নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৮ জন ব্লগার ও প্রথম পাতায় ৯টি শুন্য মন্তব্যের পোষ্ট

২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪



আপনারা ঘুম থেকে উঠে কি করেন, আমি জানি না; আমি ঘুম থেকে উঠার পর, একবার সামুতে যাই; দেখি, পড়ার মতো নতুন কোন পোষ্ট আছে কিনা, কমপক্ষে বেশী কমেন্টসহ কোন পোষ্ট আছে কিনা সামনের পাতায়; এবং কতজন ব্লগার লগিন করা অবস্হায় আছেন। আজকে আমেরিকান সময় সকাল ৫'টায় সামুতে এসে দেখি, ১৮ জন ব্লগার লগিন অবস্হায় আছেন, এবং ১ম পাতার ৯টি পোষ্টে ০ (শুন্য ) মন্তব্য; এগুলোর বেশীরভাগই কবিতা।

১৮ জন লগিন-করা ব্লগারের নাম পড়ে বুঝলাম, এঁদের মাঝে, আমিসহ মাত্র ৩ জন ব্লগার কিছু পড়ে কমেন্ট করতে পারেন, বাকীরা ওখানে লগিন অবস্হায় থাকবেন, এক সময় লগআউট করে চলে যাবেন। আমি একটি পোষ্ট পড়ে কমেন্ট করলাম, লেখক উত্তর দিলেন! সেই লেখক কখন শেষবার কমেন্ট করেছেন, সেটা চেক করে দেখলাম, ২০১৯ সালের মাঝামাঝি; আমার জন্য ভালো খবর হলো, উনার শেষ ২ দুইটা মন্তব্যের একটা হলো আমার এক পোষ্টে!

পোষ্ট কেন শুন্য মন্তব্য কপালে ধারণ করে কাঁদতে থাকে? মুল কারণ হলো, পোষ্টের ভেতর কিছু নেই, উহা কোন না কোনভাবে মন্তব্যের অনুপযুক্ত! ১ম পাতায় দেখলাম, এক কবির ১টা কবিতা ২ বার এসেছে; ঘন্টা'খানেক চলে গেছে, কবি টের পায়নি যে, পোষ্টটা ২ বার এসেছে; ইহা অনেকের ক্ষেত্রে ঘটে, এটা দায়িত্বহীনতার স্বাক্ষর।

কয়েকজন সিনিয়র ব্লগার লগিন করা অবস্হায় থাকেন, এদেরকে আমি কোন কিছু পড়তে দেখি না, মন্তব্যও করেন না; কালেভদ্রে কিছু একটা লেখেন, কিন্তু পাঠক পান না।

১ম পাতায় শুন্য মন্তব্যসহ ৯টি পোষ্টের প্রতিটি থেকে ২/১ লাইন করে পড়েছি, আমাকে টানেনি, আমি মন্তব্য করিনি; আমি দেখতে চাই, এর মাঝে কয়টি পোষ্ট শেষ অবধি ০ মন্তব্য নিয়ে সামুর ২য় পাতায় চলে যায়।

ব্লগারদের নিজের প্রতি সন্মান থাকা উচিত, তাঁর লেখা যেন শুন্য মন্তব্য কপালে ধারণ করে ২য় পাতায় না যায়; অবস্হা সেই রকম দেখলে, পোষ্ট সরিয়ে নেয়া উচিত। আজকাল, আমার পোষ্টগুলো কঠিন সময় পার করছে; আমি যখন দেখি যে, ১ম পাতায় থাকাকালীন সময়ে পোষ্ট ১০টির কম মন্তব্য পেয়েছে, আমি উহাকে সরায়ে দিই; আমার কোন পোষ্ট কম মন্তব্য পেয়ে "আলোচিত ব্লগ"এর পাতায় চলে গেলেও আমি উহাকে সরায়ে দিই। ব্লগারদের চেষ্টা করতে হবে, লেখা যেন ০ মন্তব্য নিয়ে ঘুমাতে না যয়!



মন্তব্য ৬৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫

মীর সাজ্জাদ বলেছেন: মন্তব্য না পেলে মুছে ফেলতে হবে, এটা কেমন কথা। আপনি মুছে ফেলেন এটা শুনে রীতিমতো অবাক হলাম।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



পাঠক যদি পছন্দ না করে, উহা থাকার কি দরকার?


