নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সাহায্যও নাকি আবার বেআইনী হয়? দুনিয়ার ম্যাঁওপ্যাঁও

৩১ শে মে, ২০২১ দুপুর ২:৩১



আমি কুইন্স বরোর সীমানার সাথে লাগানো, লংআইল্যান্ডের একটা এলাকায় বেশ কিছু সময় চাকুরী করেছিলাম; এক সন্ধ্যায় বাসায় ফেরার পথে এক সাদা রমনীকে সাহায্য করে, ধন্যবাদের বদলে হুশিয়ারী পাওয়ার পর, কিছুটা গন্ডগোল লাগিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম; কিন্তু তাতেও সুবিধা করতে পারিনি, এটা সেই কাহিনী।

আমার কাজে যাবার ২টি পথ আছে: প্রথমটি, সাবওয়ে ট্রেন ও লংআইল্যান্ড ট্রেইন নিয়ে যাওয়া-আসা; অন্যটা হলো সাবওয়ে ও এক্সপ্রেস বাস নিয়ে যাওয়া-আসা; প্রথটিতে সময় কম ভাড়া বেশী।

আমি কাজে যাবার সময়, ২টি সাবওয়ে ট্রেন বদলায়ে, অবশেষে লংআইল্যানডের ট্রেন ধরে কাজে যেতাম; ফেরার সময়ও একই পথে; কাজে দেরী হলে, সন্ধ্যার দিকে ট্রেন ঘন ঘন আসতো না; কোনদিন ২/১ মিনিটের জন্য ট্রেন হারালে, আমি পরের ট্রেনের জন্য বসে থাকতাম না, বাস ষ্টেশনে গিয়ে, এক্সপ্রেস বাস ধরে জামাইকা এসে, সেখান থেকে সাবওয়ে ট্রেন ধরে বাসায় ফিরতাম, এই পথে সময় কিছুটা বেশী লাগতো।

সন্ধ্যায় জামাইকা থেকে ট্রেনে ফেরার মাঝে একটা আনন্দ ছিলো, পেছনের ৩/৪ বগী সব সময় একেবারে খালি থাকতো, ৬/৭ ষ্টেশনে পেছনের বগীগুলোতে কেহ উঠতো না, রাতে খালি বগীতে উঠতে মানুষ ভয় পায়। আমি সাবওয়ে ট্রেনে কখনো বসতাম না। অনেকটা পথ একা একা আসতে ভালো লাগতো; আমি বগীর ভেতর হাঁটতাম, নিজে নিজে জোরে জোরে কথা বলতাম।

এক শরতের সন্ধ্যায়, আমি পেছনের বগীতে উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি, ট্রেন ছাড়ার বেল বাজছে, স্লাইডিং দরজা বন্ধ হচ্ছে, দেখি এক নারী ২ হাতে বাজারের অনেকগুলো ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ঝড়ের গতিতে নামছে; সে নামার আগে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আমি পা দিয়ে আটকায়ে দিলাম, সে উঠলো। পুরো বগী খালি, সে ব্যাগগুলো রেখে, ভালো করে বসলো; তারপর, আমার দিকে ঠান্ডা চোখে তাকালো। মাঝারি গঠন, বয়স ৩০'এর মতো হবে, ড্রেস প্যান্ট ও কোট পরা, ভালো স্বাস্হ্য, কমনীয় চেহারা।

আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, আশা করছি, সে ধন্যবাদ বলবে, সে ঠান্ডা চোখে আমাকে বললো,
-তুমি দরজা ধরে রেখে আমাকে সাহায্য করেছ; ইহার কোন দরকার ছিলো না, এভাবে ট্রেন আটকায়ে রাখা বেআইনী।
-তুমি যেভাবে নামছিলা, আমি তো মনে করছিলাম, তুমি ফ্লাইট মিস করছো!
-কেহ ফ্লাইট মিস করলেও ট্রেনের সেইফটি রুল ভংগ করে, আর কোনদিন ট্রেন থামাইও না; এভাবে এ্যাকসিডেন্ট হয়।
-ঠিক আছে, আমি বুঝেছি, আর লেকচারের দরকার নেই।
-আমি তোমার ভালোর জন্য বলছি।
-বললাম তো বুঝেছি, এখন লেকচার বন্ধ করে বস; না'হয়, তোমাকে সামনের ষ্টেশনে নামিয়ে দেবো।

