| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
   
**** কমেন্ট ব্যানে আছি: খন্তা, কোদাল নিয়ে বসে আছি, কমেন্ট মাইনিং'এ বের হতে পারছি না; করোনার লক-ডাউনের মতো অবস্হা **** 
অনেকে আফসোস করেন, আগের জাঁদরেল ব্লগারেরা নেই, তাই ব্লগে ভালো লেখা আসে না। জাঁদরেল ব্লগারেরা  অবশ্যই আছেন; যাঁরা একবার লিখতে শুরু করেন, তাঁরা লিখতেই থাকেন; উনাদের কেহ কেহ এখন ফেইসবুকে আছেন, লেখার বদলে বউ'এর ছবি লোড করছেন, আর লাইক দিচ্ছেন।  এখন যাঁরা ব্লগে টিকে আছেন, এঁরাই আসল ব্লগার, এঁরা সকল প্রতিকুলতার মাঝে টিকে আছেন।
২০০০ সালের পর, বাংগালীরা ব্লগিং'এ এর সন্ধান পান; এই লেখক-জাতির জন্য ইহা ছিলো ভয়ংকর উৎসাহের ব্যাপার; অনেকটা তেলের কুপ আবিস্কারের মতো ! বেশীরভাগ বাংগালীরা বলেন , "ছোটকাল থেকে লেখালেখি অভ্যাস ছিলো"; অনেকে আবার লিখে থাকেন, "ছোটকাল থেকে বইয়ের পোকা ছিলাম"; এই লেখালেখির লোকজন নিজেদের লেখা প্রকাশের এত বড় সুযোগ পেয়ে এমন লেখালেখি শুরু করেছিলেন যে, কিছুদিনের মাঝে নিজের মাথার হার্ডড্রাইভে যা ছিলো, পুরোটাই ব্লগের হার্ডড্রাইভে কপি করে নিজের হার্ডড্রাইভকে যথাসম্ভব মুক্ত করে ফেলেছেন, এঁরা এখন ভারমুক্ত; বইয়ের পোকারা বই খাওয়ার পর, এখন  কয়েকটা ব্লগও খেয়ে ফেলেছেন। 
যাঁরা নিজের মাথা থেকে সবকিছু ব্লগের হর্ডড্রাইভে কপি করেননি ও যারা আগে বই খেতেন না, তাঁদের কয়েকজন এখনো ব্লগে আছেন; এঁরা স্বাভাবিক ব্লগার, আসল ব্লগার। 
আমার লেখার য্তটুকু অভ্যাস ছিলো, উহা ছিলো স্কুলের হোম-ওয়ার্ক ও পরীক্ষার খাতায়; আমাদের সময় কাগজের মুল্য ছিলো অনেক, পরিবার কাগজ কেনার চেয়ে লবন কিনতে ব্যস্ত থাকতো; আমি বইযয়ের পোকাও ছিলাম না, ক্লাশের পাঠ্য বইগুলো পড়তাম ও যত্ব করে রাখতাম, যেন আমার পরে অন্যেরাও পড়তে পারেন; শেখ হাসিনার সময়ের মতো ফ্রি বই বলতে কিছু ছিলো না তখম। তখন বইমেলাও ছিলো না; গল্প, উপন্যাসের বই কিনে পড়তে হতো; আমার হাতে যেই পরিমাণ পয়সা আসতো, উহা দিয়ে লজেন্চ কেনা সম্ভব হতো, বই টই কেনা হতো না; রবী ঠাকুর যে, এত বড় কবি, ব্লগে আসার পর জানলাম।
আমি লেখালেখি করতে ব্লগে আসিনি; ব্লগে এসেছি বাংলাদেশের সকল লেভেলের শিক্ষিতদের লেখা দেখতে, তাঁদের ভাবনাচিন্তা, ধারণা, কর্মকান্ড ইত্যাদির সাথে পরিচিত হতে; বাংলাদেশের রাতগুলোতে এখনো পেঁচার মতো ব্লগে হাজিরা দিচ্ছি। বাংলাদেশীরা পাখী দেখলেই ঢিল ছোঁড়েন, পেঁছা দেখলে তো অবস্হা ভয়ংকর; ভাগ্য ভালো যে, পেঁচা রাতে বের হয়, মানুষের চোখে কম পড়ে।  
যাঁরা এখনো ব্লগে আছেন, সন্দেহ নেই যে, এঁরাই আসল ব্লগার; ফেইসবুক এঁদেরকে দখল করতে পারবে না কোনকালেও; এঁরা মাথা থেকে কোনকিছু ব্লগে ডাউনলোড করলেও, ১ কপি মাথায় রাখেন; তাই, এঁদের মাথার হার্ডড্রাইভ সহসা খালি হওয়ার সম্ভাবনা নেই। 
 
০৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:০০
চাঁদগাজী বলেছেন: 
