নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লেখক হুমায়ূন আহমেদ একটি ক্যান্সার হাসপাতাল করতে চেয়েছিলেন।

২১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২২



লেখক হুমায়ূন আহমেদ সাহেব (১৯৪৮-২০১২) আজকের বাংলার সবচয়ে জনপ্রিয় লেখক; গত পরশু (১৯শে জুলাই) উনার মৃত্যুদিবস চলে গেলো অনেকটা নীরবে, ব্লগে শুধুমাত্র মাত্র ১টি পোষ্ট এসেছিলো, এবং উহাতে লেখকের ৫ জন ভক্ত মন্তব্য করেছেন; কিন্তু আমি ব্লগে সব সময় দেখি অনেকেই উনাকে প্রিয় লেখক হিসেবে উল্লেখ করে ব্লা ব্লা করেন। আমি কমেন্ট-ব্যানে না থাকলে কমপক্ষে ১টি কমেন্ট করতাম। উনার সৃষ্টি বাংলার মানুষের উপর প্রভাব ফেলেছে, উনার জন্য শ্রদ্ধা রলো।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর, তিনি দেশের দরিদ্র ক্যান্সার রোগীদের অসহায়ত্ব অনুধাবন করেছিলেন; তিনি নাকি ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সাধারণ মানুষের জন্য একটি ক্যান্সার হাসপাতাল করবেন; তিনি সময় পাননি নিজে করার জন্য; তিনি কাউকে এই ব্যাপারে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন কিনা আমি জানি না; দায়িত্ব দিয়ে গেলেই হয়তো উহা সঠিক পদক্ষেপ হতো; তবে, এই ভয়ংকর রোগের সময় উনার পক্ষে এসব পদক্ষেপ নেয়া হয়তো সম্ভব হয়নি, সেটা বোধগম্য।

উনার মৃত্যু হয়েছে নিউইয়র্ক শহরে, আমরা কম্যুনিটির লোকজন থেকে ও বাংলাদেশী মিডিয়ার বদৌলতে উনার শারীরিক অবস্হার নিয়মিত সংবাদ পেয়ে আসছিলাম। বাংগালীদের আড্ডায়, সভা-সমিতিতে উনি তখন আলোচ্য বিষয় ছিলেন; তখনি, এই হাসপাতাল নিয়ে কথা উঠেছিলো এখানে। উনার মৃত্যুর পর, নিউইয়র্ক শহরে অনেকগুলো শোকসভা হয়েছিলো, এবং প্রায়ই সবগুলো সভায় মানুষ উনার শেষ ইচ্ছাটুকুকে কার্যকরী করার পক্ষে কথা বলেছিলেন।

উনার মৃত্যুর আনুমানিক ৩/৪ মাস পর, উনার ইচ্ছার হাসপাতাল গড়ার জন্য অনুষ্ঠিত একটি মিটিং'এ আমি নিজেই উপস্হিত ছিলাম; যিনি এই মিটিং'এর ব্যবস্হা করেছিলেন, তিনি আমার পরিচিত ছিলেন; উনার বাড়ী ছিলো সিলেটে, তিনি ঢাকার আহসানিয়া ক্যান্সার হাসপাতালের পক্ষে তহবিল সংগ্রহে কাজ করতেন নিউইয়র্কে; আমার সাথে ভালো সম্পর্ক ছিলো, কিন্তু উনার কথায় ও কাজে মিল ছিলো না। নিউইয়র্কে উনি যখন হুমায়ুন আহমেদ সাহেবের স্বপ্নের হাসপাতাল গড়ার তহবিল সংগ্রহের দায়িত্ব নিলেন, তখন আমার মনে সন্দেহ হয়েছিলো যে, ইহা করা সম্ভব হবে না, হয়তো!

ব্লগ থেকে আমার ধারণা, দেশে উনার অনেক অনেক ভক্ত আছেন।


মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০৭

শাহ আজিজ বলেছেন: সম্ভব । অন্যপ্রকাশকে এগিয়ে আসতে হবে প্রথম । এরপর যে ফান্ড রেইজিং প্রমোশনাল ব্যাপার গড়ে উঠবে তাতে আমার মত লক্ষ জন অর্থায়ন করলেই দাড়িয়ে যাবে ব্যাপারটি । দেশের মিলিওনেয়াররা কেউ এগিয়ে এলে আরও শক্ত হবে ব্যাপারটা । আমি ২০০৫ এ আহসানিয়া মিশনের জন্য পুরো অফিস থেকে ২ লাখ টাকার লটারি টিকেট কিনেছিলাম ।

