নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী বাংগালী ব্লগারদের কাছে বাংলাদেশকে কেমন লাগছে?

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৬



সামুতে, আমেরিকা ও কানাডার ১৫/২০ জনের মতো একটিভ ব্লগার আছেন; লন্ডনের আছেন ৩ জনের বেশী, জার্মানির ২ জনের লেখা প্রায় সময় পড়ছি; আরব দেশগুলো থেকে বেশ কয়েকজন ব্লগিং করছেন; মালয়েশিয়া, কোরিয়া ও অষ্ট্রেলিয়ার ৪ জনের লেখার সাথে আমি পরিচিত। আমার জানতে ইচ্ছে করে, আপনারা যেসব দেশে আছেন, সেই সব দেশের মানুষের জীবনযাত্রা, মানুষের আচরণ, অর্থনীিতি,সমাজ, সংস্কৃতি বুঝার পর, এখন নিজ মাতৃভুমির সামগ্রিক অবস্হা কেমন লাগছে? বিশেষ করে, করোনার এই সময়টাতে আমাদের জাতির (সরকার ও জনগণ ) আচরণ দেখে, জাতি সম্পর্কে আপনাদের ধারণা কি?

আমরা দেশের ব্লগারদের সাথে দীর্ঘদিন পাশাপাশি ব্লগিং করছি; তাঁরাও সাহিত্য রচনা করছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, সমসাময়িক ঘটনা নিয়ে লিখছেন; তাঁরা দেশে অবস্হান করার কারণে অনেক কিছুই স্বচক্ষে দেখছেন, অনুধাবন করছেন, দেশের বাতাসে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন, তাঁরা দেশের অংশ। আমরা বিদেশ থেকে যতটুকু জানতে পারছি ও দেশ নিয়ে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে, তার আলোকে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্হা, ইত্যাদির উপর লিখছি, সমসাময়িক ঘটনাকে তুলে ধরার চেষ্টা করছি। যেসব ব্লগারের স্বশরীরে দেশে অবস্হান করে লিখছেন, তাঁদের লেখা, ভাবনা, ধারণা ইত্যাদি আপনাদের কাছে কেমন লাগছে?

আমার ধারণা, বেশীর ভাগ বাংগালী নিজ দেশের চেয়ে আমেরিকা, কানাডা, বৃটেন, অষ্ট্রেলিয়া, রাশিয়া, চীন, আফগানিস্তান সম্পর্কে বেশী জানেন, বেশী খবর রাখেন, তাঁরা নিজ দেশ সম্পর্কে খুব একটা সুক্ষ্ম সঠিক জ্ঞান রাখেন না। তাঁরা দেশের আলোবাতাসে বাস করেও দেশ সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু লিখতে ও বলতে পারেন না; কারণ, তাঁদের ভাবনার জগৎটাই পশ্চিমের মাপে বেশ দুর্বল। তাঁরা নিজদেশের মুল সমস্যাগুলো ঠিক মতো অনুধাবন করতে পারেন না, নিজ জাতির আয়, উন্নতি সঠিকভাবে মাপতে জানেন না, তাঁরা সরকার ও মানুষের সম্পর্ককে ঠিক মতো সংজ্ঞায়িত করতে পারেন না; বরং তাঁদেরকে আমার কাছে মনে হয়, উনারা নিজ দেশে প্রবাসী।

আমি নিজের মতামত কিছুটা ব্যক্ত করলাম; আমি যেই দেশে থাকি, এই দেশ সম্পর্কে বিশ্বের বিবিধ জাতির বিবিধ মনোভাব; তবে, এই দেশ সম্পর্কে বাংগালী জাতির মনোভাব খুবই চরম ধরণের ও অনেকটা বাস্তবতাহীন। আপনারা যারা পুর্ব এশিয়া, আরব ও অষ্ট্রেলিয়ায় আছেন, তাঁরা ইউরোপ, আমেরিকা ও বাংলাদেশের মানুষ সম্পর্কে কি ভাবছেন! সেই সাথে বাংলাদেশে বসবাসকারী ব্লগারদের লেখাতে দেশের কথা কতটুকু সঠিকভাবে উঠে আসে বলে মনে করেন?


