|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
 
   
ঘোষণা দিয়ে আফগানিস্তান থেকে উইথড্র করার দরকার ছিলো না; উইথড্র করার পর ঘোষনা দেয়ার দরকার ছিলো। কয়েক হাজার  আফগানীদের কাছে বিদেশী ভিসা থাকার পরও, তারা বিদেশে চলে যাবার সুযোগ পায়নি ঘোষণা দেয়ার কারণে ; এদের অনেককে তালেবানরা এক সময় হত্যা করবে।
আমেরিকার সাধারণ মানুষ সব সময় আফগানিস্তান থেকে উইথড্র'এর পক্ষে ছিলো; আমেরিকার দরকার ছিলো আফগানদের ইচ্ছানুসারে ভোটে সরকার গঠন করতে দেয়া ও আফগানিস্তান ত্যাগ করা; কিন্তু আমেরিকা তালেবানপন্হীদের ভোটে অংশ গ্রহন করার সুযোগ রাখেনি; ফলে, ভালো শিক্ষিত লোকজন সরকারে এলেও, তারা আফগান জাতির প্রতিনিধি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি; মানুষের কাছে তারা ছিলো, আমেরিকান পুতুল সরকার। 
আফগানিস্তানের সাধারণ মানুষ ও শিক্ষিত লোকজন সব সময় মোটামুটি নিজেদের মাপে সৎ ছিলো, যা আসলে সত জাতি হিসেবে গণ্য হওয়ার মতো নয়। আফগান সরকার ও সরকারের সাথে যুক্ত লোকেরা ২০ বছর আমেরিকান টাকা পয়সা লুট করেছে; ফলাফল, সব মানুষই  আমেরিকান সমর্থিত সরকারের বিপক্ষে ছিলো। ফলে, আমেরিকার উপস্হিতি ছাড়া এই সরকার ১দিনও টিকে থাকার কথা নয়; এখন সেটাই ঘটেছে।
বাইডেন যখন মনস্হির করেছিলো যে, উইথড্র করা হবে, সেটা কোন অবস্হায় প্রকাশ করা ঠিক হয়নি। আমেরিকার প্ল্যান ছিলো ১৮ হাজার  আফগান পরিবারকে আমেরিকা আনার; ২/১ মাসের মাঝে তাদেকে নিয়ে এসে, তারপর দুতাবাসের লোকজনকে সরায়ে সেখানে সাদা পোশাকে শুধু মিলটারীর লোকজনকে  রাখার দরকার ছিলো। এরপর, বিদেশী দুতাবাসগুলোকে ২/৩ দিনের নোটীশে চলে যেতে বলার দরকার ছিলো। এরপর উইতঃড্র করার ঘোষণা দেয়ার দরকার ছিলো। 
আমেরিকা সম্প্রতি করোনা, অর্থনীতি, ভোট ও আফগানিস্তান থেকে উইথড্র নিয়ে খুবই নীচুমানের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।  
 ৩৭ টি
    	৩৭ টি    	 +২/-০
    	+২/-০  ১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৩৬
১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন: 
এসব লোকজন মৌলানা টৌলনা নয়, এরা মগজহীন জল্লাদ; বাংলাদেশে এখন এদের সংখ্যা ভয়ানকভাবে বেড়েছে।
২|  ১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৪৪
১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৪৪
শূন্য সারমর্ম বলেছেন: বাইডেন টস ভাগ্যে আফগান সাধারন মানুষ পরিবর্তে আমেরিকান সাধারন মানুষ পেয়েছেন।
  ১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৪৭
১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন: 
আমি আপনার মন্তব্যটা বুঝতে পারিনি।
৩|  ১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৪৯
১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৪৯
সাসুম বলেছেন: এটা একটা দামী ইস্টেটাস। আপ্নে মাঝে মাঝে উল্টাপাল্টা পোস্ট দিয়া বাচ্চাকাচ্চার মত ক্যাচাল করলেও এই পোস্টের মিনিং ও কথা একদম পুরাপুরি সত্য এবং খুব কম মানুষ এটা উপলব্ধি করতে পেরেছে
পোস্টে পেলাস
  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৪৫
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আমার ভাবনাচিন্তার দৌঁড় অতটুকুই।
৪|  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:০০
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনি কি রিপাবলিকানদের পক্ষের লোক?