২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



আহসানিয়া কি হয়েছে?
জাফর ইকবাল সাহেব কি এই হাসপাতালের কথা মুখা উচ্চারণ করেছিলেন? আমি কখনো উনার মুখ থেকে শুনিনি।

২| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৩

শূন্য সারমর্ম বলেছেন: দেশের অনেক মানুষ ক্যান্সার হাসপাতালের চেয়েও অসমাপ্ত লেখা "নবীজি" চাইছিলো হুমায়নের কাছ থেকে।

২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



যারা উনার থেকে "নবীজি" চেয়েছিলেন, এরা পড়তে জানেন; এদের সমস্যা শুধু নবীজি সমাধান করার কথা; গরীব ক্যান্সার রোগীকে সাহায্য করতে পারে একটি হাসপাতাল।

৩| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৯

শাহ আজিজ বলেছেন: আহসানিয়া ক্যান্সার হাসপাতাল উত্তরা/ টঙ্গি তে ভালই চলছে ।

২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



ভালো খবর; নিউইয়র্কে যেই লোকটি অনুদান নিতেন, তিনি নিজে সত ছিলেন না; ফলে, আমার ধারণা ছিলো, উহাও হয়তো হবে না।

৪| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুমায়ূন আহমদের মৃত্যু এবং জন্ম
দিনে আমার একটি পোস্ট থাকতো।
ইদানিং আর তাকে নিয়ে পোস্ট দেইনা
যদি আবার কেউ সুত্র চেয়ে বসে !!
জানিনা কবে সূর্য্য পূর্ব দিকে ওঠে
আর পশ্চিমে অস্ত যায় তারও সূত্র
খুঁজে দিতে হবে !!

২১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



যারা সুত্রমুত্র চেয়ে থাকেন,উনারা গবেষণার লোকজন; উনাদেরকে সুত্রমুত্র দেয়া উচিত; যেসব বিষয়ে পোষ্ট লিখলে সুত্রমুত্র দিতে হয়, আমি সেইসব বিষয়ে লিখি না; আমি যা দেখেছি, শুনেছি, বুঝেছি, সেইসব বিষয়ে পোষ্ট দিয়ে থাকি।

হামানদিস্তা সাহিত্য-বিশারদের পোষ্টে আপনার মন্তব্যগুলো সঠিক ছিলো, ধন্যবাদ।

৫| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২০

রানার ব্লগ বলেছেন: বাংগালী আবেগের জাতি, আবেগের বসবর্তি হয়ে কতো কথাই না এর বলে, আবেগ শেষ কথা শেষ।

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



উনি সঠিকভাবেই বুঝেছিলেন, উনি আবেগী ছিলেন না; কিন্তু অসময়ে বুঝেছিলেন।

৬| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৬

কামাল১৮ বলেছেন: স্কুল কলেজের ছেলে মেয়েরাই ছিল ওনার বড় পাঠক।উনি যত বড় লেখক সেই মাপের বৈঠকি লোক লোক ছিলেন না।কিছুটা আত্মকেন্দ্রিক ও সেই সাথে অহংকারী।এই জন্য সাহিত্যিকে মহলে জনপ্রিয় ছিলেন না যতটা আছে তার ভাই জাফর ইকবালের।
ওনি কোন সভা সমিতিতে যেতেন না,উনি ওনার গন্ডির মধ্যেই থাকতে পছন্দ করতেন।বেঁচে থাকলে অনেক কিছু করতে পারতেন।

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক, নিউইয়র্কের বইমেলায় এসেছেিলেন ২বার, উনার পরিচিতদের সাথে বসে উনার সাথে বসে চা খেয়েছিলাম, উনি কোন আলোচনায় অংশ নিতেন না, কিছুটা অহংকার কাজ করতো, মনে হয়।

৭| ২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫১

বিজন রয় বলেছেন: সবাই বলে হুমায়ুন আহমেদ জনপ্রিয় লেখক। উনাকে উচ্চমার্গের লেখক বলতে শুনিনা বললেই চলে। এটার কারণ কি?

জনপ্রিয় লেখক আর উচ্চমার্গের লেখক এ দুটোর মধ্যে পার্থকি কি বলবেন?