২| ২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৮

শেরজা তপন বলেছেন: ব্লগে এমনিতেই মন্তব্যের খড়া চলছে- তার উপরে শুক্রবারে অবস্থা আরো খারাপ হয়।ব্লগে এমন দু চারজন সিনিয়র ব্লগার আছেন যারা মাঝে মধ্যেই নিজেরা পোষ্ট দেন কিন্তু কখনোই কোন মন্তব্য করেন না , এমনকি নিজের পোষ্টের মন্তব্যের উত্তর দিতেও তাদের অনীহা। কয়েকজন পছন্দ সই দু একটার দায়সারা গোছের উত্তর দেন।
অন্যের পোষ্টে মন্তব্য ও কারো মন্তব্যকে সমীহ ও তার মন্তব্যের সঠিক প্রতিউত্তর না দিলে অনেককেই অল্প মন্তব্য বা মন্তব্যহীন থাকতে হবে- এইটাই রিয়েলিটি।
আমি মনে করি কবিতা ও গদ্য সাহিত্যের জন্য একই পরিমান যায়গা বরাদ্দ করা উচিত।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


সামুর ৯০ ভাগ কবিতার ভেতর পাঠক কিছুই খুঁজে পান না, অনেকটা অর্থহীন; কবিতা হলো সাহিত্যের কঠিনতম শাখা; কিন্তু অনেকেই সাহিত্যচর্চার হাতেখড়ি এখান শুরু করতে চান; ফলাফল, ভালো হয় না।

৩| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৭

জুন বলেছেন: খুবই দুঃখজনক । অনেকে আছেন এর মধ্যে নতুন ব্লগাররাও কারো পোস্টে মন্তব্য তো দূর তাদের পোস্টে মন্তব্য করলেও তাঁর উত্তর দেয়ার প্রয়োজনটুকুও মনে করে না । এরফলে তাদের লেখায় মন্তব্য করার আর আগ্রহ থাকে না ।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


মন্তব্য করা ও মন্তব্যের উত্তর দেয়া কঠিন কাজ। মন্তব্যে অনেক প্রশ্ন থাকে, উহা অনেক লেখককে বিপদে ফেলে দেয়: ব্লগে প্রশ্নফাঁস করা গেলেও, উত্তরফাঁস করার উপায় নেই।

৪| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

শেরজা তপন বলেছেন: কবিতা হলো সাহিত্যের কঠিনতম শাখা; কিন্তু অনেকেই সাহিত্যচর্চার হাতেখড়ি এখান শুরু করতে চান; ফলাফল, ভালো হয় না।[/sb
একজন গদ্য সাহিত্যিকের মনের যেই ভাবটা প্রকাশ করতে দিস্তা দিস্তা কাগজ খরচ করতে হয়- কবি সে কথাটা দু' লাইনে বুঝিয়ে দেন। সেটা বড়ই কঠিন কর্ম। আপনার সাথে সহমত।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



পাঠকের মনে কবি সম্পর্কে পরিস্কার ধারণা না থাকলে ও কবিতায় জীবনভাবনা না থাকলে, উহা পাঠকের মনে থাকে না।

৫| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৮

নজসু বলেছেন:



ব্লগটা যেন কেমন হয়ে গেছে।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। :-B
একবার ব্লগের কি যে ব্যারাম হলো যে, ভিপিএন ছাড়া ঢোকা যাচ্ছিলো না, তখন থেকেই ঝিমুতে ধরেছে যেন।
যারা মাতিয়ে রাখতেন ব্লগ তারা আজ অভিমানী।
যারা জ্ঞানগর্ভ পোষ্ট দেন তারা পাঠকের কাছে আগে থেকে অবহেলিত।
কি আর করা? সুসময়ের অপেক্ষা করা ছাড়া আর কিছু দেখিনা।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:




প্রশ্নফাঁস জেনারেশনের আগে, ব্লগিং'এর ষ্ট্যানডার্ড কিন্চিৎ ভালো ছিলো; এখন ধর্মীয় ব্লগারদের অনুপাত বেশী, সভ্যতা ও বিশ্ব সম্পর্কে এঁদের সাধারণ জ্ঞান একেবারেই অনেক কম; ফলে, ব্লগিং তার গতি হারাচ্ছে।