মন্তব্য ৫৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কলিজায় গুতা মাইরা সত্য কথা কইছেন। আমরা ভাবে ভাবুক হতে চাই। সার কথা বললে নামের শেষাংশে উপাধি লাগিয়ে দেয়।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



প্রবাসী ব্লগারেরা অন্য জাতির মাঝে বাস করছেন, তাদের জীবনযাত্রা, সংস্কৃতি দেখছেন, বুঝছেন; এঁদের পক্ষে বাংলাদেশকে বিশ্বের অন্যদের সাথে মিলিয়ে দেখা একটু সহজ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

হাবিব বলেছেন: প্রথমে মন্তব্য করতে এসে দেখি পোস্ট সরিয়ে ফেলছেন। সেই পোস্টের এক প্যারায় যা লিখছিলেন বর্তমানের চার প্যারায় সেই একই লেখার বিস্তারিত ফর্ম।। যাই হোক, দেখি কে কি বলে ।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:


দেশের ভেতরের ব্লগারদের লেখায়, দেশের প্রকৃত অবস্হা বুঝা মোটামুটি কষ্টকর; বিশ্বে মহামারী চলছে, বাংগালী ব্লগারদের লেখায় তা বুঝা যায় না।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আমাকে অনেকবার বলেছেন এখানের জীবন সংসার নিয়ে লেখার জন্য। সত্যি ঘেন্না হয়। কী লিখব? আমার জীবনেইতো যথেষ্ট উপাদান আছে। যাক, আমার আজকের পোস্টে একটা মন্তব্য করবেন। আরো কিছু লেখা আছে যা ফেইসবুকে বুস্ট করেছিলাম তা ব্লগে পোস্ট করব।

আমরা কাজ না করে কাজি হতে চাই এবং সব দোষ অন্যের।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়েছি, মানব সমাজ দ্রুত পরিবর্তনের মাঝে দিয়ে যাচ্ছে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি ঘন ঘন প্রোফাইল পিকচার বদলাচ্ছেন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় যে যেই দেশে বাস করে সে সেই দেশের মন মানুষিকতায় অভস্ত্য হয়ে যায় এবং তার চিন্তা ভাবনা ও আচরনও ঠিক তেমনি হয়।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



তা সঠিক; তবে, শিক্ষিতদের পক্ষে অন্য দেশ, অন্য কালচার বুঝা কঠিন কিছু হওয়ার কথা নয়।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক বছর পর আজ আপডেইট করেছি। সরিয়ে ফেলব নাকি?

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



থাকুক।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

রানার ব্লগ বলেছেন: আজ এই সময়ে শিক্ষিতের বেশ কিছু রুপ দেখছি যেমন, মৌলবাদী মানুষিকতা যুক্ত শিক্ষিত, শিক্ষিত কিন্তু মেধা ও মনন অপসাংস্কৃতি পোষন কারী, শ্রেফ শিক্ষিত, মানুষিক ভাবে মুক্ত এবং পরিষ্কার ধারনাযুক্ত শিক্ষিত এবং নাম স্বাক্ষর করতে পারে এমন শিক্ষিত।

মানুষিক ভাবে মুক্ত এবং পরিষ্কার ধারনাযুক্ত শিক্ষিতের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। এদের কাছ থেকে ছাড়া অন্য যেই সব শিক্ষিত আছে তাদের কাছ থেকে আপনি কিছুই আশা করতে পারেন না। ত্যানা প্যাচানো ছাড়া।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ভয়ংকর খারাপ শিক্ষা ব্যবস্হার ফলাফল এখন সবাই ভোগ করছে, দেশকে এরা যাযাবরের দেশে পরিণত করেছে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজার কথা বলি, BBC এর খবর কয়েকবার ভারতরে বিষয়ে মন্তব্য করেছিলাম।

হায় হায়! তাদের এত চেত লাগে সত্য কথা বললে! উনাদের ভাব আর বেশি! উনারা নাকি super rich !

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:




শতকরা হারে, বাংলাদেশ ও ভারত অনেক ধনী সৃষ্টি করছে; অর্থাৎ দুর্নীতি এদের সংবিধানের অংশ হয়ে গেছে।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

ওসেল মাহমুদ বলেছেন: দেশের সাধারণ মানুষ হতাশ !