সে হো হো করে হেসে উঠলো,
-তুমি আমাকে নামিয়ে দিবে, কিভাবে?
-সোজা ব্যাপার, হাতে ধরে টেনে প্লাটফরমে নামিয়ে দেবো; তোমার বাজার টাজার সবই ট্রেনেই থেকে যাবে।
-তুমি আমার সাথে পারবে?
-কি যে বলো, তুমি মেয়ে, নাকি পুরুষ?
-আমি মেয়ে, তুমি আমাকে টেনে সীট থেকেও তুলতে পারবে না।
-তুমি আমাকে হাসাচ্ছ!
-শেষ হাসি কিন্ত আমিই হাসবো।

-শক্তি ব্যতিতও আমার সাথে এটাসেটাও আছে! দেখালে, তুমি ভয়ে বাপ ডেকে নিজেই পালিয়ে যাবে।
-তাই? দেখাও তো, তোমার সাথে কি আছে! আমি তোমার পা থেকে মাথা সব জরীপ করে ফেলেছি, তোমার সাথে কোন অস্ত্র ইত্যাদি নেই। তুমি বরং এখন আমার দিকে তাকাও, দেখ, এটা কি!

সে তার কোট সরায়ে বাম বাহুর নীচে দেখালো, রিভলবার ঝুলছে! আমি বললাম,
-ব্যাপার কি?
-আমি পুলিশের ডিটেকটিভ, জামাইকাতে কাজ করি। তোমাকে এই ট্রেনে অনেকবার দেখেছি।
-তাই?
-বাহাদুরি করে মেয়েদের ভয় লাগাতে গিয়ে শেষে শ্রীঘরে চলে যাইও না; আজকে তুমি পরপর ২টি ভুল করেছ। আমি সামনের ষ্টেশনে নেমে যাবো; সামনের দিনগুলোতে এসব এ্যাডভেন্চার আর করিও না, তোমার বয়স হয়েছে!
-তোমাকে ব্যাগ নামিয়ে দিয়ে সাহায্য করতে হবে?
-ধন্যবাদ, লাগবে না, আমি অভ্যস্ত! ৮ ঘন্টা কাজের পর, বাসায় গিয়ে রান্নাও করতে হবে; ভালো থেকো, দেখা হবে।
-দেখা হবে।


মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২১ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা দারুন ব্যাপার তো। দেখছেন আইনের প্রতি কত শ্রদ্ধাশীল এরা। আহারে আমাদের দেশে আইন ভাঙ্গতে পারলেই বাহাদুরি। দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার নেই। যে অন্যায় অবিচার আমাদের দেশে :(

৩১ শে মে, ২০২১ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:




শিক্ষিত বাংগালীরা পাঠানদের মতো স্বাধীন।

আমিও মাঝেমাঝে গন্ডগোল করতে চাই, মনের মাঝে শয়তান ঢুকে বসে আছে কিনা কে জানে!

২| ৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৩

নেওয়াজ আলি বলেছেন: বেঠী ঠিক বলেছে বুড়া বয়সে অ্যাডভেন্চার করতে নেই । হা হা হা। ফেনী হতে বিলোনিয়ার যে রেল ছোটকালে দেখেছি যার যার বাড়ির পাশে চেইন টেনে ট্রেন দাড়া করিয়ে ধান চাল নিয়ে উঠতো। আর এখন ট্রেনটাই বন্ধ। বিদেশ হতে আপনারা দেশে ফিরে আসুন আমাদের সভ্য হতে সাহায্য করুণ।

৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:




আমি আসবো, কিছু একটা চেষ্টা করবো।

বিশ্বে রেল লাইন বাড়ছে, ইলেকট্রিক ট্রেন বাড়ছ, বাংলাদেশে কমছে; সরকারের লোকদের মগজ ক্রমেই ছোট হচ্ছে।

৩| ৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: পড়ে ভালই লাগলো । কিন্তু ঝামেলা বাঁধানো বিষয়টা কেমন। সবাই তো যাত্রা সফল ভাবে শেষ করে হাফ ছেড়ে বাচে । আর আপনি আবার ফানও করেন । :)

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



আমি সুযোগ পেলে গন্ডগোল করতে চাই, এটা আমার মাঝে সব সময় ছিলো।

৪| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: রাতে খালি বগীতে কেউ উঠে না কেন? ছিনতাই হয়?

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:




আগে ছিনতাই হতো, আমি যখন সেই পথে যাওয়া-আসা করতাম, তখন ছিনতাই ছিলো না; রাতে মানুষ খালি বগীতে একা ভয় পায়, মনে হয়।

৫| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:২৭

শূন্য সারমর্ম বলেছেন: যৌবনে মুক্তিযুদ্ধ ছাড়া কোনো মারামারি করেছেন?

