নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১ ডলার মুল্যের ডিটেকটিভের কবলে

২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৭



কমেন্ট ব্যানে আছি, আপনাদের লেখা পড়ছি, কমেন্ট করতে পারছি না।

চার বছর আগে, একদিন দশ এগারো বছরের একটি কিশোরী অকারণে আমাকে সন্দেহ করে, আমার কার্যকলাপের উপর অকারণ নজর রাখছিলো কিছু সময়ের জন্য; সেই কাহিনী বলছি:

আমার স্ত্রীর বার্ষিক চক্ষু চেক-আপ ছিল সেদিন দুপুর বেলায়; ডাক্তারের অফিস বেশ দুরে, গাড়ী নিতে হলো; গাড়ীর পার্কিং পাওয়া বিশাল এক সমস্যা, ডাক্তারের অফিসের আশেপাশে পার্কিং নেই; অনেকক্ষণ চারিপাশে ঘুরলাম; শেষে অফিসের পেছনে অবস্হিত একটি হাউজিং'এর পেছনে ছোট একটি রাস্তায়, শেষ বাড়ীটার পাশে পার্কিং পেলাম, এটা ছিল ডেড-এন্ড (সামনে যাবার পথ বন্ধ); হাউজিং'এর উল্টোপাশে পাইন গাছের ছোটখাট একটি জংগল।

রাস্তাটা পাশের বাড়ীর বারান্দার সাথে প্রায় লাগানো; বাড়ীর সীমানা-বেড়ার বাহিরে, রাস্তার পাশে বুনো সুর্যমুখীর একটি ঝোপ, অনেক ফুল ফুটেছে। বারান্দায় দশ এগারো বছরের একটি কিশোরী চেয়ারে বসে বই পড়ছিলো; দেখলাম, সে গাড়ীর দিকে তাকিয়ে আছে; মেয়ের ভাবসাবে মনে হচ্ছে, হাউজিং'এর লোকজন ছাড়া, বাইরের লোক এইদিকে পার্কিং করে না; আমি গাড়ী থেকে বের হওয়ার সময় সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আড় চোখে আমাকে দেখলো; চোখাচোখি না হওয়ায় আমি হ্যালো ম্যালো বললাম না।

আমার স্ত্রী রাস্তার পাশের বুনো সুর্যমুখী দেখে বললো,
-আমরা এখান থেকে ২/১ টা ফুল নিতে পারবো?
-এই দেশে কেহ বুনো ফুল সাধরণত নেয় না; মেয়েরা ২/১ ছিঁড়ে নেয়, হাতে রাখে; নেয়া বোধ হয় ঠিক হবে না।

ডাক্তারের অফিসে গেলাম; স্ত্রীর চোখ পরীক্ষার জন্য ঘন্টা খানেকের বেশী সময় লাগবে, তার চোখ ডাইলিয়ুট করা হয়েছে; স্ত্রীকে বললাম যে, আমি গাড়ীতে অপেক্ষা করবো। গাড়ীর কাছে ফিরে এসে দেখি কিশোরী বারান্দায় নেই; তবে,বাড়ীর দোতালার ব্যালকনিতে ১৫/১৬ বছরের একটি বালক বাইনোকুলার হাতে পাইন বনে কি যেন দেখছে; মেয়েটার মতো ব্লন্ড চুল, মেয়ের ভাই হবে; আমাকে দেখে সে ঘরে চলে গেলো। আমি গাড়ীতে প্রবেশ করার আগে স্ত্রীর জন্য একটা ফুল ডাঁটাসহ ভেংগে নেয়ার চেষ্টা করলাম। কিন্তু বুনো সুর্যমুখীর বাকল পাটের বাকলের মতো, ছেঁড়া অসম্ভব; আমি চেষ্টা করেই যাচ্ছি, এমন সময় দেখি কিশোরী কাঁচের স্লাইডিং দরজা দিয়ে আমাকে দেখছে। ঝোপের কারনে, আমার বাকল ছেঁড়ার কসরত তার চোখে পড়ার কথা নয়। আমি গাড়ীতে গিয়ে, পেছনে রাখা একটা বড় কাঁচি নিয়ে এলাম।

