নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী ব্লগারের চোখে সামু প্লাটফর্ম

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৪



বিদেশে অবস্হানকালে বেশীরভাগ মানুষ নিজ দেশকে মিস করেন; মনে হয়, প্রবাসী ব্লগারেরা সামুকে এক টুকরা শিক্ষিত বাংলাদেশ হিসেবে দেখেন; সামুতে এলে আমি বাংলাদেশের হার্টবিট অনুধাবন করতে পারি কিছুটা; এই কারণে সামুতে আমার আসা-যাওয়া। আমি কোন লেখক, সাহিত্যিক নই, কিংবা সাহিত্যের কোন বড় সমঝদারও নই যে, কবিতা, গল্প, উপন্যাস আমাকে খুব একটা টানছে। বাংলাদেশে কি হচ্ছে, দেশের শিক্ষিতরা কি করছেন, কি রকম আছেন, কি ভাবছেন, কি বলতে চান, এগুলো জানতে ইচ্ছা হয়; সামুর ব্লগারদের লেখা, মন্তব্য, আলোচনা, সমালোচনা, ইত্যাদি থেকে সমসাময়িক বাংলাদেশকে বুঝার চেষ্টা করছি।

যেই কয়টি ব্লগে আমি ব্লগিং করেছি, বাংলা ব্লগে ব্লগিংটা খুব একটা সহজ ও ফ্রেন্ডলী মনে হয়নি; সামুতেও একই অবস্হা। ইহা কি আমার নিজের কারণে, নাকি ব্লগগুলোর নিজস্ব বৈশিষ্ঠ্য ও দেশের সামগ্রিক পরিবেশের কারণে, ইহা নিয়ে অন্য ব্লগারেদের মতামত জানলে ইহা আরেকটু পরিস্কার হবে। সামুর এখন দৈনিক একটিভ ব্লগারদের মাঝে প্রবাসী ব্লগারদের অনুপাতটা বেশ বড়।

একটু আগে, সামুর বাম প্যানেলে তাকালাম, ৩২ জন ব্লগার লগিন করা আছেন; এদের মাঝে মাত্র ৪ জন আমার পোষ্ট পড়ার ও কমেন্ট করার সম্ভাবনা আছে; ইহাকে ফ্রেন্ডলী পরিবেশ বলা কষ্টকর। বেশ কিছু ব্লগার আমার উপর অনেকটা বিরক্ত, তাঁদের অনেক অনেক অভিযোগ; সামুর ম্যানেজমেন্টেরও কিছু অভিযোগ আছে; অবশ্য, আমার ব্লগিং'এর পুরো সময়টাতেই, সব ব্লগেই, সব সময়ই, আমার সম্পর্কে অভিযোগ ছিলো; আমি ইহাতে অভ্যস্ত। অভিযোগ করাটা বাংগালী জীবনের অংশ। আমারও অভিযোগ আছে; আমি অভিযোগ করি না সাধারণত; আজকাল ২/১টা করছি; আমি যদি তাঁদের বিরুদ্ধে অভিযোগ করতে যাই, তাঁদেরকে আমার অভিযোগগুলো বুঝিয়ে বলতে আমার দম বন্ধ হয়ে যেতে পারে, এবং আমাকে ব্যান করার সম্ভাবনা আছে।

সামুর প্রবাসী ব্লগারদের চেয়ে, দেশী ব্লগারেরা আমার বিরুদ্ধে বেশী অভিযোগ করেছেন সব সময়; ইহার ব্যাখ্যা আমার কাছে আছে, প্রবাসী ব্লগারেরা বাংগালী সংস্কৃতির ধারক-বাহক হলেও, তাঁরা অন্য সংস্কৃতিরও সংস্পর্শ পেয়েছেন।

ব্লগে তরুণদের সংখ্যাই সব সময় বেশী ছিলো; সম্প্রতি এদের অনুপাত কমেছে, ইহারা নিজেদের স্বাভাবিক স্হান খুঁজে পেয়েছেন, ফেইসবুক! বাংলাদেশের তরুণ ও যুবাদের নিয়ে আমি বেশ হতাশ, এই ২ জেনারেশন তার আগের জেনারেশনগুলো থেকে বেশ প্রকটভাবে আলাদা। সব পুর্ব-জেনারেশন তার পরবর্তী জেনারেশনকে সহজভাবে নেয় না সাধারণত, কিছুটা কলিশন হয়; তবে, বাংলাদেশের বেলায় কলিশনটা সাংঘাতিক লেভেলে আছে।

