![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
করোনায় বাংলাদেশের কিছু খুবই প্রতিষ্ঠিত, পরিচিত, ক্ষমতাশীল মানুষের মৃত্যু হয়েছে; আমার মনে হয়, এঁরা নিজেদের ক্ষমতাকে করোনা থামানোর কাজে ব্যবহার করেননি, করোনার বিপক্ষে সরব হননি, সরকার ও প্রশাসনের বেঠিক পদক্ষেপগুলোর প্রতিবাদ করেননি, এই ব্যাপারে প্রাইম মিনিষ্টারের দৃষ্টি আকর্ষণ করেননি, সুযোগ থাকা সত্বেও প্রাইম মিষ্টারের সাথে আলাপ করেননি। একটা কারণ হতে পারে, এঁরা মনে করেছিলেন যে, মহামারীতে এঁরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না; এটা যদি মনে করে থাকেন, উনারা মস্ত বড় ভুলের শিকারে পরিণত হয়েছেন।
মহামারী থেকে সবাই নিজকে রক্ষা করতে চান, সবাই বাঁচতে চান। কিন্তু মহামারীর কঠিন বাস্তবতা হলো, মহামারী অনেক মানুষের জীবনের সমাপ্তি ঘটাবে; যাঁরা ভাবেন যে, মহামারি উনাকে চুঁ'তে পারবে না, তাঁরাই বেশী ভুল করে থেকেন। যাঁরা ইহা সম্পর্কে হুশিয়ার থাকেন, নিজের পজিশন থেকে ইহাকে থামানোর চেষ্টা করেন, তারাই জয়ী হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই বিশ্বে ৮০( সরকারগুলোর হিসেবে মতে ৪০ লাখ) লাখের মতো মানুষ প্রাণ হারায়েছেন, এবং ভবিষ্যত এখনো বেশ অন্ধকারে।
বলতে গেলে, ইউরোপ ও আমেরিকাও এখনো বিপদ সীমার মাঝে আছে; তারা করোনাকে কিছুটা কন্ট্রোল করেছে, কিন্তু ইহাকে নির্মুল করতে আরো বেশী প্রচেষ্টার দরকার। যেসব দেশের সরকার ও জনগণ করোনাকে কন্ট্রোলে আনার জন্য সর্বশক্তি এখনো নিয়োগ করেনি, সেসব দেশের কপালে দীর্ঘমেয়াদী কষ্ট আছে।
তৃতীয় বিশ্বের সরকারগুলো করোনার বিরুদ্ধে খুবই অপ্রতুল ও অদক্ষ পদক্ষেপ নিয়ে নিজেদের মানুষ হারিয়েছে ও অর্থনীতিকে পংগু করে ফলেছে; এই ভয়ংকর পরিস্হিতি থেকে তারা নিজেদের একক চেষ্টায় সহজে বের হতে পারবে না। তৃতীয় বিশ্বের কোন মানুষের জীবন বিপদমুক্ত নয়; কেহ সঠিকভাবে জানেন না কি ঘটতে পারে।
৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
২য় বিশ্বযুদ্ধের পর, ইউরোপ নতুন করে নিজকে গড়েছে; এবার করোনার পর, তাদের বেশ কষ্ট হবে। আমাদের মানুষের ভয়ংকর দুর্গতি হবে।
২| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: উজবুক লকডাউনের পিঠে চলেছে স্বদেশ।
৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
সঠিক প্ল্যান করার জন্য লোকজন নেই প্রশাসনে।
৩| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: দিনের পর দিন সরকার নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। কিছু চামচের পরামর্শ না শুনলে কি দেশ চালানো যায় না মাননীয়া!
৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
টেলিভিশনে, মিডিয়ায়, সঠকভাবে সরকারের প্ল্যান ইত্যাদি মানুষকে জানানো হচ্ছে না।
৪| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন:
৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
প্রত্যকেই আলাদাভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন।
৫| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:০১
শূন্য সারমর্ম বলেছেন: দেশের মহামারী নিয়ন্ত্রণ করবে প্রকৃতি;নিয়তিবাদ দেশের মননে,মগজে।
৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
সরকারই প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছে, তাদের কোন ধারাবাহিক প্ল্যানের কথা মানুষকে জানানো হয়নি।
৬| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:২৭
ডার্ক ম্যান বলেছেন: কোরবানি ঈদের আগের দিন আমাদের এক আত্মীয় মারা গেছেন। এলাকায় গত কয়েকদিনে ৪ জন মারা গেছেন।
টিকা নেওয়া বুদ্ধিমানের কাজ।
৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
টিকা নিতে চাইলে টিকা পাওয়া যায়?
