নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রিজার্ভের অলস ডলার থেকে ঋণ দেয়া সম্ভব তা\'হলে?

০১ লা জুন, ২০২১ রাত ১০:৩২



আপনারা দেখেছেন, শেখ হাসিনার সরকার জাতীর রিজার্ভ থেকে শ্রীলংকাকে অলস ডলার ঋণ দিচ্ছে, ফেরত পাবে শ্রীলংকার মু্দ্রা, রুপিতে (১ ডলার = ২০০ রুপি); ইহা থেকে বুঝা যাচ্ছে যে, আমাদের রিজার্ভে "অলস ডলার" পড়ে আছে, এবং ইহা থেকে ঋণ দেয়া সম্ভব!

ঋণ কাকে দেবে, শ্ররিলংকা, মালদ্বীপ, বেক্সিমকো, আলম ব্রাদার্সদের, নাকি দেশের শিক্ষিত বেকারদের, যারা নিজেদের জন্য ও অন্যদের জন্য চাকুরী সৃষ্টি করতে পারবে?

সেটা সরকারের ও প্রশাসনের ইচ্ছা? তা মোটেই নয়, ইহা সরকার ও প্রশাসনের ইচ্ছা হতে পারে না, ইহা হতে হবে জাতির ইচ্ছানুসারে। বাংলাদেশের মতো দেশ, যেই দেশের বাজেটে এখনো বিদেশী সাহায্যকে ফান্ড হিসেবে ধরা হয়, সেই দেশ ইচ্ছা করলে, জাতির বাহিরে অন্য কোন দেশ বা সংস্হাকে জাতির মতামত না নিয়ে ঋণ দেয়া অন্যায়, বিশেষ করে আজকের মতো ভয়নাক অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়াল পরিবেশে।

আমাদের জাতীয় হার্ড-কারেন্সীর রিজার্ভের পরিমাণ বর্তমানে ৪৫ বিলিয়ন ডলার; ইহা জাতীয় সন্চয়; শেখ হাসিনার সরকার ইহা গড়ে তুলছে; ইহা বেশ বড় ধরণের অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়াল সিদ্ধান্তের ফলাফল। অবস্হা দেখে মনে হচ্ছে, সরকারের মাঝে কোথায়ও ১টা যক্ষ আছে, যা এই অকারণ সন্চয়টা বাড়ায়ে উহাকে "অলস ডলারে" পরিণত করছে; বাকী আছে শুধু ইহাকে স্বর্ণে পরিণত করে মাটির নীচে কিংবা বড় দীঘির পানির নীচে লুকিয়ে রাখা।

হার্ড-কারেন্সীর বাইরে, আমাদের নিজের টাকায়, জাতির সন্চয় কি পরিমাণ? মাইনাস, অনেক মাইনাস, ৫০ বিলিয়ন ডলারের মতো মাইনাস। আমাদের জাতীয় ঋণ হচ্ছে ৫০ বিলিয়নের কাছাকাছি, এবং ইহার উপর বার্ষিক সুদ হচ্ছে কমপক্ষে ৮০০/৯০০ মিলিন ডলার। এই সুদ (সাথে সামান্য আসলও ফেরত দেয়ার কথা ) দেয়ার কথা সেই সব প্রজেক্ট থেকে, যেসব "প্রজেক্টের বিপরিতে" ঋণ নেয়া হয়েছে; যেমন রেলওয়ার জন্য নেয়া ঋণের সুদ-আসল আসা উচিত রেলওয়ে থেকে, হাইওয়ের জন্য নেয়া টাকার সুদ-আসল আসা উচিত টোল ইত্যাদি থেকে; এগুলো এভাবে আসে বলে মনে হয়? আপনি মনে করেন অর্থমন্ত্রী জানে কিসের জন্য কত ডলার নিয়েছিলো? ওরা সুদ-আসল শোধ করে বাজেটের টাকা থেকে, ইহা বেকুব চাষীর মতো অর্থনীতিবিদের কাজ।

