![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
৩য় বিশ্বে সরকারী বাজেটের মুল নীতি হওয়া উচিত, আগামী ১ বছর বা তার চেয়ে বেশী সময়ের জন্য, দেশের প্রতিটি পরিবার আয়-ব্যয়ের যেই বাজেট করছে, উহাকে কার্যকরী করতে সাহায্য করা।
জাতির আয় আছে, সেই আয় থেকে সরকারী চাকুরীজীবিদের বেতন-ভাতা দিতে হবে, সরকারী স্হাপনা ইত্যাদির জন্য টাকা ব্যয় করতে হবে; আয়ের বাকী অংশ দিয়ে নাগরিকদের বাজেটকে কার্যকরী করতে হবে।
আগামী ১ বছরে আমাদের জাতীয় আয় কতটুকু হওয়ার সম্ভাবনা? সরকার অনুমান করছে উহার পরিমাণ হবে, ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা৷; সরকার আগামী ১ বছরে কত টাকা খরচ করবে? আমাদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেন, তিনি ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা খরচ করবেন।
মন্ত্রী আয়ের চেয়ে ২ লাখ ১১ হাজার কোটি টাকা বেশী খরচ করতে চান; এই টাকা উনাকে কে দেবে? উনি বিদেশ ও দেশী ব্যাংক থেকে ঋণ নেবেন? উনার নেয়া ঋণ পরিশোধ করবে কে? জাতির নামে ঋন করে উনি সেই টাকা জাতির জন্য খরচ করবেন বলে নিশচয়তা কে দেবে? উনি কি সেই রকম বিশ্বাসযোগ্য ও দক্ষ মানুষ?
আয় কম, ব্যয় বেশী? ইহা কিসের বাজেট, ইহা কিসের মিনিষ্টার? ইনি যেই পরিমাণ ব্যয় করতে চাচ্ছেন, সেই পরিমাণ আয় করতে জানেন না, এই ধরণের কাজ করা কি বুদ্ধিমানের কাজ? আপনার পরিবারে ইহা সম্ভব? আপনার পরিবারে যদি ইহা সম্ভব না'হয়, আমাদের সন্মিলিত পরিবারে ইহা কিভাবে সম্ভব? ইহা কাজের লোক নন, ইহাকে চাকুরীচ্যুত করার দরকার।
আপনার বাবা যদি কেরানীর চাকুরী করে বেক্সিমকোর মালিকের মতো ব্যয় করে, আপনার পরিবারের অবস্হা কি হবে? আপনার বাবা যদি বছরের পর বছর টাকা ঋণ নেন, আপনাদের পরিবারের অবস্হা কি হবে? এগুলো কি মন্ত্রী, নাকি রাখাল বালক? মুহিত সাহেব ২০ বিলিয়ন ডলারের মতো ঋণ করে গেছেন, এখন উনি কি উহা নিয়ে চিন্তিত? উনি তো ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, দেশের মানুষের কি অবস্হা?