৭| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৩
কামাল১৮ বলেছেন: করোনার থেকেও বড় বিপদ জলবায়ুর পরিবর্তন যেটা মানুষ নিজেই সৃষ্টি করছে।করোনার আরো উন্নত প্রতিষেধক বিজ্ঞানীরা বের করে ফেলবে এতে কোন সন্দেহ নাই,সঠিক ব্যবস্থাপনা না হলে মানুষ বেশি মরবে এবং বেশি দিন কষ্ট পাবে।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
এখন উহা নিয়ে ভাবার সময় নয়।
৮| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: যারা টিকা নিয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন । আজকে হু ডেল্টাকে চিকেন পক্স এবং রুবেলার সঙ্গে তুলনা করেছে , এটা এতই সঙ্ক্রামক ।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
টিকা দেয়া থাকলে মৃত্যুর সম্ভাবনা নেই। টিকা নেয়ার পর, মাস্ক রাখলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ কমে যাবে।
৯| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা মরবো
আপনি বাঁচবেনতো?
৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
সবাই বাঁচতে চান; কিন্তু কেহ জানেন না যে, কি ঘটবে।
বাংলাদেশে সরকার কোন নিয়ম শৃংখলা চালু করেনি; আমেরিকার বেশীরভাগ মানুষ নিয়ম মানেন।
১০| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: আজকাল তরুনেরা মারা যাচ্ছে এটা সহ্য করার মত নয়। তবে আমাদের দেশের দূর্বল শাসনে আরো যা কিছু ছিলো সেটাও শেষ হবে।
০১ লা আগস্ট, ২০২১ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত তরুণরাও করোনার শিকার হচ্ছে?
১১| ০১ লা আগস্ট, ২০২১ ভোর ৫:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই ব্যাপারে প্রাইম মিনিষ্টারের দৃষ্টি আকর্ষণ করেননি,
সুযোগ থাকা সত্বেও প্রাইম মিষ্টারের সাথে আলাপ করেননি। এ
......................................................................................
বিষয়টি মোটেই এমন নয়, পরামর্শক কমিটি যা বলেছে তা সরকারের
মন্ত্রণালয় নিজ নিজ সুবিধামত ব্যবহার করেছে ।
উক্ত কারনে কোন কোন সদস্য পদত্যাগ করবে বলে পত্রিকায় প্রকাশ পেয়েছে ।
০১ লা আগস্ট, ২০২১ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
এটর্নী জেনারেল কি প্রাইম মিনিষ্টারের সাথে দেখা করে বলেছিলেন যে, কিছুই কাজ করছে ন?
১২| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে বিভিন্ন মন্ত্রণালয় , সমন্বয় করতে পারেনা ,
পরামর্শক কমিটির মতামত উপেক্ষা করে
সেখানে এটর্নী জেনারেল কি করবে ???
০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
এটর্নী জেনারেলের সাথে পরাইম মিনিষ্টারের ঘনিষ্ট যোগাযোগ ছিলো; তিনি প্রাইম মিনিষ্টারকে জানাতে পারতেন যে, সরকারের পদক্ষেপগুলো সঠিক হচ্ছে না, আরো প্ল্যান করে, সঠিক পদক্ষেপ নেয়ার দরকার।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
গফুর ভাই বলেছেন: যে কোনো মহামারি মোকাবেলা করার পর দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হওয়া স্বাভাবিক। যেখানে ইউরোপ,আমেরিকান দেশ গুলো তাদের অর্থনিতি মন্দাভাব কাটিয়ে উঠার চিন্তা করে হিমসিম খাচ্ছে। বাংলাদেশের মত গরিব দেশের জন্য পরিস্থিতি হবে ভয়ঙ্কর। মাথাপিছু আয় কমে যাবে। অনেকে চাকুরী হারাবে। শেয়ার এর দাম কমে যাবে,শেয়ার হোল্ডার দের মাথায় হাত উঠে যাবে। যেহেতু সমস্যা সারাবিশ্ব জুড়ে। সুতরাং আন্তর্জাতিক বিনিয়োগ কমে যাবে,সুতরাং করোনা যুদ্ধ শেষ হলে আরেক নতুন যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। যে যুদ্ধ দেশের অর্থনীতিকে সচল করতে এবং দেশের জনগণ কে জনসম্পদে পরিণত করতে সরকারের পাশাপাশি জনগনকেও নানান কর্মমুখী পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করতে হবে। ২য় বিশ্ব যুদ্ধের পরে ইউরোপে সবাই কম বেশি শ্রমিক হয়েছিল। সবাই রাস্তায় মাটি কেটেছে, ইট ভেংগেছে কারখানায় "লেবারি" করেছে৷ করতে হয়েছে।