![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কোভেক্স আজকেই ৩য় বিশ্বের দুষ্ট সরকারগুলোকে টিকা ভিক্ষা দিতে চায়; কিন্তু যেই পরিমান টিকার দরকার, উহা কোনভাবেই ম্যানুফেকচারিং করে উঠতে পারছে না; কারণ, বিশ্বের অনেক দেশ "৩য় ডোজের জন্য অর্ডার দিচ্ছে"। বিশ্বে ৫.৬ বিলিয়ন ডোজ টিকা দেয়া হয়েছে ইতিমধ্যে; কিন্তু ইহার শতকরা ৮০ ভাগ হচ্ছে সেসব দেশে, যারা টিকা কিনেছে, টিকা উৎপাদনে ফান্ডিং করেছে। বাংলাদেশ, মিশর, ইরান, ইত্যাদি দেশ যদি টিকা কিনতো, কিংবা ফান্ডিং করতো, আ্মেরিকাকে ১ মিলিয়ন ডোজ দেয়ার সময়, বাংলাদেশকেও ১মিলিয়ন ডোজ দিতো ফাইজার, এসট্রোজেনিকা, কিংবা মডের্না।
যদিও টিকা আবিস্কারের আগে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানীগুলো বলেছিলো যে, টিকার উপর লাভ করা হবে না, আসলে টিকা উপর লাভ করা হচ্ছে; টিকা উৎপাদনকারী পাবলিক অনেক কোম্পানীর শেয়ার হাজার গুনেও বেড়েছে, এর অর্থ হলো, ওরা লাভ করছে। লাভ না করার জন্য কেহ ওদেরকে বাধ্য করতে পারবে না।
বিশ্বের ৩৭% মানুষ ২ ডোজ করে টিকা পেয়ে গেছে; ইসরায়েল ৩য় ডোজ দিচ্ছে, আমেরিকা ও জার্মানী আগামী মাস থেকে ৩য় ডোজ দেয়া শুরু করবে।
একদিক থেকে ভাবলে, মনে হয়, বিশ্বের প্রায় ৬০ টি দেশের মানুষের শতকরা ১০ জন যখন ১ম ডোজ টিকা পায়নি, ধনী দেশগুলো কেন ৩য় ডোজ দিতে গিয়ে, কোভেক্সের টিকা সরবরাহ কমিয়ে দিচ্ছে? ইহার উত্তর হলো, টিকা কেনার ব্যাপারে আমেরিকা, বাংলাদেশে, উগান্ডা, মিশর, বার্মা সবাই একই লেভেলে; কারণ, মহামারীতে টিকা কেনার মতো পয়সা সবার ছিলো ও আছে, কেন তারা নিজের নাগরিকদের জন্য টিকা কিনেনি?
ইউএন'এর উচিত ছিলো, ৩য় বিশ্বের দুষ্ট সরকারগুলো একটা বৈঠকে ডেকে টিকা না কেনার কারণ জানতে চাওয়া; মহামারীর সময়, বিশ্বের ধনী দেশগুলোর ভিক্ষার জন্য তারা কেন বসে আছে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশের শতকরা কতজন ২ ডোজ টিকা পেয়েছেন, এবং সবাইকে ২ ডোজ দিতে কত বছর লাগবে? সবাইকে টিকা দেয়ার আগে, কি পরিমাণ মানুষের মৃত্যু হবে?
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
দেশের মানুষ ম্যানিপুলেট হয়ে গেছে ; এখন করোনায় মারা গেলে কেউ সরকারকে প্রশ্ন করবে না। সরকার করোনা নিয়ে জুয়া খেলে জিতে গেছে,যা জিতিয়ে দিয়েছে প্রকৃতি।
ইউএন ৩য় বিশ্বের সরকার নিয়ে বসে পূর্বে কি জরুরী সাধন করেছিলো?