২/৩ পাতাই যথেষ্ট হবে: শিক্ষকেরা পড়ায় না, বিসিএসরা প্ল্যান করে জাতিকে পড়ালেখা থেকে বন্চিত করে, বুয়টের ইন্জিনিয়াররা তাবলীকে সময় দিয়ে মানুষের জন্য বেহেশতের পথ খোলেন, চীনারা পদ্মাসেতু বানায়, তিস্তা মেগা-প্রজেক্ট করতে যাচ্ছে; প্রাইমারী স্কুলের শিক্ষকেরা পর্ণ পদ্য লেখেন; মধুর ক্যান্টিনের গ্রেজুয়েটরা বাজেট তৈরি করেন; এগুলো লিখতে ২/৩ পাতাই যথেষ্ট।
২| 
০৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামে সহমত। এখন যারা ব্লগিং করছেন তারা আসল ব্লগার। ফেসবুকের কোন ক্লাস নেই। একেবারে মাঠে ময়দানে শিক্ষিত অশিক্ষিত সবার কাছে পৌঁছে গেছে।
 
০৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৫৪
চাঁদগাজী বলেছেন: 
ফেসবুক হলো বাংগালী জাতির ন্যশনাল ফটো-এলবাম,  হাঁড়িপাতিল ও ফুচকার ছবি দেয়ার যায়গা।
৩| 
০৬ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:১১
কামাল১৮ বলেছেন: যেই সময়টা লেখা পড়া করার কথা সেই সময়ে মাথার ভিতর কি এক পোকা ঢুকলো, আগে মানুষকে মুক্ত করতে হবে।মানুষের মুক্তি হলো না কিন্তু হারিয়ে গেলো অনেকগুলো বছর।সেই যে লেখা পড়া ছাড়লাম আর মন বসাতে পাড়লাম না।রাজীব নুর অনেকগুলো বইয়ের কথা বলেছিল একটাও পড়া হয় নাই।আর লেখা বলতে ব্লগে যে কয়টা কমেন্ট করি তার বাইরে জীবনেও কিছু লেখা হয় নাই।ব্লগে মাত্র কয়েক জনের লেখা পড়ি,কিছু কমেন্ট করি দুই একটা কমেন্ট পড়ে।আমার ব্লগ মানে সময় কাটানো।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন: 
কিছু বলতে চাইলে আমার পোষ্টে আসিয়েন, বলতে পারবেন; আপনার পেট তো ভালো আছে মনে হয়।
৪| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:২০
সোহানী বলেছেন: আমরা যখন ১০/১২ বছর আগে ব্লগিং শুরু করেছিলাম তখন এর পরিবেশ আর এখন এ ফেসবুক টুইটারের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখন সবাই অনেকটা শোঅফ করতে ব্যাস্ত আর তাই তাদের পছন্দ ফেসবুক টুইটার, ব্লগ নয়। শোঅফ ছেড়ে মন্তিস্কের চর্চা মনে হয় সামান্য ক'জন করে আর তারাই ব্লগ আঁকড়ে পড়ে থাকে, আর টিকে আছে।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন: 
মন্তিস্কের চর্চা  করতে হলে, মাথা থাকতে হয়, ইহা বাংগালীদের জন্য সমস্যা হয়ে গেছে।
৫| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:২১
জুন বলেছেন: আমিও মনে হয় আসল ব্লগার  
  
আসলেই অনেক ব্লগারকে আমার দীর্ঘ ১১ বছরের উপরের ব্লগ জীবনে দেখলাম লিখতে আরম্ভ করলো তো পারলে ঘন্টায় ঘন্টায় পোস্ট, পাগলের মতো লিখতে থাকে।  না তারা কারো পোস্টে যায়, না তারা কারো মন্তব্যের উত্তর দেয়।  তারপর হার্ডড্রাইভ খালি হলো তো খোদা হাফেজ  ![]()
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন: 
লোকজন আসেন, কবিতা টবিতা লিখে সব ভরায়ে ফেলেন; কয়েকদিনের মাঝে ষ্টক শেষ;  তারপর, ইতিহাস!