১৫ বিলিয়ন ডলার অলস পড়ে আছে, যক্ষের মতো ইহার উপর বসে না থেকে, ইহাকে বেকারত্ব দুর করার জন্য শিক্ষিত প্রফেশানেলদের "পিপিপি ধরণের" পরিকল্পনার মাধ্যমে ঋণ দেয়া দরকার।



মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২১ রাত ১১:০৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে ঋণ পাবে বেক্সিমকো, বসুন্ধরা, যমুনা, জামাতি এবং চোর-জোচ্চোর অপরাধীরা।
আমি ২০১৮ সালে ২০ টা ব্যাংকে গিয়েও মাত্র ২৫ লাখ টাকা ঋণ নিতে পারিনি।
অথচ আমার বাড়ির প্রতিটা ফ্ল্যাটের দাম ছিলো ১ কোটি ৩০ লাখ টাকা।
ব্যাংক বলে , শুধু বাড়ি বন্ধক দিলে হবে না, ব্যবসা আর ব্যাংক লেনদেন দেখাতে হবে।

এই হলো বাংলাদেশে ঋণ প্রদানের চিত্র।

০১ লা জুন, ২০২১ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা ট্রক্টরের যুগে বলদ দিয়ে জমি চাষ করছেন।

২| ০১ লা জুন, ২০২১ রাত ১১:২৫

ডার্ক ম্যান বলেছেন: ২০ লাখ টাকা লোন পেলেই আমি সাবলম্বী হতে পারতাম। কিন্তু ব্যাংক দিবে না।

০১ লা জুন, ২০২১ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



দেখেন গিয়ে, সোনালী ও শিল্প ব্যাংকের এমডি খুলনা পাওয়ারের অফিসে গিয়ে বসে আছে ঋণ দেয়ার জন্য।

আপনি সামান্য টাকায় একটা সমবায় করার চেষ্টা করেন।

৩| ০১ লা জুন, ২০২১ রাত ১১:২৭

নূর আলম হিরণ বলেছেন: রেলওয়ে থেকে সুদ আসল দেবে না, হাইওয়ে থেকেও না। সবাই বছর শেষে বাজেটের দিকে তাকিয়ে থাকে!

০১ লা জুন, ২০২১ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী কি জানে কোন প্রজেক্টের বিপরিতে কত টাকা নেয়া হয়েছিলো, এবং সেখান থেকে ঋণের বিপরিতে কত সন্চয় করতে হবে বছরে!

এসবকে সাজিয়ে, নতুন ফাইন্যান্সিয়াল সিষ্টেম গঠন করার মতো দক্ষতা এদের আছে? অফিসে কাজের সময় এরা নিজ পরিবারের জন্য কাজ করে।

৪| ০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: রিজার্ভের টাকা দেশের অভ্যন্তরে আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করা উচিৎ। সর্বাগ্রে দেশের স্বার্থ বিবেচনায় নেয়া উচিৎ। ঋণ গ্রহণের সময় দেশের ভবিষ্যত বিবেচনা করা প্রয়োজন। সুন্দর পোষ্ট।

০২ রা জুন, ২০২১ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিশ্চয় অর্থনীতি বুঝেন না, উনি বলদের মতো বুদ্ধিমানদের অর্থমন্ত্রনালয়ে আনেন।
উনার দরকার ইউনিভার্সিটির ও ম্যানুফেকচারিং কোম্পানীগুলোর অর্থনীতিবিদদের নিয়ে ১টা ফোরাম করা।