৬| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: পাঠক মহলের কাছ থেকে মাত্র দশটি মন্তব্য পাওয়াও এখন একটা ভাগ্যের ব্যাপার। তবে আপনি তো পাচ্ছেন মোটামুটি ভালই।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি এখনো কিছু মন্তব্য পাচ্ছি; তবে, ভবিষ্যতে আমার পোষ্টে মন্তব্য কমবে।
এখন যাঁরা একটিভ ব্লগার, সমসায়িক বিশ্ব সম্পর্কে এঁদের অনেকের ধারণা অপরিস্কার।

৭| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

আজব লিংকন বলেছেন: ল্যাপটপে লগইন থাকায় আমি না থাকলেও আইডি অনলাইন দেখায়।
তার উপর মোবাইলে লিখে আমি অভস্থ্য , ল্যাপটপে অভ্র দিয়ে টাইপ করা খুব যন্ত্রণা দায়ক।
যাক এটা আপনার কোন লিখায় খুব সম্ভবত প্রথম কমেন্ট।
বুঝলেন চাদ্গাজী আঙ্কেল।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



এটা যদি আমার পোষ্টে আপনার ১ম কমেন্ট হয়ে থাকে, আপনি নিজকে ধন্য মনে করতে পারেন।
আমি আপনার ২/১টা পোষ্ট পড়েছি, আপনার সম্পর্কে এখনো আমার কোন ধারণা গড়ে উঠেনি।

৮| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫১

আজব লিংকন বলেছেন: সেম হেয়ার, আপনারও সম্পর্কে এখনো আমার কোন ধারণা গড়ে উঠেনি।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ভালো খাবার খান, ব্যায়াম করেন, সময় লাগবে আমাকে বুঝতে।

৯| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

নীল-দর্পণ বলেছেন: আজ একটা পোস্ট দেখেছিলাম ১০০বার পঠিত কিন্তু শূণ্য মন্তব্য! দেখে খুব অবাক লাগলো এবং কৌতুহল হল। পোস্ট পড়ে দেখলাম উনি রুচিতে বাঁধে এমন একটা পয়েন্ট লেখার শুরুতে লিখেছিলেন, শেষে স্টার চিহ্ন দিয়ে আবার বলেছেন সেই পয়েন্ট নিয়ে কেউ জ্ঞান মূলক কিছু যাতে বলতে না আসেন, উনার ইচ্ছা হয়েছে তাই লিখেছেন! বুঝলাম কেন কোন কমেন্ট নাই।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



কিছু ব্গার পাঠকদের কথা ভুলে যান।

১০| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




ইদানিং ব্লগের এমন বাস্তবতাই তুলে ধরেছেন সুন্দরভাবে।
আসলেই পড়ার মতো, কিছু জানার মতো, কিছু শেখার মতো লেখা খুব একটা আসেনা ব্লগে। আমিও যে তেমন কিছু লিখি তা নয়। মূলতঃ কবিতা লেখা আমার পছন্দের কিন্তু সত্যি বলতে কি, ব্লগে কবিতার ভিড়ে আমার কবিতা দিতে ভয় লাগে পাঠক বিতৃষ্ণ হতে পারেন ভেবে।
লেখা না দিলেও অনিয়মিত ভাবে নিয়মিত এখানে আসি । যে লেখাটা পড়ি তা খুটিয়ে খুটিয়ে পড়ি তাই মন্তব্য করতে সময় লাগে বলে গুটি কয়েক পোস্টের বাইরে মন্তব্য করা হয়ে ওঠেনা। বাকী সময় প্রথম পাতার পোস্টের লেখাটুকু পড়ে আলস বসে থাকি।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:




আপনাকে লেখকেরা চেনেন, আপনার মন্তব্যের ওজন আছে।
বাংলা কবিতায় পাঠকের ভাবনাচিন্তা, পাঠকের কথা, পাঠকের কন্ঠ থাকছে না তেমনভাবে, কবি বলতেই থাকেন, বলতেই থাকেন, ইহার শেষ নেই!

