নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কের রাস্তায় গ্রীষ্মকালীন ক্যাচাল

০৬ ই জুন, ২০২১ সকাল ৯:৩৮



গরমের ছুটির সময়, আমেরিকান বাচ্চারা ঘরে সামনে লেমোনেইড বিক্রয় করে; তারা নিজেরা বানায়, নিজেরা বিক্রয় করে, মানুষের সাথে কথা বলে। আমি লেমোনেইড কেনার সময় ২ বাচ্ছার সাথে কিছুক্ষণ ক্যাচাল করে দেখলাম।

দুপুরবেলায় বাসায় ফিরছি, অনেক গরম, রাস্তায় গাছপালা তেমন নেই; একটি ইহুদী বাড়ীর সামনে রাস্তার পাশে, ছোট একটা গাছের তলায়, খুবই ছোট একটা টেবিলে ২ জার লেমোনেইড, গ্লাস, নেপকিন সাজিয়ে রাখা হয়েছে বিক্রয়ের জন্য। বাড়ীটা রাস্তা থেকে বেশ উঁচুতে, আমি দরজার দিকে তাকালাম; ঘরের দরজা খোলা, দরজার পাশে ২ জন ছোট মেয়ে চুপ করে বসেছিল; ১জন ৮/৯ বছরের, অন্য জনের বয়স হয়তো ৭ বছরের মতো হবে; একই চেহারার, নিশ্চিত ২ বোন। আমার চোখে চোখ পড়তেই ছোটটি বললো,
-লেমোনেইড?
-ঠিক আছে। আমি লেমোনেড কেনার আগ্রহ দেখালাম।
২ জন নেমে আসলো; বড় বোনটি গোলাপী রংএর লেমোনেইড গ্লাসে ঢালতে যাচ্ছিল; আমি বললাম,
-দাম কত?
-এক গ্লাস মাত্র ১ ডলার, সে উত্তর করলো!
-আমার মনে হয়, তুমি আমাকে ডিসকাউন্ট দামে, ১ ডলারে দুই গ্লাস দিলে ভালো হবে।
-তাতে আমাদের ক্ষতি হবে, মেয়েটি উত্তর করলো।
-লেমোনেড তৈরি করতে তোমাদের কত খরচ হয়েছে?
-আমি জানি না, আমি কিছু কিনিনি, মা কিনেছেন সবকিছু!
-তা'হলে, তুমি কিভাবে লাভক্ষতির হিসেব করছো?

ইতিমধ্যে ১ জন মহিলা দরজার সামনে এসে দাঁড়ায়েছেন; দেখলেই বুঝা যায় এদের মা; আাদের আলাপ শুনে হাসছেন। লাভক্ষতির হিসেবের কথা শুনে বড় মেয়েটি কনফিুজড হয়ে গেছে; ছোট মেয়েটি বললো:
-তুমি খেয়ে দেখ, এগুলো খুবই ভালো লেমোনেইড, ফলের থেকে তৈরি। সে অন্য জার থেকে ঢালতে যাচ্ছিল, বড়বোন তাকে সাহেয্য করলো; ব্লুবেরী থেকে থেকে তৈরি, খুবই সুস্বাদু; খাওয়া শেষে আমি তাকে ১ ডলার দিলাম, সে খুশী।

-এবার আমার লেমোনেইড খেয়ে দেখো, বড়বোন বললো।
-তুমি তো আমাকে ডিসকাউন্ট দাওনি।
-ঠিক আছে, তুমি ২ ডলারে ২ গ্লাস কেনো, ৩য় গ্লাস ফ্রি!
-তুমি কি আমাকে উট ভেবেছো যে, আমি আরো ৩ গ্লাস লেমোনড খেতে পারবো? উটও ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না।
-অবশ্যই উট ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে, বড়বোন বললো।
-তুমি বেট ধরতে চাও, উট কখনো ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না, আমি জোর দিয়ে বললাম।
-ঠিক আছে, বেট ১ ডলার।