৬| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: 
যারা এখনও ব্লগে টিকে আছেন তারা ব্লগার? ব্লগারদের যে সকল গুণ থাকে তা আমার মাঝে অবর্তমান! অর্থাৎ আমাকে টেনেটুনে ৩৩ মার্ক পেয়ে পাশ করার মতো সাধারণ ডায়েরি লেখক বলা যেতে পারে। - এ ব্যাপারে বিস্তারিত লিখবো এক সময়।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন: 
লেখার কত কিছু বাকী আছে, বাংগালীরা তো এখনো সবেমাত্র কবিতা নিয়ে মাথা ঘামাচ্ছেন: পেট খারাপের কবিতা, পর্ণ কবিতা, রান্নার কবিতা, ছবির কবিতা।
৭| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ব্লগের নেশা একেবারেই আলাদা। ব্লগে একটা লেখা পোষ্ট করার পর যে শান্তি সেটা ফেসবুকে কয়েকশ লাইকে ও মিটে না। ফেসবুকে মন্তব্য মনে হয় অধিকাংশ সময় না পড়ে করা। যদিও অনেকেই আছে সত্যিকারের পাঠক ফেসবুকে।
তবে আমার মাঝে ব্লগারের গুন কিছুটা কম, পাঠক হিসেবে ঠিক আছে কিছু ব্লগার রা যেমন নাগরিক সাংবাদিকতার কাজ করেন। তথ্য দেন তেমন লেখা খুব কম আমার।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন: 
ব্লগ বলতে এখন সামুকেই বুঝায়; বাকীগুলো মোটামুটি নেই বললেই চলে; সামুকে অনেকেই আড্ডা হিসেবে ব্যবহার করছেন, ইহা সঠিক নয়।
৮| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৮:৫৯
জুন বলেছেন: @মনিরা আমি সময়টাকে আসল ব্লগারের মাপকাঠি ধরেছি এখানে কি লেখা সেটা বিষয় না।  আর এই সুত্র অনুযায়ী তুমিও আমার মতই আসল ব্লগার ![]()
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন: 
মসয়ের সাথে ব্লগার আরো কমার সম্ভাবনা আছে।
৯| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:১০
কুশন বলেছেন: আপনার কথা সঠিক না। 
ব্লগের পোষ্ট গুলো পড়লেই সেটা টের পাওয়া যায়। টিকে থাকা আর ভাল লেখা এক জিনিস না।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন: 
আপনার কথাই ঠিক।
কিছুক্ষণ আগে নিক খুলেছেন, এখন ভালো লেখা দেয়ার শুরু করেন।
১০| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃখজনক হলেও সত্য ব্লগে কিছু নিচু মন-মানসিকতার এবং রুচিহীন লোকজনও আছেন।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের শতকরা ৪০ ভাগ মানুষ সমস্যার সৃষ্টি করে; ব্লগার বেলায়ও সেই অনুপাত বজায় থাকার কথা।
১১| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৩৭
সাসুম বলেছেন: কঠিন ভাবে দ্বিমত। ব্লগ কে এখন সামহোয়্যারইন মাদ্রাসা বেশি মনে হয় মুক্তচিন্তা প্রকাশ বা নিজ ভাবনা বিকাশ এর প্লেস এর চেয়ে
কলা পাতা
ছাতার মাথা
তোর কল্লা
মাঝি মাল্লা। 
ছাগল বান্ধা
ওরে আন্ধা
তুই বোন্ধা
খালি ধান্দা।
এরকম কবিতা লিখতে থাকা এক যুগ ধরে চলা লোকজন নিয়া আপ্নে কোয়ালিটি লেখক খুজে পাবেন? 
কালা কুত্তার গায়ে জ্বিন ভুত দেখা যায়, সাপ মানে জ্বিন এর আরেক রুপ। কোন এক মানুষের হায়ের ইশারায় আকাশ বাতাস আলাদা করে ফেলা যায়। এসব নিয়ে জ্ঞান গর্ভ লিখালিখি করা কোয়ালিটি ব্লগিং? 
কপি করে লেখা চুরি করে লেখালিখি করা কোয়ালিটি ব্লগিং? এখন এই ব্লগে ব্লগার রা বিলিভ করেন ও সেটা এস্টাবলিশমেন্টের চেস্টা করেন যে পৃথিবী গোল না ফ্লাট! 