১১| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৮

কামাল১৮ বলেছেন: অর্থনৈতিক,রাজনৈতিক ও সামাজিক অবস্থার উপর নির্ভর করে শিল্প সাহিত্য ,এই তিন দিকই খারাপ।তাই শিল্প সাহিত্য অন্ধ কানা গলিতে আটকে আছে।
সমসাময়িক বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ লেখা খোব কম লেখক লিখেন।তার পরও সামুর অবস্থা ভালো,অন্য গুলোর আরো খারাপ।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:



সামু থেকেই বুঝা যায়, বাংলাদেশের ভবিষ্যত খারাপ।

১২| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৭

ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য পাওয়ার ক্ষেত্রে আমার পোস্টের বাজার বরাবরই খারাপ।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


করোনা নিয়ে প্রেসিডেন্টকে গালি দেন।

১৩| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫১

শূন্য সারমর্ম বলেছেন: সময়ের সাথে দেশের মানুষ অখাদ্য খাবে;ভুলভাল ভাববে,অপ্রয়োজনীয় পোস্ট দিবে, মানহীন কমেন্ট করবে।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের ব্লগিং ভালো দিকে যাবার কথা; প্রতিদিন শুনছি, আল্লাহ আমাদের সবকিছুর জন্য "তওফিক" দিবেন; উহা এসে গেলে, ব্লগ ওয়াল ষ্ট্রিট জার্নালের মতো লাফ দিবে।

১৪| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

বলেছেন :আমাদের ব্লগিং ভালো দিকে যাবার কথা; প্রতিদিন শুনছি, আল্লাহ আমাদের সবকিছুর জন্য "তওফিক" দিবেন; উহা এসে গেলে, ব্লগ ওয়াল ষ্ট্রিট জার্নালের মতো লাফ দিবে।

:আল্লাহ তওফিক দিলে এত দিনে দিয়ে দিতো;ব্লগের তওফিকের উপসর্গ হবে প্রথম পাতার ৭০% ধর্মীয় পোস্ট।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধর্ম নিয়ে ক্যাচাল লিখলে পাঠক বাড়বে, ফেরেশতারা লগিন করবেন।

১৫| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৭

রাকু হাসান বলেছেন: সামনে আরও কঠিন সময় আসবে। তবে ইদানীং ভিজিটর সংখ্যা বেড়েছে দেখছি।মোবাইল ডাটা ব্যবহার করে প্রবেশ করার সমস্যাটা সমাধান হলো কি!

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:




যাদের করোনা হবে, তারা কবিতা লিখতে পারবেন না, রাজনীতি বুঝবেন না, ফাঁসকরা প্রশ্ন দিলেও উত্তর খুঁজে পাবেন না।

১৬| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগের বাস্তবিক অবস্থা । অনেক ভালো লেখাতে মন্তব্য পড়ে না। পাঠ সংখ্যাও কম। আগে একসময় আমার সাধারণ মানের লেখাতেও বেশ মন্তব্য পেতাম, ভালো লাগতো।

তবে আমি মনে করি পাঠ এবং মন্তব্য লেখার মান নির্ণয় করে না। কেউ আপনার লেখা পড়ছে না , এটা তার ব্যর্থতা । লেখকের নয়।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগের পপুলেশনকে দেখতে হবে ও বুঝতে হবে; সেই অনুসারে লিখতে হবে; কমেন্ট হতে হবে শক্তিশালী

১৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৯

ডার্ক ম্যান বলেছেন: প্রেসিডেন্ট রসিক মানুষ, গালি দিতে পারুম না।
আমার হয়ে আপনি দিয়ে দেন।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


উনার ঠিকানা হচ্ছে: মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিংগাপুর। আপনি এটার উপর লিখতে পারেন।

১৮| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: একজন ব্লগার হিসেবে আমাকে কিছু বলুন। মানে আমার ব্লগ ব্লগিং ঠিকঠাক আছে কি না? বা কি করে ভালো করতে পারি?

