নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চাকুরীর ভাইবায় বাংগালীরা হাতীঘোড়া মারে, চাকুরী দেয় আল্লাহতা\'লা

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৬



করোনার মাঝে এই ধরণের পোষ্ট দেয়ার ইচ্ছা ছিলো না; এক গল্পকার ব্লগার উনার চাকুরীর ইন্টারভিউ দেয়া নিয়ে একটা পোষ্ট লিখেছেন; ওখানে কমপক্ষে ২ জন কমেন্ট করেছেন যে, আল্লাহতা'লা তাঁদেরকে চাকুরী দিয়েছেন। বাংগালীরা চাকুরীর ইন্টারভিউ দিতে পারলে আরব্য উপন্যাসের গল্প জুড়ে দেয়: তাঁকে বিশ্বের মাঝে সবচেয়ে কঠিন প্রশ্ন করা হয়েছিলো, ৫/৬ ধাপে ইন্টারভিউ দিয়ে ১০ হাজারের মাঝে তিনি একাই টিকে গেছেন, এবং চাকুরী দিয়েছে আল্লাহ'তালা; অথচ, বাংলাদেশে উঁচু পদগুলোতে চাকুরী করছে ভারতীয়, শ্রীলংকা ও চীনারা।

চাকুরী যে আল্লাহ দেয় এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট, কোরিডোরে শতরন্চি পেতে সারাদিন নামাজ চলে, রুমে রুমে ঘুষ নেয়। আল্লাহ'তালা চাকুরী দেয়াতে ব্লগারদের চাকুরী তেমন হয় না; কারণ, ব্লগারেরা আল্লাহকে সমালোচনা করেন; আমি ২ জন ব্লগারকে জানি, যাঁদের মাষ্টার্স আছে, ৪ বছরেও চাকুরী হয়নি, ২ জনেই টিউশনি করে কোন প্রকারে চলেন। আমেরিকায় আল্লাহ চাকুরী দেয় না, মানুষ চাকুরী দেয়; সেইজন্য এই করোনার মাঝে এক সময়ে ৩০ মিলিয়নের চাকুরী চলে গিয়েছিলো, এখন দরকারী দক্ষলোক খুঁজে পাচ্ছে না; গত ৩ মাস ৯০ লাখ চাকুরীর পদ খালি আছে, মানুষ নেই; বাংলাদেশে আল্লাহ চাকুরী দেয়াতে যত গন্ডগোল, মানুষের চাকুরী নেই; চাকুরী পেলে ঠিক মতো কাজ করে না, ঘুষ নেয়।

বাংলাদেশে চাকুরী আমিও করেছি, চাকুরী পাওয়াটা অভিজ্ঞতা ও দক্ষতার মোটামুটি উপর নির্ভর করে না: সরকারী চাকুরী পেতে হয় ঘুষ দিয়ে, প্রাইভেট ভালো চাকুরী পেতে হলে জানাশোনা থাকতে হয়, কিংবা কোন বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হয়। আমি বাংলাদেশে "ডেনিডার অর্থায়নে পরিচালিত প্রকল্প"এর জন্য ইন্জিনিয়ার নিয়েছি; ১৮ জন ইন্জিনিয়ার নেয়ার জন্য ১০০ জনের বেশী প্রফেশানেলকে সিলেক্ট করা হয়েছিলো; ভাইবায় সবাই কমবেশী মিথ্যা বলেছেন, অনেকেই সম্পুর্ণ অকারণ মিথ্যা বলেছেন।

বাংলাদেশে উঁচুপদের জন্যও লিলিপুটিয়ান ধরণের প্রশ্ন করা হয় ভাইবায়; অনেকে এগুলোর উত্তর জানে, কিন্তু কাজ জানে না; শতকরা ৯০ ভাগ বাংগালী নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না; এজন্য প্রাইভেটের অনেক উঁচু পদে বিদেশীরা (ভারত, শ্রীলংকা ) কাজ করছে।

আল্লাহ মানুষকে চাকুরী দিলে বাংলাদেশে কেহ বেকার থাকতো না, মানুষ কাজে ঘুষ নিতো না, অন্যের জন্য চাকুরী সৃষ্টি করতো, সামান্য ভাইবা দিয়ে আরব্য উপন্যাসের গল্প জুড়ে দিতো না, বাংগালীদের যায়গায় ভারতীয়, শ্রীলংকা ও চীনারা কাজ পেতো না।



মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

ভুয়া মফিজ বলেছেন: একজন ডিপ্লোমা এন্জিনিয়ার হিসাবে আপনের অভিজ্ঞতা ভালো। মন্তব্যে প্রথম হইলাম, চা-কপি কি খাওয়াইবেন, খাওয়ান!! =p~

