![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আফ্রিকায় এখন করোনার নাকি ৩য় ঢেউ চলছে; আসলে কত নম্বর ঢেউ চলছে, উহার হিসেবটা কে রেখেছে কে জানে! হয়তো, ইউরোপের কোন দেশ, কিংবা কোন এনজিও রাখতে পারে! আফ্রিকানরা নিজেরা এসব কঠিন কাজ করতে পারার কথা নয়।
জি-৭ মিটিং'এ বাইডেন বলেছে, ৩য় বিশ্বকে ১ বিলিয়ন ডোজ ভ্যাকসিন দেয়া হবে আমেরিকার পক্ষে থেকে, এবং আরো ১ বিলিয়ন ডোজ দেয়া হবে ইউরোপ থেকে; তবে, উহা দেয়া হবে ২০২২ সালে; এই বছরের ৭ মাসে যারা মরবে, তাদের জন্য কিছু করা যাবে না। হয়তো দোয়া মাহফিল অবধি করা সম্ভব হবে।
ভিক্ষার টিকা দেরীতে আসছে শুনে উগান্ডার প্রেসিডেন্ট উওয়েরি মুসেভেনি রাগ করেছেন, তিনি বলেছেন যে, ইউরোপ ও আমেরিকা আফ্রিকার মানুষকে অবহেলা করছে। তবে, তিনি এবং আরো কিছু আফ্রিকান নেতা একটি ভালো পদক্ষেপের কথা বলেছেন, এখন থেকে আফ্রিকা নিজের টিকা নিজেরাই ম্যানুফেকচারিং করবে।
সবই ভালো ছিলো, কিন্তু সালের কথা শুনে আমি হতভম্ভ, ইহা ঘটবে নাকি ২০৪০ সালে মাঝে! ভাবছি, ২০৪০ সালেও প্রেসিডেন্ট উওয়েরি মুসেভেনি কি ক্ষমতায় থাকবেন? এই বছর থেকে ম্যানুফেকচারিং করতে কে বাধা দিচ্ছে? ইদি আমিন নেই, উনি থাকলে টিকার দরকার হতো না, যার করোনা হতো, উহাকে খেয়ে ফেললে, করোনা রোগী থাকতো না উগান্ডায়।
এযাবত, গড়ে আফ্রিকার শতকরা ১ ভাগ মানুষ টিকা পেয়েছেন। টিকা আবিস্কারের ৮ মাস পর, শতকরা মাত্র ১ ভাগ পাওয়ার কাহিনী কি? কাহিনী সোজা, ভিক্ষা! কিন্তু আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ইরোপের প্রাকৃতিক সম্পদ থেকে কয়েক গুণ। আফ্রিকার অনেক দেশে হীরা, সোনা, রূপা, অনেক ধরণের ধাতু, সিমেন্ট, সীমিত পরিমাণে তেল, কফি, কলা, সবই আছে।
বাংলাদেশের সরকারও ভিক্ষার টিকার জন্য বসেছিলো; মনে হয়, এখনো আশা ছাড়েনি; কিন্তু আফ্রিকানদের চেয়ে একটু চতুর: ভিক্ষার জন্য আফসোস করে, নিজেদের ভিক্ষকত্ব প্রকাশ করছেন না; এবং রেগেমেগেও বলছেন না যে, ২০৫০ সালে আমারা নিজেদের টিকা নিজেরাই ম্যানুফেকচারিং করার শুরু করবো।
০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া? আসলে, ফ্রি টিকা নীচু মানের, এ কথা সত্যি নয়; নীচু মানের টিকা বানানোর কথা নয়।
২| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজধানীর জনৈক মৌলানা/হুজুর/ইমাম সাহেব কোনো এক শুক্রবারে নামাজের আগে ঘোষণা করেছিলেন তিনি ইতালী থেকে ফোন পেয়েছেন মামুন মারুফ নামে এক ইতালী প্রবাসী স্বপ্নযোগে করোনার ঔষধ পেয়েছেন। বিজ্ঞানী আইনস্টাইনের সূত্রের মতো ইংরেজীতে কোনো একটি বিশেষ সূত্র।
০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
সম্ভন, দেশের শতকরা ১৫ জন মানসিকভাবে অস্হিতিশীল; আবার স্বপ্ন দেখায় শয়তান।
৩| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৯
কামাল১৮ বলেছেন: কিছু দেশের সম্পদ আছে কিন্তু সঠিক ব্যবহার নাই বা জানে না।এক বছরের বেশি সময় পেয়েছে,ইচ্ছা থাকলে অনেক দেশই উত্পাদনের সক্ষমায় যেতে পারতো,দুর্দশিতার অভাবে তা হয় নাই।
০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকার জংগলে থাকে হায়েনা, সরকারেও থাকে হায়েনা।
৪| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৫১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আফ্রিকার সব দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কী অদ্ভুত মিল!! এরা সারাজীবন অন্য দেশ থেকে প্রাপ্ত ভিক্ষার টাকায় ভোগ বিলাসে ব্যস্ত থাকে। যখন ব্যাঘাত ঘটে তখন একটু উচ্চবাচ্য করে।এদের এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কখনো সেগুলো কাজে লাগায় নি। আর ২০৪০ এর ব্যাপারটা আসলেই উদ্বেগজনক ও হাস্যকর। উনি ২০৪০ পর্যন্ত বাঁচবেন কিনা সেই গ্যারান্টি কে দিচ্ছে? এখন উৎপাদন করতে তো কেউ মানা করে নি।
০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকার মানুষ বেকুব, নেতারা হায়ে না; বাংলাদেশে তাদের অনুসরণ করছে।
৫| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:০৯
রানার ব্লগ বলেছেন: আফ্রিকানরা ও মনে হয় টুপির জোরে বেচে যাবে এই আশায় আছে।
০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকার মতো সম্পদ কারো কাছে নেই, বানরগুলোর মাথায় মগজ নেই।
৬| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৭
ইলি বলেছেন: বাঙ্গুল্যান্ড ভাবছে ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।
০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
আপনিও নিশ্চয় ভিক্ষার পক্ষে?