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং এখনো পপুলার; তবে, আপনি ঢাকার সাধারণ মানুষের জীবন নিয়ে লিখলে ভালো হতো।

১৯| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৭:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



কারো পোষ্ট কেন মন্তব্যহীন থাকে, আবার তার থেকে
তুলনামুলকভাবে গুনে মানে কম কারো পোষ্ট কেন মন্তব্য
পায় সেটা মন্তব্যহীন পোষ্টদাতাদের নীজেদেরকেই ভাবতে
হবে । তবে আমার ধারনা তারা জানেন কেন তারা
পাঠকের কাছ হতে মন্তব্য পান না । এটা জেনেও তারা
কিন্তু সে পথ মারান না, মানে তারা মন্তব্য পেতে ও দিতে
কোনটিতেই আগ্রহী নন । যেন তেন ভাবে একটি
পোষ্ট ডেলে দেয়াকেই গুরুত্বপুর্ণ বলে মনে করেন
তারা । যাহোক, আপনার এই পোষ্টের সুবাদে
অবস্থার কিছুটা উন্নতি হোক সে কামনাই করি।

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে সবাই লিখতে চান, কিন্তু লেখার মতো জ্ঞান বেশীরভাগেরই নেই।

২০| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৮:০৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনি কি কাজ করেন?

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


আমি মেকানিক্যাল ইন্জিনিয়ার, এখন রিটায়ার্ড।

২১| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: বাহ আপনি ম্যাকানিকাল ইঞ্জিঃ আমিও তাই !!!

আজকাল লোকজন আনেক অলস হয়ে গেছে এই আমি এক সময় সকাল ছটায় উঠে জেতাম এখন উঠি নয়টা বাজিয়ে।

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি ৯ উঠেন, আপনি চাকুরী করেন, নাকি অন্য কিছু করেন?

২২| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৫

নিমো বলেছেন: ব্লগে গুন-মান সম্পন্ন মন্তব্যের অভাব সব সময়ই ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকার সম্ভাবনা আছে। চা দিন, মুড়ি খাই, চানাচুর নাই, কোক, পেপসি, তেহারি, বিরিয়ানি, বার্গার হলে ভাল হয়, ইট পেতেছি, এখন সিমেন্ট,বালু কিনতে যাচ্ছি ধরণের মন্তব্যের আধিক্য অতীতে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। পিঠ চাপড়া-চাপড়ি, চুলকা-চুলকি, খামচা-খামচির মন্তব্য করা সহজ। কারণ এর জন্য কোন মনন, মেধা, জ্ঞান-প্রজ্ঞার দরকার নেই। তাই এর ঢালাও সমাহার দেখেও বিচলিত হপয়ার কিছু। পৃথিবীর অনেক কিছুই তার সম-সাময়িক সময়ে সমাদৃত না হয়ে, পরবর্তীতে হয়েছে।

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:




আপনি ব্লগে কিছু পড়ে কোনদিন মন্তব্য করেননি, ইতিহাস কি?

২৩| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৯

মাস্টারদা বলেছেন: সবচেয়ে দামি মনে হল যে কথাটা _ সবারই আত্মমর্যাদা বোধ থাকা উচিত। (ব্লাগারদের শুধু কেন? সবারই থাকা উচিত।)
সাথে থাকা উচিত পরমত সহিঞ্চুতা। আর নিজে কী বুঝিনে _সেটাও বুঝবার ক্ষমতা।
মন্তব্যহীনতার যথার্থ কারণগুলোই ধরেছেন। তবে মুছে ফেলার মন্তব্যটা বোধহয় ব‍্যক্তিগত তবে ভালো। স্থান-কাল-পাত্র অনেক কিছুর মন্দ-ভালো নির্ণয় করে দেয়।

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এলে লিখতে হয়, পড়তে হয়, মন্তব্য করতে হয়।

২৪| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০২

হাবিব বলেছেন: লেখা পড়ার এবং লেখার সুযোগ পাচ্ছি না। তবে আপনার এই লেখা এবং মন্তব্য-প্রতিমন্তব্য সবই পাঠ করলাম। পোস্ট উপভোগ্য ছিলো।

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের লেখকদের আচরণ, দৃষ্টিভংগি, ভাবনাচিন্তা, ইত্যাদি একটু আজব ধরণের; সময়ের সাথে মিল নেই তেমন।

২৫| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭

রানার ব্লগ বলেছেন: আমার অফিস শুরু হয় ১০ টা ৩০ থেকে তাই নয়ে ঊঠলে সমস্যা হয় না। সারে দশটা থেকে রাত আট টা পর্যন্ত আমার অফিস !!!