বাংলাদেশে মানুষের জীবনযাত্রার ব্যয় অনবরত বাড়ছে; কিন্তু দরকারী পরিমাণ আয়ের পথ জনসংখ্যা বৃদ্ধির সামানুপাতিক হারে কখনো বাড়েনি; ইহা তরুণ শ্রেনীর জন্য খুবই খারাপ খবর। যেসব দেশে তরুণরা বেকার কিংবা অর্ধবেকার,সেইসব দেশে বিশৃংখলা জীবনের অংশ হয়ে যায়, বাংলাদেশে ইহা দীর্ঘ সময় ধরে চল আসছে; বাংলাদেশের তরুণরা ও যুবারা ইহার মাঝ দিয়ে চলছে; ইহা তাদের জীবনের উপর বেশ প্রভাব রাখছে; তাদের আচরণে ইহা স্পষ্ট; ইহার প্রভাব সর্বত্র পড়ছে, সামুতেও ইহার উপস্হিতি অনুভব করা যায়।

আমি সামান্য ২/১ বিষয় নিয়ে আলোচনা করেছি মাত্র; তবে, সামুর ব্লগারেরা পুরোজাতির শিক্ষিত অংশের একটা ভালো সেম্পল।



মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫২

শাহ আজিজ বলেছেন: পড়লাম , অপেক্ষায় অন্যরা কি বলেন । এমনিতেই ব্লগারের সংখ্যা কমে গেছে । সরকারী কৃপাণ বড্ড মারাত্মক যা একসময় ব্লগ বন্ধ করে দিয়েছিল । মুক্ত অবস্থা আর আশা করিনা । যতটুকু পারি তাই নিয়েই টিকে থাকি । আপনার লেখা অনেকেই পড়ে , হটাত আপনার এমন কেন মনে হচ্ছে !! লিখে যান চালিয়ে যান , সামুতে তাও লেখা পড়ছে অন্য ব্লগ খালি পড়ে থাকছে । সবাইকে উৎসাহ দেবেন এবং আলোর পথ দেখাবেন এটাই আমার আশা । বিবিধ গল্প শুরু করেছিলেন ওটা ভালই চলছিল , চালিয়ে যান ।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



সামুই টিকে আছে; বাকী ব্লগগুলোর আচরণই তাদের মৃত্যুর কারণ বলে মনে হয়।

২| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী বলেছেন: ঢাকা শহরে কোন জনপ্রিয় লোক আছে, যে করোনা নিয়ে কথা বললে মানুষ শুনবে? - না শুনবেন না। দেশের লোকজন এখন পয়গম্বরের কথা ও শুনবেন না। (আমি ইনস্যুরেন্সের জন্য কথা বলেছি মঞ্জুর হলে এ বিষয়ে বিস্তারিত লিখবো)

পোস্টের শেষ লাইনটি প্রবলভাবে সত্য।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



কেহ জাতির পাশে দাঁড়াচ্ছে না, তাই জাতি কারো কথা শুনছে না।

৩| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৮

আজব লিংকন বলেছেন: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
একশত বাজে লিখা পড়ার থেকে এখন কিছু ভাল পড়ে অনেক আরাম পাই।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:




অনেক গোয়াল শুন্য পড়ে আছে।

৪| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৮

শেরজা তপন বলেছেন: প্রিয় ব্লগার ঠাকুর মাহমুদের সাথে আমি একমত,
পোস্টের শেষ লাইনটি প্রবলভাবে সত্য।
প্রত্যেকেরই যৌবন বয়সে একবার প্রবাসবাস করে আসা উচিৎ- তবে সেটা অবশ্যই তাঁর থেকে উন্নততর পরিবেশে।