এই ব্লগে এখন আল্লামা চন্দ্রপুকুর সাহেব কে চাদে দেখতে পাওয়া মানুষ এর সংখ্যা বেশি। 
আজকে পারবে কেউ সেই ২০১১/২০১২ এর আদমচরিত এর মত লিখা লিখতে? কল্লা থাকবে?
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন: 
বাংলা ভাষায় ব্লগ এখন একটাই আছে মোটামুটি, উহা সামু; উহাকে যেই নামেই ডাকুন।
১২| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৪৯
সাসুম বলেছেন: আপনি আমার কমেন্ট এর আসল মিনিং টাই মিস করে গেলেন।
সামু মানেই বাংলা ব্লগ। বাংলা ব্লগ মানেই সামু। এটা অস্বীকার করার তো উপায় নাই। তাই বলে সব একদম পাক্কাভাবে চলছে বা সেরা এটা মেনে নেয়ার ও উপায় নেই। এটা মেনে নেয়া আর আওয়ামীলীগের আমলে দেশ সুখে শান্তি তে ভরে আছে এই মাফিয়াগিরী মেনে নেয়াও সেইম।
 টিকে থাকা দিয়ে তো কোয়ালিটি বা আসল নকল বুঝায় না। ডাইনোসর রা বিলীন হয়ে গেছে তেলাপোকা টিকিয়া আছে। বহু ঘাগু গ্রুপ দল বিলীন হয়ে গেছে- বাশের কেল্লা টিকিয়া আছে এবং বিস্তার লাভ করিয়াছে ব্যাপকভাবে। 
এর মানে এই না তেলাপোকা আসল প্রানী বা বাশেরকেল্লা আসল দল।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন: 
ডাইনোসরের হাড্ডি আছে, তেলেপোকা জীবিত আছে।
বাংলাদেশের মানুষ সবকিছুতে পেছনে আছেন, ব্লগে বাংলাদেশের মানুষেরাই আছেন।
১৩| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ৯:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন। ছোটবেলা থেকে আমার পাঠাভ্যাস ছিল।চারন কবিদের এক রকমের কবিতার বই পাওয়া যেত, সেই রেঙ্গুনের ডামিশ থেকে শুরু করে নিহার রঞ্জন, শরতচন্দ্র হাতের কাছে যা পেতাম পড়তাম। বৈচিত্রময় পাঠকের জন্য সামুর বিকল্প নাই। মুলত পাঠক হিসেবে সামুতে আছি। 
আপনার বর্ননানুসারে আপনিও একজন আসল পুরুষ ! ওহ সরি আসল ব্লগার।   
  
 
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন: 
আপনি ফেনীর মুল ব্লগার; আমি আপনার প্রতিবেশী, চলতে থাকুক।
১৪| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ১০:০৫
শূন্য সারমর্ম বলেছেন: দেশের ব্লগিং সাইট এখন বয়স্ক ; মাছ বাজারের মত সবাই ফেসবুকে ভিড় করে।
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন: 
ফেইসবুক একেবারে খারাপ নয়; প্রশ্নফাঁস জেনারেশকে প্রশ্ন ধরায়ে দেয়ার পর, দেখা যায় যে, তারা বইতে উত্তর খুঁজে পায় না;  ফেইসবুকের কারণে, এখন মেয়েদের নিয়ে কবিতা লিখে; পর্ণঝোক আর মর্ণ হোক, কিছু একটা তো লিখছে; তবে, মোটামুটি ডিজিটাল গার্বেজও উৎপাদন করছে অনেক।
১৫| 
০৬ ই জুলাই, ২০২১  রাত ১০:৩১
আমি সাজিদ বলেছেন: ইন্টারেস্টিং
 
০৬ ই জুলাই, ২০২১  রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন: 
ডারুইনের তত্বের মতো সোজা ব্যাপার।
১৬| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ১২:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনি লোম বাছতে গিয়ে কম্বলের
দফারফা করে ফেলবেন।
তার চেয়ে পিঠে কুলো আর
কানে তুলো দিয়ে টিকে থাকার
চরম পথ অবলম্বন করুন নয়তো
মানে মানে কেটে পড়ুন !! 
বৈরীবাতাসে পাল না তোলাই উত্তম
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ২:৪৯
চাঁদগাজী বলেছেন: 
আপনি আছেন, আমি আছি, আরো গড়ে ৫০/১০০ জন আছেন; সব ভালো।
১৭| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ১২:৩০
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের সবাই ব্লগার , কারো কারো ভিজিটিং কার্ডে নামের আগে টাইটেল লাগায় ব্লগার !!!  