  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:০১
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:০১
চাঁদগাজী বলেছেন: 
না, আমি শেখ হাসিনার সমর্থক।
৫|  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:০৮
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:০৮
শূন্য সারমর্ম বলেছেন: বাইডেন নিজের দেশের সাধারণ মানুষকে প্রাধান্য দিয়েছে ঘোষণা দিয়ে।
  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:২৪
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:২৪
চাঁদগাজী বলেছেন: 
আফগানিস্তানের সরকার (পুতুল সরকার ) ও আফগান জাতির  কথা মনে রেখে বিনা ঘোষণায় উইথড্র করার দরকার ছিলো। উইথড্র সম্পুর্ণ হলে, ঘোষণা দেয়ার দরকার ছিলো।
৬|  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:১৪
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: গণ্ডগোল না বাধালে আমেরিকা শয়তানী করবে কীভাবে? সাধারণ মানুষগুলোকে বাঘের মুখে ঠেলে দিয়েছে আমেরিকা।
  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:২৬
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:২৬
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকা আফগান জাতির কেহ নয়, ওরা ওখানে গিয়েছিলো আলকায়েদাকে তাড়াতে। আমেরিকা শয়তান হলে, সভ্যতার শিখরে থাকতে পারতো না, তালেবানেরা থাকতো।
৭|  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:২৮
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:২৮
যাযাবর২৩০৮ বলেছেন: আফগানিস্তানের ত্যাগের পূর্বে আধুনিক অস্ত্র যেগুলো আমেরিকা রেখে গেলো সেসব কিছু তালেবানরা পেয়ে ফেলেছে এই ব্যাপারে আপনার মতামত কি?২০০৮ সালে ISI তালেবানের বর্তমান প্রধানকে ধরে ফেলার পরও আমেরিকা তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়... জিনিসটা সন্দেহজনক নয়?
  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৩৭
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৩৭
চাঁদগাজী বলেছেন: 
তালেবানদের হত্যা করার জন্য আমেরিকা সেখানে যায়নি; তালেবানদের হত্যা করলে, আফগানিস্তানের জনসংখ্যা ৩৩ ভাগ কমে যেতো;  আমেরিকান জেল থেকেও তালেবানদের ছেড়ে দেয়া হয়েছে।
অস্ত্র, মিলিটারী সরন্জাম, এমন কি কিছু যুদ্ধবিমানও চলে গেছে তালেবানদের হাতে। যেই যুদ্ধ বিমানগুলো কাবুল এয়ারপোর্টে আছে, সেগুলো হয়তো আমেরিকা ফেরত নেবে। অস্ত্র ছিলো আফগানদের হাতে, এগুলো রক্ষা করা সম্ভব নয়।
৮|  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৪৭
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৪৭
শূন্য সারমর্ম বলেছেন: আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙ্গেছে‘ – ইমরান খান
  ১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৫১
১৬ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৬:৫১
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকা পাকিস্তানকে আগের মতো খয়রাত দিতে চাচ্ছেে; কারণ, মিলটারী ও সরকার খয়রাতের পুরো টাকাটা ডাকাতী করে। 
৯|  ১৬ ই আগস্ট, ২০২১  রাত ১০:১৮
১৬ ই আগস্ট, ২০২১  রাত ১০:১৮
পাজী-পোলা বলেছেন: আমার ছোট মাথায় একিটা জিনিস ঢোকে না। আমেরিকা কেবল তালেবানদের হাত থেকে আফগানীদের বাঁচাতে এত অর্থ, সৈন্য ব্যয় করলো? আমেরিকা এতটা উদার কীভাবে হল?
