নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার সংকট বাড়ছে, হতাশাও বাড়ছে!

৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১



আগামীকাল আফগানিস্তান থেকে উইথড্র'এর শেষদিন! এই ডেডলাইন কে দিয়েছে? কেন এইদিনটি দেয়া হলো? ডেডলাইনটি দিয়েছেন বাইডেনের টিম; কিন্তু উইথড্রতে ডেডলাইন কেন দেয়া হয়েছে, আমেরিকানরা কিছুতেই বুঝতে পারছে না; গত কয়েক সপ্তাহ কেন এই ধরণের ফ্লাইট চালিয়ে মানুষকে কাবুল থেকে বের করা হলো? সঠিক প্ল্যান করে, তাদেরকে স্বাভাবিকভাবে ২/৩ মাস সময় নিয়ে কেন আনা হলো না? আগামীকালের ভেতর যদি সবাইকে আনা সম্ভব না'হয়, যারা থেকে যাবে তাদের কি হবে? এসব প্রশ্নের উত্তর আমেরিকানরা পাচ্ছেন না। বাইডেন ও তার টিম বিবিধ ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু ব্যাখ্যাগুলো সন্তোষজনক নয়, মানুষ হতাশ হচ্ছে।

এয়ারপোর্টে মানুষকে আসতে দিচ্ছে না তালেবান ও অন্যান্য জংগীরা; এয়ারপোর্টের বাহিরে আমেরিকান সৈন্যদের কন্ট্রোল নেই। অনেক আমেরিকান নাগরিক তালেবানদের নিজেদের ডকুমেন্ট দেখাতে চাচ্ছে না, এরা ভয়ে এয়ারপোর্টে আসছে না; এরা আটকা পড়বে।

করোনা নিয়ে হতাশা এখন আকাশচুম্বী, দৈনিক সংক্রমণ গড়ে ১ লাখ ৭০ হাজার, এখন হাসপাতালে ১ লাখ ২০ হাজারের বেশী করোনা রোগী। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি খোলা নিয়ে বিবিধ রাজ্য বিবিধ নিয়ম কানুন অনুসরণ করছে, এবং সরকার থেকে বিপুল পরিমান টাকা দাবী করছে: কেহ কেহ মাস্কের বিপক্ষে, কেহ পক্ষে; এই সমস্যার সমাধান হচ্ছে না।

চাকুরীর প্যাটার্ণ বদলে গেছে, বাড়ী থেকে যারা কাজ করছে, তাদের কাজের প্রোডাক্টিবিটি খুবই কম; এতে করে দেশ দরকারী পরিমাণ দ্রব্য ম্যানুফেকচার করতে পারছে না, জিনিষপত্রের মুল্য বেড়ে গেছে; কিন্তু পারিবারিক আয় কমে গেছে; নারীরা নিজেদের বাচ্চা দেখার কারণে, অর্ধেক নারীর চাকুরী নেই। এদিকে অনেক রাজ্যে প্রায় শতকরা ৬০ ভাগ কর্মচারীর আয়কর মওকুফ করে দেয়া হয়েছে। করোনার সময়ে, মানুষের নৈতিক অধপতন ঘটেছে, অনেকেই আইনের সুযোগ নিয়ে সামর্থ থাকাসত্বেও বাড়ীভাড়া দেয়নি, এতে বাড়ীর মালিকেরা ব্যাংকের মর্টগেজ দিচ্ছে না, সরকারের ঘাঁড়ে তুলে দেয়া হচ্চে এসব। সরকার চিন্তিত হচ্ছে, মানুষের হতাশা বাড়ছে।



মন্তব্য ৫৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৯

জুন বলেছেন: এই রকম হযবরল পরিস্থিতিতে মনে হয় আমেরিকা এর আগে কখনো পরেনি । যখন দেখলো তালেবানরা একের পর এক প্রদেশ জয় করে এগিয়ে আসছে তখন কি নীতি নির্ধারনীরা সবাই বেকুব হয়ে পরেছিল ?? কি অবস্থা ! কালকের মধ্যে কি সব আমেরিকান নাগরিক আর তাদের সমর্থকদের সরিয়ে নিতে পারবে ?? মনে হয় না । যারা আটকা পরবে তাদের অবস্থা হবে সংকটাপন্ন ।

