নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলকে গুটিয়ে অন্য কোথায় নেয়া সম্ভব?

০৮ ই জুন, ২০২১ দুপুর ২:৪৪



ইসরায়েলকে গুটিয়ে অন্য কোথায় নেয়া সম্ভব? নিতে পারলে ভালো হতো হয়তো; শুধু যে ফিলিস্তিনীরা ভুগছে তাই নয়, অনেক ইসরায়েলী নাগরিক কিন্তু সুযোগ মতো আমেরিকা, অষ্ট্রেলিয়া, জার্মানীতে পালিয়ে যাচ্ছে, অনেকই এই অশান্তির মাঝে থাকতে পারছে না।

কিন্তু ইসারায়েলকে সরিয়ে অন্য কোথায়ও নেয়া সম্ভব নয়; বিশ্ব জনমত এই ধরণের আইডিয়ার পক্ষে যাবে না; বিশ্বের যেসব জাতি ইহুদী জাতিকে পছন্দ করে না, তারাও ইসরায়েলকে গুটানোর পক্ষে যাবে না; তারা চায়, ফিলিস্তিনরা তাদের ভুমি ফিরে পাক, একটি সুস্হ জাতি হিসেবে ইসরায়েলের সাথে ভালো প্রতিবেশী হিসেবে বাস করুক।

ইসারেয়েলের জন্মটা ফিলিস্তিনীরা সহজভাবে নেয়নি, সহজভাবে নিতে পারলে এই সমস্যাটার সৃষ্টিই হতো না; ১ম বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অনেক জাতি নিজেদের জন্য স্বাধীন দেশ পাবার জন্য সংগঠিত হতে থাকে; ইহা কাজ করেছে, অনেক জাতি নিজদিগকে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। বিশ্বে ছড়ানো ছিটানো ইহুদী জাতিও চেষ্টর শুরু করেছিলো ১ম বিশ্বযু্দ্ধের আগেই, এবং ততকালীন সময়ের জন্য ইহা স্বাভাবিক বাসনা ছিলো। সাথে সাথে ততকালীন বিশ্ব রাজনীতি: রাজতন্ত্রের পতন, কলোনিয়েল সিষ্টেমের বিপক্ষে মানুষের অবস্হান, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ, ইংরেজদের কলোনিয়েল সিষ্টেমকে গুটায়ে আনার সিদ্ধান্ত, ইসরায়েলের সৃষ্টির পক্ষে ছিলো।

ঐতিহাসিক কারণ ও ২য় বিশ্বযুদ্ধের ফলে বিশ্বের ভু-রাজনীতিতে পরিবর্তন আসে; ২য় বিশ্বযুদ্ধে ইহুদী হত্যা, ইহুদীদের প্রতি বিশ্বের সহানুভুতি বেড়ে যায়; উহার অংশ হিসেবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়; যেদিন ইসরায়েলের জন্ম হয়, সেদিন জাতিসংঘে আরো একটি রাষ্ট্রের জন্ম হওয়ার কথা ছিলো; সেই দেশটির জন্মকে ইসরায়েল বা অন্য কোন দেশ বাধা দেয়নি, মালিকেরা জাতি সংঘে উপস্হিত থেকে সেই দেশটাকে বুঝে নেয়নি; যাদের জন্য রাষ্ট্র সৃষ্টি করার কথা তাদের প্রতিনিধি জাতিসংঘে উপস্হিত ছিলো না, ও জাটিসংঘকে নোটিশ দিয়েছিলো যে, তাদের দেশ তারা যুদ্ধ করে সৃষ্টি করবে; তারা নিজেদের জন্য দেশ না নেয়ার পক্ষে যুক্তি দেখায়ে ছিলো যে, ফিলিস্তিন ভুমিতে ১টি মাত্র দেশ হবে, উহা হবে ফিলিস্তিন, সেখানে ২য় রাষ্ট্র হতে পারবে না।