০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



এই মহামারীর সময়ে, মানুষের আচরণ থেকে সেটাই বুঝা যাচ্ছে।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

কবির সরদার বলেছেন: আপনি তো আবার নিজেকে একটু ওভার স্মার্ট ভাবেন (অবশ্য এটা আপনার দোষ না, পাশ্চাত্তে বসবাস করা সব বাংগালিরাই নিজেকে হিরো ভাবে)। অতএব কি মন্তব্য করলে আবার কি ভেবে বসেন, তাই বিরত থাকলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


আমি শুধু ভাবি না, পোষ্ট লেখার ব্যাপারে, আমি আপনার থেকে ওভার ওভার স্মার্ট, এতে কোন সন্দেহ নেই! আপনি দেশে আছেন? বাংলাদেশের এবারের বাজেট কত, আয় কত হতে পারে?

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮

কবির সরদার বলেছেন: বলুনতো ১ কেজি বাদামে বিচি কয়টা?

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আনুমানিক, ১১৫০ টির কাছাকাছি

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: বাংলাদেশের মানুষ ধর্মীয় কুশংস্কারে আচ্ছন্ন।রাজনৈতিক নেতৃবৃন্দ গনতান্ত্রীক না।আমি বর্তমানে যে দেশে বাসকরি সেখানে বহু দেশের বহু ধর্মের জাতি গুষ্ঠি মিলে মিসে বাস করে।যে যার ধর্ম ও কৃষ্টি আলাদা আলাদা ভাবে পালন করে কিন্তু জাতীয় বড় বড় দিবসগুলো সবাই মিলে মিসে আনন্দের সাথে পালন করে।
মধ্যবর্তী নির্বাচন কাছে,কিন্তু রাজনৈতিক উত্তেজনা নেই।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা মানুষ হয়েছিলো ১৯৭১ সালে, শেখ সেটাকে ধরে রাখতে পারেননি।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রবাসীরা নিজেদের দেশ সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন না।

সত্যি, আজিব ব্যাপার!

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



দেশ সম্পর্কে উচ্চ ধারণা পোষন করতে হলে , দেশে যা যা থাকার কথা ( শিক্ষার মান, জীবনযাত্রার মান, মানুষের আচরণ, মানবিক অর্থনীতি, ভালো প্রশাসন, ইত্যাদি ) তার কিছুই নেই।


আপনি লন্ডনে থাকার সময়, পুরোটা কি সিলেটি পাড়ায় ছিলেন?

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:

দেশ সম্পর্কে উচ্চ ধারণা পোষন করতে হলে , দেশে যা যা থাকার কথা ( শিক্ষার মান, জীবনযাত্রার মান, মানুষের আচরণ, মানবিক অর্থনীতি, ভালো প্রশাসন, ইত্যাদি ) তার কিছুই নেই।


আপনি লন্ডনে থাকার সময়, পুরোটা কি সিলেটি পাড়ায় ছিলেন?

========================================

না। আমি উডগ্রীনে থাকতাম। সেখানে অনেক সিলেটি ছিল, তবে, টাওয়ার হ্যামলেটসের মতো নয়।

কেন জিজ্ঞাসা করলেন জানতে পারি?

০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


লন্ডনের অভিজ্ঞতা কি আপনাকে বলছে না যে, আমাদের দেশ ভয়ংকর সমস্যায়?

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন:
লন্ডনের অভিজ্ঞতা কি আপনাকে বলছে না যে, আমাদের দেশ ভয়ংকর সমস্যায়?

===================================================

সব দেশেই সমস্যা আছে। কোথাও কম, কোথাও বেশি।

আমাদের দেশের সমস্যা ইংল্যান্ডের সমস্যাগুলো দিয়ে জাজ না করাটা ভালো।

আসলে, সমস্যা সমাধানে চেষ্টা চালানোর ইচ্ছা থাকাটা জরুরী। আমাদের দেশের মানুষ এবং সরকারের সেই চেষ্টাটা আছে।

লন্ডনে 'বেনিফিট' খাওয়া এবং চাওয়া লোকদের সংখ্যা কিন্তু কম নয়। এটা একটা দেশের জন্যে অনেক বড় সমস্যা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:



বুঝা যাচ্ছে, আপনি লন্ডনে বাংগালী পাড়ায় ছিলেন।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৭

কাছের-মানুষ বলেছেন: আমি আপাতত দেশ নিয়ে ভাবছি না! তবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দু বছর বন্ধ এই ব্যাপারটা আমাকে হতাশ করে প্রতিনিয়ত! আমার মনে হয় সরকার শিক্ষা প্রতিষ্টান বন্ধ রাখছে যতটুকু-না করোনার ভয়ে তার চেয়ে বেশী সরকার বিরোধী আন্দোলনের ভয়ে!!!

