নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশ থেকে না পালিয়ে, আফগানদের দরকার ছিলো, হাতে অস্ত্র তুলে নেয়া

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১০



আফগানরা কি বুঝতেছে যে, "সব তালেবান" আফগান নয়; এদের অর্ধেকের কাছাকাছি হতে পারে পাকিস্তানী, কাশ্মীরী, চেসনিয়ান, উজবেক, ইরানী ও ইয়েমেনী জংগী; ২/১ হাজার বাংগালীও পাওয়া যেতে পারে; আলকায়েদা থেকে শুরু করে লস্কর, মস্কর মিলাে ২২টি জংগী সংস্হা তালেবানদের দলে আছে।

আফগানরা অস্ত্র হাতে নিলে, তালেবনারা এভাবে দেশ দখল করতে পারতো না; ওরা কিছু অন্চল দখল করার পর থেমে যেতো; ওরা অশিক্ষিত ও কমবুদ্ধিমান জংগী; অবশেষে তালেবনারা পরাজিত হতো।

তালেবানদের সংখ্যা ৭০/৭২ হাজার; দেশের তাদের সমর্থক দেড়কোটীর মতো; তালেবান-বিরোধী মানুষেৃ সংখ্যা ১ কোটীর থেকে বেশী; অনেকেই আমেরিকা-বিরোধী হওয়াতে, মনে হচ্ছে যে, পুরো আফগানিস্তানই তালেবান। তালেবান-বিরোধীরা ঐক্যবদ্ধ নয়, তারা যুদ্ধ করার ট্রেনিং পায়নি; তবে, প্রায় সব আফগানই অস্ত্রের ব্যবহার জানে।

আফগানদের পেছনে পাকিস্তান ও ইরান আছে; নতুন করে ওদের পেছনে দাঁড়ায়েছে চীন ও রাশিয়া; স্হানীয় তালেবানরা বিবিধ গোত্রের মানুষ, ওদের মাঝে ঐক্যের জন্য কোন তত্ব নেই; ওদের একটা তত্ব, এরা গুহাবাসী জংগী। চাীন ও রাশিয়া নিয়ে এদের ভেতর ঐক্য থাকবে না; তালেবানদের বড় অংশ উইগুরদের জন্য যু্দ্ধ করতে প্রস্তুত। আবার রাশিয়া যেই আশা নিয়ে তালেবানদের সাহায্য করছে, তা'হলো চেসনিয়া ও আমেরিকান বিরোধীতা; চেসনিয়া নিয়ে রাশিয়ানরা তালেবানদের সমর্থন পাবে না; তালেবানদের দলে, অনেক চেসনিয়ান আছে।

আগানদের ভুল, অশিক্ষা ও নির্বুদ্ধিতার কারণে এই সমস্যার শুরু হয়েছে ১৯৭৩ সালে; ইহা ক্রমেই খারাপ হয়ে ১৯৯৭ সালে পাকী ষড়যন্ত্রের ফলে তালেবানদের হাতে চলে যায়; লাখ লাখ মানুষের প্রাণ গেছে, জীবন হয়ে গেছে গুহা মানবের কাছাকাছি; সমানের দিন গুলোতে কি হবে, বুঝা যাবে ২/১ মাস পর।

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩১

নতুন বলেছেন: নেতা না থাকলে যুদ্ধ হয় না।

আমেরিকা যেই আফগানীদের ট্রেনিং দিয়েছিলো তাদের নেতৃত্ব দেওয়ার মতন কেউ ছিলো না তাই যুদ্ধ হয় নাই।

চায়না আফগানীদের টাকা পয়সা দিয়ে এগিয়ে আসবে বলে আমার ধারনা।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষ রুখে দাঁড়ালে, তাদের থেকে নেতা আসতো। মানুষ সেনাবাহিনী ও সরকারের দিকে চেয়েছিলো।

২| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: পাঞ্জশিরে বিদ্রোহ শুরু করেছে আফগানরা । আহমেদ শাহ মাসুদের পুত্র লিড দিচ্ছে । আশপাশের দুটি জেলা তালিবান মুক্ত করেছে এরা । এটা কাল রাতের খবর ।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩১

