![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশ ও ফিলিস্তিননের মাঝে কি ব্যবসায়িক, আন্তর্জাতিক সম্পর্ক, কো-অপারেশন, নাগরিক সার্ভিস বিদ্যমান যে, ফিলিস্তিনের একটা দুতাবাস থাকতে হবে ঢাকায়? গাজা ও পশ্চিম তীরের শতকরা ৮০ জন মানুষ গরীব, গড়ে ৫০ ভাগ মানুষের চাকুরী নেই, এরা রেডক্রস ও অন্য দেশের রিলিফের উপর নির্ভরশীল; সেই অবস্হায়, তারা ডলারে বেতন দিয়ে ঢাকায় কি কারণে দুতাবাস চালাচ্ছে?
বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে; ২ দেশের মাঝে কোন ব্যবসা বাণিজ্য নেই, নাগরিকদের যাওয়া আসা নেই বললেই চলে; এই পরিস্হিতিতে তারা অন্য কোন দুতাবাসের সাহায্য একটি পাবলিক রিলেশন এটাচী ঢাকায় রাখলে পারে; কিংবা অন্য দেশের দুতাবাস ফিলিস্তিনকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারে; কি জন্য গরীব ফিলিস্তিনীদের মুখের খাবারের ডলারগুলো ব্যয় করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়ায় তারা দুতাবস চালাচ্ছে? হামাস ও পিএলও'র লোকদের মাথায় মগজ আছে?
গাজার বাবারা দাসের মতো লাইন ধরে, সিকিউরিটি চেকের পর, ইসরায়েলে দৈনিক কামলা দিতে যায়; সন্ধ্যার আগে ইসরায়েল ত্যাগ করতে হয়, না'হয়, কাযজের পাশ কেড়ে নেয় ইসরায়েল; এদের সন্তানরা সারাদিন অপেক্ষা করে কখন বাবা ফিরে আসবে। এখন সেই কাজও কয়েক মাস থাকবে না; এই ফিলিস্তিনের উচিত সব মুসলিম দেশে দুতাবাস রাখা?
বাংলাদেশ স্বীকৃতি দেয়ার বাইরে অন্য কোন প্রকারে কি ফিলিস্তিনকে সাহায্য করতে পারবে? বাংলাদেশের সেই ক্ষমতা আছে? বাংলাদেশ কোনভাবে কি ফিলিস্তিনের বিরোধীতা করবে কোনদিন যে, সম্পর্ক ধরে রাখার জন্য ১ টা দুতাবাস রাখতে হবে? তা'হলে, বাংলাদেশে ১ টা দুতাবাস রেখে এভাবে গরীব জনতার রিলিফের টাকাগুলো খরচ করার ভালো কারণ আপনারা কারা কারা দেখছেন, তারা একটু ব্যাখ্যা করেন।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় ফিলিস্তিনের দুতাবাস আছে, অন্য দেশের দুতাবাস এদের রিপ্রেজেন্ট করে না।
২| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অতি আবেগি দেশগুলিতে প্যালেস্টাইনি দূতাবাসের খরচ প্যালেস্টাইনের বহন করতে হয় না । এই খরচ জোগাড় করে আবেগী
দেশের সরকার।
মালয়েশিয়াতে অবস্থিত প্যালেস্টাইনের দূতাবাস খুবই মনোরম এবং প্রশস্ত ভবনে অবস্থিত। ক্যাম্পাসটি ও বিশাল।
তাদের পুরো খরচ নাকি চলে মালয়েশিয়ান সরকারের দানে।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
এর কোন অর্থ আছে? ছোট বাচ্চারা রেডক্রসের খাবারের জন্য লাইন ধরে ফিলিস্তিনের ক্যাম্পে, মালয়েশিয়া টাকা নষ্ট করে সুন্দর ক্যাম্পাসে বেকুবদের চিড়িয়াখানা খুলেছে!