আপনি মাঝে মধ্যে খুব ভালভাবে কত সুন্দর গুছিয়ে লেখেন- ফের আউলা ঝাউলা হয়ে যান। তবে ইদানিংকালে আপনি ব্লগের সবচেয়ে আলোচিত ব্লগার নিঃসন্দেহে!
প্রবাসীরা খানিকটা শান্তিতে শ্বাস ফেলেন ব্লগে এসে- এখানে নিজের দেশকে খুঁজে পান। মন খুলে দুটো কথা বলেন।কেউ কেউ বিরক্ত হয়ে বা তাল মেলাতে না পেরে চলে যান।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



সামু থেকে দেশের শিক্ষিতদের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাচ্ছে সহজেই।

৫| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩২

আমারে স্যার ডাকবা বলেছেন: ব্লগে থেকে তরুন প্রজন্ম ফেসবুকে আসক্ত হয়েছিলো আরো ৫-৬ বছর আগেই। কারন তখন ফেসবুক ফ্রিতে এবং মোবাইলে সহজে ব্যবহার করা যেতো। এখনকার তরুন প্রজন্ম আরো উচ্ছনে গেছে, এরা ফেসবুক ছেড়ে টিকটক/লাইকিতে ভীড়েছে।

লেখালেখি সবসময়ই সৃজনশীল ছিলো, আপনার মাথায় কিছু না থাকলে আপনি লিখতে পারবেন না। এই জন্য ব্লগে সৃজনশীল মানুষ বেশি বলে মনে করি।

আমি খুব কম সময় এই ব্লগে বিচরন করায় আপনার লেখালেখি সম্পর্কে আমার আইডিয়া নাই। তবুও গত ৩-৪ দিনে আপনার লেখা/মন্তব্যের বিভিন্ন প্রতিক্রিয়া দেখলাম। ব্লগিং ফ্রেন্ডলি তখনই হবে যখন আপনি সকলের মন জুগিয়ে চলতে পারবেন। নিজের মত প্রকাশ করলে মানুষ অভিযোগ করবেই। আমরা জাতি হিসেবে সমালোচনা সহ্য করতে পারি না। কেউ সমালোচনা করলে তাকে শত্রু মনে হয়।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:




লেখকদের পক্ষে কারো মন যোগানো সম্ভব হয় না; সেটার জন্য রাজকবিরা থাকেন।

৬| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্লগ আর ফেসবুক দুটো আলাদা জিনিস
যারা ব্লগে বিচরণ করে্ন তারা ফেসবুকে
খুব একটা সময় দেন না। ব্লগিং এখন আর
আগের মতো ফ্রে্ন্ডলি নাই। ব্যক্তি আক্রমন
সমালোচনা হজম করতে না পারার কারনে
একে অপরের অদৃশ্য শত্রু হয়ে যাচ্ছে।
এর থেকে উত্তরণের জন্য নিজের
গুণগত মা্ন বাড়াবার চেষ্টা করতে
হবে। আপনাকে ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং কঠিন, ইহা বুঝতে অনেকের জন্য কিছুটা সময় লাগছে।

৭| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:২১

শূন্য সারমর্ম বলেছেন: শিক্ষার মানের কারণে ভূল মাইন্ডসেট,অপধারণা নিয়ে তরুন প্রজন্ম বেঁচে আছে ;এদের মধ্যে তরুনরা হতাশা থেকে বাঁচতে ধর্মের দিকে ঝুকে যাচ্ছে। সমাজব্যবস্থার কারণে কিছু নেকড়ে,শিয়াল হওয়ার ট্রাই করতেছে।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


প্রফেশানেল পড়ালেখা না থাকলে, ধর্মই হচ্ছে বিশাল দর্শনের ভিত্তি।

৮| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মনে হয় আপনার বিশ্লেষন মোটামুটি ঠিক আছে। দুই একটি জিনিসে আমার দ্বিমত আছে।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



