নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান উইথড্র-প্ল্যান কাজ করেনি আফগানিস্তানে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৪



**** আপডেট: দুতাবসের সব লোকজন কাবুল এয়ারপোর্টে; তাদেরকে উজবেকিস্তান ও ইউরোপে নেয়ার ব্যবস্হা নিচ্ছে। ১০ হাজার আফগান পরিবারকে বের করার কথা।

***** আপডেট: যেসব আফগানী নাগরিক আমেরিকানদের সাথে অফিসিয়েল কাজে ছিলো, তাদের পরিবার বের করে আনতে ১ মাসেরও বেশী সময় লাগতে পারে।

প্রেসিডেন্ট বাইডেন ৬মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আমেরিকা আফগানিস্তানে আর থাকবে না, আফগান নাগরিকদের অধিকার রক্ষায় আমেরিকান সৈনিকদের প্রাণ দেয়া সঠিক নয়; আফগানদেরকে নিজের দেশ নিজেরাই চালাতে হবে। এরপর পেন্টাগন একটি উইথড্র-প্ল্যান তৈরি করে; উইথড্র প্ল্যানটি কাজ করেনি; এই প্ল্যানের ভুলের কারণে ৫০ হাজারের বেশী আফগান নাগরিকের প্রাণ যেতে পারে, এবং ১ কোটীর বেশী আফগানকে এক-কাপড়ে দেশ ছাড়তে হতে পারে।

আমেরিকা ৩ মাসের মাঝে উইথড্র করার প্ল্যান করেছিলো; ৩ সপ্তাহ পর, আজকে অবস্হা এমন হয়েছে যে, ইহা এখন ৩ দিনের "এভাকুয়েশন"এ পরিণত হয়েছে। আমেরিকা গত ১০ বছরে ৮২ বিলিয়ন ডলার খরচ করে সাড়ে ৩ লাখ আফগান সিকিউরিটি ফোর্স ( সেনাবাহিনী ও পুলিশ ) তৈরি করেছিলো আমেরিকান-ইউরোপিয়ান সমর্থিত সরকারকে টিকিয়ে রাখতে; কিন্তু সেই বাহিনী তালেবানদের থামানোর জন্য ১টি গুলিও ছোঁড়েনি, তারা ইউনিফর্ম বদলায়ে আত্মগোপনে চলে গেছে।

আগামী ৬ মাসের মাঝে কাবুলের পতন হবে না ভেবেছিলো আমেরিকানরা; কিন্তু ৩ সপ্তাহের মাঝে ইহা কিভাভে ঘটলো? ইহার পেছনে কোন ম্যাজিক নেই; ৪টি দেশ: ইরান, চীন, রাশিয়া ও তুরস্ক ইহা ঘটাতে সাহায্য করেছে তালেবানদের। রাশিয়া ও চীন হয়তো আমেরিকার প্ল্যান অগ্রিম জেনে গিয়েছিলো; মনে হচ্ছে, তারা আফগান সিকিউরিটি ফোর্সের দুর্বল অফিসারদের বিবিধ উপায়ে তালেবানদের পক্ষে নিয়ে গেছে।

আজকে, এই মহুর্তে এভাকুয়েশন চলছে; কাবুল থেকে ১০ হাজার মানুষকে আফগানিস্তানের বাহিরে আনতে হবে। কাবুলে এই মহুর্তে আছে ২৫০০ আমেরিকান সৈন্য; নতুন করে ৫০০০ পাঠানো হয়েছে। যেভাবে তালেবানরা কাবুলে প্রবেশ করছে; হয়তো আরো সৈন্য পাঠাতে হবে।

উইথড্র'এর সিদ্ধান্ত বিশ্বকে জানানোর আগে, ইহা গোপনে আফগানদের জানানোর দরকার ছিলো; যেসব আফগানরা দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছুক ছিলো তাদেরকে গোপনে চলে যাবার সুযোগ করে দেয়ার দরকার ছিলো।

এখন কাবুলে রাত, সৈন্যরা আমেরিকান ও ইউরোপিয়ানদের কাবুল এয়ারপোর্টে সমবেত করছে। কাবুল এয়ারপোর্টে মিলিটারী বিমানের জন্য কোন সিভিল বিমান উঠানামা করতে পারছে না। আমেরিকান অনেক কংগ্রেসম্যান বর্তমান অবস্হা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। আগামী ৬/৭ দিনের মাঝে সিভিলিয়ান আমেরিকানরা বেরিয়ে চলে আসবে।