৩| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইস্রায়েল জাতিসংঘের অন্যান্য ১৯৩ সদস্যের মধ্যে ১৬৪ টি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। কূটনৈতিক সম্পর্ক না রাখার পাশাপাশি ইস্রায়েলের সার্বভৌমত্ব নিয়ে কিছু দেশ অহেতুক বিতর্ক করে।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ১৩৯ দেশ; এখন ওদের দরকার ইসরায়েলী স্বীকৃতি।
৪| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশ চাইলে সমগ্র বিশ্বের যে কোনো দেশকে সাহায্যে সহযোগিতা করতে পারে। - এটি বিরাট আলোচনার বিষয়। যাইহোক, এই মূহুর্তে ফিলিস্তিনকে সহযোগিতা করা সম্ভব না। ফিলিস্তিন খুবই অস্থিতিশীল একটি দেশ। তাঁদের চিকিৎসার জন্য ডাক্তার নার্স দিয়ে সহযোগিতা করতে গেলে আমরা আমাদের দেশে রক্তাক্ত ডাক্তার নার্স অথবা লাশও ফেরত পাবো না।
আর দূতাবাসের কার্যক্রম বিশাল ব্যাপার। কোন কোন দেশে কোন কোন দূতাবাস কেনো থাকবে এটি ব্লগে লিখে বুঝানো সম্ভব না। আর খোলা ব্লগে লেখাও উচিত না।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
আমি যতটুকু লিখেছি, এটুকু নিয়ে আমাদের ব্লগারেরা ভেবে দেখুক; কি কারণে ফিলিস্তিন ঢাকায় দুতাবাস রেখেছে, এবং কি কারণে বাংলাদেশ অনেক পুর্ব ইউরোপীয় দেশে ও সাউথ আমেরিকায় দুতাবাস খুলেছে!
৫| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইসরাইল কি পাকিস্তানের চেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশের?
পাকিস্তান তো ১৯৭১ সালে বাংলাদেশে অমানবিক গণহত্যা চালিয়েছিল। তারপরেও বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনীতিক সম্পর্ক আছে। পাকিস্তানে আছে বাংলাদেশের ২ টি দূতাবাস।
২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইস্রায়েল জাতিসংঘের অন্যান্য ১৯৩ সদস্যের মধ্যে ১৬৪ টি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
আমাদের পুরো জাতির কথা বাদ দেন, কয়জন ব্লগার ১ জন ইহুদী দেখেছেন?
নিউইয়র্কে প্রচুর বাংগালী ইহুদী ব্যবসায় চাকুরী করেন; ওদের সাথে কাজ করেন, ওদের কাছে পড়েন।
৬| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে তাইওয়ানের দূতাবাস কি কল্পনা করতে পারবেন কেউ?
পারবেন না।
কেননা, চীন হুমকি দেবে প্রথমে।
তবে তাইওয়ানে ব্যবসায় করতে অনেকেই যায় শুনেছি।
তারা ও আসেন।
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
বনাগলাদেশের অনেক দুতাবাস আছে সেই এলাকায়, সেখান থেকে তাইয়ানের কাজ করছে নিশ্চয়ই।
৭| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১
জুন বলেছেন: একেই বলে ডিপ্লোম্যাসি। দরকার নাই তবুও থাকবে, থাকতে হয়, যদি ভবিষ্যতে কখনো কাজে লাগে এই কারনে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে।
আপনি এসব ভালোই বোঝেন বলে মনে করি। কিন্ত ধনী দেশগুলো যেমন কানাডা বহু বছর দিল্লী থেকে আমাদের ভিসা সহ যাবতীয় ডিপ্লোমেটিক কাজ সম্পাদন করছিল। আমরা দিল্লি সিংগাপুর
দৌড়েছি কিন্তু গরীব দেশ সে সাহস পায় না।
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
কানাডাতে ইডিয়টের সংখ্যা ফিলিস্তিন বা বাংলাদেশ থেকে কম হবে।
ভবিষ্যতে আমরা ফিলিস্তিন থেকে পাথর ও বালি আমদামী করতে পারবো, হয়তো!