২১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


উনি লিখে জনপ্রিয় হয়েছেন; আমি কোন ধরণের সাহিত্য-বিশারদ নই, আমার কোন বক্তব্য নেই; ব্লগে এখন ১ জন আছেন হামানদিস্তা সাহিত্য-বিশারদ ও ১ জন কামসুত্র সাহিত্য-বিশারদ আছেন; উনারা আপনার মন্তব্য দেখলে কিছু বলতে পারেন।

৮| ২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয় এটা আর হবে না।

২১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



অবস্হা দেখে তাই মনে হচ্ছে; দেখি, করোনা কমে আসুক।

৯| ২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: একটি নয়, আমি প্রবাদপ্রতিম কথাশিল্পীর মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত দুটি পোস্টে কমেন্ট করেছি।একটি যদিও কবিতা ছিল। কেন যে ওনার সুন্দর নামটি লিখতে গিয়ে যত্নশীল হন না.....

২১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কমেন্ট করলে পোষ্টের মান কমে যায়।

১০| ২১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৮

গফুর ভাই বলেছেন: হুমায়ুন আহমেদ এর স্কুল টা আমার খুব ভালো লাগে একটা আবেগ কাজ করে।

২১ শে জুলাই, ২০২১ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



উনি স্কুল করেছিলেন? সেটা নিয়ে লিখুন।

১১| ২১ শে জুলাই, ২০২১ রাত ৯:২৪

গফুর ভাই বলেছেন: এটি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাড়াগাঁয়ের একটি স্কুল। শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রয়াত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি কুতুবপুরে। জনপ্রিয় এই কথাসাহিত্যিকের নিজ হাতে গড়া স্কুল এটি। নাম শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। হ‌ুমায়ূন আহমেদ স্বপ্ন দেখতেন, একদিন শহর থেকে ছেলেমেয়েরা পড়তে আসবে তাঁর স্কুলে। এখন শহর থেকে না হলেও এখানে পড়ার জন্য আশপাশের ৫৬টি গ্রামের ছেলেমেয়েরা প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসে। শ খানেক মেয়ে রোজ আসে সাইকেলে চেপে।

লিখব আমি আপনার কথাটা রাখব।

২১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



লিখুন, উনার এই মহত কাজটির কথা আজকে আপনার থেকে জানলাম।

১২| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



এখনো উদ্যোগ নিলে লেখক হুমায়ূন আহমেদ
এর স্বপ্নের ক্যান্সার হাসপাতালটি হতে পারে ।
এই ব্লগ হতেই বিজ্ঞ ব্লগারদের আলোচনা হতে
হাসপাতালটি বাস্তবায়নেরএকটি রূপরেখা বেড়িয়ে
আসতে পারে ।

২২ শে জুলাই, ২০২১ সকাল ৮:১৪

চাঁদগাজী বলেছেন:




আমি ভাবছিলাম, ব্লগারেরা আলোচনাকে সেইদিকে নেবেন।

১৩| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৮:১৫

বিজন রয় বলেছেন: আপনি কি ভয় পেয়েছেন?

২২ শে জুলাই, ২০২১ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:




আমি কিছুটা ভয় পেয়েছি; ১৭ জন ব্লগারকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে। বাংলাদেশের তরুণদের মাঝে অনেকেই জল্লাদ।

১৪| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৮:৩০

বিজন রয় বলেছেন: আমি মনে করি ভয় পাওয়ার কিছু নেই। যোদ্ধাকে ভয় পেলে চলে না।

বাংলাদেশে এখন অনেকেই জল্লাদ নয়, বলুন লাখ লাখ জল্লাদ এখানে।
আফগানিস্তানে আবার তালেবান আসছে, এখানকার জল্লাদরা বেশ উল্লসিত।

২২ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার পর, বাংলাদেশকে আফগানিস্তান বানাবার চেষ্টা করবে তরুণ জল্লাদরা।

১৫| ২২ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৭

কামাল১৮ বলেছেন: তালেবানরা বাড়ি বাড়ি যেয়ে লিষ্ট করছে কার বাড়িতে কয়জন অবিবাহিত মেয়ে আছে। এতে করে নারীরা যেমন উদ্বিগ্ন অবিভাকরা দুঃশ্চিন্তায় আছে।তালেবানরা যুদ্ধকরে ক্লান্ত মমিনুলের মতো বিশ্রামের দরকার।

২২ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা আফগানিস্তানের সাধারণ মানুষকে ভয়ংকর অবস্হার মাঝে রেখে গেছে; তবে, তারা নিজেরা একদিন নিজ পায়ে দাঁড়াতে বাধ্য হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.