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান নাগরিক ও আমেরিকানদের সাথে ঘনিষ্টভাবে যারা কাজ করেছে, তারা আটকা পড়লে, অনেকের প্রাণ যাবে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। আমেরিকা মগজ হারায়েছে।

২| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



বাইডেন সাহেবদের পষ্চাদের লোকজনদের
ক্যলকুলেশন আনুযায়ী সব হচ্ছে । শুধু দেখে
যান সামনের দিনগুলিতে সারা বিশ্বজুরে আর
কি কি ঘটতে চলেছে। শুধু এটুকু বলতে পারি
আমিরিকানরা বিনাস্বার্থে কিছু করছেনা , সাথে
আছে বৃটিশ মার্কেটিলিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সময় বার্মা ফ্রন্টে জাপানীদের কাছে বৃটিশরা
মার খেতে খেতে পিছনে আসার সময় মিডিয়ায়
বলত সাফল্যজনকভাবে পষ্চাদপসরন , এরা
পিছনে আসাটাকে সাফল্যের দিকে পরিচালিত
করার কৌশলটি ঠিকই জানে ,সময়মত তারা
তা প্রয়োগ করবে ,তখন মিলিয়ে নিয়েন ।

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার একমাত্র লাভ, তাদেরকে আর আফগানিস্তানে ডলার ঢালতে হবে না।
বৃটিশ আফগানিস্তানে আমেরিকান ডলারে লর্ড সেজেছিলো।

৩| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৯

শাহ আজিজ বলেছেন: আফগানদের জন্য এয়ারপোর্ট বন্ধ হওয়াতে সবাই পাক বর্ডারে চলে যাচ্ছে পার হতে । তালেবান বর্ডার নিয়ন্ত্রন করছে যেন অমুল্য রত্ন হারিয়ে ফেলছে । এবার তালেবান বুঝতে পারবে কত পপিতে কত আফিম । কাবুলে মানবিক বিপর্যয় ঘটেছে । বিদেশী সাহায্য সংস্থা প্যাকেটে খাবার সরবরাহ করছে । ব্যাঙ্কে কেউ আসেনা , ব্যাঙ্কে টাকা নেই ।

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



ব্যাংকে যা টাকা ছিলো, সবগুলোই আমেরিকার দেয়া টাকা; এখন ব্যাংকগুলো তালেবানদের সামান্য দিয়ে, বাকীগুলো লুকিয়ে ফেলবে; যারা কাজের নামে আমেরিকান টাকা লুট করে ঘরে রেখেছিলো, তারা ঠিক আছে; যারা ব্যাংকে রেখেছিলো, উহা শেষ।

৪| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

কামাল১৮ বলেছেন: অর্থনৈতিক মন্দা সারা বিশ্বেই দেখাদিবে সেই সাথে বাড়বে রাজনৈতিক অস্থিরতা।আফগান যুদ্ধ আমেরিকার জন্য একটা অতিরিক্ত সমস্যা।এই সমস্যা আরো দীর্ঘদিন ভোগাবে সারা বিশ্ব বাসিকে।

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



বাইডেন ইনফ্রাষ্টাকচার গড়তে ৬ ট্রিলিয়ন চেয়ে ১ ট্রিলিয়ন পেয়েছে।

৫| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতদিন একলা খেলেছিল এখন দোকলা পেয়েছে।

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



বৃটিশের কথা বলছেন?

৬| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এই ইসুতে আমেরিকার বর্তমান অবস্থাকে দুইটি মাত্র শব্দে বলে দেয়া যায়।
কিংকর্তব্যবিমূঢ় লেজেগোবরে অবস্থা।

৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা নিজেই তালেবানদের মতো বুদ্ধির পরিচয় দিয়েছে।

৭| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চায়না বলেছে করোনা মেইড ইন ইউএসএ! উপর থেকে নিচে নিশাও করেছে!!