৮| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫২
শাহ আজিজ বলেছেন: এটি একটি রিক্রুটিং সেন্টার । ফিলিস্তিনি এবং সমমনা জঙ্গি গ্রুপের জন্য স্বাস্থ্যবান ছেলেদের তারা রিক্রুট করে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয় । ৭৮ সালে আমার বন্ধু গিয়েছিল ফিলিস্তিন । যুদ্ধরত অবস্থায় গ্রেফতার এবং জাতিসংঘের মধ্যস্ততায় বলিভিয়ায় আশ্রয় পায় । ও দিনে ব্রাজিল বর্ডারে ডিউটি ফ্রি শপে নিজের দোকানে কাজ করে সন্ধ্যায় বলিভিয়ায় ফেরে । স্থানীয় নাগরিককে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ভালই আছে ।
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
এসব মাংকি বিজনেস চলছে, চলবে; মানুষের মতো ভাবতে শিখতে শত বছর কেটে যাবে।
৯| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর সম্পর্ক থাকলে ভিসা পাওয়া কোনো ভাবেই কঠিন কাজ নয় । অনেক দেশেরই দূতাবাস বাংলাদেশে নেই।
আমাদের আশেপাশের দেশগুলোতে আছে । সেখান থেকে সহজেই ভিসা পাওয়া যায় ।
বাংলাদেশে ক্যানাডার হাইকমিশন থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ ক্যানাডার ভিসা পাওয়ার জন্য সিঙ্গাপুরে অবস্থিত ক্যানাডিয়ান হাইকমিশনের উপর নির্ভরশীল।
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের ফরেন মিনিষ্ট্রতে ডাকাতেরা বসে ডলার কামাচ্ছে, বিদেশে বাস করছে, বিদেশে ছেলেমেয়েকে পড়াচ্ছে।
১০| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫২
কামাল১৮ বলেছেন: আরবের ধনী দেশগুলো খরচাপাতির কাজগুলো করে।সমস্ত কিছুর মুলে আছে ধর্মীয় বিশ্বাস।এখানে যুক্তি কোন কাজ করে ।
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
আরবেরা চাইলে গাজার ও পশ্চিম তীরের মানুষকে কিছু মানুফেকচারিং কাজ দিটে পারতো; মানুষগুলো এই রকম গরীব থাকার কথা নয়।
গাজায় এক বিরাট রেষ্টুরেন্ট আছে: ১০০০ মানুষ বসতে পারে, নামটা মনে পড়ছে না; ওখানে হামাসেরা পরিবারসহ আড্ডা মারে; এদিকে ৮০ ভাগ মানুষ রেডক্রসের খাবারের জন্য লাইন দেয়।
১১| ২৬ শে মে, ২০২১ রাত ১০:১৬
শূন্য সারমর্ম বলেছেন: না দুতাবাসের দরকার নেই। তবে যেহেতু আছে মসজিদের দানবাক্সের মত কিছু চালু হোক। সেটা রেডক্রসের মত কাজ করবে।
২৬ শে মে, ২০২১ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
সামান্য বুদ্ধিও না থাকলে এরা স্বাধীন হবে কি করে? হলেও, হবে আরেক ইয়েমেন।
১২| ২৬ শে মে, ২০২১ রাত ১০:৫১
শূন্য সারমর্ম বলেছেন: সামান্য বুদ্ধি দিয়ে দেশ পাওয়ার নজির নেই।
২৬ শে মে, ২০২১ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
হামাস হলো সন্ত্রাসী, অমানুষ; ওরা স্বাধীনতা, জাতি, মানুষের জীবন ইত্যাদি বুঝে না; এগুলো অন্যকে উৎখাত করতে, মেরে ফেলতে বেশী উৎসাহী।