শেখ হাসিনার উচিত হবে না, এই ধরণের বাজেট করতে দেয়া; উনার উচিত হবে, আমাদের আয়ের মাঝে সরকারী বাজেট সীমাবদ্ধ রাখা; বাজেট যদি আয়ের থেকে বড় করতে হয়, সেটা নাগরিকদের থেকে ঋন নিয়ে করার কথা ভাবতে পারেন; বিদেশী ঋন ও দেশের ব্যাংক থেকে ঋন নেয়া টাকা সব সময় চুরি হয়ে যায়। মন্ত্রী যেই পরিমাণ টাকা খরচ করার কথা বলছেন, যত পরিকল্পনার কথা বলছেন, এত কাজ করার মতো জনবল সরকারের নেই। সুতরাং, এইভাবে জাতির বিনা অনুমতিতে ঋণ নিয়ে উহার অপব্যবহার করা ভয়ংকর খারাপ কাজ।
০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
সাইফুর রহমান একজন একাউন্টেন্ট ছিলেন, মুহিত সাহবে ছিলেন বড় কেরানী, মুস্তফা সাহেব হলেন ক্রিকেটে অদক্ষ বিশেষজ্ঞ; এরা বাংলাদেশের মানুষের পরিবারে কি হচ্ছে, তা বুঝে বলে আমি বিশ্বাস করি না।
২| ০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১
শূন্য সারমর্ম বলেছেন: আয় থেকে ব্যয় বেশি ; বাহ! জমিদারী ব্লাড নাকি? জবাবদিহিতার বালাই নেই;তাছাড়া বাজেট নিয়ে দেশের ৭০% মানুষ ঠিকমত প্রশ্নই করতে পারবে না।
০৩ রা জুন, ২০২১ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
মানুষের কথা বাদ দেন, মন্ত্রী নিজেই জানে না কি হচ্ছে! উনার অফিসের লোকেরা আগের বাজেটগুলোকে বদলা্যে কিছু একটা দাঁড়া করায়; ওরা আনুমানিক সরকারী ব্যয়টা (বেতন, ভাতা, স্হাপনা খরচ ) জানে, বাকী কিছু জানে বলে মনে হয় না।
৩| ০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
কামাল১৮ বলেছেন: করোনায় চাকরি হারানোদের বিষয়ে কোন দিক নির্দেশনা নাই।করোনার পরেও স্বাস্থ্য ও শিক্ষা খাত বরাবরের মতো অবহেলিত।
০৩ রা জুন, ২০২১ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
টাকার অভাবে প্রেসিডেন্ট অথবা স্পীকার যেদিন বেতন পাবে না, সেদিন উনারা ভাবার শুরু করবেন, তার আগে খবর হবে না।
৪| ০৩ রা জুন, ২০২১ রাত ৮:১৪
শূন্য সারমর্ম বলেছেন: আগামী অর্থবছরের মুক্তিযোদ্ধা ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে৷
০৩ রা জুন, ২০২১ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
এটা সবার চোখে পড়বে!
কিন্তু এই লোকগুলো ১৯৭২ সাল থেকে ২০১০ সাল অবধি রিকসা টেনেছে, দৈনিক কামলা খেটেছে, বেকার ছিলো, এসব কি কেহ দেখবে?
এই লোকগুলো বিনা বেতনে, জাতির সৈন্য হিসেবে গড়ে ৮/৯ মাস যুদ্ধ করেছিলেন; তারপর, শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেব নিজেদের চাকুরীটা রেখে, এঁদের চাকুরিটা খেয়ে ফেললেন, সেটা নিয়ে জাতির "কেহ ১ জন কিছু বলেছিলেন"?
০৩ রা জুন, ২০২১ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আসল মুক্তিযোদ্ধাদের ( এখন ৫০ হাজারের মতো হতে পারে ) যদি ১ লাখ টাকা মাসে "পেনশন দেয়া হয়", জাতির গায়ে লাগবে না; সরকার "বড় টাকাটা দিচ্ছে ভুয়াদের"।
০৩ রা জুন, ২০২১ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
আমার ধারণা, আমাদের এলাকায়, ১ জন নিহত রাজাকারের নামে মুক্তিযোদ্ধা ভাতা তোলা হচ্ছে।
৫| ০৩ রা জুন, ২০২১ রাত ৮:৩৬
শূন্য সারমর্ম বলেছেন: আমরা মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দেই, এই দেখেন- ১২ থেকে ২০ হাজারে নিয়ে গেলাম। ভুয়ারা এখনি বাসায় বসে অট্রহাসি হাসে।
আসল মুক্তিযোদ্ধারা আসলেই কি সুখী? দেশ নিয়ে কি দীর্ঘশ্বাস ছাড়ে।
০৩ রা জুন, ২০২১ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
আসল মুক্তিযোদ্ধারা এখন বয়স্ক, রোগে ভুগছেন, উনাদেরকে দেশ গঠনের জন্য ডাকা হয়নি, উনারা কিছু পাননি।
৬| ০৩ রা জুন, ২০২১ রাত ৮:৩৭
শূন্য সারমর্ম বলেছেন: অর্থমন্ত্রী বলেন, দেশে মেগা শিল্পের বিকাশ ও মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধ পরিকর৷ এজন্য অটোমোবাইল থ্রি-হুইলার ও ফোর হুইলার উৎপাদনকারীদের জন্য এবার বিশেষ সুবিধা রেখেছেন তিনি৷
০৩ রা জুন, ২০২১ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
মন্ত্রির পরিচিতরা ৮ হুইলারের জন্য ঋণ পাবে, উরোজাহাজের জন্য ঋণ পাবে, স্যাটেলেইট পাঠাবে; ১ পয়সাও ফেরত দেবে না।
বেকারেরা বেকার থাকবে, উনি ক্রিকেট খেলা উদ্বোধন করবেন, আর ভালো থাকবেন।
৭| ০৩ রা জুন, ২০২১ রাত ৮:৪৪
নজসু বলেছেন:
বাজেট পেশ করার পর-
সরকারঃ এ বাজেট বিগত ৫০০ বছরের মধ্যে ইত্যাদি ইত্যাদি.....