মন্তব্য ৫৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: এখন তালেবান আফগানরা যদি তাদের নিজ ভাইদের বুকে গুলি চালায় তো আমরা কি করতে পারি।
আর কত দিন তারা আমেরিকানদের উপর নির্ভর করবে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান সাধারণ মানুষ তাদের সন্তানদের এভাবে মরতে দিতে পারে না যুগের পর যুগ।

২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯

শাহ আজিজ বলেছেন: আমেরিকান সেনারা বেরুতে বেরুতে বেলা অনেক হয়ে যাবে ।



আলটিমেটলি আমেরিকান সৈন্য বেরুচ্ছে না , বরং বাড়বে ।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


এভাকুয়েশন করতে আরো সৈন্যের দরকার হবে; আগামীকালের মাঝে বুঝা যাবে।

৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২০

বিজন রয় বলেছেন: আমেরিকান সাধারণ মানুষ তাদের সন্তানদের এভাবে মরতে দিতে পারে না যুগের পর যুগ।.... ঠিক, একদম ঠিক।

যুদ্ধ বাদ দিয়ে এখন আমেরিকানদের পৃথিবীর জন্য, মানুষের জন্য আরো ভাল কিছু করা উচিৎ।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



করোনা যুদ্ধে আমেরিকার কি হবে, আমেরিকানরা এখনো জানে না।

৪| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আফগানিস্তান সুদীর্ঘ এক গৃহযুদ্ধের মাঝে পরে গেলো।

সেই ৩ লাখ থেকে ৫% ছেড়ে কথা বলবে না।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



গৃযুদ্ধ শুরু হয়েছে ১৯৭৩ সালে; তালেবানরা ইহাকে চালু রাখবে কেয়ামত অবধি।

৫| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৪

শেরজা তপন বলেছেন: আমেরিকা চলে যাবার আগে আফগান সরকার তালেবানের সাথে একটা চুক্তি করতে পারত- ভাগাভাগি করে দেশ চালানোর- যেই প্রস্তাব তারা ক'দিন আগে দিয়েছিল, কিন্তু দৃশ্যপট পালটে গিয়েছিল তখন।
সবাই জানত আমেরিকা আফগান ছেড়ে ভেগে গেলেই তালেবান দেশ দখল করে নিবে।
তবে তালেবানেরা কাল দোহায় ক্ষমতা হস্তান্তরের আগে কাবুলে প্রবেশ করবেনা বলেছে। আর বিদেশীরা নিরাপদে দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারবে তারা বাঁধা দেবে না সেটাও বলেছে।
আশরাফ ঘানি যে এত লক্ষ মানুষকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়ে দেশ ছেড়ে ভাগল- সেটা চরম দুঃখজনক। আমেরিকার না হয় কোন দায় নেই। তার তো ছিল।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার উচিত ছিলো, তালেবানদের ভোটে অংশ নিতে দেয়া; তাতে তালেবানরা জয়ী হতো; তখন তাদেরকে সরকার গঠন করতে দিলে, আধুনিক ও শিক্ষিত কিছু আফগান সরকারে স্হান পেতো।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট আশরাফ নিজেই একজন কাবুলীওয়ালা, উহার মাথায় বুদ্ধি কোথা থেকে আসবে?

৬| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: আপনি ইরান, চীন, রাশিয়া ও তুরস্কের কথা বললেন, পাকিস্তান নেই এদের সাথে?

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



না, পাকিস্তান আমেরিকার ভয়ে চুপ হয়ে আছে; তবে, তারাও চায় যে, আমেরিকা অপমানিত হোক।

৭| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪১

শেরজা তপন বলেছেন: আপনার কি মনে হয় সত্যিকারে আধুনিক শিক্ষায় শিক্ষিত লোক আফগানস্থানে আছে। যে কয়জন এদিক ওদিক আছে তারা আগানস্থান থেকে সহস্র মাইল দূরে থাকে! শিক্ষিত হইলে মানুষের জানের মায়া বাড়ে

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:




শিক্ষিত আফগান আছে, ওরা ইউরোপে ও মস্কোতে থাকে; এমন কি পাকিস্তানে অনেক শিক্ষিত আফগান আছে।

৮| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৮

রক্তহীন বলেছেন: বিভিন্ন কার্যক্রম দেখে মনে হয় আমেরিকা একটা বেকুবদের দেশ...