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে; আপনি ১২০ মাইল ড্রাইভ করার জন্য যখন ২য় ড্রাইবার খুঁজছিলেন, আমি সেই সময়, ১ দিনে, পথে ৪ বার থেমে ১৩০০ মাইল গাড়ী চালিয়ে নিউইয়র্ক থেকে সাউথ ক্যারোলিনা গিয়েছিলেম; সেটা আমার মনে আছে।

আমি যখন চাকুরী করেছি, আমাকে মানুষ ক্চাকুরী দিয়েছেন, একবারও আল্লাহ দেননি; আমিও মানুষকে চাকুরী দিয়েছি।

২| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০১

ডার্ক ম্যান বলেছেন: আল্লাহ'র ইচ্ছায় শুধু চাকরি কেন, সবকিছু হয়।
দেশের মানুষের জন্য আপনার কিছু করা উচিত। দেশে এসে কাবিখা প্রজেক্ট দেন। আমরা বেকারত্বের অভিশাপ থেকে বাঁচি।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



আমি পারবো কিনা সন্দেহ, আমি অসুষ্হ হয়ে যাচ্ছি।

৩| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৩

অক্পটে বলেছেন: সুন্দর পোষ্ট। শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ। ফাঁকিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, লুটেরা আর মসজিদের দেশ হল আমাদের বাংলাদেশ। এখানেই বোধহয় আল্লাহ থাকেন ঘরবাড়ী বানিয়ে।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



আল্লাহের ঘরের সব কাজ করেছে বৃটিশ ও আমেরিকান কন্ট্রাক্টটরেরা ও ইন্জিনিয়ারেরা; বাংগালীরা উহা পরিস্কার করে।

৪| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৬

সাসুম বলেছেন: আপনার আসলে অইছে টা কি কন তো?
দুনিয়ায় সবার ইউনিক চাক্রির অভিজ্ঞতা আছে।

আমি দেশে থাইকা ইউটিউব এর কমেন্ট বক্স থেইকাও চাকরি পাইছি, লিংকড-ইনে থেইকা পাইছি, বিদেশ থেইকা পাইছি।

আমি অনেক রে চিনি যারা আরো ইউনিক ভাবে পাইছে।

অনেক রে চিনি সারা জীবন ভালা পাশ কইরা চাকরি পায় না।

একমাত্র ধার্মিক দেশে চাকরি পাইতে মামা, খালু, সার্টিফিকেট, ইউনিভার্সিটি, সাব্জেক্ট এর লগে দোয়া দরুদ আর আল্লাহ ভগবান লাগে, সভ্য দেশে খালি যোগ্যতা লাগে।

যাই হোক, ঘটনা অইল- এই পুস্ট এর কুনু মানে নাই। যেই পুস্ট নিয়া দিছেন- অই ব্লগার ইচ্ছা কইরায় জব করেনাই। ঘটনা সত্য, আমি সাক্ষী দিচ্ছি।

বাট, চাক্রির জন্য আল্লা খোদা ভগবান লাগে ইডারে ট্রল করার লাইজ্ঞা অই পুস্ট আর সেই ব্লগার রে না খোচাইলেও চলত।

যাই হোক - আপনার পুস্ট যতটা না ক্রিটিসিজম হের চেয়ে বেশি বিশেষ এক বল্গার রে খোচানি।

পোস্টে পেলাস এবং মাইনাস দুইডাই

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী শিক্ষিতদের কথায় ও কাজে মিল নেই।

৫| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৭

ভুয়া মফিজ বলেছেন: ডেরাইবার হিসাবে আপনের অবিজ্ঞতা ভালো। আমি কি না করছি!! :P

কিন্তু এর সাথে ডিপ্লোমা এন্জিনিয়ার এর সম্পর্ক কি, বুজলাম না। :-B

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



সম্পর্ক হলো সদিচ্ছা, দক্ষতা, ব্যক্তিত্ব ও দায়িত্ব।

৬| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৫

ভুয়া মফিজ বলেছেন: সাউথ ক্যারোলিনা না, হইবো সাউথ ক্যারোলাইনা। আম্রিকাতে কয় বছর ধইরা থাকেন? জায়গার নামও ঠিক মতোন কইতে পারেন না!!! ;)

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাতে তো দ: ক্যারোলিনা হওয়ার কথা।

৭| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২১

ভুয়া মফিজ বলেছেন: গাড়ি চালাইতে দক্ষতা লাগে। সদিচ্ছা আর দায়িত্বও কিছুটা লাগে, মানলাম। ব্যক্তিত্ব কি কামে লাগে? আপনের গাড়ির লগে কি ব্যক্তিত্ব দেখানো লাগে? কোন ব্র্যান্ডের গাড়ি? টেসলা?? B-)