  ১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৪
১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৪
চাঁদগাজী বলেছেন: 
২০০১ সালে আমেরিকা ভয়ংকর ক্ষেপে তালেনবানদের পতন ঘটায়ে ছিলো; কিন্তু দেশটিকে কারো হাতে ছেড়ে দিয়ে আসতে পারছি না; একই সাথে, তারা আল-কায়েদাকেও থামাতে পারছিললো না; ওরা আফগানিস্তানকে ছেড়ে আসলে, তালেবানরা ফিরে আসতো; তখ তারা একটি ভালো জাতি গঠেনের চেষ্টা করছিলো।
১০|  ১৬ ই আগস্ট, ২০২১  রাত ১১:২৭
১৬ ই আগস্ট, ২০২১  রাত ১১:২৭
গরল বলেছেন: আমাদের দৈনন্দিন জীবনে লিথিয়াম-আয়ন ব্যাটারীর ব্যাবহার আজকাল অপরিমেয় আর এই ব্যাটারীর মূল দুটি উপাদান লিথিয়াম এবং কোবাল্ট। পৃথিবীর দুইটা দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা হচ্ছে লিথিয়ামের একমাত্র সরবরাহকারী এবং একমাত্র দেশ কংগ হচ্ছে সমস্ত কোবাল্টের যোগানদাতা। যার কারণে এই ব্যাটারী এখনও ব্যায়বহুল। আমেরিকার কাছে ইন্টেল ছিল যে আফগানিস্তানে প্রচুর কোবাল্ট আছে। কিন্তু তার জন্য কোম্পানীগুলোকে নিরাপদে জরীপ চালানোর ব্যাবস্থা করতে হলে সেখানে আমেরিকান সৈন্য না পাঠালে কোনদিনও সম্ভব ছিল না কারণ আফগানিস্তান কোন সাধারণ নিরাপদ দেশ ছিল না। এবং আগে ঘোষনা দেওয়ার উদ্দেশ্য হল একটা সময় বেধে দিয়ে সবাইকে নিরাপদে চলে যাওয়ার ব্যাবস্থা করা। এই ঘোষনার পরও যারা রয়ে গিয়েছিল তারা হয় বোকা অথবা তাদের উদ্দেশ্য ভিন্ন। এত মানুষ, সরজ্ঞাম ও বিনিয়োগ হুট করে সরিয়ে নেওয়া যায় না, এর জন্য ব্যাপক প্রস্তুতি দরকার। এর জন্য এই ঘোষনা যুক্তিযুক্ত বলেই মনে হয় আমার কাছে।
  ১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৬
১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৬
চাঁদগাজী বলেছেন: 
আপনি যা ভাবছেন, সেটা ভাবার মতো কোন ক্লু আমার জানা নেই।
আপনার কথা অনেকটা ভুলেই গিয়েছিলাম; সবকিছু ভালো?
১১|  ১৭ ই আগস্ট, ২০২১  রাত ১২:১৭
১৭ ই আগস্ট, ২০২১  রাত ১২:১৭
হাবিব বলেছেন: আমেরিকা এত সহজে ছাড়ার পাত্র নয়। ওদের চিন্তা সুদূর প্রসারী মনে হয়।
  ১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৮
১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৮
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার মাথায় কোন চিন্তা নেই; মানুষ বলছে, ওখানে আমেরিকানদের প্রান দেয়ার কোন দরকার নেই।
১২|  ১৭ ই আগস্ট, ২০২১  রাত ১২:১৮
১৭ ই আগস্ট, ২০২১  রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: আমেরিকার অন্য কোন উদ্দ্যেস্য থাকতে পারে। কয়েক দিনের মধ্যেই তা পরিস্কার হবে।
  ১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৯
১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৪৯
চাঁদগাজী বলেছেন: 
উদ্দেশ্য কিছু নেই, ওরা বুঝেছে যে, এসব জাতি কোনদিন মানুষ হওয়ার সম্ভাবনা নেই।
১৩|  ১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:০৪
১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:০৪
খেলাঘর০২ বলেছেন: ধৈর্য ধরুন। সামনে আরো খেলা বাকি আছে।
  ১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৫২
১৭ ই আগস্ট, ২০২১  ভোর ৪:৫২
চাঁদগাজী বলেছেন: 
আমার কোন প্ল্যান আমেরিকা কার্যকরী করতে চেয়েছে?