৫| ০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এদেশের শিক্ষিত অসংখ্য বেকার যুবক কর্মসংস্থানের অভাবে হতাশায় নিমজ্জিত। শ্রীলংকার জন্য নয়, এদের জন্য এ টাকা ঋণ বরাদ্ধ করে একদিকে ওদের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে স্বাবলম্বী করাই উচিত ছিল। এটা দয়া নয়, প্রাপ্য। শিক্ষিত যুবকরা স্বাবলম্বী হওয়া মানেই দেশ আরেক ধাপ উন্নতির শিখরে এগিয়ে চলা। এ কাজটা করে সরকার দেশপ্রেমের প্রমাণ দিতে পারতেন।
সময় আছে, চাইলে এখনো পারেন।

০২ রা জুন, ২০২১ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার দেশ প্রেম আছে হয়তো, কিন্তু অর্থনীতি ও ফাইন্যান্স কঠিন বিষয়; উনার দরকার বুদ্ধিমান লোকদের পরামর্শ নেয়া; কিন্তু উনি নিজের আশেপাশে বেকুবদের রেখেছেন।

৬| ০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৬

ডার্ক ম্যান বলেছেন: সমবায় নিয়ে কোন ধারণা নেই। আপনি সমবায় টাইপ দেশে কিছু করতে চেয়েছিলেন

০২ রা জুন, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:




আপনি পরিচিতদের থেকে ১০/১২ জন মানুষকে নিয়ে, শহরে খাবারের কিছু করতে পারেন কিনা দেখেন; আপনি শহরের মানুষ।

৭| ০২ রা জুন, ২০২১ রাত ১২:০৬

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে চোর-চোট্টা ছাড়া ঋণ ফেরত দিতে সক্ষম খুব কম প্রকৃত লোকই ঋণ পায়।
আমাকে দেয়া হলে আমি প্রতিমাসের ১ তারিখেই টাকা ফেরত দিতাম । না পারলে ব্যাংক আমার বন্ধক রাখা ঢাকার বাড়ি আর বাইরের জমি নিয়ে নিতে পারতো। কিন্ত তাও দেয়নি।
আমার এলাকাতেই অনেক টোকাই আর অপরাধী রাজনৈতিক মদদে ব্যাংক ঋণ পেয়ে বাড়ি গাড়ি করেছে।
সেইসময় টাকা না পেয়ে আমার বড় ক্ষতি হয়েছে।
দেখেন, কারা কিভাবে বাংলাদেশে ব্যাংক ঋণ পায়।আবারো সোনালী ব্যাংকের কয়েক শত কোটি টাকা উধাও
এভাবেই নষ্ট করা হচ্ছে বেসিক, ফার্মাস, সোনালী আর বাংলাদেশ ব্যাংকের টাকা।

০২ রা জুন, ২০২১ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



মুহিতের সময়, ২/৩ বার জাতীয় ব্যাংকগুলোকে নতুন করে ক্যাপিটেল দিতে হয়েছিলো। উনি সরে যাবার আগে, প্রাইভেট কয়েকটা ব্যাংকের "খারাপ ঋণ" কিনতে বাধ্য করেছিলো জাতীয় ব্যাংকগুলোকে।

৮| ০২ রা জুন, ২০২১ রাত ১২:৩০

জি এইস মেহেদী বলেছেন: ব্যাংকিং সিস্টেম পুরোটাই হারাম সুতরাং আপনার পোস্ট মুল্যহীন, অহেতুক,, ব্যাংক এ থেকে ঋণ নেওয়া মানে আপনাকে সুদের সাথে জড়িত হতে হচ্ছে, সুতরাং ইহা বর্জন করুন নতুবা আপনি নিজের মায়ের সাথে যিনা করার সম পরিমাণ গুনাহ আমলনামায় উঠবে।

০২ রা জুন, ২০২১ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি পিরামিডের বানানোর যুগে বাস করছেন।

৯| ০২ রা জুন, ২০২১ রাত ১২:৩৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সময়োপযোগী পোষ্ট। জনাব আমি একমতাবলম্বী।

০২ রা জুন, ২০২১ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:




আমরা যদি এগুলো বুঝি, সরকার না করলেও, আরা নিজেরা হয়তো এগুলো করতে সমর্থ হবো।

১০| ০২ রা জুন, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সব সম্ভব। বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ।
সরকারের যা মন চায় তা-ই করে। জনগনের মতামতের কোনো দাম নেই।

০২ রা জুন, ২০২১ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা যেই পরিমাণ সময় ও সুযোগ পেয়েছিলেন, তিনি বাংলাদেশের ইতিহাসে মার্কেল হতে পারতেন।
যতটুকু করেছেন, ২য় বেগম জিয়া হয়ে গেছেন।

১১| ০২ রা জুন, ২০২১ রাত ১:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: ঘৃনায় এই সব নিয়ে আর চিন্তাও করি না। মালিবাগ থেকে শান্তিনগর মোড়ে হেঁটে গেলে অন্তত ৫/১০ লোক হাত পাতে, আর ফুটপাতে শিশুরা পড়ে আছে, এই ফুটপাতেই এরা বড় হচ্ছে, এই সব যখন দেখি, মুখে গালি আসে।

০২ রা জুন, ২০২১ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:



প্রাইম মিনিষ্টারের বাবা মুক্তিযুদ্ধের কোন এতিমকে কোলে নিয়ে কাঁদেননি; উনি নিজে একটা টোকাই মেয়েকে চুলটুকু বেঁধে দেননি।

১২| ০২ রা জুন, ২০২১ রাত ৩:৩৯

কামাল১৮ বলেছেন: জনগন সচেতন না হলে দেশের পরিবর্ত হবে না।যেখানে পাঁচ টাকার বদনা বেঁধে রাখতে হয় একশ টাকার শিকল দিয়ে সেখানে কি আশা করা যায়।পিপিপি অনেক আগেই ব্যর্থ হয়েছে বা ব্যর্থ করা হয়েছে।
আমলারা এতো বেশি দুর্নীতিগ্রস্ত যে রাজনীতিবিদরা এদের সামাল দিতে না পেরে তাদের ক্রীড়নকে পরিনত হয়েছে।কাঠামোগত পরিবর্তন ছাড়া এখান থেকে বের হয়ে আসা সম্ভব না।

০২ রা জুন, ২০২১ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:



কোন জন গণের কথা আপনি বলছেন? চাষীরা সচেতন, কখন বরো করতে হয় জানেন; যারা আরবে চাকুরী করতে যাবে, তারা সচেতন, তারা ভিসা কেনার জন্য টাকা যোগাড় করছে; আপনি কাহাদের কথা বলছেন?

১৩| ০২ রা জুন, ২০২১ ভোর ৪:০৪

কামাল১৮ বলেছেন: @ জি এইস মেহাদী,কোথা থেকে দড়ি ছিড়ে এসে হাজির হলেন।বর্তমান বিশ্বে আপনি এক পা চলতে পারবেন সুদের বাইরে।বাসে চড়বেন,গাড়িতে চড়বেন,রেলে চড়বেন,সরকারের যে কোন সেবা নিবেন সেখানে সুদের টাকা জড়িত।বিশ্ব চলছে সুদের টাকার উপর।আর আপনি না বোঝে এতো বড় একটা কথা বলে ফেললেন।মমিনুল হক যেটা করেছে,নিজের সৎ মাকে বিবাহ করেছে ,মমিনরা সব পারে,কিন্তু সাধারন মানুষ তা পারে না ।এতবড় একটা কথা বলতে আপনার বিবেকে বাঁধলোনা না।ছিঃ,আপনাকে শতবার ছিঃ।

০২ রা জুন, ২০২১ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



উনাদের লেনদেন আরব-বাংলাদেশ ব্যাংক থেকে হতে হবে, হালাল সুদ।

১৪| ০২ রা জুন, ২০২১ ভোর ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:





ভাল একটি বিষয়ে সময়য়োপযোগী লেখা ।
হার্ড কারেন্সির রিজার্ভ হতে বুঝে শুনে
সঠিক জায়গায় বিনিয়োগের বিষয়টি
নিয়ে সরকারকে বিশেষজ্ঞদের পরামর্শ
অনুযায়ী কার্যক্রম গ্রহন খুবই জরুরী ।
তা না হলে সমুহ বিপদের সম্ভাবনা ।
শ্রীলংকার দুরাবস্থা দেখেও শিক্ষা নিতে
পারে ।

০২ রা জুন, ২০২১ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার বয়স হয়ে গেছে, প্রশাসন উনাকে উনার দল থেকে বিচ্ছিন্ন করে ফেলে নতুন বেগম জিয়ার সৃষ্টি করেছে; শকুনেরা দিন গুনছে।

১৫| ০২ রা জুন, ২০২১ সকাল ৯:০২

শূন্য সারমর্ম বলেছেন: হার্ড কারেন্সি রিজার্ভ সঠিকভাবে ব্যবহার করেছে, এমন দেশ কোনগুলো?

০২ রা জুন, ২০২১ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



রিজার্ভ রাখে যাদের মুদ্রা হার্ড কারেন্সী নয়, অন্য দেশ নেয় না, তারা রিজার্ভ রাখে। যাদের রিজার্ভ নেই, তারা ৩য় পক্ষের মাধ্যমে বেশী দামে আমদানী করতে পারে; কিংবা আইএমএফ থেকে ঋন নিতে পারে; ফলে, সবাই ম্যানেজ করছে।

১৬| ০২ রা জুন, ২০২১ সকাল ৯:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশে যারা ২০/৫০ লাখ টাকা বা তারচেয়ে কম ঋণ নেয় তাদের ঋণ ফেরতে দেওয়ার হার বেশি কিন্তু যারা শত শত কোটি টাকা ঋণ নেয় তার প্রকারন্তরে কোন টাকা ফেরত দেয়না।

০২ রা জুন, ২০২১ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



ঋণ দেয়াটা শেখ হাসিনার হাতে রাখার দরকার ছিলো।

১৭| ০২ রা জুন, ২০২১ সকাল ৯:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই অলস অর্থ রাস্তা-ঘাট, সেতু, নদীশাসন, মনোরেল সহ ভৌত অবকাঠামোতে ব্যয় করে রাতারাতি দেশের চেহারা বদলে ফেলা সম্ভব - তবে সেখানে দুর্নীতি ও লুটপাটটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ব্যয়ের অর্থ বিভিন্ন হাত ঘুরে বা রোল করে অন্যান্য সেক্টরেও অবদান রাখে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।

০২ রা জুন, ২০২১ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:




প্রথমে ৫ বিলিয়ন ডলার দিয়ে পাবলিক-প্রাইভেট-পার্টনারশীপে ( ১০ বিলিয়ন ক্যাপিটেল ) ১০ হাজারের মতো কোম্পানী করে দেখতে পারতো; এদেরকে সরকারী কাজ ও প্রাইভেট কাজ দিলে, এরা ২/৩ বছরে দাঁড়িয়ে যেতো।

১৮| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:০৫

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের ব্যাংক হলো বিশ্বের সর্ব শ্রেষ্ঠ দস্যু এরা লুটপাট যারা করে তাদের জন্য প্যান্ট খুলে বসে আছে।

০২ রা জুন, ২০২১ দুপুর ২:২৪

চাঁদগাজী বলেছেন:



ব্যাংক লুটের টাকা সবাই পেয়ে আসছে, না'হয় ৪৫ বছর কিভাবে লুটপাট চলছে?