১৩| ২৬ শে মে, ২০২১ রাত ১১:১৪
শূন্য সারমর্ম বলেছেন: ধর্ম মনোজগৎ প্রভাব ফেলে সমস্যা দীর্ঘতর করছে। এটাই তো হবার কথা ছিল, বলা ছিল এভাবে ভাবা হচ্ছে। যদি বিশ্বাস" প্রমান করা যেত তাহলে হয়তো দুই দেশই হাসতে হাসতে মিলে যেত।
২৭ শে মে, ২০২১ রাত ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েল ধর্মনিরপেক্ষ দেশ; রাশিয়া ও সোভিয়েত ইউনিয়ন থেকে আসা ৩.৬ মিলিয়ন ইহুদী ধর্মে বিশ্বাস করে না। আরবেরা নিজেদের গোত্রের ট্রেডিশন অনুসারের চলে; তারা কম বুঝে, প্রতিশোধ পরায়ন ও ভয়ংকর জেদী। ইহুদীদের দেশের দরকার ছিলো, এবং ২য় বিশ্বযুদ্ধের পর, তাদের পক্ষে অন্য কোথায়ও যাবার যায়গা ছিলো না।
১৪| ২৬ শে মে, ২০২১ রাত ১১:৪৩
ডার্ক ম্যান বলেছেন: শাহ আজিজ ভাইয়ের সাথে সহমত।
কর্নেল তাহেরের ভাই বেলালও প্যালেস্টাইনের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল। বেলাল আবার ভারতীয় হাইকমিশনার সমর সেনের উপর আক্রমণকারী দলের সদস্য ছিল।
পাকিস্তানি তুর্কি দূতাবাসও জঙ্গি রিক্রুট করে। তুর্কীরা সিরয়ায় আইএসকে সাপ্লাই দিত বাংলাদেশ থেকে।
২৭ শে মে, ২০২১ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান, আরব ও তুর্কিদের সঠিক কোন বুদ্ধিমত্তা নেই, ভালো জীবন নেই; অনয়দের হত্যা করে নিজেরা ভালো থাকতে চায়।
১৫| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: দূতাবাস থাকলেই সেই দেশে যাওয়া যায় না।
তাহলে আমি কবেই কানাডা চলে যেতাম।
ঢাকা শহরে কানাডা আর আমেরিকান দূতাবাস খুবই কঠিন। এখানে মনে কিছু বাঙ্গালীও কাজ করার সুযোগ পায়। তবে সরকারি পুলিশ এখানে গার্ড থাকে।
২৭ শে মে, ২০২১ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনি দেশে ভালো করার কথা; আমি ছিলাম গ্রামের ছেলে, বাবা ছিলো না, পরিবার টানতে হয়েছে; আপনার অবস্হা ভালো।
১৬| ২৭ শে মে, ২০২১ রাত ১:৪৯
শূন্য সারমর্ম বলেছেন: মানুষ বোধ হয় প্রাকৃতিকভাবেই গৌতম বুদ্ধ থেকে চেঙ্গিস খান বেশি প্রাধান্য দিয়ে থাকে।
২৭ শে মে, ২০২১ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ মানুষ নিজের জন্য বাঁচতে চায়, সমাজের কথা ভাবে না; নিজের পরিবারের ভালো চায়, অন্যের পরিবারের বাচচার যে খাবারের দরকার সেটা বুঝতে পারে না; ফলে, চেংগিসের লাথি খেয়ে বসে অজান্তেই।
১৭| ২৭ শে মে, ২০২১ ভোর ৫:১২
অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:পাকিস্তান, আরব ও তুর্কিদের সঠিক কোন বুদ্ধিমত্তা নেই, ভালো জীবন নেই; অনয়দের হত্যা করে নিজেরা ভালো থাকতে চায়। বুদ্ধি আছে শুধু সন্ত্রাসী এ্যামেরিকা আর তার চামচাগুলির-যারা জঘন্য মিথ্যাচার করে ইরাক, লিবিয়া আর সিরিয়া ধ্বংস করে তাদের তেল লুট করছে???