বিরোধীঃ এ বাজেট গরীব মারা বাজেট।
হারেছ উদ্দিনঃ এই দেশ চলে দুই চোক্ষের ইশারায়। এই দেশে বাজেট হইলেই কি না হইলেই কি! তিন মাস ধইরা ব্যবসা নাই। কী বাজেট হইসে জানি না, জানার দরকারও নাই। তবে এইডা জানি অহন জিনিসপত্রের দাম বাড়ব।
০৩ রা জুন, ২০২১ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
সরকারের এসব বড় বড় কাজ নিয়ে ড: কামাল হোসেন, ড: ইউনুছ, ড: আলী আকবর কিছু বললে ভালো হতো।
রিজভী বদ্ধ পাগল, ফখরুল বেগম জিয়ার কাজের লোক।
প্রশাসনের লোকেরা শেখ হাসিনার মাথায় কদুর তেল ঢালছে আর চুরি করছে।
৮| ০৩ রা জুন, ২০২১ রাত ৯:০৩
শূন্য সারমর্ম বলেছেন: ব্যবসায়ীদের জন্য কর্পোরেট করহারে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী৷ শেয়াবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য এই হার সাড়ে ৩২ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে৷ তালিকাভুক্ত কোম্পানির জন্য ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশে করা হয়েছে৷
০৩ রা জুন, ২০২১ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
কর্পোরেশনের কর কার ঘাঁড়ে গিয়ে পড়ে, দেশের মানুষের, নাকি মালিকানার?
এত বেশী কর ধরলে, প্রোডাক্ট ও সার্ভিসের দাম তো সব সময় বেশী হবেই হবে।
৯| ০৩ রা জুন, ২০২১ রাত ৯:৪০
শূন্য সারমর্ম বলেছেন: বিশ্বে করের আরোপের স্ট্যান্ডার্ড কেমন? (অাধুনিক -তৃতীয় বিশ্ব)
০৩ রা জুন, ২০২১ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
ইউরোপে অনেক কর, আমেরিকা ও কানাডায় কর কম। তৃতীয় বিশ্বে করের কোন অর্থনৈতিক, ফাইন্যানসিন্সাল ও সাামাজিক নীতি আছে বলে মনে হয় না। ৩য় বিশ্ব কিভাবে কর আরোপন করে তা আমি জানি না।
উন্নত দেশে কর আরোপন নির্ভর করে জিপিএ, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, সরকারের প্রবৃদ্ধির প্ল্যান, সরকারের আয় ও ব্যয়, সরকারের সামাজিক প্রোগ্রাম সমুহের আইনগত ব্যয় ও সন্চয়ের প্ল্যান ইত্যাদির উপর নির্ভর করে।
১০| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:২৫
শূন্য সারমর্ম বলেছেন: জিপিএ কি?
ইউরোপ ও কানাডায় কম-বেশি কেন?