১৯| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন: রিজার্ভ কারেন্সি,হার্ড কারেন্সি একটু বুঝিয়ে বলুন।

০২ রা জুন, ২০২১ দুপুর ২:২৭

চাঁদগাজী বলেছেন:



প্রথমত: ইহা জাতীয় সন্চয়, কেন্দ্রীয় ব্যাংক এই টাকাগুলোকে ডলারে পরিণত করে; কেন্দ্রীয় ব্যাংক বিদেশীদের রেমিট্যান্স'এর ডলার, পাউন্ড, আরবী মুদ্রা কিনে নেয় টাকা দিয়ে।

২০| ২১ শে জুন, ২০২১ সকাল ৭:২৪

সাসুম বলেছেন: আমি এটা নিয়ে কথা বলেছিলাম- আওয়ামি চাটার দল এবং বাংলাদেশ হেল্মেট লীগ ও চাটালীগ আমাকে রাজাকার ও দেশদ্রোহী উপাধি দিয়েছে এই জন্য।

শুধু বলেছিলাম-নিজ দেশে না খেয়ে মরে লক্ষ মানুষ সেখানে ৭১ এ জেনোসাইড এ সরাসরি সহায়তাকারী, তামিল দের উপর এই একবিংশ শতাব্দিতে জেনোসাইড চালানো সরকার কে যাদের হাতে আমাদের রক্ত প্লাস তামিল দের রক্ত লেগে আছে তাদের কে সহায়তা কোন ভাবেই কাম্য নয়।

মোটামুটি অনলাইনে আমি এখন জামাত শিবির রাজাকার

২১ শে জুন, ২০২১ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালী সঠিকভাবে ভাবতে পারে না।

২১| ২১ শে জুন, ২০২১ সকাল ৮:৩৫

সাসুম বলেছেন: য়ি ভাবতে না পারার জন্য দায়ী- ধর্ম , কুশিক্ষা আর অযোগ্য চোর সরকার ।

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝে শুনে বেকুবদের মন্ত্রী বানায়; তরুণরা পড়ালেখা করে না, তরুণদের ব্যক্তিত্ব নেই, তরুণরা প্রশাসনে চাকুরী পায়, কাজ করে না; সবার জন্য শিক্ষা নেই।

২২| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:২৬

সাসুম বলেছেন: আজকে দেশে কুশিক্ষা, অশিক্ষা তে ভরে গেছে। মানুষ ইতিহাসের খলনায়ক দের কাটগড়ায় দাড় করায় তাদের ভুল শাসন এর জন্য। জিয়াউর রহমান কে মানুষ এখনো কাটগড়ায় দাড় করায় যুদ্ধাপরাধী গোয়াজম দের এই দেশে ফিরিয়ে এনে মন্ত্রী বানানোর জন্য ঠিক একই ভাবে দেশ একদিন শেখ হাসিনাকে কাটগড়ায় দাড় করাবে তার আজকের শাসন এর জন্য। ইতিহাস কাউকে ক্ষমা করে না। শেখ হাসিনা তার পিতার খুনের পর ট্যাংক এর উপর উঠে নাচা খুনীদের সিম্পাথাইজার কে মন্ত্রী বানিয়েছে এর জন্য ও কাটগড়ায় দাড় করাবে দেশ ও ইতিহাস একদিন। ভোট চুরির জন্য কাটগড়ায় দাড় করাবে, গুম খুনের জন্য কাটগড়ায় দাড় করাবে। আজ হোক আর কাল হোক। ইতিহাস বড্ড নির্মম। একদিন না একদিন শোধ তুলেই ছাড়বে

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



শুধুমাত্র সুশিক্ষিত জাটিগুলো নিজেদের ইতিহাস সঠিকভাবে লিখে, উহাকে এনালাইসিস করে, তার ভিত্তিতে জাতির জন্য নতুন নীতিমালা গ্রহন করেছে: আমেরিকা, জাপান, বৃটিশ ও ইহুদীরা এই কাজে দক্ষ।

বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে লেখার লোকজন ছিলো না, উহাকে কাজে লাগানোর জন্য দক্ষ লোকজন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.