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
সরকার মানুষকে ইডিয়টে পরিণত করতে সক্সম হয়েছে, ইউনিভার্সিটির শিক্ষকেরাও নীরবে মরেছে, টিকার কথা বলেনি। বর্তমানে করোনা হলে, বেশীরভাগ মানুষ মিথ্যা বলছে যে, করোনা হয়নি; শুধু মারা গেলে বুঝা যাচ্ছে, করোনায় মারা গেছে! যেসব পরিবারের আয়ের মানুষ মারা যাচ্ছে, তাদেরকে কে সাহায্য করবে? আমার আত্মীয়দের মাঝে, ২ পরিবারের আয়ের মানুষের মৃত্যু হয়েছে।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১
শূন্য সারমর্ম বলেছেন:
পররাষ্ট্রমন্ত্রী হয়তো ভেবেছিলো ভিক্ষা এনে দেশে টিকার বন্যা বানাবে ; এখন নিজে হতাশ হয়ে বলে "যেমন আশা করেছিলাম তেমন হয়নি,ধনীদেশগুলো টিকা নিয়ে বসে আছে, গরীবদের দেয় না।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
গরীবটা কে? ৪৫ বিলিয়ন ডলারের রিজার্ভের উপর উপর বসে থাকা শেখ হাসিনা কি গরীব? টিকা কেনার জন্য আফগানিস্তানও গরীব নয়, এসব সরকারগুলো দুষ্ট ও ডাকাত।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
এটাই সমস্যা, গরীবরা ভাবে ওরাই জিতে যায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
গরীবেরা জিতে, স্বামী থাকে ঢাকার বস্তিতে, স্ত্রী থাকে চট্টগ্রামের গ্রামে, বছরে ১ বার দেখা হয়।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
আমারে স্যার ডাকবা বলেছেন: সেরাম থেকে ৩ কোটি আর সিনোফার্ম থেকে ১০ কোটি টিকা কিনলো কে তাইলে?
বালের পোষ্ট করলেন একটা!
কোভ্যাক্স কি আমাদের ভিক্ষা দিতেছে? কোভ্যাক্স বিভিন্ন দেশ আর কোম্পানির ভেতর টিকা কেনার সমন্বয়কারী হিসেবে কাজ করতেছে। যেই দেশ কোভ্যাক্সের মাধ্যমে টিকা কিনতেছে, সেই দেশরে কোভ্যাক্স বাড়তি টিকা দিতে পারতেছে, কারন কোভ্যাক্সের ডিল আছে কোম্পানিগুলোর সাথে।
বাংলাদেশের জানুয়ারী থেকে টিকা কেনার কথা ছিলো কোভ্যাক্সের মাধ্যমে, সেইটা আগাইয়া এখনই কেনা হইতেছে।
টিকা কি আলু পটল? এখন বাজারে যাইয়া ১০ মিনিটে কিনে নিয়ে আসলাম? আবারো বলবো, বালের পোষ্ট করছেন।
ভিক্ষা ভিক্ষা কইরা যারা খুব নাক সিটকাইতেছেন, কোনটা ভিক্ষা আর কোনটা নিজের টাকায় কেনা সেইটা জাইনা আসেন আগে। ভিক্ষার টিকা নিয়া দেশের মানুষ বাচলে নাক সিটকানোওয়ালা বাবু সাহেবদের দোচার টাইম নাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো অনেক প্রশ্নফাঁস বুদ্ধিমান থাকায় বাংলাদেশের মেয়েরা দর্জি হয়েছে, ভারতীয় একই লেভেলের মেয়েরা ব্যাংক অব আমেরিকা, মাইক্রসফট চালাচ্ছে; ঢাকায় ৫ লাখ ভারতীয় কাজ করে ২ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে, আপনি টিউশানী করছেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
কোভেক্স কিভাবে কাজ করে, আপনি তো দুরের কথা, আপনার কোন শিক্ষকও জানে না। কোভেক্স টিকা কেনে, তবে টাকা বাংলাদেশ দেয় না।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আমেরিকা টিকা কিনবে কেন??
ফাইজার বায়োএন্টেক ও মডার্নার টিকা আবিষ্কার করেছে মার্কিনীরা এবং তারা উল্টা অন্যদের কাছে বিক্রি করছে এখন।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি কি মংগল গ্রহ থেকে আজকে আসলেন?