-উটের কাছে কি টাকা আছে যে, উট লেমোনেইড খাবে! ছোট বোনটি মন্তব্য করলো।
-উটকে আমি কিনে দেবো, আমি বললাম।

-তুমি বেটে হেরে গেছ, একটা উট ১ বারেই ১০/১২ গ্যালন পানি খেতে পারে; আমাকে ১ ডলার দাও, বললো বড় মেয়ে।
-তুমি বেটে হেরে গেছ; তুমি বলেছ যে, উট পানি খায়; উট নিশচয় লেমোনেইড খায় না, আমরা পানি নিয়ে বেট ধরিনি, আমি বেটে জিতেছি, তুমি ১ ডলার দাও।
-তুমি কি কখনো উটকে লেমোনেইড দিয়ে দেখেছ, তুমি কিভাবে বলছ, উট লেমনেইড খায় না?
-আমি উট পাবো কো্থায়, উট থাকে মরুভুমিতে; মরুভুিতে লেমোলেইড কোথায় পাবে উট?
-তুমি হেরে গেছ, কারণ, মরুভুমিতে প্রাণিরা সব ধরণের পানীয় পান করার কথা, ওখানে পানীয় সহজে পাওয়া যায় না; সুতরাং সে ৪ গ্লাস লেমোনেইড পেলে অবশ্যই খাবে।

মেয়েগুলোর মা আমাদের এসব আজগুবি কথা শুনে হেসে অস্হির; তিনি বড় মেয়েকে বললেন,
-মাহালা, তুমি জেন্টেলম্যানকে লেমোনেইড ঢেলে দাও, পরে বেটে জিততে পারবে।
আমি বড় মেয়ের দেয়া লেমোনেইড খেলাম; ডলার বের করে দিলাম। মেয়ে আরেক গ্লাস ঢালতে যাচ্ছিল, আমি বললাম
-আমি আর খেতে পারবো না।
-এই গ্লাস ফ্রি।
- ফ্রি হলেও আজ আমি আর খেতে পারবো না; আমি কালকে আসবো, তোমাদের সবাইকে ধন্যবাদ।
-ঠিক আছে, কালকে এসো; যদি পার একটা উট নিয়ে আসিও; ভালো থেকো।


মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: B-)

পারলে একটা উট সাথে নিয়ে এসো , হা হা হা খুব মজা ।

০৬ ই জুন, ২০২১ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



বাচ্চারা সুযোগ পেলে অনেক কথা বলে।

২| ০৬ ই জুন, ২০২১ সকাল ১০:২৩

নয়া পাঠক বলেছেন: পোষ্টটি পড়ে খুব মজা পেলাম! কিন্তু কেন যেন মনে হচ্ছে এটি রিপোষ্ট! অথবা এই একই ধরণের একটি পোষ্ট আগেও দিয়েছিলেন।

০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:




নিউইয়র্কে অনেক ব্লগার, একই ধরণের ঘটনা সম্ভব।

৩| ০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাচ্চাদের সংগে ক্যাচাল ভালোই লাগলো।

০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:




বাংগালী মানুষ, ক্যাচাল না করলে ভালো লাগে না।

৪| ০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪৯

শূন্য সারমর্ম বলেছেন: কাল যাবেন? পার্ট ২ চাই

০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:





স্যরি, এটা করোনার আগের ঘটনা

৫| ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:২৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: নির্মল বিনোদন বাচ্চাদের কাছেই পাওয়া যায়। আমেরিকায় উটের খামার নেই?