ভিন্ন প্রসঙ্গ, আজ আনন্দবাজার পত্রিকায় দেখলাম আমেরিকার সৈন্যরা আফগান বিমানবন্দর ছাড়ার আগে সেখানে রাখা ৭৩টি বিভিন্ন ধরণের কপ্টার, সন্ত্রাস দমন ব্যবহৃত যুদ্ধযান, সাময়িক গাড়ি সব অকেজো করে দিয়ে গেছে, সেগুলো আর চলার অবস্থায় নেই!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার টেকনোলোজী যাতে ইরানের হাতে না যায়, সেজন্য নষ্ট করেছে; তদুপরি, কাবুলীওয়ালারা সেগুলো দিয়ে কি করবে?

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

শেরজা তপন বলেছেন: দেশ নিয়ে আপনার ভাবনা চিন্তায় অনেক গলদ আছে- এই দেশের ভাল কোন কিছু আপনার নজরে আসে না!

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



আমার গলদ আছে, কারণ আমি এসব নিয়ে কথাবলছি; আপনার গলদ নেই, কারণ আপনি মস্কো ও ইউক্রেনের নারী সমস্যা নিয়ে চিন্তিত।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ভালো কোনো মানুষ নেই। যাকে ভালো মনে করবেন সেই ব্যাটা আরো বড় বদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা ভালো মানুষ। ভালো ২ জন ব্লগারকে দেখছি না: (১) হামানদিস্তা সাহিত্য বিশারদ (২) পেন্টি কবি।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
অন্যান্ন অধিবাসির তুলনায় প্রবাসী বাংগালীরা নিজদেশকে বেশি ভালবাসে।

আমেরিকা প্রবাসি বাংগালীরা প্রতি বছর দেশে যায়। না পারলেও খাইয়া না খাইয়া ২ বছরে একবার দেশে যাবেই।
ভারতীয় ও নেপালিরা ৫ বছরে একবার দেশে যায়।
ইজিপশিয়ানরা ১০-১২ বছরে একবার। অনেকেই কখনো যায় না।
পাকিস্তানিদের ২০ বছরেও দেশে যেতে দেখা যায় না।, তবে পাঞ্জাবী পাকিরা অবস্য প্রায়ই দেশে যায়।
নন স্টুডেন্ট চাইনিজরা কখনোই দেশে যেতে দেখা যায় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


জাপানীরা আসও না, যায়ও না।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
জাপানি ইটালিয়ান, ইংলিশ, জার্মান এদের বেশী দেখা যায় লসএঞ্জেন্সসে টুরিষ্ট হিসেবে, বিজনেস ট্রেভেলারও আছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


জাপানী, .. . জার্মান, এরা সবাই সভ্যতাকে সামনে নিচ্ছে; পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এরা সভ্যতাকে পেছনে টানছে।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সব দেশেরই কিছু না কিছু ভালো দিক ও মন্দ দিক আছে - বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমি দেশ ছাড়ার আগের সাথে বর্তমানের বাংলাদেশের তুলনা করি তখন যে পার্থক্যগুলো বেশি চোখে পড়ে তার দু একটি বলছি :
- দেশে সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা আগের চাইতে বেড়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে।
- জনগণের মধ্যে নৈতিকতার অভাব দিন দিন প্রকট হচ্ছে। দুর্নীতি, অসাধুতা ও প্রতারণার প্রকোপ অনেক বেড়েছে।
- সমাজে দিন দিন চরম অসহিষ্ণুতা ও হিংস্রতা অনেক বেড়ে যাচ্ছে। পরমতসহিষ্ণুতার অভাব প্রকট।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


অসাধুতা, দুর্নীতি, অসাধুতা ও প্রতারণা যদি বাড়ে, স্বচ্ছলতা টা মুলে কি কাজ করছে? এই স্বচ্ছলতা কি অর্থনৈতিক কর্মকান্ডের ফলে বাড়ছে, নাকি দুর্নীতির কারণে, কারো সুযোগ/সুবিধা কেড়ে নেয়ার ফলে বাড়ছে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



দেশের ভেতর থেকে যাঁরা ব্লগিং করছেন, তাদের লেখায় এগুলোর সঠিক উপস্হাপন দেখেছেন?