ফুলের ডাঁটা কাটতে যাবো, ঠিক এমন সময় দেখলাম, ২ জন মহিলা একটা ছোট বাচ্চাসহ এদিকে আসছে; আমি তাড়াতাড়ি একটা আগাছা কাঁটা গাছের ডাল ট্রিম করা শুরু করলাম, যেন ম্যনাজমেন্টের মালি; তারা খুবই মন্দগতিতে হাঁটছে, আমি ট্রিমিং চালিয়ে যাচ্ছি; পাশ দিয়ে যাবার সময় হ্যালো বললাম; তারা উত্তর দিয়ে নিজের পথে চলে গেলো। ইতিমধ্যে, কিশোরী ঘর থেকে এসে বারান্দায় দাঁড়িয়েছে। সে আমাকে প্রশ্ন করলো:
-তুমি ওখানে কি করছ?
-আগাছা ট্রিম করছি! তুমি আমাকে হ্যালো ট্যালো না বলে, প্রশ্ন করছ কেন, পুলিশে চাকুরী কর?
-সরি, হ্যালো, কেমন আছো?
-ভালো, এবং তুমি?
-ভালো! আমি জানতে চাই, তুমি কাঁচি হাতে ওখানে কি করছো?
-আগাছা ট্রিম করছি, আমি আবারো বললাম।

-তোমার কি আগাছা ট্রিম করার কথা? তুমি তো ম্যানেজমেন্টের লোক নও!
-তুমি চাইলে, আমি তোমার চুলও ট্রিম করে দিতে পারবো!
-ঐ কাঁচি দিয়ে তুমি চুলও ট্রিম করতে পারবে? আমার সন্দেহ হচ্ছে তোমাকে, তুমি কিছু একটা গন্ডগোল করছো!
-অবশ্যই আমি তোমার চুল ট্রিম করতে পারবো; যদিও এর আগে আমি কখনো করিনি।
-আমার মনে হয়, তোমার এখান থেকে চলে যাওয়া দরকার; না হয়, আমি আমার মাকে ডাকবো!
-তোমার মা বাসায় নেই, উনি কাজে গেছেন!

মেয়ে থতমত খেয়ে গেলো! এবার দোতালার দিকে হাত তুলে বললো,
-উপরে আমার ভাই আছে, তাকে ডাকবো?
-তোমার ভাই বাইনোকুলার হাতে পাশের বাড়ীর মেয়ে দেখছে, ডাকলে তোমার উপর রাগান্বিত হবে!
-আমার ভাই কোন মেয়ে দেখছে না, সে পাশের গাছে পাখী দেখছে।
-সে কোন পাখী দেখছে, সেটা আমি জানি; ছেলেরা এক সময়ে মেয়েদের পাখী, হানি, ইত্যাদি নামে ডাকে; কিছুদিন পরে, অনেক ছেলে তোমাকেও পাখী নামে ডাকবে।

তাকে রাগান্বিত মনে হলো না; তবে, সে সুবিধা করতে পারছে না, একটু হতাশই হলো। এই সুযোগে আমি ২টা ফুল কেটে ফেলেছি; ঝোপের উচ্চতা আমার বুক অবধি হওয়ায় ওপাশ থেকে সে দেখতে পারার কথা নয়। আমি বললাম,
-মনে হয়, কে যেন তোমাদের দরজার বেল বাজায়েছে!
সে স্লাইডিং দরজা দিয়ে ভেতরে গেলো; আমি এই সুযোগে, ফুল ২টিকে গাড়ীর ভেতরে রাখলাম। সে ফিরে এসে বললো,
-তোমার কানে সমস্যা আছে?
-না, কানে নয়, চোখে সমস্যা আছে!