১৪|  ১৭ ই আগস্ট, ২০২১  সকাল ৮:৩৬
১৭ ই আগস্ট, ২০২১  সকাল ৮:৩৬
রানার ব্লগ বলেছেন: তালেবানরা অশিক্ষিত ও বর্বর, এদের দিয়ে আর যাই হোক রাস্ট্র শাসন সম্ভব না
আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশ কে কিছু আফগান নাগরিকদের নেয়ার জন্য অনুরোধ করেছিলো,  সরকার প্রত্যাক্ষান করেছে।
  ১৭ ই আগস্ট, ২০২১  সকাল ৮:৪১
১৭ ই আগস্ট, ২০২১  সকাল ৮:৪১
চাঁদগাজী বলেছেন: 
আফগান মেয়েরা মানুষ, পুরুষেরা জল্লাদ।
১৫|  ১৭ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৭:৪৩
১৭ ই আগস্ট, ২০২১  সন্ধ্যা  ৭:৪৩
পাজী-পোলা বলেছেন: লেখক বলেছেন- "২০০১ সালে আমেরিকা ভয়ংকর ক্ষেপে তালেনবানদের পতন ঘটায়ে ছিলো; কিন্তু দেশটিকে কারো হাতে ছেড়ে দিয়ে আসতে পারছি না; একই সাথে, তারা আল-কায়েদাকেও থামাতে পারছিললো না; ওরা আফগানিস্তানকে ছেড়ে আসলে, তালেবানরা ফিরে আসতো; তখ তারা একটি ভালো জাতি গঠেনের চেষ্টা করছিলো।
কিন্তু আজকে একটা পোষ্টে দেখলাম, বাইডেন নাকি বলেছে তারা শুধু আল- কায়েদাদের মারতেই গিয়েছিলো। আফগানদের সভ্য করতে নয়। অতীতে আমেরিকা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই দায় যেন পরবর্তী প্রেসিডেন্ট কে নিতে না হয় সে জন্য তিনি সৈন্য ফিরিয়ে নিলেন। 
আল-কায়েদাদের মারতে বিশ বছর সময় লাগলো। মিডিয়া যেভাবে দেখিয়েছে বা দেখাচ্ছে, সাধারণ জনগণের সমর্থ ছাড়া তালেবান বিশ বছর লড়াইয়ে কীভাবে টিকে ছিলো? হাসি লাগে- এক সময় যারা বলত তালেবান আমেরিকার সৃষ্টি, আজ তারাই তালেবানদের দেশপ্রেমী বীর যোদ্ধা বলছে।
  ২০ শে আগস্ট, ২০২১  ভোর ৫:৩৪
২০ শে আগস্ট, ২০২১  ভোর ৫:৩৪
চাঁদগাজী বলেছেন: 
বেশীরভাগ ব্লগার নাগরিক হিসেবে নিজের ভুমিকাই বুঝতে পারেন না, এঁরা তালিবানদের ভুমিকা কি করে বুঝবেন?
১৬|  ২০ শে আগস্ট, ২০২১  রাত ১:০৪
২০ শে আগস্ট, ২০২১  রাত ১:০৪
গরল বলেছেন: সব ভালো চাঁদগাজী ভাই, আমি কানাডায় অভিবাসন নিয়েছি প্রায় দুই বছর হল। দশ মাসের মাথায় চাকরি পেয়েছি একটা আমেরিকান কোম্পানীতে। বাসায় বসেই কাজ করি, খাই দাই, ঘুরে বেড়াই। ভালোই কাটছে দিন-কাল। আমি থাকি সাস্কfটুন এ, সাস্কাচুওয়ান প্রদেশে। ব্লগে কেন জানি মজা পাই না আগের মত, তাই আসা হয় না।
  ২০ শে আগস্ট, ২০২১  ভোর ৫:৩৮
২০ শে আগস্ট, ২০২১  ভোর ৫:৩৮
চাঁদগাজী বলেছেন: 
ব্লগ ইন্টারেষ্টিং লাগছে না; তবুও, দেশের শিক্ষিতদের সাথে প্রত্যক্ষভাবে কথা বলার জন্য এটার বিকল্প নেই।
আপনি সঠিক কাজ করেছেন, বাংলাদেশকে নিজের দেশ মনে হয় না; মনে হয়, শেখ হাসিনা ও ব্যুরোক্রেটদের কলোনী।
১৭|  ২০ শে আগস্ট, ২০২১  সকাল ১০:৩৫
২০ শে আগস্ট, ২০২১  সকাল ১০:৩৫