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

নূর আলম হিরণ বলেছেন: এদেশের সরকারি আমলা ও রাজনীতিবিদরা প্রয়োজনীয় দক্ষ নয়। এর জন্য সকল সমস্যার উদ্ভব হয় এবং সেসব সমস্যার সঠিক সমাধান হয় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



সমাজের দুষ্টরা রাজনীতি দখল করেছে, আমলারা মানুষের সম্পদ দখল করে, মানুষের জীবনের মান কেড়ে নিয়েছে।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৮

কুশন বলেছেন: প্রবাসীরা ব্লগে যে পরিমান আগ্রহ নিয়ে ব্লগে আসেন, ব্লগে এসে তাদের আগ্রহ ভাটা পড়ে যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:




প্রবাসী ব্লগারদের অনেক বিষয়ে ধারণা পরিস্কার, তাঁরা আমাদের জাতির অবস্হা অন্যদের সাথে তুলনা করতে পারেন সঠিকভাবে ও নিরপেক্ষভাবে দেশের সরকার ও প্রশাসনকে নিয়ে কথা বলতে পারেন।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: দেশে এখন হীরক রাজার শাসন চলছে। তাই দেশের মানুষের অভিব্যক্তি ও গঠনমুলক সমালোচনা
থেকে সঠিক ধারনা পাওয়া মুশকিল। ৫৭ ধারা না কোন আইনে হাজত বাসের সম্ভবনা ও আছে।
তাই, মেট্রোরেল আর সেতু নিয়ে জিকির করি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



সরকার ও প্রশাসন দেশকে কলোনীর মতো ব্যবহার করছে; দেশের ব্লগারেরা এসব বিষয় পরিস্কার করে লিখতে পারেন বলে আমার মনে হয় না।

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৫

সাজিদ! বলেছেন: প্রবাসে আছি। দেশের প্রতি টান টের পাচ্ছি। তবে দেশে পেশা চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই ( অন্য পেশাজীবিদের খবর জানি না) দেশে মানুষ এখন হুজুগে হয়ে গেছে। ভালো কাজ হচ্ছে কিন্তু মন্দ কাজও বেশী হচ্ছে তুলনায়। মানুষের মধ্যে আঙ্গুল ফুলে ফেঁপে উঠার টেন্ডেসি বেড়েছে। করাপশন, মিথ্যাচার এগুলো স্বাভাবিক। শিক্ষার মূল্য সরকারি চাকরিতে আর শিক্ষিত না হলে তোলাবাজির রাজনীতি করেও উপরে মূল্যায়িত হয়৷ এর মধ্যেই কিছু মানুষ দেশের মাটি কামড়ে পড়ে দেশের জন্য কিছু করছে। তাদের সাধুবাদ দেই। বাকিদের এখন কোন সেন্সই নেই, একটা বন্যায় গ্রামের পর গ্রাম ডুবে গেছে এখনই, মিডিয়ায় পাবেন পরীমনির খবর।

এই অবস্থা। দেড় বছর স্কুল কলেজ বন্ধ করে আরেকটা জেনারেশন প্রায় নষ্ট হয়ে গেলো।

অবস্থান ও যোগ্যতা আরও বাড়িয়ে গোপনে দেশের জন্য কিছু করার অভিপ্রায় রাখি। দেশের ভেতর থেকে সেটা সবার জন্য সম্ভব নয়। আলোচনা হোক।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



এই মহামারীতে সরকার, প্রশাশন ও দেশের পেশাজীবিদের উলংগ ভুমিকা উন্মোচিত হয়েছে, এরা সভ্যতার এই যুগে ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়; এরা জাতিকে মোটামুটি পংগু জাতিতে পরিণত করেছে।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৮

