![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগ এখন বেশ ক্রেংকি, কিছু বলতে ভয়ে ভয়ে বলতে হয়, কোন দিক দিয়ে আবার কাউন্টার পোষ্ট এসে যায়। ব্লগে প্রশ্নফাঁস জেনারেশ শব্দটা আমি বেশী ব্যবহার করেছি; ইহা ব্যবহার করার পর, বেশ কয়েকজন নাখোশ হয়েছিলেন। তবে, প্রশ্নফাঁস জেনারেশন আছে, উহারা জাতিকে বিবিধভাবে সাহায্য করছেন।
এখন জাতি আরেকটি জেনারেশন পেতে যাচ্ছে, ইহারা "প্রশ্ন কি জিনিষ" তাও ভুলে যেতে পারে; ফলে প্রশ্ন ফাঁস ফুঁস করার দরকার হবে না। এবার এরা বিবিধ লেভেলে পড়ালেখা শেষ করবেন, তা কিভাবে শেষ করবেন উহা দীপুমনি নিজেও জানেন না, বাচ্চারা জানার কথা নয়; তবে, দীপুমনি একটা পথ বের করবেন, ইহারা হবেন "দীপুমণি জেনারেশন"।
করোনা জাতিকে ক্রেংকি ও ভীত করে তুলেছে; দরিদ্র ঘরের শিশুরা, যারা গ্রামের স্কুলগুলোতে পড়ে তারাও ভীত; এরা অনলাইন, মনলাইন শব্দগুলো শুনেছে, কিন্তু উহা থেকে কিছু শিখিতে পারেনি; এখন দীপুমনি কি বলছেন, ইহারা বুঝার কথা নয়, ইহাদের পিতামাতারাও বুঝার কথা নয়; তবে, সবার একটা আশা দীপুমনি কিছু একটা করবেন; আমেরিকানরা বলেন, বাইডেন কিছু একটা করবেন!
করোনা বিশ্বব্যাপি ভয়ংকর অবস্হার সৃষ্টি করলেও, ভৌগোলিক অবস্হান ও দেশের আর্থ-সামাজিক অবস্হার কারণে প্রকৃতি বাংলাদেশকে কিছুটা সাহায্য করেছিলো, কিন্তু দেশ উহাকে কাজে লাগাতে পারেনি; করোনা জাতিকে যতদুর না হেস্তন্যাস্ত করেছে, গবুরা উহাকে মিস-ম্যানেজ করে, সবকিছু লেজেগোবরে করে ফেলেছে, এখন কেহ জানে না, উহা কোনদিকে যাচ্ছে! সমাধান একটাই, টিকা; এবং সেই টিকা সম্পর্কে কেহ কিছু জানে না; মনে হয়, শেখ হাসিনাও জানেন না।
দেশের বর্তমান অবস্হায়, আমি হয়তো দীপুমনি জেনারেশনকে দেখতে পাবো না; তবে, ২/১ বছরের মাঝে "দীপুমনি জেনারেশন" ব্লগে আসবেন, তাঁদের চিনতে তেমন কষ্ট হবে না; উনারা কবিতা, গদ্য , পদ্য দু'চার কলম লিখলে, উনাদের চিনতে কষ্ট হবে না, মনে হয়।
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
শহরের ভালো ও ধনীদের বাচ্চারা অনলাইনের সুযোগ পেয়েছে; গ্রামের বাচ্ছারা কোন কিছুই বুঝেনি; শেখ হাসিনা এমন সব গবু বের করেন, ঃতবাক হওয়ার মতো অবস্হা।
ধন্যবাদ, আমার কমেন্ট ক্ষমতা নেই।
২| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৪
শূন্য সারমর্ম বলেছেন: সময়ের সাথে সাথে শিক্ষার মান ক্রমান্বয়ে কমছে।
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫১
চাঁদগাজী বলেছেন:
এখন সবাই হবে দীপুমনি। ছাত্রজীবনে দিপুমনি বাউন্ডুলে ছিলেন, ছাত্র রাজনীতি করতেন।
৩| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে আছে তা কেবল শিক্ষার্থীদের অভিভাবকই জানেন বড় ছেলে তাও পড়াশুনা করে, কিন্তু ছোটটা সেভেনে পড়ে.... কীসের অনলাইন ক্লাস একটু চুপি দিলেই দেখি ডিসকর্ডে চ্যাট করছে। এখন তার বাবা কাছে বসে । একটু মনোযোগীর হওয়ার চেষ্টা করে
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ছেলের বাবা তো শিক্ষিত মানুষ, বাচ্চা কি করছে বুঝেন; গ্রামের সালেকা ও মালেকাদের ছেলেমেয়েরা অনলাইন তো চোখেও দেখেনি।
৪| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া গ্রামের পোলাপানদের অবস্থা একেবারে খারাপ। গ্রামের মা বাবা এত সচেতন না। ফোন করে কত বলি পড়াশোনা যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য কিন্তু গ্রামের মানুষ নিজেদের গৃহস্থালী কাজ নিয়েই ব্যস্ত।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
সামুতে আগামী বছর অনেক কবি পাবেন, কাউয়ার ঠ্যাং আর বগার ঠ্যাং প্রিয়ার কথা লিখবেন।
৫| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫১
আমি সাজিদ বলেছেন: চাঁদগাজী সাহেব, শুনেন, এত পড়াশুনা গ্রাজুয়েশন মাস্টার্স পিএইচডি করে লাভ নাই, দেশ চালাবেন তো ওই নাইন টেনের শতকরা, ঐকিক নিয়ম, লসাগু গসাগু স্টাইলে । আপনি এখন মাননীয় মন্ত্রীকেও নিয়ে গন্ডগোলে ল্বগে গেলেন!