যুদ্ধ তারা শুরু করেছিলো, ১৯৪৮ সালের ১৫ই মে সকালে; ৫টি আরব দেশের সৈন্যরা পুরো ফিলিস্তিন ভুমি দখলে রাখার জন্য যুদ্ধ করে; তারা যদি সেই যুদ্ধে যায়গাটার পুরো দখল নিতে পারতো, আজকের ইতিহাস হয়তো অন্য রকম হতো; কিন্তু যায়গাটা তারা দখল করতে পারেনি; ৭ দিনের যুদ্ধে আরব বাহিনী পরাজিত হয়; পরাজিত হয়ে তারা ফিলিস্তিন হারায়েছিলো; এটাকে সঠিকভাবে বুঝে, বর্তমান স্বাধীনফিলিস্তিনকে দেশে পরিণত করার প্রসেসটাকে কার্যকরী করার মতো ফিলিস্তিনী নেতা নেই।



মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৩:২৭

শূন্য সারমর্ম বলেছেন: বিশ্বের সহানুভুতির অংশ ভাগ বাটোয়ারায় যুক্ত হয়;

০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



ইউরোপ মোটামুটি ইহুদীদের তেমন পছন্দ করে না, তাদের পাওয়ার কিছু নেই; তারাচায় সবাই ভালো থাকুক।

২| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:০৬

রানার ব্লগ বলেছেন: ফিলিস্তানে এক জন শেখ মুজিব নাই তাই দেশ ও স্বাধীন হয় না।

০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেশ, স্বাধীনতা, শান্তি, জীবন, এসব বিষয়ে তাদের (আরবদের ) ধারণা সঠিক নেই। ওরা এখন স্বাধীন, নিজকে মুক্ত করার মতো বুদ্ধিমত্তা নেই।

৩| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:১৬

হাবিব বলেছেন: ইসরায়েলকে গুটানোই অসম্ভব।

০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের কেহ তা চাইবে না; বিশ্ব চাচ্ছে, আরবেরা শান্তিতে বাস করতে শিখুক।

৪| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:০৩

শাহ আজিজ বলেছেন: শেষের লাইনগুলো চমৎকার মনে করিয়ে দেবার মত হয়েছে ।




ফিলিস্তিনি ইহুদিদের কেন ভুলে যাচ্ছেন । তারাও ওই এলাকার প্রাচীন বাসিন্দা ।

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনী ইহুদীরা আরবদের মতো, ওদের সাথে মিলেমিশে থাকে। সমস্যা হলো, পোল্যান্ড ও হল্যান্ড থেকে আসা ইহুদীরা, এরা জংগি।

ইসারায়েল প্রতিষ্টার জন্য রাশিয়া থেকে আগত গরীব ইহুদীরা "Kibbutz" নামে একটা সমবায় গঠন করেছিলো।

৫| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৩০

শেরজা তপন বলেছেন: অদুর ভবিষ্যতে তেমন নেতা আসবেন বলেও মনে হয় না।
ইয়াসির আরাফাত শুধু ভারে কেটেছেন ধারে নয়

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



ইয়াসির আরাফাত সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি হামাসের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি; তখন উনার দুর্নীতির সমস্যাও ছিলো ভয়ংকর।

৬| ০৮ ই জুন, ২০২১ রাত ৮:০৬

অনল চৌধুরী বলেছেন: ইসরাইল সন্ত্রাসী এ্যামেরিকার একটা রাজ্যের মতো কাজ করে।
তাই এটাকে সেখানেই নিয়ে যাওয়া উচিত।
কারণ সারা পৃথিবীর সব মানুষ এ্যামেরিকায় থাকলেও এর জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের কম হবে।

০৮ ই জুন, ২০২১ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার যায়গা আছে ৭ মিলিয়ন মানুষের জন্য, কিন্তু বিশ্ব এই ধরণের পাগলামীতে বিশ্বাস করে না যে, একটা জাতিকে সরে যেতে হবে অন্য জাতির জন্য।

৭| ০৮ ই জুন, ২০২১ রাত ৯:০৭

অনল চৌধুরী বলেছেন: ইহুদীদের এ্যামেরিকায় রাখা পাগলামি আার খুনাখুনি করে অন্য জাতির দেশ দখল করে রাখা সুস্থতা !!
এ্যামেরিকা-ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠান আর পরিবার জনগণকে এই শিক্ষাই দেয়।
আমি যেটা বলেছি, সেটাই এই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়।
আয়তনে ছোটো বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গা নিতে পারলে এ্যামেরিকা-ইউরোপীরা পারবে না কেনো, যারা এই সমস্যা সৃষ্টি করেছে?