এপোলো বলেছেন: কিছুদিন আগে দেশে গিয়েছিলাম। চট্টগ্রামের একটা গ্রামে পুরো সময় কাটিয়েছি। দেশে চলমান উন্নতি চোখে পড়লো। আগে গ্রামে আঁকাবাঁকা রাস্তাগুলো কাঁচা ছিল। এখন দেখলাম সব কিছুতে পিচ ঢালাই চলছে। ইটের উপরে ঢালাই, গর্তে মাটি ভরে তার উপর ঢালাই, মাটির উপরে ঢালাই। খালি রাস্তা পাকা করছে। দেশের এই উন্নতিতে আমি অবাক। এর আগে দেশে ফ্লাইওভার এর উন্নতি হয়েছিল। অপরিকল্পিত উন্নয়ন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
কাঁচা রাস্তা পাকা করার আগে রাস্তার এলাইনমেন্ট ঠিক করা দরকার ছিল। গ্রামেগঞ্জের রাস্তাঘাট ক্ষেতের জমির আইল এর মতোই আঁকাবাঁকা। একসময় এই রাস্তায় রিকশা চলবে বলে চিকন রাস্তা প্রসস্থ করেছিল। যেহেতু রিকশার গতিবেগ কম, আঁকাবাঁকা রাস্তা কোন সমস্যা ছিল না, দিন চলে যাচ্ছিলো ভালোই। কিন্তু এখন সবাই মোটরযান এ চলাফেরা করে, গতি বেশি। উন্নত বিশ্বের তুলনায় অনেক কম গতি, তবে রিকশার চাইতে বেশি। গ্রামের রাস্তায় তুলনায় অতিরিক্ত।
এইসব রাস্তা পাকা করার আগে কিছু পরিকল্পনা করা দরকার ছিল। রাস্তা সোজা না করলে ভবিষ্যতে অনেক সমস্যা। স্বাধীনতার পর যেমন রিকশায় চড়ার জন্য রাস্তা বড় করছিলো ৪০ বছর পর কি হবে সেটা না ভেবে, এখনো রাস্তা পাকা করছে ১০ বছর পর কি হবে সেটা না ভেবে।
এলাকায় কয়েকটা নবনির্মিত ব্রিজ দেখলাম এক লেন এর। দুই দিক থেকে দুইটা রিকশা পার হতে পারবে বড়জোর। চার চাকার কোন গাড়ি গেলে ব্রীজগুলো কালুরঘাট এর পুরান ব্রীজ এর মতো হয়ে যাবে। একদিক থেকে গাড়ি আসবে , আরেকদিকে গাড়ি দাঁড়ায় থাকবে।
এইসব উন্নয়ন অদূরদর্শী, এই উন্নয়নে দীর্র্ঘস্থায়িত্ব নাই। হয়তো বিদেশে আছি বলেই এইসব ব্যয়বহুল প্রজেক্ট এর অদূরদর্শীতা দেখে খারাপ লাগছে। কারণ বিদেশের যেকোন প্রজেক্ট এ দীর্র্ঘস্থায়িত্বতা বিবেচনা করে ফান্ডিং দেয়া হয়। বাংলাদেশ এ উন্নয়নের নামে খালি টাকা নষ্ট করে। দেশি আমলারা বিদেশ ঘুরে ট্রেনিং নেয়, দেশে গিয়ে সব ভুলে যায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ এতটুকু বুঝার মতো দক্ষ নন। ব্লগের অবস্হা দেখেন, কয়টা পোষ্ট পড়ার মতো!

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২

কালো যাদুকর বলেছেন: বাংলাদেশের মানুষ ভাল,তবে রাজনৈতিক দিকনির্দেশনা ভুল।
এ কারনে সাধারন মানুষেরা ভুগছে। আমি দেশে থাকলেও এরকম ভুক্তভোগী হতাম।
বাংলাদেশী ব্লগাররা যখন লিখেন এ সমস্যার কথা তারা বলেন। হতাশার কথাগুলো বলেন।
তবে সব সময়ই অসুবিধার কথাগুলো রিপিট করতে কারো ভাল লাগার কথা নয়। তখন হালকা কথা বার্তা চলে আসে, কবিতা, গল্প ইত্যাদি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


কবিতাগুলো যদি কবিতা হতো, গল্পগুলো যদি গল্প হতো, খারাপ হতো না।

২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক প্রবাসী বাংলাদেশীরা দেশে এয়ারপোর্টে ইজ্জত না পাওয়া আর সরকার কর্তৃক যথাযথ মর্যাদা না পাওয়ার হতাশায় ভোগে...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



এয়ারপোর্টের লোকেরা বেআইনীভাবে অনেক আয় করে; এরা প্রায় সবাই কোন না কোন ক্রাইমের সাথে যুক্ত; আমি স্বচ্ক্ষে দেখেছি আরবদেশগুলো থেকে আগত বাংগালীদের সাথে এয়ারপোর্টের কর্মচারীরা ভংকর খারাপ ব্যবহার করে। ক্রিমিনালদের থেকে ভালো ব্যবহার আশা করা অসম্ভব ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.