০৩ রা জুন, ২০২১ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
স্যরি, জিডিপি'র যায়গায় "জিপিএ" হয়ে গেছে।
কানাডা ও আমেরিকার সরকারের বিপুল পরিমাণ খাস জমি ও প্রকৃতিক সম্পদ আছে, যা থেকে অনেক রেভেনিউ আসে; ইউরোপের কাছে (রাশিয়া ব্যতিক্রম ) খাস জমি ও প্রকৃতিক সম্পদ নেই।
১১| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:৩৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: যেসব জায়গা এই বাজেটে পড়ে উন্নত হয়ে গেছে ঐসব জায়গার কর বৃদ্ধি করতে হবে, বাসা ও জমির দাম বৃদ্ধি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানের কর বৃদ্ধি করতে হবে। তাহলে বাজেট সব বিভাগে বন্টন সঠিক হবে।
০৩ রা জুন, ২০২১ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
কর ও সুদের হার বেশী হওয়ায়, নতুন করে শিল্প গড়ে উঠছে না।
১২| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:১৯
শূন্য সারমর্ম বলেছেন: বিগত ৩ বছরের বাজেট রিভিউ কি ছিল; ব্যয় বেশি,আয় কম; ঘাটতি মেটাতে ঋণের নাটক; জীবনধারায় দূনীতি; পরিকল্পনার পুথিপাঠ এইতো।
০৩ রা জুন, ২০২১ রাত ১১:৩২
চাঁদগাজী বলেছেন:
৫০ বছরের ইতিহাসে, কখনো আগের বছরের বাজেটের খরচের হিসেব দিয়েছিলো কেহ; কোন উন্নয়ন প্রকল্প কতদুর অগ্রসর হয়েছে, কোনটা শুরু করা সম্ভব হয়নি, কোনটার টাকা খরচ করা সম্ভব হয়নি, সেই ফান্ড এখন কোথায়, সেগুলোর হিসেবে দিয়েছে কেউ?
এগুলো বাজেট নয় অপরাধ করার পরিকল্পনা।
১৩| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:২১
শূন্য সারমর্ম বলেছেন: দেশের মূল্যবান তিন মন্ত্রনালয় (শিক্ষা,অর্থ,পরিকল্পনা) বিদেশী এডভাইজার নিয়োগ দিয়ে লাইনে আনা দরকার।
০৩ রা জুন, ২০২১ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
অর্থ, পরিকল্পনা, শিক্ষা ও এমপ্লয়মেন্ট ( এখনো ইহা নেই ) চালানোর মতো বাংগালী দেশের ভেতর নেই; এগুলোর জন্য বিদেশী মানউষ আনার দরকার ছিলো ১৯৭২ সাল থেকেই।
১৪| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:৪৪
শূন্য সারমর্ম বলেছেন: নিরপেক্ষ বাজেট এন্যালাইজিং কমিটি দরকার, যারা বছর শেষে সব সুক্ষভভাবে দেশের জনগণের কাছে তুলে ধরবে।কোথায় টাকা খরচ হয়নি বা বেশি হয়েছে, উন্নয়ন প্রকল্পের মুলা কতদুর।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
একাডেমিক, কর্পোরেট ফাইন্যন্স ( ব্যাংক, ইনভেষ্টমেন্ট ব্যাংক, ইন্ডাষ্ট্রিজ'এর ফাইন্যান্স'এর লোকজন ), প্রফশানেল সোসািটির লোকজন (১০০ সদষ্য ) নিয়ে একটা কমিটি করে, তাদেরকে কন্ট্রোল ও পর্যবেক্ষণে রাখার দরকার।
১৫| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:৪৮
শূন্য সারমর্ম বলেছেন: ৭২ এ হয়নি এখন অর্থ, পরিকল্পনা, শিক্ষা মন্ত্রনালয়কে ভাড়ায় খাটানো যায় না বিদেশীদের দিয়ে??
০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
সিংগাপুর, কানাডা ও জার্মানী থেকে স্পেশালিষ্ট আনা দরকার।
১৬| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:১৭
শূন্য সারমর্ম বলেছেন: স্পেশালিষ্ট আনার প্রসেসিং কি?