সে বারান্দার পাশে, ঘাসে নেমে ভাইকে ডাকলো:
-মিচ, তুমি একটু নীচে আস।
মিচের খবর নেই; সে আবার ডাকলো। এবার মিচ ব্যালকনিতে আসলো। আমি হাত নেড়ে দিলাম। কিশোরী তার ভাইকে বললো:
-এই জেন্টেলম্যান এখানে কি করছে কে জানে! লোকটাকে আমার সন্দেহ হচ্ছে।
-তুমি অকারণে দুনিয়ার সবাইকে সন্দেহ করার শুরু করেছ; অকারণে মানুষকে বিরক্ত করিও না।
ছেলেটি ঘরে চলে গেলো। আমি বললাম,
-তুমি মনে হয়, ১ ডলার মুল্যের ডিটেকটিভ সিরিজের বই পড়?
-আমি ডিটেকটিভ বই পড়ি; তবে, সেগুলো ডলার সিরিজের নয়, সেগুলো দামী লেখকের!
-বুঝেছি, তুমি পুরাতন বই'এর ক্রেতা!
তুমি কিছুই বুঝনি; তবে, তোমাকে আমার সন্দেহ হচ্ছে; তুমি কিছু একটা গন্ডগোল করছো!

সে হতাশ হয়ে ঘরে চলে গেলো; আমি গাড়ীতে বসে তার উপর নজর রাখছি। মনে হয়, সে গ্লাসে ঠান্ডা চা, বা কোন পানীয় খাচ্ছে, স্লাইডিং দরজার ওপাশ থেকে আমার দিকে খেয়াল রাখছে। প্রায় ৫০/৫৫ মিনিট পর আমার স্ত্রী এলো। এবার কিশোরী আবার বারান্দায় এলো। আমি পার্কিং থেকে বের হওয়ার সময়,গাড়ীর দরজার কাঁচ নামায়ে তাকে একটা সুর্যমুখী ফুল দেখায়ে হাত নেড়ে দিলাম।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৩০

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে ভাল লেগেছে+++

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



যাপিত জীবনের ছোট কয়েকটি মহুর্ত

২| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্যানমুক্তির শুভেচ্ছা রইলো, ভালো আছেন আপনি?

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



সামু লম্বা ছুটি দেয় না, লোকজন কম।

আমি ভালো আছি, ধন্যবাদ। ধরে নিচ্ছি, আপনি ভালো আছেন।
আপনার আশ্রমের পাশের গ্রামে তরকারী ইত্যাদির মুল্য শহর থেকে কম?

৩| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার আশ্রমের পাশের গ্রামে তরকারী ইত্যাদির মুল্য শহর থেকে কম?
সকাল সকাল যখন গ্রামের লোক তাদের জিনিস নিয়ে আসে সেই সময় সামান্য কম থাকে। ৩০ মিনিট পরেই সেগুলির দাম হাত বদল হয়ে ঢাকার চেয়ে বেশী হয়ে যায়।

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের এলাকায়ও একই অবস্হা, চট্টগ্রাম শহরের পাইকারী লোকেরা এসে কেনে, এতে সবকিছুর দাম শহরের সমান অনেকটা।

৪| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৫২

শাহ আজিজ বলেছেন: ওয়েলকাম ব্যাক

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি আছি; ব্লগিং ও ব্লগারদের পছন্দ করি।

৫| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

আমি সাজিদ বলেছেন: পরিচিত নিক দেখতে পেয়ে ভালো লাগলো আবার। আমেরিকার গান কালচার নিয়ে কিছু লেখুন।

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



গান কালচার আমেরিকাকে ধ্বংসের পথে নিয়ে গেছে; ঠিক আছে, উহা নিয়ে লিখবো।

৬| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৬

শেরজা তপন বলেছেন: বাঃ বেশ ভাল লাগছে আপনাকে দেখে!

কত্ত যে ঝামেলা পাকাতে পারেন আপনি!!!!! :) ফের আরেক ঝামেলার কাহিনী
স্বাগতম আপনার ফিরে আসার জন্য

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমার ব্লগিং এ'রকমই, কিছুটা ঝামেলাপুর্ণ; আমাকে স্বাগতম বলতে বলতে অনেকেই হয়রাণ হয়ে গেছেন।

৭| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:০৫

শেরজা তপন বলেছেন: সবাই এমন হয়রান হওয়াতে আপনি নিশ্চয়ই ভীষন কষ্ট পেয়েছেন? :-B

২৬ শে জুন, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশ মানেই বিশৃংখলা, আমি অভ্যস্ত।
আপনি বিদেশে পড়েছেন; হয়তো, আরো কিছু দেশ দেখেছেন; এই রকম আগাছা তরুণশ্রেণী নিশ্চয় আপনার চোখে পড়েনি।

৮| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: হা হা মজার পোস্ট ভাইয়া।


বুঝেছি এ কদিন সামুতে ঝামেলা না করতে পেরে আশে পাশে সবখানেই ঝামেলা করে বেড়িয়েছো!!!