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৪
আমারে স্যার ডাকবা বলেছেন: কোভেক্স কিভাবে কাজ করে কেউ জানে না, শুধু মহান বুদ্ধিজীবি চাঁদগাজী জানে।
আপনার মতো জ্ঞানী মানুষকে জাদুঘরে রাখা উচিৎ। সব কিছুতেই অগাধ জ্ঞান, সবার চেয়ে সেরা, সর্বোৎকৃষ্ট এবং মানসম্পন্ন বুদ্ধিজীবি আর একজন আছে কিনা সন্দেহ!
আমি না হয় প্রশ্নফাসঁ বুদ্ধিমান বলে টিউশনি করি, আপনি মহান বুদ্ধিমান আমেরিকায় কোন বাল ছিড়তেছেন বলেন আমাদের, আমরাও আপনারে নিয়ে একটু গর্ব করি।
(আমার টিউশনির ঠিকানাটা দিয়েন, আমি নিজেও জানতাম না আমি টিউশনি করি। ঘুরে আসবো একটু।)
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
টিউশানী চলে গেছে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
আমেকায় এলে, মানুষ মানুষের সাথে উঠাবসা করে; আপনার মতো কমবুদ্ধিমান লোকে বাংলাদেশ ভরে গেছে।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৭
কামাল১৮ বলেছেন: একমাত্র ভারতের উপর নির্ভর করা ছিল বড় ভুল।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
ভারতের উপরও নির্ভর করেনি; প্ল্যান ছিলো, ভারত থেকে সামান্য নিয়ে ৬ মাস কাটিয়ে দিতে পারলে কোভেক্স'এর টিকা এসে যাবে।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪২
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: @@কামাল১৮,
ভারতের সাথে কূটনীতিতে হেরেছে সরকার। এইটাকে ভুল বলাটা সস্তা কথা। বলতে হবে সরকার দূরদৃষ্টিহীন মেধার প্রয়োগ ঘটাতে পারেনি। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক কৌশলগত। কিন্তু সরকার সেটা করেনি। সরকার ভ্যাক্সিন কূটনীতি ও রাজনীতিতে ব্যর্থ হয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
টিকার কুটনীতি একটা, ফান্ডিং করার দরকার ছিলো, ক্রয় করার দরকার ছিলো।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৪
কামাল১৮ বলেছেন: টিকার বিষয়টা একমাত্র ভারতের উপর নির্ভর করে ভুল করেছে।কাঁচা মালের অভাবে ভারতে বেশকিছু দিন উৎপাদন বন্ধ ছিলো।এর সাথে রাজনীতি ও অর্থনীতি জড়িত।
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
ভারত মিথ্যা বলেছে, এসব কাঁচামাল ইউরোপের সবার কাছে আছে।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১
নিমো বলেছেন: ৩য় বিশ্বটা ঠিক কি ?
১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
ক্যাপিটেলিষ্ট ও সোস্যালিষ্ট ব্লকের বাহিরের দেশগুলো
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৯
জ্যাকেল বলেছেন: আমাদের সরকারের সদিচ্ছার অভাব আছে। জনগণের মধ্যে নিজ অধিকার নিয়ে কোন ভ্রুক্ষেপ আছে বলেও ত মনে হচ্ছে না।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ যাযাবরের মতো নিজ পরিবার নিয়ে ব্যস্ত, সরকার আছে কিনা সেটা জানতেও চাহে না।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ৩য় ডোজের দরকার নেই।
আমাদের দেশে যারা ২য় ডোজ দিতে পেরেছে তাদের খুশির সীমানা নেই। তাঁরা ছবি তুলে রেখেছে। এমন কি টিকার কাগজ টা লেমিনেটিং করে রেখেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
টিকার কাগজটা দরকার হবে, সবাইকে উহা রক্ষা করতে হবে। আমেরিকার সিডিসি বলছে, ৩য় ডোজ না দিয়ে মহামারী ঠেকাতে পারবে না
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
সাদীদ তনয় বলেছেন: আমাদের দেশে তো ২ টা ডোজ দেওয়া হচ্ছে। ইসরায়েল আমেরিকা জার্মানি ৩য় ডোজ দিচ্ছে।