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


চীনারা আধামানব, একদিন মানুষ খাবে খোলাখুলিভাবে।

৮| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: বাইডেন কি চাচ্ছেন সেটা জানা গেলো অনেক কিছু পরিস্কার হতো।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার আয়ের তুলনায় খরচ বেশী।

৯| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহা, জি ঠিক বলেছেন। তবে তাদের আতঙ্কের নাম মুসলিম!

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা চীনাদের নিয়ে চিন্তিত; আমেরিকান শহরগুলো কিনে নিচ্ছে।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



মুসলমানেরা নিজের থেকে ভিক্ষুক, দরবেশ, যাযাবরে পরিণত হবে।

১০| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:
অতিরিক্ত বোঝা আমেরিকাকে নুইয়ে দিয়েছে; আমেরিকার বিশ্লেষক সমাজ কিভাবে ভাবছে? আপনার পোস্ট টাইপ?

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ভবিষ্যত নিয়ে ভাবার জন্য অনেকগুলো প্রতিষ্টান ও গবেষণা ইনষ্টিটিউট আছে; তারা আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছে।

১১| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৮

তানভির জুমার বলেছেন: গতকাল এই দুই বাচ্চা সহ ৬ জন বাচ্চা এবং দুইজন বেসামরিক নাগরিক কে হত্যা করা হয় কাবুল বিমান বন্দরের পাশে। আমেরিকার ভাষ্য ড্রোন স্ট্রাইকটি করা হয় একটি গাড়ীকে লক্ষ্য করে কিন্তু সরাসরি বাড়ীর উপরে আঘাত করে ড্রোন স্ট্রাইকটি ফলাফল ৬ জন শিশু এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত। গতকাল এই দুই বাচ্চা সহ ৬ জন বাচ্চা এবং দুইজন বেসামরিক নাগরিক কে হত্যা করা হয় কাবুল বিমান বন্দরের পাশে। আমেরিকার ভাষ্য ড্রোন স্ট্রাইকটি করা হয় একটি গাড়ীকে লক্ষ্য করে কিন্তু সরাসরি বাড়ীর উপরে আঘাত করে ড্রোন স্ট্রাইকটি ফলাফল ৬ জন শিশু এবং দুইজন বেসামরিক নাগরিক নিহত।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা অকারণ তাড়াহুড়া করাতে জংগীরা কাবুলে আসতে পেরেছে; বসতি এলাকায়, জংগীদের কন্ট্রোল করার সময় এসব ঘটে থাকে; তবে, আমেরিকা স্বীকার করেছে, ক্ষতিপুরণও দেবে।

১২| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিনাদেরকে আমিও ভয় পাই। ইসলাম শব্দের অর্থ জানলে দরবেশ হওয়ার সময় পাওয়া যায় না।

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


ইসলাম মানে শান্তি, ইসলাম মানে দারিদ্রতা।

১৩| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: বাইডেনের এই হুলুস্থুলের পেছনে আর কোন কারন সন্দেহ করেন ?


আবারো ফিরে আসার ধান্ধা সীমিত সময়ের জন্য । আটক আমেরিকানরা হয়ত ল্যান্ড বর্ডার দিয়ে পাকিস্তান বা উজবেকিস্তান যাবে । তবে কাবুল নিয়ে ঝগড়া ১ সপ্তাহের মধ্যেই শুরু হবে । তালিবান একটা কোয়ালিশন , এখানে একাধিক গ্রুপের ভাগা আছে । মারপিট ছাড়া এদের কোন ম্যানেজমেন্ট স্কিল নেই ।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক আগের মতো থাকবে না; ফলে, সেই এলাকায় কাজ নেই।