০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
চাকুরী দিয়ে আনা যায়, সন্মান দিয়ে আনা যায়।
১৭| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: একটা করে বাজেট যাবে আর আমাদের জন অতি সাধারণের উপরে আরো কিছু চাপ বারবে, এর বাইরে কি না।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
সরকার মানুষ থেকে কর পায় না, ব্যবসায়ীরা কর চুরি করে ফেলে।
১৮| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এর বাইরে কিছু না।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে বাজেট বলা মুশকিল, এগুলো রাষ্ট্রের সম্পদ দখলের আইনী পদক্ষেপ।
১৯| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: দুই লাখ কোটি টাকার ঘাটতি বাজেট তবুও যদি চুরি হয় দেশ এই ঋণের বোঝায় চাপা পড়ে মারা যাবে । চুরি দূর্ণীতি বন্ধ হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হতে পারে।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
সোনার বাংলা শেখ সাহেবের নয়, ইহা সাধারণ মানুষের স্বপ্ন ছিলো, এখন উহা বেক্সিমকো, খুলনা পাওয়ার, বসুন্ধরার স্বপ্ন হয়ে গেছে।
৩ লাখ কোটী আয়ের সম্ভাবনা ( এখনো হাতে নেই ) নিয়ে কোন বেকুব ৬ লাখ কোটী ব্যয় ফর্দ করে? এরা বাজার করার ছেলে, স্পেশালিষ্ট নন।
২০| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: প্রতি বছর বাজেটের একমাস আগেই আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। গত বিশ বছর ধরে তো তাই দেখছি।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
এরা মানুষকে ভেড়াঁ হিসেবে ধরে নিয়েছে।
২১| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: দেশের প্রতিটা টিভি চ্যানেল তো বাজেটের পক্ষে।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১:২১
চাঁদগাজী বলেছেন:
টিভি চ্যানেকগুলো তো দখল করেছে সুযোগ দখলের মাধ্যমে।
ওরা কি বেকারদের, গরীব চাষীদের, গার্মেন্টস'এর ক্সমেয়েদের, টোকাইদের কষ্ট বুঝার মতো জ্ঞানী?
২২| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন: ওরা কি বেকারদের, গরীব চাষীদের, গার্মেন্টস'এর ক্সমেয়েদের, টোকাইদের কষ্ট বুঝার মতো জ্ঞানী
মিডিয়া নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থা নেই কোথায়;হয় কম নাহয় বেশি
০৪ ঠা জুন, ২০২১ সকাল ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
মিডিয়াকে নিয়ন্ত্রণ করে কিছু সময়ের জন্য শিক্ষিতদের বিভ্রান্ত করতে পারে; মিডিয়াতে যারা সামনে আসে, মানুষ এক সময় তাদেরকে ও তাদের উদ্দেশ্যকে বুঝে যায়, তাদের দক্ষতা, আচরণ ইত্যাদি ঢেকে রাখা অসম্ভব হয়ে যায়।
২৩| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১১:১৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এমন নিটোল, এমন নিখু্ এমন চোখ জ্বালা করা সুন্দরী বাজেট এর আগে কেউ কোনদিন দেখেছে কিনা আমার সন্দেহ! এর টানা টানা মায়া ভরা চোখ, টোল পড়া কপোলের লালাভ আভা, আর অধরষ্ঠের মদিরতায় আমি মোহিত! এক কথায় বলতে গেলে আমি খুন!
আমার পক্ষে(আবেগাপ্লুত) এর বেশি কিছু বলা সম্ভব নয়, বাকিটা শ্রদ্ধেয় চাদ্গাজি ভাই বলবেন। আপনার মন দিয়ে শুনুন।
০৫ ই জুন, ২০২১ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
করোনা এখনো শেষ হয়নি; টিকা নেই, উনার বাজেটের টাকা খরচ করে, বাজেটের উন্নয়ন অংশ কার্যকর করবে কে? গত বছর উন্নয়নের অংশ কোথায় গেছে? গত বছর কে কে কাজ করেছে, উনি কাজ করেছেন, নাকি বাসায় বসে চা খেয়েছেন?