আমাদের সম্পদ লুটপাট করছে আমেরিকা: সিরিয়া
২৭ শে মে, ২০২১ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
ইরাক, সিরিয়া, লিবিয়ায় সাদ্দাম, গাদাফী, আসাদ ও তার ছেলে কি করেছে উহা আপনার মাথায় ঢুকবে না।
১৮| ২৭ শে মে, ২০২১ ভোর ৫:৪৪
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশ সরকার এখন ঘুর্ণিঝড় ইয়াস নিয়ে ব্যস্ত ফিলিস্তিন নিয়ে নয়।
২৭ শে মে, ২০২১ ভোর ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
সরকার কলোনী চালাচ্ছে।
১৯| ২৭ শে মে, ২০২১ ভোর ৫:৫৮
অনল চৌধুরী বলেছেন: ইরাক, সিরিয়া, লিবিয়ায় সাদ্দাম, গাদাফী, আসাদ ও তার ছেলে কি করেছে উহা আপনার মাথায় ঢুকবে না। প্রত্যেকটা দেশের শাসক নিজেদের দেশকে উন্নত করেছিলো।
কিন্ত সন্ত্রাসী এ্যামেরিকা আর তার চামচাগুলি জঘন্য মিথ্যাচার করে ইরাক, লিবিয়া আর সিরিয়া ধ্বংস করে তাদের তেল লুট করছে, যাদের পক্ষে দিন-রাত ওকালতি করেন আর খুনাখুনির জন্য কর দেন।
২৭ শে মে, ২০২১ ভোর ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
সিরিয়ায় কি তেল ছিলো? হাফিজ আসাদ ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে গোলান হারায়, ২৮ বছর ক্ষমতায় ছিলো; বাবার পর,বাশার ক্ষমতায় আর কাউকে আসতে দেয়নি, শেষে সুন্নীদের হত্যা শুরু করে।
২০| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আরব ইসরাইল নিয়ে বাংলাদেশীরা অতিরিক্ত উতলা দেখা যায়।
যার বিয়া তার খবর নাই।
পাড়া পড়শীর ঘুম নেই।
এখানকার আরবদের ভেতর কোন প্রতিক্রিয়া দেখিনি, ফিলিস্তিনি সহকর্মির ভেতর বিন্দুমাত্র কোন সিরিয়াসনেস দেখলাম না।
আমার গাড়ী মেরামতকারি লেবানিজ মালিক এমনিতে অনেক বেশী কথা বলে, সেও হেসে উড়িয়ে দেয়, বলে এত টাইম নাই এইসব খবর দেখার।
২৭ শে মে, ২০২১ দুপুর ২:৫০
চাঁদগাজী বলেছেন:
গাজা থেকে রকেট যাওয়ার পর, ৩০০ মানুষ মারা গেছে াজায়; ৫/৬ বিলিয়ন ডলারের সম্দ নষ্ট হয়েছে, ইহা কিছু না? আপনি কি ৫/৬ বিলিয়ন ১ দিনে আয় করেন?
২১| ২৮ শে মে, ২০২১ ভোর ৪:৪৮
অনল চৌধুরী বলেছেন: সিরিয়ায় কি তেল ছিলো?- মানে ? সিরিয়ায় 2,500,000,000 barrels (400,000,000 m3) তেল ছিলো।। ২০১০ পর্যন্ত প্রতিদিন৩,৮৫,০০০ হাজার ব্যারেল তেল উঠাতো। এখন সেটা চুরি করছে খুনী-সন্ত্রাসী আর চোর এ্যামেরিকা।
এই জ্ঞান নিয়ে ব্লগ লেখেন?