 
যেমন বাংলাদেশে সবাই কবি, অনেক কে দেখবেন নিজের নামের আগে লেখেন বিশিষ্ট কবি !!!  ![]()
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ২:৫২
চাঁদগাজী বলেছেন: 
সবাই কবি, সবাই লেখক। আসলে, ব্লগার খুবই কম।
১৮| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ১:১১
নতুন বলেছেন: ফেসবুক জুকারবার্গের ব্যবসার ক্ষেত্র মাত্র। 
সেখানে যত বেশি মানুষ থাকবে ততবেশি বিজ্ঞাপন তাই ঐটাকে জমজমাট রাখতে কোটি টাকা খরচও করে। 
ব্লগে আলোচনা করে মানুষ, বিতর্ক করে এবং অনেক আলোচনা সমালোচনায় জমজমাট আড্ডা হয়। সেটা পরিপক্য মানুষকের কাজ। 
ফেসবুক এখন সো অফ করার স্থানে পরিনত হয়েছে বাকিরা ব্যবসার চেস্টা করছে।
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ২:৫৩
চাঁদগাজী বলেছেন: 
ব্লগিং শুধুমাত্র শিক্ষিতদের জন্য।
১৯| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ১:২০
কাওসার চৌধুরী বলেছেন: 
ব্লগিং নিয়ে আপনার মূল্যায়নের সাথে আমি একমত। আগে বাঘাবাঘা সব ছিল, এখন সবাই খেক শেয়াল! এমন ধারণার পক্ষে আমি নই। আগে লেখার একটা সুযোগ পেয়ে সবাই লিখেছেন। তাদের একটা বড় অংশই ইতরামিতে বিজি ছিলেন। এখন ফেইসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি থাকার এরা বিকল্পের সন্ধান পেয়ে সরে পড়েছেন। প্রকৃত ব্লগাররা এখনো আছেন। কেউ লিখছেন, কেউ কমেন্ট করছেন আবার কেউ কেউ অফলাইনে পড়ছেন। আর কেউ কেউ পেশাদার লেখক হওয়ায় আগের মতো একটিভ নয়। আপনি সত্যিকারের ব্লগার; কোন বিষয়ে নিজের জোরালো মতামত আর যুক্তি দেন। কমেন্টের চমৎকার উত্তর দেন। আর নতুন ব্লগারদের উৎসাহ যোগান। 
আশা করি, অচিরেই আপনার কমেন্ট ব্যান উঠে যাবে। 
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ, ব্লগারদের সম্পর্কে  আপনার  ধারণা সঠিক।
২০| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ২:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগাররা ব্লগিং করে,
........................................................................
কিন্ত সেই স্বাধীন চিন্তাধারার ব্লগিং কি চলে ? 
সময় অনেক কিছু বলে দেয় এবং একসময় গোলাকার পৃথীবির মতো
অন্ধকারও কেটে যায় !
ব্লগিং এর মূলধারায় আমরা কেউ চর্চা করতে পারছি না 
আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে ।
তখন নিশ্চয় ব্লগারের সংখ্যা বৃদ্ধি পাবে ।
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ২:৫৭
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের শিক্ষার মান, সামজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ব্লগিং'এর পক্ষে নয়; কিন্তু আমরা আছি।
২১| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ৩:০৫
মেরুভাল্লুক বলেছেন: ওস্তাদ , আফগানিস্তান থাইকা তো আমেরিকা পলাইলো। ফেসবুকে বিভিন্ন নিউজপেপারের পেইজের কন্টেন্টের কমেন্টের দিকে খেয়াল করলে বাংলাদেশের আসল অবস্থা টের পাওয়া যায়। বাংলাদেশে শিক্ষিত বলতে যা আছে তা আসলে হিপোক্রেট। এরা পরীক্ষায় পাশের জন্য ডারওইনের তত্ব লিখে আর মনে প্রানে বিশ্বাস করে মানুষ আকাশ থেকে পড়ছে। 