১৪| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইসলাম মানে দারিদ্রতা,

ভিক্ষা করা হারাম। মিথ্যা বলা, চুরি, ডাকাতি, প্রতারণা এবং অন্যায় অত্যাচার হারাম। সুদ ঘুষ হারাম। তারপরেও ধনী হওয়া যায়, হজ যাকাত এবং ছদকা তার প্রমাণ। হাল চাষ করলে ভালো ফসল হয়। গরো ছাগল রাখালি করলে ভালো লাভ হয়।

যাক, আমি আল্লাহর আদেশ নিষেধ মানার চেষ্টা করি। সবখানে এখন মিথ্যার রাজত্ব। আল্লাহ কিছুতে হস্তক্ষেপ কেরনে না। সাহায্য চাইলে সাথে সাথে সাহায্য করেন।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



২য় বিশ্বযুদ্ধের পর থেকে সব মুসলমান দেশ ভিক্ষা করেছে।

১৫| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

আমেরিকা মানুষের মনোজগত ম্যানিপুলেট করেছে কিনা জানি না, দেশের মানুষ অটো ভাবতে বাধ্য হচ্ছে "এখানে আমেরিকার নিখাদ ষড়তন্ত্র আছে।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:



ক্যাপিটেলিজম এরকমই

১৬| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

আমেরিকা বিশ্ব থেকে কি এখনো এগিয়ে আছে?

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



অনেকভাবে এগিয়ে আছে: অর্থনীতি, জীবনযাত্রার মান, গবেষণা, শিক্ষা।

১৭| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৫

কালো যাদুকর বলেছেন: বাইডেনতো ফরেন পলিসিএ ভাল বলে জানতাম। এই পলিসি চেঞ্জ অবশ্য ট্রাম্পের আমলে শুরু হয়েছে। তবে এই ডেট টা বাইডেন প্রশাসনের।

আরো পরে বুঝা যাবে কেন এরকমটি করল। তবে মনে হয় আমেরিকা এখন কিছুদিন নিজের ঘর গুছাবে (২ ট্রিলিওন ডলার ইনফ্রাস্টাকচার বিল)।

করোনাতে নীল কালার জবে অনেক অনিয়ম হচ্ছে। যেমনটা আপনি বলছেন। তবে সাদা কালার জব গুলো (যে গুলো রিমোট করা যায়) ঐ সব জবে প্রোডাকটিভিটি অনেক বেড়েছে।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


ঘরে বড় ধরণের অনৈক্য ও অর্থনীতি দুর্বল।

১৮| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৬

কুশন বলেছেন: সাদ্দাম এবং লাদেন ধ্বংস হয়েছে। এখন অপেক্ষা করুন। সমস্ত তালেবানও ধ্বংস হবে।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে।

১৯| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমেরিকার নিজস্ব ক্যালকুলেশন আছে আফগানিস্তান নিয়ে আর সেখানে তালেবান ছাড়াও আমেরিকার আরো কিছু নেপথ্যের মিত্র অবশ্যই আছে। কিন্তু এর বাইরেরও কিছু প্লেয়ার এই গেমে এসে পড়ায় খেলাটা ছক অনুযায়ী হচ্ছে না। সময়ের ব্যাপার - আমেরিকা এই অপ্রস্তুত অবস্থা সামলিয়ে নিবে আর খেলার অগ্রভাগে চলে আসবে অদূর ভবিষ্যতেই।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:



ওখানে কারার কিছু নেই।

২০| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ৩:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তবে্যর জন্য আমি অপেক্ষা করছিলাম।

দেশ এবং জাতির সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। যে ইসলাম ধর্ম পালন করবে সে মুসলমান। কুরআনে সব বিশ্লেষিত আছে। বেশ ধরে মুসলমান হওয়া যায় না।

যাক, এই বিষয়ে আর বকবক করতে চাই না। এখন ফেইসবুকেও আমার সাথে কড়াকড়ি শুরু করেছে। linkedin একরাব প্রায় ব্লক করেছিল, আইডি ভেরিফাই করতে হয়েছিল।

৩১ শে আগস্ট, ২০২১ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ থেকে বেশী ধার্মিক বিশ্বে আর কোথায়ও নেই।

