

৪| ২৩ শে মে, ২০২১ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখার কোন শেষ নেই।

২৩ শে মে, ২০২১ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



সময় পেলে গন্ডগোল করিয়েন।

৫| ২৩ শে মে, ২০২১ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গন্ডগোল!

২৩ শে মে, ২০২১ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ফেনীতে ইমাম টিমাম হয়ে গেলেন নাকি; নাকি আগরতলায় এতেকাফে গেছেন?

৬| ২৩ শে মে, ২০২১ রাত ১০:২৫

রানার ব্লগ বলেছেন: হা হা হা ব্লগে আপনার নতুন নামকরণ হয়ে যেতে পারে "গন্ডগোল "

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:




আমি সুযোগ পেলে একটু আধটু গন্ডগোল লাগিয়ে দিতে্ পছন্দ করি; আমি গন্ডগোল না করলে বয়স্ক মহিলাটি পয়সা হারাতো, এই দেশে বয়স্কদের হাতে তেমন পয়সা থাকে না।

৭| ২৩ শে মে, ২০২১ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলে পারতেন না।

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি ২০১২ সালে বড় গন্দগোল করেছি; আমি গন্ডগোল করি যখন আমি নিয়মের ভেতর

৮| ২৩ শে মে, ২০২১ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: "গন্ডগোল! গন্ডগোল!" - ভালই একটা উপাধি পেয়েছিলেন! :)

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



আসলে আমি এই ধরণের গন্ডগোল করতে পছন্দ করি; আমি অভদ্রদের সামনে কোনদিনও ভদ্র হতেে চেষ্টা করিনি।

৯| ২৪ শে মে, ২০২১ রাত ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এটা শুধু ঐ-বিদেশে আর গল্পেই সম্ভব।

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



ইহা গল্প নয়।

১০| ২৪ শে মে, ২০২১ রাত ৩:২৯

হাসনাত সিদ্দিকী মুরাদ বলেছেন: আমার সাথে এরকম করলে পুলিশের কাছে নালিশ করতাম। তবে এরকম সার্ভিস এখনো পাইনি। আসলেই করেছিলো নালি এরকম?

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



পুলিশ আপনাকে হুশিয়ারী দিতো কিংবা টিকিট দিতো।

আমাকে আমেরিকায় শতবারের বেশী পুলিশের ভয় দেখায়েছেন লোকজন; পুলিশ সম্পর্কে আমার ভালো ধারণা আছে; আমি পুলিশের বিপক্ষে বহুবার ট্রাফিক কোর্টে জয়ী হয়েছি।

১১| ২৪ শে মে, ২০২১ ভোর ৪:২৮

নেওয়াজ আলি বলেছেন: মধ্যপাচ্য এক দেশে ডাংকিন ভোনাটে বাংলাদেশী সুনামের সাথে কাজ করতেছে

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



নিউইয়র্কে ডানকিন ডোনাাটের ৫০% কর্মচারী বাংগালী।

১২| ২৪ শে মে, ২০২১ ভোর ৪:৪০

অনল চৌধুরী বলেছেন: বাংগালীরা পশ্চিমে যাচ্ছেন; তবে, অনেকে সেখানকার সংস্কৃতি না শিখে, নিজেদের খারাপ অভ্যাসগুলো এখনো পুষে যাচ্ছেন, এটা সেই ধরণের একটি ঘটনা: আনি নিজে এতোবছর বিদেশে থেকে বাঙ্গালীদের ক্ষতিকর স্বভাব কতোটা পরিবর্তন করতে পেরেছেন?

২৪ শে মে, ২০২১ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত বাংগালীরা ভালোই করছে, দুষ্ট কিছু লোকজন অপরাধের সাথে যুক্ত; অশিক্ষিতরা নিজেদের মাঝে বাংলাদেশের মতো বাস করে; সাদা ও ইহুদীরা বাংগালীদের মোটামুটি পছন্দ করে; ভারতীয় ও স্পেনিশরা বাংগালীদের পছন্দ করে না।

১৩| ২৪ শে মে, ২০২১ সকাল ৭:১৩

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা "গণ্ডগোল" নাম বেশ লাগলো। ডাঙ্কিনের কফি আমি সব সময় এড়িয়ে চলি । খুব পানসে হয় তাদের কফি । ডাঙ্কিনে যাই শুধু মাত্র ডনাট খেতে । তাদের ডনাট অসাধারণ।

২৪ শে মে, ২০২১ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:




বাাংগালীরা কফির মান ঠিক রাখতে পারে না; অনেক দোকান ভালো করছে না। আপনি কোথায় চলে যান? মাঝে মাঝে লিখিয়েন!

১৪| ২৪ শে মে, ২০২১ সকাল ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের নতুন পাসপোর্ট এর সাথে একটা তফাৎ আছে।

২৪ শে মে, ২০২১ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ছবি থেকে কিছু বুঝতে পারছি না, কি তফাৎ?

