নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে একদিনের ঘটনাপন্জী

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩১



২০১৭ সাল, ট্টাম্প ক্ষমতায় আসার কিছুদিন পর থেকে আমি বেশ লম্বা সময় চোখের সমস্যায় ভুগেছি; সেই শীতে আমি বারবার জ্বরেও ভুগছিলাম; সেই সময়ের একদিনের একটি ছোট ঘটনা:

কয়েকদিন জ্বর, ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে ছিলো না; যখন ৫ দিনেও জ্বর থামলো না, ভয় পেলাম, ডাক্তারের কাছে যেতেই হবে। সাদা আমেরিকান, বা ইহুদী ডাক্তারদের এপয়েন্টমেন্ট সাথে সাথে পাওয়া যায় না, বাংগালী বা ভারতীয় ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে নেই; এক ফিলিপাইনের ডাক্তারের এপয়েমেন্ট পেলাম, কাছেই মাইল দু'য়েক হবে। জ্বরে শরীর কিছুটা দুর্বল, ভাবলাম হেঁটেই যাই, হাঁটা হবে, লোকজনের সাথে দেখাও হবে। স্পেনিশ এলাকা হয়ে হাঁটছি, মাইলখানেকের মাঝে মানুষতো দুরের কথা কুত্তার দেখাও পেলাম না; ট্রাম্পের ভয়ে মনে হয়, কেহ রাস্তায় বের হয় না। একটু ক্লান্তিও লাগছিল, বাস নিলে ভালো হবে; কোন রাস্তা দিয়ে বাস যায় কে জানে! এক স্পেনিশ মেয়ে হনহন করে আমার পাশ দিয়ে একই দিকে হেঁটে যাচ্ছে, বললাম,

-হ্যালো, কেমন আছ! এখানে কোন রাস্তা দিয়ে বাস চলাচল করে?
-ভালো আছি, আমি ইংরেজী জানি না।
- তুমি তো ইংরেজী উত্তর দিচ্ছ, আশেপাশে বাস আছে নাকি?
-ইংরেজী জানি না বললাম না! তুমি কি ইংরেজী কম বুঝ? এই বলে সে দ্রুত চলে যাচ্ছিল। আমি বললাম,
-তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কেন, মানুষ টানুষ খুন করেছ নাকি, নাকি কিছু চুরি টুরি করেছ?
-তুমি কি এই সকালবেলায় সমস্যায় জড়াতে চাচ্ছ? মেয়ে মোটামুটি ক্ষেপেছে, এবং তার চোয়ালের হাড্ডি মাড্ডি শক্ত হয়ে উঠেছে।
-সামনে পুলিশের গাড়ী আছে, ওগুলো ট্রাম্প সাপোর্টার, ওরা হিসপানিকদের ভালোবাসে না, হুশিয়ারে যাইও।
-চিন্তিত হয়ো না, আমার স্বামী পুলিশে চাকুরী করে; বরং তোমার একটু হুশিয়ার হওয়ার দরকার আছে!
-স্বামী পুলিশে? কত নম্বর স্বামী, নম্বরটা মনে আছে তো?
সে রাস্তা ক্রস করে অন্য পাশে চলে গেলো।

ডাক্তার মনোযোগ দিয়ে দেখলো, শেষে একটু চিন্তিত হয়ে গেলো; ডাক্তারকে চিন্তিত দেখলে ভালো না লাগার কারণ আছে। ডাক্তার বললো নীচে গিয়ে রক্ত দিতে; আমি বললাম,
-তাড়াহুড়ো কেন?
-মনে হচ্ছে, একটা সমস্যা আছে; আজকেই রিপোর্টটা পেলে ভালো হবে।
-মরে টরে যাচ্ছি নাতো?
-হয়তো আজকে মরতেছ না, তবে টেস্টটা জরুরী।