চাঁদগাজী বলেছেন:



দেশ ও জাতির প্রতি সন্মান নেই সাধারণ মানুষের।

৩| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন: ঘুরে ফিরে সেই একটি শব্দই দরকার " ঐক্য"।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩১

চাঁদগাজী বলেছেন:



জাতির মাঝে কিছু ব্যাপারে অলিখিত ঐক্য থাকে।

৪| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

তানভির জুমার বলেছেন: @শাহ আজিজ । পাঞ্জশিরে এলাকায় আমরুল্লাহ সালেহ আছে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে. এখন ঐ এলাকার বাসিন্দা বলতেছে আমরুল্লাহ সালেহ কে ঐ এলাকা থেকে বের করে দিতে ঐ এলাকার বাসিন্দারা তালি"বা.নের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়তে চায় না.

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, তালেবানদের বিপক্ষে যেকোন খবর আপনাকে আহত করছে?

৫| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৬

তানভির জুমার বলেছেন: আফগান সরকার ছিলো A-Z দুর্নীতিগ্রস্ত আমাদের মত আরকি, দুর্নীতিগ্রস্ত একটা সরকারে প্রধানত গরীব এবং মধ্যেবিত্তরা কষ্টে থাকে , যারা এলিট বা ক্ষমতায় থাকে তার লাক্সারি জীবনযাপন করে। কিছু শহর অঞ্চল ছাড়া সব জায়গায় তালেবানদের মানুষ স্বাগত জানিয়েছে। তালিবান কঠোরভাবে ধর্মীয় কিন্তু তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, জামাত-রাজাকারেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলো, আপনি উহাতে অংশ নিয়েছিলেন, নাকি মিস করেছেন? জংগীদের ন্যায় বিচারটা কেহ চাহে না।


৬| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: @তানভির জুমার

আমি পপি চাষি তালেবানও চাইনা ।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের মাঝে তালেবান মনোভাবের অনেক লোকজন।

৭| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৩

তানভির জুমার বলেছেন: @শাহ আজিজ ইতিহাস পড়েন, তালিবানই কিন্তু ক্ষমতায় এসে পপি চাষ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। বর্তমান তালিবান কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। ধর্মীয় কঠোরতা বন্ধ করেছে। কথা বলার ধরন পরিবর্তন হয়েছে। অন্য দেশের মিডিয়া এংর রাজনৈতিক ব্যাক্তিদের সাথে কেমন ব্যবহার করতে তা শিখিছে। আমার মনে হয় না তালিবান ক্ষমতায় যেতে পারবে, গেলেও খুব বেশী দিন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ জাতিগত সমস্যা আর পৃথীবির তাবত মিডিয়া তালিবানের বিরোদ্ধে। ইরাক যুদ্ধ বাধানোর ক্ষেত্রে মিডিয়া অনেক বড় ভূমিকা ছিল। আফগানিস্তানেও তালিবানের বিরোদ্ধে মিডিয়া অনেক প্রোপাগান্ডা চালাবে।

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনার নিজস্ব ইতিহাস আছে?

৮| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৭

রানার ব্লগ বলেছেন: তালেবান সন্ত্রাসী গোষ্ঠী, ছিলো আছে থাকবে !!!! তালেবানদের যারা সমর্থন করে তারাও দেশ ও পৃথিবির জন্য ক্যান্সার স্বরুপ। এদের মূল কান্ড সব পুড়িয়ে ফেলে পৃথিবীকে সুস্থাতা দেয়া মানুষের নৈতিক কর্তব্য !!!