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:




আচ্ছা; তবে, বিকেল ৫'টার পর অফিস চালু রাখাটা অস্বাস্হ্যকর।

২৬| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৮

হাবিব বলেছেন: সমসাময়িক ভাবনার লোক কম। মেধা খরচ করা লাগে। আমাদের মেধা সব স্ক্রল করে করে শেষ করে দিচ্ছি ফেসবুকে। সকাল থেকে মধ্যরাত অবধি।

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


সব ছাত্রকে ফেইসবুকে মাষ্টার্স ডিগ্রি দিয়ে দিলে ল্যাঠা চুকে যেতো; এতো পরীক্ষা টরিক্ষা নিয়ে ভাবতে হতো না।

২৭| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০০

হাবিব বলেছেন: টেকনোলজি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমরা টেকনোলজিকে সঠিক ভাবে ব্যবহার করতে পারছি না।

২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশের মানুষের গড় শিক্ষা, টেকনোলোজিক্যাল জ্ঞান ও দেশের সামগ্রিক অবস্হা নীচু মানের, ইহা সমসাময়িক টেকনোলোজীতে দক্ষতা অর্জনের সহায়ক নয়। দেশের পরিচালকদের এসব জ্ঞান নীচু মানের।

২৮| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৩

নিমো বলেছেন: লেখক বলেছেন:আপনি ব্লগে কিছু পড়ে কোনদিন মন্তব্য করেননি, ইতিহাস কি?
ক্ষমা করবেন। এটা কি কেবল আমার এই বক্তব্যের জন্যই, নাকি আমার করা ১৮৭টা মন্তব্যকেই আপনি অভিযুক্ত করছেন ? সেটা হয়ে থাকলে আপনার এই বক্তব্যকে sweeping statement হিসেবে গ্রাহ্য করব। নতুবা যদি খানিকটা ব্যাখ্যা করেন (আমি আবার টিউবলাইট কিনা, ধীরে জ্বলি), তাহলে ইতিহাস-পাতিহাস ঘাঁটার চেষ্টাটা করা যাবে।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



একজন ব্লগার সাড়ে ৪ বছরে যদি কিছুই না লেখেন, ইহা চিন্তার বিষয়; কোন ইতিহাস আছে নাকি?

২৯| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৫

নিমো বলেছেন: লেখক বলেছেন:একজন ব্লগার সাড়ে ৪ বছরে যদি কিছুই না লেখেন, ইহা চিন্তার বিষয়; কোন ইতিহাস আছে নাকি?
না কোন ইতিহাস নেই। আপনি ব্লগার বলতে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন কোন ব্যক্তিত্ব বা কিছু একটা বুঝাতে চান, আমি তেমন কিছু নই, খুব সাধরণ একজন।
এই ব্লগের শুরুতে হাসিন হায়দার, রাগিব হাসান, মেহদী হাসান খান, অমি আজাদ, পিয়াল, হোরাস, ত্রিভূজদের আমলে প্রচুর লেখালেখি করেছি। আমি মূলত একজন পাঠক, পড়তে ভালোবাসি। এক সময় কম্পিউটার নষ্ট হওয়ায় লেখালেখিতে সাময়িক বিরতি ঘটে। তারপর কর্মব্যস্ততা, পরিবার, সংসার আরও নানাবিধ কারণ একটা দীর্থ বিরতিই হয়ে যায়। এর পর শাহাবাগের ঘটনায় বিএনপি,জামাত,হেফাজত যেভাবে ব্লগকে কলুষিত করার প্রোপাগান্ডা চালিয়েছিল তাতে করে আর ব্লগমুখো হওয়া হয় নি। এখন লেখালেখির চেয়ে শর্টফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেশন এগুলোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে এটাও ঠিক লেখালেখিতে অনেক বিস্তারিত বলার অবকাশ থাকে, অনেক কল্পনাতীত বিষয় এমনভাবে বলা সম্ভব যাকে অস্তিত্বশীল মনে হবে। এখনও মাঝেমধ্যে পথ ভুলে ব্লগে আসি। এসে বিনোদিত হই। একটা উদাহরণ দেই- কয়েকদিন আগেই জনৈক ব্লগার পোস্ট দিলেন সাংবাদিকরা অর্থকড়ি-সুযোগ সুবিধার লোভা বা চাপে পড়ে পরীমনি ইস্যু এনে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতি, গণটিকার নামে তামাশা, করোনা পরিস্থিতির বেহাল দশা আড়াল করছে। কিন্তু এখন তালেবান ইস্যুতেও সকল মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতি, গণটিকার নামে তামাশা, করোনা পরিস্থিতির বেহাল দশা এগুলো আড়ালে চলে গেছে, তবে এখন ঐ নির্বোধের বিবেকের দরজায় তালা পড়ে গেছে। এসব নির্বোধের কাছে তালেবানের মত জঙ্গী সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন। সত্য কথা বলতে ব্লগ তার মৃত্যুদশায় আছে, এখান থেকে ফেরবার আর কোন সুযোগ দেখছিনা। ভালো থাকুন, নিয়মিত লিখুন।