৭| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন: টিকা ছাড়াও আফ্রিকা নিয়ে ইউরোপ,আমেরিকার প্লান আছে কোনো? ওরাও কিভাবে ভালো থাকবে ;কিভাবে মগজের সঠিক ব্যবহার করবে তা নিয়ে ১ম বিশ্ব চিন্তা করে?
০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২১
চাঁদগাজী বলেছেন:
না, আফ্রিকার মানুষ পালিয়ে ইউরোপ চলে যাচ্ছে; এখন ইউরোপ ভয়ে আছে।
৮| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজের শক্তি নিজের বল
উগান্ডার প্রেসিডেন্ট এগিয়ে চল!!
০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
২০৪০ সালের ভেতর টিকা ম্যানুফেকচারিং করতে চায়, যা এই বছরই করা সম্ভব; এসব বানরের মাথায় কিসের মগজ?
৯| ০৬ ই জুলাই, ২০২১ ভোর ৬:১২
কবিতা ক্থ্য বলেছেন: আফ্রিকানদের মাথায় বানরের মগজ তবু আছে।
আমাদের মাথায় কি আছে তার উত্তর কেউ সঠিক ভাবে দিতে পারলে তার টিকা ফ্রি।
০৬ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
আমি টিকা দিয়ে দিয়েছি; যারা দেশে আছে, তারা চেষ্টা করুক।
বাংলাদেশের শতকরা ৪০ ভাগ মানুষের মাথায় শয়তানের মগজ।
১০| ০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯
*কালজয়ী* বলেছেন: উপনিবেশের কালে ও এখনো আফ্রিকাকে লুট করে নিঃস্ব করেছে ইউরোপ-আমেরিকা। যেটা আফ্রিকানদের অধিকার সেটাকে মূল্যহীন করার চেষ্টা নিন্দনিয়। সুশাসনে উগান্ডার মান অনেক ভাল।
০৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:১০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরাও পায়ে হেঁটে দ: আফ্রিকায় ঢুকে লুটতরাজ চালাচ্ছে, এবং লিবিয়া গিয়ে, আফ্রিকার আফ্রিকার হীরা ডাকাতী করে, নৌকায় করে ইউরোপ নিয়ে যাচ্ছে! অনেকদিন লকডাউনে আছেন?
১১| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩২
শূন্য সারমর্ম বলেছেন: আফ্রিকা আজীবন আফ্রিকা থাকবে;জীবনযাত্রার মান শুধু ভোগ করবে সরকারের লোকজন। গৃহযুদ্ধ,বিষাক্ত প্রতিযোগিতা ও বোকো হারাম টাইপ সংগঠনের জন্ম হবে ; ম্যান্ডেলা জন্মাবে না আর।
০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
ম্যান্ডেলা ছিলেন আফ্রিকার ১ম মানুষ, উনিই ছিলেন শেষ মানুষ।
১২| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৩
শূন্য সারমর্ম বলেছেন: ধরুন, এলিয়েন পৃথিবীতে নেমে ম্যান্ডেলা টাইপ মানুষেরদের সাথে দেখা করতে চাইলো ;লিস্টের নামগুলো কি হবে?