ব্লগের মোবাইল সাইট টা আর একটু ইউজার ফ্রেন্ডলি করলে ব্লগার আর একটা বাড়ত।
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ৩:১৬
চাঁদগাজী বলেছেন: 
সঠিক,ইউজার ফ্রেন্ডলী হলে, কিছু ব্লগার বাড়বে।
তবে, বেশীরভাগ বাংগালীর কোন বিষয়ে সঠিক ও পরিপুর্ণ ধারণা নেই; ফলে, তাঁদের ব্লগিংটা অনেকটা লিলিপুটিয়ান টাইপের।
২২| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ৩:২২
মেরুভাল্লুক বলেছেন: এইজন্য আসলে বাংগালীদের পুরোপুরি দোষ দেয়া যায় না, ছোটবেলা থেকেই পুস্টিকর খাবারের অভাবের সহিত সঠিক পড়াশুনার অভাব। আজকে ইউটিউবে এক বাংলাদেশী ইউটিউবারের (ভদ্রলোক সম্ভবত সাংবাদিক) ইংরেজীতে পাকিস্তান সম্পর্কে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র ছাত্রীকে পাকিস্তান সম্পর্কে ধারনা জিজ্ঞেস করলো। বেশীরভাগই দুই লাইন ইংরেজী বলতে গিয়ে তোতলাতে লাগলো। এবং পাকিস্তান সম্পর্কেও এদের ভাল ধারনা ছিল না । আমার এদের নলেজের দুর্দশা দেখে খুবই লজ্জা লাগলো। আমার নিজেরো খুব একটা নারিশমেন্ট হয় নাই , কিন্তু এত খারাপ অবস্থা মনে হয় আমার না ।
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ৩:৩০
চাঁদগাজী বলেছেন: 
২০০/৩০০ বছর আগে, অনেক জাতি আমাদের লেভেলে ছিলো; ওরা এই সমস্যাগুলোর সমাধান করে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে এখন।
২৩| 
০৭ ই জুলাই, ২০২১  ভোর ৫:১৮
ডঃ এম এ আলী বলেছেন: 
নিয়মিত হোক কিংবা অনিয়মিত হোক , পুরাতন কিংবা নতুন 
তিনি যেই হোন না কেন কাওকেই আমি ব্লগার বলতে রাজী নই। যদিউ গড্রালিকা প্রবাহে 
অনেক ক্ষেত্রেই অনেককেই, গুণী ব্লগার, প্রবীন ব্লগার, নবীন বলে অভিহিত করে থাকি। তবে কাওকেই 
ব্লগার অভিধায় অভিহিত করতে মনের ভিতর হতে একটি ভিন্ন ধারণা পোষন করে রাখি। ভিন্ন ধারনাটি  
কি সেটি বলার আগে  ব্লগ ও ব্লগার পদবাচ্যটিকে একটু  সঙ্ঘায়ীত করা প্রয়োজন মনে করি । 
 বিভিন্ন ডিকশনারী অনুযায়ী
১)  ব্লগ বলতে বুঝায়  নিয়মিত আপডেট হওয়া ওয়েবসাইট বা ওয়েব পৃষ্ঠা, 
সাধারণত কোনও ব্যক্তি বা ছোট গ্রুপ দ্বারা চালিত, এখানে  অনানুষ্ঠানিক বা কথোপকথন স্টাইলে লেখা হয় ।
২) "ব্লগ" শব্দটি ওয়েব লগ বা ওয়েব লগগুলির একটি সংক্ষিপ্ত সংস্করণ, যেখানে একজনের লেখা প্রকাশ হয় ।
৩) ব্লগ সংজ্ঞাটি হ'ল - এমন একটি ওয়েবসাইট যেখানে  অনলাইনে ব্যক্তিগত  মতামত, প্রবন্ধ, নিবন্ধ 
গল্প। কবিতা , ভ্রমন কাহিনী , ছবি , প্রতিচ্ছবি ,  মন্তব্য প্রতিমন্তব্য  এবং প্রায়শই ভিডিউ ও
হাইপারলিংক  লেখক কতৃক প্রকাশ/পোষ্ট করা হয় । 
অপরদিকে ব্লগার বলতে সাধারণ অর্থে বুঝায় 
১)একজন ব্যক্তি যিনি নিয়মিত ব্লগের জন্য উপাদান লেখেন।
২) ব্লগার সংজ্ঞাটি হ'ল - একজন ব্যক্তি যিনি ব্লগের জন্য লেখেন এবং রক্ষণ করেন। 
 তাই  ব্লগ ও ব্লগারের সঙ্ঘায় দেখা যায় একটি কমন শব্দ সেটা হল  লেখা তথা লেখক । 