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
মন্ত্রী ছাত্রলীগ করতে করতে ডাক্তারীর সার্টিফিকেট পেয়ে গেছেন।
আপনি কোন দল করতেন?
৬| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৭
সাসুম বলেছেন: স্মার্ট জেল দেয়া মিলন সাহেব , আম্রান এর শ্বশুর সাহেব কিংবা ইন্টার ন্যাশ্নাল ট্রাভেলার দীপু মনি সাহেব, কিংবা তার আগের সব মন্ত্রি - সবাই দল বেধে দেশের শিক্ষার গোয়ামাসা কর্তেই কাজ করেছেন। কুদ্রতে খুদা কমিশান ৭২ এ যে কাজ করতে বলেছিল সেটা করতে চেয়েছে ২০২০ এ এসে। আস্তাগফিরুল্লা
এ দেশের শিক্ষার দুরবস্থায় আজকের দিনের চারদিকে আরিফ আজাদ আর কালা কুত্তার গায়ে জিন ভুত দেখা জেনারেসান এর বাড়বাড়ন্ত এর কারন ।
এ থেকে উত্তরনের উপায় জানা নেই।
১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমি ভয়ে আছি, এরা ব্লগে এলে, আমি আরো বেশী কমেন্ট ব্যানে থাকবো।
৭| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৫
আমি সাজিদ বলেছেন: আপনার প্রতিমন্তব্য মাঝে মাঝে বেলাইনে যায়। ভালো থাকবেন।
১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
আমার লাইনটা অন্যদের সাথে মেলেনি, রেল লাইনের মতো।
৮| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৪
ঢাবিয়ান বলেছেন: ক্ষমতায় যারা আছে তারা প্রশ্নফাশ, অটোপাশ জনগনই চায়। যাই হোক সবচেয়ে ভীতিকর ব্যপার যেটা শুনলাম সেটা হচ্ছে অটোপাশ ডাক্তারও বের হচ্ছে। সরকারী মেডিকেলে চাকুরি করা এক পরিচিতর কাছে শুনলাম যে এতদিন অনলাইনে ক্লাস ও মাঝে মাঝে প্র্যকটিকাল ক্লাস নিয়ে মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা চালিয়ে যাওয়া হচ্ছিল। এখন সরকার নির্দেশ দিয়েছে যে মেডিকেল কলেজের টিচিং বাদ দিয়ে করোনা রোগিদের চিকিৎসা দিতে হবে!!
ব্লগের ডাক্তার ব্লগারদের কাছ থেকে এ নিয়ে একটা পোস্ট দেখতে চাই।
১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
সম্প্রতি বাংলাদেশে ডাক্তারী পড়ছে বেশীর ভাগই ধনী পরিবারের ছেলেমেয়রা; অন্যদের জন্য যায়গা নেই; এসব পরিবারের ছেলেমেয়েরা মানুষকে ভালোবাসে না।
৯| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: পাঠ্যপুস্তকের যে অবস্থা তাতে লেখাপড়া করেও খুব একটা লাভ হতো না।জাতির বারটা বাজানোর কাজ প্রায় শেষ, এখন দেখার পালা।
১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
করোনায় কি ঘটছে, তা'কি দেখছেন না? আরো দেখতে চান?
সঠিক মতো পড়ালেখা না করে যারা ডিগ্রি পায়, এরা অশিক্ষিতদের চেয়ে খারাপ।
১০| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৩
কাওসার চৌধুরী বলেছেন:
দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। এবার শিক্ষার মানকে তলানীতে নিয়ে আসা নূরুল ইসলাম নাহিদকে বাদ দিয়ে দীপু নাম্বার ওয়ানকে আনা হলো। তার কথাবার্তা, শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেখে অবাক হচ্ছি। এরা এই মগজ দিয়ে কিভাবে এতো গুরুত্বপূর্ণ মিনিস্টার হয়! আসলে দেশ চলছে পরিবারতন্ত্র আর ম্যাডামের সুনজরতন্ত্রে। দীপুমনির পরিবারতন্ত্রের গোড়া অনেক শক্ত। ইহাকে বাদ দিলে রাষ্ট্র চলবে না।
চমৎকার লেখাটির জন্য ধন্যবাদ।
১৬ ই জুলাই, ২০২১ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
এদের ছেলেমেয়েরা ইংরেজী পরীক্ষা দিয়ে বিদেশে পড়তে চলে যাবে; গ্রাম ও বস্তির ডিগ্রি পাশেরা সৌদী গিয়ে রাস্তা পরিস্কার করবে।
১১| ১৬ ই জুলাই, ২০২১ ভোর ৪:১৩
সোহানী বলেছেন: আমরা এমনিতেই আমাদের পরবর্তী জেনারেশান ধ্বংস করছি। বাকি যা ছিল তা এবার ষোলকলা পূর্ণ করেছি। দুই বছর ধরে স্কুল কলেজ বন্ধ!!! ফাজলামীর একটা সীমা আছে!!!!!!!
১৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
শিক্ষকতা করবেন নাকি বাংলাদেশে?
১২| ১৬ ই জুলাই, ২০২১ ভোর ৪:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
শিক্ষার বেসামাল অবস্থা নিয়ে কি বলা যায় ,
ভেবে্ই হলাম আকুল । তাই কবির ভাষায
বলে যেতে ইচ্ছে করে
অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়
হায় রে নিয়তির এ কি খেলা
আগমনী গান তারা যতবার গেয়ে ওঠে
ততবারই হয়ে যায় সবই নিস্ফলা ।
................।
ভরা সুখের পূর্ণিমাতে শিখার আলো যখন ঘর
দেখেনি তারা আকাশ জুড়ে উঠলো কখন ঝড়
সুখের বাসা পলকেতে হলো যে ছারখার
মরণ রোগে ধরলো এবার, বাঁচবে না তো আর।
যাহোক, এখনো সময় আছে দেশের শিক্ষা
ব্যবস্থাকে বাঁচাবার, কিন্তু আদৌ কি তারা
হাটবে সে পথ ধরে , নাকি করোনা ঠেকানো
বিজয়ের আনন্দ ভোগের প্রবাহে গা ভাসাবে।
আমাদের শুধু দেখে যাওয়া ছাড়া আর কিই
বা বলার আছে্? শিক্ষক, ছাত্র, অভিবাবক
সকলেই পড়েছেন মহা ফাপরে, ভাবছেন
দীপুমনি জেনারেশন ঠেকাবেন কেমন করে ।
১৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
দীপুমনির ছেলেমেয়েরা নিশ্চয় বিদেশে; ধনীদের ছেলেমেরা ইংরেজীতে পরীক্ষা দিয়ে বিদেশে পড়বে; গ্রামেরগুলো মালয়েশিয়া ও সৌদী যাবে।
১৩| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমাদের রাজনীতিবিদ ও আমলাশ্রেণী অতীব স্মার্ট হয়ে গেছে। তারা যেকোনো সেক্টরে খুবই সামান্য বিনিয়োগে আকাশচুম্বী রিটার্নের টেকনিক জেনে গেছে। তাইতো দালাল বা আত্মীয় স্বজনের মাধ্যমে প্রবাসে যাওয়া আদমের রেমিটেন্স ভাসছে দেশের অর্থনীতি - যাতে সরকারের বিনিয়োগ শূন্য। শিক্ষাক্ষেত্রের অবস্থা তো আরো ভয়াবহ - কারো কোনো আগ্রহই নেই এই খাতকে মুমূর্ষু অবস্থা থেকে টেনে তোলার। সরকারের পর্যাপ্ত বিনিয়োগহীন ও সম্পূর্ণ অভিভাবকহীন এই শিক্ষা ব্যবস্থার প্রোডাক্টদের কে দিপুমনি বা আপামনি যেই জেনারেশনের সম্মানেই ভূষিত করুননা কেন - এদের ভবিষ্যৎ প্রশ্নপত্র ফাঁস জেনারেশনের চেয়ে কোনোক্রমেই উত্তম হবে না।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
এরা প্রশ্নই বুঝবে না, উত্তর কোনদিন খুঁজবে না
১৪| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরাতো ভালোনা
ভালো ল্ইয়া থাইকো !!
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
দীপুমনির যুগে যদি ইউনিভার্সিতে পড়তেন, পরীক্ষা শব্দটা বানান করর দরকার হতো না
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার যতদূর মনে হয় ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা অনলাইন পড়াশুনায় কিছুটা কাভার করেছে। বাকি বাচ্চারা নামকাওয়াস্তে। ইউনিভার্সিটির কিছু বাচ্চারা হয়তো কিছুটা কাভার করতে পেরেছে। অন্যেরা সরায়া-ম-কলা!!!
অ.ট.
মহাভারতের গপ্পো - ০০১ পোস্টে বলেছি -
চাঁদগাজী সাহেবকে ধন্যবাদ + দেয়ার জন্য।
মন্তব্য না করে + দিচ্ছেন!! এর অর্থ উনি এখনো মন্তব্যে ব্যান আছেন।
সম্ভবতো রাজীব নুর সাহেবও মন্তব্যে ব্যান আছেন। কারো পোস্টেই উনার মন্তব্য দেখি না।