০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



না, খামার নেই; তবে, ব্রংস'এর চিড়িয়া খানায় আছে।

৬| ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৩৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: আমার জানা ছিল চিড়িয়াখানায় আছে।
আমাদের কিশোরীরা উট সম্পর্কে বিশেষ কিছু জানে না, কিন্তু ওখানে শিশুরা প্রতিটি পশু সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখে।

০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:




আমাদের শহরের অনেক বাচ্চা গরুর রচনা বই ঠেকে মুখস্হ করে। এক ব্লগার তো গরুর রচনাই লেখেন ব্লগে; অবশ্য উনার গরুর রচনার ভালো দিক হলো যে, উনার গরুর পা ৬ টা।

৭| ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের স্বভাব হলো ক্যাচাল করা। এখানেও
তার ব্যতিক্রম হয়নি !! সে যা হোক

গাজীসাব আপনি ইংরেজী লিখতে আর পড়তে গিয়ে
বাংলা বানান ভুলেই গেছন নাকি চোখের সমস্যা !!
শিরোনামের নিউইয়র্কের রাস্তায় গ্রীস্মকালীন ক্যাচালের
গ্রীষ্ম টাকে শুদ্ধ করে নিন।


০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ঠিক করে দিচ্ছি; হাজার হলেও আমেরিকান গ্রীষ্ম, বেশী কড়া গ্রীষ্ম নয়।

৮| ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৫৬

শূন্য সারমর্ম বলেছেন: পশ্চিমে বাচ্চা বেড়ে উঠার পদ্ধতি চমৎকার;এন্যালিটিকাল দরজা আস্তে আস্তে খুলে

০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



ইহুদীদের বাচ্ছারা ১০ বছর বয়স থেকে পরিবারের ফাইন্যন্স বুঝে, বিল ইত্যাদি দেয়া শিখে, ব্যবসা বাণিজ্যে পরিবারকে সাহায্য করে,

৯| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:০৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: যান তো! এমন ধারা মজা নিতে নেই।
আমার লেখা গরুর রচনা, ছাগলের রচনা, রেল ভ্রমন, নৌকা ভ্রমন যাই হোক আমি লিখতে পারি আপনিও সমালোচনা করতেই পারেন। একজন সমালোচক যা মুখে আসে তা বলতে পারে কিন্তু তা সমালোচনা না হয়ে হেয় করা হয়ে যায়। এতে লেখক, পাঠক ও সমালোচক কারও লাভ হয় না। তবে আমার মনে হয় (সুর্নিদিষ্ট প্রমাণ ছাড়া) ব্লগে শিবির, চোর, নাস্তিক ইত্যাদি ক্ষতিকারক শব্দ ছাড়া যে কোন ধরনের সমালোচনাকে নিছক আনন্দ হিসেবে নিতে পারা একটি বড় গুণ।

০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



মানুষ এমন কি ভুয়া মুক্তিযোদ্ধাও হতে চায়।

১০| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:১২

বৃষ্টি'র জল বলেছেন: লেখাটি পড়ে মজা লাগল বেশ। বাচ্চারা এত মিষ্টি হয়। ওদের থেকেও কত কি যে শেখার আছে।
আমার প্রতিবেশি ছিল দু' টো বাচ্চা। প্রায় সময় আসত বাসায় আর এটা সে টা কত প্রশ্ন যার উত্তর আমি জানতাম না তারাই দিত।

আপনি আবার যাবার সময় অবশ্যই উট নিয়ে যাবেন :p

০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



দেখি, চিড়িয়াখানা থেকে একটা হাওলাত নিতে পারি কিনা। বাচ্চারা অনেক কথা বলে।

১১| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: লেমোনেইড আমার প্রীয় ড্রিঙ্কস !!!!

০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:২৭

চাঁদগাজী বলেছেন:





আপনি কি দেশে, নাকি বিদেশে?

১২| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:১৯

হাসান রাজু বলেছেন: এই পোস্টটা আপনি আগে একবার দিয়েছেন। আপনি তো অন্যের পোস্ট কপি করেন না। তাই কি নিজের পোস্টই .....?

০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:২৮

চাঁদগাজী বলেছেন:


শরীর টরীর অত ভালো না, নতুন কিছু টাইপ করা হচ্ছেনা।

১৩| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে এখন লেমোনেইড পাওয়া যায়

০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



ভালো; তবে, লেবুর শরবত হলো বিশ্বের সবচেয়ে স্বাস্হ্যকর লেমোনেইড।

১৪| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১:২৯

রাােসল বলেছেন: thanks to give us a good lesson.