তাই ব্লগার পদবাচ্যটি ব্যাবহার না  করে সকলকে আমি লেখক হিসাবে অভিহিত করার পক্ষপাতি । 
ব্লগার মুলত একটি ন্যরো পদবাচ্য  অপরদিকে লেখক একটি ব্যপকার্থক পদবাচ্য । 
যিনি ব্লগে লেখা প্রকাশ করেন তিনি আবার বিভিন্ন  মাধ্যমেও তাঁর লেখা প্রকাশ করেন
এবং সেখানে নীজের লেখক সত্তাই প্রকাশ করেন ও লেখক হিসা্বেই অভিহিত হন । 
তাই বিষয়টি সকলেই ভেবে দেখতে পারেন, তারা কি নীজকে ব্লগার হিসাবে অভিহিত
করতে পছন্দ করেন কিংবা লেখক হিসাবে অভিহিত হতে  বেশী  পছন্দ করেন । 
অবশ্য সকলের ব্যক্তিগত পছন্দের উপর আমার ভক্তি ও শ্রদ্ধা দুটোই রয়েছে । 
 
০৭ ই জুলাই, ২০২১  ভোর ৬:২৭
চাঁদগাজী বলেছেন: 
আপনি ঠিকই বলেছেন, লেখক হলেন একটি সার্বজনীন শব্দ, ব্লগার অনেকটা টেকনিক্যাল টার্ম।
২৪| 
০৭ ই জুলাই, ২০২১  সকাল ৭:৫৯
অগ্নিবেশ বলেছেন: আমারে কোন ক্যাটাগরিতে ফেলাইবেন ফারমার কা? বহু ব্লগেই তো ঘুরি, আপনেরে দেখতেছি সেই আমার ব্লগ থেকেই, বহুবার
ব্যান খাইছেন তার পরেও আপনি লেখেন। ভালো। আসলে আমি যা নিয়ে লিখতে চাই লিখলে কল্লা থাকে না। তাই লুকাইয়া চুরাইয়া দুই একটা খুচাইনা কমেন্ট লিখি। এতেই ভালো আছি। ঝামেলা নাই।    
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৬০৬টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৯ বছর ৪ মাস
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ৪ জন
 
০৭ ই জুলাই, ২০২১  সকাল ৯:৪৪
চাঁদগাজী বলেছেন: 
জাতিকে নিয়ে আপনার ভাবনাচিন্তা, ধারণা, আমরা জানতে পারছি না; লিখুন! দেশ ও সামুকে বুঝে যতটুকু লেখা যায়, ততটুকুই লিখুন।
২৫| 
০৭ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রশ্ন : দেশের শিক্ষিতদের ভাবনাচিন্তা, ধারণা নিয়ে কয়েকটা ভলিউমে বই বের করা যাবে;?
উত্তর : ২/৩ পাতাই যথেষ্ট হবে: শিক্ষকেরা পড়ায় না, বিসিএসরা প্ল্যান করে জাতিকে পড়ালেখা থেকে বন্চিত করে, বুয়টের ইন্জিনিয়াররা তাবলীকে সময় দিয়ে মানুষের জন্য বেহেশতের পথ খোলেন, চীনারা পদ্মাসেতু বানায়, তিস্তা মেগা-প্রজেক্ট করতে যাচ্ছে; প্রাইমারী স্কুলের শিক্ষকেরা পর্ণ পদ্য লেখেন; মধুর ক্যান্টিনের গ্রেজুয়েটরা বাজেট তৈরি করেন; এগুলো লিখতে ২/৩ পাতাই যথেষ্ট।
প্রশ্ন ও উত্তর দুটোতেই মজা পেলাম। ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন: 
বিসিএস পরীক্ষা দিয়ে কিছু নাগরিক ডাকাতীর লাইসেন্স পাচ্ছে, ব্লগে শিক্ষকদের ব্লগিং প্যাটার্ণ দেখেন; প্রশ্নফাঁসরা জাতির জন্য বোঝা হয়ে গেছে; মানুষ দেশের শাসনতন্ত্রকে সন্মান না করে, ধর্মীয় বিষয়কে প্রধান্য দিচ্ছে, সরকারী কর্মচারীদের কাজ হলো দেশের ক্ষতি করা।
২৬| 
০৭ ই জুলাই, ২০২১  দুপুর ১:২৫
জহিরুল সরকার বলেছেন: আমি ব্লগে নতুন। চার মাস হলো কিন্তু প্রথম পাতায় লেখার সুযোগ মেলে নি। আর ব্লগ একেবারেই ইউজার ফ্রেন্ডলি নয়। আইডি খুলতে আমাকে ঝামেলা পোহাতে হয়েছে। আমার ব্লগে নিমন্ত্রণ রইল।
 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন: 
আপনি কি নিয়ে লিখতে চান?