মনটা খারাপ হয়ে গেলো। রক্ত দিলাম। হাঁটার ইচ্ছে ছিলো না আর; ল্যাবের লোকটার থেকে জেনে নিলাম, সামান্য কয়েক ব্লকের পর ট্রেন আছে। ৩/৪ ব্লক ব্লক হাঁটলাম, ট্রেনের নাম গন্ধও নেই; আরেকজনকে প্রশ্ন করে জানলাম আরও ৩ ব্লক সামনে; মন খাট্টা হয়ে গেলো। রাস্তাঘাট ফাঁকা; এক দোকানের সামনে এক সাদা মেয়ে সেলফোন টিপছিলো; কোন হ্যালো মেলো ব্যতিতই তাকে প্রশ্ন করলাম,
-ট্রেন কোথায়?
মেয়েটা এদিক ওদিক তাকিয়ে দিলো দৌড়; দৌড়ে রাস্তার কোণায় গিয়ে পেছনে ফিরে আমাকে দেখলো। পাশে একটা সাদা ছেলে ছিলো, সেও হতবাক। সে আমার দিকে তাকিয়ে বললো,
-তোমার হাত কোথায়?

আমার ডান হাতটা বুক বরাবর ওভারকোটের ভেতরে ঢুকানো ছিল; জ্বরে ঠান্ডা লাগছিলো, একটা বোতাম খুলে হাতটাকে কোটের ভেতর রেখে একটু গরম করছিলাম। ছেলেটা বললো,
-মেয়েটা মনে করেছে, তোমার হাতে অস্ত্র থাকতে পারে। ছেলেটির অনুমান সঠিক, মনে হলো।
ছেলেটি ট্রেন দেখায়ে দিলো; আমি ১ ব্লক বেশী এসে গেছি, পেছনে যেতে হবে।

ট্রেন ফাঁকা, সকালে কাজের লোকেরা কাজে চলে গেছে, এখন বেকার ফেকাররা ঘুরতে বের হচ্ছে। পুরো ট্রেনে ক্যানের পঁচা টুনা মাছের গন্ধ; আমি জোরে চিৎকার করে বললাম,
-বিড়ালের খাদ্য কে খাচ্ছে?

একটা সাদা মেয়ে মনে হলো বেশ মজা পেয়েছে, সে আংগুল দিয়ে ট্রেনের বগির অন্য প্রান্তের দিকে দেখালো। অবশ্যই, এক চীনা মিয়া সস্তা টুনাকে ২ রুটির মাঝখানে রেখে, তথাকথিত স্যান্ডউইচ খাচ্ছে, পুরো ট্রেনে গন্ধ। চীনা মিয়াকে লক্ষ্য করে বললাম,
-কি ব্যাপার, টুনা কেমন লাগছে?
সে খুশী, মাথা নেড়ে আবার এক কামড় নিলো। এক আফ্রিকান আমেরিকান মেয়ে আমার এই হাবভাব পছন্দ করেনি; সে শক্ত গলায় বললো,
-মিস্টার, ট্রেনটা কি তুমি কিনেছ? ভালো না লাগলে নেমে যাও!

বুঝলাম, বেশী করা হয়ে গেছে, আজকের জন্য যথেষ্ট; সামনের স্টেশনে নেমে অন্য কামরায় চলে গেলাম।



মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



ক্যানের টুনা মাছ খেয়েছেন ঢাকায়?

২| ২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বয়স বাড়লেও মনের রং যায়না!!
মেয়েদের সাথে খুনসুটি না করলে
ভাত হজম হয়না :`> !! কথায় বলে
খাছলত যায়না মইলে আর
ইজ্জত যায়না ধুইলে =p~ !!

তা আপনার শিষ্যতো অনেক ভাগ্যবান
কমেন্ট ব্যান থেকে মুক্তি পেয়ে সমানে
চালিয়ে যাচেছন !! আপনার কপাল
জোড়া লাগেনা ক্যান :(( !!

২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



সামুর লোকজন আমার কমেন্টের ভয়ে আছেন, মনে হয়।

৩| ২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: স্প্যানিশ মেয়েটা কি আপনাকে ভয় দেখাতে চেষ্টা করলো। যে তার স্বামী পুলিশে আছে?
রক্তের রিপোর্ট কি ছিলো?