ভালো করে পড়েন।
Petroleum industry in Syria
২৮ শে মে, ২০২১ ভোর ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
তেল তো বাংগলাদেশেও তোলে, আপনি মাথায় দিয়ে শেষ করলেন, গাড়ীর জন্য কিছুই রলো না।
২২| ২৮ শে মে, ২০২১ ভোর ৫:৫৭
অনল চৌধুরী বলেছেন: আপনি সব কিছুর বিকৃত অর্থ করেন।
সিরিয়া তেল বিক্রি করে কতো ডলার পেতো, সেটা পড়ে দেখেন।
২৮ শে মে, ২০২১ দুপুর ১:০৩
চাঁদগাজী বলেছেন:
সিরিয়া, জর্ডান তেলের রপ্তানীকারক দেশ হিসেবে গণ্য হয় না।
২৩| ২৯ শে মে, ২০২১ ভোর ৪:৩২
অনল চৌধুরী বলেছেন: $3.2 billion for the Syrian government and account for 25.1% of the state's revenue.
৩২ হাজার কোটি টাকা যথেষ্ট না?
আপনার ধারণা সন্ত্রাসী এ্যামেরিকার মতো লুটপাট অঅর দেশদখল না করলে কোনো দেশ উন্নত হয় না।
বাংলাদেশের রপ্তানী আয় কতো আর প্রবাসীরা বছরে কতো পাঠায় জানা আছে?
২৯ শে মে, ২০২১ ভোর ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
ভালো আপনি জিতেছেন, এরপরও সিরিয়াকে তেল রপ্তানীকারক দেশ হিসেবে হিসেব করা হয় না।
২৪| ২৯ শে মে, ২০২১ ভোর ৪:৩৬
অনল চৌধুরী বলেছেন: $3.2 billion বা ৩,২০,০০,০০,০০০ মার্কিন ডলার সমান ২,৭১,১১,৮৩,৩৬,০০০.০০ বাংলাদেশী টাকা।
২৯ শে মে, ২০২১ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
ওদের কাছে দরকারী পরিমাণ রিফাইনারী নেই, তারা ক্রুড অয়েল বিক্রয় করে; কিন্তু রিফাইনড গ্যাসোলিন আমদানী করে।
২৫| ২৯ শে মে, ২০২১ ভোর ৫:১০
অনল চৌধুরী বলেছেন: এবার অন্য দিকে গেছেন।
তেল বিক্রি থেকে একটা দেশের ২৫% রাজস্ব আয় হলে সেটা যথেষ্ট।
এখানে হারা-জেতার কিছু নাই।
সবকিছু হবে তথ্য-প্রমাণের ভিত্তিতে।
২৯ শে মে, ২০২১ সকাল ৮:১২
চাঁদগাজী বলেছেন:
সিরিয়ার মুল সম্পদ ছিলো শিক্ষিত মানুষ, ওদেরকে মেরে, দেশকে ধ্বংস করে দিয়েছে বাশার।
২৬| ২৯ শে মে, ২০২১ রাত ৯:২৪
অনল চৌধুরী বলেছেন: আর আইএস সৃষ্টি করে তেল লুটের জন্য পুরো মধ্য এশিয়াতে আগুন জ্বালিয়েছে সন্ত্রাসী এ্যামেরিকা।
৩০ শে মে, ২০২১ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
আইএসকোথায়, কিভাবে সৃষ্টি হয়েছিলো, সিরিয়ার সুন্নী মুসলামনেরা কেন আইএস'কে স্বাগতম জানায়েছে, এগুলো কমপ্লেক্স ব্যাপার; আপনি কিভাবে এসব তথ্যা পেয়েছেন, এগুলোর এনালাইসিস কিভাবে করেছেন, সেটার উপর নির্ভর করছে আপনার ধারণা।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২১ বিকাল ৫:১০
ডার্ক ম্যান বলেছেন: ফিলিস্তানের দূতাবাস কি ফিলিস্তানিরা চালায় নাকি অন্য কোন গোষ্ঠী চালায় ??