২৭| 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৩:১৩
মনিরা সুলতানা বলেছেন: জুন বলেছেন: @মনিরা আমি সময়টাকে আসল ব্লগারের মাপকাঠি ধরেছি এখানে কি লেখা সেটা বিষয় না। আর এই সুত্র অনুযায়ী তুমিও আমার মতই আসল ব্লগার :`< 
জি আপু ব্লগার মিশুভাই থুক্কু শেরজা তপন এর পোষ্ট পড়ে এখন মনে হচ্ছে আপনি আমি আম্রাও লিটন ভাই এর মত আসল  ![]()
 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন: 
হাজার হাজার বাংগালী লেখক  ব্লগে লিখে এক সময় বুঝতে পেরেছেন যে, উনার লেখার মান তেমন উন্নত নয়; এক সময় এরা ফেইসবুকে চলে গেছে। বদনা নিয়ে কবিতা লিখে কতদুর যাবার সম্ভাবনা?
২৮| 
০৭ ই জুলাই, ২০২১  বিকাল ৫:৫৭
জহিরুল সরকার বলেছেন: লেখক বলেছেন:আপনি কি নিয়ে লিখতে চান?
আসলে লেখার তেমন কিছু পাচ্ছি নে। লেখালেখি সহজ নয়। হঠাৎ যদি কোনো ভাবনা আসে বা গল্প লিখা যায় তবেই পোস্ট করব।
 
০৭ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:০৬
চাঁদগাজী বলেছেন: 
এইভাবে কিছু ঘটে না, কি নয়ে ব্লগিং করবেন, এটা নিয়ে সঠিক ধারণা থাকার দরকার; না'হয়, হঠাৎ দেখবে যে, বদনা নিয়ে কবিতা লিখে বসেছেন।
২৯| 
০৭ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: না আমরা আর আসল ব্লগার হতে পারলাম কই, এই তকমা আপনি সবার আগে নিয়ে নিয়েছেন।
 
০৭ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৩৮
চাঁদগাজী বলেছেন: 
আপনিসহ আরো কিছু পরিচিত মুখ হয়তো কখনো আসল ব্লগার হওয়ার সম্ভাবনা নেই; আপনাদের লেখার লেজমাথা নেই!
৩০| 
০৭ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৫০
জহিরুল সরকার বলেছেন: লেখক বলেছেন:এইভাবে কিছু ঘটে না, কি নয়ে ব্লগিং করবেন, এটা নিয়ে সঠিক ধারণা থাকার দরকার; না'হয়, হঠাৎ দেখবে যে, বদনা নিয়ে কবিতা লিখে বসেছেন।
নাহয় বদনার কবিতাই লিখলাম। মডারেটরগণ কিন্তু বদনার কবিতায় ব্যান দিতে চাইবেন না। ![]()
 
০৭ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৫৩
চাঁদগাজী বলেছেন: 
ভালো
৩১| 
০৭ ই জুলাই, ২০২১  রাত ৮:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চিন্তার কিছু নাই 
ছোট হয়ে আসছে পৃথিবী
এর সাথে তাল মিলিয়ে সাইজ
ছোট হচ্ছে গাধার !!
 
০৭ ই জুলাই, ২০২১  রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন: 
বাংগালীদের হাতে পড়লে ঘোড়া অশেষে গাধায় পরিণত হয়।
৩২| 
০৮ ই জুলাই, ২০২১  রাত ১২:১২
মেহবুবা বলেছেন: আসল ব্লগার না হতে পারি, নকল ব্লগার যে নই সেটা নিশ্চিত।
ব্লগার বললে মনে পড়ে প্রয়াত ইমন যুবায়েরের কথা; আরো আছে।
এখন নিজে কম আসি তাই অনেক অজানা থাকতে পারে।
 
০৮ ই জুলাই, ২০২১  ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন: 
২০০০ সাল থেকে আজ অবধি হয়তো ৫ লাখ ব্লগার নিজেদের নাম লিখিয়েছিলেন; আজকে হয়তো, ২০০/৩০০ ব্লগার এ্যাকটিভ আছেন; আবার, এদের মাঝে অনেকেই ব্লগিংকে আড্ডা হিসেবে নিচ্ছেন। আপনার অভিজ্ঞতা থেকে লিখুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২১  বিকাল ৫:৫৪
শূন্য সারমর্ম বলেছেন: দেশের শিক্ষিতদের ভাবনাচিন্তা, ধারণা নিয়ে কয়েকটা ভলিউমে বই বের করা যাবে;?