২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:




আমার কিছু সমস্যা আছে; ক্রমেই বেশী অসুস্হ হয়ে যাচ্ছি, শীঘ্রই পোষ্ট লেখা বন্ধ করে দিতে পারি।

৪| ২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ক্যানের টুনা মাছ খেয়েছেন ঢাকায়?
জ্বী খেয়েছি, তবে আপনি যেমন গন্ধের কথা বলেছেন মেতন গন্ধ পাইনি তাতে।

২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:




আমেরিকায়, বিড়ালের জন্য সস্তা ক্যান-টুনা বিক্রয় হয়; সস্তার কারণে অনেক চাইনীজ উহা খায়, সেটাতে গন্ধ।

৫| ২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩১

আমারে স্যার ডাকবা বলেছেন: ট্রাম্প আসার পর যেভাবে ট্রাম্প সমর্থকদের লাফালাফি বেড়েছিলো সেটা কি কমেছে?
বাইডেন আসার পর কি পরিস্থিতি বদলেছে?

২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



না, আমেরিকা এখনো ভয়ংকরভাবে বিভক্ত; ট্রাম্প ২০২৪ সালে ভোটে দাঁড়াতে চাইবে; তাকে ডিসকোয়ালিফাই করার চেষ্টা করলে, অবস্হা কোনদিকে যায় বলা মুশকিল।

ট্রাম্পের সাপোর্টারদের বড় অংশ টিকা নিচ্ছে না।

৬| ২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

আমারে স্যার ডাকবা বলেছেন: ট্রাম্প ২০২৪ সালে যদি নির্বাচনে লড়ে আর যদি জিতে যায়, আমেরিকার খোলনলচে পাল্টে ফেলবে #:-S

২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প যদি আবার জিতে, আমেরিকায় গৃহযুদ্ধ হবে।

৭| ২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

মেহেদি_হাসান. বলেছেন: বেশ রসিক আছেন কিন্তু আপনি :)

২৩ শে জুলাই, ২০২১ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করি অবস্হার সাথে তালমিলায়ে সামান্য হিউমার করার; বাংলাদেশে সম্ভব?

৮| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




একদিনেই এতো কান্ড !!!!! হপ্তায় না জানি কতো কান্ড ঘটিয়ে ফেলেন! মাসে কতো ? বছরে কতো ? :|
আপনার কিছু কিছু কান্ড বেশ মজার , কথোপকথনগুলো উইটি এবং একই সাথে উপভোগ্য। সে সব নিয়ে লিখলে ভালো লাগবে।

২৩ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষের সাথে আলাপ করতে ভালোবাসি; কথা শুরু করি, পরিস্হিতি বুঝে একটু হিউমার ইত্যাদি করি; তবে, অনেক সময় এগুলো কাজ করে না, কিন্তু আমি উৎসাহ হারাই না।

৯| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: মাছে ভাতে বাঙালি বলেই হয়তো মাছ আমার এত প্রিয় খাবার, তবে সামুদ্রিক মাছ আমার পছন্দের তালিকায় বেষ্ট। কিন্তু যে কোনো পরিবেশে মাছ খাওয়া পছন্দ করি না। ক্যানের ছোট্ট ছোট্ট টুনা মাছের সাথে একই ক্যানে থাকা বিস্কেট/কুকিজ টিফিনে বহুবার খেয়েছি। তবে যেকোনো পরিবেশে এসব খাওয়া আমার মোটেও পছন্দ নয়। কারণ, ভালোভাবে গড়গড় করে মাউথওয়াশ বা ব্রাশ করা পর্যন্ত মাছের স্বাভাবিক গন্ধটিও মুখ থেকেও দূর হয় না। তব যেই গন্ধটির কথা আপনি বলেছেন তা শুধু অসহ্যকরই নয় বরং দম বন্ধ হয়ে আসার কান্ড। ভালো লিখেছেন। কেমন আছেন জানাবেন।

২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি; আপনি কবিতার অনেক টেকনিক্যাল দিগন্ত বের করার চেষ্টা করছেন, এগুলোর পাঠক আছে?