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



সরকারের বেকুবী দেখে আজকে পুরো দেশ হতবাক।

৯| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:১১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আম্রিকা যাদের বন্ধু, তাদের আর শত্রুর প্রয়োজন হয় না। কথাটি ওরা প্র্যাকটিকেলি প্রমাণ করে দিল। ওরা সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাঁরে। পুরান কথার পূনরাবৃতি।
বার্নিং ইস্যু - দক্ষিন এশিয়ায় একটি দীর্ঘমেয়াদী বিষফোঁড়া জন্ম নিলো। যার ভয়াবহতার মাসুল শুধ আফগানদেরই নয় আমাদের মতো অনেক দেশকেই দিতে হবে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার সাথে বন্ধু/শত্রু হয়ে জাপান, জার্মানী, দ: কোরিয়া, ইয়েমেন ও ভিয়েতনাম শক্ত অবস্হানে চলে গেছে। মুসলমানেরা আমেরিকাকে মুল্যায়ন করেনি।

১০| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:১২

ডার্ক ম্যান বলেছেন: আফগানিস্তানে এটা আমেরিকার পরাজয় ভাবা এখনই উচিত হবে না। এমনও তো হতে পারে তালেবানদের পরিচালনা করছে সিআইএ। গত দুই দশক ধরে তারা তালেবানদের ধীরে ধীরে শক্তিশালী করছে। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের পর সবচেয়ে বেশি সংকটে পরবে ইমরান খান সরকার। শেখ হাসিনা সরকারও ক্ষমতা থেকে ছিটকে পড়তে পারে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার কিছু হবে না; স্বাদঃীনতার পক্ষের লোকেরা শেখ হাসিনার অদক্ষতার মুল্য দেবে। আমেরিকানরা ধর্মীয় ফানাটিকদের ভালোবাসে না।

১১| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৩

আল ইফরান বলেছেন: সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা ধাক্কা লাগবে সেইটা সুনিশ্চিতভাবেই বলা যায়, তবে আমাদের সাধারন জনগণের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে না। মার্কিনিরা এমনি এমনি মাঠ খালি করে দিয়ে যায় নি, তাদের সুনির্দিস্ট কৌশলগত কোন পরিকল্পনার অংশ হিসেবেই তালেবানদের কাছে ক্ষমতার ভাগ ছেড়েছে। এই ফ্রন্ট পর্যন্ত তুরস্ক চলে এসেছে, চীন-রাশিয়া-ভারত আগে থেকেই লেগে আছে। কোল্যাটেরাল ড্যামেজের কথা চিন্তা করলে সবচাইতে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকবে ভারতের। তবে এখনো অনেক কিছুই যদি এবং কিন্তুর উপর নির্ভরশীল।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষের অনুরোধে, এবং বাইডেনের নিজ সন্তানের কষ্ট দেখে, বাইডেন হিউমিলেশান মেনে নিয়ে বের হয়ে এসেছে।

১২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

বাইডেন প্রশাসন - আমাদের ৩ লাখ প্রশিক্ষিত সৈন্য আছে বাস্তবতা - তোমাদের ৩ জনও নেই।

চমৎকার;ভিয়েতনাম টাইপ বেকুবীর পদক যোগ হচ্ছে আমেরিকার। খিলাফত প্রবর্তনের রোডম্যাপ পাওয়া যাচ্ছে শীঘ্রই।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আফগানরা নিজেদের মানুষ মারবে ও আফিম খাবে, ওরা পৃথিবী চেনে না।

১৩| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন: ভিয়েতনাম ত্যগ করে চলে আসলেও
সামাজিক ও অর্থনৈতিক ভাবে ভিয়েতনাম এখন কার্যত আমেরিকার দখলে।
রফতানি ও ম্যানুফ্যাকচারিং খাত ৯০% আমেরিকার দখলে। অর্থনীতিতে আমেরিকান বড় উপস্থিতি এখন বাস্তবতা।
ভিয়েতনাম আমেরিকা এখন ভাই ভাই।
বছরদুই পরে আফগানিস্তানেও একই দৃশ্ব দেখা যাবে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানে পাথর ভাংগার কারখানা করবে আমেরিকা।