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



না, মারামরি করিনি; আমি ফুটবল খেলতাম, সেখানে অনেকবার মার খেয়েছি; আমাদের এলাকায় ফুটবল খেলার আনন্দের একটা অংশ ছিলো সমর্থকদের মাঝে মারামারি ও প্লেয়ারদেরকেও ২/১ টা দেয়া।

৬| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৫০

জুন বলেছেন: ব্যাংককের এক মেট্রো স্টেশনে এক্সিলেটর থেকে নামতেই দেখি ট্রেনের স্লাইডিং দরজা বন্ধ হতে শুরু করেছে। আমি এক দৌড়ে গিয়ে সেই আধাবন্ধ দরজা দিয়ে এক লাফে ভেতরে ঢুকলাম। সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি নিজেও বিব্রত। আসলে স্কাই ট্রেন ঘন ঘন আসলেও মেট্রোরেল বেশ কিছুটা দেরি করে। পরে বুঝেছি এটা করা আমার উচিত হয় নি। গার্ড ধরতে পারলে আমার খবর হয়ে যেত।
আপনার অভিজ্ঞতাটি দারুন তাই আমার অভিজ্ঞতাটি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না চাদগাজী।

৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



মানসিকভাবে, মানুষ গতির মাঝে থাকতে চান, মানুষ অপেক্ষা করতে চান না; সেই কারণে, আমি দরজার কাছে থাকলে, অন্যের জন্য দরজা আটকায়ে দিতাম; পরে আটকাতাম না, কন্ডাক্টর বকা দেয়।

৭| ৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৫৭

ডার্ক ম্যান বলেছেন: না, মারামরি করিনি; আমি ফুটবল খেলতাম, সেখানে অনেকবার মার খেয়েছি; আমাদের এলাকায় ফুটবল খেলার আনন্দের একটা অংশ ছিলো সমর্থকদের মাঝে মারামারি ও প্লেয়ারদেরকেও ২/১ টা দেয়া।[/sb
আপনি কি পলোগ্রাউন্ড মাঠে ফুটবল খেলেছেন??

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



না, পলোগ্রাউন্ড মাঠে নয়, জাম্বুরী ফিল্ডে খেলেছি নিমতলার হয়ে; এটা সামান্য সময়।
বেশী খেলেছি উত্তর চট্টগ্রামের চরে; সেখানে অনেক খেলা হতো শীতকালে।

৮| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

ডার্ক ম্যান বলেছেন: https://www.youtube.com/watch?v=dMOO-G-EBkQ
জাম্বুরি ফিল্ডের বর্তমান অবস্থা দেখুন

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



৮ একরের উক্সপর পার্ক, বাকী ৩০/৪০ একর কোথায় গেলো?

৯| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: জাম্বুরি ফিল্ডের বাকী ৩০/৪০ একরে উন্নয়ন হয়েছে। তাই দেখা যাচ্ছে না।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



কোন ডাকাতেরা লুট করলো? আপনি ঐ এলাকার লোক?

১০| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি এই সব গল্পগুলি খুব জমিয়ে লিখবে পারেন।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



সাধারণ ব্যাপার, সাধারণ ঘটনা, জীবনের অংশ।

১১| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খুবই অসাধারণ একটি সাধারণ ব্যাপার।
কিন্তু পড়ে মনে হলো অনন্যসাধারণ।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



জীবনের প্রতিফলনই আসল কাহিনী।

১২| ৩১ শে মে, ২০২১ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~


কি গুতাটা না দিয়া গেল , বাপস , বাইচা গেছেন

৩১ শে মে, ২০২১ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



ভুল পাত্র; উল্টো, আমার অবস্হা খরাপ।

১৩| ৩১ শে মে, ২০২১ রাত ১১:০০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন:
যেচে উপকার করতে গিয়ে বিপদে পড়তে হলো!