২/১ টা'তে ভিন্নমত গ্রহনযোগ্য।

৯| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:২৩

রানার ব্লগ বলেছেন: ব্লগিং করতে হলে অনেক পড়তে হয় বর্তমান সময়ের মানুষেরা পড়তে পছন্দ করে না তারা জানতে আগ্রহী নয় জানাতে আগ্রহী, এখন কি জানাবে বিষয়বস্তু কি এটা তারা নিজেরাও জানে না, তারা একটা ট্রেন্ড ফলো করার চেস্টা করছে। এরা অসহিষ্ণু, এরা চঞ্চল, এরা অমনোযোগী অবশ্য এটাই তারুন্যের বৈশিষ্ট্য। তবে আমাদের ও কিছু দ্বায়িত্ব থেকে যায়, পথিক কে পথ দেখাও ভুল পথ দেখালে সে অবশ্যই ভুল মেসেজ পাবে, আমরা যারা আছি আমরা আমাদের তরুন দের কে সঠিক রাস্তা দেখাতে পারছি না। ব্যাক্তি অহংকার, চিন্তাভাবনার দৈনতা এই গুলাই মূল কারন সঠিক রাস্তা না দেখাতে পারার।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



তরুণদের পথ দেখানোর কথা উচ্চ-শিক্ষার শিক্ষকেরা ও কাজের যায়গার পরিবেশ; সামু থেকে বলা যায় যে, শিক্ষকেরা নিজেরাই পথহারা লোকজন; বাংলাদেশের কাজের যায়গা ভয়ংকর। আবার, অনেক তরুণ বেকার, কিংবা অর্ধ-বেকার।

১০| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৬

কামাল১৮ বলেছেন: ব্লগ মত প্রকাশের জায়গা,নিয়ম নীতির মাঝে থেকে সে তার মত প্রকাশ করবে ,কারো দ্বিমত থাকলে সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে।এখানে বন্ধুত্ব ও শত্রুতা আসছে কোত্থেকে।মতের মিল অমিল থাকত পারে।
ক্ষুদ্র একটি অংশ দেখে যদি সমগ্রকে চেনা যায় তবে আপনি সামুকে দেখে দেশকে বুঝার চেষ্টা করতেই পারেন সেটা অনেকটা অন্ধের হাতি দেখার মতো হবে।যাদের আইকিউ অনেক ভালো তাদের কথা আলাদা।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:



অন্ধ মানুষ লাল, নীল, গোলাপী, সাদা রংগুলো হয়তো অনুভব করতে পারেন না; হাতি সম্পর্কে অন্ধ মানুষের একটি অনুভবতা গড়ে উঠা সম্ভব।

১১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৫

মাওয়ি বলেছেন: দেশের বাইরে থাকলে দেশের প্রতি একটা টান থাকবেই, আর সামু ব্লগে এজন্যই প্রবাসীরা বেশি সময় দিয়ে থাকেন।

ব্লগে এখন অনেকেই লগিন করে না। আমিও করি না। একেতো মোবাইলে ব্যবহার করা কষ্ট (ইউজার ফ্রেন্ডলী না), তার উপর মোবাইল ইন্টারনেট থেকে ঢুকতে সমস্যা হয়। সবসময় তো কম্পিউটারের সামনে বসা হয় না।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শিক্ষিতরা বেশ সমস্যায় আছেন, এঁদের বড় সমস্যা হলো, অন্যদের সাহায্য করার কথা এদের অভিধানে নেই।

১২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



মুল্যায়ন যতার্থ হয়েছে ।
দেশে বেকারদের জন্য কর্মসংস্থানের বিষয়ে বৈচিত্রতা আনতে হবে।
সরকারী চাকুরীর মধু কমিয়ে বেসরকারী খাতে মধু বাড়াতে হবে।
দেশে উচ্চ শিক্ষিত বেকার লোকেরঅভাব সেই । বেকারদেরকে
প্রশিক্ষন দিয়ে দক্ষ করে গড়ে তোলেতাদেরকে সহজশর্তে বিনা জামানতে
ঋণ দিয়ে উন্নত বিশ্বে উচ্চ বেতনে প্রবাসী কর্মী হিসাবে কর্মসংস্থানের
ব্যবস্থা নেয়া যেতে পারে । রেমিটেন্সযোদ্ধারাই দেশের অর্থনীতিকে এগিয়ে
নিয়ে যাচ্ছে , এ কথাটা অন্যদেরকে বুঝতে হবে । প্রবাসীগন সামুতে
যেমনি করে রক্ত সঞ্চালন করছেন, তেমনি ভাবে রেমিটেন্স প্রবাহ চালু
রেখে এই করুনার মাঝেও দেশের জন্য ভাল অবদান রেখে চলেছেন ।
তারা যেন দেশে ফিরে চাকুরী কিংবা স্বকর্ম-সংস্থানেযেন প্রয়োজনীয়
পরিবেশ ও সুযোগ সুবিধা পান তার ব্যবস্থাও করতে হবে ।