১৫| ২৪ শে মে, ২০২১ সকাল ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন:



ছবি থেকে কিছু বুঝতে পারছি না, কি তফাৎ?

This passport is valid for all the countries except Israel.

২৪ শে মে, ২০২১ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ সম্পর্ক স্হাপন করলে ইষরায়েল হবে জাপানের মতো বিশ্বস্ত ব্যবসায়িক পার্টনার

১৬| ২৪ শে মে, ২০২১ সকাল ৯:২৫

কলাবাগান১ বলেছেন: বাংগালী অথবা ভারতীয় মালিক ডান্কিং এর প্যাকেট চিনি না কিনে, গ্রোসারী থেকে কেজি দরের খোলা চিনি একটা প্লেটে চামচ দিয়ে রেখে দিয়েছে দেখে আর সেই দোকানে যাই না যদিও বাড়ীর সবচেয়ে কাছে দোকান।

মাথা পুরাই খারাপ...চীনে আজ পর্যন্ত্য ৫০০০ এর চেয়ে কম লোক করোনা ভাইরাসে মারা গিয়েছে , আর ভারতে প্রতিদিন মারা যাচ্ছে ৫০০০ এর মত মানুষ...জনসংখ্যার দিক থেকে তো দুদেশই প্রায় সমান!!!!!!

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি কোভিড-১৯ নিয়ে যা জানেন, সেখান থেকে বলুন তো ভারতের এই ভেরিয়েন্টের পেছনে চীন জড়িত কিনা।

১৭| ২৪ শে মে, ২০২১ সকাল ৯:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: মহিলা বললো,
-না, বাংগালী নয়; আমি ফ্রি কফি দিতে চেয়েছিলাম, নেয়নি
হে হে

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



মহিলা নিজ জাতিকে বুঝেন, শেখ সাহেবের সময় থেকে ভিক্ষা আরম্ভ হয়েছিলো, শেখ হাসিনা নির্ভর করছে 'ভিক্ষার টিকার' উপর।

১৮| ২৪ শে মে, ২০২১ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: ঢাকায় তো ভয়াবহ গরম পড়েছে।

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



এবার সারা বিশ্বে বেশী গরম পড়বে; ভারতে লোকজন মারা যেতে পারে।

১৯| ২৪ শে মে, ২০২১ বিকাল ৩:৩০

জাহিদ ২০১০ বলেছেন: তারা কি এখনো জানে না,, আপনি যে একজন পিউর বাংগালী??

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:




আমি চেষ্টা করেছি আমেরিকার সংস্কৃতি অনূসরণ করতে।

২০| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৪০

ডার্ক ম্যান বলেছেন: ব্লগেও অনেকে "গণ্ডগোলটা যেন আর না আসে " এই বলে জিকির করে :(

২৪ শে মে, ২০২১ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



জামাত-শিবিরের লোকেরা লিখতে জানে না, ওদের কাজ হলো রগকাটা।

২১| ২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

তারেক ফাহিম বলেছেন: গন্ডোগল তাহলে আসছে। :D

পূর্বে পড়লাম মনে হয়।

২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি গন্ডগোল টন্ডগোল করেন?
আমার মনে হয়, ব্লগার গিয়াস উদ্দিন লিটন অনেক গন্ডগোল করেছেন কিশোর বয়সে।

২২| ২৪ শে মে, ২০২১ রাত ৯:৩০

সামিয়া বলেছেন: হাহাহা আপনার নাম তাহলে গন্ডগোল??? :) :) :) :)

২৪ শে মে, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



কৈশোর থেকে গন্ডগোল করে আসছি, মাঝে মাঝে না লাগলে ভালো লাগে না।

২৩| ২৫ শে মে, ২০২১ সকাল ৮:২৮

কলাবাগান১ বলেছেন: চীনারা ১০০% মাস্ক ব্যবহার করা জাতি, তাই সংক্রমন ও তেমন নাই। যত বেশী সংক্রমন, তত বেশী ভ্যারিয়েন্ট বের হওয়ার সম্ভবনা (যত বেশী বার ভাইরাস বংশবৃদ্ধি করে, তত বেশী মিউটেশন হওয়ার প্রবাবিলিটি ও বাড়ে)। এই হিসাবে চীন ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য দায়ী নয় বলেই বিশ্বাস করি।

কিন্তু গতকালের ওয়াল স্ট্রিট জার্নাল এর রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে এই ভাইরাস ল্যাব থেকেই বের হওয়া সম্ভব বলে মনে হয়। কেননা আমেরিকার NIH উহান এর করোনা ভাইরাস কিভাবে এক প্রানী থেকে আরেক প্রানীতে ইনফেক্ট করতে পারে, তেমন একটা প্রজেক্টে ফান্ড দিয়েছিল (৩য় অবজেকটিভ ছিল এটা ঐ প্রজেক্টে)।
"In 2014, the NIH awarded a grant to the U.S.-based EcoHealth Alliance to study the risk of the future emergence of coronaviruses from bats. In 2019, the project was renewed for another five years, but it was canceled in April 2020 — three months after the first case of the coronavirus was confirmed in the U.S."
EcoHealth ultimately received $3.7 million over six years from the NIH and distributed nearly $600,000 of that total to China’s Wuhan Institute of Virology, a collaborator on the project, pre-approved by NIH.