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:




এখন যারা ব্লগে আছেন, তাদের বড় অংশ ছোটখাট নবী, রসুল; এরা আসলে ব্লগার নন। এরা টিকে আছেন ধৈর্যের কারণে, লেখা বা ভাবনার কারণে নয়; এরা আজগুবি বিশ্বে বাস করেন, যেখানে জীবনটা রূপকথা; এরা তাদের চারিপাশে মানুষ দেখতে পানন না, দেখেন জ্বীন, ভুত, ফেরাশতা, বেহেশত, দোষখ।

unction at() {
[native code]
}


unction at() {
[native code]
}

৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:




সামুর শুরুর দিন গুলো নিয়ে লিখতে পারেন। অমি রহমান পিয়াল ও আরিফ জেবতিককে আমি "আমার ব্লগ" ও সামুতে পেয়েছিলাম।

৩০| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: করোনা আমাদের ব্রেইন এর সার্জারী করেছে,
আতন্ক আর অনিচ্য়তা আমাদের নিত্য সঙ্গী

............................................................
অতএব ভালো সমঝদার পেতে হলে অপেক্ষা করতে হবে
মনে, কর্মে ও বাস্তবতায় শান্তি আসুক এই খরা কেটে যাবে ।
অন্তত আমি আশাবাদী ।

৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগারকে জেনে ফেললে, ব্লগিং আসলে এক সময় কষ্টকর মনে হতে পারে: পড়া, মন্তব্য করা, উত্তর দেয়া

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

নিমো বলেছেন: লেখক বলেছেন:এখন যারা ব্লগে আছেন, তাদের বড় অংশ ছোটখাট নবী, রসুল; এরা আসলে ব্লগার নন। এরা টিকে আছেন ধৈর্যের কারণে, লেখা বা ভাবনার কারণে নয়; এরা আজগুবি বিশ্বে বাস করেন, যেখানে জীবনটা রূপকথা; এরা তাদের চারিপাশে মানুষ দেখতে পানন না, দেখেন জ্বীন, ভুত, ফেরাশতা, বেহেশত, দোষখ।
আলোর অভাবই অন্ধকার। কোন একটা নির্দিষ্ট ধারার লেখার বিপরীত লেখার প্রাচুর্য না থাকলে এমনটাই ঘটবে।

লেখক বলেছেন:সামুর শুরুর দিন গুলো নিয়ে লিখতে পারেন। অমি রহমান পিয়াল ও আরিফ জেবতিককে আমি "আমার ব্লগ" ও সামুতে পেয়েছিলাম।
শুরুর দিন নিয়ে লেখার কিছু নেই। প্রতিটা সময়ই তার নিজস্ব রঙে রঙ্গীন। তাছাড়া আমি ঠিক অতীতচারী নই। অমি রহমান পিয়াল ও আরিফ জেবতিক উভয়েই ব্লগকে তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কাজে লাগিয়েছেন এবং সফলও হয়েছেন। এই অভিযাত্রা ব্লগে এখনও চলমান, এতে নিত্য-নতুনের সামিল হওয়াও থেমে নেই।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



অমি পিয়াল, আরিফ জেবোতিক, ইফটেখার মোহাম্মদ, সুশান্ত দাস ( আমার ব্লগের মালিক ) এরা ব্লগার ছিলেন না, ছিলেন ক্রিমিনাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.