অপর দিকে সরকারী চাকুরীতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করতে হবে।
করোনার কারনে অনেকেই চাকুরীতে প্রবেশের বয়সসীমা অতিত্রম করে
গেছেন ।এছাড়া অভিজ্ঞ ও দক্ষ দেশী প্রবাসী সকলেই যেন চাকুরীর
সর্বশেষ প্রান্তেরবয়সসীমাতেও সরকারী চাকুরীতে প্রবেশ করতে পারে
তার ব্যবস্থা রাখা যেতে পারে । যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী তারা যেন
নীচু পদ হতে শুরু করে সর্বোচ্চ সরকারী পদে চাকুরীতে নিয়োগের জন্য
দরখাস্ত করতে পারেন তার বিধান রাখা যেতেপারে। জেষ্ঠতা দেখে প্রমোশন
এ নীতি বন্ধ করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতাই চাকুরীর মানদন্ড হতে
হবে। উপর হতে নীচ পর্যন্ত প্রতিটি গ্রেডেই শতকরা ৫০ভাগ সরকারী ও
বেসরকারী খাত হতে যোগ্য ও দক্ষ জনবল হতে নিয়োগ দেয়ার বিধান
যুক্ত করা যেতে পারে । সময় এসেছে বিষয়গুলি ভেবে দেখার ।

কমেন্ট ব্যান উঠে গেছে দেখে ভাল লাগল ।
ক্যাচাল ম্যচাল এড়িয়ে চলেন । বেহুদা কেচাল মেচাল করে কাউকে টেনে
তোলার তেমন আবশ্যক আছে কিনা সেটা ভেবে দেখতে পারেন। যার যার
জগতে নীজ নীজ মানসিকতা আর চেতনা নিয়ে বিচরণ করুন। মুল্যায়ন
হবে লেখার গুণাগুন বিচারে । ভাষার ব্যবহার মাত্রা ছাড়ালে বিজ্ঞ
মডারেটরগন সে বিষয়গুলি দেখবেন সামুর নীতিমালার আলোকে।
এ মহুর্তে ব্লগের সুস্থ পরিবেশ বড়ই প্রয়োজন, তা না হলে এটাও
চলে যেতে পারে অস্তাচলে । অনেকেই লেখা লেখির মন
মানসিকতা হারিয়ে ফেলেছেন এটা বুঝা যায় দৈনিক
প্রকাশিত পোষ্টের সংখ্যার দিকে তাকালে ।

পোষ্টের উপসংহারের কথাটি বেশ প্রনিধানযোগ্য ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ রাগান্বিত হলে বলে,"তোমার চাকুরী খেয়ে ফেলবো"; "তোমাকে চাকুরী দেবো", এই কথা কেহ বলে না।

প্রবাসী ব্লগার হিসেবে আপনি বলুন, আমার পোষ্ট কখনো ব্লগারদের মাঝে বিভ্রান্তি বা ভুল-ধারণার সৃষ্টি করে কিনা?

১৩| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগিং করোনার প্রভাব সুষ্পষ্ট। করোনা যেন শেষ হচ্ছে না্ । শিক্ষা ব্যবস্থা দারুন ভাবে আক্রান্ত। কর্মসংস্থানেও ব্যাপক প্রভাব। স্বাভাবিক অবস্থায় যেতে পারবে কি পৃথিবী? এ প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে ব্লগিং এবং ব্লগারগন । প্রতিটি ব্লগার ব্লগ পরিবারের সদস্য্ । সে বিবেচনায় আমরা পরস্পর সহযোগি কিংবা সহযোদ্ধা। আপনিও এর ব্যতিক্রম নন। সো ডেন্ট ওরি। গঠনমূলক কমেন্ট করুন আপনার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করুন। ভাল থাকুন ভাল রাখুন। ধন্যবাদ ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আসলে আমি চিন্তিত; আমি পশ্চিমও পুর্বের তরুণদের দেখার সুযোগ পেয়েছি; আমাদের তরুণদের নিয়ে চিন্তিত হওয়ার মতো অনেক অনেক কারণ রয়েছে।