অন্য দিকে, উহান যে বাদুর এর করোনা ভাইরাস নিয়ে কাজ করছিল (যেটার জন্য ফান্ড দেওয়া হয়েছিল), সেই ভাইরাস এর জিনোম (৩০,০০০ ডিএনএ বেইস) আর মানুষ কে ইনফেক্ট করা ভাইরাস এর জিনোম ৯৬% সেইম। ৩০,০০০ জিনোম সাইজ এর একটা ভাইরাস এর ৯৬% সেইম জিনোম কে ল্যাবে ১০০% বানানো অসম্ভব। মানে বাদুর এর ভাইরাস এর ১২০০ টা ডিএনএ বেইস কে 'রিপ্লেইস' করলে যে এটা মানুষ কে ইনফেক্ট করবে সেটা ল্যাবে বুঝা বর্তমানের টেকনোলজি তে একেবারেও অসম্ভব। ৩০,০০০ এর মাঝে কোন ১২০০ টা চেন্জ করলে তারা মানুষ কে ইনফেক্ট করতেপারবে সেটা বুঝা অসম্ভব..। ১০-১২ টা চেন্জ করতে হলে পসিবল.। নট ১২০০ ডিএনএ বেইস।


২৫ শে মে, ২০২১ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



ব্যাখ্যার জন্য ধন্যবাদ।

ভারতীয় ভেরিয়েন্টের জেনোম কি ভারত করেছে, নাকি অন্যেরা করেছে?

২৪| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

কলাবাগান১ বলেছেন: ভাইরাস নিজে নিজেই, তার জিনোম কে চেন্জ করে যাতে আরো 'ভাল ভাবে সে বেচে' থাকতে পারে..।এভাবেই ই চেন্জ হয়ে হয়ে সে এনিম্যাল থেকে মানুষ কে ইনফেক্ট করার সক্ষমতা লাভ করেছে বলেই বিজ্ঞানীরা এখনও বিশ্বাস করেন।
প্রতিনিয়ত মানুষকে ইনফেক্ট করছে আর তার জিনোম চেন্জ হচ্ছে মিউটেশন এর মাধ্যমে

২৫ শে মে, ২০২১ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:




জেনোম কাউন্ট প্রসেস বুঝতে হলে, কোন কোন বিষয় জানা থাকতে হবে ও পদ্ধতি জানা যায় কিভাবে?

২৫| ২৫ শে মে, ২০২১ রাত ১১:২৭

কলাবাগান১ বলেছেন: Genome is made of DNA and DNA is made of four chemicals called A, T, G, and C. So a 30,000 DNA genome will have 30,000 A, T, G, and C arranged in a sequence of for example, 7000 As, 7000 Ts, 8000 Gs and 8000 C in defined sequence like AAGCTTACGGACGTTACGG.......... (30000). A DNA sequencing machine can read this 30000 DNA in a sequence easily so that you can say which virus's genome is this. Another virus with the same 30,000 DNA will have different sequence of ATGC and in different proportions of ATGC
there are many resources on online about genome and DNA

২৬ শে মে, ২০২১ ভোর ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, কিছুটা আইডিয়া পেয়েছি, DNA sequencing machine যেই প্যাটার্ণ সৃষ্টি করে, সেটা কি সঠিক কিনা, তা কি করে বুঝা যাবে।

২৬| ২৬ শে মে, ২০২১ সকাল ৮:৩৪

কলাবাগান১ বলেছেন: machine প্যাটার্ন তৈরী করে না, মেশিন শুধু ভাইরাস এর মাঝে যে প্যাটার্ন আছে ডিএনএ সিকোয়েন্সে সেটা শুধু রিড করে জানায়।

যদিও মাত্র চারটা ক্যামিক্যাল নিয়ে এই প্যাটার্ন হয়, প্রত্যেক প্রানীর এই প্যাটার্ন একেবারেই ডিফারেন্ট। তাই এই প্যাটার্ন টা ফিন্গার প্রিন্ট এর মত প্রানী শনাক্তে কাজে লাগে।

তিনটা ভিন্ন ভিন্ন ল্যাবে সেইম ভাইরাস এর DNA sequence করা হলে, দেখবেন যে তিনটা ল্যাবেই সেইম প্যাটার্ন দেখাবে DNA sequence এ। মানুষের শরীরে প্রতি কোষে DNA ৩,০০০,০০০,০০০ (ATGC) টা।

২৬ শে মে, ২০২১ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, থিওরীটা অটামুটি অনুমান করতে পেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.