হা হা হা যাইহোক অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!

২৬ শে জুন, ২০২১ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমরা কিছু বাংগালী পশ্চিমা দেশগুলোতে কাজকর্ম করায়, তাদের সংস্কৃতিও শিখার সুযোগ হয়েছে; ফলে, সামুর খাঁটি বাংগালীদের সাথে সামান্য কনফ্লিক্ট হচ্ছে সব সময়।

৯| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:৫২

কাওসার চৌধুরী বলেছেন:




আপনার লেখায় যথেষ্ট রিউমার আছে। আর বর্ণনায় নিজস্ব একটা স্টাইল আছে। এগুলো পাঠকদের আকর্ষণ করে। ছোট্ট একটি বিষয়কেও আপনি চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। কথা সাহিত্যিকদের মধ্যেও অনেক সময় এসব গুণাবলির অনুপস্থিতি থাকে। আপনি সিরিয়াসলি সাহিত্য লিখলে ভালো করতেন।

ব্লগে থাকুন। সুস্থতা কামনা করছি।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আমি আমাদের মুক্তিযুদ্ধের সময়ের জেনারেশনটাকে তুলে ধরতে কিছুটা লিখবো; আপনি ভালো থাকুন।

১০| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:২৩

সাসুম বলেছেন: অবশেষে ফিরে আসিলেন। ওয়েল্কাম ব্যাক গাজিসাব। আপনার পোস্টে কমেন্ট করার জন্য লগিন করলাম। ভালা থাকেন।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:




সেদিন দেখলাম, আপনি সামান্য কথার পর চুপ করে আছেন; এগুলো বিশাল ব্যাপার নয়, এগুলো ঘটা সম্ভব, লিখতে থাকুন।

১১| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩৮

রানার ব্লগ বলেছেন: মেয়েরা এমনিতেই সন্দেহ বিকারে আক্রান্ত থকে। সব থেকে বেশি মজা লাগে এদের সন্দেহ বাড়িয়ে দিতে। দেখার মতো ব্যপার ঘটে।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



সব জাতক্সির কিশোরী মেয়েরা একটা রহস্যময় সময়ের ভেতর দিয়ে যায়।

১২| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ওয়েলকাম ব্যাক। ঢাকা বিমান বন্দর এবং চট্টগ্রাম বিমান বন্দরে আপনাকে স্পেশাল প্রটোকল দেওয়া হবে।

১। নিজের মতো গল্প লিখুন।
২। আপনাকে নিয়ে যাদের শত সহস্র অভিযোগ ছিলো তাদের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
৩। আর আশা করছি তারাও আপনার পোস্টে এসে আপনাকে চিমটি খামচি দিয়ে বিরক্ত করা থেকে বিরত থাকবে।

মানুষের অভিযোগ থেকে দূরে থাকুন।

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



সামু সবার জন্য, এটা বুঝতে অনেকের বেশ সময় লেগে যায়; আমরা সময়ের সাথে তাল মিলায়ে চলার চেষ্টা করে যাবো। অভিযোগ করাটা বাংগালী চরিত্রের অংশ।

১৩| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাই দ্য ওয়ে আপনার গল্প ভালো লেগেছে। মেয়েটি কি আমেরিকান নাকি আইরিশ অথবা রাশান?

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, আমার ব্লগিং যাতে না থামে, সেটার চেষ্টা করেছেন বরাবরই।

একালাটা আইরিশ ছিলো; এখন নিউইয়র্ক আনতর্জাতিক শহর।

১৪| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:০৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পূনরায় স্বাগত: আপনাকে :)

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
অনেকই স্বাগতম জানাতে জানাতে হররাণ হয়ে গেছেন।

১৫| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পোস্ট প্রকাশের ব্যান মুক্তির শুভেচ্ছা রইলো
কমেন্ট ব্যান তুলে নেবার অপেক্ষায় রইলাম।
আপনার আগমন শুভেচ্ছা স্বাগতম!