৩১ শে মে, ২০২১ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



কে জানতো যে, মেয়েটি পুলিশ! আমি পুলিশের আশেপাশেও থাকতে চাই না।

১৪| ৩১ শে মে, ২০২১ রাত ১১:১৯

কামাল১৮ বলেছেন: আফ্রিকান মেয়েদের সাথে না লাগাই ভালো।এক হাতেই যে কোন বাংঙ্গালীকে উঁচু করে ফেলবে,বিশেষ করে আমার মতো বাঙ্গালী যে কিনা ৫ ফিট ৫ ইঞ্চি।আমি দুর দিয়ে হাঁটি।

৩১ শে মে, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:




এটা সাদা ছিলো; তবে, পুলিশ বলে জানলে, আমি দরজা ধরে রাখতাম না।

১৫| ৩১ শে মে, ২০২১ রাত ১১:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা আপনার অভিজ্ঞতাগুলো পড়তে ভালো লাগে।
তখনও আপনার বয়স বেশী ছিলো?

০১ লা জুন, ২০২১ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


এটা ২০১৭সালের ঘটনা; জামাইকা "এফ ট্রেনে" আপনি আমাকে হয়তো দেখেছেন।

১৬| ০১ লা জুন, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে আপনার এরকম মজার কাহিনী কেন?

০১ লা জুন, ২০২১ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



কাহিনী সবারই আছে, কেহ বলেন, কেহ বলেন না।

১৭| ০১ লা জুন, ২০২১ রাত ২:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: ট্রেনে জামাইকা যাওয়া হয় না। আমার গন্তব্য উল্টো দিকে। তাই দেখা হওয়ার চান্স জিরো ।

০১ লা জুন, ২০২১ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, দেখা হয়নি।

১৮| ০১ লা জুন, ২০২১ রাত ৩:৪৮

অনল চৌধুরী বলেছেন: এইসব আবর্জনা লেখার মানে কি? এগুলি দেশের কোন কাজে লাগে?
আপনার পরিবার কি আপনার দেখাশোনা করে না?
কোনো সাদা মেয়ে বন্ধু ছিলো ?

০১ লা জুন, ২০২১ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো দেশের কোন কাজে লাগার কথা নয়; এগুলো মানুষের কাজে লাগবে।

০১ লা জুন, ২০২১ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:




আমি দেশে বিদেশে যেখানে যাই, আমার স্ত্রী থাকে আমার সাথে

১৯| ০১ লা জুন, ২০২১ ভোর ৪:১১

বিষন্ন পথিক বলেছেন: আমার মনে হয় আপনি জীবন থেকে নেওয়া যে টুকরো ঘটনাগুলি লেখেন তা প্রায় সবটুকু বানোয়াট

০১ লা জুন, ২০২১ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:





আপনি জ্ঞানী মানুষ, শেষে ধরা খেলাম; যাক, কাউকে বলিয়েন না!

২০| ০১ লা জুন, ২০২১ ভোর ৪:৩০

অনল চৌধুরী বলেছেন: আমি দেশে বিদেশে যেখানে যাই, আমার স্ত্রী থাকে আমার সাথে ।
আমি অভ্যস্ত! ৮ ঘন্টা কাজের পর, বাসায় গিয়ে রান্নাও করতে হবে

কথা ২ রকম হলো। স্ত্রী কি রান্না করেন না?

০১ লা জুন, ২০২১ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি বাচ্চাদের জন্য লেখা সাহিত্যের বই নিয়ে, সেটা পড়ে, আবার নিজে লিখেন; ইহা আপনাকে সাহায্য করতে পারে।

২১| ০১ লা জুন, ২০২১ ভোর ৫:৩৮

কলাবাগান১ বলেছেন: অবচেতন মনে ধরেই নেয় যে রান্নার কথা টা আপনি বলেছেন....ভাল করে পড়েও না....আর স্ত্রীদের কে রান্না করতেই হবে??? বিদেশে প্রায় সব খানে এখন দুজনে মিলেই রান্নার কাজ চালিয়ে নেয় ..।

০১ লা জুন, ২০২১ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী তরুণরা এত পেছনে পড়ে গেছে যে, এরা আফগানিস্তানেরও পেছনে চলে গেছে।

২২| ০১ লা জুন, ২০২১ সকাল ৭:৪৪

শেরজা তপন বলেছেন: মহিলা নিজের সুবিধাটুকু নিয়ে আপনাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলছে!!!
গ্রাম্য প্রবাদ আছে;
‘নিজের বেলা আটি-কাটি
অন্যের বেলা দাঁত কপাটি! ‘ :)

০১ লা জুন, ২০২১ সকাল ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত সাদারাই আমেরিকাকে চালু রেখেছে, নিয়ম-কানুন ও দেশের আইন ওদের রক্তে মিশে আছে।

২৩| ০১ লা জুন, ২০২১ সকাল ৯:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ মজার ঘটনা।

০১ লা জুন, ২০২১ সকাল ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কি দেশে, নাকি প্রবাসে?