০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



সামান্য প্রানবন্ত কথাবার্তা

১৫| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: জীবনের গল্প গুলো সব সমত হৃদয়ে এসে লাগে।

ঢাকা শহরে একটা স্কুল আছে। ইংলিশ মিডিয়াম। বিদেশি নিয়মে লেখাপড়া হয়। অনেক শিক্ষক বিদেশি। এই স্কুলে ক্লাস ওয়ান এর খরচ বছরে ২৬ লাখ টাকা। এই টাকা দুই বারে দিতে হয়।

০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:




মনে হয়, অপ্রয়োজনীয়; তাসখেলার মাঝে, ১ প্লেয়ার একা ভালো করতে পারে না।

১৬| ০৬ ই জুন, ২০২১ দুপুর ২:২৭

গফুর ভাই বলেছেন: ইহুদি জাতি লোকজন অনেক প্রাক্টিক্যল । আধ্যাত্মিক ধ্যান ধারণায় কম নির্ভরশিল । এর প্রমান হল সবাইকে কোভিড টিকা দিল।আর আমাদের দেশের লোকজন যেমন ফেনিবাসী থানকুচি পাতায় ভরসা করল।

০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:



ওদের নবী থেকেই শুরু করে আহ অবধি সবাই পড়ালেখা নিয়ে আছে। ওদের প্ল্যান ছিলো গাজার লোকদেরও টিকা দেয়ার, উহা এখন বাদ পড়ে গেছে।

১৭| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৯

মিরোরডডল বলেছেন:



তুমি কি কখনো উটকে লেমোনেইড দিয়ে দেখেছ, তুমি কিভাবে বলছ, উট লেমনেইড খায় না?

পিচ্চুটা চাল্লু অনেক । ভালো যুক্তি জানে ।


০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:




আমেরিকান বাচ্চারা আলোচনায় অংশ নিতে পারে।

১৮| ০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:০৯

মিরোরডডল বলেছেন:



শুধু আমেরিকা না । উন্নত বিশ্বের সবদেশেই একই দৃশ্যপট ।
এখানে দেখেছি স্কুলের স্টুডেন্টরাও ক্লাইমেট চেঞ্জ নিয়ে পার্লামেন্টের এজেন্ডা ব্যস্ত রাখে ।



০৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



পশ্চিমের বাচ্চারা সমাজকে সহজেই বুঝতে পারে।

১৯| ০৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

কামাল১৮ বলেছেন: বাচ্চ থেকে বৃদ্ধ করো সাথেই তো খুনসুটি করতে বাদ দিলেন না।সত্যি এক মজার মানুষ আপনি।

০৬ ই জুন, ২০২১ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি।

২০| ০৬ ই জুন, ২০২১ রাত ৯:৫৭

কল্পদ্রুম বলেছেন: এই ব্যাপারটা ভালো। বাচ্চাদের ছোট ছোট ব্যবসা করতে গিয়ে দায়িত্ববোধ, কমিউনিকেশন স্কিল বাড়ে। উপমহাদেশের ছেলেমেয়েরা ওদের থেকেও বেশি চালু। শিক্ষক, বয়স্কদের ধমকে এরা একসময় নিজের ভাবনাকে চাপায় রাখতে শুরু করে। যারা করে না, তারা বেয়াদপ, উদ্ধত ইত্যাদি অভিধা পায়।

০৬ ই জুন, ২০২১ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



যারা ধমক দেন, তারাও এক সময় শিশু, কিশোর, তরুণ ছিলেন।

২১| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৩৫

শেরজা তপন বলেছেন: বেশ বলেছেন লেবুর শরবত হলো বিশ্বের সবচেয়ে স্বাস্হ্যকর লেমোনেইড।
তবে সেটা কাগজি লেবুর শরবত নয় কি?