০৮ ই জুন, ২০২১ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনি হলেন গিয়ে দার্শনিক মানুষ, অন্যেরা তো আপনার মতো ভাবে না; ওদেরকে দুনিয়া চলাতে হয়।

বার্মার মিলটারী ১০০ ভাগ ইডিয়রট নয়; ওরা দেখেছে ১৯৯৩ সালে, বেগম জিয়া, মীর কাশেম আলী ও বাংলাদেশ সরকার ৩ লাখ রোহিংগা দেখায়ে আরব দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এনেছে; সেজন্য এবার আরো বেশী করে পাঠায়েছে, যেন শেখ হাসিনা ব্যবসা করতে পারেন।

৮| ০৯ ই জুন, ২০২১ রাত ২:৪২

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের কেউ ব্যবসা করলে বর্মীদের কি লাভ ?
ওরা কি ভাগ পায়?
সূত্র ছাড়া মনগড়া তথ্য গ্রহণযোগ্য না।

০৯ ই জুন, ২০২১ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



ওদের লাভ হলো, বাংলাদেশ সরকার বেশী নালিশ করবে না।

৯| ০৯ ই জুন, ২০২১ সকাল ৮:২৮

কামাল১৮ বলেছেন: তাদের একগুয়েমির পরিনাম তারা ভোগ করেছে।এখন বাস্তবতাকে মেনেনিয়ে সুখে শান্তিতে বসবাস করা সবার জন্যই মঙ্গল।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:




হামাস ব্যাপারটাকে দেশের পর্যায়ে রাখেনি, মানুষ মারাই ওদের এজেন্ডা হয়ে গেছে; ফলে,সমস্যার সমাধানে হামাসই বড় বাধা।

১০| ০৯ ই জুন, ২০২১ সকাল ৯:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইজরাইলকে গুটানোর চিন্তা এখন অবাস্তব চিন্তা; ইজরাইল এবং ফিলিস্থিন দু-রাষ্টই একমাত্র সমাধান। ফিলিস্থিন স্বাধীন হয়ে ইজরাইলের সংগে ভালো সম্পর্ক গড়লে ফিলিস্থিনের অনেক লাভ হবে। কর্মসংস্থান হবে কলকারখানা হবে।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


ইরান ও হামাসের ভাবনা, ইসরায়েল ওখানে থাকতে পারবে না; ইহাই সিলিস্তিনীদের জন্য বড় সমস্যা।

১১| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গুটিয়ে অন্য কোথাও নেয়ার ভাবনা না করে দুটো রাষ্ট্রের কনসেপ্ট মেনে নেয়াটাই বাস্তবসম্মত। এতে দুই পক্ষেরই উইনউইন সিচুয়েশন হবে। আবার দুই রাষ্ট্রের সম্পর্ক ভালো থাকলে ফিলিস্তিনিরা ইসরাইলে গিয়ে কাজ করারও সুযোগ পাবে।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



এখনি গাজার মানুষের আয়ের ২য় পথ হচ্ছে, ইসরায়েলে দৈনিক কাজ করা; ১ম পথ হচ্ছে, হামাসের হয়ে মাটির নীচে গর্ত করা, টানেল করা।

১২| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:২৮

রক্ত দান বলেছেন: ইসরায়েলকে আমেরিকায় স্থানান্তর করলেই সবচেয়ে ভাল হয়। সেখানকার ইহুদীরাও তখন সেখানে নিজেদের রাষ্ট্র পাবে।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ইহুদীরা সেখানে রাষ্ট্র কোনদিন চাইবে? আপনার তো বিশ্ব সম্পর্কে ধারণা নেই।

১৩| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা এখন আর সম্ভব নয়। দুই রাস্ট্রই সমাধান।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



এখন ২ রাষ্ট্র বিরাজমান, ফিলিস্তিন উদ্ধার করাই আসল কাজ।

১৪| ০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: আগামী কয়েক বছরের মধ্যে ফিলিস্তিন হারিয়ে যাবে।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:



ফিলিস্তিনকে ইসরায়েলের রাষ্ট্রের অংশ করার ভাবছিলো নাতানিয়াহু; কিন্তু উহা সম্ভব নয়; কারণ, ফিলিস্তিনীদের সাথে হেজবুল্লাহ ও ইরানী শিয়া মিলিশিয়ারা ইসরায়েলের বন্ধু হয়ে যাবে।