২৪| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১১:১৮
শূন্য সারমর্ম বলেছেন: সমাজের আশেপাশে সবাই যখন অপধারণা নিয়ে মাইন্ডসেট করে নিচ্ছে ; তখন কিছু বলাও যায় না,ওদের দলঅনেক বড়।
০৫ ই জুন, ২০২১ রাত ১২:১১
চাঁদগাজী বলেছেন:
করোনা কি থেকে গেছে, উনার ও সেক্রেটারিয়েটের লোকজন কাজ করছে? উনার বাজেট মানে সবাই বেতন পাবে, কোন কাজ শুরু হবে না।
২৫| ০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
আমি সাজিদ বলেছেন:
আমি একহাজার বার শিউর আমাদের মন্ত্রী নিজে বসে বাজেট বানান নি৷ এমনকি কি কি বিষয় নিয়ে বাজেটে লিখা আছে তিনি তার ৮০% ই সংসদে রিডিং পড়ার পর ভুলে গেছেন। এরপর আর কিছু বলার আছে কি?
বাজেট বক্তব্যের পরের দিনই কি বলেছেন ( তাও কোভিড ভ্যাক্সিনের মতো বিষয়ে) তা উনি অস্বীকার করলেন। কথাও ঘুরালেন।
০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
এক ভারতীয় লোক উনাকে ১ দিনের মাঝে ক্রিকেট বোর্ড থেকে বের করে দিয়েছিলো, এবং ইডিয়ট ডেকেছিলো; আসলে, উনি সেই লোক।
বাজেটের জন্য বিশাল আইডিয়া, ভাবনা, ভবিষ্যতদর্শী অর্থনীতিবিদ ও ফাইন্যান্সিয়ার হতে হয়, উনি কোন কর্পোরেশনে একাউন্টটেন্ট'এর চাকুরী পাবার কথা নয়; উনার কোন দক্ষতা নেই।
২৬| ০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন: বড় গম্ভীর বিষয় নিয়ে লিখেছেন চাদগাজী। বাজেটে মুড়ির দাম কমিয়েছে পড়লাম আর বিদেশি বিস্কুট টিস্কুটের দাম বাড়িয়েছে। দেখি বাজেটের ব্যাপারে কে কি বলে? আমি বিদেশি দামী পপকর্নের বদলে মুড়ি নিয়ে গ্যালারিতে বসলাম।
তবে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু বুঝলাম সেটা হলো আমাদের মত মধ্যবিত্তদের জন্য কোন মন্ত্রীরাই ভাবে না
০৫ ই জুন, ২০২১ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
বর্তমান সময়ে, আমাদের টাকা ব্যয় করার দরকার ছিলো টিকায়, সেটা করেনি; এটাই প্রমাণ করেছে এরা বেকুব।
এরপর, এবারের বাজেটে দরকার ছিলো করোনায় যাদের আয়ের পথ বন্ধ হয়েছে, তাদেরকে সঝায্য করা ও চাকুরী সৃষ্টির ঘোষণা দেয়া। ওরা বাজেটের বক্তৃতায় যা বলে, এগুলো রাখাল ছেলের বক্তব্য।
২৭| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
শুধু এটাই নয় সব বাজেট নিয়েই বলার কিছু নেই কারন আমজনতার জন্যে সেখানে কিছু বলার মতো থাকেনা। আমজনতার তো
নিজ পকেটের বাজেটের খেয়াল রাখতে হয় তাই বাজেটে দাম বাড়া , দাম কমার দিকে নজর থাকে। কিন্তু সব বাজেটের আগেই
যেসব জিনিষের দাম বাড়ার কথা তা তো বাড়েই সাথে যেসবের দাম কমার কথা তাও বাড়ে। বাজেট মানেই একদফা দাম বাড়ানো।
অর্থনীতির কোনও সূত্রই বাংলাদেশে খাটেনা।
০৫ ই জুন, ২০২১ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
অর্থনীতি ও ফাইন্যান্সের সুত্র বাংলাদেশে খাটছে না, কারণ, বাজেট করছে ও কার্যকর করছে রাখাল বালকেরা।
২৮| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১১:৩৭
বিবেকহীন জ্ঞানি বলেছেন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখার জন্য ঘাটতি বাজেট করতে হয়।
মুস্তাফা কামাল তাই ই করেছেন।
০৫ ই জুন, ২০২১ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
উনি মনে করেছেন এটা ক্রিকেট খেলা। উনি গত বছরের টাকা কি করেছেন? গত বছর কোন কিছু কার্যকর করা হয়েছিলো?