আপনি কাঠখোট্টা মানুষ নন

০৭ ই জুন, ২০২১ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের লেবুর শরবত হলো বিশ্বের সেরা লেমনেইড।

২২| ০৭ ই জুন, ২০২১ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমি চাইনিজ, আফগান ও লেবানিজদের দেখেছি তাদের সন্তানদেরকে কৈশোর থেকেই নিজেদের ব্যবসা বা প্রফেশনে সম্পৃক্ত করতে। এতে সন্তানদের মধ্যে কৈশোর থেকেই দায়িত্ববোধ জাগ্রত হয় এবং রেশনালি চিন্তাভাবনা করতে শিখে।

০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:




আামদের কলেজ ও ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পরিবার, সমাজ ও জাতির ব্যাপারে বেশ অজ্ঞ।

২৩| ০৭ ই জুন, ২০২১ সকাল ৮:০৫

শেরজা তপন বলেছেন: আমার ধারনা আপনি সংযমী ও শারিরিকভাবে ফিট। ইদানিং শুনছি মাঝে মধ্যেই শরিরটা ভাল যাচ্ছে না আপনার। শরিরের প্রতি
আরেকটু যত্নশীল হউন!

০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকরি ভালো হয়ে যাবো; আমার বাবার একটা সমস্যা ছিলো, আমিও উহাতে ভুগছি; দেখা যাক।

২৪| ০৮ ই জুন, ২০২১ রাত ৩:৩২

অনল চৌধুরী বলেছেন: What means lemonade?
1 : a beverage of sweetened lemon juice mixed with water. 2 British : a sweet, carbonated, lemon-flavored beverage : a lemon soda.্বhat means lemonade?
1 : a beverage of sweetened lemon juice mixed with water. 2 British : a sweet, carbonated, lemon-flavored beverage : a lemon soda.
লেমোনেড লেুব বাদ দিয়ে কবে থেকে ব্লুবেরী দিয়ে বানানো শুরু হলো?
৭ বছরের বাচ্চা এতো ব্যবসায়িক কথা জানে? এজন্যই শেক্সপিয়র ইহুদী শাইলক চরিত্র লিখেছিলেন।

লেখক বলেছেন:পশ্চিমের বাচ্চারা সমাজকে সহজেই বুঝতে পারে
- এজন্যই বড় হয়ে দেশে দেশে হামলা খুনাখুনি আর লুটপাট করে আর আপনার মতো কিছু লোককে তাদের পক্ষে ওকালতি করাতেও পারে।

০৮ ই জুন, ২০২১ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা যদি বিশ্ব চালাতো, আমেরিকা থেকে ভালো চালাতো; কিন্তু কখনো চালানোর সম্ভাবনা নেই।

২৫| ০৮ ই জুন, ২০২১ ভোর ৪:৪৪

অনল চৌধুরী বলেছেন: লেমোনেডের উত্তর কই?

০৮ ই জুন, ২০২১ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:




আমাদের দেশে শরবতের সাথে তোকমা, বেল, তরমুজ মিশানো হয়; আপনি নিশ্চয় খেয়েছেন!

২৬| ০৯ ই জুন, ২০২১ সকাল ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: বাচ্চাদুটোর সংগে তো ভালোই ক্যাচাল করে আসলেন!
"যদি পার একটা উট নিয়ে আসিও;" - চমৎকার হিউমার! :)
"আামদের কলেজ ও ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পরিবার, সমাজ ও জাতির ব্যাপারে বেশ অজ্ঞ" (২২ নং প্রতিমন্তব্য) - কথাটা অনেকটাই সঠিক। বিশেষ করে আত্মকেন্দ্রিক বিত্তশালীদের একাকীত্বে ভোগা সন্তানেরা পারিপার্শ্বিকতা সম্বন্ধে বেশি অজ্ঞ হয়ে থাকে।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:




ঢাকাতে যারা মোটামুটি অসৎ উপায়ে অনেক টাকার মালিক হয়েছে, তাদের ছেলেমেয়েরা ধরাকে সরাজ্ঞান করে সুপারী গাছে মতো বড় হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.