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং পছন্দ করি, ঘুরেফিরে থেকে যারবার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

১৬| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:২২

মিরোরডডল বলেছেন:



ইটস গুড টু সি ইউ ব্যাক ।
তাও আবার পছন্দের প্যাঁচা পোস্ট নিয়ে ।

আমি গাড়ীতে প্রবেশ করার আগে স্ত্রীর জন্য একটা ফুল ডাঁটাসহ ভেংগে নেয়ার চেষ্টা করলাম।
বাহ ! অনেক রোম্যান্টিক ।

আমি তাড়াতাড়ি একটা আগাছা কাঁটা গাছের ডাল ট্রিম করা শুরু করলাম, যেন ম্যনাজমেন্টের মালি; তারা খুবই মন্দগতিতে হাঁটছে, আমি ট্রিমিং চালিয়ে যাচ্ছি;
মনে হচ্ছে মিঃ বিন দেখছি :)

সে কোন পাখী দেখছে, সেটা আমি জানি; ছেলেরা এক সময়ে মেয়েদের পাখী, হানি, ইত্যাদি নামে ডাকে; কিছুদিন পরে, অনেক ছেলে তোমাকেও পাখী নামে ডাকবে।
অভিজ্ঞতা কথা বলে ।

গাড়ীর দরজার কাঁচ নামায়ে তাকে একটা সুর্যমুখী ফুল দেখায়ে হাত নেড়ে দিলাম।
মাথায় সারাক্ষন শয়তানি ঘোরে, মজার :)

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:




সব দেশের কিশোরীরা মিষ্টিরয়াস কাজকর্ম করে বেড়ায়, সময়টা মনে হয় বেশ কমপ্লেক্স।

১৭| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:২৩

কেমিক্যাল বাবু বলেছেন: ওয়েলকাম স্যার।

২৬ শে জুন, ২০২১ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, যেখানেই থাকি না কেন, ব্লগারেরা আমাকে টানে।

১৮| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:০০

নেওয়াজ আলি বলেছেন: জীবনের ছোট ছোট কথা কখনো ভুলা যায় না

২৬ শে জুন, ২০২১ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:




সঠিক।
আমাদের এমন এক কঠিন জীবন, বিদেশেই বড় অংশ কেটে গেলো।

১৯| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে নিয়ে লেখা “একজন চাঁদগাজী” লেখাটি ব্লগের বাইরে আমার পরিচিত যারা পড়েছেন তারাই মন খারাপ করেছেন। এবং আপনার জন্য মঙ্গল কামনা করেছেন। ভাবছি চাঁদগাজী নামে লেখার সিরিজটি চালিয়ে যাবো।

সেক্টর - ২ নিয়ে কিছু খন্ড খন্ড ছোট্ট ঘটনা লেখার আছে। এছাড়া ২৬শে মার্চ উত্তর ঢাকা ছাড়ার ঘটনাও। আশা করছি সময়ে সবগুলো লেখা লিখতে পারবো।

২৬ শে জুন, ২০২১ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



নোয়াখালীর চাঁনগাজী লোকটি ভালো জমিদার ছিলেন; আপনার গল্পের চাঁদগাজী আজকের কঠিন সময়ের মানুষ।

২০| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:১২

কামাল১৮ বলেছেন: স্বাগতম।পনের দিন পর আসলেন।আসা করি কিছুদিন পর কমেন্ট করার অধিকার ফিরে পাবেন।অনেক পোষ্ট বিনা প্রশ্নে পার পেয়ে যায়।আপনার মতো আর কাউকে প্রশ্ন করতে দেখিনা।সাসুম কয়েক দিন সরব ছিলো,ইদানি একটু নিরব।

২৬ শে জুন, ২০২১ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:




ব্লগিং জনপ্রিয় হবে না খুব একটা; নতুন জেনারেশন সঠিকভাবে বাংলাই লিখতে পারে না; গল্পকার অসম্পুর্ণ ও সম্পুর্ণ বাক্যের মাঝে পার্থক্য বুঝে না; অসৎ মানুষ পদ্য লিখে কবি হতে চায়। আমাদের অবস্হা কাবুলীওয়ালাদের মতো।