০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা , দীপুমনি, বেগম এরশাদ, স্পীকার শিরীন।
১৩| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৫
শূন্য সারমর্ম বলেছেন: দেশ থেকে বের হন; পুরো পৃথিবীর সত্যিকারের মানুষগুলো নিয়ে লিস্ট করেন। (খামেনী, কিম,পুতিন, ট্রাম্প লিস্টে নিয়েন না)
০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
এন্জেলা মার্কেল ( জার্মমানী )
জাষ্টিন ট্রুডো (কানাডা )
জেসিন্দা আনডেরণ ( নিউজিল্যান্ড )
ইওসেদি সুগা (জাপান )
বারাক ওবামা ( ইউ এস)
১৪| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৩
শূন্য সারমর্ম বলেছেন: মৃতদের থেকে লিিস্ট করলে?
০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
মৃতদের থেকে লিষ্ট করলে, লিষ্টে থাকবেন বারট্রান্ড রাসেল, কার্ল মার্কস ও ওমর খৈয়াম।
১৫| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:০৬
সোহানী বলেছেন: আসলে আমরা আছি উভয় সংকটে। না পারছি কাপড় চোপড় আধা খুলে ভিক্ষার ঝুলি হাতে নিতে, না পারছি স্যুটেড বুটেড হয়ে নিজেরা কিছু করতে। আমাদের নীতি, কাজ, ভাবনা চর্তমুখী ঘুরপাক খাচ্ছে। বুদ্ধিদাতারা তেল দিবে নাকি সঠিক বুদ্ধি দিবে তা বুঝে উঠতে পারছে না।
০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
৩য় বিশ্বে একমাত্র বাংগালী জাতির কাছে আছে ৪৫ বিলিয়ন ডলারের রিজার্ভ; ১ বিলিয়নের টিকা কিনলে, সবার পাছায় ২ বার টিকা দেয়া যেতো; করোনা বার্মা থেকেও পালাতো; আপা টাকা খরচ করতে চাননা, উনার ভাইদের বেহেশতে স্হান করে দিতে চাচ্ছেন।
১৬| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: দরিদ্র অক্ষম্ রাষ্ট্রের আরকিইবা করার আছ।
০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে দরিদ্র আছে, এটা সত্য; তবে, ১জন টোকাইও নিজের জন্য টিকা কেনার ক্ষমতা রাখে; ২ ডোজ টিকার দাম ১০০০ টাকার চেয়ে কম।
১৭| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:১৬
জুন বলেছেন: আফ্রিকার প্রেসিডেন্টের তো তাও আত্মসম্মান আছে যত বছর লাগুক টিকা বানাবে। কিন্ত অনেক দেশ তো ভিক্ষার চাল কাড়া আর আকাড়া সিস্টেমে চলছে। যা আনছে ভিক্ষা করে তাই জনগণের উপর চালিয়ে দিচ্ছে।
০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের প্রাইম মিনিষ্টার মানুষের টাকায় মানুষের জন্য টিকা কিনতে চানন না, উনি টাকাকে সিন্ধুকে রেখে উহার উপর ঘুমাতে চান।
১৮| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫
কল্পদ্রুম বলেছেন: ইদি আমিনের জোকটা ভালো লিখেছেন। মুসেভেনির বক্তব্য অবিশ্বাস্য লাগছে। উগান্ডায় প্রথমবারের মতো আফ্রিকান দেশগুলোর বৈঠক বসেছিলো। তাদের সম্মেলনে তিনি টিকা উৎপাদন নিয়ে কথা বলেছেন। তবে মনে হয় আফ্রিকানদের চেয়ে আমাদের সরকারি লোকজন অনেক ঠান্ডা মাথার। বিগত কয়েক বছরে কোন মন্ত্রী উপমন্ত্রীকে কোন বিষয়ে পাবলিকলি রাগ করতে দেখিনি।
০৭ ই জুলাই, ২০২১ রাত ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
আফ্রিকার দেশগুলোর ক্ষমতা দখল করেছে হায়েনা ও গরিলারা; আমাদের দেশে আছেন হায়েনা ও শিয়ালরা।
১৯| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯
কল্পদ্রুম বলেছেন: আমরা সিরাম ইন্সটিটিউটকে টাকা দিয়ে ভ্যাক্সিন নিয়েছি।
০৭ ই জুলাই, ২০২১ রাত ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
সরকার টিকা ও ফেনসিডিলকে একই জাতীয় ঐষধ মনে করেছিলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৯
নজসু বলেছেন:
শ্রদ্ধেয় আশা করি ভালো আছেন। বাংলাদেশে কিছু সংকীর্ণ মনের মানুষ আছেন, যারা বেছে বেছে পুরাতন কিংবা কোন রকমে টিকে আছে এমন ছেঁড়া ফাটা নোট ভিক্ষুকদের ভিক্ষা দেন।
যারা টিকা ভিক্ষে দিচ্ছেন তারাও কি ছেঁড়া ফাটা টিকা ভিক্ষা দিচ্ছেন নাকি?
শুনতে পাই, দানকরা কিছু কিছু টিকার কার্যকারিতা নাকি কিছুটা কম।