ক্যারোলিনা না, ক্যারোলাইনা।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সবকিছুতে ব্যক্তিত্ব লাগে; যেমন আপনার লেখাগুলোতে এমন একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে, কেহ আপনার লেখাগুলো নিয়ে ভাববে না কোনদিন; কেহ সঠিকভাবে মনে রাখতে পারবেন না, আপনি কি নিয়ে লেখেন।

৮| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

ভুয়া মফিজ বলেছেন: আমার কথা বাদ দ্যান, আমি তো ডিপ্লোমা না। কিন্ত আপনে যে সেইসাথে করোনা বিশেষজ্ঞ, এইটা ব্যাকতেই মনে রাখবো!! এতেই আমি খুশী!!! =p~ =p~ =p~

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি যে কি, সেটা আমি জানি না; তবে, ব্লগিং'এ আপনার দক্ষতা কম, এটা পরিস্কার; আরেকটা দিক হলো, আপনি ইউরোপে গিয়ে, ইউরোপিয়ান কালচারের কিছু শিখতে পারেননি।

৯| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪২

ভুয়া মফিজ বলেছেন: ব্লগিং'এ আপনার দক্ষতা কম ঠিক কইছেন। মডু তো সকাল-বিকাল আমার মন্তব্য মুছে না; কয়দিন পর পর ব্যানও খাইনা। দক্ষতা কেমনে হইবো কন দেহি!!! :((

ইউরোপে গিয়ে, ইউরোপিয়ান কালচারের কিছু শিখতে পারেননি। অতি সত্যি কথা। আপনে আম্রিকার চিপায় পইড়া রইছেন, এইখানে কে আমারে শিখাইবো? আপনে আয়া পড়েন, আমার ঘরে অনেক কয়টা চিপা আছে। একটা আপনের লাইগা পার্মানেন্ট বরাদ্দ দিমু নে!! ;)

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা মড়ু পড়েন কিনা, মড়ু জানেন।

যে দেশে মানুষ বাস করেন, সেই দেশের কালচার শিখতে হয়, সমীহ করতে হয়।

১০| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

ভুয়া মফিজ বলেছেন: আপনি যে কি, সেটা আমি জানি না এইতো আরেকটা ভুয়া কথা কইলেন। আপনেরে তো বহু আগেই কইছিলাম, আমি এইখানে মাদ্রাসায় পড়াই। আগে হাটহাজারীতে পড়াইতাম। ভুইলা গেছেন? B:-)

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:




আপনার লেখা আধুনিক ধারণা নিয়ে নয়; লন্ডনে অনেক দেশের কট্টরপন্হী মানুষ বাস করেন।

১১| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি অন্তত শুরুটা করে যেতে পারেন। সমবায় টাইপ কিছু করতে চেয়েছিলেন।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:




আমি আসতে পারলে, সমবায় করবো; চেষ্টা করছি আসার জন্য, স্বাস্হ্য নিয়ে আটকা পড়েছি অনেকটা।

১২| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:০১

ডার্ক ম্যান বলেছেন: আসুন। চেষ্টা করবো আপনার সাথে থাকতে। যদি আপনি সুযোগ দেন।

১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করবো, আরেকটু ভালো হই।

১৩| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাস্তব কিছু সত্য কথা বলেছেন। সহমত। ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ চাকুরী দিলে সবাই চাকুরী পেতেন।

১৪| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৫

শূন্য সারমর্ম বলেছেন: কেউ অপধারণা,ভূল ধারনা নিয়ে লিখলে আপনি কিভাবে রিঅ্যাক্ট করেন তার জন্য এই পোস্টটা একটা নমুনা ; দেশে চাকুরী হয় মিথ্যার নির্যাস থেকে।

১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ শিক্ষিত বাংগালী ইউরোপের অশিক্ষিতদের চেয়ে কম দক্ষ।

১৫| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৪

ching বলেছেন: টাকা দিয়েও চাকরি পাই না, শেষে টাকা লস।

১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


যাদেরকে আল্লাহ চাকুরী দেয়, তাদের থাকে তালিম নেন।

১৬| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

রক্তহীন বলেছেন: চাকুরীর জন্য যোগ্যতা তৈরি করা আসলে কার দায়িত্ব... !! বাধা কোথায় ?

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



চাকুরীতে মানুষ নেয়া হয়, কোন একটা কাজ করার জন্য; সেই কাজের দক্ষতা ও অভিজ্ঞতা প্রার্থীর থাকা উচিত; যোগ্যতা নির্ভর করে ব্যক্তি ও রাষ্টের ব্যবস্হাপনার উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.