১০| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: আপনি বেশ মজাকরে ঝগড়া করতে পারেন।ঠিক ঝগড়াও না এটাকে বলাযায় খুনসুটি।

২৩ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি মাঝে মাঝে লেগে যাই; তবে, যাতে ভদ্রতার বাইরে যা যায়, সেটা খেয়াল রাখি; আমি বাংলাদেশেও চেষ্টা করি।

১১| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব ঘটনা পড়তে খুব ভালো লাগে। এখন চোখের অবস্থা কেমন আপনার?

২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:




চোখের অবস্হা ভালো নয়; ব্লগের পোষ্ট ছাড়া অন্য কিছু পড়ি না; ব্লগের পোষ্টও কম কম পড়ছি; ব্লগে হামানদিস্তা সাহিত্য-বিশারদ, কামসুত্র সাহিত্য-বিশারদদের লেখা পড়ার দরকার হচ্ছে না।

১২| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। নিজের জীবনের ঘটনাগুলো অনেক সময় গল্পকেও হার মানায়। এটিও ভাল হয়েছে। আর কমেন্ট ব্যান থাকার কারণে ভয় করে কমেন্ট করবেন না যেন । আপনার অনুভূতি জানার দরকার আছে।সত্য জানার দরকার আছে।

২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি নিজের অভিজ্ঞতাগুলো অন্যদের সাথে শেয়ার করতে পছন্দ করি; আমার কমেন্ট-ব্যান তুলে নেয়া হয়েছে।

১৩| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন: হিউমারে শ্রেষ্ঠ জাতি কারা?

২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



রাশিয়ানরা, আমেরিকানরা।

১৪| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:৪০

শেরজা তপন বলেছেন: হিউমারে রাশীয়ানরা এগিয়ে আছে ঠিক তবে- মিশরীয়, পাঞ্জাবী, পাঠানরা কম যায়না।

কমেন্ট ব্যান তুলে নেয়াতে আনন্দিত হলাম-তবে ফের নতুন ক্যাচাল নিয়ে শংকিত!
হামানদিস্তা সাহিত্যিক কি আপনার দেয়া নতুন উপাধী? আমরা কি এই ক্যাটাগরিতে আছি ?

২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:



হামানদিস্তা সাহিত্য-বিশারদের হাতে কবি হুমায়ুন আজাদ ও ১৭জন ব্লগার প্রাণ হারায়েছেন, আপনি কি ঐ ক্যাটেগরীতে নাম লিখাতে চান।

১৫| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: একদিন ??
আপনার অনান্য দিন গুলি কি ঘটনা ছাড়া !

২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:



ঘটনা ঘটে, সব ঘটনা মনে দাগ কাটে না।

১৬| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হয় আপনি এরশাদ কাকু অথবা মামুনুলের পাতাতো ভাই - নাহয় আপনি কন্যা রাশির জাতক। =p~
কোনটা সত্য ?

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি।

১৭| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩১

সাসুম বলেছেন: আপনার কমেন্ট বলক তুইলা নেয়া হইয়াছে। এইবার কাইজ্জা পুরা দমে চালাতে পারবেন। :)

আর, আপ্নে মানুষ ভালানা, খালি সুন্দরী মেয়ে দেখলেই ইন্সাল্ট করে বসেন :/ এত সুন্দর চাইনিজ মেয়ে টাকে কি দরকার ছিল টূনা মাছের খোটা দেয়ার ? না হয় সেন্ডূইচ বানায় খায় আর কি :/

আর ল্যাটিনো দের কে খোচানো এক্টা বড় অন্যায়, আই লাভ ল্যাটিনো রমনী।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:




আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি।

১৮| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আমেরিকাতে প্রবাসীরা কোরবানী দেয়?