২৪| ০১ লা জুন, ২০২১ সকাল ১০:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এতোদিন ভাবতাম আপনার কন্যা রাশি - এই পোস্ট পড়ে মনে হচ্ছে 'ধনু' রাশি হওয়ার সম্ভাবনা আছে। =p~

০১ লা জুন, ২০২১ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



খারাপ যদি না হয়ে থাকে ২ টা রাশিই থাক; খালি এগুলোর উপর শনি'র প্রভাব না পড়লেই হলো।

২৫| ০১ লা জুন, ২০২১ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: আমি হলে পরের বার দেখা হলে ও কে একটা ফুল দিয়ে ডিনার কিংবা লাঞ্চের নিমন্তরন করতাম !!!

০১ লা জুন, ২০২১ দুপুর ১:২৭

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার বেশীরভাগ পুলিশ ভালো মানুষ; তবে, এদের থেকে দুরে থাকাই ভালো।

২৬| ০১ লা জুন, ২০২১ দুপুর ২:৪৩

সিগনেচার নসিব বলেছেন: আপনার স্মৃতিমূলক পোস্ট গুলো খুব উপভোগ করি। গুছিয়ে বলতে পারেন।



আপনি কিন্তু মহিলাকে মজা করে অনন্ত বলতে পারতেন আমি ছাত্রলীগ :) ;)
না মানে বাংলাদেশে এমন কিন্তু হয়।

০১ লা জুন, ২০২১ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



বিবিধ দেশের মানুষ সম্পর্কে এদের মনে একটা প্রোফাইল আছে।

২৭| ০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৫

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: আপনি বাচ্চাদের জন্য লেখা সাহিত্যের বই নিয়ে, সেটা পড়ে, আবার নিজে লিখেন; ইহা আপনাকে সাহায্য করতে পারে। - ১৯৯২ সালের অক্টোবরে মাত্র১৮ বছর বয়সে শিশুদের জন্য লেখা আমার প্রথম অনুবাদ গল্প দৈনিক সংবাদের খেলাঘরে প্রকাশিত হয়।
আর ১৯৯৯ সালে একসাথে প্রকাশিত ৪ টা বইয়ের মধ্যে ২ টা ছিলো শিশুদের জন্য অনুবাদ, একটা মৌলিক আর অন্যটা পর্বত অরোহণ নিয়ে লেখা বাংলাদেশের প্রথম উপন্যাস।
সেইসময় আপনি লেখক হিসেবে কোথায় ছিলেন , সেটা আপনিই জানেন।
আর দুই নব্য এ্যামেরিকানকে বলছি, রান্না করার জন্য বিদেশে যেতে হয়না।
আমি নিজেও মাঝে-মাঝে নুডলস-স্যুপ আর ফ্রায়েড রাইস রান্না করি।
যদিও ভাত রান্না করতে পারিনা।

০২ রা জুন, ২০২১ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:





১৯৯২ সালে আমি লিখতাম না; আপনার ভাবনাগুলো সমসাময়িক নয়, এটা একটা সমস্যা।

২৮| ০২ রা জুন, ২০২১ রাত ১২:৩০

অনল চৌধুরী বলেছেন: কোনটা কি বা আমি কি বলি, সেটা বোঝার মতো জ্ঞান-বুদ্ধি আপনার এখনো হয়নি।

আপনি সন্ত্রাসী এ্যামেরিকার হত্যা, দেশ দখল, লুটপাটের পক্ষে ওকালতি করেন , সেটাই করতে থাকেন।


আমি শুধু বাংলাদেশ না, প্রায় ৩ দশক ধরে সারা পৃথিবী পাল্টানোর নির্দেশনা দিয়ে আসছি,যেগুলি মানা হলে পৃথিবীটাই স্বর্গ হতো।
এটা যারা বোঝার, তারা বোঝে।

০২ রা জুন, ২০২১ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:





আমি জানি না, আপনি কি করেন, ও আপনার বয়স কত! সম্ভব হলে, কোন কলেজে শিক্ষকতা করেন, তরুণদের সাথে চলেন।

২৯| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:১০

অনল চৌধুরী বলেছেন: আমি একধিক বিষয়ের শিক্ষক।
এছাড়াও পত্রিকা, বই, ফেসবুক, ইউটিউব আর ব্লগ-সব মাধ্যমেই শিক্ষকতা করে যাচ্ছি।

০২ রা জুন, ২০২১ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.