১৪| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক সময় কিছু বিভ্রান্তি ছড়ায় লেখায় থাকা
ব্ক্তব্যের গুঢ় অর্থ বুঝতে বা বুঝাতে ব্যর্থতার
কারণে । তবে অনেকেই বেশী বুঝেন আর
সেখানেই হয় ঝামেলা । রুপকের আশ্রয়
নেয়াই ভাল , অর্থ যার দুদিকেই যায় -
যথা বুজহ হে সুজন; এখন বুজুক
সে সুজন না কুজন। কিসছা এখানেই শেষ।
কাওকে সুজন বলার কারণে করাও যায়না
তার বিপক্ষে বিচারের আয়োজন ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ ড: আলী সাহেব, আজকের বাংলা নিয়ে আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশী; আমি আপনার দেয়া রূপরেখার মাঝে থাকার চেষ্টা করবো।

১৫| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৭:০২

সাসুম বলেছেন: প্রবাসে আসার পর দেশের প্রতি একটা অদ্ভুত টান চলে আসে যেটা আমি চাক্রি নিয়ে দেশের বাইরে আসার আগে অনুভব করিনাই।
তখন মনে হয় সব কিছু ভেংগে চুড়ে ফেলি সব অন্যায় নস্যাত করে দেই।

আর প্রবাসী রা অনেক রকম কালচার এর সাথে পরিচিত, উন্নত দেশ আর নিয়ম দেখে অভ্যস্ত সো আমাদের দেশের চোর বাটপার দের নিয়ম নীতি নিয়ে সমালোচনা করবেই। আলোচনা করবেই এবং সেই আলোচনা আরিফ আজাদ বা কালা কুত্তার পুটকিতে জিন ভুত থিউরি মার্কা হবেনা বরং উন্নত দেশ এর আলোকেই হবে।

সামুর ব্লগার রা জাতির শিক্ষিত অংশের বেশ ভাল স্যাম্পল- এটা খুব ভাল উপলব্দি, এখন আমরা বুঝতে পারি সহজেই কেন দেশের এই অবস্থা।
আমাদের এই সেম্পল শিক্ষিত ব্লগার দের তালিকায় আছে-
অকথ্য লিখা কবি
কপি পেস্ট সাম্বাদিক
কালা কুত্তার গায়ে জিন দেখা পদার্থ বিজ্ঞানী
নারীদের কে হেয় করা ধর্ম বিজ্ঞানী
ছাগু
পাগু
ভাদা ( ভারতের দালাল)
পাদা ( পাকিস্তানের দালাল)
আদা ( আম্লীগের দালাল)
বিদা ( বিম্পির দালাল)
জাদা ( জামাতের দালাল)
তাদা ( তালেবানের দালাল)

এবং সর্বোপরি বেশির ভাগ আরিফ আজাদ স্টাইল জনগন ।

দেশে থাকে এবং সচেতন ভাবে চিন্তা করে এরকম ব্লগার হাতের এক আংগুলের কড়ে গুণে শেষ করে ফেলা যাবে।

এই দেশ নিয়ে আমার আশা নেই। এই বাংগু ল্যান্ড এর উন্নতি নাই, অন্তত নেক্সট ৪/৫ জেনারেশনে তো নয়ই। আমাদের বাচ্চাদের নাতি পুতিরা হয়ত দেখবে।

২৬ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



সামুর এই ৪০/৫০ জন (দেশের ভেতকার ব্লগার ) থেকেই বুঝা সম্ভব যে, দেশের শিক্ষিতরা পশ্চিমের ও পুর্ব এশিয়ার অশিক্ষিতদের চেয়ে অনেক কম দক্ষ ও দায়িত্বহীন।

১৬| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৭

সাসুম বলেছেন: সকাল বেলা ব্লগে ঢুকেই মেজাজ টা খারাপ হল। এক আরিফ আজাদস্টাইন আব্দুল্লাহ আবু সায়ীদ কে জাহান্নামী বানিয়ে পোস্ট দিয়েছে। পুরা দিন টাই মাটি হয়ে গেল।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



উনাকে কি জাহান্মামে দেখা গেছে বলতেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.