১৫| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:০৭

কাওসার চৌধুরী বলেছেন:




বিল ক্লীনটন তাঁর ক্ষমতার শেষ দিন পর্যন্ত ইয়াসির আরাফাতের সাথে মিলে ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্র গঠনের খুব চেষ্টা করেছিলেন। অসলো চুক্তিটা ফিলিস্তিনিরা মেনে নেওয়ার পক্ষে থাকলেও আরব, ইরান হামাসকে উল্টা বুঝিয়ে পরিস্থিতি ঘোলাটে করে। এর পর আর কোন মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে খুব একটা এগিয়ে আসেননি। এগিয়ে আসলেও ফলাফল শুন্যই হতো। এরই ফাঁকে ইসরাইল তাদের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছে। তাদের প্রযুক্তি আর মেধাকে সারা বিশ্ব কদর করছে। হামাসও বুঝিয়ে দিচ্ছে ফিলিস্তিন স্বাধীন হলে তারা জঙ্গি রাষ্ট্র হবে। ইরান সুযোগ মতো হামাসের পালে বাতাস দিয়ে সৌদির সাথে রাজনৈতিক খেলা চালিয়ে যাচ্ছে।

বাস্তবতা হলো, ইসরায়েল এখন একটি রাষ্ট্র। ইহুদিরা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ইসরাইলকে ঠিকিয়ে রাখবে। বিশ্বের পরাশক্তিরাও ইসরায়েলের পক্ষে। যতদিন যাবে স্বাধীন ফিলিস্তিন বাস্তবায়ন কঠিন হবে। হামাস যত বেশি আক্রমণাত্মক হবে ইসরায়েল ততো আগ্রাসী হবে। ফলাফলস্বরূপ আগামী পঞ্চাশ বছরে গাজা উপত্যকা ইসরায়েল দখল করে নেবে এবং ফিলিস্তিন নামক রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

এটাই ঐতিহাসিক সত্য।

০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



সঠিক, ইয়াসির আরাফাতের জীবনের শেষ সুযোগ ছিলো, অফিসে ক্লিনটনের শেষ সপ্তাহ। এখন, হামাস ফিলিস্তিনীদের এইভাবে রিফিউজী করে রেখে, তারা নিজেরা জংগী জীবন যাপন করবে।

১৬| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কোন এক যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ও নিষ্ক্রিয় সহজ ভাষায় বলতে গেলে গাদ্দার বলা উচিৎ। মিশর ছাড়া কেউ মাঠে নামেনি আর মিশরকে সহায়তাও তারা করেনি। ফলে ফিলিস্তিনের ভাগ্য দূর্ভাগ্য গ্রাস করে ফেলে । স্বাধীনতার জন্য যে একটি বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন সেটি তাদের হয়ে ওঠেনি কোন দিন । আর ইসরাই্ল হিটলার জিতে গেলে নিশ্চিহ্ন হয়ে যেত। সেখানেও ভাগ্য তাদের অনুকূলে। বৃটেন যুক্তরাষ্ট্র ইহুদিদের কথা রাখলেন রাখলেন না মুসলমানদের কাছে দেয়া প্রতিশ্রুতি। সে ভাবেই্ চলছে...

০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


১ জন ইংরেজ প্রশাসকের সাথে কার মিল থাকার কথা, ১ জন শিক্ষিত ইহুদীর, নাকি একজন অশিক্ষিত আরবের?

হিটলার জিতার কোন সম্ভাবনা ছিলো?

১৭| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হামাসের বা ফিলিস্তিনিদের বোঝা উচিত, ইসরায়েলকে তারা একা হারাতে পারবে না আর অন্য দেশও সাহায্য করবে না তাদের। বাইডেনও বলেছে ২ দেশ ছাড়া সমাধান নেই। এখন যদিও জানিনা বলাটা ঠিক হবে কিনা, আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মত কোন পাপেট টাপেট নেই যাকে জোর করে প্যালেস্টাইন স্বাধীন করে ক্ষমতায় বসানো যায়। তাতেও যদি শান্তি টান্তি আসে...

০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা বা ইসরায়েল যদি পাপেট দিয়েও শুরু করতো, এই সমস্যার সমাধান হতো; কিন্তু আমেরিকা বা ইসরায়েল তাদের সৈন্য খরচ করতে যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.