১৪| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আফগানিস্তানে চরম ধরা খেয়েছে দাদারা। তাদের উদ্দেশ্য শান্তি স্থাপর কি না এ বিষয়ে সন্দেহ আছে। আমেরিকার কাজ হলো পৃথিবী গরম রাখা অস্থির রাখা আর অস্ত্র বিক্রি করা ।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানে আমেরিকার খরচ হয়েছে ১ ট্রিলিয়নের কাছাকাছি; ২৫০০ সৈন্য প্রাণ হারায়েছে, ৫০০০ হাজার পংগুত্ব বরণ করেছে; তালিবানরা আমেরিকা থেকে কি কিনলে, কত শত বছরে এই টাকা ফেরত আসবে? তীর-ধনুক?

১৫| ১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৪:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার সাথে বন্ধুত্ব করা মানে
বিনা খরচে শত্রু তৈরী করা ।

..........................................................
প্রয়োজন ফুরালে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে এবার
সবাই তা আবার প্রমান পেলো ।

১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:




বেশীরভাগ বাংগালীর মতো আপনিও নিজেই ভুল ধারণার উপর আছেন; আমেরিকা প্রাণ ও অর্থ দিয়ে ১টা জাতিকে ২০ বছর চালায়েছে, অন্যেরা কোন দেশকে ২০ মাসও চালাবে না

১৬| ১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



দাবার ঘুটি সাজিয়েই আমিরিকা
উইথড্র করেছে । এবার দেখে
যান গ্লোবাল খেলা কি চলে ।
যেই লাউ সেই কদু একেই বলে।

১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তান গিয়ে আমেরিকা অকারণ সময় ও অর্থ ব্যয় করেছে; এখন আমেরিকা আর বুশের আমেরিকা নেই,ঈহা সংকটে আছে; মানুষ চাহে না যে, আমেরিকানরা অন্যদের জন্য প্রাণ দিক।

১৭| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১৬

বিজন রয় বলেছেন: আমি চাই তালেবানরা ক্ষমতায় থাকুক।

আমি চাই সমস্ত মুসলিম দেশে তালেবানদের আদর্শ নিয়ে যত সংগঠন আছে তারাই ক্ষমতায় থাকুক। তাতেই মুসলিমদের বিজয় ( !!!!!) হবে নিশ্চিত। তাতে করে ধর্ম চর্চা অনেক বেশি হবে আর মুসলিমদের মাঝ থেকে বেরিয়ে আসবে পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী আর আবিস্কারক, নাকি বলেন?

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



২২টি জংগী সংগঠনের লোকজন আফানিস্তানে প্রবেশ করেছে ট্রাম্প ও বাইডেনের উইথড্র'এর ঘোষণার পর; ইরান, চীন, রাশিয়া ও তুরস্ক এগুলোতে সাহায্য করেছে।

১৮| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২০

বিজন রয় বলেছেন:
ডঃ এম এ আলী বলেছেন:
দাবার ঘুটি সাজিয়েই আমিরিকা
উইথড্র করেছে । এবার দেখে
যান গ্লোবাল খেলা কি চলে ।
যেই লাউ সেই কদু একেই বলে।.............. ১০০% সহমত।

আমেরিকা কি অত সহজে পিছপা হবে? অবশ্যই আমেরিকার কোন গোপন মতলব আছে। যা আপাতত খালি চোখে দেখা যাবে না। আমেরিকার সমর্থন না থাকলে তালেবান এত দ্রুত কাবুলে আসতে পারত?

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:



বাইডেন কোন ঘুটি সাজায়নি, উইথড্র'এর অগ্রিম ঘোষণা দিয়ে বেকুবী করেছে মাত্র

১৯| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৬

জুন বলেছেন: বাইডেনকে আমার অকাল কুষ্মাণ্ড মনে হয়, অবশ্য এইটা তার দোষ না, এইটা তার বয়সের। তবে উনি না আভ্যন্তরীণ না পররাষ্ট্র কোন নীতিতেই তার কোন কারিশমা দেখালো না এই কয় মাসে। তো তার এডভাইসাররা কই?? আমেরিকায় তো সব সময় সাপের চেয়ে কঞ্চি দড় হয়। তারা কোন বুদ্ধিশুদ্ধি দিতে পারলো না? নাকি তারাও বেকুব!!