২১| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্যর ঘড় ভাঙ্গায় যে আমেরিকা পারঙ্গম
আজ তার কি দশা !!!
যে চীনকে কেউ গননা করতনা,
সেই চীন দিনে দিনে দানবীয় আকার ধারন করছে ।

৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


আজকের আমেরিকা ও ৫০ বছর আগের আমেরিকা এক নয়।

২২| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৯

বিটপি বলেছেন: ১১ নং মন্তব্যের জবাবে যা বললেন, আমি তো স্পীকার হয়ে গেলাম। মুসলমান শিশু মেরে আমেরিকা আবার ক্ষতিপূরণও দেয়! আমাএরিকা তো সত্যিই মহান হয়ে গেল রে মমিন!

৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি আমেরিকায় বাস করেছিলেন, নাকি আন্দাজের উপর চালিয়ে যাচ্ছেন? বাংলাদেশের মানুষের কাছে আমেরিকা একটি আজব দেশ।

২৩| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধান কি?

৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা কিছুটা দুর্বল হয়ে পড়েছে, এটা ক্যাপিটেলিজমের সমস্যা; দুর্বল আমেরিকা মানে বিশৃংখল বিশ্ব; সমাধান আমেরিকাই করবে, বিশ্ব সমস্যার মাঝে গেলে আমেরিকাকেই এগিয়ে গিয়ে উহার সমাধান বের করবে।

২৪| ৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখক বলেছেন:
বাংলাদেশ থেকে বেশী ধার্মিক বিশ্বে আর কোথায়ও নেই

সুবাহান আল্লাহ !

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


লন্ডনের বাংগালীরা কি রকম ধার্মিক?

২৫| ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

কসমিক রোহান বলেছেন: আমেরিকা গড়ে উঠেছে ভিনদেশী অভিবাসীদের কালো টাকা দিয়ে। নেটিভ আমেরিকান, কৃষ্ণ আমেরিকানদের অনেককে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। আমেরিকার রাষ্ট্র ব্যবস্থাপক-পরিচালকরা কাওয়ার্ড , মানবতার বড় শত্রু - এদের সাথে আছে জিউয়িশ , ফ্রিমেসন, যায়নিস্ট, ইলুমিনাত - এই আমেরিকার অভিবাসী ও সাপোর্টাররা অধিকাংশই মূর্খ, সুবিধা ও উচ্ছিষ্টভোগী কূপমণ্ডূক।

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কি আফগানিস্তান থেকে লগিন করেছেন?

২৬| ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লণ্ডনে আসলে অন্য বিষয়, এখানে সত্যকে স্পর্শ করা যায়। যেমন আমি। আমি তো উভার করি, আল্লাহর স্মরণ আমাকে শান্ত রাখে। আমাদের বেগ এবং আবেগ মাত্রাধিক বেশি। উপরে পড়লে দৌড় দেয়। ধর্ম নিয়ে আমি গদ্য লেখি, আলোচনা করি না। আমি যা বিশ্বাস করি তা লেখি। কাউকে উপাদেশ দেওয়ার মত আমার জ্ঞান নেই।

আপনি অনেক বিষয় জানেন, যা আমি এখনো জানতে পারি নি। আপনার সাথে মন্তব্য বিনিময় হলে অনেক গূঢ়তত্ত্ব জানতে পারি, আমি উপকৃত হই।

বায় দা ওয়ে, আমার ইংলিস উপন্যাস রিরাইট করেছি, পারলে একবার চোখ বুলাবেন। আমাজনে প্রমুট করছি। আমার সাইটে ইবুক আছে।

৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



ইংরেজীতে লেখা বইয়ের প্লট কি লন্ডনের জীবনের উপর, নাকি বাংলাদেশী? আমাকে লিংটি দেবেন।

২৭| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লন্ডর প্লটিং করা। (কাহিনী হলো বাঁশির সুর)

the novel

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

২৮| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইবই

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, দেখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.