২৯| ০৫ ই জুন, ২০২১ রাত ১২:০৪
বিবেকহীন জ্ঞানি বলেছেন: জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষোণা করেছেন। এর মধ্যে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে। ঘাটতি থাকবে প্রায় ২ লাখ ১৫ হাজার কোটি টাকা।
ঘাটতি মোকাবিলায় অর্থমন্ত্রী ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সঞ্চয়পত্র ও নন-ব্যাংকিং উত্স থেকে আরও ৩৭ হাজার ১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন তিনি।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও সাহায্য থেকে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা ঘাটতি মেটানোর কথা বলা হয়েছে।
চলতি অর্থবছরে সরকার ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মে পর্যন্ত ঋণ নিয়েছে ৪ হাজার ৬৩০ কোটি টাকা।
যদি ঘাটতি বাজেট না করতো তাহলে ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের কথা ভেবে দেখেন ভাই ওদের কি হবে? পথে বসা ছাড়া উপায় নাই।
৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা দেশের জন্য ব্যয় হবে এটা ভালো দিক নাকি ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা বাজেট দিলে ভালো হইতো? যেখানে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস যাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
এবং অর্থের যোগান সংকোচনের ফলে জিডিপি কমে যাবে? সেটা রোধ কিভাবে করবেন?
০৫ ই জুন, ২০২১ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ইনফ্লেশানের বড় কারণ হলো, রেমিট্যান্সের টাকায় বাজার করা, সরকারী লোকদের অবৈধ আয়, কালো টাকা, ব্যবসায়ীদের গলাকাটা লাভ, সরকারী প্রজেক্ট না করে, পুরো টাকা ডাকাতী করা; এবার করোনার কারণে ওরা কোন প্রজেক্ট কার্যকর করবে?
৩০| ০৮ ই জুন, ২০২১ রাত ৯:১৩
অনল চৌধুরী বলেছেন: বাজেটের সাথে দেশের প্রতিটা মানুষের অর্থনৈতিক কর্মকান্ড জড়িত থাকলেও দেশের শিক্ষিত ব্যাক্তিদেরও বেশীরভাগই এ ব্যাপারে মত দিতে আগ্রহী না।
০৮ ই জুন, ২০২১ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
দেশের বেশীরভাগ শিক্ষিত বাজেট বুঝার মতো জ্ঞানী নন।
৩১| ১৭ ই জুন, ২০২১ সকাল ৯:৫৩
সাসুম বলেছেন: গত বেশ কয়েক বছর ধরে ( মোটামুটি ১০-১৫ বছর ) বাজেট খুব ভালোভাবে খেয়াল করি আমি।
প্রতিবার বাজেট এর পর সরকার দলীয় রা বলে ৭১ এর পর সেরা বাজেট আর বিরোধী রা বলে এটা বিজনেস ম্যান দের বাজেট।
খালি প্যান্টের উপর বেল্ট পড়ে প্রিয় সাহেব আর তার সিপিডি যুগ যুগ ধরে বলে আসেন - এই বাজেট গরীব মারার বাজেট। সেই নেংটা কাল থেকেই দেখে আসছি।
এখন মধ্য বয়সে এসে বোধ হচ্ছে- প্রিয় সাহেব ই সঠিক। সব বাজেট ই গরীব মারার বাজেট। ধনীরা আরো ধনী হয় আর গরীব রা আরো গরীব।