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:



উইথড্র করার সিদ্ধান্ত ঠিক আছে; তবে, উইথড্র করার পর ঘোষণা দেয়ার দরকার ছিলো।

২০| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৯

সাসুম বলেছেন: আম্রিকা আর পশ্চিমা বিশ্বের একটা নতুন এলাকা দরকার ছিল যুদ্ধের জন্য। দক্ষিন এশিয়া সেটা সফল ভাবে তাদের হাতে তুলে দিবে।

একদিকে চীন ভারত যুদ্ধ। পাকি-ভারত মারামারি।

এদিকে বাংলায় রোহিংগার ছড়াছড়ি। মায়ানমার এ চীনের সামরিক অবস্থান। পাকিস্তানের লগে চীনের ভালোবাসা।

এই অঞ্চলে এতদিন তারা সামরিক ভাবে ছড়ি ঘুড়িয়ে বুঝতে পেরেছে, সামরিক না তাদের দরকার ক্যাপিটালিস্ট আর পলিটিকাল চাল এই অঞ্চল কে অস্থিতিশীল করতে। সেটাই করবে।

আর পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়ি ও রেহাই পায়না। আপনার যত আশা থাকুক বাংগালি এসবে যাবে না , মাস পিপল শরিয়া আইন আল্লার আইন খেলাফত ইস্লামি এমিরাত এসব শব্দ শুনেলেই জান্নারের স্বপ্নে দুনিয়াতেই অর্গাজম ঘটিয়ে ফেলে। জাস্ট যে কোন নিউজের নীচে কমেন্ট দেখলেই বুঝা যায়।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা নিজের আভ্যন্তরীণ সমস্যায় ভুগছে; আমেরিকান পরিবারগুলো অন্যদের জন্য তাদের সন্তানদের প্রাণ দেয়ার বিপক্ষে।

২১| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৭

ফেক রুধির বলেছেন: আমি ভাবছি কাবুলের ব্যাপারে বর্তমান তালেবান নেতারা সহিষ্ণু ভাব দেখাচ্ছে। অনেক জায়গায় সরকারী লোকজনকে ক্ষমার আওতায় এনেছে। তাদের বর্তমান পররাষ্ট্রনীতি ও অনেকটা গোছালো ভাব প্রদর্শন করছে।আগের আফগান সরকার পররাষ্ট্রের পুরোটাই পাকিস্থান নির্ভর ছিলো, এখন মধ্যস্ততার ব্যাপারে কাতার কে নিয়ে এসেছে।সাধারণ মানুষের ব্যাপারেও তালেবানদের অন্তত কাবুলে উদারনীতি র খবরই পাচ্ছি। ঠিক ধারণার উল্টো ঘটনা দেখছি। বিষয় গুলো ঠিক ভাবে বুঝে উঠতে পারছি না।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



তালেবানরা আমেরিকাকে চেনে, মিসাইল পড়তে কয়েক মিনিট লাগবে।

আমেরিকা ভাবেনি যে, সরকার ও সাড়ে ৩ লাখ সৈন্য নিজেদের দেশের জন্য যুদ্ধ না করে পালিয়ে যাবে।

২২| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন: আফগান সেনারা উজবেক সীমান্তে চা-বিস্কুট খায় ; কাবুলে মেয়েরা ২০০ টাকার বোরকা ২০০০ টাকা দিয়ে কিনে।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২১

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানে ২টি জাতি বাস করে: (১) আফগানী নারীরা (২) কাবুলীওয়ালারা

২৩| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: সাধারন অসহায় আফগানদের কি হবে? নারি ও শিশুদের নিরাপত্তার ব্যাপারে কি কোন চুক্তি হয়েছে?