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



প্রবাসী বাংগালীরা বাংলাদেশ থেকে বেশী দেয়। অন্য মুসলিমেরা দেয় না বললেই চলে।

১৯| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

সাসুম বলেছেন: আজকে একটা মজার ঘটনা ঘটলো, মেট্রো তে এক রাশিয়ান এর লগে দেখা। সে জিগাইল, বাড়ি কই। কইলাম- বাংলাদেশ। সে কইলো, এটা কই- আমি কইলাম গুগুলে সার্চ দিয়া দেখ।

কিছুক্ষন পর, কইলো ও, এটা ইন্ডিয়ার একটা প্রদেশ। মাথায় রক্ত উইঠা গেল। কইলাম, এই জ্ঞান কই পাইছিস? কয় সে জানে। কইলাম- পড়ালেখা কদ্দুর? কয়- মাস্টার্স পাস। কুন ইউনি কুন দেশ থেকে? কইলঃ সেন্ট পিটার্সবার্গ।

আমি কইলাম, সেন্ট পিটার্সবাগ ইউনিতে মাঠের কোনায় আমি মুইতা রাইখা আসছিলাম গত শীতে। কারন, আমি জানতাম তোর মত অজ্ঞ কেউ একজন এখান থেকে বের অইব। এই জন্য মুইতা রাইখা আসছি প্রতিবাদ স্বরূপ। হালায় সেই ক্ষেপা খেপছে।

পরে আরো ক্ষেপাইতে কইলাম- তোরা যে সোভিয়েত ব্লকে থাকতে মাইর খাইয়া কেউ কেউ কইরা ভাংছিলি সেই জ্বলা কি এখনো জ্বলে ? নাকি এখনো মাঝে মাঝে ইউক্রেন আর আর্মেনিয়া টাইপের গরীবের বউর উপর মারপিট কইরা শোধ তোলস?

হালায় লগে এক লন্ডনি মাইয়া আছিল, দুইটা মিল্যা আমারে গজ গজ কইরতে লাগল।

এইবার লন্ডনি টারে কইলাম- পুরা দুইন্যা চুরি কইরা লিয়া গেছিস, খালি রাশিয়া থেকে চুরি করতে আনতে পারস নাই কিছু। তুই কি এম আই ৬ নাকি? রাশিয়ার লগে খাতির কইরা সেখান থেকে চুরি করবি।

দুইটা আমার অত্যাচারে পরের স্টেশনে নাইমা গেছে। আর আমি মনে মনে চাদ্গাজি রে মনে করছি কাইজ্জা করার সময়।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:১১

চাঁদগাজী বলেছেন:





সোভিয়েত ভাংগার পর, পুটিন রাশিয়াকে মাফিয়ার দেশে পরিণত করেছে; তবে, তাদের মাথা আছে, আবার ঠিক হয়ে যাবে।

২০| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনি ভালই পারেন ভাই!
খুবই উপভোগ্য..........

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



সম্ভব হলে, জীবনের মহুর্তগুলোতে একটু হিউমার ছড়িয়ে দেয়ার দরকার।

২১| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




খুব সম্ভব প্রবাসে দুঃখী মানুষের খাবার হচ্ছে টুনা আর সার্ডিন মাছের ক্যান। যে কেউ যতো নগণ্য বা সস্তা খাবার খাক তাকে নিয়ে মজা করবেন না। আমার ধারণা খাবারের কষ্ট কাকে বলে তা আপনি বেশ ভালোভাবেই জানেন।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


চীনারা বড় বেতনের চাকুরী করে, সন্ধ্যা বেলায় অনেক বোতল কুড়ায়।

২২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:০৩

রানার ব্লগ বলেছেন: টুনা মাছ আমার প্রীয়, ক্যান টুনা খাই নাই, ওটা বাংলাদেশে বেশ দামি। বাজার থেকে আধা ফ্রেস টুনা এনে ফ্রাই করে খেয়েছি।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



সামুদ্রিক মাছের মাঝে টুনা খুবই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.