২১| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:১৯

কামাল১৮ বলেছেন: এই গল্পটিও জীবনের ছোট ছোট ঘটনার মতই একটি,কিন্তু লিখার গুনে অসাধারন হয়ে উঠেছে।এমন গল্প আরো আসা করি।

২৬ শে জুন, ২০২১ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



২/১ জন গল্পকার ছিলেন ব্লগে, ওঁরাও আজকাল নেই; একজন ছিলেন ফাহমিদা বারী, একটুতেই রেগে যেতেন, এখন লাপাত্তা।

২২| ২৭ শে জুন, ২০২১ রাত ১:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ওয়েলকাম ব্যাক - আপনার রিউমার আবার উপভোগ করার সুযোগ পাবো আমরা !
আমি ঠাকুর মাহমুদ ভাইয়ের মন্তব্যের তিনটি পয়েন্টেরই সাথে সম্পূর্ণ একমত ! সেই সাথে এটাও যোগ করতে চাই:
যারা হিউমার কিংবা সার্ক্যাজম সহ্য করতে পারে না তাদেরকে মন্তব্য করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন অনেকে অন্যকে নিয়ে সার্ক্যাজম করলেও তার নিজের ক্ষেত্রে সার্ক্যাজম একদমই সহ্য করতে পারে না। কি দরকার আপনার তাদের সাথে দ্বন্ধে যাওয়ার ?

২৭ শে জুন, ২০২১ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:




আপনি সঠিক আছেন, আমাকে হাসিখুশী ব্লগারদের সাথে থাকতে হবে; অন্যেরা তাদের মতো করে নিজেরা ভালো থাকুক।

২৩| ২৭ শে জুন, ২০২১ রাত ৩:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
ব্যান মুক্তির জন্য শুভেচ্ছা রইল ।

২৭ শে জুন, ২০২১ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



কালচারেল কনফ্লিক্টের শিকার হচ্ছি, মনে হয়।

২৪| ২৭ শে জুন, ২০২১ ভোর ৫:৪৬

কলাবাগান১ বলেছেন: মিসড ইুউর ওইসডোম ফর অ্যা লং টাইম..

২৭ শে জুন, ২০২১ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমরা সৎ ধারণা নিয়ে ব্লগিং করি; সুতরাং, ঘুরেফিরে টিকে থাকবো।

২৫| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আবারো আপনাকে দেখে ভালো লাগছে সেই সংগে ভালো লেগেছে মেয়েটির সংগে আপনার ঝগড়াঝটি।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ব্লগ ছেড়ে যাচ্ছি না; যদি কেহ উহা আশা করে, তিনি নিরাশ হবেন।
আমি ঝাসিখুশীর ক্যাচাল/গন্ডগোল পছন্দ করি।

২৬| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪১

সোহানী বলেছেন: আপনি অত্যন্ত ঝামেলার পাবলিক সেটা বুঝায়ে দিলেন। তবে কথা হলো এক ডলার দিয়েই ওই ফুল না কিনে এতো মারামারি কাটাকাটি কেন করতে গেছেন!!!!!! এ ধরনের ফুলতো সহজে কেউ নেয় না। তবে কানাডায় কিন্তু কেউই ফুল ছিঁড়ে না। এটাকে অপরাধ হিসেবে মনে করে এরা।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



হাউজিং'এর ম্যানেজমেন্ট এই ধরণের ঝোপ কেটে ফেলার কথা; তারা তা করেনি। বুনো ফুলও কারো হাতে উঠতে চায়। কানাডা ও আমেরিকার মাঝে কিছু কিছু গরমিল আছে।

২৭| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪২

সোহানী বলেছেন: ভালো কথা, ছবি প্রতিযোগিতায় ছবি দিয়ে দেন তাড়াতাড়ি........

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


সময় চলে গেছে।

২৮| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপনি ফুল চোর। তাও বউয়ের জন্য বিষয়টা ভালো লাগছে। ভালোবাসা অটুট থাকুক অনন্তকাল। আমার জামাই কখনো ফুল দেয় নি। বদ লোক :(

ফিরে এসেছেন শুভকামনা
ভালো থাকুন।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



স্ত্রী বুনো ফুল নেয়ার কথা বলেছিলো, তাই কিশোরী যাটে না দেখে, তার ডিটেকটিভ দৃষ্টিকে ফাঁকি দিয়ে উহা নেয়ার চেষ্টা করে দেখলাম।

২৯| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন: Welcome back!