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২২

চাঁদগাজী বলেছেন:



চুক্তি করবে কার সাথে? আমেরিকানরা সেই দায় আর নিতে পারবে না।

২৪| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমেরিকা শয়তানী খুব ভালো জানে। তাই, আগে থেকেই শয়তানীর নতুন কোনো মাস্টার-প্ল্যান তৈরি করে রেখেই এসব করছে। হিংস্র তালেবানদের নিয়ে আমেরিকা আরও কোনো নতুন খেলা খেলতে চায়।
আমেরিকা-তালেবান
শয়তান দুটোই।

১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



এগুলো আপনার ভুল ধারণা; আলকায়েদাকে ধ্বংস করার জন্য আমেরিকা আফগানিস্তানে যেতে বাধ্য হয়েছিলো; আমেরিকা সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই, হতে পারে, বাংলাদেশ সম্র্কেও আপনার সঠিক ধারণা নেই।

২৫| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৭

সাজিদ! বলেছেন: এইটা একটা উইন উইন সিচুয়েশন। দুই শ্রেনীর মানুষ এর সমালোচনা করছে, এক, যারা গ্রীনকার্ড পায় নাই, যারা সব কিছুতেই পশ্চিমাদের দোষ ধরে। আপনি তো দুই ক্যাটাগরিতে পড়েন না। অপেক্ষায় থাকলাম তালেবানরা কিভাবে নিজেদের দেশকে গড়ে তোলে দেখার জন্য।

১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি ম্যাপে আফগানিস্তান, বাংলাদেশ ও আমেরিকা খুঁজে পেতে কত সময় লাগবে?

২৬| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই চিন্তার বিষয় ।

সকালে দি গার্ডিয়ানে পড়লাম, ক্যানাডা ইতিমধ্যেই 20000 আফগানির রিফিউজি স্ট্যাটাসের আবেদন মঞ্জুর করেছে।

এবার সত্যিকার অর্থেই দক্ষিণ এশিয়াতে অন্ধকার যুগের সূচনা হলো।
স্মরণ করা যেতে পারে যে, আফগানিস্তান সার্কের সদস্য রাষ্ট্র।

আফসোস!

১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, তালেবানরা অন্য দেশে তাদের প্রভাব রাখতে পারবে না; এই মহুর্তে, তাদেরকে চীন, রাশিয়া, ইরান ও তুরস্ক সাহায্য করছে; আমেরিকা চলে গেলে, সবাই উৎসাহ হারিয়ে ফেলবে; নিজেদের থেকে তালেবানরা আফিম ও মাদক ব্যবসায় জড়িত হয়ে, সুখে আফিম খেয়ে দিন কাটাবে। ওদের কাছে ইরানীদের মত দুষ্টমগজ নেই।

২৭| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: তালিবান যদি এখন কার্যতই দেশ চালাতে ইচ্ছুক হয়, আর আল-কায়দা, আইএসএস কে জাগয়া না দেয়, তাহলে আফগানিস্তানের সাধারণ মানুষের জীবনে মনে হয় খুব একটা চেঞ্জ আসবে না। তবে আফগানিস্তনীদের নারী অবস্থা শোচনীয় হয়ে পড়বে। একবিংশ শতাব্দিতে থাকলেও, জীবন যাপন করতে হবে হাজার বছর আগের নিয়মে।

তালিবান কোভিড ভ্যাক্সিনও ব্যান করে দিয়েছে।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



আফগানী মেয়েরা হলো মানুষ, পুরুষেরা জল্লাদ।

২৮| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৫

রাজীব বলেছেন: কেউ কেউ বলছে পর্দার আড়ালে তালেবানকে সাহায্য করেছে রাশিয়া ও চীন।
তাহলে কমুনিস্ট ও নাস্তিকদের সাহায্যে তালেবান আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা করলো?

দলে দলে মানুষ বিমানবন্দরে ছুটছে দেশ ছাড়ার জন্য। কিন্তু মক্কা বিজয়ের দিনে কয়জন মক্কা ছেড়ে চলে যেতে চেয়েছে?
আফগানিস্তানে কেমন শান্তির ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে যে মানুষ সেখানে থাকতে চাচ্ছে না?

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



মক্কা বিজয়ের দিনকত হাজারের মাথা কেটেছে, সেটা নিশ্চয় কেহ লিখে রাখেনি।

২৯| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা উনার স্হলে কাউকে প্রাাইম মিনিষ্টার বানায়ে জাতিকে পরীক্ষা করে দেখার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.