দেশের সরকারে একটা শিক্ষিত লোক নাই, একটা দেশ প্রেমিক নাই, একটা মানুষ নাই। চারদিকে শুধু চাটার দল, চেটে যাচ্ছে।
খাওয়ার দল খেয়ে যাচ্ছে।
এই দেশ নিয়ে আমার কোন আশা নেই, কোন ভরসা নেই।
আমরা পাকিস্তান আফগানিস্তান এর চেয়ে বড় জংগি রাস্ট্র হব, আমরা ভেনিজুয়েলার, লেবানন এর চেয়ে বড় ফলেন কান্ট্রি হব।
মোদ্দা কথা, আমরা ব্যার্থ রাস্ট্রের উৎকৃষ্ট উদাহরণ হব খুব তাড়াতাড়ি
১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
আমরা ব্যর্থ দেশে পরিণত হয়েছে ১৯৮০ সালের দিকে। আমাদের সব সম্পদ ও সুযোগ দখল করে রেখেছে প্রশাসন, ব্যবসায়ী, ও দলের কিছু লোকজন।
উদাহরণ: মেয়র তাপস, একজন মানুষ, চাকুরী করছে বসুন্ধরায়, দেশের এমপি ছিলো, এখন ঢকার মেয়র; সে যদি ৩ টি বড় পদের সুযোগ নেয়, কমপক্ষে ২ জন মানুষের সুযোগ কমে গেলো।
৩২| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: "ইহা কাজের লোক নয়, ইহাকে চাকুরীচ্যূত করা দরকার" - কে শোনে কার কথা? আমি কোন অর্থনীতিবিদ নই, কিন্তু বয়সের কিছু অভিজ্ঞতা, কিছু কমনসেন্স আর ষষ্ঠ ইন্দ্রিয়ের কিছু ইঙ্গিত থেকে বুঝতে পারছি, দেশের অর্থনীতি, বিশেষ করে ফিস্কাল পলিসি আজ বড় বেসামাল অবস্থায় আছে।
যারা বাজেটের অনুমোদন দেবেন, তারা জনগণের বৈধ প্রতিনিধি নন, তারা ব্যবসায়ী, পূঁজিপতি। তারা তাদের নিজেদের পূঁজির বিকাশ দেখতে চাইবেন, পূঁজির পাহাড়কে দিনকে দিন স্ফীত করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক।
প্রতিমন্তব্যে কয়েকটি চমৎকার এবং সত্য, সঠিক কথা বলেছেন। যেমনঃ
"আসল মুক্তিযোদ্ধাদের ( এখন ৫০ হাজারের মতো হতে পারে ) যদি ১ লাখ টাকা মাসে "পেনশন দেয়া হয়", জাতির গায়ে লাগবে না; সরকার "বড় টাকাটা দিচ্ছে ভুয়াদের"। (৪ নং)
"এগুলোকে বাজেট বলা মুশকিল, এগুলো রাষ্ট্রের সম্পদ দখলের আইনী পদক্ষেপ"। (১৮ নং)
"মিডিয়াতে যারা সামনে আসে, মানুষ এক সময় তাদেরকে ও তাদের উদ্দেশ্যকে বুঝে যায়, তাদের দক্ষতা, আচরণ ইত্যাদি ঢেকে রাখা অসম্ভব হয়ে যায়।" (২২ নং)
"ওরা বাজেটের বক্তৃতায় যা বলে, এগুলো রাখাল ছেলের বক্তব্য।" (২৬ নং)
২০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
পুরাতন পোষ্টে ফিরে আসার জন্য ধন্যবাদ।
তখন লিখেছি, এখন মিলিয়ে দেখলাম; মনে হয়, ভুল লিখিনি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৩
শাহ আজিজ বলেছেন: চলতি করোনা একটি আসন্ন দুর্যোগকে সাথে নিয়েই এগুচ্ছে । সেই দুর্যোগকে ঠেকাবার কোন আয়োজন বাজেটে নেই । টিকা কেলেংকারির মত খাদ্য কেলেংকারি হবে । আজ পর্যন্ত কোন সরকার কোন বাজেট সফল করতে পারেনি , ঘাটতি রয়েই গেছে । পাটকল , চিনিকল শ্রমিকদের ব্যাবস্থাপনায় দিয়ে দিক ।