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি আছি।

৩০| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:১৮

হাসান রাজু বলেছেন: পারছিলেন না মন্তব্য করতে, কিন্তু ব্লগে ঘুরাফেরা করেছেন, লাইক করেছেন । আপনাকে আবারো স্বাগতম।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ, ব্লগিং ও ব্লগারদের পছন্দ করি, সহসা কোথায়ও যাচ্ছি না।

৩১| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: লেখাটি খুব ভাল লেগেছে।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:




আপনি ফিরে আসার পর, আপনার সম্পর্কে কিছুই জানাননি!

৩২| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:২৩

সামিয়া বলেছেন: আপনাকে অনেক দিন পর ব্লগে দেখে স্বস্তি লাগছে, ওয়েল কাম ব্যাক, লেখাটি সবসময়ের মতন অসাধারণ, প্রেমের জন্য মানুষ কত কিই না করেছে যুগ যুগ!!! :)

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, সামু আমাকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছিলো।

৩৩| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯

নীল আকাশ বলেছেন: ফাউল ম্যাওপ্যাও পোস্ট। আজাইরা প্যাচাল।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগের মুল লেখক তো আপনি; 'শবনম' লিখেছেন, এবার 'গীতান্জলী' লিখে ফেলুন।

৩৪| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩১

নূর আলম হিরণ বলেছেন: গল্পটি পুরোনো, মনে হয় বছর দুয়েক আগেও একবার পোস্ট করেছেন!

২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:




সঠিক।

৩৫| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৪১

আল ইফরান বলেছেন: আমার নতুন লেখা যে আপনি পড়েছেন তা বুঝেছি লাইক দিয়ে জানান দেয়ার কারনে।
আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য, কমেন্ট ব্যান শেষে নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে।
হ্যাপি ব্লগিং।

২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



কথা হবে, ধন্যবাদ।

৩৬| ২৮ শে জুন, ২০২১ সকাল ৯:০৩

সাসুম বলেছেন: সেদিন দেখলাম, আপনি সামান্য কথার পর চুপ করে আছেন; এগুলো বিশাল ব্যাপার নয়, এগুলো ঘটা সম্ভব, লিখতে থাকুন।

এই বয়সে এসে অপাত্রে পূজাদান করার মতই কাজ ব্লগে সময় দেয়া। চারদিকে ঘোতঘোত করা আরিফ আজাদের দল। প্যারা মজিদ দের অত্যাচারে কোন দিকেও যাওয়া যায়না। লিখালিখি তো বহু পরের কথা।

ঘর সংসার, বউ বাচ্চা, বিজনেস, চাকুরি, পড়াশোনা - এসব করেই দিন চলে যায়। ভাবছিলাম একটু রেগুলার হব ব্লগে। নাহ। এই আছি বেশ আছি। সামু এখন কওমী মাদ্রাসা বা হাটহাজারীর অথবা বাশের কেল্লার ব্লগীয় ভার্শান। এটা বলাতে যে পরিমান গালি খেয়েছি- কল্পনাও করতে পারবেন না।

২৮ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



বাংলা ব্লগিং, এটি একটা নতুন কালচার, প্রশ্নফাঁস জেনারেশন এখানে আড্ডা জমায়েছে।

৩৭| ২৮ শে জুন, ২০২১ দুপুর ১:০৮

রানার ব্লগ বলেছেন: সাসুম @ একমত

ধন্যবাদ চাঁদগাজী ভাই, আপনাকে আবার ফিরে পাবো জন অরণ্যে এই প্রত্যাশা করি। আবার জমবে মেলা, হাটতলা বটতলা !!!!

২৮ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



জোর করে বের না করলে, আমি টিকে থাকতে পারবো।

৩৮| ২৮ শে জুন, ২০২১ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিপোস্ট!
তবে 'ছবি' দেখে দেখে তিতা হওয়া এই সময়ে ভালো লেগেছে।

২৮ শে জুন, ২০২১ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



বইতে ছবি না'থাকলে বাচ্চারা পড়তে চায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.