নতুন বলেছেন: আমেরিকা তাদের সম্রাজ্য টিকিয়ে রাখতে সব রকমের চেস্টাই করবে। আর ভুল সিদ্ধান্ত তারাও নিতে পারে। 
আমেরিকা অব্যশ্যই ঝামেলা রেখে যেতে চায় । 
যদি পরিকল্পনা করে, সবার সাথে সমযোথা করে, সব অস্র সরিয়ে নিয়ে, ভোটে সরকার বানিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে সরে আসলে আফগানীদের ভালো হতো কিন্তু আমেরিকা ঐখানে দাতব্য কাজে যায় নাই। তাই তাদের কাছে ঝামেলা মুক্ত সমাধান আশা করিনা। 
তালেবান এসেছে এরা সমস্যা বাড়াবে, সেটা তারা জানে, ঝামেলা বাধালেই মাতুব্বরদের লাভ।
  ২০ শে আগস্ট, ২০২১  সকাল ১০:৫৭
২০ শে আগস্ট, ২০২১  সকাল ১০:৫৭
চাঁদগাজী বলেছেন: 
আমরিকা সম্পর্কে মানুষের অনেক অলীক ধারণা; তাদের কোন সাম্রাজ্য নেই; আমেরিকা মোড়লগিরি করে টাকা হারায়; আমেরিকার মোড়লগিরিকে কাজে লাগিয়ে কিছু আমেরিকান কর্পোরেশ সামান্য লাভবান হয়। আফগানিস্তানে আমেরিকা যেই টাকা ঢেলে গেছে, আফগানরা এই পরিমান টাকা আর দেখবে না; কাবুলের অনেক ব্যাংক বন্ধ হয়ে যাবে; সরকারের অর্ধেক লোকের চাকুরী থাকবে না, ওরা বেতন দিতে পারবে না।
১৮|  ২০ শে আগস্ট, ২০২১  সকাল ১১:৫৯
২০ শে আগস্ট, ২০২১  সকাল ১১:৫৯
নতুন বলেছেন: আমরিকা সম্পর্কে মানুষের অনেক অলীক ধারণা; তাদের কোন সাম্রাজ্য নেই; আমেরিকা মোড়লগিরি করে টাকা হারায়; আমেরিকার মোড়লগিরিকে কাজে লাগিয়ে কিছু আমেরিকান কর্পোরেশ সামান্য লাভবান হয়।  
বর্তমান বিশ্বে কোন সম্রাজ্য চলছে? 
চৈনিক সম্রাজ্য, আমেরিতান সম্রাজ্য নাকি রাসান সম্রাজ্য? 
এখন আগের মতন দেশ দখল করে না কিন্তু সামরিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব বজায় রেখে সুবিধা নেয়।
  ২০ শে আগস্ট, ২০২১  বিকাল ৫:১৪
২০ শে আগস্ট, ২০২১  বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন: 
বিশ্বে আমেরিকান ক্যাপিটেলিজমকে অনুসরণ করছে বেশীরভাগ জাতি; বিশ্ব চীনাকে ব্যবহার করে চুরি শিখছে, বিশ্ব রাশিয়াকে অনুসরণ করে অন্যায় করা শিখছে; যারা ইউরোপকে অনুসরণ করছে, তারা সভ্যতার সাথে মিল রাখে ভালো জীবনের দিকে যাচ্ছে। 
আমেরিকা যেখানে গেছে, সেখানেই টাকা হারিয়েছে।
  ২০ শে আগস্ট, ২০২১  বিকাল ৫:১৫
২০ শে আগস্ট, ২০২১  বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকান সরকার লাভবান হয়েছে সৌদী আরবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৩১
১৬ ই আগস্ট, ২০২১  বিকাল ৫:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মৌলানা আজহারী সাহেব তালেবান শব্দ উচ্চারণ করেন না। তিনি বলেন, ছাত্র।
এখন কথা হচ্ছে এই ছাত্ররা তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করছে না কেন?