২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


বেদুইনতত্ব যেখানে গেছে, উহা মানবতাকে ধ্বংস করেছে।

৯| ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৪০

তানভির জুমার বলেছেন: @ চাঁদগাজী এটা পড়ে দেখেন আপনাদের কথিত মিডিয়া রিপোর্ট করেছে। কিভাবে তালিবান পপি উৎপাদান পুরোপুরি বন্ধ করেছিল। আমেরিকার হামলার পর কিভাবে পপি উৎপাদান বাড়িয়েছে। আমেরিকার দখলদারিত্বের সময়কালে পপি উৎপাদান সবচেয়ে বেশী হয়েছে। আমেরিকা কৃষকদের টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে সর্বোচ্চ পপি উৎপাদান করিয়েছে এবং বাজারজাত করেছে। Click This Link

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



তালেবানদের বেতন কোথা থেকে আসবে?

আমেরিকা ও ইউরোপ পপির গ্রাহক, এটা সবাই জানে। আদি সময়ে বাংগালী সমাজেও আফিম ছিলো। আফগান ও পাকীরা আফিম ব্যতিত দিন অতিবাহিত করতে পারে না।

১০| ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০০

রানার ব্লগ বলেছেন: বাইডন অন্যভাবে এটাই বলেছেন যে আফগানদের নিজেদের জন্য অস্র হাতে তুলে নিতে হবে।

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


বাইডেন ঠিক কাজ করেছে। ২টি ভুল করছে: (১) উইথড্র করার কথা বলার দরকার ছিলো না (২) কোন আফগানকে আমেরিকা আনা উচিত নয়।

১১| ২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আফগান-তালেবান খেল তো শুরু। এ খেলার আরো বেশ কয়েকটি ধাপ সামনে অপেক্ষা করছে, নিয়মিত চোখ রাখুন।

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



মুসলমানদের জীবনটাকে দোযখে পরিণত করেছে কিছু ইসলামী জংগী।

১২| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


@তানভির জুমার,

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে গত কয়েক বছরে পপি চাষ বেশ বেড়েছে? কারা এই পপি চাষ করছে বলে মনে হয়?

১৩| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৮

ঊণকৌটী বলেছেন: এর জেরে আগামি তে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া তে আগামী কয়েক মাস বা বছর পরিস্থিতি খুবই বাজে ভাবে পাল্টে যাবে যুদ্ধের আগুনে পুড়ে যাবে সবাই, ক্যাপ্টেন মোদী আরো দশ বছরের জন্য নিশ্চিন্ত

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



ইরান, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, সবাই ধর্মীয় জংগীবাদে উৎসাহিত; আমাদের কোনদিকে যাওয়া উচিত?

১৪| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: আগুনে পুড়িয়ে নারীদের শুদ্ধ এখন করছে। তাই দেখে কিছু মুছলিম পুরুষের কি উল্লাস! জনে জনে ডেকে ডেকে ইছলামে নারী কত সন্মান পায় তা বুঝাতে উদগ্রীব হয়ে উঠেছে!

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইসলাম ধর্মের নিয়মকানুন হলো বেকুবদের বড় বড় আবিস্কার।

১৫| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৫

ইলি বলেছেন: সাধারন আফগান রা প্রতিরোধ করলে তালেবান পালানোর পথ খুজে পেতনা।

২২ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


কাবুলীওয়ালারা লতার মতো, এরা অন্যের গায়ে জড়িয়ে থাকছে সব সময়; এখন আমেরিকা ও ইুরোপে পালানোর সুযোগ পেয়েছে

১৬| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৫

ইলি বলেছেন: সাধারন আফগান রা প্রতিরোধ করলে তালেবান পালানোর পথ খুজে পেতনা।

২২ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



এসব মোল্লাপোল্লার মাথায় মগজ আছে নাকি? মানুষ লাঠি নিয়ে দাঁড়ালে জংগীরা আবার পাকিস্তানে পালাতো।

১৭| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনে এই আফগান গুহামানবদের কয়েকটাকে আমেরিকায় নিয়ে যুদ্ধের ট্রেনিং দেন। মিলবে ভালো!

২২ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় কেহ ইহা করতে পারে না; তবে, বাইডেন অকারণে কিছু আফগানী লোকজনকে আনছেন, যাদের একাংশ আমেরিকার জন্য বিপদ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.